এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কীকরে জেন্ডার ঘটিত অপরাধ করবেন না :

    একক
    অন্যান্য | ১৬ মে ২০১৬ | ৩৮০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 198.155.168.109 | ১৮ মে ২০১৬ ০১:২৪706616
  • আগের পোস্টের অনসাইট অ্যাসাইনমেন্টের পুরুষ বসটিও বিবাহিত।
  • ঈশান | ১৮ মে ২০১৬ ০১:৩৩706617
  • আমি তাইলে ২১ নম্বরটা দিই। ভারতীয় প্রেক্ষাপটে।

    ২১। নতুন ধর্ষণ আইনের সঙ্গে এভিডেন্স অ্যাক্টেরও কিছু পরিবর্তন হয়েছে। "where sexual intercourse by the accused is proved and the question is whether it was without the consent of the other person alleged to have been sexually assaulted and such other person states in his/her evidence before the court that he/she did not consent, the court shall presume that he/she did not consent."

    কোনো মহিলার সঙ্গে কোনো সময়ে যৌন সম্পর্কে লিপ্ত হবেন না। কারণ যৌন সম্পর্কে লিপ্ত হলে, মহিলা যদি একবার বলেন, যে, কনসেন্ট ছিলনা, তাহলেই সেটাই গ্রাহ্য। এবং আপনি ধর্ষণের চার্জে 'ফেঁসে' যাবেন। অতএব ব্রহ্মচর্য পালন করুন, এবং বিবাহের পরই যৌন সম্পর্ক করুন।

    আপাতত এটার থেকে ফুল প্রুফ আর কিছু হয়না। মেয়েদের মুখ দেখবেন না বললে ১০০% ফুলপ্রুফ হত, কিন্তু সে তো আর সম্ভব না।
  • সে | 198.155.168.109 | ১৮ মে ২০১৬ ০১:৩৮706618
  • তাহলে ধর্ষণের কেসগুলো প্রমাণ করা এত জটিল কেন? সুজেট জর্ডন বা অন্যান্যরা এত সহজেই প্রমাণ করতে পারলেন না কেন? ২১ নং ক্লজ প্রযোজ্য হলো না কেন? টু ফিংগার টেস্টদরকার হয় কি ২১নং ক্লজের ক্ষেত্রে? জানতে উৎসুক রইলাম।
  • ঈশান | ১৮ মে ২০১৬ ০১:৪৮706619
  • ক্লজটা একুশ নং নয়। ওটা এককের লিস্টির একুশ নং পয়েন। :-)

    টু ফিংগার টেস্ট এখন আইনত অপ্রয়োজনীয়, আমি যদ্দুর জানি। একটু দেখে নেবেন, স্মৃতি বিশ্বাসঘাতকতা করতে পারে।

    এছাড়াও আমি সুজেটের কেস প্রসিডিংস ভালো করে ফলো করিনি। তবে জাস্টিস সিস্টেমটি তো জঘন্য (যেমন ধরুন, তরুণ তেজপাল কেসের বিচারই এখনও শুরু হয়নি)। এখানে সহজে 'ফাঁসানো' যায় , কিন্তু সোজা রাস্তায় জাস্টিস পাওয়া কঠিন। কোনো কারণে একটা ধারণা আছে, আইন কড়া করে দিলেই কেল্লা ফতে, কিন্তু সে তো হয়না। জাস্টিস সিস্টেমটাকে ধরে ঝাঁকানো দরকার।
  • avi | 113.24.86.141 | ১৮ মে ২০১৬ ০১:৫৭706620
  • টু ফিঙ্গার বছর দুয়েক আগেই তো বাতিল হয়েছে। আর, ধর্ষণের জন্য পেনেট্রেশন জরুরী নয় এখনের সংজ্ঞায়, যদ্দূর মনে পড়ে।
  • সে | 198.155.168.109 | ১৮ মে ২০১৬ ০২:০৪706621
  • ওটা একুশ নং পয়েন্ট তা জানি।
    কিন্তু সুজেট জর্ডন নাকি "ফাঁসানো"র চেষ্টা করেছিলেন এরকম মন্তব্য সেই সময় অনেকেই করেছেন খবরের কাগজে বেরোতো। এই আইনের আওতায় পড়লে হয়ত ওঁকে এতটা হ্যারাসড হতে হতো না।
    আর আইন ব্যবস্থার পরিবর্তনের যে দরকার সেটা আমি জানি, এবং সেটা সবরকম আইনের ক্ষেত্রেই। কেবলমাত্র ফাঁসানোর আইন নয়। সেটার খোল নলচে পাল্টানোর কথা নিশ্চয় হচ্ছে না। কারণ কোড অফ কন্ডাক্ট ইত্যাদিতে সারা দুনিয়ার প্রসঙ্গই আসছে। কিন্তু ফাঁসানোর ব্যাপারটা খুব চোখে লাগছে, বিশেষ করে কয়েকদিন আগে ফ্রান্সের ১৭ জন রাজনীতিবিদ মহিলাও যৌথ চিঠি লিখেছেন, সেই লিঙ্ক ও কোথাও দিয়েছিলাম।
    তাঁরাও ফাঁসাচ্ছেন কিনা পরিষ্কার করে বলা যাচ্ছে না। কিন্তু ভারতীয় আইন কোট করে যখন লেখা হচ্ছে, তখন বিভিন্ন ধর্ষণের কেসে এই কোট করা আইন কি ব্যবহার করা হচ্ছে না?
    তরুণ তেজপাল হোন কি সিঙ্গুরের কাকলি, আইন তো মেয়েদের পক্ষে।
    ফ্রান্সের খবরটা আরেকবার দিয়ে দিই।
    http://www.telegraph.co.uk/women/work/dont-comment-on-our-great-breasts-french-female-politicians-figh/

    http://www.france24.com/en/20160515-france-sexual-harassment-ex-ministers-letter-end-impunity
  • ঈশান | ১৮ মে ২০১৬ ০২:০৯706622
  • ঠিকই বলেছেন। মেয়েরা সবসময় ফাঁসিয়ে চলেছে এমন না (যদিও বহু ক্ষেত্রেই পোটেনশিয়াল আছে এবং কিছু ক্ষেত্রে হয়ও)। এই জন্যই এই টইটা নিয়ে আমার সমস্যা আছে। আমার পোস্টটাও খিল্লি, যদি না বুঝে থাকেন, তো স্পষ্ট করেই লিখে দিলাম। :-)
  • সে | 198.155.168.109 | ১৮ মে ২০১৬ ০২:১৩706623
  • না। সবটা খিল্লি বলে মনে হচ্ছে না। যেটুকু খিল্লি বলে মনে হয়নি, যেমন তেজপাল ইত্যাদি, সেগুলোর প্রেক্ষিতেই বলেছিলাম।
    যাইহোক আপনি এখন খিল্লি বলে চেপে যেতে চাইলে, আর কিছু বলার নেই।
  • ঈশান | ১৮ মে ২০১৬ ০২:২৩706624
  • নানা ২১ নংটা খিল্লি। পরেরগুলো না।
  • apps | 11.39.36.244 | ১৮ মে ২০১৬ ০২:২৬706626
  • যাক্কলা
  • apps | 11.39.36.244 | ১৮ মে ২০১৬ ০২:৩০706627
  • পুরো থ্রেডটাই তো খিল্লি। রঙ্গবিরংগি ম্যাগাজিনের 'মনে মনে' 'কানে কানে' 'ফিসফাস' বিভাগগুলোর মতো। তায় আবার এত নম্বর ফম্বরের কী আছে!
  • Public transport | 127.194.199.110 | ১৮ মে ২০১৬ ০৩:০৭706628
  • ট্রেন বাস ট্রামের গাইডলাইনটাও দিন ২২ নং পয়েন্ট হিসেবে।
  • pi | 192.66.28.54 | ১৮ মে ২০১৬ ০৭:১৬706629
  • এদিকে আমি আবার পরশু এটা লিখতে গিয়ে লিখিনি। ভাবলাম, যদি স্পয়েলস্পোর্ট হই।

    লিখতে যাচ্ছিলাম যে সিরিয়াস মোডে এককের এই খিল্লিটা ব্যাপক হয়েছে। ঃ)
    অবশ্য ও নিগ্ঘাত এটাকে এখনি খিল্লি বলে মানবে না, লোকজন এটাকে সিরিয়াসলি নিয়ে সিরিয়াস মোডে এই গাইডলাইন ভাল হয়েছে বলে চলাতে লোকে মুর্গি হচ্ছে ভেবে মনে মনে মজা পাওয়া আর কে ছাড়তে চায় ! সে মুখে যাই বলুক ঃ)

    কিন্তু ভেবে দেখার বিষয় হল, ব্যাপারটা তো সিরিয়াসলি এরকম দিকেই গড়াচ্ছে। একটা আপাত খিল্লি যোগ্য কিন্তু বাস্তবে বেশ অদ্ভুত এক পরিস্থিতির দিকে। আর সেটাই দেখাতে চাওয়া হয়েছিল মনে হয়েছিল।
    গাইডলাইনগুলো ডিট্টো তুলে দিলে কি আরো বেশি খিল্লি মনে হতনা ? ঐ পিএম যেমন একটা দুটো বললেন। এটা ঠিক খিল্লি করার নয়, সিরিয়াসলি ভাবার মতন বিষয়ই । মানুষ কি সত্যি এতটা যান্ত্রিক হতে পারে নাকি পারস্পরিক অবিশ্বাসের আবহে কাজ করতে পারে ? একদম ভাবছে অন্য পক্ষ ঝাঁপিয়ে পড়ার সুযোগের অপেক্ষাতেই আছে, অন্যপক্ষ ভাবছে ফাঁসাতেই আছে ! এই গাইডলাইনগুলো থাকা বা এগুলো সর্বক্ষণ মনে রেখে মেনে চলা মানে তো তাইই।

    আর হ্যাঁ, এতো শুধু সহকর্মীর ক্ষেত্রে নয়, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও। হ্যাঁ মানে হ্যাঁ নিয়েও এরকম একটা পয়েন বাই পয়েন আচরণবিধি হলে দেখা যেত কীরকম অদ্ভুত পরিস্থিতি দাঁড়ায়, মামুর হাম্বার লেখাতে কিছু আছে। এগুলোও খিল্লি না হয়ে সত্যি এমন হলে ( অলরেডি অনেক জায়গায় হয়ে গেছে) খুবই অদ্ভুত ( বারেবারে খালি অদ্ভুত কথাটাই মনে হচ্ছে) কিছু হত না কি ? এভাবে সম্পর্ক হয় ? মানুষ যন্ত্র ?
    দুটো জেন্ডার কি দুই চিরশত্রু যুযুধান পক্ষ নাকি ?
    অন্যায়, অপরাধ হয়না এমন আদৌ নয় কিন্তু সেগুলো প্রতি মুহূর্তে মাথায় রেখে কোন সম্পর্কে যাওয়া সম্ভব কি ? কাজের ক্ষেত্রেও অসুবিধেজনক, ব্যক্তিগত সম্পর্কে তো আরৈ, ঐ আবার, অদ্ভুত। এতটা অবিশ্বাস নিয়ে চলা যায়, বিশ্বাস করতেই অসুবিধে হয়।
  • Ekak | 53.224.129.55 | ১৮ মে ২০১৬ ০৯:১৮706630
  • এই "বিশ্বাস " জিনিসটি অত্যন্ত গোলমেলে । আমি এটাকে অপটিমাম ভার্চু হিসেবে ভাবতে পারিনা । আমার মনে হয় বিশ্বাস এবং অবিশ্বাস এর একটা কমপ্লিট স্ট্রাকচার একটা সম্পর্ক কে স্টেবিলিটি দেয় । সম্পর্ক দাঁড়িয়ে থাকে মেম্বার এলিমেন্ট দের দের অনটোলজিকাল সিকীয়রিটির উপরে । যার দুটো পার্ট । কন্তিনিউতি আর ট্রাস্ট । যাঁরা বারংবার মনে করান যে সম্পর্কের জন্যে ট্রাস্ট জরুরি তাঁরা কোথাও একটা কনটিনিউটি চেকিং এর দায়ীত্ব আছে ভুলে মেরে দেন ।

    এতে হয় কি , পুরো প্রেসারটা ট্রাস্ট এর ঘাড়ে এসে পরে। ধরা যাক আমি ট্রাস্ট করলুম অমুক আমায় মিথ্যে বলবে না । এই অবধি ঠিক আছে । কারণ আমি একটা কন্তিনিউতি স্টাডি করেছি তার সম্বন্ধে এবং ডিসিশন নিয়েছি । কদিন বাদে মনে করছি , অমুক আমায় মিথ্যে বলতে "পারে না" । এবার আর ঠিক নেই । কোনো কন্তিনিউতি চেকিং এর বেসিসে নয় আমি জাস্ট আউট অফ নো হওয়ার এসিউম করছি । এটা ট্রাস্ট না । এটা একটা মারাত্মক প্রবণতা যা অমুকের পক্ষেও ক্ষতিকর । কারণ এরকম সিচুএশন আসতেই পারে যেখানে সে আমাকে মিথ্যে বলবে , আমি যদি কন্শাশ্লি তাকে স্টাডি করে যেতুম তাহলে সেই সিচুএশন গুলো জানা যেত । হয়ত তার সামনে আমি এমন একটা আলটিমেট মরাল লাইন সেট করেছি যার সঙ্গে সে এচিভ করার লড়াই তে পেরে উঠছেনা এবং মিথ্যে বলতে বাধ্য হচ্ছে ? হাইলি পসিবল ! প্যারেন্টস -চিলড্রেন রিলেশনশিপ এ এরকম হয় , স্পাউস দের মধ্যে হয় । এখানে দোষ তার নয় । দোষ আমার কারণ আমি একচুয়ালি লেসিনেস বশত নিজের কাজ টা করিনি অর্থাত ট্রাস্ট সিস্টেম কে ক্রমাগত কন্তিনিউতি চেকিং দিয়ে আপডেট করিনি । তার ফল সে ভুগছে এবং একদিন হঠাত আমি আকাশ থেকে পরে চেঁচামেচি দোষারোপ কান্নাকাটি করছি তুমি এরকম করবে আমি ভাবতেই পারিনি :(

    সেই কারণেই আমি মনে করি বিশ্বাস আর অবিশ্বাস এই দুটোই রাখা দরকার যাতে আমি আমার উল্টোদিকের লোকটাকে একটা প্রপার কমিউনিকেশন চ্যানেল দিতে পারি । আমি বিশ্বাস কে ওরকম বকল্মা দেওয়া আস্তিক ভঙ্গী তে দেখিনা । একেবারেই একটা দায়িত্ব নেওয়া মনে করি । কাওকে বিশ্বাস করা রীতিমত খাটাখাটনির ব্যাপার । সম্পর্ক যত কাছের তত বেশি খাটনি ।
  • dc | 120.227.243.41 | ১৮ মে ২০১৬ ০৯:২১706631
  • আসলে খিল্লি করতে গিয়ে একক দুটো ব্যাপার ঘেঁটে এক করে দিয়েছে। একটা হল অফিসে, বা অফিসিয়াল ইন্টার‌্যাকশানের সময় কিরকম বিহেভিয়ার এক্সপেক্ট করা উচিত। আরেকটা হল পার্সোনাল ইন্টারয়াকশানের সময়ে কেমনভাবে মেলামেশা করা উচিত। দুটো আলাদা।

    অফিসে আমার মনে হয় গাইডলাইন থাকা উচিত, অন্তত সেক্সুয়াল হ্যারাসমেন্ট আটকানোর জন্য। নাহলে বস জুনিয়রকে হ্যারাস করার স্কোপ খুব বেশী।

    আর দ্বিতীয়টায় "গাইডলাইন" বানিয়েও কোন লাভ হবে বলে মনে হয়না, কারন পার্সোনাল রিলেশান আর কবে গাইডলাইন মেনে হয়েছে। তবে একক পার্সোনাল গাইডলাইন বানাতে গিয়ে স্রেফ খিল্লি করে মেল ফ্যান্টাসি কয়েকটা লিখে দিয়েছে। যেমন "অল্পবয়স্ক কাকিমা -বৌদি" বা মিস একা বাড়িতে ডেকে নিয়ে গেল ইত্যাদি। এটা নিয়ে লিখেছিলাম, কিন্তু দেখলাম একক ব্যাপক চটে গেল, হয়তো খিল্লিটা ধরা পড়ে যাবার ভয়ে, তাই আমিও আর কিছু বললাম না :d
  • S | 108.127.180.11 | ১৮ মে ২০১৬ ০৯:২৫706632
  • এটি অসলে খিল্লি। কিন্তু লেখক নিজেও সেটা জানেন না।
  • lcm | 83.162.22.190 | ১৮ মে ২০১৬ ০৯:৪১706633
  • সানন্দায় প্রায়ই এমন লিস্ট বেরোয়।
    যেমন, যখন বস-এর সঙ্গে হ্যান্ডশেক করবেন হাত খুব স্টিফ করে রাখবেন না, আমার একেবারে ন্যাতপ্যাতে করবেন না - একটা মাঝারি রাখবেন - ক্যারাম বোর্ডের বেস-এর গুটি মারার সময় যেমন রাখেন।
  • Tim | 108.228.61.183 | ১৮ মে ২০১৬ ০৯:৪৭706634
  • আমারটা খুব ভালো টাইপো হয়েছে
  • lcm | 83.162.22.190 | ১৮ মে ২০১৬ ১০:৪০706635
  • ওহ্‌, টাইপো...
  • sosen | 184.64.4.97 | ১৮ মে ২০১৬ ১১:১৩706639
  • হায় এককের মহতী প্রচেষ্টা ধামার কল্যাণে মাঠেই মারা গেল।
  • sosen | 184.64.4.97 | ১৮ মে ২০১৬ ১১:১৩706638
  • হায় এককের মহতী প্রচেষ্টা ধামার কল্যাণে মাঠেই মারা গেল।
  • sosen | 184.64.4.97 | ১৮ মে ২০১৬ ১১:১৩706637
  • হায় এককের মহতী প্রচেষ্টা ধামার কল্যাণে মাঠেই মারা গেল।
  • sosen | 184.64.4.97 | ১৮ মে ২০১৬ ১১:১৪706640
  • বাবাগো, কি কল বানাইছে
  • d | 144.159.168.72 | ১৮ মে ২০১৬ ১১:২৩706641
  • ধামাচাপা না ধামাধরা?
  • sinfaut | 74.233.173.177 | ১৮ মে ২০১৬ ১১:৪৪706642
  • এমন এক অবজার্ভেশনও সম্ভবঃ যে, এই লিস্ট, বস্তুত, আইনত অধিক গুরুত্বপ্রাপকের ভূমিকায় নারীর থাকার কারণে, কী কী সতর্কতা ও সুরক্ষা নেওয়া উচিত পুরুষের, এবং পুরুষেরই, কারন এখানে সিগন্যাল এমিটারকে নিরপেক্ষ ও অজানা সিস্টেম ধরে নিয়ে রিসিভারের উপরেই সেই সিগন্যালের ডিকোড ও তদ্দজনিত ভুলভ্রান্তির দায়িত্ব ন্যস্ত করা হয়েছে যা কোনরকম ভাবেই এমন ইঙ্গিত করে না যে নারীপুরুষের মধ্যে সব যোগাযোগ বিচ্ছিন্ন হোক বা নরকের দ্বার, হামলে পড়বে বা ঢলানি জাতীয় কোন নৈতিক অবস্থানও নেয় না। বরং এই লিস্টকে শভিনিজম এর প্রকাশ বলা বা নারীবিষয়ক নৈতিকতার পক্ষপাতদুষ্ট প্রকাশ বলা বোধহয় পরোক্ষে এমন এক নৈতিক অবস্থানকে অংশত স্বীকার করে নেওয়া।
  • T | 165.69.183.236 | ১৮ মে ২০১৬ ১১:৫৩706643
  • সিঁফোকে পরিচয় পাত্র কামড়েছে। :)
  • lcm | 83.162.22.190 | ১৮ মে ২০১৬ ১১:৫৮706644
  • সিঁফোর লেখায় হানুপ্রভাব স্পষ্ট
  • d | 24.96.232.231 | ১৮ মে ২০১৬ ১২:১১706645
  • ঘোড়াড্ডিমের্মুন্ডু
  • dhonyi | 119.163.234.2 | ১৮ মে ২০১৬ ১৩:০৫706646
  • এককের এই সিরিয়াস মুখে শভিনিস্ট খিল্লিটা হেভি হয়েচে । কিশাণুর ঐতিহাসিক ১০ঃ৫২ র মত । লেখক নিজমুখে খিল্লি ঘোষণা করার পরেও কতক্ষণ যুদ্ধ চলেছিল । একক এটা ফাঁস করে দিলে রক্তারক্তি হবে । এমনিতেই কাল উনিশ ।
  • :( | 69.160.210.3 | ১৮ মে ২০১৬ ১৩:০৮706648
  • ১০) "না " বলাকে চূড়ান্ত গুরুত্ব দিন । হতেই পারে মেয়েটি কখনো কখনো "না " এর নাধ্যমে হ্যা বোঝাতে চায় , কিন্তু সেটা ডিকোড করা আপনার মহান দায়িত্ব নয় । সম্পর্কের মধ্যে একটা অলিখিত কন্ট্রাক্ট গড়ে তুলুন যে স্পষ্ট ভাবে নিজের ইচ্ছের কথা জানাতে হবে । তাতে বোকা -হাঁদা -ন্যাকা যাই বলুক, গা করবেন না । এটা একটা ল্যন্গুএজ কন্ট্রাক্ট এর মত । নিজেদের মধ্যে অভ্যেস করুন ।
    ১০ নম্বর পয়েন্টে আরেকটু ক্লিয়ারলি বলার আছে । অনেকদিন আগে "আ প্রোগ্রামার'স গাইড টু লিগালি সেফ সেক্স " নামে একটা পোবন্ধ লিকেছিলুম সেটা কোথায় খুঁজে পাচ্ছিনা । সেখান থেকেই এই দশ নম্বর পয়েন্ট টা ইলাবরেট করছি ।

    if (Response== 'NO')
    Exit ()

    এখানে এক্সিট মানে একদম আউটার লুপ ছেড়ে বেরিয়ে যাবেন । আবার তক্ষুনি ইয়েস বললেও চেষ্টা করবেন না । এভাবে কয়েকবার চললে পার্টনার এর সিস্টেম ট্রেইনদ হয়ে যাবে যে মিক্সড সিগন্যাল কে আপনার সিস্টেম ফলস সিগন্যাল হিসেবে রেকগ্নায়স করে । কাজেই সেও আর মিক্সড সিগন্যাল দেবে না । সেক্সুয়াল রিলেশনে সিস্টেম ট্রেনিং একট বড় পার্ট ।

    ====================
    এই হচ্ছে স্টেট কিভাবে ঘরে ঢুকে আসছে, খাটের ধারে বেত হাতে দাঁড়িয়ে থাকছে তার পোকিষ্ট পোমাণ। মামু জাগুক। ধুদ্ধুরি নেড়ে দেবে।
    ====================
    স্টেট কিভাবে ঘরে ঢুকছে তা নিয়ে ভারী ভারী প্রবন্ধ নাবুক , পড়বো । কিন্তু যে কোনো প্রিভেন্টিভ মেসার হবে ভালভ এর মত সরল । ফিল্টারের মত জটিল না । ফিল্টার এলেই এটা ক্যানো , ওটা নয় ক্যানো , তমুক প্রেক্ষিত , অমুক হামাগুড়ি ব্যাস ইন্ফিল্ত্রেষণ বাড়তেই থাকবে । ভালভ এর ওসব দায় নেই । দুনিয়া দেখার সময় ফিল্টার ইউস করুন । পেছন বাঁচাবার সময় ভালভ । অনেকে অবস্য উল্টোটা করেন :))
    ====================

    (উপরোক্ত শূণ্যস্থানের জন্য মামু দায়ি। :( )
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন