এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কীকরে জেন্ডার ঘটিত অপরাধ করবেন না :

    একক
    অন্যান্য | ১৬ মে ২০১৬ | ৩৮০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 53.224.129.56 | ১৬ মে ২০১৬ ০৭:২০706591
  • যাঁদের মনে হচ্ছে খামোখা অপরাধ করতে যাবো কেন ,আমি তো সাধুপুরুষ তাঁরা স্বচ্ছন্দে বিদেয় নিতে পারেন ।

    যাঁদের মনে হয় , একজন দুর্বল -দোষে গুনে সাধারণ মানুষ হিসেবেই কখনো কোনো অপরাধ করেও ফেলতে পারি বা "না করেও " জড়িয়ে যেতে পারি , আসামী সাব্যস্ত হতে পারি , এই টই তাঁদের জন্যে । এছাড়া : আমার মনে হয় , ছোট ভাই -এদলেসেন্ট ছেলে সন্তান এদেরকেও এরকম কিছু গাইডলাইন শিখিয়ে রাখলে ভালো ।

    আমি অপরাধ বিশেষজ্ঞ নই । যা লিখব ব্যক্তিগত বিচার বিবেচনা ও অভিজ্ঞতা থেকে । কাজেই অনেক পয়েন্ট বাদ থেকে যাবে । কাইন্দলি সেগুলো এড করবেন । আমার লেখার অংশ পুরুষ দের জন্যে । মেয়েদের পার্ট টা যাঁরা জানেন -বোঝেন তাঁরা লিখলে ভালো হয় । প্রথমেই যেটা মাথায় রাখা ভালো তা হলো "ফলস রেপ -মলেস্টেশন চার্জ " কন্ভিক্ট করা প্রচন্ড কঠিন । কাজেই এই লেখার উদ্দেশ্য আদৌ এমন নয় যে জেন্ডার ক্রাইম না করেও আপনি দোষী সাব্যস্ত হতে পারেন এরকম প্যানিক ছড়িয়ে দেওয়া । দোষী সাব্যস্ত হবেন না । কিন্তু সম্পূর্ণ নির্দোষ হয়ে বেড়িয়ে এলেও ততদিনে আপনার সোশাল স্টেটাস -পারসনাল লাইফ-প্রফেশনাল লাইফ সব ভোগে চলে যাবে । তাই আগে থেকে কনশাস থাকা জরুরি ।

    ১ ) মেয়েদের সঙ্গে পরিচয়ের ক্ষেত্রে সর্বদা "ধীরে চলো " নীতি তে চলুন । জীবন সিনেমা নয় । কোনো ট্রেইন মিস হবেনা । হলে হতে দিন ।

    ২ )ইন্টারনেট আলাপের ক্ষেত্রে আরও ধীরে চলুন । একজন মানুষ সে ছেলে হোক বা মেয়ে , নেট জগতে যেভাবে নিজেকে প্রজেক্ট করে সেভাবেই সামনাসামনি বিহেভ করবে এরকম আদৌ নয় । যে চ্যাট বক্সে খুব "খোলামেলা " সে সামনে ঠিক বিপরীত হতে পারে । কাজেই নেট জগতের এক্সপসার দিয়ে কোনো মেয়েকে ভুলেও বিচার করবেন না ।

    ৩ ) ডেট করার ক্ষেত্রে সাবধান হোন । কোনভাবে যদি বোঝেন মেয়েটি মানসিকভাবে স্টেবল নয় , সদ্য আগের বয়ফ্রেন্ড এর সঙ্গে সম্পর্ক কেটে গ্যাছে ইত্যাদি তাহলে আর সামনাসামনি এগোবেন না । ফিরে এসে ফোনে কথা বলুন কিন্তু ফিসিকালি একসঙ্গে থাকা এড়িয়ে চলুন ।

    ৪ ) মদ বা যে কোনো নার্কটিক নেওয়া অবস্থায় ভুলেও কোনো মেয়ের সঙ্গে সেক্স বা সামান্যতম শারীরিক সম্পর্ক করবেন না । সে চাইলেও না । এমনকি পূর্বপরিচিত হলেও না । তাকে বাড়ি পৌছে দিন । খোঁজ খবর নিন । বিবাহিত সম্পর্কের ক্ষেত্রেও , জল টল খাইয়ে ঘুম পাড়িয়ে দিন ।

    ৫ ) নার্কটিক নেওয়া অবস্থায় , অপরিচিত কোনো মেয়েকে হোটেলে বা বাড়িতে পৌছে দিতে যাবেন না । ফোন করে ট্যাক্সি ডেকে দিন ।

    ৬ ) কোনরকম ইন্সিকীয়রিটি -পার্পিচুয়াল ডিপ্রেশন দেখতে পেলে মলম দিতে ছুটবেন না । নরমাল বিহেভ করুন , প্রাইভেট প্লেসে সঙ্গ এড়িয়ে চলুন । গান শুনতে বলুন , সাইকোলজিস্ট এর সঙ্গে যোগাযোগ করিয়ে দিন । নিজে তার পারসনাল সাইকোলজিস্ট হওয়ার চেষ্টা করবেন না । ওটা আপনার কাজ নয় ।

    ৭ ) একসঙ্গে হোটেলে এক ঘরে উঠলে মেয়েটিকেও রেজিস্টারে সই করতে বলুন । একটা অন্তত প্রমান থাকবে ।

    ৮ ) কোনো মেয়ে পার্টিতে ওপেনলি ঘনিষ্ট ব্যবহার করলে বাই ডিফল্ট ধরে নেবেন না যে আপনার কাছ থেকেও সেরকম ব্যবহার আশা করছে । নরমাল থাকুন ।

    ৯ ) "মিক্সড সিগন্যাল " কে সর্বদা নেগেটিভ সিগন্যাল হিসেবে ধরুন । আগু পিছু করবেন না । পিছনো মানে পিছনো ।

    ১০) "না " বলাকে চূড়ান্ত গুরুত্ব দিন । হতেই পারে মেয়েটি কখনো কখনো "না " এর নাধ্যমে হ্যা বোঝাতে চায় , কিন্তু সেটা ডিকোড করা আপনার মহান দায়িত্ব নয় । সম্পর্কের মধ্যে একটা অলিখিত কন্ট্রাক্ট গড়ে তুলুন যে স্পষ্ট ভাবে নিজের ইচ্ছের কথা জানাতে হবে । তাতে বোকা -হাঁদা -ন্যাকা যাই বলুক, গা করবেন না । এটা একটা ল্যন্গুএজ কন্ট্রাক্ট এর মত । নিজেদের মধ্যে অভ্যেস করুন ।

    ১১ ) মেয়েদের "ফোর্স সেক্স " সংক্রান্ত রসিকতা কে একদম সিরিয়াসলি নেবেন না । ফ্যান্টাসি আর বাস্তব এক না ।

    ১২ ) কোনো মেয়ে একসঙ্গে ট্রেকিং -জাঙ্গল ট্রিপে যাওয়ার অফার দিলে বয়ফ্রেন্ড কে সঙ্গে আনতে বলুন । নিতে না চাইলে টালবাহানা করে ট্রিপ কাটিয়ে দিন ।

    ১৩ ) অফিস এনভায়রনমেন্ট এ মেয়েদের সঙ্গে কমপ্লিটলি ফর্মাল বিহেভ করুন । ডাকনামে বা নিজের দেওয়া নামে ডাকবেন না । তিনি অপছন্দ না করলেও না ।

    ১৪ ) অফিস এনভায়রনমেন্ট এ কোনো মেয়ে আপনার কাঁধে হাত রেখে , পিঠে থাপ্পর মেরে কথা বলছে মানেই আপনিও তার কাঁধে হাত রেখে, পিঠে থাপ্পর মেরে কথা বলতে পারেন এমন না । বডি কন্টাক্ট এড়িয়ে চলুন ।

    ১৫ ) অফিস পার্টি হলেও সেটা আগে "অফিস " পরে "পার্টি " । একদল মেয়ের মাঝখানে দাঁড়িয়ে বোকা বোকা জোক শুনিয়ে হাসির পাত্র হোন । এক কোনে গিয়ে কোনো একজন মেয়ের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা এড়িয়ে চলুন ।

    ১৬ ) অফিস আওয়ার এর পরে / পারসনাল কেবিনে যখন অন্য কেও নেই ......এই অবস্থায় কোনো মেয়ে কলীগ কে ডাকা এড়িয়ে চলুন । খুব দরকার হলে অন্য কোনো মহিলা কলীগ কে সঙ্গে রাখুন ।

    ১৭ ) ফ্যামিলি / নেইবার এনভায়রন মেন্ট এ : অল্পবয়স্ক কাকিমা -বৌদি সম্পর্কিয়া দের থেকে দুরে থাকুন ।তাদের বাড়িতে অন্য কেও উপস্থিত না থাকলে যাবেন না । মা-বাবা রা তাদের পুরুষ এদলেসেন্ট সন্তান দের ক্ষেত্রে এটা অবশ্যভাবে খেয়াল রাখলে ভালো ।

    ১৮ ) কোনো বন্ধুর হয়ে তার প্রেমিকা কে চিঠি-মেসেজ পৌছে দেওয়া/ বুঝিয়ে ঝগড়া মেটানো ইত্যাদি বোকা বোকা ব্যাপারে জড়াবেন না .। তিনজনে মিলে এক টেবিলে বসে কথা বলতে পারেন কিন্তু আলাদা করে মেয়েটিকে নিজে বোঝাতে যাবেন না । এমনকি যদি দেখেন মেয়েটি এই ব্যাপারে আপনাকে ফোন করে পরামর্শ চাইছে , তাহলে তো একেবারেই কাটিয়ে দিন । এটাও এদলেসেন্ট বাচ্চাদের জন্যে ।

    ১৯ ) যখন তখন স্কেদিউল চেঞ্জ করে একা বাড়িতে ডেকে পাঠান এরকম "মিস " এর কাছে প্রাইভেট পড়তে যাবেন না । যতই বয়েস হোক । "মিস " মা নয় । এটাও এদলেসেন্ট বাচ্চাদের জন্যে ।

    এবার অন্যেরা লিখুন ..........
  • একক | 53.224.129.56 | ১৬ মে ২০১৬ ০৮:০০706695
  • ১০ নম্বর পয়েন্টে আরেকটু ক্লিয়ারলি বলার আছে । অনেকদিন আগে "আ প্রোগ্রামার'স গাইড টু লিগালি সেফ সেক্স " নামে একটা পোবন্ধ লিকেছিলুম সেটা কোথায় খুঁজে পাচ্ছিনা । সেখান থেকেই এই দশ নম্বর পয়েন্ট টা ইলাবরেট করছি ।

    if (Response== 'NO')

    Exit ()

    এখানে এক্সিট মানে একদম আউটার লুপ ছেড়ে বেরিয়ে যাবেন । আবার তক্ষুনি ইয়েস বললেও চেষ্টা করবেন না । এভাবে কয়েকবার চললে পার্টনার এর সিস্টেম ট্রেইনদ হয়ে যাবে যে মিক্সড সিগন্যাল কে আপনার সিস্টেম ফলস সিগন্যাল হিসেবে রেকগ্নায়স করে । কাজেই সেও আর মিক্সড সিগন্যাল দেবে না । সেক্সুয়াল রিলেশনে সিস্টেম ট্রেনিং একট বড় পার্ট ।
  • avi | 233.191.59.49 | ১৬ মে ২০১৬ ১০:০৩706706
  • হুঁ, অপারেন্ট কন্ডিশনিং আর কি। লার্নিং কার্ভ সবসময়েই বেশ মজাদার একটা জিনিস।
  • de | 69.185.236.52 | ১৬ মে ২০১৬ ১০:৪৫706717
  • মেয়েদের গাইডটা? "মেয়ে" কে ছেলে দিয়ে রিপ্লেস করে এইটাই লিখে দেখুন একবার - ঃ)
  • avi | 233.191.54.49 | ১৬ মে ২০১৬ ১০:৫১706728
  • যদিও নিজেকে ঠিক অ্যাডলেসেন্ট বাচ্চা বলা যায় না, তাও বন্ধুর হয়ে চিঠি পৌঁছানো বা ঝগড়ায় বোঝাতে গেলে কিভাবে জেন্ডারঘটিত অপরাধে জড়িয়ে যাওয়া যায়, এতে একটু বিস্তারে শুনতে আগ্রহী। কাজগুলো বোকা বোকা নিঃসন্দেহে, কিন্তু অপরাধ?
  • Ekak | 53.224.129.56 | ১৬ মে ২০১৬ ১১:১১706739
  • ১ ) এদলেসেন্ট দের ক্ষেত্রে একটি মেয়েকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে বিবাদ ও তার থেকে মেয়েটিকে আক্রমন করার ঘটনা বেশি । "বোঝাতে " গিয়ে নিজেই সম্পর্কে জড়িয়ে পড়ার একটা হাই চান্স থাকে । জেন্ডার ক্রাইম মানে শুধু রেপ -মলেস্তেষণ না , এসিড ছোঁড়াও হতে পারে ।

    ২ ) দ্বিতীয় কারণ আগেই ইন জেনেরাল বলা আছে , একটি মেয়ে যখন মেন্টালি আনস্টেবল তার সঙ্গ এড়িয়ে চলা সেফ ।
  • avi | 233.191.54.49 | ১৬ মে ২০১৬ ১১:১৬706750
  • আচ্ছা। :)
  • d | 144.159.168.72 | ১৬ মে ২০১৬ ১১:২২706761
  • ইদিকে অভি আবার মানসি ডাক্তার না? তাইলে তো নিশ্চয় বিভিন্ন বয়সের 'মেন্টালি আনস্টেবল' মেয়েরা আসে আপনার কাছে।
    খাইসে।
  • Ekak | 53.224.129.56 | ১৬ মে ২০১৬ ১১:২৪706772
  • ডাক্তার দের কথা আলাদা :) এটাচ না হয়েও মানুষের আনস্টেবিলিটির চিকিত্সা করা ওনাদের কাজ ।
  • avi | 233.191.54.49 | ১৬ মে ২০১৬ ১১:২৪706592
  • :))))
  • dc | 132.164.233.72 | ১৬ মে ২০১৬ ১১:৪৬706603
  • এককের লিস্টটা একটু উইস ফুলফিলমেন্ট টাইপ মনে হলো :p মেয়েরা যেন অফিসে, পার্টিতে, বারে, বাড়িতে ছেলেদের জালে ফেলার জন্য রেডি হয়েই আছে, ছেলেদের শুধু সেসব আহ্বান এড়িয়ে চলতে হবে। বিশেষ করে ১৭ নম্বরটা তো নির্ঘাত বাংলা পানু ইন্সপায়ার্ড :d
  • Ekak | 53.224.129.56 | ১৬ মে ২০১৬ ১১:৪৮706625
  • এরকম একটা পোস্ট আশা করছিলুম ! :))) মেয়েদের কাছ থেকে ছেলেদের ভয় নেই কারণ "আফটার অল তারা ছেলে " এটা এবস কমন ট্রেইট , যদিও অনেকেই পারসনাল লাইফে ছোটখাটো এবিউস ফেস করেছে এরকম । জাস্ট বলতে লজ্জা । বরং "আঁমি ই করেছিলুম " বললে বন্ধুদের কাছে হেক্কার বেশি । সো কমন ।
  • sm | 233.223.157.55 | ১৬ মে ২০১৬ ১১:৪৮706614
  • ছেলে মেয়েদের আলাদা হাঁটার লেন, আলাদা স্কুল- কলেজ, আলাদা শপিং মল, ওয়েব সাইট, চ্যাট, ক্লাব,হোস্টেল ও রেস্তোরা করে দিলেই তো পারে। একদল আবার হই হই করে কো এড এর পক্ষপাতি।
    ডাক্তার দের ক্ষেত্রেও মেয়েদের জন্য ও ছেলেদের জন্য সেম জেন্ডার ডাক্তার দেখানো বাধ্যতা মূলক করা হউক।
  • Ekak | 53.224.129.56 | ১৬ মে ২০১৬ ১১:৪৯706636
  • আগের পোস্ট এসএম এর পোস্ট এর আগে হবে ।
  • Ekak | 53.224.129.56 | ১৬ মে ২০১৬ ১১:৫০706647
  • কো এড এর পক্ষপাতি আমিও । ভীষণ ভাবে । তার মানে এই নয় যে অসতর্ক থাকবো ।
  • S | 60.84.66.90 | ১৬ মে ২০১৬ ১১:৫৩706658
  • একক বাবু একটা জিনিস মিস করে গেছেন। টইভের টাইটেল টা আবার পড়ুন। খিল্লি নয়।
  • Ekak | 53.224.129.56 | ১৬ মে ২০১৬ ১২:০৩706669
  • লিখুন না কী মিস করেছি :)

    "কীকরে অপরাধ করবেন না " এটাই বক্তব্য । কারণ আমি ধরে নিচ্ছি অপরাধ একটা কন্স্ত্রাক্ত । যেটা কোনভাবে আপনার একটিভিটি প্যাটার্ন এর সঙ্গে মিলে গেলে আপনি অপরাধী । এখানে আপনি ভালো না মন্দ , বুদ্ধিমান না বিবেকবান তার কোনো সম্পর্ক নেই । আমাদের প্রথম কাজ সর্বদাই নিজের একটিভিটি প্যাটার্ন কে জাজ করা যাতে কোনভাবে অপরাধের প্যাটার্ন এর মধ্যে পরে না যাই । এটা কনশাস এফর্ট হওয়া উচিত বলে মনে করি । কাজেই এখানে কী করবেন সেটা নয় কী করবেন না সেটা প্রধান ।
  • S | 60.84.66.90 | ১৬ মে ২০১৬ ১২:০৪706680
  • শুধু মেয়েদের নিয়ে লিখলেন? সব রকম কম্বিনেশান ভেবে দেখুন।
  • Ekak | 53.224.129.56 | ১৬ মে ২০১৬ ১২:০৮706691
  • সেটা তো প্রথমেই লিখে দিয়েছি :) পড়ে দেখুন । আমি একটা পার্ট লিখেছি । ছেলেদের নিয়ে । বাকি পার্ট গুলো অন্যেরা লিখুন ।
  • PM | 116.79.28.95 | ১৬ মে ২০১৬ ১২:৪৯706696
  • ঠাকুর বলেছিলেন পোদো, জন্মক্ষেত্র ( বাসস্থল ইন্ক্লুডেড) আর কর্মক্ষেত্র ( পুরোনো অফিস চলবে ঃ) ) এ দুটো জায়গায় ফস্টি নস্টি এড়িয়ে চলিস, তাহলেই ৯০% অফ দা থ্রেট অ্যাড্রেস্স্ড হয়ে যাবে। আমি এই আপ্তবাক্য মেনে চলে খুব ভালো ফল পেয়েছি কিন্তু ঃ) ঃ)
  • Debabrata Chakrabarty | ১৬ মে ২০১৬ ১৩:১৯706697
  • এতো তালিবানি ফর্মুলা হোল ! ' মেয়েদের সঙ্গে পরিচয়ের ক্ষেত্রে সর্বদা "ধীরে চলো " নীতি তে চলুন ' একি খরগোশ /কচ্ছপের রেস নাকি ? ওইসব গপ্পে হয় । তবে একটা ভয়েস রেকর্ডার পারলে স্পাই ক্যামেরা লিফটে ওঠার সময় অন্ রাখুন আজকাল যা লম্বা লম্বা বিল্ডিং ।
  • Ekak | 53.224.129.56 | ১৬ মে ২০১৬ ১৩:২৬706698
  • না , তালিবানি হলো না :) সবকিছু এত সেট ফর্মুলায় ফেলতে চান ক্যানো !

    "কাটা ফল এড়িয়ে চলুন । কলেরা হতে পারে " এটা বলা আর কাটা ফলের সমস্ত দোকান নিষিদ্ধ করা এক না । যে যার নিজের রিস্কে খান নো প্রবলেম ।
  • Debabrata Chakrabarty | ১৬ মে ২০১৬ ১৩:৪২706699
  • হ্যা তা ঠিক - নিজের রিস্কে খান ! কলেরা হতেও পারে আবার নাও হতে পারে তবে সস্তায় ( কিনা জানিনা ) সুস্বাদু পুষ্টিকর লাঞ্চ এ বিষয়ে সন্দেহ নেই ।
  • :( | 69.160.210.3 | ১৬ মে ২০১৬ ১৩:৫৯706700
  • এই হচ্ছে স্টেট কিভাবে ঘরে ঢুকে আসছে, খাটের ধারে বেত হাতে দাঁড়িয়ে থাকছে তার পোকিষ্ট পোমাণ। মামু জাগুক। ধুদ্ধুরি নেড়ে দেবে।
  • খিকজ | 195.108.128.7 | ১৬ মে ২০১৬ ১৪:২৯706701
  • এই লিস্টিটা বেশ সরোল গোলগাল শিশুটক টাইপ ।
  • Debabrata Chakrabarty | ১৬ মে ২০১৬ ১৪:৩৩706702
  • " স্টেট কিভাবে ঘরে ঢুকে আসছে, খাটের ধারে বেত হাতে দাঁড়িয়ে থাকছে তার পোকিষ্ট পোমাণ। মামু জাগুক। ধুদ্ধুরি নেড়ে দেবে।" মামুর ওখানে রোববার না , আর মুছে দেওয়ার কোনো উপায় আছে ?
  • dc | 132.164.233.72 | ১৬ মে ২০১৬ ১৪:৪০706703
  • খিকজ কিন্তু আমি না, যদিও একই কথা বলাতে একেক খচে বোম হয়ে গেছিলেন।
  • Ekak | 53.224.129.56 | ১৬ মে ২০১৬ ১৪:৪৫706704
  • স্টেট কিভাবে ঘরে ঢুকছে তা নিয়ে ভারী ভারী প্রবন্ধ নাবুক , পড়বো । কিন্তু যে কোনো প্রিভেন্টিভ মেসার হবে ভালভ এর মত সরল । ফিল্টারের মত জটিল না । ফিল্টার এলেই এটা ক্যানো , ওটা নয় ক্যানো , তমুক প্রেক্ষিত , অমুক হামাগুড়ি ব্যাস ইন্ফিল্ত্রেষণ বাড়তেই থাকবে । ভালভ এর ওসব দায় নেই । দুনিয়া দেখার সময় ফিল্টার ইউস করুন । পেছন বাঁচাবার সময় ভালভ । অনেকে অবস্য উল্টোটা করেন :))
  • d | 125.117.215.65 | ১৬ মে ২০১৬ ১৪:৪৬706705
  • এই খবরটা এখানেই থাক

  • de | 69.185.236.54 | ১৬ মে ২০১৬ ১৪:৪৭706707
  • শিশুদের জন্যই তো লেখা - ছেলে শিশুদের জন্য, এতো কিছু না লিখে "মহিলা হইতে সাবধান" লিখলেই হোতো। চারিপাশে সিডিউস করার জন্যি মহিলাকুল থিকথিক কচ্চে ঃ) তবে এইসব গাইডলাইন ল্যাবারুদের জন্য খাটবে না!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন