এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পায়ের তলায় সর্ষে : বৃষ্টিমুখর সন্ধ্যা (রায়), নীল পাখি, ও থংস ওরফে আপার পেনিনসুলা

    Tim
    অন্যান্য | ০৬ জুন ২০১৬ | ১৩২৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 81.12.145.195 | ০৯ জুন ২০১৬ ১৬:৪৫709822
  • চুঞ্চুর কেসটা জানতে হলে পুরোনো ভাট দ্রঃ
    ডিঃ খুব বেশি দিনের পুরোনো নয় - মাস খানেক হবে
  • sosen | 184.64.4.97 | ০৯ জুন ২০১৬ ১৮:৩৪709823
  • ওরে বাবা, গোটা ভাট এখানে!
    থাই নহে নহে, থংস!
  • :/ | 186.126.252.12 | ০৯ জুন ২০১৬ ১৮:৪৬709824
  • আচ্ছা বাবা রামদেব লুঙ্গি পরেন কেন? বেদে কী লুঙ্গি আছে?
  • এদিকে আমার | 68.162.232.45 | ০৯ জুন ২০১৬ ১৮:৪৭709825
  • সারা দিনরাত অস্ট্রেলিয়ান থাই দেখে দেখে মাথা বনবন করে ঘুরছে, আপনারা এখনও অপরিণত থাই নিয়ে পড়ে আছেন?

    অস্ট্রেলিয়াতে বোধ হয় মেয়েদের জাতীয় পোশাক হটপ্যান্ট। ;)
  • bhagidaar | 34.49.119.28 | ০৯ জুন ২০১৬ ১৮:৪৮709826
  • দেবব্রত বাবু লিংগুলোর জন্য ধন্যবাদ। পড়বো কখনো সময় করে।
  • কারণ লুঙ্গি পড়লে | 213.99.211.81 | ০৯ জুন ২০১৬ ১৮:৫০709827
  • কারণ লুঙ্গি পড়লে "জিনিস" টি খুব আরামে থাকে। ( আলো বাতাস যুক্ত!!)
  • bhagidaar | 34.49.119.28 | ০৯ জুন ২০১৬ ১৮:৫১709828
  • সেকি সেখানে তো শীতকাল! তাইলে গরমকালে কি আরো ক্ষুদ্র কিছু পরে?
  • bhagidaar | 34.49.119.28 | ০৯ জুন ২০১৬ ১৮:৫২709829
  • *পড়ে
  • sosen | 184.64.4.97 | ০৯ জুন ২০১৬ ১৯:০৭709830
  • পরেটাই ঠিক বানাম। বই পড়ে, কাপড় পরে, আগে পরে।

    ডিঃ দাম্পত্য আলাপ।
  • bhagiddar | 34.49.119.28 | ০৯ জুন ২০১৬ ১৯:২২709832
  • সেই তো! পরিধান থেকে এসেছে ভেবে লিখলাম। পরের জন এসে ঘেঁটে দিল!
  • dc | 132.174.90.241 | ০৯ জুন ২০১৬ ১৯:২৮709833
  • সাধারন্ত মেয়েরা থং পরে আর ছেলেরা থং পড়ে।
  • hu | 140.160.124.1 | ০৯ জুন ২০১৬ ১৯:২৮709834
  • ভাগীদারকে তুমুল হাত্তালি লম্বা পোস্ট করার জন্য। সন্ধ্যা রায়ের থংসের গল্প লেখার জন্যও আমি ভাগীদারকেই মনোনীত করলাম।

    টিম আর ঈশানদার ঝগড়াটা দাম্পত্যকলহের মত হচ্ছে। টিম যতই বলছে - আরে ওসব ভেবে লিখি নি, ততই ঈশানদা চেপে ধরছে - এ তো দিনের আলোর মত পরিস্কার, তোমার মনে এই ছিল। এটা আমিও করে থাকি ;-)
  • san | 11.39.35.249 | ০৯ জুন ২০১৬ ১৯:৩১709835
  • পুরো মিনিময় কাণ্ডে হুচির কমেন্ট টাই বেস্ট :-D
  • ঈশান | ০৯ জুন ২০১৬ ১৯:৩৩709836
  • অনেক পড়তে হবে। এক এক করে দেখছি। আপাতত দুটি মূল্যবান কমেন করি।

    ১। সোসেন বিপ্পালের টই সম্পর্কিত যে কমেনটি করেছে, সেটি দেখলাম। পড়ে মনে হল, সেটি আরেকটি খিল্লির ব্যর্থ চেষ্টা। লজিকালি দাঁড়ায়নি আর কি। কারণ বিপ্পালের লেখাটি আমার মোটের উপর ঠিকঠাকই লেগেছে।

    তো, এগুলো বিপ্পালের টইতেই লেখা যেত। কিন্তু ক্রস রেফারেন্স চলুক, রেফারেন্স যখন এসেছে, সেই নিয়েই আম্মো লিখব। বেড়ানোর টইতে এই নিয়েই আলোচনা হোক। তাই যখন চান। আমার আর কী।

    ২। ভাগীর ইনোসেন্স নিয়ে আমার কোনো সন্দেহ নাই। অনেকে রোজাভা পড়েননি, অনেকে পাখিট্টই পড়েননি, তাঁরা কোনো কানেকশনও খুঁজে পাননি, তাঁদের নিয়েও কোনো বক্তব্য নাই। কিন্তু যাঁরা ক্রস রেফারেন্স টেনেছেন, দেখা যাচ্ছে, টানবেন বলেই টেনেছেন বক্তব্যটা তাঁদের কমেন নিয়ে। দেখছি গতকালের 'রোজাভা কি দেবব্রতবাবুর কপিরাইট?' জাতীয় 'আমরা তো এমনি এমনি খাই' কমেন থেকে সরে গিয়ে কথাবার্তা 'খিল্লি কি করাই যাবেনা'? তে এসে ঠেকেছে। ইন্টারেস্টিং।
  • Tim | 108.228.61.183 | ০৯ জুন ২০১৬ ১৯:৩৫709837
  • হচ্ছে আবার কি, হয়ে গেছে, পাস্ট। ওফ টাইপে টাইপে হাতে খিল ধরে গেছিলো।
    এবার ভাগী লিখবে খালি।লেখো তো ভাগী। ভালো হচ্চে।
  • | ০৯ জুন ২০১৬ ১৯:৩৭709838
  • huchi , :-))))))))))))
  • kc | 198.71.225.141 | ০৯ জুন ২০১৬ ১৯:৩৮709839
  • ওহে চুঞ্চুচতুষ্টয়, গল্পটা আগে বাড়াও না কেনে? ভ্যানতারা হয়েই চলছে যে!! বেশ জমছিল কিন্তু। খালিপিলি চুঞ্চুগিরিতে গপ্পটা হারিয়ে যেতে বসেছে। :-((
  • phutki | 212.142.90.6 | ০৯ জুন ২০১৬ ১৯:৪১709840
  • একেই কুমুদি বলে ক্যালরব্যালর। লেখাটা আর এগোচ্ছেই না।
  • Tim | 140.126.225.237 | ০৯ জুন ২০১৬ ২০:১৮709841
  • এইতো ভাগীর জন্য এগোচ্ছেনা। বাকি অংশ ওর লেখার কথা। বিশেষতঃ সন্ধ্যা রায়, থংস ইত্যাদি।
  • sosen | 176.137.139.78 | ০৯ জুন ২০১৬ ২০:২৬709844
  • না ভাগীর জন্য এগোচ্ছে না নয়, বেকার ক্যালোরব্যালোরে এগোচ্ছে না।
  • Tim | 140.126.225.237 | ০৯ জুন ২০১৬ ২০:৪৪709845
  • এটা তো চলমানের ভাটের বিবরণ, ক্যালোরব্যালোর তো হবেই। মিনিময় দরকার ছিলোনা, সে যাক। লেখা এগোক। আমার আপাতত দু এক কথার বেশি কিছু বলার নেই, লিখে দি।

    প্রথমতঃ, আমার ক্রস রেফারেন্সে মুগ্ধ হয়ে ভাগী আমারে অট্রেইন থেকে শিকাগো ফেরার পথে "হেবি বদ" বলেছে, ও আমার কান মুলে দেওয়াই নাকি উচিত সে কথাও (যা দমদি প্রমুখ মাঝে মধ্যেই বলে থাকে) অ্যাটেস্ট করেছে। যাবতীয় ঝড়ঝাপ্টা কিভাবে আমার ওপর দিয়েই যায় খেয়াল করবেন।

    সুপিরিয়রের ধারে ধারে যে রক ফর্মেশন দেখাতে নিয়ে যায় নৌকো করে, তার ছবি সূর্যাস্তের সময় সবথেকে ভালো ওঠার কথা। ওখানে নানারকম রং হয়েছে বহু বছরের জিওলজিকাল কারনে ( বেসিকালি কাঁচা জিওলজি বা কাঁজি বলতে পারেন)। কিছু আর্চ, কিছু কোটর খুবই নাটকীয়। ঐ এলাকায় বল্ড ঈগলের বাসা আছে। গ্লাসবটম টুরের সময় একটা ছানা আকাশে উড়ছিলো। পরে সানসেট টুরের সময়ও দেখলাম একপাল সীগালের মধ্যে দিয়ে তীরবেগে দুটো ঈগল উড়ে গেল। একটা পাথরের কোটরে সীগালের বাসা, সেখানে ছানারা যাদের ডানা গজায়নি, তারা বসে আছে। জায়গাটা খুবই দূর্গম স্থলপথে, তবে নৌকো থেকে দেখা গেল। জলের রং খুবই পাল্টায় সুপিরিয়রে, যদি আকাশ পরিষ্কার থাকে। তার ব্যাকড্রপে ঐ রক ফর্মেশন খুবই ভালো লাগে।
  • sosen | 177.96.49.239 | ০৯ জুন ২০১৬ ২১:০৩709846
  • মোটেই না, তিমি খুবি ভালো ছেলে। এবম খুবি ভালো ড্রাইভার। ওকে শুধু একটু ভালো করে খাওয়াতে হবে, খাওয়া দাওয়ায় কোনো মন নেই। আমি কান মলার প্রস্তাবে প্রচুর আপত্তি জানাচ্ছি।
  • Tim | 140.126.225.237 | ০৯ জুন ২০১৬ ২১:০৯709847
  • আমি তো খুবই খাদ্যবিলাসী। শুধু ঘুত্তে গিয়ে খাওয়া নিয়ে ইসে দেখলে আমার সয়না। তা সে আমার মজ্জায় আছে।
  • hu | 140.160.124.1 | ০৯ জুন ২০১৬ ২১:১১709848
  • টিম যে রক ফর্মেশনের কথা লিখেছে তার পোষাকী নাম পিকচার্ড রক। হাইক করতে না চাইলে বোট ট্যুরই একমাত্র উপায়। ওদের ওয়েবসাইট হল
    http://www.picturedrocks.com/

    আমরা সানসেট ক্রুজ নিয়েছিলাম। সন্ধ্যে সাতটায় ছাড়ল। ফিরল ন'টা চল্লিশে। সূর্যাস্ত হল সওয়া ন'টা নাগাদ। সুপিরিয়রের জল খুব ঠান্ডা। সকলেই ঠান্ডায় অল্প বিস্তর কষ্ট পেয়েছে। তবে রক ফর্মেশন এত সুন্দর যে সব কষ্ট পুষিয়ে গেছে আশা করি। অনেক ছবি তোলা হয়েছে। সেসব দেখার জন্য আমিও অধীর আগ্রহে বসে আছি। আমরা যেখানে বসেছিলাম তার কাছেই এক ভদ্রমহিলা বসেছিলেন যিনি ন্যশানাল পার্ক সার্ভিসে কাজ করেন। ওনার কথা টুকটাক কানে আসছিল। এইখানে একজায়গায় নাকি নীল বরফ হয়। শীতকালে উনি ছবি তুলতে এসেছিলেন। পিকচার্ড রকের গিফট স্টোরে সেইসব ছবিও দেখলাম। জানি না নিজের চোখে কখনও দেখা হবে কিনা। এইসব জায়গা মেরুজ্যোতি দেখার জন্যও খুব উপযুক্ত। আলাস্কা থেকে ঘুরে আসার পর আমি ফেসবুকে অরোরা বোরিয়ালিস নোটিফিকেশন পেজের মেম্বার হয়েছি। মাঝে মাঝেই দেখি লেক সুপিরিয়রের ধারে অরোরা দেখার ছবি পোস্ট হচ্ছে। তাই শুধু ফল কালার নয়, অক্টোবর মাসে এখানে আসলে অরোরা বোরিয়ালিসেরও দেখা মিলতে পারে। প্রসঙ্গত, আলাস্কায় অরোরা দেখার বেস্ট টাইম হল সেপ্টেম্বর থেকে এপ্রিল। তবে লম্বা রাত না হলে চান্স কম। আপার মিশিগানে সেপ্টেম্বরের শেষ থেকেই দিন ছোট হতে থাকে। তাই মনে হচ্ছে অক্টোবরে দেখা যেতেও পারে।
  • I | 37.63.128.66 | ১০ জুন ২০১৬ ০০:০১709849
  • ঘেটেই যখন গেছে, আরেকটু ঘেটে দিয়ে যাই (আমার কিবোর্ডে চন্দ্রবিন্দু আসছে না)। বল্ড ঈগলের কথায় মনে হল। আইল অফ স্কাই -এর ঈসডেল থেকে একটি মেরিন-ওয়াইল্ড লাইফ ট্যুরে গিয়েছিলাম বোটে করে। আমাদের গাইড ছিল জিলিয়ান বলে একটি মিষ্টিমত ছোটোখাটো মার্কিন মেয়ে। সে ক্যালিফোর্নিয়ায় থাকত, বছর কয়েক আগে আইল অফ স্কাই বেড়াতে এসে জায়গাটা এত ভালো লেগে যায়, সেখানেই সেটল করে। এখন এইসব করছে।
    যাগ্গে, মোদ্দাকথা হল, জিলিয়ান দূর থেকে দেখিয়েছিল হোয়াইট টেলড ঈগলের বাসা। আটলান্টিকের মধ্যে একটা ছোট্টোখাট্টো দ্বীপে বিশাল এক পাইন গাছের মাথায় মা-পাখী বাসাটিকে পাহারা দিচ্ছে। আর দূরে টিলার মাথায় শিল্যুয়েটের মত রেড ডিয়ারের দল অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। হোয়াইট টেলড ঈগল নাকি পৃথিবীর তৃতীয় বৃহত্তম ঈগল। বলল, ডানার স্প্যান আমাদের বোটের চওড়ার থেকে বেশী। আমরা দেখলাম বাইনোকুলার/ টেলি-লেন্সের মধ্য দিয়ে(যার কাছে যা ছিল) -এইটুকু পুচকি মত লাগলো।

    হায়, ছবি নাই ! মেম চোরে চুরি করে নিয়ে গেছে ক্যামেরাসমেত। যদি অন্ততঃ ছবিগুলো ফেরত পাঠাত !

    নাও, এবার তোমরা বলো। মন দিয়ে শুনছি।
  • Arpan | 24.195.230.240 | ১০ জুন ২০১৬ ০০:১৩709850
  • ডাগদার!

    কোথায় কোথায় ঘুরলে লেখো অন্তত। সর্ষে আসতে তো সময় নেবে।
  • sosen | 177.96.49.239 | ১০ জুন ২০১৬ ০০:১৪709851
  • ক্যামেরার ব্যাপারে খুবই দুখী হয়েছি ইন্দোদাদা।
    এখানে ঈগল কিন্তু বেশ কাছে ছিল। আমি আর ভাগী বোটের পিছন দিকে বসেছিলাম, চারদিক খোলা ছিল। আমরা দু বার ডানা ছড়িয়ে উড়ে যেতে দেখলাম। আমার কাছে ক্যামেরা ছিলনা ভাগী ধরতে পেরেছে কিনা জানিনা।
  • I | 37.63.128.66 | ১০ জুন ২০১৬ ০০:২১709852
  • দুখী হবি না কিরে বেটী, হতেই হবে। আমার ক্যামেরা, তাও আমি পর্যন্ত খুব দুখী হয়েছি। যদিও লোকে বলে আমার জিনিষপত্তরের মায়া নেই। অত্ত দামী ক্যামেরা-লেন্স আবার কবে কিনতে পারবো জানি না। আমার ওয়াইল্ড লাইফের সম্বল।

    তবে একটা কথা না বলে পাত্তেছি না, নীল পাখীর গান অতি অখদ্যে। ঝা.. জ্বলে যায়(আমার কিন্তু চন্দ্রবিন্দু নাই!)

    আর, বল্ড ঈগলের ছবি না হলে খেলব না। টিমি কী কত্তেছিল, টিমি? ক্যামেরামানুষ?
  • I | 37.63.128.66 | ১০ জুন ২০১৬ ০০:২৫709853
  • হোয়াইট টেলড ঈগল বল্ড ঈগলের খুব ক্লোজ কাজিন।
  • sosen | 177.96.57.191 | ১০ জুন ২০১৬ ০০:৩৩709855
  • যা বলেছ। তাও তো সারাদিন তোমারে ঐ গান শুনতে হচ্ছে না আমার মতো। বড়েশরে পেটাও
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন