এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অনুকুল চা্ড্ডি শীর্ষেন্দু ও তার ভাব বিগলিত ক্যালানো কথামালা

    বিশ্লেষন করুন
    অন্যান্য | ২৮ আগস্ট ২০১৬ | ১৪০৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.139.209.3 | ৩০ আগস্ট ২০১৬ ২২:২৯718701
  • লিবারেল নাকি লেফট ? ও তো সেল্ফ প্রোক্লেইমড রাইট লিবারেল ঃ)
  • dd | 116.51.225.107 | ৩০ আগস্ট ২০১৬ ২২:৩২718702
  • হ্যাঁ। ফাইদি একককে নিয়ে যা কইলেন, সেটি লাক কথার অ্যাক কথা।

    অ্যাকক হচ্ছে ব্যাপক। গুচর রেসিডেন্ট জিনিয়াস। ওনাকে সব ব্যাপারেই ডিসকাউন্ট দেওয়া হয়। কেউ রাগে না।

    আর কল্পোবিজ্ঞান এর আমি একেবারে পোকা ছিলাম। সেই আর্লি যইবনে।তখন লিখতেনও নামকরা বিজ্ঞানীরা। নারলিকার, অ্যাসিমভ, ক্লার্ক। এখন খ্যাল হচ্ছে , কতোদিন হয়ে গেছে একটি সাই ফাই পড়ি নি। জানি ও না, এদানী কারা লেখেন।

    আর সন্জীব চট্টো আমার কখনোই ভাল্লাগে নি। কাদা কাদা মনে হত। অস্বাভাবিক ভালো লাগতো শীর্ষেন্দুর লেখা। তার পরে যা হয়। আমরা দুজনেই ভাম হয়ে গ্যালাম। উনিও বড্ডো বেশী রিপেটেটিভ হয়ে গ্যালেন। লেখায়,প্লটে জং ধরে গেলো। আমিও কিরম একটা ছাতা পরা ভ্যাবলা বনে গ্যালাম।

    তবে শীর্ষেন্দুর লেখায় , যদ্দুর মনে পড়ছে, এতজ যেমন ভাবেন ,সেরকম উচ্চকিত কোনো প্রোপাগান্ডা চোখে পড়ে নি। বা হয়তো উনি ঠারে ঠুরে কয়েছেন। সেসব আমি আবার বুঝতেই পারি না।

    ব্যাস। এই ত্তো আমি সামারি করে দিলাম।
  • dd | 116.51.225.107 | ৩০ আগস্ট ২০১৬ ২২:৩৪718703
  • না, না। অ্যাকক বলেছিলো পোলিটিকালি ও না কি লাইব্রেরিয়ান। মানে ওরকমই একটা কিছু। মনে হচ্ছে লাইব্রেরিয়ানই বলেছিলো।

    আমার তখনই খটকা লাগা উচিৎ ছিলো, কিন্তু পাছে লোকে গেঁয়ো ভাবে তাই আর জিগাই নি।
  • dc | 132.174.152.16 | ৩০ আগস্ট ২০১৬ ২২:৩৬718704
  • ডিডিদা কালচার সিরিজ শুরু করে দিন। অনেকগুলো বই আছে, ধরলে শেষ না করে থাকতে পারবেন না। মাস কয়েক নিশ্চিন্ত।
  • dc | 132.174.152.16 | ৩০ আগস্ট ২০১৬ ২২:৩৮718705
  • এককবাবু আর আমি দুজনেই রাইট লিবার্টারিয়ান। তবে আমি মাঝে মাঝে একটু সেন্টারে চলে আসি, একক সেটা আসেন না। এই যেমন আমি হিলারিকে সাপোর্ট করি, আর বিল ক্লিন্টন তো আমার ফেভারিট পলিটিশিয়ান, কিন্তু এককবাবুর বোধায় সেরকম না :d
  • h | 213.132.214.87 | ৩০ আগস্ট ২০১৬ ২২:৩৯718707
  • সব লিবেরেল কে লেফ্ট ধরো কেনো। রাইট অফ সেন্টার লিবেরেলিজম একটা বহুদিনের চর্চিত পজিশন ইউটেলিটারিয়ান দের আমল থেকে। তবে একক কে জাতের ব্যাপারে আমি ছাড়বো না, আমি হাসি হাসি মুখে এরকম রাবিশ এবং ভয়ানক এঅবং সম্পূর্ণ কল্পিত বক্তব্য আমি সত্যি ই কম দেখেছি। এমনি নিশ্চয় ই খুব ই গুণী মানুষ কিন্তু তাতে কি বাল।
  • san | 113.245.14.101 | ৩০ আগস্ট ২০১৬ ২২:৩৯718706
  • সে নাই পেতে পারো @ ঈশান। কারুবাসনাটা প্লেসহোল্ডার। ওটা ঐ লেখার কমন ক্রিটিক। সেটা বক্তব্যটা পড়ে বোঝা যাচ্ছেনা ?
  • b | 24.139.196.6 | ৩০ আগস্ট ২০১৬ ২২:৪২718708
  • এককের এই কমেন একেবারে বৃক্ষাশ্বতর টাইপ হল।
  • dd | 116.51.225.107 | ৩০ আগস্ট ২০১৬ ২২:৪৫718709
  • লিবার্টারিয়ান। ইয়েস ইয়েস। লিবার্টারিয়ান।

    আমারও তখন থেকেই একটা সন্দেহ ছিলো, লাইব্রেরিয়ান আবার কোন দেশীয় নীতিকথা ?
  • h | 213.132.214.87 | ৩০ আগস্ট ২০১৬ ২২:৪৯718711
  • হ্যাঁ আমিও তাই ভাবছি আমগো ডিডি দাও আমাদের সে ঘরানার লোক। কমোড থেকে সোনার জাহাজ মানে সম রকম ধনতন্ত্রেই এগিয়ে ;-)
  • dc | 132.174.152.16 | ৩০ আগস্ট ২০১৬ ২২:৫২718712
  • কিন্তু কমোডে তো বামপন্থীরা হাগে!
  • h | 213.132.214.86 | ৩০ আগস্ট ২০১৬ ২২:৫৭718713
  • কিন্তু প্যাথোস একটা সাথে নিয়া হাগে। ডিডি দা তো আগ্নেয় বামপন্থী, বড় হয়ে ডিনাইয়াল করেছে খচে গিয়ে। তবে আমরা এই সব জার্নি গুলো আলাউ করি, আর ফিলজফিকাল জার্নি বলতে শুধু সেক্রেটারি দের সঙ্গে সেক্স করা বা জাআলি করে বৃদ্ধ দের ভোটে হারানো বুঝি না ;-) হরি ওম।
  • sinfaut | 123.193.135.53 | ৩০ আগস্ট ২০১৬ ২৩:২৬718714
  • হ্যাঁ আমিও ওটা বলবো ভেবেও কাটিয়ে দিয়েছিলাম, বাকিরাও যেমন দিয়েছেন। এককের ঐ সব বালবাজি কথাগুলো অচেনা একটা নিক এবিসি এসে লিখলে কুরুক্ষেত্র হয়ে যেত। শুধু গুরুর চেনা বলেই কত রকম ডিসকাউন্ট আছে।
  • Abhyu | 125.187.60.53 | ৩০ আগস্ট ২০১৬ ২৩:৪৪718715
  • অচেনা নিক শুধু নয়, বিশেষ কিছু চেনা নাম হলেও পোস্টের অন্ত থাকত না।
  • sch | 55.251.235.141 | ৩০ আগস্ট ২০১৬ ২৩:৪৮718716
  • একককে উনিশ কুরি পত্রিকার সম্পাদক করে দেওয়া হোক । আবাপের স্বর্নযুগ এসে যাবে - সারা ভারতের টিন এজাররা বাংলা শিখবে
  • Atoz | 161.141.85.8 | ৩১ আগস্ট ২০১৬ ০০:১০718718
  • প্রচুর পোস্তো পড়ে গ্যাছে, পড়তে পারলাম না সব কিছু। কিন্তু ভালো হচ্ছে, ভালো হচ্ছে, চালিয়ে খেলুন। ঃ-)
  • অচেনা | 203.90.12.88 | ৩১ আগস্ট ২০১৬ ০০:১০718717
  • একক কল্পনাশক্তির চ্যাম্পিয়ন । তথ্যযুক্তি দিয়ে ওনার কথার বিচার করা আর আগুনের পরশমণি শুনে দমকল ডাকতে যাওয়া একই কথা ।
  • Robu | 11.39.56.2 | ৩১ আগস্ট ২০১৬ ০০:২২718719
  • ধুস, শিউলি আর ইতি তোমার মা এখন ভালো লাগবে না আমি শিওর। তখন ক্লাস ফোরে পড়তাম। কাকাবাবুও ভাল লাগত।
    বরঙ্গ ঐ সময়ের একটাই লেখা যদি আমাকে ফিরে পড়বার অনুমতি দেওয়া হয়, আমি পড়বো মা এক নির্ভীক সৈনিক বা সাদা মিথ্যে।
    আর রোবু কী বলে কীসের হাত থেকে পার পেলো সেটা সরাসরি বললে ভালো হত, ইন্সিনুয়েশন আজকাল ধরতে পারি না, নিজে করতে পারি অবশ্য ঃ-)
    এককদার থিওরিটা শুরুতে ভাবছিলাম, এবঙ্গ কর্মকর্তা টাইপের মধ্যবিত্ত অনুকূল ঠাকুরের ভক্তের ক্ষেত্রে এখনো ঠিকই মনে হয়। এককদার পরবর্তী বক্তব্যগুলো আবার যখন বালবাজারি লাগল, কাটিয়ে দিলাম।
  • Robu | 11.39.56.2 | ৩১ আগস্ট ২০১৬ ০০:২৪718720
  • চেনার ডিসকাউন্ট সবার আছে। শীর্ষেন্দুর ব্যক্তিজীবন চেনা না হলে অনেক কিছুই পাসিঙ্গ রিমার্ক বলে কাটিয়ে দেওয়া যেত।
  • she | 126.202.193.232 | ৩১ আগস্ট ২০১৬ ০০:৩০718722
  • শীর্ষেন্দুর গোয়েন্দা সিরিজ পড়লাম রিসেন্টলি। মিসোজিনি আর কাসটিজম তো বটেই, তার মধ্যে গল্প গুলো চূড়ান্ত খাজা! মানে মিতিনমাসি ও এর চেয়ে বেটার বোধহয়!
  • Robu | 11.39.56.2 | ৩১ আগস্ট ২০১৬ ০০:৩৭718723
  • র‌্যাদার বলা উচিত - 'চেনার এফেক্ট সবার ক্ষেত্রেই আছে। শীর্ষেন্দুর ব্যক্তিজীবন চেনা না হলে অনেক কিছুই পাসিঙ্গ রিমার্ক বলে কাটিয়ে দেওয়া যেত। '
  • she | 126.202.193.232 | ৩১ আগস্ট ২০১৬ ০০:৩৯718724
  • ইয়ে উনি আবার আমার এক দাদুর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাও ডিসকাউন্ট দিতে পাল্লাম না :(
  • Atoz | 161.141.85.8 | ৩১ আগস্ট ২০১৬ ০০:৪১718725
  • হুঁ হুঁ হুঁ হুঁ, বাবা, ঐদিকে বসে ভদ্রলোক এসব দেখছেন আর বলছে দেকেচো, আমার বেশ একটা পাব্লিসিটি হয়ে গেল!
    ঃ-)
  • Robu | 11.39.56.2 | ৩১ আগস্ট ২০১৬ ০০:৪৪718726
  • চেনা থকলে ডিসকাউন্ট দেওয়াটা শীর্ষেন্দুর ক্ষেত্রে আরো বেশি কঠিন। সেটাই বলতে চাইলাম।
    এবার এটা উচিত কিনা বা স্বাগত কিনা, সেটা আলাদা বিষয়।
  • Robu | 11.39.56.2 | ৩১ আগস্ট ২০১৬ ০০:৪৬718728
  • শীর্ষেন্দুকে মনে হয় আজকাল উঠতি লেখকদের মত সারাক্ষণ পাবলিসিটির কথা ভাবতে হয়না ঃ-)
    হাআআআই
  • Atoz | 161.141.85.8 | ৩১ আগস্ট ২০১৬ ০০:৪৬718727
  • এখনকার লেখাগুলো পড়েছেন কেউ? আগের কাহিনিই নাম টাম বদলে টুকে টুকে নামিয়ে দিয়েছেন। ঃ-)
  • rabaahuta | 108.192.41.166 | ৩১ আগস্ট ২০১৬ ০০:৫৯718729
  • ইয়ে, কাটিয়ে দেবো বলেও ভাবলাম লিখেই ফেলি, আমার ক্ষেত্রে কিন্তু রোবুর পার পেয়ে যাওয়াটা সেকেন্ডারী, মেইনলি এককের বাঙাল শাক ট্রাইবাল এইসব প্রসঙ্গেই ঐকমত্যটা।
    নাহলে ছোটবেলায় ইতি পলাশ ইত্যাদি ভালো লেগে আমিও পার পেয়েই গেছি মনে হচ্ছে মনে।
    ঐসব শাক বাঙাল নাথ টাইপের মন্তব্য আমার কাছে কুরুচিকর, অচেনা লোক বললে টুইয়ে দেওয়া হতো ইত্যাদি।
  • pi | 24.139.209.3 | ৩১ আগস্ট ২০১৬ ০১:০১718730
  • ওটা সঞ্জীব চট্টো প্রসঙ্গে একটা পুরানো আলোচনা মনে পড়ে যাওয়াতে ঃ)
  • She | 126.202.193.232 | ৩১ আগস্ট ২০১৬ ০১:০২718731
  • আরেকটা জিনিস ভাবছিলাম। যদিও শীর্ষেন্দুর ছোটদের লেখা এখনো পড়তে খুব ভালো লাগে, কিন্তু একটু ভেবে দেখলে দেখা যায়, বেশির ভাগ গপ্পে হিরোরা উচ্চ বর্ণের লোকজন, প্রেফারেবলি বামুন! আর মেয়েদের রোল তো প্রায় নেই বললেই চলে!
  • pi | 24.139.209.3 | ৩১ আগস্ট ২০১৬ ০১:০৮718734
  • হ্যাঁ, ওটা সেকেণ্ডারি তো বটেই। মানে ওটা সিরিয়াস কিছুনা।
    কিন্তু ঐ শাক বাঙাল নাথ পুরো ত্রিপুরার বাঙাল ইঃ , কি এর আগে ঐ মূর্খ লোক মরলে কি এল গেল, এসব শয়তানের ওকালতি ভেবে কাটিয়ে দেব কিনা বুঝে পাইনা ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন