এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইঞ্জিনিয়ারিং নিয়ে আরো দু-চার কথা

    Dipankar
    অন্যান্য | ২১ সেপ্টেম্বর ২০১৬ | ১২৮০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩৯722761
  • ডিসি,
    আপনার পোস্টটা অদ্ভুত লাগল। কারো যদি স্ট্রেস থেকেই থাকে ধরে নিচ্ছেন, তবে সেই নিয়ে কটুক্তি করাটাও কি কোনো কাজের কথা বলে মনে করেন? কেউ একের পর টই খুলে স্ট্রেস থেকে এসকেপ খুঁজছে বলে যদি মনে করেন, তবে তাকে যারা সেইসব টইয়ে বিদ্রূপ করে যাচ্ছে তারাও কি একই ব্যাপার করছে বলে মনে হয় না আপনার? একটু ভেবে দেখুন।
  • Ekak | 53.224.129.46 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৫৬722762
  • ডাক্তার নেই বলে চিকিৎসা হয়না নাকি এটা নিয়ে লোকে সচেতন হয়না বলে ওই লাইনে পসার কম তাই ডাক্তার নেই ? জানছেন কীকরে । অনকোলজি -নেফ্রোলজি -সাইকিয়াট্রি এগুলোর এমডি তে সীট কোম্প্যারিসন দেখলে একটু আন্দাজ পাওয়া যাবে যে পড়ানোর জায়গা বিশেষ কম নেই ।

    আর এই ফিজিক্যাল ডিসিসির চিকিৎসা হয়না র সঙ্গে মেন্টাল ডিজিসের চিকিৎসা হয়নার কোনোভাবে কোনো কোম্প্যারিসনই হয়না । টিবি থেকে ক্যান্সার সব ক্ষেত্রে সরকার যা ভূমিকা নিয়েছে প্রচারের , মানসিক রোগের ক্ষেত্রে তা নেয়নি । উল্টোদিকে লোকের মধ্যে এই উদ্ভট মেন্টালিটি আছে যে শারীরিক রোগ আর মানসিক রোগ বোধহয় একটা হায়ারার্কিকাল ব্যাপার যে একটার পর আরেকটার প্রায়োরিটি ।

    লোককে বোঝানো দরকার দুটোই রোগ । আর কিছু না । লোকে নেফ্রলজির ও কিস্যু বোঝেনা - বাইপোলার এর ও কিছু বোঝেনা । একটা সিস্টেমের মধ্যে দিয়ে প্রচার হয়েছে , বাজার গ্রো করেছে তাই মনে মনে একটা প্রায়োরিটি সেট করে নিয়েছে । আদতে লোকের কাছে দুটোই ব্ল্যাক বক্স । যারা নেফ্রোলজি ওয়ার্ডে শুয়ে আছে ওদের জিজ্ঞেস করলে কিডনি কী কাজ করে কোথায় আছে বলতে পারবেনা । তেমনি যে ঘোলা চোখ করে মানসিক হাসপাতালের বেডে পরে সেও জানেনা সেরেটোনিন খায় না মাথায় দেয় । দে আর জাস্ট সাফারিং দ্যাটস অল । এই এটাই নেই তো ওটা কোদ্দিয়ে হবে এগুলো আমাদের ক্লাসের লোকের তৈরী , কারণ আমরা প্ল্যানিং এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরী করার সময় অশিক্ষা বশত কিছু ফলস হায়ারার্কি তৈরী করেছি , এবং সেগুলো কারেকশন করতে চাইছি না । একটা না হওয়ার সঙ্গে আরেকটা না হওয়ার আদৌ কোনোরকম সম্পর্ক নেই । এই মানসিকতাটাই বদলানো জরুরি ।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০৭722763
  • সাইকিয়াট্রিস্টদের খুব ডিম্যান্ড, প্রচণ্ড পশার। মেডিকেলের বেস্ট ছাত্ররা যায় মেডিসিনে, সাইকিয়াট্রিস্টরা ঐ স্ট্রীমের। তবে পর্যাপ্ত পরিমানে নেই।

    সাইকোলজি পাশ করে অনেকে সাইকোলজিস্ট হয়, তারা কিন্তু ডাক্তার নয়। তারা কাউন্সেলিং করে। প্রেসক্রিপশান দিতে পাবে না। এদের ডাক্তারীর লাইসেন্স নেই।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২৬722764
  • মানসিকস্বাস্থ্য সম্পর্কে অবহেলা ও সচেতনরার অভাব গরীব ও ডেভালাপিং কান্ট্রিতে কমন। শিক্ষিতদের মধ্যেও। সামাজিক ট্যাবু। আফ্রিকার দেশগুলোয়, এশিয়ার গরীব ও উন্নয়নশীল দেশ, ল্যাটিন অ্যামেরিকার দেশ, এসব জায়গায় মানসিক রোগীদের দেখভালের ব্যবস্থা ভাল নয়। ঝাড়ফুঁক ওঝা জুজু এইসমস্ত দিয়েই কাজ চালায় বহুলোক। অমানবিক অবস্থায় রোগীদের রাখা হয়, মৃত্যুই সে অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ।
    কিন্তু কথা হচ্ছিলো স্বপ্নপূরণ নিয়ে।
    স্বপ্নপূরণ করতে চাইলে প্রথম থেকেই লেগে পড়া যায়। কবে রাম রাজা হবে সেই অপেক্ষায় একবার অন্য কাজকর্মে জড়িয়ে পড়লে সেই সমস্ত জাল কেটে বেরোনো মুশকিল।
    যা বুঝলাম, স্বপ্নপূরণের প্রধান অন্তরায় টাকা। টাকা এমন জিনিস, যা কিছুতেই স্বপ্ন সার্থক করতে দিতে চায় না।
  • pi | 233.231.36.116 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩৫722765
  • ডিসির পোস্টটা পড়ে আগেও গুরুর কিছু পোস্ট পড়ে মনে পড়ে গেল। এই কোটি টাকা না জমলে জীবন বৃথা বা জীবন চলবেই না, এই মর্মে পোস্টগুলো। এগুলো পড়লে মনে হয়, দেশে ঠিক কতজন এই কোটি টাকা জমাতে পারেন বা সেটা এইমও করেন ? না হলে কি তাঁদের জীবন ষোলোআনাই ফাঁকি ? ( ডিঃ আমি গরীব লোকজনের কথা বলছিনা, যাঁদের আয়, সঞ্চয় অনেক বেশি বাড়া উচিত বলেই মনে করি )
  • pi | 233.231.36.116 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২১:০৭722766
  • ওহো, কোটিও কম পড়ে গেছে খেয়াল করিনি।
  • dc | 132.174.114.159 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২১:১২722768
  • কুমড়োপটাশ, কেউ হয়তো টই খুলে স্ট্রেস বাস্টিং করছে, কেউ হয়তো বিদ্রুপ করে স্ট্রেস বাস্টিং করছে। কে কিভাবে স্টিম রিলিজ করছে সে আমি কি জানি।

    পাই ম্যাডাম, কোটি টাকা না জমলে জীবন বৃথা সেরকম কোথায় বললাম? কোটি টাকাটা একটা রিপ্রেসেনটটিভ ফিগার, আমি যেমন হিসেব দিলাম তাতে ঐ কোটি টাকার মতো দরকার আর কি। এবার যে যার নিজের মতো করে জমাতে চাইবে, কেউ পারবে, কেউ পারবে না। আসলে বলতে চেয়েছিলাম যে চল্লিশ বা পয়তাল্লিশে রিটায়ার করবো এটাও প্রায় কেউই করতে পারেনা, কারন নানান সাংসারিক চাহিদা।
  • Abhyu | 208.137.20.25 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২১:১২722767
  • এঁজ্ঞে, অন্ততঃ ব্যবসায়ী মহলে, পোড়া কোলকাতাতেই, মানে বাঙালি আর কি, মাড়োয়ারী না, একশ কোটির কম পার্সোনাল সেভিংস না থাকলে তারা উপর মহলে পাত্তা পায় না। কলকাতাতে বিদেশী গাড়ির লাইন দেখলেও সেটা খানিক মালুম হয়। তো, এরা তো কেউ হেঁকে ডেকে বলবে না - এই আমার অ্যাতো আছে!

    চাকুরীজীবি সম্প্রদায় অতো না, কিন্তু কোটি টাকা তো চলবেই - এই রকম। গুরুতেই প্রচুর আছে। এখন এই পোস্টটা পড়তে পড়তে তারা কেউ মুখ টিপে হাসছে বা কেউ কেউ রে রে করে তেড়ে আসতেও পারে। :)

    মাথা গুনতির দিক থেকে সংখ্যাটা কম না, তবে প্রোপোরশানের দিক থেকে খুবই কম।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৮722769
  • পাই, আমি একদম গান গাইতে পারি না, মানে সুর ঠিকঠাক লাগে না আর কি। তো আমার এবং আমার মত অসুরদের কথা ভেবে কি যারা চমৎকার গাইতে পারে তারা ঠিকঠাক সুর লাগাবে না?
  • Abhyu | 208.137.20.25 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৯722771
  • আর আমার 09:12 PMএর পোস্টে হলধর বাবুরা ইনক্লুডেড নন (দেশে বসে ডলারে মাইনে পাওয়া লোকেরা অবশ্যই থাকবে)।
  • pi | 233.231.36.116 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৩722772
  • এটা একেবারেই যুতসই তুলনা হলনা। পারা না পারার কথাও নয়। কোটি কোটি সঞ্চয় করতে পারাটাই খুব চমৎকার ব্যাপার মনে করলে আলাদা কথা। কিন্তু সেটাই কেন করা হবে, সেটাই জানিনা।

    আর এখানে এই উদাহরণ দিয়ে আরো অনেক কিছু গুলিয়ে দিলে। পার্সোনাল পারা না পারা আর সামাজিক ফ্যাক্টরগুলো। আর এই হিসেবে তো সমাজে ঐ আম্বানি বিড়লাদেরই আদর্শ ধরে নিতে হয়।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৪722773
  • যারা কোটি বা কোটি কোটি রোজগার করতে পারে সেটা তাদের ব্যক্তিগত ক্যালি তো অনেকটাই(পারিবারিক বড়সড় ব্যবসা না থাকলে) । এবার যে গান গাইতে পারে সে আরো পারফেকশানের দিকে যায় দেখেছি। যে রোজগার করে সে আরো রোজগারের দিকে গেলে সেটা কেন খারাপ হবে, যতক্ষণ না কোনও অসদুপায় নিচ্ছে কেউ?
  • pi | 233.231.36.116 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪০722774
  • চাহিদা নিয়েই তো কথা আছে ডিসি। কতটা না হলে চলবেই না, কতটা না হলে চমৎকার হবে না, এটা যখন পিয়ার প্রেশার সেট করে দেয়, সেটা নিয়ে দুটো কথা এসেই যায়।

    এত টাকা, এতগুলো বাড়ি, গাড়ি মাস্ট, এগুলোকে পিয়ার প্রেশার বলব না তো কি ?
    নেসিসিটি নিয়ে তো কথা হচ্ছে না। আর হলে আপনিই বলুন না, সেটা তো সবার জন্যেই হওয়া উচিত। সবার জন্য যে গোলটা সেট করা যায়না, সেই গোলে গোল আছে।

    মনে পড়ে গেল, গুরুতে সেইসময়ের আলোচনা শুনে কিছু লোকজনের মাথায় কীরকম ঢুকে গেছিল,এত টাকা না হলে যখন চলবেই না, তখন দেশে তো ফেরাই যাবেনা। সে খুব ভাল জায়গায় অধ্যাপনার মত চাকরি পেলেও না। এত টাকা না জমালে কী করে চলবে, লোকজন যখন সবাই বলছে চলবে না, তখন নিশ্চয়ি চলবে না, বা লোকজন যখন বলছে এত জমায় সবাই, তাহলে এরকম না জমালে নিশ্চয় জীবন বৃথা।
    একেও যদি পিয়ার প্রেশার না বলি তো কাকে বলব।
    মনে পড়ে গেল, কেউ কোনোদিন লিখেছিলেন বটে, বহু লোকজন আর্থিক কারণে এখানে এই লিখতে কম্ফর্টেবল বোধ করেন না, গুরুকে প্রচুর পয়সাওয়ালা প্রবাসীদের ঠেক মনে ক'রে অস্বস্তি বোধ করেন। হয়তো এসব পড়েই।
  • aranya | 154.160.226.94 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৬722775
  • পিয়ার প্রেশার -এর ব্যাপারে একমত, এটা হরদম-ই দেখি। আর গুরু-র সাইটে যারা লিখছেন, সেই সেট-টায় আরেকটু বৈচিত্র্য এলে ভাল লাগবে - খুবই খুশী হব তাপস, অবন্তিকা যদি আবার লিখতে শুরু করে, অক্ষ ফিরে আসেন, কুসুম্বা, রাণা আলম, অতীন্দ্রিয় এরা যদি আরও ঘন ঘন লেখেন - শুধু টইতে বা ব্লগে নয়, ভাটেও লেখেন
  • pi | 233.231.36.116 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৯722776
  • দমদি, তুমি সত্যি মনে করো, এই দেশের কোটি কোটি লোক যে কোটি কোটি রোজগার করেন না বা করতে পারেন না, সেটা তাঁদের দক্ষতা বা পরিশ্রমের অভাব ?
    যিনি কোটিতে রোজগার করছেন আর যিনি হাজারে, তাঁদের তফাত কতটা তাঁদের ব্যক্তিগত ক্ষমতা বা খামতির কারণে?
    এক তো হল, যাঁরা সেই দক্ষতা অর্জন করতে পারছেন না, তার কতটা সমাজ সেটার সুযোগ দিচ্ছেনা, সেই প্রশ্ন। যেটা নিম্নবিত্তদের জন্য আরো ভ্যালিড।
    আর দ্বিতীয় প্রশ্ন বণ্টন নিয়ে। কতটা বেশি পাওয়া কে কীভাবে ডিজার্ভ করে।

    হানুদা অন্যত্র সাহিত্যে ইন্ডিভিজ্যুয়াল আচিভমেন্টের গল্প দেখলে তাতেই এত রিআক্ট করে, এত সমাজতন্ত্র ধনতন্ত্রের তত্ত্ব এনে আপত্তি তোলে, কিন্তু এসব ক্ষেত্রে সারপ্লাস টাস নিয়ে কিছুই বলেনা দেখি ঃ)
  • sch | 55.250.245.248 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৩722777
  • আই টি তে হয়তো সম্ভব। কিন্তু কোর ইঞ্জিনিয়ারিং এ দেশে বসে চাকরি করে সম্ভব?? ৪৫ এর আগে এক কোটি জমানো???
    একটা লোক কোর ইঞ্জিনিয়ারিং এ মোটা মুটি এক্সপিরিয়েন্সড হিসেবে কাউন্ট হতে ১০-১২ বছর লাগে। তার আগে কেউ স্পেশ্যালিস্ত হিসেবে গণ্যই হবে না। এবার যদি সে মাস্টার্স ডিগ্রী হোল্ডার হয় - ২৪+১০ = ৩৪। এবার বাকি ১১ বছরে গড়ে ৫০ লাখ সিটিসি হলেও ( ইন্দিয়ান নন আই টি,সেনারিওতে ইম্পসিবল প্রায়) ট্যাক্স দিয়ে ১ কোটি সেভিংস হবে না। এ রা্জ্যে কোর এরিয়াতে লোকে এখন ২০ বছরের এক্সপিরিয়েন্সেও এম এন সি তে ৪০ এর বেশী পায় না।

    কোর ইঞ্জিনিয়ারিং বলতে আমি সিভিল, মেক্যা নিকাল, ইলেক্ট্রিকাল, কেমিক্যাল ধরছি। ইলেক্ট্রনিক্স আর কম্পিউটার সায়েন্স ধরছি না

    সব থেকে ভালো হল ফ্রী ল্যান্স কন্সালতেন্সীতে চলে যাওয়া। তবে তারও অনেক সমস্যা আছে - এদেশে কোয়ালিতি নিয়ে লোকে এতই কম মাথা ঘামায় যে খুব ধুর লোক অনেক কম পয়সায় কাজ করে মার্কেট কেড়ে নেয়।

    একটাই উপায় কন্সট্যান্ট নিজের স্কিল সেট বাড়িয়ে চলা - আর যখন সেটা হবে না জাস্ট অফ হয়ে যাওয়া বেস'ট
  • | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৮722779
  • পাই যারা গুরুতে লোকের কথা পড়ে পিয়ার প্রেশারে ভোগেন তাঁদের ব্যক্তিত্বের সম্যক বিকাশ হয় নি এটুকু বলতে পারি। শুধু গুরু ছাড়াও আপিসে বাড়ীএর চারপাশে লোকের মুখে তাদের অনেক কিছু দরকার এটা শুনেও নিজের চাহিদা সম্পর্কে পরিস্কার ধারণা আছে এবং পিয়ার প্রেশারে প্রেশারাইজড হচ্ছেন না এমন লোক বেশ ভাল সংখ্যক আছে।

    আর বন্টন ব্যবস্থা ইত্যাদি ঠিকঠাক নয় সেটা তো একশোবার সত্যি, সে তো যারা কোটিতে রোজগার করেন তারাও অনেকেই অস্বীকার করেন না। তো তাঁরা এতে কতদূর কী করতে পারেন? ইন্ডিভিজুয়াল লেভেলে দান ইত্যাদি তো প্রচুর লোকেই করেন। ক্রাই বা নানহি কলি জাতীয় প্রোগ্রামের অংশ হিসেবে কিছু ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্বও অনেকেই নেন। তারপরেও যদি তাঁরা নিজেদের রোজগার বাড়াতে চান বা তার পেছনে খাটেন সেটার জন্য তাঁদের খুব দোষ আছে বলে তো মনে করি না।
  • dc | 132.174.114.159 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৮722778
  • এই রে এতো কিছু মনে করে লিখিনি, ভুল করে ফেলেছি দেখছি। পাইয়ের সাথে একমত, পিয়ার প্রেশার এর ব্যাপার তো আছেই। টাকাপয়সা নিয়ে লেখা ঠিক হয়নি।

    তবে ইন জেনারাল তো জীবনের সর্বক্ষেত্রেই পিয়ার প্রেশার, শুধু টাকাপয়সা না। একটা ফ্যামিলিতে হয়তো অনেকে বিদেশে গিয়ে সেটল করলো, তখন বাকিদেরও শুনতে হয় তুমি কেন বিদেশে গিয়ে সেটল করতে পারছ না। কেউ হয়তো বাড়ি কিনলো, তো অন্যদেরও প্রেশার ফেস করতে হয় তারা কেন বাড়ি কিনতে পারছেনা। এই সব আরকি। পিয়ার প্রেশার কিছুটা রেসিস্টও করতে হয়। আর কে কতো জমাতে পারবে বা জমালে কমফর্ট জোনে থাকতে পারবে এটা একান্তই পার্সোনাল ব্যপার হওয়া উচিত।
  • pi | 233.231.36.116 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৯722780
  • আর যাঁরা মনে করেন কোটি কোটি টাকা না হলে চলবেই না, তাঁরা মিনিমাম ওয়েজ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা কেন বলেন না বা তার জন্য কিছু করেন না বা তার জন্য কিছু হলে, মানে স্ট্রাইক টাইক, তখন এতো ব্যঙ্গোক্তি করেন কেন কে জানে।

    আর যদি স্বাস্থ্য বা শিক্ষার জন্য খরচ বাবদ কোটি কোটি টাকা সঞ্চয়কে 'প্রয়োজনীয়তা' মনে করা হয়, তাহলে তো স্বাস্থ্য , শিক্ষায় এত খরচ হবে কেন , সেই প্রশ্ন তোলা উচিত ( এই বেসিক রাইটগুলো ফ্রিতে কেন পাওয়া যাবেনা সেই প্রশ্ন তোলা হয়না বলে নাহয় প্রশ্ন করলামই না), কিম্বা নইলে এই ক্রমবর্ধমান খরচের সিস্টেমে অন্যরা কীকরে চালাবে, সেই প্রশ্ন তোলা উচিত। সেগুলো কখনো আসতে দেখিনা, কিন্তু কোটি কোটি সঞ্চয় না হলে কীকরে চলবে সেই প্রশ্নই সমানে আসতে দেখি বলেই বলে ফেল্লাম কথাগুলো।
  • dc | 132.174.114.159 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:১০722782
  • sch, নন-আইটিতেও সম্ভব। ফিনানশিয়াল সার্ভিসেস বা মার্কেটিং এ।
  • avi | 37.63.178.87 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:১২722783
  • একক আর কুমড়োপটাশের আলোচনাটা বেশ ভালো লাগছিল। পরে লিখছি। আপাতত আলঝাইমার্স ডে উপলক্ষে একটা সেমিনার চলছে। আহা, আমাদের ফাইনাল পরীক্ষার কোন একটা পেপারে লং কোশ্চেন ছিল এই স্ট্রেসের নিউরোফিজিওলজির ওপর। :-))
  • kc | 198.70.22.60 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৪722784
  • অত কিছু না ভেবে, ইঞ্জিনিয়ারিং পড়েছি বলে নিজেকে বড়সড় হনু না ভাবা প্র‍্যাকটিস করাটাই বেটার। স্কিল বাড়িয়ে চলা, পিয়ার মেইন্টেইন করা, সব কিছুই কাজের অঙ্গ। 45 এর পর সবকিসু ছেড়েছুড়ে বসে বসে খেয়ে যাব ভাবা আর 'শীর্ষেন্দু'র ল্যাখা পড়ে হিট খাওয়া একই ব্যাপার। কল্পনাতে হলেও বাস্তবে হয়না। দুনিয়ার কোটি কোটি লোক এই অনিশ্চয়তা নিয়ে রাত্রে ঘুমায়। কোর সেক্টারের ইঞ্জিনিয়ার আবার কোন তালেবর? যত্তসব।

    বরঞ্চ ভাবুন, যতদিন বাঁচব, কিছুনা কিছু করবই। এমন কিছু যাতে পয়সা রোজগার হয়।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৫722787
  • আমাদের অফিসেই বেশ কয়েকজন আছেন যাঁরা নানহি কলি প্রোগ্রামে ১০ ১২ টা বাচ্চার পড়ার দায়িত্ব নিয়েছেন। আরো কিছু কিছু করেন যেগুলো আমি সব জানি না। এরা সকলেই মনে করেন অন্তত দুটো বাড়ী তো মিনিমাম দরকার ৩টে হলে আরো ভাল ইত্যাদি। এঁরা সব বাড়ীর ঠিকঠাক ট্যাক্স ইত্যাদিও দেন। তবে গুরুতে অবশ্য লেখেন না, কারণ এক তো বাংলা তাদের ভাষা নয়। তো এরা যে এইসব বলেন তাতে খুব কিছু অন্যায় করছেন বলে ভাবতে পারছি না তো। ওঁদের পছন্দ। আবার এইসব কিচ্ছু চাই না শুধু একটা ভাল বাইক আর সারা ভারত চক্কর মেরে বেড়াবেন এমন লোকও আছেন।
    আমার কাছে কাউকেই ঠিক দোষী মনে হয় না।

    হ্যাঁ এরা কাউকে হ্যাটা দিলে সেটা অন্যায়। নিজের ছেলেমেয়ের ওপরে চাপ সৃষ্টি করলেও সেটা অন্যায় বলে মনে করি।
  • Rit | 213.110.242.23 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৫722786
  • চাকরী দিব্বি ছাড়া যায়।
    গত বছর সান্দাকফুতে আলাপ হয়েছিল তাপসদার সাথে। কোলকাতায় একটা বিদেশী ব্যাংকে চাকরী করত। কিন্তু বস ওকে ট্রেকিং এর জন্য ছুটি দিচ্ছিল না। ছেড়ে দিল চাকরী। এখন পাহাড়েই থাকে। দেশে বিদেশে। বড়লোক না হলেও গিয়ার কেনার পয়সা জুটেই যায়।
  • dc | 132.174.114.159 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৫722785
  • শিক্ষা আর স্বাস্থ্য তো অবশ্যই বেসিক রাইট হওয়া উচিত, অবশ্যই এগুলোর পেছনে সরকারের অনেক বেশী ব্যয় করা উচিত, অন্তত বেসিক শিক্ষা আর বেসিক স্বাস্থ্য (বা তার কিছুটা বেশীও) সবাইয়ের বিনামূল্যে পাওয়া উচিত। আসলে আমরা যারা ক্যাপিটালিস্ট তারাও এইচডিআই এর ওপর জোর দি কারন তাতে মার্কেট ম্যাচিওর হয়, স্কিলসেট বাড়ে, বেশী সেলও করা যায়।
  • dc | 132.174.114.159 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৯722788
  • আজকাল মাঝে মাঝেই পড়ি কারা যেন ব্লগ লিখে আরো কি কি সব করে দেশ বিদেশ ঘুরে বেড়ায়। এরকম সব কিছু ছেড়ে দিয়ে ঘুরতে বেরিয়ে পড়লেও মন্দ হয়না। তবে হ্যাঁ ব্লগটা পপুলার হতে হবে যাতে ঠিকমতো মনেটাইজ করা যায়।
  • pi | 233.231.36.116 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:২০722789
  • শুধু গুরু কেন হবে ? গুরু, বাড়ি , আপিস সবই আছে।
    কিন্তু একই রকম লোক্জন হয়ে গেলে, সবাই যদি বলেন কোটি কোটি টাকা না হলে হবেনা , তখন একই রকম এবং খুব বেশি করে পিয়ার প্রেশার হয় তো বটেই, সেটা বিকশিত ব্যক্তিত্ব হলেও হয়।

    আর ইন্ডিভিজ্যুয়াল দানটা কোন সমাধান নয়। কেউ করলে ভাল, এই অব্দি।

    একই রকম পরিশ্রম করে যখন কেউ কোটিতে রোজগার করেন আর কেউ হাজারে, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় দক্ষতার অভাবে বা সুযোগের অভাবে, যার কোনোটাতেই বেশিরভাগ ক্ষেত্রে যিনি পেলেন না, তাঁর হাত থাকেনা। বরং সিস্টেমের ইন্হেরেণ্ট ইন্জাস্টিস সেটা। যিনি পেলেন, তিনি ব্যক্তিগতভাবে কোন অন্যায় করছেন, এমন কিছু বলা হচ্ছেনা, কিন্তু এই সিস্টেমে তিনি প্রিভিলেজড তো বটেই বা সিস্টেমের সেই ইন্জাস্টিসের অংশ তিনিও।
    সারপ্লাস চুরির কথা আসলে আবার ইন্জাস্টিসের সরাসরি ভাগীদারও বলা যায়।
    ।তাঁর বেশি ইনকামটা অবশ্যই শুধুই ব্যক্তিগত জোরে নয়। সিস্টেমের সাপোর্ট বা অধিকতর ফেভার আছে বহ ক্ষেত্রেই। এবার প্রশ্ন আসবে, এই অধিকতর যেটা, সেটাই সবার ক্ষেত্রে হওয়া উচিত, নাকি এখানেও একটা ব্যালেন্স আসা উচিত, ম্যাক্সিমাম ওয়েজের ক্ষেত্রেও।
  • pi | 233.231.36.116 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৫722790
  • দোষী বা অন্যায় করছেন, এসব কোন কথাই আমি কিন্তু বলিনি। আমি মনেও করিনা। এগুলো বললে ছায়ার সাথে যুদ্ধ হবে।
    এগুলো যার যার ব্যক্তিগত চয়েজ হিসেবে থাক না, কোন কথাই বলার নেই। কিন্তু এই এতগুলো বাড়ি গাড়ি এত এত কোটি টাকা না হলে হবেই না, এটাই হতে হবে, এগুলো তো শুধু এরকম না হলে আমার হবে না এভাবে আসেনা, আসে ভালোভাবে বেঁচে থাকতে গেলে এটাই দরকার, এরকম না হলে হবেনা বলে আমিও হবেনা বলছি, এই টোন নিয়ে। কথা, সেটা নিয়ে।
  • dc | 132.174.114.159 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৬722791
  • তবে আজকাল নানানরকম ইনকামের উপায় খুলেছে দেখি, যেগুলো আগে ছিলনা। আসলে ইকনমি যতো ম্যাচিওর করবে আর সার্ভিসের দিকে যাবে ততো ইনকাম অপরচুনিটি তৈরি হবে।

    (সার্ভারে খুব গন্ডগোল হচ্ছে)
  • Ekak | 53.224.129.46 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৮722793
  • যাঁরা মনে করেন কোটি কোটি টাকা না হলে চলবেই না তাঁদের নিয়ে সমস্যা টা কী ? দ এর দেওয়া উদাহরণে আমি অন্তত কোনো সমস্যা দেখছিনা । প্রতিটা মানুষের স্বপ্ন -ইচ্ছে -এক্সেলেন্স এর জায়গা আলাদা । পিয়ার প্রেসার তো যে কোনো ফিল্ডের কমন ব্যাপার । সেটা কতটা নেবে , নেবে না সে নিজের গল্প । এই যে পাই ভালো গান গায় , এবার আমরা গানের কিছু গভীর ব্যাপার বুঝিনা তারা ভালো বা মন্দ বলে দায় সারি , এখন কোনো কুক্ষনে যদি চারপাশে একপাল দক্ষিণী বা শান্তিনিকেতনি এসে জুটতো তাহলে ন্যাচারালি উদ্দাম পিয়ার প্রেসার তৈরি হতো যে অমুক জায়গায় এইভাবে সুর না লাগালে হবে না । হবে নাতো হোনবেই না । সে মহা তক্কাতক্কি । এবার যারা এগুলো ভালোবাসে, এগুলো যাদের এক্সেলেন্স তারা এগুলো এনজয় করে । তারা পিয়ার প্রেসার কতটা নেবে বা নেবেন নিজেরাই ঠিক করে ।

    টাকা রোগার আলাদা কিচ্ছু না । এটাও একটা এক্সেলেন্স । সে অন্য মতের লোকদের এক্সেলেন্স না মনে হলেও । যেমন কিনা আমার মতো বাথরুম সিঙ্গারের কাছে সা ও যা গা ও তাই , তেমনি অনেকের কাছে আম্বানি বা ফোর্ড যা পাড়ার গাঙ্গুতেলি ও তাই । এটা আমার সীমাবদ্ধতা । জীবনের বাকি সবকিছু এক্সেলেন্স আর টাকা টা জাস্ট "দরকার তাই করছি " এরকম সবার কাছে নয় । এটা বোঝা দরকার ।

    টাকা রোজগার ও সেভিং একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ছোটোব্যালা থেকে শেখানো উচিত বলে মনে করি । আমাদের দেশে ভাবা হয় বাচ্চার হাতে টাকা দিলে বখে যাবে । ফলস্বরূপ এই হয় যে বাচ্চা মাথার মধ্যে প্রচুর উদ্ভট অবদমন পুষে বড় হয় এবং যেদিন চাকরি করে সেদিন এক পয়সাও সেভিং না করে ওড়াতে শুরু করে । এটা প্রচন্ড খারাপ । "টাকা " নিয়ে মানসূহের মধ্যে আবালমার্কা গিলটি ফিলিং আছে বলেই এরকম পরিস্থিতি হয়েছে । যদি ছোটোব্যালা থেকে সবাইকে টাকা ভাগ করে দিয়ে বলা হতো , দেখো এই হলো রোজগার এবার চালাতে পারলে চালায় নাহলে হরিমটর খেয়ে থাকো , তাহলে বড় হবার আগেই বাচ্চারা সেভিংস শিখে যেত । রোজগারের প্রয়োজন এবং সেভিংস এই দুটো নিয়েই আমূল মানসিকতা পরিবর্তনের দরকার আছে । তাহলে রেস্পন্সিবিলিটি তৈরী হবে ।

    আর , মিনিমাম ওয়েজেস এর পক্ষে সর্বদাই আছি । আমাদের দেশের যা কন্ডিশন , তাতে এখানে না হবে সমাজতন্ত্র না হবে মুক্ত বাজার । মিনিমাম ওয়েজেস সিস্টেম তৈরী করে মধ্যবিত্ত শ্রেণীর উপর প্রেসার ক্রিকেট করতে না পারলে এই মাঝখানের লেয়ারে ফ্লো আটকে তাহাকে কোনোভাবেই কমবে না । আমি অন্য একটা টই তে ফুড ইন্ডাস্ট্রিতে অটোমেশন এনে ম্যাসিভ সারপ্লাস তৈরীর কথা বলেছি ওটাই এই লাইনেই , যে কিছু অভাবী মানুষ খেতে পাক। তারজন্য কিছু ইঞ্জিনিয়ারের চাকরি গেলে সে আবার জুটিয়ে নেবে খন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন