এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অচলায়তনের দেয়ালের ফোকর ও ভালবাসা

    ranjan roy
    অন্যান্য | ১৩ জুন ২০১৬ | ১২৩৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ১১ আগস্ট ২০১৬ ১৭:৩৪708395
  • দ,
    আমি আপ্লুত।

    তবে সেই সময়ের দুজন আশ্রমিক কে পড়তে দিয়েছি এই কাঁচা খসড়া। ওরাও দেখবেন যাতে এটা কোনভাবেই মিশনের কুচ্ছো গোছের ভুল তকমা না পায়।
    আরো খুলে বলিঃ
    আমি বড় হয়েছি সমকাম/প্রেমকে বিকৃতি জেনেই।
    তাই আশ্রমের পরিবেশে এর ছড়াছড়ি আমাকে কষ্ট দিয়েছিল। এখন জানছি যে ওটি একটি বায়োলজিক্যাল/জেনেটিক্যাল/ ডিএন এ সিন্ড্রোম।
    অনেক ভাবলাম, তখন মনে হল যে হয়ত ওইসব সুপ্ত প্রোগ্রামিং থাকলেও বিশেষ পরিবেশ এর ট্রিগারের কাজ করে। কিন্তু এটাও সত্যি যে এদের অনেকের মধ্যেই একে অন্যের জন্যে তীব্র আবেগ, অধিকার বোধ ও ত্যাগ দেখতে পেয়েছি। সেটাকেও উড়িয়ে দেওয়া যায় না।
    তাই এই লেখা। মানবজীবনের এক বিচিত্র দিক, সেটার প্রকাশ দেখানো। এই টুকুই। প্রথম ভাগে জমি তৈরি হয়েছে। ফসল উঠবে পরে।
    দ্বিতীয় ভাগে এরই চেষ্টা থাকবে।
  • Ekak | 53.224.129.49 | ১১ আগস্ট ২০১৬ ১৭:৪৬708396
  • "এখন জানছি যে ওটি একটি বায়োলজিক্যাল/জেনেটিক্যাল/ ডিএন এ সিন্ড্রোম"

    এই মেরেছে !!! তাহলে ধরুন আপনার কোনো পরিচিত , কাল অবধি দিব্য হেটেরো লাইফ লীড করতো । আজ সকালে তাকে দেখলেন কোনো হোমোসেক্সুয়াল অনুষঙ্গে । তাকে কী বলবেন ? ! নাকি বলবেন এরকম হয়না , ওর তো ডিএনে নেই কোদ্দিয়ে কী হলো :(
  • Ekak | 53.224.129.49 | ১১ আগস্ট ২০১৬ ১৭:৪৭708397
  • এনিওয়ে , এসব এখানে আলোচনার দরকার নেই। লেখা ভালো হচ্ছে । সেটাই চলুক :)
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১১ আগস্ট ২০১৬ ১৯:৫৬708398
  • সেকেনপার্ট কখন শুরু হবে? অপেক্ষায় আছি!
  • | 213.132.214.83 | ১১ আগস্ট ২০১৬ ১৯:৫৮708399
  • সময় কাল টা অনেকটাই আলাদা।

    কিন্তু আমার বিদ্যামন্দিরে পড়া দু বছর এবং তারপরে আরো ২৫ বছর ধরে বিদ্যামন্দির এবং বিবেকানন্দ ইউনি র অনেক মহারাজ র সান্নিধ্যে এসেছি। আমাদের সময়ের বিদ্যামন্দিরের অনেক ছেলে সাথে ঘনিষ্ঠ যোগাযোগ আছে আমার সাথে আমার এক্সপেরিয়েন্স কোনরকম আলাদা নয়। এইরকম কোন রকম ঘট্নার কথা আমার জানা নেই।

    রঞ্জন দার লেখা পড়ে যার মিশনে পড়েন নি বা সে রকম যোগাযোগ নেই তারা এটাকেই ধ্রুব সত্যি বলে ধরে নেবেন।

    তাই এই ডিসক্লেমার টা দেওয়া খু জরুরী আমি মনে করি।
  • Ranjan Roy | ১১ আগস্ট ২০১৬ ২০:৪১708400
  • বি কি স্কুল জীবনে হোস্টেলে ছিলেন?
  • Ranjan Roy | ১১ আগস্ট ২০১৬ ২০:৫০708401
  • এইখানে একটা কথা বলা দরকার।

    সেই মিশনে ১৯৭১এর নকশাল আন্দোলনের সময় থেকে হোস্টেল উঠে গেছে। এখন সেই স্কুলটি পুরোপুরি ডে-স্কলার ছাত্রদের নিয়ে।
    যেহেতু হোস্টেল নেই (স্কুল লেভেলের) তাই সেই পরিস্থিতি বা ওরকম কোন ঘটনা নেই, হওয়ার সম্ভাবনাই নেই।
    আর এটা আদৌ বেলুড় স্পেসিফিক কিছু নয়। যাঁরা জানেন তাঁরা এটাও জানেন যে অন্য ধর্মের মিশনেও আবাসিক লেভেলে কখনও কখনও বিপর্যয় হয়। সবকিছুরই আন্ডার বেলি থাকে।
    সুন্দর বাড়িতে ড্রইংরুম ছাড়াও ওয়াশ রুম থাকে। সবটা মিলেই সত্যি।
    আর সন্ন্যাসীদের কামের প্রভাবে ব্রতভঙ্গ --এ তো পৌরাণিক যুগ থেকে চলে আসছে। তাতে শকিং কিছু নেই।
    বা এইসব ব্যতিক্রমী ঘটনার ফলে কোন আশ্রম/মিশনের মূল ছবিতে আঁচড় পড়ে না।
    এ নিয়ে ডিঃ অবান্তর। আমি স্পেসিফিক স্কুল লেভেলের হোস্টেল জীবনের গল্প বলছি, ইউনির কথা আছে কোত্থেকে?
    নইলে সেই পিটি/ব্রতীন অনিলায়ন নিয়ে তর্কের মত হবে।
    প্রত্যেকেই নিজের নিজের অভিজ্ঞ্তা থেকে দশটা উদাহরণ দেবেন এবং সবগুলোই সত্যি!
  • Ekak | 53.224.129.49 | ১১ আগস্ট ২০১৬ ২০:৫২708402
  • আপনি আপনার মতো লিখুননা :( ডিসক্লেইমার আবার কীসের !
  • Ranjan Roy | ১১ আগস্ট ২০১৬ ২০:৫৪708403
  • আর আমার লেখা পড়ে কেউ কোন কিছুকে ধ্রুবসত্যি বলে কেন ধরে নেবে? প্রত্যেকে নিজের নিজের অভিজ্ঞ্তা দিয়ে যাচাই করে।
    তাই রামদেব বাবার ওষুধ খেয়ে ফল পাচ্ছেন দাবি করা লোকও তো কম নয়।
    আমার ভাই বেলুড় মন্দিরের কলেজ লেভেলের পাস আউট, তার এমন কোন অভিজ্ঞ্তা নেই।
    আবার আমার সময়ে স্কুলের হোস্টেল লেভেলে দেখা অভিজ্ঞ্তাগুলোও সত্যি।
    এ নিয়ে বিতর্ক কেন? এগুলো একটা ফিকশন ধরে নিলেই হয়, আমিও তাই বলব।
  • Ranjan Roy | ১১ আগস্ট ২০১৬ ২০:৫৬708405
  • কুমড়োপটাশ,
    শুরু করব। তার আগে কিছু "পেটের ধান্দার কাজ" এসেছে। দিন দুই লাগবে। তাছাড়া মনে মনে লেখাটাকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে।ঃ)
  • | ১১ আগস্ট ২০১৬ ২১:০১708406
  • দূর বাবা আপনি আপনার মত লিখুন না।
    নিতান্ত নিরীহ লেখাপত্রেই লোকে তেড়ে আসে আর এ তো রীতিমত ইসে। কাজেই ও অমন অনেককিছু আসবে। আপনি আপনার মত লিখে যান।
  • sch | 55.251.235.21 | ১১ আগস্ট ২০১৬ ২১:০৩708407
  • না রঞ্জন-দা কোনো ডিস্ক্লেইমারের দরকার দেখি না। আপনি আপনার সত্যি অভিজ্ঞতা লিখেছেন - কিন্তু সেটা আপনার অভিজ্ঞতা আরেকজনের অন্য কিছু হতেই পারে। কাজেই কিসের ডিসক্লেইমার। আর যদি এই লেখা পড়ে কেউ ধারণা করে বিদ্যামন্দির আসলে সমকামীদের জায়গা, তাহলে সে তাই ভেবেই থাক। আর আপনি প্রথম নন - নরেন্দ্রপুরের অনেক এক্সের মুখে আমি মিশনের সম্বন্ধে তীব্র সমালোচনা শুনেছি। টো তাতে কি নরেন্দ্রপুর উঠে গেছে। সব সত্যিগুলোই থাক - যে যে ভাবে দেখবেন সেটা তার ব্যাপার।
  • avi | 125.187.32.81 | ১১ আগস্ট ২০১৬ ২২:৩০708408
  • মিশনে যদিও পড়ি নি ব্যক্তিগতভাবে, অনেকানেক মিশনের ছাত্রের সাথে ঘনিষ্ঠভাবে মিশেছি, মিশন নিয়ে কথাবার্তা হয়েছে, নরেন্দ্রপুরে একাধিকবার গিয়ে মহারাজদের সাথে কথা বলে, এবং বইপত্র পড়ে কখনোই মনে হয় নি কোনো ব্যক্তি বা সংগঠনকে মিশনের ইমেজ রক্ষার্থে সর্বদা সচেষ্ট থাকতে হবে। মিশন বা তার ছাত্রদের এই ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী লেগেছে। তাই "রঞ্জন দার লেখা পড়ে যার মিশনে পড়েন নি বা সে রকম যোগাযোগ নেই তারা এটাকেই ধ্রুব সত্যি বলে ধরে নেবেন।" - এই মন্তব্যে একমত হতে পারলাম না।
  • Atoz | 161.141.85.8 | ১১ আগস্ট ২০১৬ ২২:৫৬708409
  • এ গপ্পো পড়ে আমার মনে হয়েছে, ওরে বাবা, স্কুল না লালবাতি?
    ছাত্র শিক্ষক দাদা ভাই অমুক তমুক সবাই সর্বদা উত্তাল পেরেম আর পীরিত ছাড়া আর কিছুই করছে না, সব ফোকাস পেরেমে পীরিতে! এ আজ ওর ইয়ে টিপে ধরে তো কাল ও তার মশারির মধ্যে ঢোকে! এ আজ সড়াৎ করে পিছলে পড়ে তো ও কাল কেতরে পড়ে কার বিছানায়!

    পড়াশোনা করে কখন এরা?

    মিশন তো দূর কি বাত, এমনি কোনো আবাসিক স্কুলের হোস্টেলেও যদি এই উদ্দাম বৃন্দাবনলীলা চলতে থাকে, তো দুদিনে লাটে উঠবে।
  • Ranjan Roy | ১১ আগস্ট ২০১৬ ২৩:০১708410
  • দ্বিতীয় ভাগ পড়ুন, উত্তর পেয়ে যাবেন।

    অ্যাপোলোনিয়স থিওরেম ও অংক নিয়ে রাতজাগা চোখে পড়ল না?
  • Atoz | 161.141.85.8 | ১১ আগস্ট ২০১৬ ২৩:০২708411
  • ওসব তো জাস্ট সাইডলাইনের ভুট্টাভাজা!
  • Ranjan Roy | ১১ আগস্ট ২০১৬ ২৩:০৭708412
  • অবশ্যই সাইডলাইনের ভুট্টাভাজা,ঃ))

    এই লেখাটার মেইনলাইনটাই তো আলাদা। আর লেখাটা শুরুই হয়েছে সন্ধ্যের টিউটোরিয়ল থেকে। সকালের টিউটোরিয়লের বর্ণনা (মাস্টারমশাই ভব রায়) বা রেফারেন্স ও আছে। বাকি ক্রমশঃ প্রকাশ্য।
    এছাড়া আছে আমার লেখনীর অক্ষমতা।
    তবে যে শক আপনি পেয়েচেন আমিও তো দুবছর যেতেই সেটাই ফিল করেছিলাম। এতটাই যে সংকোচ কাটিয়ে বাবাকে চিঠি লিখে কম্প্লেন করেছিলাম। যাকগে, সেসব লেখার মাধ্যমে ঠিক সময়ে উঠে আসবে, এখন স্থায়ী ভাবে দাঁড়ি টানলাম।
  • Atoz | 161.141.85.8 | ১১ আগস্ট ২০১৬ ২৩:০৮708413
  • নিজেই একবার গপ্পোটা পড়ে দেখুন না, আদৌ এটা স্কুল বলে মনে হচ্ছে কি?
    পুরো নব-বৃন্দাবন।
  • sinfaut | 11.23.149.15 | ১১ আগস্ট ২০১৬ ২৩:২৭708414
  • আজ প্রথম পড়লাম আর পুরোটা পড়লাম। রঞ্জনদা কে একটাই অনুরোধ, কাইন্ডলি উত্তর প্রত্যুত্তরে জড়াবেননা, লেখা ঘেঁটে যাবে। আর এও বলি আমার মোটেই অস্বাভাবিক কিছু বা বৃন্দাবন এ সবসময় লীলা চলছে এসব কিছু মনে হচ্ছেনা পড়ে।
  • Bratin | 233.191.32.164 | ১১ আগস্ট ২০১৬ ২৩:৫২708416
  • বেশ।

    ঃ))))))))
  • Bratin | 233.191.32.164 | ১২ আগস্ট ২০১৬ ০০:০৭708417
  • আতোজ, তোমার
    লেখা টা বেশ পছন্দ হল

    সিরিয়াস ব্যাপার তাই অল্প স্মাইলি দিলাম ঃ))))))
  • Abhyu | 81.12.53.198 | ১২ আগস্ট ২০১৬ ০৬:২২708418
  • sch আর aviর পরপর কমেন্টগুলো পড়লাম। খুবই একমত। এ নতুন কিছু না। ভাল মন্দ নানা অভিজ্ঞতা লোকের থাকে, চান্স পেলে শেয়ারও করে। ব্যক্তিগত খার থাকলে বার বার বলতে বলতে গল্পগুলো একটু বদলেও যায়, এবং ভাইসি ভার্সা। সত্য ঘটনা অবলম্বনে গল্প উপন্যাসও হয়। আবার তেমন সিরিয়াস জিনিস হলে মানহানির মকদ্দমাও হয়। এই গুরুর টই বা ভবিষ্যতের বই নিয়ে আমার মনে হয় না কারো চিন্তিত হবার দরকার আছে :)

    রঞ্জনদার কাছ থেকে এরকম লেখাই আশা করি। লিখে যান।
  • d | 144.159.168.72 | ১২ আগস্ট ২০১৬ ০৯:৪৬708419
  • উফ রঞ্জনদাকে যে এই নিয়ে কতগুলো টইতে বললাম যে যেমন লিখছেন, লেখেন আপনি লিখতে থাকুন। জাস্টিফিকেশানের কোনো দরকার নেই। একেবারেই নেই।
  • dd | 116.51.31.184 | ১২ আগস্ট ২০১৬ ১০:১৪708420
  • তাও আমি অ্যাড করলাম।

    রঞ্জন তো প্রথমেই মুখবন্ধেই লিখেছে যে "এটি একটি ব্যতিক্রমী ভালোবাসার" কহানী। তাহলে কি করে দাবী করা হয় যে একটি নিটোল শিক্ষামূলক এবং নিরপেক্ষ প্রবন্ধ হয় নি কেনো? নামকরন থেকে ভূমিকা - সবেতেই এটাই পরিষ্কার এটি সমকামী প্রেমের কথা। খামোখা পড়াশুনা ইত্যাদি নিয়ে পরিসংখ্যন থাকবেই বা কেনো?

    পাঠপ্রতিক্রিয়া তো পাঠকের অধিকার। কিন্তু সেখানেও একটা একটু ভাবনা চিন্তার প্রয়োজন দরকার।

    রঞ্জন - চালিয়ে যাও।
  • Abhyu | 208.137.20.25 | ১২ আগস্ট ২০১৬ ১০:৩৯708421
  • বেসিক্যালি এখানে লোকে জানে লেখকের মিশনের সাথে যোগ কেমন এবং উনি মিশন মহারাজ ইত্যাদি নিয়ে লিখছেন এবং মোটামুটি "সত্যাশ্রয়ী রচনা" এই ফ্লেভারটা দিয়ে যাওয়া হচ্ছে। তাতে মিশনের শিক্ষা যাদের সাথে আছে তারা কেউ কেউ একটু বিচলিত হয়ে পড়ছে এই আর কি। তা মিশন কিছু জগদীশ গুপ্ত নয় আর রঞ্জনদাও কিছু রবীন্দ্রনাথ নন। লিখতে ইচ্ছে করছে লিখছেন, লোকের প্রশংসাও পাচ্ছেন, লিখে যান। ফেলুদাও লালমোহন গাঙ্গুলীর লেখার প্রশংসা করত। স্টাইলটাই আসল। লেখা থামাবেন না।
  • d | 125.117.229.119 | ১২ আগস্ট ২০১৬ ১১:০৫708422
  • কে যে কি আর কে যে কি নয় তা কি আর অতই সহজে বলা যায়!
    ট্যানের সাথে মিশনের শিক্ষা নাই। তবে ট্যান একটু সেক্সের গন্ধ পেলেই চটে যায়। শঙ্খিনী আর Y2Kর টই দ্রষ্টব্য।

    মোদ্দাকথা রঞ্জনদার কাজ শেষ হলেই লিখতে শুরু করুন।
  • Santanu | 119.177.162.207 | ১২ আগস্ট ২০১৬ ১১:৫২708423
  • "সত্যাশ্রয়ী রচনা" ফ্লেভারটা ই গোলমালের ঝাড়।

    "যোগানন্দধামে সন্ধ্যে বেলা আমাদের টিউটোরিয়াল" না হয়ে "যোগানন্দধামে সন্ধ্যে বেলা ছাত্রদের টিউটোরিয়াল" হলেই, মনে হতো, এতো নভেল লেখা হচ্ছে, সে তো গরু গাছে ও ওঠে।

    এখানে আরো একজন ও অসম্ভব ভালো লেখেন, কিন্তু ওই "সত্যাশ্রয়ী রচনা ফ্লেভার", পড়লেই মনে হয় ঘনাদা টাইপ গুল

    আমাদের মিশন এ ভাত ডাল অল্প পচা মাছের সাথে তরকারি র বদলে মাঝে মাঝে আলু ভাতে দিত। (সত্যি এই ছিল খাবার, ওখান থেকে খড়্গপুর গিয়ে মনে হয়েছিল 5 ষ্টার হোটেল এ খাওয়া দাওয়া), তা মহারাজ এর কি খেয়াল হলো, ওটাকে আলু-উচ্ছে ভাতে করে দিলেন। আমরা গিয়ে প্রশান্ত মহারাজ কে বলেছিলাম, উচ্ছে গুঁজে দিয়ে আলু ভাতের পিন্ডি না চটকাতে, আলুভাতে ভাত টা শান্তিতে খেতে দিন।

    তাই এই তা লেখার পর কারুর যদি কোনো মিশন এ চাড্ডি ভালো মন্দ খাবার এক্সপেরিয়েন্স থাকে, সে ভাববে আমি কুচ্ছো করছি।
  • | 213.132.214.88 | ১২ আগস্ট ২০১৬ ১২:১৮708424
  • একদম স্পট অন শান্তনু দা।ঃ)))

    ১। অভ্যু যে লিখেছে সেই খান থেকে কোট করি

    "ব্যক্তিগত খার থাকলে বার বার বলতে বলতে গল্পগুলো একটু বদলেও যায়, এবং ভাইসি ভার্সা।" জাস্ট এই টুকু।

    বুদ্ধিমান লোগে কে লিয়ে ঈশারা ই কাফি হায়।

    ২। ডিডি লিখেছেন "পাঠপ্রতিক্রিয়া তো পাঠকের অধিকার। কিন্তু সেখানেও একটা একটু ভাবনা চিন্তার প্রয়োজন দরকার।"। ১০০% একমত।

    নিশ্চয়ই তার সাথে সাথে যিনি লিখছেন তাঁকে ও "কী লিখছেন" সেই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে"। নাহলে পাঠক র "রিকায়শন" ও "তেমন" হতে পারে।

    আপাততঃ এই।
  • d | 144.159.168.72 | ১২ আগস্ট ২০১৬ ১২:২২708425
  • শান্তনু,
    এখানে 'আমরা' মানে প্রদ্যুম্ন যে উত্তমপুরুষে লিখছে সে ও তার বন্ধুরা। এটাতে অসুবিধে কোথায় হচ্ছে?
  • santanu | 119.177.162.207 | ১২ আগস্ট ২০১৬ ১২:৩৮708427
  • তাই তো, এ ও তো গল্প লেখার এক স্টাইল।

    বার বার ওই রঞ্জন-দা, নিজের অভিজ্ঞ্তা, ডিসক্লেইমার ইত্যাদি তে একটু কনফিউস হয়ে গেসলাম,

    যাকগে ছাড়ান দাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন