এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কীকরে জেন্ডার ঘটিত অপরাধ করবেন না :

    একক
    অন্যান্য | ১৬ মে ২০১৬ | ৩৮০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 127.247.97.118 | ১৭ মে ২০১৬ ২১:৪২706774
  • তবু দীপঙ্করবাবুকে দেখে আশা জাগে।
  • sosen | 177.96.49.239 | ১৭ মে ২০১৬ ২১:৫২706775
  • যে কোনো সময় ফাঁসিয়ে দেওয়া হতে পারে, চতুদ্দিকে " ঢলানি" মেয়ে বা প্রিডেটরস ঘুরে বেড়াচ্ছে তাই সাবধানে থাকুন এটাই কি এককের বক্তব্য? মানে নারী নরকের দ্বার টাইপ???
    এতক্ষণ ভুল বুঝিলাম?? হায়
  • :-) | 178.26.197.46 | ১৭ মে ২০১৬ ২২:০৩706776
  • নারী এবং পুরুষ উভয়েই নরকের দ্বার হতে পারে। দুই লিঙ্গকেই সাবধান হতে হবে, দুরকমভাবে।
    এখন, মেয়েদের জন্যে অনেকরকম সাবধানবানী অলরেডি আছে।
    কিন্তু এতদিন পর্যন্ত মনে করা হত ছেলেদের মেয়েদের থেকে তেমন কোনো বিপদ নেই, জাস্ট ইমোশনালি ফেঁসে যাওয়া ছাড়া।
    কিন্তু এখন দেখা যাচ্ছে যে শুধু ইমোশনাল সমস্যা নয়, জীবন পুরো ঝাড়ে যেতে পারে, কেননা মেয়েদের এখন ক্ষমতা আগের চেয়ে অনেক অনেক বেশী, নানাভাবে।
    তাই ছেলেদের জন্যেও সাবধানবানী প্রয়োজন। এককের লিস্টিটা খুবই সময়োপযোগী। (নারী নরকের দ্বার ফার এখন একদম অবসোলিট, এখন নারী তরোয়ালের ফলা, একেবারে কেটে দু আধখানা করে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে)।
  • ঈশান | ১৭ মে ২০১৬ ২২:০৬706777
  • না, 'নরকের দ্বার' নাই তো। ওসব মরাল জাজমেন্ট নাই। তবে 'মেয়েরা যেকোনো মুহূর্তে ফাঁসিয়ে দিতে পারে' বিলক্ষণ আছে। বস্তুত এই জায়গা থেকেই তো লেখা শুরু। যে, এই পরিস্থিতিতে কীকরে পুরুষরা না ফেঁসে নিজেদের সেফ রাখিবেন। এটি পুরুষদের জন্য না ফাঁসার একটা প্র্যাকটিকাল গাইড।

    আমি তো পড়ে ভাবলাম খিল্লি করছে। তারপর ভেবে দেখলাম 'বর্তমান পরিস্থিতিতে, সীমাবদ্ধ ক্ষমতায়' এই গাইডলাইন ঠিকই আছে। আমার পছন্দ হোক বা না হোক। :-)
  • sosen | 177.96.35.238 | ১৭ মে ২০১৬ ২২:১৪706778
  • Name: Ekak

    IP Address : 53.224.129.56 (*) Date:16 May 2016 -- 03:03 PM

    জোকস এপার্ট , মেয়েরা সিডিউস করার জন্যে থিকথিক করছেন কি করছেন না সেটা আদৌ বক্তব্য বিষয় নয় । কোনো ছেলে কে যদি এড্রেস করতে হয় তার পার্সপেক্টিভ থেকে করতে হবে । যে অদ্ভূত পিতৃতন্ত্রের মাঝে ছেলেরা এবিউস হলেও সেটাকে নিজের পুরুষালি কৃতিত্ব ভাবে (যদিও ফেঁসে গেলে বলে মেয়েটি প্রভোক করছিলো) সেখানে তার আপত্কালে বিচার্বুধ্ধির উপর চূড়ান্ত ভরসা না করে এক স্টেপ আগেই লক করে দেওয়া সেফ । ৯৯ কেনো , ৯৮ নয় কেন মার্কা এন মাইনাস ওয়ান কূটতর্ক কে প্রশ্রয় দেওয়ার জায়গা নেই ।

    "ছেলেরা এবিউস হলেও সেটাকে নিজের পুরুষালি কৃতিত্ব ভাবে (যদিও ফেঁসে গেলে বলে মেয়েটি প্রভোক করছিলো) "---এই পার্স্পেক্টিভ বদলানোর কথা বলছিলো মনে হচ্ছিলো।

    যাক, দিনের শেষে সবাই দিলীপ ঘোষ না হলেও কেউ কেউ কমিটেড।
  • ঈশান | ১৭ মে ২০১৬ ২২:২৫706781
  • আলাদা কিছু নেই তো। ওই খানেই আছে। "যে অদ্ভূত পিতৃতন্ত্রের মাঝে ছেলেরা এবিউস হলেও সেটাকে নিজের পুরুষালি কৃতিত্ব ভাবে (যদিও ফেঁসে গেলে বলে মেয়েটি প্রভোক করছিলো) সেখানে তার আপত্কালে বিচার্বুধ্ধির উপর চূড়ান্ত ভরসা না করে এক স্টেপ আগেই লক করে দেওয়া সেফ । "

    সেফটি মেজার। অ্যাবিউজ হলে সুবিচার দেবার কেউ নাই। অতএব এক স্টেপ আগে থেমে যান। সেফ খেলুন। খুব সিম্পল। পড়দ্দাদারও বলত, কে কোথায় ফাঁসিয়ে দেবে তার ঠিক নেই, আগে থেকেই সাবধান হ বাবা। :-) এই 'সাবধানবাণী' অ্যাংগলটা তো পুরো বক্তব্যের প্রতিটি ছত্রে প্রস্ফুটিত। না দেখতে পাবার তো কোনো জায়গাই নেই।
  • বলে কি | 203.90.12.87 | ১৭ মে ২০১৬ ২২:২৫706780
  • এককের ভাল নাম দিলীপ ঘোষ ?
  • cm | 127.247.97.118 | ১৭ মে ২০১৬ ২২:২৮706782
  • আমার প্রশ্ন অন্যত্র, ছেলেদের কি কেবল মেয়েদের থেকে সাবধান থাকতে হবে? নাকি অন্য ছেলেদের থেকেও মানে অন্য যেকোন মানুষের থেকেই সাবধান থাকা ভাল।
  • sosen | 177.96.49.239 | ১৭ মে ২০১৬ ২২:৩৩706593
  • নাঃ , একক ঠিক অতটা হতে পারে নি ঃ))
  • | ১৭ মে ২০১৬ ২২:৪৫706594
  • যাক কেউ অন্তত পয়েন্ট ধরে ধরে এককের এইটার আসল ফোকাল পয়েন্টটা দেখালো। থ্যাঙ্কু ঈশান। আমি অবিকল এই মেসেজটাই পেয়েছি আগাগোড়া।
  • | ১৭ মে ২০১৬ ২২:৫১706595
  • অফিসে অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট গাইডের সাথে এই শভিনিস্ট মার্কা গাইডের তফাৎ হল অফিসের গাইডে সর্বদা একজন 'সহকর্মী' এই থিমে জোর দেওয়া হয়, যেটা এখানে সম্পূর্ণ অনুপস্থিত
  • sosen | 177.96.35.238 | ১৭ মে ২০১৬ ২২:৫৮706596
  • এইগুলো কেমন শোনাচ্ছে?

    ১ ) ছেলেদের সঙ্গে পরিচয়ের ক্ষেত্রে সর্বদা "ধীরে চলো " নীতি তে চলুন । জীবন সিনেমা নয় । কোনো ট্রেইন মিস হবেনা । হলে হতে দিন ।

    ২ )ইন্টারনেট আলাপের ক্ষেত্রে আরও ধীরে চলুন । একজন মানুষ সে ছেলে হোক বা মেয়ে , নেট জগতে যেভাবে নিজেকে প্রজেক্ট করে সেভাবেই সামনাসামনি বিহেভ করবে এরকম আদৌ নয় । যে চ্যাট বক্সে খুব "খোলামেলা " সে সামনে ঠিক বিপরীত হতে পারে । কাজেই নেট জগতের এক্সপসার দিয়ে কোনো ছেলেকে ভুলেও বিচার করবেন না ।

    ৩ ) ডেট করার ক্ষেত্রে সাবধান হোন । কোনভাবে যদি বোঝেন ছেলেটি মানসিকভাবে স্টেবল নয় , সদ্য আগের গার্লফ্রেন্ড এর সঙ্গে সম্পর্ক কেটে গ্যাছে ইত্যাদি তাহলে আর সামনাসামনি এগোবেন না । ফিরে এসে ফোনে কথা বলুন কিন্তু ফিসিকালি একসঙ্গে থাকা এড়িয়ে চলুন ।

    ৪ ) মদ বা যে কোনো নার্কটিক নেওয়া অবস্থায় ভুলেও কোনো ছেলের সঙ্গে সেক্স বা সামান্যতম শারীরিক সম্পর্ক করবেন না । সে চাইলেও না । এমনকি পূর্বপরিচিত হলেও না । তাকে বাড়ি পৌছে দিন । খোঁজ খবর নিন । বিবাহিত সম্পর্কের ক্ষেত্রেও , জল টল খাইয়ে ঘুম পাড়িয়ে দিন ।

    ৫ ) নার্কটিক নেওয়া অবস্থায় , অপরিচিত কোনো ছেলেকে হোটেলে বা বাড়িতে পৌছে দিতে যাবেন না । ফোন করে ট্যাক্সি ডেকে দিন ।

    ৬ ) কোনরকম ইন্সিকীয়রিটি -পার্পিচুয়াল ডিপ্রেশন দেখতে পেলে মলম দিতে ছুটবেন না । নরমাল বিহেভ করুন , প্রাইভেট প্লেসে সঙ্গ এড়িয়ে চলুন । গান শুনতে বলুন , সাইকোলজিস্ট এর সঙ্গে যোগাযোগ করিয়ে দিন । নিজে তার পারসনাল সাইকোলজিস্ট হওয়ার চেষ্টা করবেন না । ওটা আপনার কাজ নয় ।

    ৭ ) একসঙ্গে হোটেলে এক ঘরে উঠলে ছেলেটিকেও রেজিস্টারে সই করতে বলুন । একটা অন্তত প্রমান থাকবে ।

    ৮ ) কোনো ছেলে পার্টিতে ওপেনলি ঘনিষ্ট ব্যবহার করলে বাই ডিফল্ট ধরে নেবেন না যে আপনার কাছ থেকেও সেরকম ব্যবহার আশা করছে । নরমাল থাকুন ।

    ৯ ) "মিক্সড সিগন্যাল " কে সর্বদা নেগেটিভ সিগন্যাল হিসেবে ধরুন । আগু পিছু করবেন না । পিছনো মানে পিছনো ।

    ১০) "না " বলাকে চূড়ান্ত গুরুত্ব দিন । হতেই পারে ছেলেটি কখনো কখনো "না " বললে হ্যা বোঝে , কিন্তু সেটা ডিকোড করা আপনার মহান দায়িত্ব নয় । সম্পর্কের মধ্যে একটা অলিখিত কন্ট্রাক্ট গড়ে তুলুন যে স্পষ্ট ভাবে নিজের ইচ্ছের কথা জানাতে হবে । তাতে বোকা -হাঁদা -ন্যাকা যাই বলুক, গা করবেন না । এটা একটা ল্যন্গুএজ কন্ট্রাক্ট এর মত । নিজেদের মধ্যে অভ্যেস করুন ।

    ১১ ) ছেলেদের "ফোর্স সেক্স " সংক্রান্ত রসিকতা কে একদম সিরিয়াসলি নেবেন না । ফ্যান্টাসি আর বাস্তব এক না ।

    ১২ ) কোনো ছেলে একসঙ্গে ট্রেকিং -জাঙ্গল ট্রিপে যাওয়ার অফার দিলে গার্লফ্রেন্ড কে সঙ্গে আনতে বলুন । নিতে না চাইলে টালবাহানা করে ট্রিপ কাটিয়ে দিন ।

    ১৩ ) অফিস এনভায়রনমেন্ট এ ছেলেদের সঙ্গে কমপ্লিটলি ফর্মাল বিহেভ করুন । ডাকনামে বা নিজের দেওয়া নামে ডাকবেন না । তিনি অপছন্দ না করলেও না ।

    ১৪ ) অফিস এনভায়রনমেন্ট এ কোনো ছেলে আপনার কাঁধে হাত রেখে , পিঠে থাপ্পর মেরে কথা বলছে মানেই আপনিও তার কাঁধে হাত রেখে, পিঠে থাপ্পর মেরে কথা বলতে পারেন এমন না । বডি কন্টাক্ট এড়িয়ে চলুন ।

    ১৫ ) অফিস পার্টি হলেও সেটা আগে "অফিস " পরে "পার্টি " । একদল ছেলের মাঝখানে দাঁড়িয়ে বোকা বোকা জোক শুনিয়ে হাসির পাত্র হোন । এক কোনে গিয়ে কোনো একজন ছেলের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা এড়িয়ে চলুন ।

    ১৬ ) অফিস আওয়ার এর পরে / পারসনাল কেবিনে যখন অন্য কেও নেই ।।।।।।এই অবস্থায় কোনো ছেলে কলীগ কে ডাকা এড়িয়ে চলুন । খুব দরকার হলে অন্য কোনো ছেলে কলীগ কে সঙ্গে রাখুন ।

    ১৭ ) ফ্যামিলি / নেইবার এনভায়রন মেন্ট এ ঃ অল্পবয়স্ক কাকু -দাদা সম্পর্কিয় দের থেকে দুরে থাকুন ।তাদের বাড়িতে অন্য কেও উপস্থিত না থাকলে যাবেন না । মা-বাবা রা তাদের এদলেসেন্ট কন্যাসন্তান দের ক্ষেত্রে এটা অবশ্যভাবে খেয়াল রাখলে ভালো ।

    ১৮ ) কোনো বন্ধুর হয়ে তার প্রেমিক কে চিঠি-মেসেজ পৌছে দেওয়া/ বুঝিয়ে ঝগড়া মেটানো ইত্যাদি বোকা বোকা ব্যাপারে জড়াবেন না ।। তিনজনে মিলে এক টেবিলে বসে কথা বলতে পারেন কিন্তু আলাদা করে ছেলেটিকে নিজে বোঝাতে যাবেন না । এমনকি যদি দেখেন ছেলেটি এই ব্যাপারে আপনাকে ফোন করে পরামর্শ চাইছে , তাহলে তো একেবারেই কাটিয়ে দিন । এটাও এদলেসেন্ট বাচ্চাদের জন্যে ।

    ১৯ ) যখন তখন স্কেদিউল চেঞ্জ করে একা বাড়িতে ডেকে পাঠান এরকম "স্যার " এর কাছে প্রাইভেট পড়তে যাবেন না । যতই বয়েস হোক । "স্যার " বাবা নয় । এটাও এদলেসেন্ট বাচ্চাদের জন্যে ।
  • Arpan | 24.195.228.213 | ১৭ মে ২০১৬ ২৩:১০706597
  • একদম ঠিক শোনাচ্ছে।

    তবে ১৫ নং-এর প্রথমটা হতে দেখিনি। সেরম হলে ভালোই হত। ঃ)
  • PM | 11.187.170.61 | ১৭ মে ২০১৬ ২৩:১৪706598
  • সোসেনের রোল রিভারসালটা পড়লাম। একই লেখার এসেন্সে পার্থক্য মনে হলো ---

    ১। এককের মেয়েদের ক্ষেত্রে লিগাল পাওয়ার ছেলেদের থেকে অনেক বেশী, সমঝে না চললে জেলের ঘানি ঘোরাতে হবে

    ২। ছেলেদের হাতে সোসাল পাওয়ার বেশী। সাবধানে ইন্টার‌্যাক্ট করা উচিত। ফেসে গেলে সোস্যালি হিউমিলিএটেড হতে হবে। সিকিউরিটি সংক্রান্ত সমস্যাও হতে পরে।

    এটা কি আমার পুরুষতান্ত্রিক মানসিকতার জন্যে মনে হলো? ঃ(
  • ঈশান | ১৭ মে ২০১৬ ২৩:৩১706599
  • "
    ...
    ৮ ) কোনো ছেলে পার্টিতে ওপেনলি ঘনিষ্ট ব্যবহার করলে বাই ডিফল্ট ধরে নেবেন না যে আপনার কাছ থেকেও সেরকম ব্যবহার আশা করছে । নরমাল থাকুন ।

    ১১ ) ছেলেদের "ফোর্স সেক্স " সংক্রান্ত রসিকতা কে একদম সিরিয়াসলি নেবেন না । ফ্যান্টাসি আর বাস্তব এক না ।

    ১৪ ) অফিস এনভায়রনমেন্ট এ কোনো ছেলে আপনার কাঁধে হাত রেখে , পিঠে থাপ্পর মেরে কথা বলছে মানেই আপনিও তার কাঁধে হাত রেখে, পিঠে থাপ্পর মেরে কথা বলতে পারেন এমন না । বডি কন্টাক্ট এড়িয়ে চলুন ।

    ১৫ ) অফিস পার্টি হলেও সেটা আগে "অফিস " পরে "পার্টি " । একদল ছেলের মাঝখানে দাঁড়িয়ে বোকা বোকা জোক শুনিয়ে হাসির পাত্র হোন । এক কোনে গিয়ে কোনো একজন ছেলের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা এড়িয়ে চলুন ।"
    ...

    এগুলো মেয়েদের জন্য গাইডলাইন? এ কি নাইট্যশালা না ইয়ার্কি? :-)
  • কারেকশন | 178.26.197.46 | ১৭ মে ২০১৬ ২৩:৪৪706600
  • ১৬। অফিস আওয়ার এর পরে / পারসনাল কেবিনে যখন অন্য কেও নেই ।।।।।।এই অবস্থায় কোনো ছেলে কলীগ কে ডাকা এড়িয়ে চলুন । খুব দরকার হলে পকেটে পেপার স্প্রে রাখুন।

    ১৭। ফ্যামিলি / নেইবার এনভায়রন মেন্ট এ ঃ কাকু -দাদা, জ্যেঠু, এমন কি দাদু, অর্থাৎ সকল বয়স্ক আত্মীয় পুরুষের থেকে দুরে থাকুন ।তাদের বাড়িতে অন্য কেও উপস্থিত না থাকলে যাবেন না । যদি যেতেই হয়, সঙ্গে পেপার স্প্রে কিম্বা সেফটিপিন রাখুন।

    ১৯। যখন তখন স্কেদিউল চেঞ্জ করে একা বাড়িতে ডেকে পাঠান এরকম "স্যার " এর কাছে প্রাইভেট পড়তে যাবেন না । যতই বয়েস হোক । "স্যার " বাবা নয় । এটাও এদলেসেন্ট বাচ্চাদের জন্যে । যদি যেতেই হয়, সঙ্গে রাখুন পেপার স্প্রে কিম্বা সেফটিপিন। আপনার স্মার্ট ফোনের রেকর্ডার কাজে লাগাবেন যেখানে যেমন দরকার। যে কোনো রকম সেক্সুয়াল এনকাউন্টারের সময় প্রমাণ রাখতে ভুলবেন না।

    ১৪, ১৫ এবং ১৮ মেয়েদের জন্যে অ্যাপ্লিকেবলই নয়। কোনো মেয়ে কোনো ছেলের কাঁধে হাত দিয়ে কথা বললে ছেলেটি সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ আনবে না, আনলেও সেটা টিঁকবে না।
  • ranjan roy | 24.98.225.56 | ১৭ মে ২০১৬ ২৩:৫৪706601
  • এই সব গাইডলাইন মেনে চললে দাড়িদাদু কী করে লিখলেন--

    নিরাবরণ বক্ষে তব নিরাভরণ দেহে,
    চিকন সোনা লিখন উষা আঁকিয়া দিল স্নেহে।

    হায় হায়!
    আর কেউ লিখবে না --"তনুদেহটি সাজাবো তোমার" ,
    বা " শিহরে কদম্বফুল দাড়িম্ব বিদরে।"

    বা, "আমার হৃদয় তোমার আপন হাতের দোলে, দোলাও--ইঃ।

    সিএম এর সঙ্গে গলা মেলালাম-- একক কবিতার মা-মাসী করে দিয়েছে!!
  • avi | 113.24.86.141 | ১৭ মে ২০১৬ ২৩:৫৬706602
  • কবিতা শেষ করে ব্র‍্যাকেটে উইথ পারমিশন লিখে দিলে হবে না?
  • Arpan | 24.195.228.213 | ১৭ মে ২০১৬ ২৩:৫৯706604
  • কিন্তু নাম না থাকলে ফাঁসাবে কেডা? নিরাবরণ বক্ষে তব - এই তব টা তো পাথরের ভেনাসও হতে পারে।
  • Ekak | 53.224.129.55 | ১৮ মে ২০১৬ ০০:০৪706605
  • সবাই আলোচনা করছেন ভালো লাগছে । আমার লেখায় একটা নিজেকে অবিশ্বাসের টোন স্পষ্ট ভাবে আছে , সে আগেও লিখেছি । "মেয়েদের অবিশ্বাসের " ব্যাপার না এটা । "অপরাধ " একটা কনস্ত্রাক্ত । আপনি কন্শাশ্লি অর আনকনশাসলি সেই প্যাটার্নে নিজের একটিভিটি ম্যাচ করিয়ে ফেলতে পারেন । ওরকম আলটিমেট "অপরাধ" বলে মরালী ধরে নিয়ে কিছু লিখিনি । এ এবং বি দুটো এনটিটি নিজেদের মধ্যে কিছু একটিভিটি করে । স্টেট এর ওপরে একটা লেয়ার দেয় যা ডিফাইন করে কোন কোন প্যাটার্ন গুলো ক্রাইম । আমি এইভাবেই ভেবেছি । এবার পারসনাল প্রিভেন্টিভ মেসার মানে হচ্ছে , কিভাবে আমি সেই ক্রাইম প্যাটার্ন গুলো এড়িয়ে চলতে পারি ।

    ফ্লাইট এ ধারালো জিনিস নিয়ে উঠলে আইনে ফেঁসে যেতে পারেন এইটা বলা , আর এই দেখুন ফ্লাইট কতৃপক্ষ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে টেররিস্ট বলে ওরা কিই মূর্তিমান শয়তান বলা এ দুটো এক না :)) প্রথমটা পারসনাল মেসার এর এরিয়া । দ্বিতীয়ত অন্যকে দোষ দেওয়া । এখনকার দিনে বাচ্চারা তো সর্বদা সঙ্গে মোবাইল রাখে । পরীক্ষার দিন সকালে তাকে যখন বলেন :মোবাইল মনে করে হলের বাইরে রেখো ; নইলে খাতা ক্যানসেল করে দিতে পারে .....তখন কি এইটা ভেবে বলেন যে টিচার রা কিন্তু তোমার খাতা ক্যানসেল করবেন বলে দিকে দিকে নেকড়ের মত ওঁত পেতে বসে আছেন , তাই মোবাইল বাইরে রেখো ! দুটো এক না । ভেবে দেখলে আশা করি বুঝতে পারবেন । পারসনাল প্রিভেন্টিভ মেসার পারসনাল হাইজিনের মত । এর সঙ্গে অন্যের ইন্টেনশন ভালো না মন্দ না ভুভুজেলা তার ওপরে কিচ্ছু ডিপেন্ড করে না ।

    আর , এবিউস হলে কী করা উচিত সেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । কিন্তু এখানে শুধুই প্রিভেন্টিভ মেসার নিয়ে আলোচনা করছি বলে সেই দিকে যাইনি ।

    সবাইকেই যেটা বলার ছিল । এর চে বেটার পারসনাল প্রিভেন্টিভ মেসার অবস্যই থাকবে । কাইন্দলি কোথায় পাল্টালে ভালো হয় , কি এড করলে ভালো হয় সেগুলো বলুন ।
  • Ekak | 53.224.129.55 | ১৮ মে ২০১৬ ০০:০৬706606
  • আর আমি মেয়েদের জন্যে লিখিনি কিছু । আপনেরা লিখুননা :( অলস জনতা খালি নিজে না লিখে এটাকেই মেয়েদের জন্যে বানাবার চেষ্টা করে যাচ্ছে :(:(
  • sosen | 177.96.49.239 | ১৮ মে ২০১৬ ০০:১২706607
  • মেয়েদের জন্য লেখার দরকার নেই তো, মেয়েদের শুধু একবার পুলুউউউশ বলে হাঁক পাড়তে হবে! ব্যাস, পুলুশ উকিল স্টেট রাষ্ট্র ইউ এন সব্বাই ছুটে আসবে। মেয়েদেরি তো দুনিয়া, ভয় কি!!
  • Arpan | 24.195.228.213 | ১৮ মে ২০১৬ ০০:১৩706608
  • একটাই জিনিস মনে আসছে। প্রিভেন্টিভ মেজার বাড়াবাড়ি রকমের হয়ে গিয়ে ডিস্ক্রিমিনেশনের চেহারা না নেয়। এক সফল ভিপিকে জনান্তিকে বলতে শুনেছি টিমে মেয়ে না নিলেই ভালো, স্টিপ ডেডলাইনে প্রজেক্টটা নামানোর ব্যপার আছে।
  • Atoz | 161.141.85.8 | ১৮ মে ২০১৬ ০০:১৪706609
  • "রোজা আ আ আ ভা" বলে ডাক দিলেও হবে। বন্দুক বোমা ছুরি বাটালি নিয়ে দেবদূতেরা ছুটে আসবে।
    ঃ-)
  • Ekak | 53.224.129.55 | ১৮ মে ২০১৬ ০০:২৮706610
  • এবার আরেকটা পয়েন্ট এড করছি । অবস্যই তর্কসাপেক্ষে ঠিক হবে আদৌ এই পয়েন্ট তাহাক উচিত কিনা ।

    ২০ ) প্রফেশনাল প্লেসে , বিশেষত মেয়েটি যদি আপনার সমান হায়ারার্কির ( বস বা সাবর্দিনেত নন ) না হন , সেক্ষেত্রে রোমান্টিক /প্যাশনেট রিলেশন এড়িয়ে চলুন । সোজা কথায় বস বা সাবঅর্ডিনেট এর সঙ্গে ডেট -প্রেম -সেক্স করবেন না ।

    এটা প্রচন্ড বিতর্কিত সাবজেক্ট , কাজেই ঠান্ডা মাথায় ভাববেন । একটা প্রডাকশন এনভায়রনমেন্ট এ , আপনার অধস্তন বা উর্ধস্ত্ন কর্মচারীর সঙ্গে আপনার সো কল্ড প্রেমের সম্পর্ক কি আদৌ প্রেম না তার মধ্যে কোথাও প্রফেশনাল বাধ্যতা জড়িয়ে থাকে ?? এখানে এবিউস কি ইনহেরেন্ট এট্রিবিউট নয় ? আমরা যদি এরকম সম্পর্ক কে এনালিসিস করতে বসি , আদৌ কিভাবে আলাদা করব যে কোনো এক পক্ষ তার প্রফেসলান সুপিরিয়রিটি কাজে লাগিয়ে চাপ দিয়ে সম্পর্ক স্থাপন করেন নি ? কোনো ডেফিনিট উপায় আছে বোঝার ? কাজেই এরকম সম্পর্কে ইন্হেরেন্ত্লি এবিউস থেকে যাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম । এখান থেকেই আপনি কোনো জেন্ডার ঘটিত অপরাধের প্যাটার্ন এ পরে যেতে পারেন । এবার এটা নিয়ে প্রচুর তর্কের অবকাশ আছে ।
  • Arpan | 24.195.228.213 | ১৮ মে ২০১৬ ০০:৩০706611
  • ২০ নং কেসে হেইচারকে জানাতে হয়। নইলে চাকরি যেতে পারে। পলিসি তাই বলে।
  • সে | 198.155.168.109 | ১৮ মে ২০১৬ ০০:৪৭706612
  • ২০নং কেসে ইম্পিচমেন্ট হয়ে কেলেংকারীর একশেষ হতে পারে।
  • Ekak | 53.224.129.55 | ১৮ মে ২০১৬ ০০:৫৬706613
  • ঐকারণেই আলোচনা চাইছি । আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে এরকম একটি কেসের কমিটি তে থাকার । সেক্ষেত্রে টপ ম্যানেজার এবং নতুন আসা একাউন্টস ট্রেনি মেয়েটি দুজনেই নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত । ম্যানেজারের বিরুদ্ধে প্রথমে ভয়ে কিছু বলেই নি । পরেও যখন আবার বয়ান দেয় দেখা গ্যালো সে নিজে উন্নতির আশায় প্রথমদিকে চুপ করে ছিল । প্রচন্ড ঘাঁটা একটা সিচুএশন । শেষে ম্যানেজার কেই ইমপিচ করা হয় । সীইও বলেছিলেন যে : প্রডাকশন এনভায়রনমেন্ট এ ইমোশনাল রিলেসনেও এবিউস ইনহেরেন্ট থাকার সম্ভাবনা প্রবল কাজেই এক্ষেত্রে দায়ীত্ব সিনিয়র ম্যানেজারের ।
  • সে | 198.155.168.109 | ১৮ মে ২০১৬ ০১:২২706615
  • পোল্যান্ডে একটি কোম্পানীতে চাকরি করত দুটি ছেলে মেয়ে। একই লেভেলের কোলীগ। ওদের মধ্যে প্রেম হয়, কিন্তু বিয়ে করতে পারে না। সেই কোম্পানীতে নাকি স্বামীস্ত্রী দুজনকে রাখে না। এটা ২০০১ এর ঘটনা। ওরা অবশ্য পরে আর বিয়েই করল না, এদেশে চলে এল, আলাদা কোম্পানীতে চাকরি নিলো এবং একসঙ্গে অনেকদিন সংসার করছে।

    জেন্ডারঘটিত অপরাধ নয় যদিও, স্বামীস্ত্রী একই কোম্পানীতে থাকলে একে অন্যকে কাজে সাহায্য করে থাকে। একটা ব্যাঙ্কে কাজ করতাম, স্বামী কন্ট্র্যাক্ট জব করেন আওয়ারলি রেটে। স্ত্রী অন্য একটা দূরের বিল্ডিং এ পার্মানেন্ট এমপ্লয়ি। স্বামী অধিকাংশ সময় স্ত্রীর কাজকর্মে সাহায্য করে চলতেন। অনেক প্রবলেম সলভ করতেন। স্বামীটি আমার মুখোমুখি বসতেন, আমার খুব ভাল কোলিগ, তিনি নিজেই আমাকে এসব বলেছিলেন, নইলে আমার জানবার কথা নয়।
    আবার ঐ একই অফিসে বেশ উচ্চপদস্থ বসের স্ত্রী আমাদের ডিপার্টমেন্টে ছিলেন। দুজনের পদবী ভিন্ন, তাই খুব কম লোকই জানত তিনি বসের বৌ। কিন্তু এই স্ত্রীটি গায়ে হাওয়া লাগিয়ে চলতেন, হাসি ঠাট্টা গল্পগুজবে দিন কাটাতেন, কাজের চাপ অন্যদের ওপর পড়ত বেশি। কেউ ঘাঁটাত না, বরং তেল দিয়েই চলত।
    আরেকটা কোম্পানীতে (কোলকাতায়) টপ বসের সঙ্গে সেক্রেটারীর প্রেম হল। ক্রমশ তা স্পষ্ট হয়ে উঠল সেক্রেটারীর শারীরিক পরিবর্তনে। তখন ওঁরা বিয়ে করলেন। তখন বস ও সেক্রেটারি দুজনেই বস। সেক্রেটারির মত নেওয়া মানেই বসের মতামত নেওয়া গোছের ব্যাপার।
    কোলকাতার একটা কোম্পানীতে প্রোজেক্ট ম্যানেজার রিসেপশানিস্টকে প্রেম করে বিয়ে করবার পরে বৌকে আর চাকরি করতে দিলেন না, প্রেস্টিজ নষ্ট হয়ে যাবার ভয়ে। আবার ঐ একই কোম্পানীতে স্বামীস্ত্রী একই প্রোজেক্টে কাজ করছে এরকম ঘটনাও ছিল।
    তবে অনসাইট অ্যাসাইনমেন্টে বিদেশে গিয়ে বিবাহিতা মহিলার পুরুষ বসের সঙ্গে সহবাসের ঘটনাও ঘটেছে। অ্যাপ্রাইজাল ভাল হয়েছে, মাইনে বেড়েছে, উন্নতি হয়েছে শুধু নয়, আরো অনসাইট অ্যাসাইনমেন্টের সুযোগ হয়েছে একই বসের সঙ্গে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন