এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইঞ্জিনিয়ারিং নিয়ে আরো দু-চার কথা

    Dipankar
    অন্যান্য | ২১ সেপ্টেম্বর ২০১৬ | ১২৮০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 233.231.36.116 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩১722794
  • নিজের চলবে মনে করুন না, সমস্যা কীসের।
    কারুর কাছে টাকা রোজগার মোক্ষ হোক না, সমস্যা কীসের।
    এগুলো সমস্যা বললে, আবারো বলব ছায়ার সাথে যুদ্ধ হচ্ছে।

    কিন্তু কোটি কোটি টাকা না হলে লোকজনের চলেনা, টাকা রোজগারই জীবনএর মোক্ষ এরকম প্রিচ করলে সমস্যা আছে বইকি।
    আশা করি দুটোর পার্থক্য বোঝা যাবে।
  • Ekak | 53.224.129.46 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৩722795
  • যার যেটা এক্সেলেন্স সে সেটাই প্রীচ করবে কারণ তার কাছে ওটাই স্ট্যান্ডার্ড । এটাতে অন্যদের অসুবিধে থাকলেও কিছু করার নেই । সবার হয়ে গাইডলাইন সেট করে দেওয়া যাবে না তো !
  • কচ | 198.70.22.60 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৫722796
  • প্রিচ করলেই বা কি? নিচ্ছে কে? কোটি কোটি ফালতু কথা ডেইলি প্রিচড হচ্ছে। না নিলেই হল। নিজের চিন্তার উপর নিজের বিশ্বাস চাই। খুব করেই চাই। তা না হলেই গেছে সব রসাতলে।
  • dc | 132.174.114.159 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৭722797
  • হ্যাঁ, আল্টিমেটলি যার যার জীবন তার নিজের। নিজের মতো করে চললেই হলো।
  • pi | 233.231.36.116 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৮722798
  • প্রিচিং এ আপত্তি করলেই বা তাইলে অসুবিধে কীসের ? ঃ)

    আর অসুবিধে না থাকলে পিয়ার প্রেশার কথাটা বোধহয় নইলে আসতোই না ( ডিঃ ব্যক্তিগত কোন অসুবিধের কথা হচ্ছে না)।
  • Ekak | 53.224.129.46 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৪722799
  • প্রীচিং এ আপত্তি করলে অসুবিধে আছে কারণ নিজের স্ট্যান্ডার্ড প্রচার করা স্বাধীনতা । প্রচারে আপত্তি করা স্বাধীনতা নয় । যাদের মনে হয় এক লক্ষ টাকা রিটায়ারমেন্ট এর পর থাকলেই যথেষ্ট তারাও প্রীচ করুক না । কে আটকাচ্ছে ? তারা প্রীচ করছেনা কেন ?

    এমনিতেই তো মিনিমালিস্ট লাইফস্টাইল -লো কোস্ট লিভিং এগুলো নিয়ে বিদেশে প্রচুর ব্লগ বেরোয় । কত আলোচনা । তা আমাদের এখানে যাঁরা হাতে -কলমে মিনিমালিস্ট লাইফস্টাইল মেইনটেইন করছেন বা লো কস্ট লিভিং -এ কোনো সমস্যায় না পরে সাস্টেইন করছেন তাঁরা গুরু তে লিখছেন না কেন ? সবার ভয়েস থাকুক । কারো ভয়েস রাখা টা আপত্তিজনক নয় । রাখতে না দেওয়াটা আপত্তিজনক । এবং সেক্ষেত্রে যাঁরা লো কস্ট লিভিং সাক্সেসফুলি করতে পারছেন তাঁদের ভয়েস আসার জায়গায় বন্ধ হচ্ছে । সেটাকে উৎসাহ না দিয়ে , একপক্ষ যাঁরা হাই কস্ট লিভিং এর কথা বলছেন তাঁদের কে আপত্তি জানিয়ে কোন উদ্দেশ্য সাধিত হবে ?
  • কচ | 198.70.22.60 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৫722800
  • গণতান্ত্রিক' 'ধর্মনিরপেক্ষ' দেশ। প্রিচিং এ খুব একটা আপত্তি করা যায়না। তাইলে ফ্যাসিস্ট তকমা জুটতে পারে। 'প্রিচিং'এ সাবস্ক্রাইব না করলেই হল। অথবা পাল্টা উল্টো কিছুর 'প্রিচিং'এর কথাও ভাবা যায়।
  • pi | 233.231.36.116 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৬722801
  • হ্যাঁ, তারা আপত্তি করবে , কোটি কোটি টাকা প্রয়োজনীয় নয় বলে। সেই আপত্তিতে আপত্তি কেন ? ঃ)

    বিরোধিতা থাকলে একট তো অন্যটাকে নেগেট করবেই।
  • pi | 233.231.36.116 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৩722804
  • আরে, এতো বেসিকে গণ্ডগোল হচ্ছে। গণতন্ত্র আবার কবে আপত্তি করা নিয়ে আপত্তি করল ! ব্যান বা সেন্সর তো চাওয়া হচ্ছে না।
    আপত্তি তোলাটাও গণতন্ত্রেরই অংশ। ঃ)

    তবে ডিসির ১০"০৮ এই পড়লাম। পুরোই ক। এরপর তর্ক নাই ঃ)
  • dc | 132.174.114.159 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৩722802
  • আমার কোন কিছুতেই আপত্তি নেই। প্রিচিং, অ্যান্টি-প্রিচিং। যে যার মতো আলোচনা করুক।
  • Ekak | 53.224.129.46 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৬722805
  • আরে সেটা দেখাক একটা লো কোস্ট লাইফস্টাইল নিয়ে লিখে !! যারা বলছে দরকার তারা তো মিনিমাম কিছু হিসেবে দিচ্ছে যে ইনসিওরেন্স বাবদ এতো , মেডিকেলে এতো । তারা তো ফাঁকায় চেঁচাচ্ছে না ! তাদের মতো করে তাদের ইন্টিগ্রিটির কোনো সমস্যা আছে কী ?

    যারা বলছে লো কস্ট লাইফস্টাইল সম্ভব তারাও একটা মডেল দিয়ে দেখাক যে দেখুন এইবাহেব থাকলে , অমুক জায়গায় খরচ কমালে , এইটা এইটা করলে এমন সম্ভব । কি আজ অবধি তো লো কস্ট লিভিং মডেল নিয়ে কাওকে সাসটেইনেবল কিছু লিখতে দেখলুম না এখানে । শুধুই "আপত্তি " জানানো একটা সারহীন ফাঁপা ব্যাপার । আপত্তি তো সাপ-ব্যাঙ সবকিছুতেই জানানো যায় । একটা মডেল ড্র করুক । দেখাক কীভাবে সম্ভব । মানুষ সত্যি জানতে চায় কীভাবে লো কস্ট লিভিং সম্ভব ।

    আর ওই টিপিক্যাল "লোভ পরিত্যাগ করুন তাহলেই সম্ভব " ওগুলো একদম মেইনস্ট্রিম ভাট । মেইনস্ট্রিম এর বিরোধিতা করে বরং বাস্তবসম্মত মডেল আসা উচিত যে কীভাবে লো কস্ট লিভিং সম্ভব । সেসব আসুক তারপর শুনছি । ফাঁকা আপত্তির কোনো দাম নেই ।
  • pi | 233.231.36.116 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৬722806
  • কোটি কোটি টাকা সঞ্চয় ছাড়া চলবে না না চলে না ?

    ফাঁকা আপত্তি আবার কীসের ? কোটি কোটি লোক কোটি কোটি সঞ্চয় ছাড়া চালাচ্ছে।
  • kc | 198.70.22.60 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১১722807
  • এইসব আপত্তিতে আপত্তি করলে, সময় আর এনার্জি নষ্ট ছাড়া কিস্যু হয়না। এর থেকে অশীন দাশগুপ্তর একটা প্রবন্ধ হাতে এসেছে, সাম্প্রদায়িকতা নিয়ে, সেসব পড়ে ফেলাই ভাল।
  • Ekak | 53.224.129.46 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৬722808
  • আবার সেই এক কথা :) "চালাচ্ছে " কথাটার মানে কী ? সেতো অবুঝমারের আদিবাসী ও চিকিৎসার অভাবে মোরে মরেও "চালাচ্ছে " । পরিষ্কার করে বলা দরকার , যেমন কোটি টাকার লোকেরা বলছে যে এইবাহেব এতো টাকা দিয়ে আমি এই রিস্ক কভার করছি ।

    ঠিক এইভাবে বলা দরকার যে লোকটা মাস গেলে তিন হাজার টাকা বা তেতত্রিশ হাজার টাকা রোজগার করছে সে কী রিস্ক কভার করছে । যদি দেখা যায় সে কম টাকায় বেশি রিস্ক কভার করতে পারছে সেটা তার এক্সেলেন্স । সেখান থেকে সবার শেখার আছে । যদি দেখা যায় পারছেনা তাহলে সেখান থেকে শেখার কিছুই নেই ।

    আমি একটা আলোচনা আদৌ করবো কেন সময় দিয়ে যদি শেখার কিছু না থাকে । মিনিমাম কস্ট লিভিং কীভাবে সম্ভব ম্যাক্সিমাম কভারেজ দিয়ে এইটা বোঝাই তো আমার উদ্দেশ্য । এটার একটা ভ্যালু আছে । "চালাচ্ছে " র মতো ভাসা ভাসা কথার কী ভ্যালু ।
  • kc | 47.36.109.118 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩০722809
  • রিস্কগুলো একটু মেনশন করা হোউক।
  • pi | 233.231.36.116 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩৫722810
  • আমি তো মনে করি, জীবনযাপন ব্যক্তিগত একটা ব্যাপার। তার জন্য জবাবদিহি বা খতিয়ান দেওয়া, কোনোটারই কোন প্রয়োজন দেখিনা।
    কেউ যদি প্রিচ করেন কোটি কোটি টাকা না হলে লোকজনের চলবেই না, সেটা কেন সেটা বোঝানোর দায় তো তাঁর। ব্যক্তিগতভাবে কারুর চলবে না বললে কোন প্রশ্নই নেই, কেন তাঁর চলবে না, এ প্রশ্নও আসেনা। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার।
  • Ekak | 53.224.129.46 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪২722811
  • উঁহু হচ্ছেনা । আমি কোন জীবনযাপন বেছে নেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার । জীবনযাপন একটি ব্যক্তিগত ব্যাপার নয় । একই ভাবে সকলেই তাদের বাচ্চাদের কিভাবে মানুষ করবেন সেটা তাঁর ব্যক্তিগত । চাইল্ড এডুকেশন বা চাইল্ড রেইসিং এর সমস্যা নিয়ে আলোচনা ব্যক্তিগত নয় । ইমপ্লিমেন্টেশন নিজের নিজের । এখানে কোটি টাকা রোজগার করার কথা এই প্রিমিসেই আসে যে কীভাবে রোজগার করলে কীরকম জীবনযাপন হয় । কেও সেট করে দেয়না যে আপনিও ওরকম করুন । এবার এই "কীরকম জীবনযাপন " তাই নিয়ে হাই কস্ট / লো কস্ট মডেল থাকতে পারে । যার হাই কস্ট পার্ট আমরা ইতিপূর্বে অনেকবার পড়েছি । কিন্তু লো কস্ট মডেল একটাও পাইনি । এখানে ব্যক্তিগতর কিছু নেই । কারণ কাওকে সরাসরি কিছুই নির্দেশ দেওয়া হচ্ছেনা । সাস্টেইনিবিলিটি নিয়ে কথা হচ্ছে ।

    কেও কারোর মেইন জিজ্ঞেস করেনি , অমনভাবে চলুন বলে নির্দেশ ও দেয়নি । ব্যক্তিগত আসে কোদ্দিয়ে । আর এসব পড়ে যদি কেও বায়াসড হয় সেটা যারা লো কস্ট মডেল পেশ করতে পারছেনা তারা ভাবুক । যারা হাই কস্ট মডেলের সমর্থক তাঁরা তো আগেই অনেকবার বলেছেন কেন হাই কস্ট।
  • kc | 198.70.11.253 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪৭722812
  • একক একটু রিস্কগুলো বলে দেওয়া হউক।
  • Ekak | 53.224.129.46 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫৮722813
  • প্রথম রিস্ক রাখছি পোস্ট রিটায়ারমেন্ট মোটামুটি যদ্দিন বাঁচবেন তার খাওয়া -পরা খরচ । ইনফ্লেশন -ব্যাংকের সুদ না থাকা ইত্যাদি সব ধরে ।

    দ্বিতীয় রিস্ক মেডিক্যাল । মেডিক্লেম দিয়ে সব কভার হয়না । কাউন্টার ড্রাগ -প্রিমিয়াম মিলিয়ে একটা খরচ আছে । এর পরে হলো আপনার যদি ডায়াবেটিস জাতীয় কিছু থাকে তাহলে তো মেডিক্লেমে এলিজিবল ই নন । মাথায় আকাশ ভেঙে পর্বে । তখন টাকা জমানো ছাড়া গতি নেই । একেকটা অপারেশনে লাখ লক্ষ বেরিয়ে যাবে ।

    থার্ড রিস্ক এডুকেশন । বাচ্চাদের পড়াশোনা । সবার বাচ্চা প্রতিভাধর হবে জলপানি পাবে বা সরকারি কলেজেই র্যাংক করবে এমন তো নয় । সেক্ষেত্রে দরকার হলে প্রাইভেট এই পড়াতে হবে ।

    ফোর্থ রিস্ক : সাস্টেইনেন্স ওভারহেড : এর মধ্যে নরমাল খাইখরোচ থেকে জামাকাপড় এবং বাড়ি ভযেজে পড়লে সাড়ানো সবই আছে । আপনার যা যা একটিভিটি এন্ড লিভিং টুলস তার ওভারহেড ।

    এইভাবে পর পর আসবে । এখানে কেও এখন হল্ল্লা করতেই পারেন যে মেডিকেল কেন ফ্রি হবেনা -শিক্ষা কেন ফ্রি হবেনা বাসস্থান কেন ফ্রি হবেনা । সেসব দাবিদাওয়া (যদিও কিভাবে হবে জানিনা একমাত্র কোনো স্টেট্ স্পন্সর্ড পঞ্জী স্কীম ছাড়া ) করুক লোকে কোনো আপত্তি জানাতে যাবোনা , কিন্তু এই পরিস্থিতি , যেখান এদাঁড়িয়ে আছি সেখানে এই রিস্কগুলো এক্সিস্ট করে । এগুলোর আইডার সামনা করা যায় বা এগুলোর কাছে হেরে যাওয়া যায় । মরে হেজে যাওয়া যায় । তৃতীয় কোনো পথ নেই । লো কস্ট লিভিং এ বর্তমান এবং ভবিষ্যৎ অর্থনীতিতে কিভাবে এর সামনা করা সম্ভব জানতে চাই ।
  • Arpan | 203.108.73.47 | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫৮722815
  • ৪৫ পরবর্তী সময়ে চাকরি যাবার রিস্কও আছে। এককের লিস্টে অ্যাড হবে।

    দ্বিতীয়ত, লক্ষ করলাম সেই যে নাম এখানে নিতে নেই, অভ্যু নির্বিবাদে সেই নাম নিল। এর জন্য বেচারির কি চাট্টি কানমলা প্রাপ্য হয়?
  • aka | 79.73.9.37 | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৭722816
  • একখানা লাইফ চেঞ্জিং অসুখ বিসুখ বাড়িতে হলেই টাকার প্রয়োজনীয়তা বোঝা যায়। যদ্দিন না বিবাদী বাগ হয়ে বিপ্লব এসে সমাজ বদলে দিল তদ্দিন যার যার যোগ্যতা অনুযায়ী টাকা পয়সা বাড়ানোর দিকেই নজর দেওয়া উচিত এটাই লাইফ লেসন। নইলে কখন দিনে ৮০০০০ টাকার মেডিক্যাল বিল ভরতে হবে দিনের পর দিন, সে ঠিক নেই। এছাড়াও একক অনেক কিছুই লিখেছে।

    আজকাল নাকি বিই কলেজে পড়তে বছরে দুই লাখ লাগে। শুনেছি।

    আর ব্যক্তিগত লক্ষ্যের সাথে রাজনৈতিক অবস্থানের কোন যোগাযোগ নেই।
  • Ekak | 53.224.129.46 | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪২722817
  • "একখানা লাইফ চেঞ্জিং অসুখ বিসুখ বাড়িতে হলেই টাকার প্রয়োজনীয়তা বোঝা যায়। "

    এটা বিলক্ষণ জানি । আমাদের বাড়িতে লাইন দিয়ে ক্যান্সার এবং প্রত্যেকটা মৃত্যু শুধু নিকটআত্মীয়ের শোক নয় সেইসঙ্গে অর্থনৈতিক ধাক্কাও দিয়ে গ্যাছে । টাকার যে কী দরকার তখন হাড়ে হাড়ে টের পাওয়া যায় ।
  • Abhyu | 208.137.20.25 | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৪:১০722818
  • নির্বিবাদী লোক তো, কানমলা প্রাপ্য হবে কেন?
  • bhagidaar | 34.49.119.28 | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৫:৪০722819
  • অভ্যুর কানমলার জন্য কি বিশেষ ওকেশান লাগে নাকি?
  • pi | 233.176.46.174 | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২১722820
  • অত পাইপয়সার হিসেব রোজের জন্যই কোনদিন করিনি তো তারপর তো ভবিষ্যতের জন্য ! যাহোক, পাঁচ- দশ লাখ টাকা পড়াশুনার খরচ , দশ লাখ টাকা চিকিৎসার জন্য ( মেডিক্যাল পলিসিও থাকে লোকের) রাখলে রোজের থাকা খাওয়ার জন্য কত টাকা রাখতে হয়? কয়েক কোটি ?

    আর আরেকটা উত্তরও চাই। সব কী হওয়া উচিত, কেন হয়না তাই নিয়ে তো কম দাবিদাওয়া, টইপত্তর দেখিনা। তাহলে এই কোটি কোটি টাকা থাকা মাস্ট হলে যারা লাখ দু লাখও সঞ্চয় করতে পারেন না, তাঁদের জন্য কোন দাবিদাওয়া দেখিনা কেন ? স্বাস্থ্য , শিক্ষা ফ্রি তে হওয়া কি মিনিমাম ওয়েজ বাড়া নিয়ে কখনো মাথাব্যথা দেখিনা কেন ? সেই 'হল্লাগুল্লা' গুলো অন্যদের করতে হয় কেন আর করলে তারা আবার খিল্লিখিস্তির পাত্রই বা হয় কেন ?
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২২ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩৮722821
  • ক।
  • Santanu | 15.107.28.45 | ২২ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৮722822
  • পাই, মনে হচ্ছে একটা ভুল হচ্ছে। এই যে কোটি কোটি টাকার গল্প এলো, সেগুলো এলো আর্লি রিটায়ারমেন্টের প্রেক্ষিতে। কাদের রিটায়ারমেন্ট, না যাদের এখন কার রোজগার এ বাচ্চারা ভালো স্কুলে পরে, বাড়িতে কারুর রোগ বিপদ হলে, নার্সিং হোম এ চিকিৎসা হয়, ইত্যাদি।
    এবার সে বললো, কিছু জমানোর দরকার নেই, এই আমি রিটায়ার করলাম। চা খাবো আর কাগজ পড়বো। ওহে বাচ্চারা, এবার মিউনিসিপালিটি স্কুলে যাও, ওহে বৌ, অসুখ হলে মরে যাও বা হাসপাতাল এ যাও। কারণ আমি বিনা কিছু সঞ্চয়, কাজকম্মো করা বন্ধ করে দিয়েছি।
    এ তো পাগলামি।
    এবার কতটা সঞ্চয়? আমাদের শান্তিনিকেতনের কৃষ্ণ বলে, এই দুই মেয়ের বিয়ে দিয়ে দিলাম, ব্যাস ধার শোধ হয়ে গেলে, হাজার বিশেক টাকা জমে গেলে, গ্রামে ফিরে যাবো। আমার কোলিগ ললিত বলে, বোম্বে তে প্রতি মাস এ খরচ সোয়া লাখ তো লাগবেই আর ছোট ছেলে বলছে বাইরে যাবে এমবিএ করতে, আর দুই ছেলের বিয়ে দিতে হবে, আমার রিটায়ার করতে সময় লাগবে।
    কিন্তু কৃষ্ণর বৌ ও শান্তিনিকেতন ছাড়তে চায় না, ললিতের বৌ ও দুবাই ছাড়তে চায় না, তবে সে অন্য গল্প।
  • ranjan roy | 192.68.23.133 | ২২ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৪722823
  • শান্তনু,
    ঃ)))।
  • pi | 11.39.39.62 | ২২ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৭722824
  • ঃ)
  • bip | 183.67.3.44 | ২৩ সেপ্টেম্বর ২০১৬ ০৫:২১722826
  • মানে বৌরাই যত নষ্টের মূল। ইহাই সারমর্ম এই টই এর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন