এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অনুকুল চা্ড্ডি শীর্ষেন্দু ও তার ভাব বিগলিত ক্যালানো কথামালা

    বিশ্লেষন করুন
    অন্যান্য | ২৮ আগস্ট ২০১৬ | ১৪২৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • লিং | 103.115.95.202 | ৩০ আগস্ট ২০১৬ ১০:০২718601
  • 'আমার ঠাকুর' এর লিঙ দেন।
  • d | 144.159.168.72 | ৩০ আগস্ট ২০১৬ ১০:০৩718602
  • কিন্তু যিনি টই খুলেছেন ও নিজের বক্তব্য ছাড়াই আবাপ কপি পেস্ট মেরেছেন তা` ত্যানার বক্তব্য কি কিছু জানা গেল? না জানা গেলে এতোজ বা সমমনোভাবাপন্ন অন্যদের ভার্চুয়ালি ঠেঙিয়ে কিসু লাভ নাই। তারা কেউ টইটা খোলে নি। যে খুলেছে তারই নিজের বক্তব্য ডিফেন্ড করার কথা।
  • অমল | 119.236.90.209 | ৩০ আগস্ট ২০১৬ ১০:০৪718603
  • টইওয়ালা, ও টইওয়ালা -
  • Ekak | 53.224.129.42 | ৩০ আগস্ট ২০১৬ ১০:০৬718604
  • প্রশ্ন টা পোষানো নিয়ে নয় । যারা মাছের ঝোলে ধনেপাতা খায়না তাদের ধরে হচ্ছেনা । যারা কাল খেত আজ কেন মুখ ব্যাংকাচ্ছে সেটা বোঝার চেষ্টা । বা আরও গভীর-এ যাওয়ার ইচ্ছে থাকলে সাহিত্যপাঠ ঠিক "পোষানোর " মতো ধনেপাতাসরল ব্যাপার ও না ।
  • তাই নাকি? | 119.236.90.209 | ৩০ আগস্ট ২০১৬ ১০:১৩718605
  • কাল খেত ? কেউ কেউ তো জানিয়েছেন বরাবরই খাজা লাগে ।
    তা দীর্ঘদিন ধরে লিখে চললে অনেকেই একঘেয়ে হয়ে পড়তে পারেন । নভেলটি থাকে না । আরেকটা উজান কি সম্ভব ? অপরাজিত ভাল লাগলে কাঞ্চনজঙ্ঘাও লাগবে এমন গ্যারান্টি কে দেয় ?
  • পুনশ্চ | 119.236.90.209 | ৩০ আগস্ট ২০১৬ ১০:১৭718606
  • ছোটবেলায় স্বপনকুমার রুদ্ধশ্বাসে পড়তাম বলে এখনো তা হবে কিনা তাই বা কে জানে ?
  • dc | 181.60.197.86 | ৩০ আগস্ট ২০১৬ ১০:২৩718607
  • শীর্ষেন্দুর কিছু লেখা পড়েছি, কিছু পড়িনি। কিছু লেখা পড়তে খুব ভাল্লেগেছে, এখনো মাঝে মাঝে পড়ি, কিছু লেখা তেমন ভাল্লাগেনি, মাঝপথে থেমে গেছি। যেগুলো ভাল্লেগেছে সেগুলো "ছোটদের গল্প", যেগুলো ভাল্লাগেনি সেগুলো "বড়োদের গল্প" (যদিও ছোটদের বা বড়দের গল্প আলাদা কেন করে বুঝিনা, আমি তো যেকোন গল্পই গল্প হিসেবেই পড়ি)। ঈশান যেটা বল্লেন, শীর্ষেন্দু নিজে ভুত বিশ্বাস করতেন বলেই ওরকম ভালো ভুতের গল্প লিখতে পারতেন - এটা ঠিক কিনা জানিনা, কিন্তু তাহলে বলতে হয় শুধু ভুত না, উনি খানিকটা সারিয়ালিজমেও বিশ্বাস করতেন। ওনার সেরা গল্প যেগুলো মনে হয়, সেগুলোতে একটা অদ্ভুত সারিয়ালিজম আছে। তবে কিনা যেহেতু সেগুলো "ছোটদের" জন্য লেখা তাই সেগুলোতে জাত-পাত-বিয়ে ইত্যাদি সেরকমভাবে নেই ঃ) তবে আমার মনে হয় শীর্ষেন্দুবাবুর সারিয়ালিজম টলকিয়েনের মতো না, বরং সি এস লুইসের সাথে বেশী মিল আছে। মানে উনি ঠিক "হাই ফ্যান্টাসি" লিখতে চান নি, বরং লুইস যেমন খুব সাধারন চারপাশের জিনিস থেকে শুরু করে হোয়াইট উইচে পৌঁছে যেতেন শীর্ষেন্দুও কিছুটা সেরকম।
  • Ekak | 53.224.129.42 | ৩০ আগস্ট ২০১৬ ১০:২৫718608
  • না , ছোটোব্যালায় স্বপ্নকুমার পড়তুম এখন আমেরিকান পাল্প ফিকশন পড়ি কারণ অনেক বেটার লেখা । হঠাৎ করে তিনহাটে গুলি চালানো অবাস্তব মনে হয়েছে বলে পড়া ছেড়েছি এমন না । কোনো রিপালশন নেই । জাস্ট বেটার অল্টারনেটিভ শিফট করে গেছি সময়ের সঙ্গে ।
  • dc | 181.60.197.86 | ৩০ আগস্ট ২০১৬ ১০:২৬718609
  • ডিঃ ওনার প্রথমদিকের কিছু "ছোটদের গল্প"র কথা লিখলাম। পরের দিকে রিপিট করে করে বোর করে দিয়েছেন।
  • kc | 204.126.37.130 | ৩০ আগস্ট ২০১৬ ১০:৩৬718611
  • বইটার নাম আমার ঠাকুর না। 'কাছের ঠাকুর'।
  • sch | 132.160.114.140 | ৩০ আগস্ট ২০১৬ ১০:৫৬718612
  • T - আমি শির্ষেন্দুর "আমার ঠাকুর" মার্কা বই পড়তে একদম আগ্রহীই না। একজন মানুষ তার ব্যক্তিগত ধর্ম বিশ্বাস নিয়ে লিখতেই পারেন - আমি বা আপনিও লিখতে পারি - আমরা লিখলে ছাপবে না - উনি একজন প্রতিষ্ঠিত লেখক বলে ছেপেছে। ওটা তার ব্যক্তিগত ধর্মবিশ্বাসের দকুমেন্টেশান - কোনো সাহিত্য সৃষ্টি না। কাজেই ওটাতে উনি যত বালই ছিঁড়ুন - কিচ্ছু আসে যায় না।
    প্রশ্ন ছিল ঊনি সাহিত্যে এগুলো ঢুকিয়েছেন কি না - যা যা উত্তর/উদাহরণ পেয়েছি তাতে নিজের ধারণাগুলো ভালোই ভ্যালিডেত করে নিয়েছি। পার্থিব সফট কপি নামিয়ে আরেক বার পড়লাম এবং বুঝলাম উনচল্লিশ বার পড়ে যা বুঝেছিলাম চল্লিশতম বারেও তাই-ই বুঝতে পারছি। কাজেই কোনো সমস্যা নেই আমার কাছে। সফট কপি টা .pdf ফর্মে থাকলে লাইন তুলে আর্গুমেন্ট করতাম - কিন্তু স্ক্যানড ফাইল - ছবি করে বা টাইপ করে এখানে দেওয়ার ইচ্ছে হচ্ছে না -
    যাক গে। যার যা ভাবনা - নীল চশমা চোখে পড়ে দেখলে সবই ব্লু ফিল্ম মনে হতে পারে - সে তক্ক বাড়িয়ে লাভ নেই।
  • Bratin | 11.39.56.133 | ৩০ আগস্ট ২০১৬ ১১:০১718613
  • বেসিক প্রশ্ন একজন লেখকের সমস্ত লেখা কি মাস্টারপিস হওতা সম্ভব?
  • dc | 120.227.229.75 | ৩০ আগস্ট ২০১৬ ১১:০৩718614
  • না মনে হয়। পাঠকের দায়িত্ব ভালো-মন্দ বেছে পড়ার। তাছাড়া কোন পাঠকের কোন গল্পটা ভাল্লাগলো সেটাও বেশ সাবজেক্টিভ।
  • Bratin | 11.39.56.133 | ৩০ আগস্ট ২০১৬ ১১:০৮718615
  • একদম।

    সুনীল তো অনেক ভুলভাল লিখেছেন। রবীব্দ্রনাথ ও

    কাজেই শীর্ষেন্দু কে "দিশেস" প্রমাণিত করার জন্যে ওনার বাজে লেখা গুলো নিয়ে আলোচনা করা ঠিক নয়
  • Bratin | 11.39.56.133 | ৩০ আগস্ট ২০১৬ ১১:০৯718616
  • উফফ " দোষী "
  • রোবু | 213.132.214.87 | ৩০ আগস্ট ২০১৬ ১১:৩৩718617
  • ব্রতীনদা ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করা বন্ধ করলেই পারে। ইন্ডাকশন হচ্ছে।
    এটা বানান ভুল প্রসঙ্গে বললাম না।
  • Bratin | 11.39.57.194 | ৩০ আগস্ট ২০১৬ ১২:৩১718618
  • রোবু আমি তো ক্রোম থেকে লিখি।

    এটা সেলের অটো কারেক্ট মনে হচ্ছে
  • Robu | 11.39.36.127 | ৩০ আগস্ট ২০১৬ ১২:৩৮718619
  • বানান ভুল বা অটো-কারেক্ট নিয়ে কথা হচ্ছে না।
  • Bratin | 11.39.57.194 | ৩০ আগস্ট ২০১৬ ১২:৫০718620
  • তাহলে?

    ইন্ডাকসন বোলে তো?
  • umesh | 72.254.195.217 | ৩০ আগস্ট ২০১৬ ১৩:১৬718623
  • শীর্ষেন্দু আমার খুবই প্রিয় লেখকদের একজন।
    এতো সুন্দর সহজ ভাষায় গল্প লেখেন, পড়তে বেশ ভালো লাগে।
    অনেকটা হুমায়ুন আহমেদ এর মতো।

    উনি যে অনুকুল ভক্ত আর গোড়া হিন্দু সেটা কিছু গল্পে বেশ মালুম পরে। উনি সেটা সরাসরি অনেক জায়্গাতে স্বীকার করেছেন। কারো অসুবিধা হলে ঐ সব একটু বাদ দিয়ে পড়লেই পারে।

    লেখক হিসাবে উনি যে সেরাদের একজন কোনো সন্দেহ নেই।
    আরো চাড্ডি বলে বই পড়বো না বললে তো শরদিন্দু পড়া ছেড়ে দিতে হবে। সেটা কি সম্ভব?
  • sch | 132.160.114.140 | ৩০ আগস্ট ২০১৬ ১৩:২৯718624
  • মোক্ষম কথাটা কুলদা বাবু বলে দিয়েছেন ওনার শহীদ কাদরি নিয়ে লেখাটাতে

    "কবিদের সঙ্গে খুব বেশি দেখা করতে নেই।"

    লেখক শীর্ষেন্দু নিয়েই আমরা সীমাবদ্ধ থাকি - ব্যক্তি শীর্ষেন্দু নিজের মতো থাকুন
  • ছ্যা ছ্যা | 72.149.25.15 | ৩০ আগস্ট ২০১৬ ১৩:৪৯718625
  • “মেয়েদের সম্বল জীবনের যত সব খুঁটিনাটি, সেই বোঝা দিয়ে তোমাদের মতো পুরুষের জীবনকেও চাপা দিতে ভয় পায় না এমন মেয়ে হয়তো আছে; তারা ট্যাজেডি ঘটিয়েছে কত আমি তা জানি। চোখের সামনে দেখছি লতার জালে বনস্পতিকে বাড়তে দিল না; সেই মেয়েরা বুঝি মনে করে তাদের জড়িয়ে ধরাই যথেষ্ট।”

    “এলা, যে পায় সেই জানে যথেষ্ট কাকে বলে।”

    “নিজেকে ভোলাতে চাই নে, অন্তু। প্রকৃতি আমাদের আজন্ম অপমান করেছে। আমরা বায়োলজির সংকল্প বহন করে এসেছি জগতে। সঙ্গে সঙ্গে এনেছি জীবপ্রকৃতির নিজের জোগানো অস্ত্র ও মন্ত্র। সেগুলো ঠিকমতো ব্যবহার করতে জানলেই সস্তায় আমরা জিতে নিতে পারি আমাদের সিংহাসন। সাধনার ক্ষেত্রে পুরুষকে প্রমাণ করতে হয় তার শ্রেষ্ঠতা। সেই শ্রেষ্ঠতা যে কী, ভাগ্যক্রমে আমি তা জানবার সুযোগ পেয়েছি। পুরুষরা আমাদের চেয়ে অনেক বড়ো।”

    “মাথায় বড়ো।”

    “হাঁ মাথায় বড়োই তো। প্রকৃতিকে অতিক্রম করে বড়ো হবার তোরণদ্বার সেই মাথায়। আমার বুদ্ধিসুদ্ধি যথেষ্ট থাক্‌ না-থাক্‌ আমি নম্র হয়ে নিজেকে নিবেদন করতে পেরেছি সেই উপরের দিকে চেয়ে।”

    “কোনো নীচ উৎপাত করে নি?”

    “করেছে। আমাদের টানে যারা নেমে আসে বায়োলজির নিচের তলায়, তারা বিশ্রী হয়ে বিগড়ে যায়। ব্যক্তিগত বিশেষ ইচ্ছে বা প্রয়োজন না থাকলেও নিচে টেনে আনবার একটা সাধারণ ষড়যন্ত্রে আমরা সমস্ত মেয়ে এক হয়ে যোগ দিয়েছি, সাজে সজ্জায় হাবেভাবে বানানো কথায়।”

    ....

    “সৃষ্টিকর্তাকেই দোষ দেব অন্তু। লড়াই করবার শক্তি কেন দেন নি মেয়েদের? বঞ্চনা করে কেন তাদের আপনাকে বাঁচাতে হয়? পৃথিবীতে সব-চেয়ে জঘন্য যে স্পাইয়ের ব্যবসা সেই ব্যবসাতে মেয়েদের নৈপুণ্য পুরুষের চেয়ে বেশি এ-কথা যখন বইয়ে পড়লুম তখন বিধাতার পায়ে মাথা ঠুকে বলেছি সাতজন্মে যেন মেয়ে হয়ে না জন্মাই। আমি মেয়ের চোখে দেখেছি পুরুষকে, তাই সব কাটিয়ে তাদের ভালোকে দেখতে পেয়েছি, তাদের বড়োকে। যখন দেশের কথা ভাবি তখন সেই সব সোনার টুকরো ছেলেদের কথাই ভাবি, আমার দেশ তারাই। তারা ভুল যদি করে, খুব বড়ো করেই ভুল করে। আমার বুক ফেটে যায় যখন ভাবি আপন ঘরে এরা জায়গা পেল না। আমি ওদেরই মা, ওদেরই বোন, ওদেরই মেয়ে–এই কথা মনে করে বুক ভরে ওঠে আমার। নিজেকে সেবিকা বলতে ইংরেজি-পড়া মেয়েদের মুখে বাধে–কিন্তু আমার সমস্ত হৃদয় বলে ওঠে আমি সেবিকা তোমাদের সেবা করা আমার সার্থকতা। আমাদের ভালোবাসার চরম এই ভক্তিতে।”

    ....

    এলা অতীনের পা জড়িয়ে ধরে বললে, “আমি তোমার সেবিকা, তোমার চরণের সেবিকা, আমাকে ফেলে যেয়ো না, ফেলে যেয়ো না।”
  • umesh | 72.254.195.217 | ৩০ আগস্ট ২০১৬ ১৩:৫৫718626
  • জনপ্রিয় আর বহুল পাঠ্য লেখক দের মধ্যে সুনীল আর সত্যজিত বাদ দিলে বাকি সবার কিছু না কিছু চাড্ডিপনা আছেই। উচ্চবর্নের গুনগান, হিন্দু গুনগান, বিবেকানন্দ গুনগান, রাম্কেষ্ট গুনগান আরো কতো।

    তাই একা শীর্ষেন্দু কেন?

    অবশ্য খুব নতুন কিছু লেখক কে হিসাবে ধরিনি।
  • sinfaut | 11.39.84.204 | ৩০ আগস্ট ২০১৬ ১৩:৫৬718627
  • বায়োলজীর সংকল্প। আর বায়োলজীর নিচের তলায় বিশ্রী হয়ে বিগড়ে যায়। হ্যা হ্যা হ্যা হ্যা।
  • একক | 53.224.129.62 | ৩০ আগস্ট ২০১৬ ১৪:০২718628
  • আরে বাবা ওপরে কোট করা অংশগুলো যাঁদের মনের কথা তাঁদের তো এই লেখা ভালো লাগবেই । এটা যার যেমন মডেলে বিশ্বাস । ওই ইন্টারেস্ট গ্রুপের গপ্প আরকি ।
  • ranjan roy | 192.69.167.171 | ৩০ আগস্ট ২০১৬ ১৪:১০718629
  • বংকিমচন্দ্রের লেখায় মুসলমান বিদ্বেষ নিয়েও অনেক কথা হয়েছে।
    (আনন্দমঠ, দুর্গেশনন্দিনী ও সীতারাম)।
    সেগুলো মিথ্যে নয়, জজের বিচারে টিঁকবে। কিন্তু বঙ্কিমের সাহিত্যমূল্য কে অস্বীকার করবে?
    লক্ষণীয়, যে উপন্যাসগুলোতে উগ্র হিন্দুয়ানি কম সেগুলো বেটার।
    যেমন রাজসিংহ সীতারামের চেয়ে অনেক এগিয়ে।

    তেমনি শীর্ষেন্দুর মত শক্তিশালী লেখকের যত বয়স হয়েছে তত লেখার মান কমে অনুকূলপনা বেড়েছে।
    ঈশেনের ও ,a র পোস্টগুলো ভ্যালু অ্যাড করেছে।

    আমার অ্যাডমিনদের অনুরোধ গতবছর (নাকি এ বছরই) শিবাংশু গুরুর খেরোর খাতায় শীর্ষেন্দুকে নিয়ে এক্ঘর লেখা নামিয়ে ছিলেন। যদি সেই লিং এখানে তুলে দেওয়া হয় তো আলোচনা একটু এগোয়।
  • সব সমান | 72.210.129.246 | ৩০ আগস্ট ২০১৬ ১৪:৩৭718630
  • সত্যজিৎ তো মেয়েদের মানুষ বলেই মনে করতেন না । গল্প থেকে পুরোপুরি বাদ । অনেকটা ঐ ছোট ভক্ত গোছের প্রেজেন্স বড়জোর ।
    সুনীলের তো নাস্তিকতার গুণগান । ঐ চাড্ডিপনা চালিয়ে গেলেন সারাজীবন ।
  • avi | 125.187.32.69 | ৩০ আগস্ট ২০১৬ ১৪:৪৩718631
  • ইয়ে, কালিদাস আরো চাপের। বুঝিই না।
  • sch | 132.160.114.140 | ৩০ আগস্ট ২০১৬ ১৪:৪৮718632
  • একক - সেটা বোধহয় যারা ভালো লাগে বলতে চাইছেন তাদের কথা না - এই দু চার লাইনের চাদ্দিপানা হয়তো তাদের চোখেও পড়ে না
  • তাই তো | 103.115.95.202 | ৩০ আগস্ট ২০১৬ ১৫:০৫718634
  • একক তো সেটা আগেই বলে দিয়েছেন - " কিন্তু কারো লেখা অসাধারণ হলে পাঠক এতো জাত-বেজাত খোঁজে কিকরে ?"
    লেখা অসাধারণ হলে এগুলো খেয়ালই হবে না ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন