এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কীকরে জেন্ডার ঘটিত অপরাধ করবেন না :

    একক
    অন্যান্য | ১৬ মে ২০১৬ | ৩৮০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | 177.96.49.239 | ১৮ মে ২০১৬ ২০:৩২706649
  • চাপা এবং ধরা বোথ
  • cm | 127.247.99.80 | ১৮ মে ২০১৬ ২০:৫১706650
  • ছড়ার প্রথম লাইনের তাহলে মানে আছে, কিন্তু কি সেটা স্পষ্ট হচ্ছেনা। ঈশেনবাবু সোজা লাইনের ওপরেই আলোকপাত করলেন।
  • pi | 192.66.39.227 | ১৮ মে ২০১৬ ২১:১৩706651
  • এই ধামার ব্যাপারে একটু আলোকপাত করা হউক।
  • একক | 53.224.129.55 | ২৪ মে ২০১৬ ২৩:১৫706653
  • বিল কসবির বাঁচা মুশকিল । একসঙ্গে অনেকে মুখ খুলেছে । রুফি ইউস করতো মনে হচ্ছে শুনে । টিপিকাল ডেট রেপ ড্রাগ ।
  • সে | 198.155.168.109 | ২৪ মে ২০১৬ ২৩:২০706654
  • বেচারা! ৮৫ বছর বয়স। এরকম বয়সে হাজতবাস হলে সেটা যাবজ্জীবনেরই আরেক নাম। দেকলেও কস্টো হয়। অবশ্য যতক্ষণ না প্রমাণ হচ্ছে লোকটাকে এভাবে অপরাধী হিসেবে দাগিয়ে দেয়াটা ভেরি ব্যাড অ্যাকচুয়ালি। তার ওপরে একের পর এক ভিক্টিম এসে এসে সাক্ষী দিয়ে যাবে। কোনো মানে হয়!
  • সে | 198.155.168.109 | ২৫ মে ২০১৬ ১১:৫৫706655
  • সংখ্যাটা ৫০ এর ওপরে।
  • TB | 118.171.131.186 | ২৬ মে ২০১৬ ০০:০১706656
  • বুদ্ধদেব কিছু বছর আগে এককের বক্তব্য টাই জানিয়েছে দেখা যাচ্ছে। সিলেকটিভলি কোট করলে বেশ উত্তেজকঃ

    একদিন আনন্দ পরমারাধ্য জনকে জিজ্ঞাসা করলেন নারীদের উপস্থিতিতে তাঁদের সঙ্গে কেমন ভাবে আচরণ করতে হয়।
    “তাঁদের সম্পূর্ণরূপে পরিহার কর, আনন্দ।”
    “কিন্তু প্রভু, তাঁরা যদি আমাদের কাছে আসেন?”
    “তাঁদের সঙ্গে বাক্যালাপ কর না আনন্দ।”
    “তাঁরা যদি প্রশ্ন করেন, তখন?”
    “সদাজাগ্রত থাকবে, আনন্দ।”
    ------

    “এই যে রমণী,” সমবেত শিষ্যদের বুদ্ধদেব বললেন, “ইনি অসামান্যা সুন্দরী, ধর্মপথের পথিক মানুষদের মুগ্ধ করার ক্ষমতা ধরেন; অতএব আপন আপন মস্তিষ্ক স্থির রাখবেন! আপন প্রজ্ঞায় অবিচল ও নিবেশিত থাকবেন আপনারা।”
    “নারীসঙ্গে লিপ্সায় আপ্লুত, উত্তেজিত, কামোন্মত্ত হয়ে তাঁদের অভিপ্রায় আর মোহজালে আবদ্ধ হওয়ার চেয়ে বরং বাঘের মুখে কি ঘাতকের তরবারীর কোপে পড়াও শ্রেয়। তাঁদের অভিপ্রায় জন্মের অভিপ্রায়, মৃত্যুর ফাঁদ পাতা তাতে।
    “সচল কি স্থির হয়ে, বসে কি শুয়ে, নারী তাঁর রূপ প্রদর্শণ করতে চান।

    ---------
    “চিত্রার্পিত হলেও নারী তার রূপের, সৌন্দর্য্যের প্রদর্শনকেই সবচেয়ে অধিক গুরুত্ব দেন, অতএব পুরুষের হৃদয়হরণ।
    “কি উপায়ে নিজেদের সংযত রাখবেন? নারীর অশ্রুজল ও ওষ্ঠাধরের হাসি উভয়কেই শত্রুবৎ জ্ঞান করবেন, মনে রাখবেন নারীর ন্যুব্জ অবয়ব, আনত বাহুডোর, বিক্ষিপ্ত কেশদাম, এ সমস্তই পুরুষের হৃদয়হরণের উপায়।
    “তাই যদি হয়, না জানি তাঁর সযত্ন লালিত সৌন্দর্যের প্রতি আরো কত না সতর্ক হওয়া চাই; বিশেষ করে তিনি যখন তাঁর রমণীয় আভরণসম্বলিত শরীর প্রদর্শণ করে মূর্খ পুরুষের সঙ্গে হাস্যরস করবেন, তখন তো বিশেষ করেই সতর্ক হওয়া চাই।
  • বাঃ | 132.177.215.72 | ২৬ মে ২০১৬ ০৭:৩০706657
  • তানিম রাজুও তো অনেকটাই এরকম বলে।
  • TB | 118.171.130.187 | ২৭ মে ২০১৬ ০২:৫৪706659
  • তানিম তবে বড় হলে বুদ্ধদেব ও বয়সকালে একক হবে।

    এখন পর্যন্ত তানিমের বক্তব্য এরকম (আমি যা বুঝি): মেয়েরা দেখায়, ওদের দেখানো বন্ধ করে দিতে হবে।

    বুদ্ধদেবের বক্তব্যঃ দেখানো হচ্ছে মেয়েদের জন্মগত অধিকার ও দায়িত্ব। সমস্যা তোমার, তুমি দেখোনা, নইলে মনকে সদাজাগ্রত রাখ।

    এককের বক্তব্যঃ সদাজাগ্রত থাক্লে ভুটানি মদ কে খাবে? দেখার সময় সঙ্গে বৌকে রাখ প্রতেক্শান, তুমি বেশি লাপালে সে তোমায় সমঝে দেবে।
  • Atoz | 161.141.85.8 | ২৭ মে ২০১৬ ০৩:২৪706660
  • সেইজন্যেই বুঝি সিদ্ধার্থ সড়াৎ করে বৌ-ছেলে ছেড়ে পালিয়ে গেছিলেন? দুইজনে মিলে যদি লাঠ্যৌষধি সহযোগে সমঝায়, সে তো মহা ক্যাও! ঃ-)
  • একক | 53.224.129.55 | ২৫ অক্টোবর ২০১৭ ১৬:৪৩706661
  • লেটলি আমাদের চারপাশে বহু নাম বহু লিস্ট উঠে আসছে যেখান থেকে ধোয়া ও আগুন তত্ব অনুযায়ী বলা যায় যে অবস্যই কিছু পুরুষ জেন্ডার ঘটিত অপরাধে জড়িয়ে পড়ছেন । এমতবস্থায় , যে বা যাঁরা এই টইতে প্রদত্ত প্রিভেন্টিভ মেজর কে অদরকারী ভেবে হেসে উড়িয়েছিলেন বা পানু উইশ ফুল্ফিল্মেন্ট ভেবেছিলেন তাঁদের চিন্তার পুনর্বিবেচনা জরুরি ।

    আমার বক্তব্য আগেও যা ছিল ,এখনো তাই :

    "

    "কীকরে অপরাধ করবেন না " এটাই বক্তব্য । কারণ আমি ধরে নিচ্ছি অপরাধ একটা কন্স্ত্রাক্ত । যেটা কোনভাবে আপনার একটিভিটি প্যাটার্ন এর সঙ্গে মিলে গেলে আপনি অপরাধী । এখানে আপনি ভালো না মন্দ , বুদ্ধিমান না বিবেকবান তার কোনো সম্পর্ক নেই । আমাদের প্রথম কাজ সর্বদাই নিজের একটিভিটি প্যাটার্ন কে জাজ করা যাতে কোনভাবে অপরাধের প্যাটার্ন এর মধ্যে পরে না যাই । এটা কনশাস এফর্ট হওয়া উচিত বলে মনে করি । কাজেই এখানে কী করবেন সেটা নয় কী করবেন না সেটা প্রধান ।

    "

    সমাজ সংস্কার আমার কাজ না । মরাল মেসো সাজার ইচ্ছেও নেই । জাস্ট সহজ ও সরল ভাবে অপরাধের কন্ট্রাক্ট ও একটিভিটি প্যাটার্নের মধ্যে ফল্ট লাইন টুকু খেয়াল রেখে চলা । এর মানে এই না যে না মানলে মাথায় আকাশ ভেঙ্গে পড়বে । নিজের রিস্কে চলার আগে রিস্ক টা ক্যালকুলেট করে নেওয়ার কনশাস এফর্ট টুকু .......... এই লিস্টিপ্রবন সময়ে দাঁড়িয়ে ...এই :)
  • de | 69.185.236.51 | ২৫ অক্টোবর ২০১৭ ১৭:৪১706662
  • যাক্‌ - হানুদার মামলার ভয়ে দেশান্তরী হন্নি!

    জেন্ডার ঘটিত অপরাধ কি শুধু পুরুষদেরই একচেটিয়া?
  • Ekak | 52.109.137.212 | ২৫ অক্টোবর ২০১৭ ১৮:৩৫706663
  • হানি বাবু মামলা কোর্লেন নাকি ? হামি তো কুছু জানতেই পার্লেন না ঃ//
  • Ekak | 52.109.137.212 | ২৫ অক্টোবর ২০১৭ ১৮:৫২706664
  • প্রথোম কথা হলো , প্রচুর মেয়ে জেন্ডর ঘোটিত অপোরাধ এ জড়িয়ে পর্ছেন এরকম তো বাঙ্গলা পাঠক মহলে দেখা জাচ্ছেন না । ঊল্টো টাই যচ্ছেন।

    মেয়েদের জেন্ডার ঘোটিত অপোরাধে জড়াতে গেলে আগে পুরুষ কে সেন্সিটাইস কর্তে হবে। এক্টা ছেলে ছোটোবেলা থেকে সেক্সুঅলি ডিসেন্সিটাইস্ড বলে তার সঙ্গে হোয়া অপোরাধ গুলো ব্রাভাডো তে ঢাকা পরে জায়। তো সেসব সামাজিক প্রক্রিয় চোলুক ,অন্যো টই তে আলোচোনা হোক জাতে ছেলের এগিয়ে এসে বলে ছোটোবেলায় কোন দিদি বা মাসি তার চোন্কা মোন্কা চোটকে মোস্তি নিয়েছিলো--- তোখোন দেখা জাবে। সে দিন আস্তে ঢের দেরি। এখোনকার সেক্সুঅলি ডিসেন্সিটাইস্ড মেল পপুলেশন ডারুইনিআন স্টেটস রক্ষার্থে ও নিয়ে মুখ খুল্বেন্না। কাজেই পুরুষ এর উপর হোয়া জেন্ডর ভয়োলেন্স এর চে

    পুরুষ কিভবে কন্শশ থেকে অপোরধের স্ট্রাক্চারে পোরে জাবে না এইটে নিয়ে কোথা কে প্রয়োরিটি দিচ্চি।
  • Atoz | 161.141.85.8 | ২৫ অক্টোবর ২০১৭ ২০:৪৭706665
  • ভাজুন ভাজুন, চোমোৎকার কোরে ভাজুন। ঃ-)
  • PP | 159.142.103.12 | ২৬ অক্টোবর ২০১৭ ০৬:১২706666
  • একক "বাঙ্গলা পাঠক" দের জন্য বাংলা হরফে ইংরিজি লেখেন ক্যান? যা হউক লিস্টি মূলক খিল্লির জন্য একক বাংলা সাহিত্যে অমর হবেন ।
  • de | 24.139.119.171 | ২৬ অক্টোবর ২০১৭ ১৭:১৬706667
  • তা অবিশ্যি -

    মেয়েদের জন্য একটা " কি করে জেন্ডার ঘটিত অপরাধের শিকার হওয়া থেকে বাঁচবেন" গোছের টিউটোরিয়াল থাকা উচিত। তবে, তফাত এটাই, মেয়েদের ক্ষেত্রে অনেকাংশেই এটা "কি করে প্রাণ বাঁচাবেন" গোছের টিউটোরিয়ালের সমার্থক!

    গলা সেরেছে আশা করি!
  • Ekak | 53.224.129.63 | ২৬ অক্টোবর ২০১৭ ২০:৩৯706670
  • আর , আমি যা লিখেছি তা একেবারেই জেনেরিক , অফিসে - একাডেমিয়া তে -ফ্যাক্টরি তে স্পেসিফিক পরিবেশে কী হবে এগুলো নিয়ে পয়েন্ট যুক্ত হলে ভালো হয় ।

    একটা দুর্ভাগ্যজনক ট্রেইট আছে যে সাবধানতাকে "অবিশ্বাসের বাতাবরণ " বলে দাগিয়ে দেওয়া । এস ইফ আমাদের ছোটবেলায় যখন "না বলিয়া ওপরের দ্রব্য গ্রহণ করাকে চুরি করা বলে এবং চুরি করা অপরাধ " এইটে সিভিক্স এ শেখানো হতো তখন তাই শিখে আমরা সবাই সবাইকে অবিশ্বাস করতে শিখেছি । এস ইফ চুরি নামক কন্সট্রাক্ট এর বিষয়ে সাবধান হতে গিয়ে নিজের হাত দড়ি দিয়ে বেঁধে ঘর থেকে বেরোতে হয় :):):)

    এগুলো একেবারেই কীভাবে অপরাধ এ জড়াতে পারেন সেই জায়গা থেকে বলা , আমি কী মহান কোনোদিন চুরি করতেই পারিনা এরকম ছেলেমানুষি ইগোর এখানে জায়গা নেই । "সেক্সুয়াল মোলেস্টেশন " কোনো নিউটন বলবিদ্যার স্থির সূত্র না যে আপনি আপনার মরালিটি দিয়ে যা ভাববেন তাই ঠিক । যদি আপনার সরকার ও সমাজ প্রচলিত নীতি হয় যে , অনুমতি না নিয়ে কোনো মহিলার এক ফুট দূরত্বের মধ্যে দাঁড়িয়ে থাকা মানে মোলেস্টেশন তো সেটাই মোলেস্টেশন । অতএব ফল্ট লাইন্স চিহ্নিত করুন ও সাবধানে থাকুন ।

    ডিনায়াল এ ভুগে লাভ নেই যেটা এখনো অনেকেই ভুগছেন । অপরাধ একটা কন্সট্রাক্ট । মরালিটি চচ্চড়ি নয় ।
  • Ekak | 53.224.129.63 | ২৬ অক্টোবর ২০১৭ ২০:৩৯706668
  • "মেয়েদের জন্য একটা " কি করে জেন্ডার ঘটিত অপরাধের শিকার হওয়া থেকে বাঁচবেন" গোছের টিউটোরিয়াল থাকা উচিত। "

    হ্যা , থাকা উচিত অবসসই । কেও লিখুন ।
  • যা বলেছেন | 223.61.149.100 | ২৬ অক্টোবর ২০১৭ ২১:৩৫706671
  • যদি আপনার সরকার ও সমাজ প্রচলিত নীতি হয় সদ্য আগের বয়ফ্রেন্ড এর সঙ্গে সম্পর্ক কেটে গ্যাছে এমন মেয়ের সঙ্গে ডেট করা মানে মোলেস্টেশন তো সেটাই মোলেস্টেশন ।
    যদি আপনার সরকার ও সমাজ প্রচলিত নীতি হয় ইন্সিকীয়রিটি -পার্পিচুয়াল ডিপ্রেশন দেখতে পেলে মলম দেওয়া মানে মোলেস্টেশন তো সেটাই মোলেস্টেশন ।
    যদি আপনার সরকার ও সমাজ প্রচলিত নীতি হয় কোনো বন্ধুর হয়ে তার প্রেমিকা কে চিঠি-মেসেজ পৌছে দেওয়া/ বুঝিয়ে ঝগড়া মেটানো ইত্যাদি মানে মোলেস্টেশন তো সেটাই মোলেস্টেশন ।

    সরকারের নীতিটা সংবিধানে পাবেন । আর সমাজ ? গুরুর খাপবাবুই হলেন ভারতীয় সমাজ । এ বিষয়ে ডিনায়ালে ভুগবেন না । জ্জয়গুরু ।
  • Du | 57.184.42.117 | ২৭ অক্টোবর ২০১৭ ০৮:৫৬706672
  • 'জোড়া সেল্ফি তুলতে দেবেন না' টা কি অলরেডি আছে লিস্টিতে?
  • poliburo | 113.75.160.186 | ২৭ অক্টোবর ২০১৭ ১৩:৩৬706673
  • এককের guideline পড়েনি বলে আজ ঋতব্রতর এই হাল :)
  • :( | 69.160.210.3 | ২৭ অক্টোবর ২০১৭ ১৩:৫৩706674
  • চ্যাটচ্যাটে ভিডিও চ্যট করবেন না।
  • Ekak | 53.224.129.49 | ২৮ অক্টোবর ২০১৭ ১৫:২০706676
  • ইন্টারনেট এ উঠে এসেছে বলে অস্বস্তিকর হতে পারে , কিন্তু একেবারে হুৱা হয়ে গেলি ক্যানো :)) বেন কে নিয়ে কথাগুলো তো বহুকাল ধরেই বাতাসে ঘুড়ছে । অবসসই প্রমাণসাপেক্ষ , কিন্তু প্রথমবার শোনা গ্যালো এমন কিছু নয় ।
  • sswarnendu | 41.164.232.149 | ২৮ অক্টোবর ২০১৭ ১৬:০৫706677
  • এই প্রসঙ্গে এইটা ফেসবুকে লিখেছিলুম। এখানেও থাক। হ্যাঁ ওভাররিয়্যাকশন-ই, ডেলিবারেটলিই তাই। এই হাই-স্ট্রাং ডিবেটে আর কিই বা লিখব।
    "যা পরিস্থিতি দাঁড়াচ্ছে ভারতের কোন পুরুষ ফ্যাকাল্টি মহিলা স্টুডেন্ট নিতে না চাওয়া খুব অস্বাভাবিক রিয়্যাকশন বোধহয় নয়। বস্তুত জীবনে প্রথমবার আমার বিষয় যে মহিলারা বিশেষ পড়তে আসেনা আমাদের দেশে সেজন্যে নিশ্চিন্ত বোধ করছি। কারণ এইটা যা হল এরপর দেশে ফিরে মহিলা পিএইচডি স্টুডেন্ট নিতে সারা ক্যারিয়ারই হয়ত ভয় পাব (স্পষ্ট করে লিখে যাই, এর অর্থ এই নয় যে ওই লিস্টে নামগুলো ভুয়ো। ভুয়ো কি নয় আমি জানিনা, জানার জায়গাতেও নেই, কিন্তু এইই যদি মেকানিজম হয় তাহলে তাহলে সেইটার অ্যাবিউজের সুযোগ নেওয়ার কথা কোন মহিলার মনে হবে না কখনো, এইটা মনে করার কোন কারণ নেই। মহিলারা মহিলা বলেই আকাশ থেকে পড়েন এমন ভাবি না, তারাও এই সমাজব্যবস্থারই অংশ), আবার না নেওয়ার সিদ্ধান্তের জন্যও জেন্ডার ডিসক্রিমিনেশনের দায়ে পড়তে পারি। তাই তেমন পরিস্থিতিই খুব আসবে না আমার বিষয়ে এর জন্যে নিশ্চিন্ত লাগছে খানিক।
    মেয়েরা অঙ্ক পড়তে আসেনা, গড়পড়তা ধরলে অঙ্ক ভয় পায় এমন মেয়ের শতাংশ এমন ছেলের শতাংশের থেকে বেশী, এগুলোকে আমাদের সমাজের অভিশাপই ভেবে এসেছি এতকাল। 'নব্য-নারীবাদী'-দের অ ভিনন্দন, তাঁরা খুব সফলভাবেই এমন অনেকের অনেক ভাবনা পালটে দিয়েছেন।
    :( :( :("
  • pi | 57.15.11.77 | ২৮ অক্টোবর ২০১৭ ১৯:০২706678
  • একক, না না, শুধু বেন বলে না, পুরো ঘটনা গুলো পড়েই।
    মাবে ঐ আশলে বন্ধুর জন্য হট মেয়ে সাপ্লাই করতে বলছেন আর এই রায়া সরকারও তাতে রাজি হয়ে যচ্ছেন!! যেখানে ইনি প্রফ না, মামে সেরকম অবলিগেশনও নেই, যা নিয়ে, যে পাওয়ার পজিশন নিয়ে মূল আপত্তির জায়গা।
    বেনের সাথে ঐ ঘটনাগুলোর পরেও লণ্ডনে ঐরকম স্পেস দেওয়া দেখেও হুব্বা হয়ে গেছে। বেন, আশলের কাজে তো বটেই। আর আমি আগে কিছু শুনিনি, বরং বেশ কিছু নারীবাদীদের বেনকে নিয়ে প্রচুর উচ্ছ্বসিত হতে দেখেছি, যারা অন্যদের কথায় কথায় মিসিজিনি সেক্সিজম খুঁজে পেয়ে গালাগাল দিয়ে থাকে। সেটাও হুব্বা হবার কারণ বটে।
  • pi | 57.15.11.77 | ২৮ অক্টোবর ২০১৭ ২০:১৬706679
  • অনেকেই হুব্বা দেখছি। আকাউণ্টগুলো পড়লে একটা আনক্যানি অনুভূতি হচ্ছে না? কিছু ক্ষেত্রে বোধিসত্ত্ব মাইতির কথাগুলো মনে হয়েছে।

    What I want to write about requires precise wording and careful negotiation through a minefield. I don't have the patience for that, so I will attribute any waywardness in this post to the immediacy of social media. Kindly bear with me.

    As I have said in an earlier post, I have been long aware of the sexual predation of a host of academics, whose names (and those of many more) have appeared in the now (in)famous List curated by Raya Sarkar. In my opinion, the two testimonies I have posted there, while showing curious similarities, also holds key to unpacking some of the issues involved in this case, as also of at least some of the other cases involving academics from Kolkata.

    No, I'm not talking about the promiscuity of "sleep-ins", reliving heady Woodstock via innocent Enid Blyton. I have no interest in what goes on in anyone's bedroom, and am in favour of letting a hundred flowers bloom and a thousand combinations/positions contend.

    What is curious is the clear hint that many women have indulgently aided and abetted the indiscretions (crimes?) of the man (these men?) when they took place. What is curiouser is that several of these women -- who have either once aided these men, or belong to the same social milieu the aiders come from -- have been very vocal about the list, and censorious in tone about men demanding due process.

    What gives, I wonder? Remorse? Jumping ship?

    I fear that it's the latter. And I will contend that in this lies the cue to unpacking the issue of "progressivism". Most of these men and women come from Kolkata's upper caste elite, those who don't discuss caste except in academic terms, because, thankfully, Bengalis have killed the beast long ago. In Kolkata, they live in Alipore, Bhowanipur, Hindustan Park and Ballygunge.

    It's a neat, incestuous circle. They go to Calcutta Boys & Girls, Loretto House, La Martinere's Boys & Girls or Modern High, then Presidency & JU, then JNU, and eventually Ox-bridge or Ivy League, because just at the right moment, it's revealed that the HoD of the prestigious university department, who is an Ox-bridge alumni herself, is a "mashi" who was "mother's batchmate in Presidency". Resolving the issue of academic recommendation. Rhodes scholar. Nehru-Cambridge fellowship.

    Till then, life had been all about the guitar, ponytail, hash, ear-piercing, Dead and Feluda, Penguin edition. And left-bashing. After all, is it not because of the left that Sonny Boy (and Diva Gurl) had to leave Sonar Bangla.

    Pursuing graduate studies, (s)he discovers that a certain variety of progressivism is a Swiss knife. Not only is it good for job prospects, it opens up the world of the opposite sex, helps negotiate his/her own sudden minority status in a cold land that's not so strange except for the people, pays well, comes packaged with rockstar credo, yet doesn't demand taking any position that could require a degree of commitment that puts one's existence on the line. You can be progressive, criticise CPIM for Nandigram, preach non-violence to Maoists in Dantewada, quote Lenin via Zizek in class, form "effective coalitions" for campus "struggles".

    Khadi, always, from Good Earth on Monday, Cottage Industries Emporium on Tuesday, Byloom on Wednesday, Khadder on Thursday good old FabIndia on Friday. Where's the big Kali-for-women bindi?

    Progressivism is Alladin's magic lamp. You could even rediscover your inner Bengali bhadralok for Friday dressing -- just get yourself a dhoti-kurta-chadar set from FabIndia already. It begins from Cultural/Subaltern/Critical Studies, and ends in higher pay negotiations, with pit stops at Marxbad, Lacangunj, etc. The text is king, or queen.

    So caste does impinge upon the narrative, but not in the way Raya Sarkar and her vocal supporters claim. Because, as more and more survivor stories start coming out, it will become clear that at least for one set -- the Kolkata konnection -- the complainants are also from the same milieu. It's not Dalit vs Savarna, but young Savarna vs old Savarna. Establishment, vs those who are looking for a way in. Raya Sarkar is herself a self-proclaimed Singaporean Dalit. The intersection is not infradig Palk Straits, but Malacca.

    Ambedkarnagri is the new Manali. Or is it Malana? Have to check Arundhati Roy's last tweet.
  • sswarnendu | 41.164.232.149 | ২৮ অক্টোবর ২০১৭ ২১:১০706681
  • সাবর্ণ নিয়ে যা লেখার নিবেদিতা মেননই লিখেছেন , নতুন করে লেখার কিছু নেই। মোদীকে নিয়ে একটা অ্যানালজি দেখে গত পরশু একটা লেখা লিখেছিলাম ফেবুতে ইংরেজিতে,

    মোটামুটি বাংলা করে দিলাম ( নিজেরই লেখা নিজের ভাষায় লিখব, তাই আর অনুবাদ করিনি, যে বলতে চেয়েছই সেইটাই বাংলায় লিখলাম)

    " 'নেম অ্যান্ড শেম' ব্রিগেডের থেকে আরও একটা মণিমুক্তো
    "Why have you all people been naming and shaming Modi everyday for the Gujrat pogrom?????? Absolutely outrageous. Please follow the due process and let natural justice be served."

    তার মানে একগাদা লোক মারা যাওয়া দাঙ্গা, যা অনেক লোক অন্তত আভাসে জানত এরকম না হলে মোটেই প্ল্যান করে ঘটানো যায় না, পাথুরে প্রমাণ ছাড়া সেই অভিযোগ কারোর বিরুদ্ধে করা আর কেউ একজন কাউকে সম্ভবত বন্ধ দরজার আড়ালে কিছু একটা করেছে ( এবং আপনি জিগ্যেস ও করতে পারবেন না কি করেছে, কাকে তো ছেড়েই দিলাম (নাম নয়, সে ছেলে না মেয়ে, পিএইচডি ছাত্র/ছাত্রী নাকি প্রোজেক্ট স্টুডেন্ট নাকি কোর্সের ছাত্র/ছাত্রী, কিচ্ছু না, কন্টেক্সট শব্দটাই এই 'নব্য-নারীবাদী' দের অভিধানে নেইকো ), যাতে সাক্ষ্যপ্রমাণ থাকার সম্ভাবনা কম বলেই কন্টেক্সট বিষয়টা জরুরী, বস্তুত একমাত্র জিনিস যা দিয়ে আমরা অভিযোগের সত্যতা সম্পর্কে মতামত তৈরি করতে পারব, কোন কন্টেক্সট ছাড়া কারোর বিরুদ্ধে এরকম অভিযোগ করা একই ব্যাপার।

    এই 'নব্য-নারীবাদী' ব্রিগেডরা রেস্পন্সিবিলিটি আর অ্যাকাউন্টেবিলিটি শব্দেরও অর্থ বোঝেন না ( তাদের কাজকারবার থেকেই সেটা পরিষ্কার), তাই গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে সেই দাঙ্গা নিজে প্ল্যান না করলেও মোদীর দায়িত্ব থেকে যায় ও সেজন্যে অ্যাকাউন্টেবল থাকেন, তা যে এনাদের মাথায় ঢুকবে না বলাই বাহুল্য। উপমা দিতে উপমেয়-র সাথে উপমানের আদৌ কোন মিল থাকতে হবে সেসব বোধহয় এখন ব্যাকডেটেড চিন্তাধারা হয়ে গেছে। "
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন