এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কীকরে জেন্ডার ঘটিত অপরাধ করবেন না :

    একক
    অন্যান্য | ১৬ মে ২০১৬ | ৩৮০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রশ্ন | 178.26.197.46 | ১৭ মে ২০১৬ ০০:৩১706741
  • এককের লিস্টের ১৭ আর ১৯ নম্বরঃ এইটা কি অপরাধ করা বা ঝামেলায় পড়া এড়ানোর জন্যে নাকি নিজে ভিক্টিম হওয়া এড়ানোর জন্যে?

    কাকিমা বা বৌদি বা টিচার, অর্থাৎ একজন অ্যাডাল্ট মহিলা একটি অ্যাডোলেসেন্ট ছেলের সঙ্গে যৌনতা করলে অপরাধ সবসময়েই সেই অ্যাডাল্ট মহিলার। আমেরিকাতে এরকম বহু কেস আছে, যেখানে মহিলারা এই অপরাধে জেল খাটছেন।

    অ্যাডোলেসেন্ট ছেলের জন্যে কাকিমা, বৌদি, মিস -এর মতন, কাকা, মেসো, দাদা, মাস্টারমশাইরাও একইরকম বিপজ্জনক।

    একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে - দুই রকমেরই। আমাদের এই সোনার বাংলাদেশেই।
  • | 183.21.199.39 | ১৭ মে ২০১৬ ০০:৩৫706742
  • একক লিস্টি টা খুব ভালো হয়েছে।
    যদিও পড়লে মনে হচ্ছে খুব সরু সুতোর উপর দিয়ে খুব কষ্ট করে চলতে বলা হচ্ছে।গোটাকতক জীবনে মেনে চলতে পারলেও অবাঞ্ছিত অনেক সমস্যা থেকে দূরে থাকা যাবে।

    তবে টিনজারদের সবগুলো বলে বোঝাতে গেলে মিন মনস্টার মম গোছের খেতাব পেতে হবেঃ)
  • sosen | 177.96.49.239 | ১৭ মে ২০১৬ ০০:৩৬706744
  • মিঠুদি, হাইস্কুলে বুঝিয়ে দেবে
  • sosen | 177.96.49.239 | ১৭ মে ২০১৬ ০০:৩৬706743
  • কেসিদা ঃ))))
    বেচারা একক। তবে রং সিগন্যাল থেকে প্রেম ও হয়ে যায় কিনা!
  • | 183.21.199.39 | ১৭ মে ২০১৬ ০০:৪৯706745
  • কেসিঃ))))

    আর এই অদৃশ্য সুতোর শিক্ষাটা ছোট থেকেই দেবার দরকার আছে, নইলে হয় গদগদ আর নয়তো ভোদাইমার্কা তৈরি হবে।
    বিপদ কোনটা এবং কেন বিপদ সেইটা বিশদে বুঝিয়ে বলা দরকার, নয়তো করবে না ,যাবে না( আমাদের অধিকাংশের ছোটবেলা,মেজবেলা)বল্লে ঘেঁচু হয়,বরং বিপদ ঘটলেও বাড়িতে বলা যাবে না এই শিক্ষা নিয়ে আমরা বেড়ে উঠি।
    আর অগাধ অবোধ বিশ্বাস জিনিসটা কাটানোর জন্যে বাপ-মা হওয়ার আগে বাধ্যতামূলক ক্লাশ দরকার।বাচ্চাকে নিজের শরীর চেনানো,স্পর্শ সম্পর্কে সচেতন করা খুব দরকার। নইলে দাদুর বন্ধু, পাড়াতুতো কাকুর 'ভালোবাসা' চলতেই থাকবে, বাড়িতে কাউকে বলতে না পারা এই সব নিয়ে ঐ আধখেঁচড়া মানুষ তৈরি হবে। ও তো না বল্লেও বুঝবে/ কিম্বা এইরকম ই তো করতে হয় জাতীয় পচা রোমান্টিকতা নিয়ে বড় হয়ে আজীবন দুঃখ পাবে এবং দেবেঃ)
  • | 183.21.199.39 | ১৭ মে ২০১৬ ০০:৫৩706746
  • হাইস্কুল পর্যন্ত যেতে হবেনা। এখনি যা জ্ঞানের ঘটা! তবে এসবই তো আরোহিত জ্ঞান, বাস্তবের মাটিতে দু চারটি আছাড় খেলে তারপর বোঝা যাবেঃ)
  • ঈশান | ১৭ মে ২০১৬ ০১:০৩706747
  • অয়্ঞ? "এককের ভাগ্য" নিয়ে এত হাসাহাসিই? একক বেচারি বারংবার এই কঠোর বিধি চালু করতে চাইছে, যে, "ন্যাকা কিছু বোঝোনা"কে কোনো ইঙ্গিত বলে ধরবেন্না, ওতে ভাগ্যবান হবার কোনো ব্যাপার আছে, মাথা থেকে দূর করে দিন। এককের কোডে কোডিফায়েড হতে হলে, আগে এই দুষ্টামি নিজেদের মাথা থেকে ঝেঁটিয়ে বার করুন, তবে তো পৃথিবীকে অন্যের বাসযোগ্য করবেন। :-)

    একক কী কয়?
  • sosen | 177.96.49.239 | ১৭ মে ২০১৬ ০১:০৪706748
  • আরোহিত? না কি আহরিত? ঃ)))
    প্রসঙ্গক্রমে, যদিও ইয়েস মিনস ইয়েস নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছে, ক্যান আই টাচ ইউ দেয়ার? নিয়ে হাসাহাসি ইত্যাদিও হচ্ছে আমি বেশ কয়েকটা স্টুডেন্ট ইন্টারয়াকশন দেখলাম, যেখানে প্রথমে স্টুডেন্টরা প্রচুর প্রশ্ন করেও নিজেরাই সেটল করে নিচ্ছে কি ভাবে কনসেন্ট নেবে, গ্রাফিক না হয়ে, ভাসা ভাসা না হয়ে। ক্যান আই টাচ ইউ দেয়ার আর আর ইউ শিওর, এই দুটোর মাঝখানে ওরা নিজেরাই সাজেস্ট করল-ইউ গুড? সেক্স এডুকেটররাও ব্যাপারটা চ্যালেন্জ হিসেবেই নিচ্ছেন বিভিন্ন এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছেন। আমি বেশ পজিটিভ।

    দেশে তো এটার দরকার আরেকটু বড় বয়েসে পড়বে।
  • ঈশান | ১৭ মে ২০১৬ ০১:০৬706749
  • প্রশ্ন কি ওমনাথ? তার প্রশ্নটা মনে হয় খিল্লি না। নারী কর্তৃক পুংদের অ্যাবিউজ ঠেকানোর কোনো আইন ভারতবর্ষে নাই। ফলে আম্রিকায় জেল-টেল হয়, সবই ঠিক। তার কিছু বাড়াবাড়ি হয়, তাও ঠিক। কিন্তু ভারতবর্ষে ওসব হয়না।

    কোনো জাজমেন্ট না, ফ্যাক্ট জানালাম।
  • | 183.21.199.39 | ১৭ মে ২০১৬ ০১:১৫706751
  • সোসেন, ঠিক ঠিক ।আহরিতঃ)
  • একক | 53.224.129.47 | ১৭ মে ২০১৬ ০২:২৩706752
  • কাজ কচ্চিলুম । সব মন্তব্য পড়িনি । না , এটা একেবারেই ভাগ্যের ব্যাপার না। আমি বরং সিএম এর কবিতা সংক্রান্ত প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করি ।

    পদ্য লেখার কী হবে ।

    আমার মনে হয় আরও বেশি পদ্য হবে । ক্রিয়েটিভিটি বাড়বে এবং পরস্পরের ক্রিয়েটিভিটি কে চিনে নেওয়ার একটা সুযোগ তৈরী হবে । মানুষ যন্ত্র না । তাকে যতই গাইদ্লাইন দেওয়া হোক সে ওই গাইডলাইন এর ওপরেই খেলা দেখাতে শিখে যায় । খেয়াল করে দেখুন প্রাচীন সাহিত্যে কত কত চিঠি লেখার উদাহরণ । পদ্ম পাতা -গাছের বাকল সর্বর্ত্র লিখেই চলেছে পরস্পর কে । ভাবার দরকার আছে, যে ননভার্বাল কমিউনিকেশন কে আমরা রমান্তিসিস্ম বলে ভাবি সেটা আদৌ রমান্তিসিস্ম নাকি ভার্বাল কমিউনিকেশন কে কাটিয়ে চটপট লক্ষে পৌছনোর তাড়াহুড়ো । যদি এটাই নর্ম হয়ে যায় যে লক্ষ্যে তাড়াতাড়ি পৌছতে হবে থ্রু ভার্বাল কমিউনিকেশন সেই প্রেশারটা ক্রিয়েটিভিটির রাস্তা খুলে দেবে । সবাই পদ্য লিখতে বসে যাবে এমন না , হয়ত অনেকেই সিনেমাতে দেখা ভার্বাল কমিউকেষণ কে স্টেপ বাই স্টেপ ফলো করবে । কিন্তু তার পাশেও অনেক জনতা থাকবে যারা প্রতিযোগিতায় আগে এগোনোর জন্যে নিজের মত করে ভার্বাল কমিউনিকেশন বিল্ড করবে । "ইএস মীনস ইয়েস " তো জাস্ট একটা সুত্র । এর ওপর দাঁড়িয়ে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে ক্ষতি কী ?

    আরেকটা মজার জিনিস খেয়াল করবেন । যত দিন যাচ্ছে , লং দিস্ত্যানস রিলেশনশিপ বাড়ছে । আর তত বেশি করে আমরা টের পাচ্ছি যে ভার্বাল কমিউনিকেশনে দক্ষ ও ক্রিয়েটিভ হওয়া কী ভীষণ জরুরি । কথা ফুরিয়ে যাচ্ছে আমাদের । "খেয়েছ ? " "এখন জ্বর কত" এসব দিয়ে কদ্দিন চালানো সম্ভব ! আমার মনে হয় ছোট বয়েস থেকে ভার্বাল কমিউনিকেশনের দিকে ঠেলে দিলে আগামী দিনে বাচ্চারা অনেক বেশি দক্ষতার সঙ্গে রিলেশনশিপ হ্যান্ডল করতে পারবে । ভালো পদ্যও লিখবে ।
  • একক | 53.224.129.47 | ১৭ মে ২০১৬ ০২:৪৪706753
  • প্রশ্ন র প্রশ্ন পড়লুম । এই বৌদি -কাকিমা গোত্র ও এদলেন্সেন্ট বাচ্চার ক্রাইসিস টা এবার পরিষ্কার করি ।

    প্রথমত উত্তর হলো ঝামেলায় পড়া এড়ানোর জন্যে , ভিকটিম হওয়ার প্রশ্ন তো আছেই কারন ঈশান বলেইছে এদেশে , পুরুষ ভিকটিম দের রক্ষা করার কোনো আইন নেই । তারপর এদলেসেন্ট রেপ কেসে জড়িয়েছে এরকম নিদর্শনের পর তো ব্যাপারটা আরও বিপজ্জনক ।

    আমি "রাইট টু সেডিউস" সমর্থন করি অন্যের স্পেসে না ঢুকে করলে । মানে সোজা কথায় ওই টিপিকাল "মহিলারা অমুক জামাকাপড় কাওকে সেডিউস করার জন্যে পরেন না " টাইপের ব্ল্যানকেট থিওরি গুলোকে পুরুষতান্ত্রিকতা মনে করি । কিন্তু যেখানে একজন পার্টি অপ্রাপ্তবয়স্ক সেখানে এই রাইট খাটেনা । কাজেই সতর্কতার প্রয়োজন আছে । উভয় পক্ষে ।

    সেদাক্ষন দুরকম হয় । কনশাস / আনকনসাস । বৌদি-কাকিমা দের নিয়ে লিখেছি মানে এই নয় যে দিকে দিকে তাঁরা মুখিয়ে আছেন কচি ছেলেদের উপর ঝাঁপাবেন বলে । অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় তা হলো আনকনসাস সেদাক্ষন । মেয়েরা বাচ্চাদের একদম ছোট থেকে কোলে-পিঠে করেন বলে সে যে কবে কোনদিন বড় হয়ে উঠলো বুঝতে ফাঁক থেকে যায় । ঘরে একটি এদলেসেন্ট বাচ্চা বসে আছে , বৌদি টি হয়ত ভাবছেন ধুর ওকে তো ছোটব্যালায় পটি পরিস্কার করে দিয়েছি , ও আবার বড় হলো কবে !!! নো দিস ইস মিসটেক । বাচ্চাটা বড় হয়েছে এবং হাঁ করে আপনার ঢিলে পোশাক এর আনাচ কানাচ দেখছে । সেটা বুঝতে না পারা আপনার অক্ষমতা । বাচ্চার দোষ নয় । কাজেই বাচ্চাদের ক্ষেত্রে আনকনসাস সেদাক্ষন নিয়ে সচেতন হোন । এখন , যেহেতু আমি পয়েন্ট গুলো পুরুষ দের জন্যে লিখেছি তাই বৌদি কাকিমা দের জ্ঞান না দিয়ে , বাচ্চার মা -বাপ কে এবং পুরুষ বাচ্চাটিকে এসব ব্যাপারে সতর্ক হতে বলা ।
  • riddhi | 146.165.191.103 | ১৭ মে ২০১৬ ১৯:১১706754
  • যৌনগন্ধী জোক বলবেন না- (ডিপ্রেশন /নর্মাল যে কোন স্টেট এ) এটাও থাকুক। আর, ঐ লিস্টে সব পয়েন্টি মোটামুটি ঠিকঠাক লাগল , (১২) ছাড়া।
  • Wrong guess | 74.233.173.181 | ১৭ মে ২০১৬ ১৯:৫৪706755
  • নাঃ, প্রশ্ন ওমনাথ নয়।
  • sosen | 177.96.49.239 | ১৭ মে ২০১৬ ২০:০০706756
  • ঈশানের পোস্টগুলো পড়লে মাঝে মাঝে মনে হয় ভারতবর্ষে, গোটা পৃথিবীতে নারী কর্তৃক পুরুষের উপর জোরজুলুম ই মেজর অপরাধ। পীড়িত পতি সংসদের লোকেরা ঠিক এইরকম বলেন ঃ))
  • ঈশান | ১৭ মে ২০১৬ ২০:৩৯706757
  • ইকিরে। আমি তো এখানে কিছুই লিখিনি। কিন্তু সোসেন আমাকে না টেনে আনলে শান্তি পায়না, অতএব সে ঠিকই আছে।

    কিন্তু পীড়িত পতি পরিষদ টা এক্স্যাক্টলি কোন কারণে খিল্লির বিষয় বোঝা গেলনা।
  • Very sad | 74.233.173.177 | ১৭ মে ২০১৬ ২০:৪০706758
  • এই একক লিখলেন ঠিক আছে, কিন্তু এই সাবধানে থাকার ব্যপারে শ্রী শ্রী রামাকৃষ্ঞ দ্য গ্রেট গুস বললে আপনেরা চটে যান।
  • sosen | 177.96.35.238 | ১৭ মে ২০১৬ ২০:৪৫706759
  • ওটা এখন আবার পীড়িত পুরুষ পতি পরিষদ হয়ে গেছে। নারী পতি হলে চলিবেক নাই।

    কিন্তু এইটা ঠিক, ঈশান না লিখলে এইসব বিষয়ে তক্কো ঠিক জমে না, সবাই একদিকে হয়ে যায়। পুরো ব্যাপারটাই নিরিমিষ হয়ে যায়।
  • ঈশান | ১৭ মে ২০১৬ ২০:৪৬706760
  • আরে রামকৃষ্ণ কেন, ছোটোবেলায় পাড়ার দাদারা শিক্ষা দিত, 'কে টাইপের মেয়েদের থেকে সাবধানে থাকবি। ঢলানি মালগুলো টোপ দিয়ে ফাঁসিয়ে দিতে পারে।' তপ্পরে বহুদিন ধরে সেগুলো রিগ্রেসিভ বলে আনলার্ন করা হয়েছিল। শীর্ষেন্দু এইজন্য কত নিন্দে শুনলেন। এখন দেখছি এককের এই লিস্টির মূল টোন তো আবার এটাই।

    এ পুরো 'কচি বাচ্চাদের ডিম খাওয়ানো উচিত কিনা' কেস। কুড়ি বছর আগে খাওয়ানো 'ঠিক' ছিল। দশ বছর আগে 'ভুল'। এখন মনে হয় আবার 'ঠিক'। দশ বছর পরে কী হবে কেউ জানেনা। এইজন্য হাসিঠাট্টা করছিলাম আর কি। :-)
  • ঈশান | ১৭ মে ২০১৬ ২০:৪৮706762
  • হ্যাঁ, কিন্তু 'পীড়িত পতি' হোক, আর 'পতি পীড়িত', পরিষদ হোক আর অ্যাসোসিয়েশন, খিল্লিটা কী নিয়ে বোঝা গেলনা।
  • দীপঙ্কর সেন | 103.115.95.204 | ১৭ মে ২০১৬ ২০:৪৯706764
  • পাশ্চাত্যের ভোগবাদী সংস্কৃতির অনুসারে স্ত্রীপুরুষের ফ্রি মিক্সিং ঠেকাতে এরকম একটি লিস্ট খুব ভালো প্রয়াস । ছাত্রদের জীবনে ব্রহ্মচর্যের গুরুত্ব অপরিসীম । সেখানে বিশেষ করে ক্লাস ফাইভ থেকে টুয়েলভের সহশিক্ষা অনেক বিপর্যয় ডেকে আনে । তার ওপর রয়েছে হলিউড-বলিউড-টলিঊদের উত্তেজক বিনোদন । এইসব কুরুচিকর সিনেমা থিয়েটার নাটক নভেল থেকে সন্তানকে আগলে রাখা প্রতিটি বাবা-মার দায়িত্ব । আমাদের সনাতন স্মৃতিকারদের বিধান আজ অপাঙ্কতেয় হয়ে গিয়েছে । অথচ এই বিপদের প্রতিকার না করলে সমাজ দিনে দিনে রসাতলে যেতে বাধ্য । আপনাদের সাধু উদ্যোগের সাফল্য কামনা করি ।
  • T | 190.255.250.14 | ১৭ মে ২০১৬ ২০:৪৯706763
  • আরে ধুর, ঈশানদা ভোটের প্রেডিকশনটা আগে করো তো।
  • sosen | 177.96.35.238 | ১৭ মে ২০১৬ ২০:৫৪706765
  • ভোটের প্রেডিকশন দিয়ে কি হবা? ও রেজাল্ট তো আজ বা কাল আপনিই বেরিয়ে যাবে।

    মূল টোন-এ একটি মূল তফাত বোধহয়-মেয়েদের ডিফল্ট "ঢলানি" বলে না ধরে নিয়ে, রেস্পন্সিবিলিটি একটু নিজের দিকে ফেরানো। মানে পুরুষবর্গের দিকে আর কি। কিন্তু ইউজুয়ালি "পীড়িত পুরুষেরা" এগুলো ঠিক বুঝতে পারে না। ঐ টোনের সূক্ষ্ম তফাৎ এটসেট্রা। ওরম হয়।
  • ঈশান | ১৭ মে ২০১৬ ২১:০৪706766
  • তফাতটা কি? পাড়ার বিবেকানন্দ প্রিয় দাদারাও এটাই বলত। মেয়েরা যেকোনো সময় টেনে নিয়ে যেতে পারে। কিন্তু রেসপন্সিলিবিলিটি তোর। ফাঁদে পা দিবিনা। এককের লিস্টের টোনের সঙ্গে এর "সূক্ষ" তফাতটা সোজা ভাষায় বুঝিয়ে দিলেই বুঝে নিতে পারি। :-)

    পীড়িত পুরুষ নিয়ে খিল্লিটা কী কারণে এখনও জানতে পারলাম না।
  • মূল টোন | 181.25.193.78 | ১৭ মে ২০১৬ ২১:১২706767
  • ১২ ) কোনো মেয়ে একসঙ্গে ট্রেকিং -জাঙ্গল ট্রিপে যাওয়ার অফার দিলে
    ১৮ ) যদি দেখেন মেয়েটি এই ব্যাপারে আপনাকে ফোন করে পরামর্শ চাইছে
    ১৯) যখন তখন স্কেদিউল চেঞ্জ করে একা বাড়িতে ডেকে পাঠান এরকম "মিস "
    ইত্যাদি ইত্যাদি ।
    আমেন ।
  • sosen | 177.96.35.238 | ১৭ মে ২০১৬ ২১:১২706768
  • এ তো মোটা তফাৎই ধরতে পারছ না। একক তো বলেনি মেয়েরা যে কোনো সময় টেনে নিয়ে যেতে পারে, বা "ঢলানি"। এটা রাখলে বা বাদ দিলে যে মস্ত ডিফারেন্স হয়, সেটাই দেখতে পাচ্ছ না, সূক্ষ্ম ডিফারেন্স বুঝাবো কারে?

    আর পীড়িত পতি শুনলে তো হাসি পায়ই। এজেন্ডাগুলো পড়লে আরো হাসি পায়, কিন্তু সেসব বোধহয় নেটে নেই।
  • টেনে নেওয়া | 181.25.193.78 | ১৭ মে ২০১৬ ২১:২৩706769
  • "মনটা আর্দ্র দেশলাইকাঠির মতো, রাগের আগুন জ্বলল না। অহংকার আমার স্বভাবের সর্বপ্রধান সদ্‌গুণ, তাই ধাঁ করে মনে হল, মেয়েটি যদি আমাকে বিশেষভাবে পছন্দ না করত তাহলে এমন বিশেষভাবে ধমক দিতে আসত না, খদ্দরপ্রচার– ও একটা ছুতো, সত্যি কিনা বলো।”

    “ওগো, কতবার বলেছি– অনেকক্ষণ ধরে ডেকের কোণে বসে তোমাকে চেয়ে চেয়ে দেখছিলুম। ভুলে গিয়েছিলুম আর-কেউ সেটা লক্ষ্য করছে কি না।"
  • Ranjan Roy | ১৭ মে ২০১৬ ২১:৩৫706770
  • "পাশ্চাত্যের ভোগবাদী সংস্কৃতির অনুসারে স্ত্রীপুরুষের ফ্রি মিক্সিং ঠেকাতে এরকম একটি লিস্ট খুব ভালো প্রয়াস । ছাত্রদের জীবনে ব্রহ্মচর্যের গুরুত্ব অপরিসীম ।"ঃ))

    --ধেৎ! ছাত্রদের জীবনে স্বমৈথুনের গুরুত্ব অপরিসীম । ইহা মানসিক ভারসাম্য বজায় রাখিতে এবং অধ্যয়নে মনঃসংযোগ করিতে সাহায্য করে। ভারতীয় সমাজে ইহার মহান অবদান।
  • ঈশান | ১৭ মে ২০১৬ ২১:৪০706771
  • একক লিখেছেঃ "আমার লেখার অংশ পুরুষ দের জন্যে । মেয়েদের পার্ট টা যাঁরা জানেন -বোঝেন তাঁরা লিখলে ভালো হয় । প্রথমেই যেটা মাথায় রাখা ভালো তা হলো "ফলস রেপ -মলেস্টেশন চার্জ " কন্ভিক্ট করা প্রচন্ড কঠিন । কাজেই এই লেখার উদ্দেশ্য আদৌ এমন নয় যে জেন্ডার ক্রাইম না করেও আপনি দোষী সাব্যস্ত হতে পারেন এরকম প্যানিক ছড়িয়ে দেওয়া । দোষী সাব্যস্ত হবেন না । কিন্তু সম্পূর্ণ নির্দোষ হয়ে বেড়িয়ে এলেও ততদিনে আপনার সোশাল স্টেটাস -পারসনাল লাইফ-প্রফেশনাল লাইফ সব ভোগে চলে যাবে । তাই আগে থেকে কনশাস থাকা জরুরি ।"

    এর মানে কী? যেকোনো সময় ফেঁসে যেতে পারেন(বা ফাঁসিয়ে দেওয়া হতে পারে), দোষী হন আর না হন। তাই সাবধানে থাকুন। এই তো। পাড়াদ্দাদারা ঢলানি-ফলানি বলে খুবই দুষ্ট হত। সেসব এখানে নাই। কিন্তু এসেন্সে তফাতটা কী আছে?

    আর 'হাসি পায়' টা যদি যুক্তি হয় ঠিকই আছে। এইসব দাবীদাওয়া শুনলে আমারও হাসি পায়। পাড়াদ্দাদা হোক একক হোক কী সোসেন। এন্ড অফ ডিসকাশান।
  • cm | 127.247.97.118 | ১৭ মে ২০১৬ ২১:৪১706773
  • যাঃ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন