এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অনুকুল চা্ড্ডি শীর্ষেন্দু ও তার ভাব বিগলিত ক্যালানো কথামালা

    বিশ্লেষন করুন
    অন্যান্য | ২৮ আগস্ট ২০১৬ | ১৪২৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | 132.160.114.140 | ৩০ আগস্ট ২০১৬ ১৫:১৩718635
  • শহরের ক পার্সেন্ট আর ভাগাড় - কিন্তু শকুনের চোখ ত সেখানেই থাকে
  • রোবু | 213.132.214.87 | ৩০ আগস্ট ২০১৬ ১৫:১৫718636
  • দ্বিমত হতে নেই। বোঝা গেলো :-)
    বোঝাই ছিল যদিও।
  • রোবু | 213.132.214.87 | ৩০ আগস্ট ২০১৬ ১৫:১৭718637
  • এবং চার অধ্যায় পড়তে গিয়ে আমার একইরকম অসুবিধে হয়েছে। চার অধ্যায় মোটেও পোষায়নি।
  • চার অধ্যায় | 99.234.157.254 | ৩০ আগস্ট ২০১৬ ১৫:২১718638
  • প্রশ্ন টা পোষানো নিয়ে নয় । প্রশ্নটা হল রোবু মাছের ঝোলে ধনেপাতা খান কি না ।
  • রোবু | 213.132.214.84 | ৩০ আগস্ট ২০১৬ ১৫:২৩718639
  • ঐসব এককদার এনালজিও পোষায়না।
  • Ekak | 53.224.129.62 | ৩০ আগস্ট ২০১৬ ১৫:৩৩718640
  • আরে বলা যাবেনা তা নয় । আমি বলছি মাতিয়ে রাখার ব্যাপরটা । নেশার মতো । লেখকের কাজ তো মাতানো । ভুল ধরছে মানে নেশা জমেনি সেভাবে । নইলে ভুল পেলেও ভেবে নিতো নিজের ই ভুল । এটা লেখকের দুর্বল দিক । পাঠকের না ।
  • d | 144.159.168.72 | ৩০ আগস্ট ২০১৬ ১৫:৪০718641
  • রোবু, :-)))))
  • sch | 132.160.114.140 | ৩০ আগস্ট ২০১৬ ১৫:৪৫718642
  • একটা লিঙ্ক দিলাম - পড়ে দেখতে পারেন ইচ্ছে হলে
    http://imgur.com/a/kI5S2
  • sch | 192.71.182.106 | ৩০ আগস্ট ২০১৬ ১৫:৪৬718643
  • নাহ ওভাবে আসবে না - এইভাবে দেখি চেষ্টা করে

  • sch | 132.160.114.140 | ৩০ আগস্ট ২০১৬ ১৫:৫১718645


  • এবার দেখুন - এখানে এই বর্নাশ্রমটাকে আপনি যদি চাদ্দিপনা হিসেবে ধরেন - ঠিক আছে ধরতে পারেন - আমি তো খেয়ালও করব না। কারণ এটা একটা পাসিং রিমার্ক হিসেবে মনে হবে। কারণ এর আগে যখন গোটা প্রেম পর্বের বিন্যাস হয়েছে কোথাও দেখায় নি যে নায়ক নায়িকা ভাবছে যে কাস্ট মিলেছে তাই প্রেম করি। মানে সেই প্রসঙ্গই কোথাও আসে নি ।
    আমার তো বরং মনে হবে এই বর্ণাশ্রমটা একটু টানজেনশিয়ালি লেখা - কারণ আমি ব্যক্তি শীর্ষেন্দু সম্বন্ধে কোনোদিন মাথা ঘামাই নি
  • আঃ | 47.187.129.166 | ৩০ আগস্ট ২০১৬ ১৫:৫৫718646
  • ভালবাসা এক অনুশীলনসাপেক্ষ ব্যাপার - এই লাইনটা একেবারে কেটে বসে গিয়েছিল ।
  • san | 113.245.14.101 | ৩০ আগস্ট ২০১৬ ১৫:৫৯718647
  • পাঠক খামোখা নিজের ভুল ধরে নিতে যাবে কেন ? কারুবাসনা পড়ে কত জনতা বুঁদ হয়ে থাকে , ইন স্পাইট অফ মিসোজিনি এটসেটরা। ওটাকে তারা ইন স্পাইট অফ ই বলে। এবং এটা হানড্রেড পার্সেন্ট সত্যি কারুবাসনাকে গাল দিয়ে ওঠার ক্ষমতা আমার নাই। কিন্তু ভুল করে ভেবে ফেলেছি না বুলশিট। ঠিকাছে মিসোজিনি সত্ত্বেও কারুবাসনা থাকুক । সন্দীপন থাকুন। শীর্ষেন্দুর লেখায় বিষাদকে যাঁরা ছুঁতে পারবেন তাঁরা বলবেন রা-স্বা সহই উনি থাকুন , জাতপাত স্টিরিওটাইপিং এর পরেও থাকুন। ফাইন। কোনো সমস্যা নাই। খালি সত্ত্বেও টুকুকে সত্ত্বেও বলতে দিন :-) ইনভ্যালিডেট করে দেবার তো কিছু হয়নি।
  • রোবু | 213.132.214.84 | ৩০ আগস্ট ২০১৬ ১৬:০০718648
  • একদম।
  • sch | 132.160.114.140 | ৩০ আগস্ট ২০১৬ ১৬:১৯718649
  • পার্থিব আমার কাছে একটা ল্যান্ডমার্ক উপন্যাস নানা ব্যক্তিগত কারণে। কিন্তু সেই প্রসঙ্গে না গিয়েও - আমি জানি না কতজন বাঙ্গালী সাহিত্যিক এইভাবে ভেবেছেন -


    বিদেশী সাহিত্যে আমার বিচরণ খুব কম। হয়তো অনেক আছে -বাংলায় সেভাবে পাইনি

    আর san, টুকু কেন - কারো খারাপ লাগলে পড়বেন না - ইগনোর করবেন - কিন্তু শীর্ষেন্দু ছত্রে ছত্রে বর্ণাশ্রম প্রীচ করছেন। পার্থিব প্রসঙ্গে একটা লেখা পড়লাম এই টইতে - জাত মিলিয়ে জোড়ায় জোড়ায় প্রেম। একটাই তো সেভাবে প্রেম রয়েছে- তাও সেটা সাইডলাইন। কিন্তু সেই প্রেমকে ছাপিয়ে আরো অনেক কিছু বেশী পাওনা এই লেখা থেকে - পরিবেশের কথা - পৃথিবীকে ভালোবাসার কথা কটা বাংলা উপন্যাসে এতো সোচ্চারভাবে এসেছে জানি না।

    যে পাঠক যে ভাবে পড়বেন

    নবারুণকে খিস্তি সম্রাট বললে কি তার মূল্যায়ন হবে - কেউ ওই খিস্তিটুকু অতিক্রম করতে না পারলে বাকি টা পেলেন না - এখানেও তাই
  • san | 113.245.14.101 | ৩০ আগস্ট ২০১৬ ১৬:২৯718650
  • শ্চ কে। টি কেও। বর্ণাশ্রমের উল্লেখ টা পয়েন্ট না। আপনি এবং অন্যান্যরা যা বলছেন , ঠিকই বলছেন। লেখক শীর্ষেন্দু কোথাও ঈশপের গল্পের মরাল লিখে যান নি। সবই তো চরিত্রের মুখ দিয়ে বলা , বা ভাবা। যেটা চোখে লাগে সেটা হল একটা প্যাটার্ন। ঈশান বোধ হয় যেটাকে লিখেছে উইশফুল থিংকিং । হ্যাপিলি এভার আফটার মানে যেখানে সবসময়েই ডিভোর্সি প্রেমিকার কাছ থেকে অপাপবিদ্ধা কুমারী হিরো-ওয়ারশিপারের কাছে ফেরা। উল্টোদিকে এভার আফটার হয় না। ঐরকমই । ওর বেশি কিছু না। আর এটা লিটারাল উদাহরণও না।
  • san | 113.245.14.101 | ৩০ আগস্ট ২০১৬ ১৬:৩৪718651
  • ইগনোর করব না তো। পড়ব। অস্বস্তিটুকু খেয়াল করব , প্রাপ্তিও মনে রাখব। কোনোটাই ডিনাই করার দিকে যাব কেন ?
  • Abhyu | 125.187.60.53 | ৩০ আগস্ট ২০১৬ ১৬:৫৩718652
  • আমার সমস্যা অন্য। শীর্ষেন্দুর লেখা নিয়ে সমস্যা নেই। কিন্তু ব্যক্তিটিকে ঘোরতর অপছন্দ করি। নিজের সেলিব্রিটির সুযোগ নিয়ে বেজাতে বিয়ে ঠিক নয় গোছের কথা বলেন বলে। যেহেতু বিখ্যাত লেখক, লোকে শোনেও (এই একক বললে কেই বা পাত্তা দিত)।
  • sch | 132.160.114.140 | ৩০ আগস্ট ২০১৬ ১৬:৫৫718653
  • কিন্তু san শীর্ষেন্দুর নারী চরিত্রেরা কি অনেক ব্যতিক্রমী না? পার্থিবতে বীণা অনায়াসে সজলের সাথে মেশে নিমাইয়ের অনুপস্থিতিতে বা কৃষ্ণজীবন আর অণুর অসমবয়সী সম্পর্ক।
    জাস্ট নীচের কথোপকথন পড়ুন দু দিকের ভিউই আছে - যে কোনো দিকে টিল্ট করলেই বায়াস বলব
  • লাট্টু | 11.39.57.104 | ৩০ আগস্ট ২০১৬ ১৭:০৩718654
  • এরা কি সব কাঁটা শুদ্ধু মাছ খায়? নাকি কাঁটা আছে বলে ইলিশ খায়না! আশ্চর্য সব চর্বিতচর্বণ।
  • রোবু | 213.132.214.83 | ৩০ আগস্ট ২০১৬ ১৭:০৮718656
  • টিল্ট তো করেই আছে! একজন প্রশ্ন করছেন, আর একজন সার্মন দিচ্ছেন।
  • kc | 204.126.37.130 | ৩০ আগস্ট ২০১৬ ১৭:১১718657
  • আ মোলো যা, সঞ্জীবকে নিয়ে তো কোনও কথা শুনিনা। উনিও বেশ ভালোমতই রামকৃষ্ণঠাকুরকে গিলিয়ে চলেন। রাকৃ ফ্যানদের এই 'দ্বিচারিতা' বেশ চোখে লাগছে কিম্তু।
  • Abhyu | 125.187.60.53 | ৩০ আগস্ট ২০১৬ ১৭:১৬718658
  • উরে বাবা রে। সঞ্জীব আমি পড়িই না। অতি অখাদ্য। শীর্ষেন্দু পড়ি তো!
  • san | 113.245.14.101 | ৩০ আগস্ট ২০১৬ ১৭:১৭718660
  • হ্যাঁ নিশ্চয়ই। আমি দ্বিমত নই। আলোছায়া তো উনি আঁকেন। নিমাই , সজল , বীণা। কিন্তু এগেইন , হ্যাপিলি এভার আফটার প্যাটার্নে দাম্পত্য সুখ বলতে বোঝায় বীণার অভিনয় ছেড়ে স্বামীর ঘরে ফেরার ক্লাইম্যাক্স । উল্টোটা উনি কোনোদিনও আঁকলেন না। ( এখানে কেন উল্টো ক্লাইম্যাক্স হল না সেটা অভিযোগ নয় কিন্তু)। চাইলে কি আর পারতেন না ? ট্র্যাডিশনের উল্টোদিকে কি হ্যাপিনেস বা স্টেবিলিটি কখনই থাকে না ? রিয়েল লাইফে ?
  • Abhyu | 125.187.60.53 | ৩০ আগস্ট ২০১৬ ১৭:১৭718659
  • কথামৃত আর কয়েকটা স্ট্যান্ডার্ড বই থেকে টুকে মারেন। এক কালে পরমপদকমলে বলে উদ্বোধনে একটা কলাম লিখতেন। পরে বই হয়ে বেরোয়। খবরদার কিনবেন না!
  • Ekak | 53.224.129.62 | ৩০ আগস্ট ২০১৬ ১৭:১৯718661
  • সঞ্জীব ?

    খায়খ্যাখ্যা ওনাকে নিয়ে কথা বললে গেরুয়া দের কাছেই চূড়ান্ত হাসাহাসি হয় । মাআআ বলে শিবনেত্র হয়ে যান । আর মিশনের সন্যাসীরা বেশিরভাগ সারাদিন খাটাখাটনি করে ধ্যানের সময় পান না ! এসব নিয়ে যা কাঁচা শুনেছি সে আর ..... :):)
  • রোবু | 213.132.214.83 | ৩০ আগস্ট ২০১৬ ১৭:২০718662
  • শিউলি, ইতি তোমার মা এসব পড়ে ভালো লেগেছিলো।
  • san | 113.245.14.101 | ৩০ আগস্ট ২০১৬ ১৭:২৬718663
  • সঞ্জীব চট্টো ? আঃ উনি যা খুশি লিখুন না , কী এসে যায় ?
  • kc | 204.126.37.130 | ৩০ আগস্ট ২০১৬ ১৭:২৭718664
  • পরিচয় পত্রিকায় একসময় মানিক আর সমরেশ বসুর মারকাটারি লেখা বেরোত। সেগুলো লেখা হিসেবে অসাধারণ হয়েও কিন্তু একটা পার্টিকুলার রাজনীতিকে প্রোমোট করত। কিচুটা সাটলি, কিছু সরাসরি।

    শীর্ষেন্দু, সঞ্জীব, কিছু সময় সরাসরি, কিছুক্ষেত্রে সাটলি, তাঁদের রাজনীতিই প্রোমোট করেন। কিছু দাঁড়ায়, কিছু দাঁড়ায়না। সঞ্জীবের লোটাকম্বল বেশ লেগেছিল একসময়।
  • Ekak | 53.224.129.62 | ৩০ আগস্ট ২০১৬ ১৭:৩৩718665
  • নিজের রাজনীতি থাকবেই । ইনারেস্ট গ্রূপের বাইরের লোক ভালো বলবে যখন নিজের রাজনীতির পরেও কিছু মাল থাকবে তাতে । সমরেশ তো ভাল্লাগতো না । কিন্তু দেখি নাই ফায়ার পড়ে হুৱা হয়ে গেসলুম । বিশাল কালজয়ী লেখা ফেলা বলছিনা । কিন্তু সিনেম্যাটিক বর্ণনা আর শিল্পীর দৃষ্টি । কিছু জায়গা এতো দুর্দান্ত যে অদ্ভুত লাগে নিজে কোনোদিন ভিজ্যুয়াল আর্টের লোক না হয়ে কিভাবে বুঝলেন ।

    এক জায়গায় , সৌন্দর্য আর ফর্ম নিয়ে লিখছেন । কিঙ্কর একটি মেয়ের মূর্তি গড়ছে -ভাঙছে । মেয়েটি ভাবছে কিঙ্কর তার প্রেমে পড়েছে । সে বারবার জিজ্ঞেস করছে যে তাকে কি দেখতে সুন্দর ? কিঙ্করের কাছে কোনো উত্তর নেই । সিরিয়াসলি কী বলবে ? আমি যদি কারো পোর্ট্রেট তুলি তাহলে তার "সৌন্দর্যে " আমার থোরাই নজর যায় । সে একটা ফর্ম যাকে নিজের নিজের মতো ধরতে চাই । এই চূড়ান্ত স্বার্থপর জায়গাটা সমরেশ বারবার এনেছেন । বারবার পড়ার মতো লেখা দেখি নাই ফিরে ।
  • umesh | 72.254.195.217 | ৩০ আগস্ট ২০১৬ ১৭:৩৬718667
  • একটা সময় সন্জীব চ্যাটুর্জের লেখা গোগ্রাসে গিলতাম, লোটাকম্বল বেশ কয়েকবার পড়েছি।

    গেড়ুয়া ধারনের সন্জীব চ্যাটুর্জের লেখা ছুয়েও দেখিনা, এমনকি পুরোনো লেখা গুলো-ও।
    বড্ড গা চুলকানি লাগে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন