এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মারোয়ারীদের বিরুদ্ধে হঠাৎ এত ক্ষোভ ফুঁসলে উঠলো কেন?

    bip
    অন্যান্য | ১৯ সেপ্টেম্বর ২০১৬ | ৮৩৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit Sengupta | 113.227.97.74 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৮:২৭722970
  • আজ্কাল মিডিয়া ট্রায়াল ব্যাপারটা খুব শোনা যাচ্ছে। আমাদের বন্ধুবান্ধবেরই তো নির্বিচারে ফেসবুক, Whatsapp মেসেজ চোখ বুলিয়েই ফরোয়ার্ড করে দিচ্ছে।
    এখন এই ঘটনাটাকে এমন ভাবে দেখনো হচ্ছে যেন বাংলার ইতিহাসে লেখা থাকবে এই মারোয়াড়ীদের বিরুদ্ধে বাঙ্গালীদের প্রথম uprising। পন্ডিতিয়া যেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট।

    প্রাথমিক রিপোর্টে দেখা যাচ্ছে ভাঙ্চুর হওয়া গাড়িগুলো প্রধানত হন্ডা সিটি (১০), ফোর্ড ইকো স্পোর্ট (৩), ও অন্যান্য হ্যাচব্যাক। ফোর্ট ওয়েসিসের ফ্ল্যাটের দাম ১ কোটির আশেপাশে, যে কোন ৫০ / ৬০ লাখের মার্সিডিজ, আউডি বা বিএম্ডবলিউর মালিকের জন্যে বড় কম। এখন দেখা গেল ঐ মার্সিডিজটা ঐ কম্প্লেক্সেরই নয়। এছাড়া ফোর্ট ওয়েসিসে মারোয়াড়ীরা সংখ্যাগরিষ্ঠও নয়। কিন্তু ফেসবুক কি আর ওসব দেখে, আমার কল্পিত গল্পটা ভাইরাল হলে আমার আনন্দ, আমার শেয়ার বা ফরোয়ার্ডে অনেক লাইক পাওয়ার মজাই আলাদা। আমাদের আর একটু দায়িত্ববান হবার সময় এসেছে।

    এছাড়া, যে চারজন পান্ডা ধরা পড়েছে, তাদের ভেতরে তিন জন ইউপি বিহারের লোক। এখানেও ঐ হিস্টোরিক আপরাইজিঙ্গের গল্পটা জমছেনা। বস্তির মধ্যে একটা গেটেড কম্যুনিটিওয়ালাদের বস্তিবাসীরা খুব ভালো চোখে দেখবেনা ও অন্যদিকথেকেও একই।

    ফেসবুকের গল্প বিশ্বাস করে না ভেবে ভাইরাল করে তোলাটা কিন্তু গনেশের দুধ খাওয়ার গল্প প্রচার করার মত।
  • সিকি | 165.136.80.172 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৪৯722971
  • একেবারেই তাই,। কিন্তু সে কথা বিপকে কে বোঝায়। একে তো সোমবারে এসব পোস্ট করেছে, তার ওপর ঐ আধসেদ্ধ জ্ঞানের কেস। ফেসবুক আর হোয়াটস্যাপ দেখেই ওপিনিয়ন বিল্ড করবেন, চা খেতে খেতে একটা নাতিদীর্ঘ প্রবন্ধ নামাবেন, যুগপৎ সেটা ফেসবুকে ও গুরুর টইপত্তরে নামাবেন।

    কমন ফ্যাক্টর কয়েকটা থাকবেই, যে টপিকই হোক - বামেরা পিঁপ পিঁপ ডটডট স্ল্যাশস্ল্যাশ, বামেরা ডাইনোসর, মমতা ব্যানার্জী আহাআহা, উহুউহু, সনিয়া মনমোহন মোদী সমাজতন্ত্র ধনতন্ত্র জনগণমন।

    আর শেষের দিকে এক বা একাধিক "হৌক" থাকবে, মাঝের দিকে গুটিকয় "উনার" "উনাকে" থাকবে।

    :)
  • dc | 132.164.214.132 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৫৭722972
  • বাপরে কলকাতায় কি সব হচ্ছে মাইরি! জয় মা মাদার টেরেসা!
  • সিকি | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫০722973
  • দেশদ্রোহী নাস্তিক কোথাকার! মাদার কী হে? বলুন সন্ত তেরেসা।
  • sch | 132.160.114.140 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৫722974
  • আচ্ছা সিকি এই লোকটাকে "বালগান্ডু " বললে সে কি গালি দেওয়া হয় না সত্য ভাষণ হয় একটু বুঝিয়ে বলবেন?
  • kc | 198.71.248.15 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৭722975
  • সিকিকে জিগাচ্ছ ক্যানো? সে কি সত্যই 'গুরুঠাকুর' হয়েছে নাকি?
  • dc | 132.164.214.132 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৪722976
  • :d :d
  • :ৱ | 103.115.95.204 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৬722977
  • বিপ খুব আউট বক্স চিন্তা করেন, ফলো করা মুশকিল। সমস্যা হচ্ছে প্রতিটি পোস্ট ফ্যাকচুয়ালি উইক ও লজিক্যালি আনসাউন্ড হয়।
  • dc | 132.164.214.132 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ২০:১১722978
  • Wonko the sane এর কথা মনে পড়ে গেল :d
  • Robu | 11.39.56.195 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫০722980
  • 'আসলেই' বাদ গ্যাছে।
  • PT | 213.110.242.21 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৫722981
  • "কলকাতায় এখন হঠাৎ হঠাৎ ভাঙচুড় হওয়াটা বেশ কমন ব্যাপার।"
    এই পদ্ধতিটাতো সেই বিধাসসভা লন্ডভন্ড হওয়ার পর থেকে "মহাজন যে পথে করেন গমন" লাইন ধরে ইন্স্টিট্যুশনালাইস হয়েছে। বেশ শ্রমনিবিড় পদ্ধতি।

    অবিশ্যি আজ-কাল লুরুতে কাটিয়ে দু এক জন বাঙালীর (বোধহয় একদা এসএফাই) ক্ষীণকন্ঠে আনন্দের প্রকাশে জানলাম যে এত্তদিনে লুরু কলকাতা হতে চলেছে!! কলকাতার দিকের আমরা কজন সেতো বটেই সেতো বটেই বলে জানালাম যে কলকাতা সম্পুর্ণ ভাবে লন্ডন হয়ে হারিয়ে যাওয়ার আগে কোথাও তো তাকে প্রতিস্থাপিত করতে হবে। তা যেখানে অত বাঙ্গালী ঊরু পেতে বসে আছে কলকাতা তাহলে সেখানেই যাক!!
  • bip | 183.67.3.44 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪৩722982
  • গুরুতে যারা কমেন্ট করেন তাদের অধিকাংশই বাংলাতে ভাল চাকরি না পেয়ে ( পাওয়ার কথাও না )-অন্য রাজ্যে বা অন্য দেশে আছেন। তাদের পক্ষে বাঙালীরা মারোয়াড়িদের প্রতি কত ক্রদ্ধ, তা জানা সম্ভব না। আশাও করি না। পরজীবিদের পক্ষে ভূমিপুত্রদের মন বোঝা অসম্ভব।

    এটা মারোয়ারী বাঙালী ঘটনা ছিল না । সত্য। কিন্ত স্যোশাল মিডিয়াতে রাগ উপচে পড়ল মারোয়ারীদের ওপরে। কারন কোলকাতা শহরের সব কিছুই মারোয়ারীদের দখলে এখন। বারুদের স্তুপ হয়ে আছে।
  • sm | 53.251.91.253 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৪৪722983
  • "কলকাতায় এখন হঠাৎ হঠাৎ ভাঙচুড় হওয়াটা বেশ কমন ব্যাপার।"
    এই পদ্ধতিটাতো সেই বিধাসসভা লন্ডভন্ড হওয়ার পর থেকে "মহাজন যে পথে করেন গমন" লাইন ধরে ইন্স্টিট্যুশনালাইস হয়েছে। বেশ শ্রমনিবিড় পদ্ধতি।
    ---
    পিটি মিথ্যা কথা বলে কি লাভ?এক পয়সা ট্রাম ভাড়া বৃদ্ধিতে 17 টা ট্রাম কারা পুড়িয়েছিল?
  • বাংলা | 119.201.152.7 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০২722984
  • কথাটা 'ফুঁসলে' নয় বাপ, 'ফুঁসে' । আর 'ফুসলে' কথাটার মানে একেবারেই আলাদা ।
  • sm | 53.251.91.253 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩০722986
  • কলকাতায় তথা পব তে ভাঙ চুড় আগে কখনো দেখেন নি বা শোনেন নি?এই যে বিধান সভা ভাঙ চূড়ের পর এই ট্র্যাডিশান শুরু হয়েছে এটা মিথ্যে। যারা কয়েক জন মানুষ কে পুড়িয়ে মারতে পারে, আন্দোলনরত মানুষদের ওপর গুলি চালাতে পারে ;বারংবার ,তাদের কাছে আবার পার্থক্য শিখতে হবে?
    মশায়, আপনি কি এগুলো কখনো পড়েন নি বা শোনেন নি?
  • pi | 233.176.40.149 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩২722987
  • ঘটনাটা পুরো ঠিকঠাক ফলো করিনি। শুরুর পোস্টও ভাল করে পড়িনি। বিপদার বেশিরভাগ লেখাই হয় কিছু কিছু ভুলভাল তথ্যনির্ভর বা শেষমেশ ভুলভাল বিশ্লেষণই হয়ে দাঁড়ায় যে পড়লে সময় নষ্ট মনে হয়।
    পুরন্দরের একটা পোস্ট পড়লাম।

    'পণ্ডিতিয়ায় এক স্কুটার আরোহীকে ধাক্কা মেরে পালায় একটা মার্সিডিজ গাড়ি। মৃত্যু হয় আরোহীর, স্কুটারের অন্য দুজন আরোহীর অবস্থা আশংকাজনক। এই ঘটনার পর এলাকার লোক পুরো ফ্যাতাড়ু কায়দায় এটাক করে সেই গাড়ির মালিক যে কমপ্লেক্সে থাকে, সেখানে। মার্সিডিজ গাড়িটিকে ভেঙে কৌটো করে দিয়েছে তো বটেই বাকি আরো ৫০ টা গাড়িও খরচের খাতায়।

    এই ঘটনার পর কেউ কেউ বলছে যে বেশ করেছে মাড়োয়াড়িদের গাড়ি ভেঙেছে, বহুত বার বেড়েছে ওদের। আর বড়োলোকের দালাল চাড্ডিরা বলছে যে যারা ভাংচুর করেছে তারা নাকি মুসলমান, আল্লাহহু আকবর বলে আক্রমণ করেছে।

    প্রথমেই, বিষয়টা মাড়োয়ারি আর বাঙালির না। বিষয়টা চূড়ান্ত ধনী আর সাধারণ মানুষের। যারা স্কুটারে ছিলেন তারা কেউ বাঙালি নন, যারা ভাংচুর করেছে তাদেরও নিশ্চই সকলে বাঙালি নন। আসল বিষয় হলো বড়োলোকের বেপরোয়া হাবভাব, আসল বিষয় হলো মার্সিডিজ, আসল বিষয় হলো "আমরা খাবো মুড়কি মুড়ি তোমরা চিকেন চাউ, তোমরা হলে এসেনশিয়াল আমরা হলাম ফাউ।" দক্ষিণ কলকাতার রাস্তাগুলো আজকাল রাত হলেই শাসন করে মার্সিডিজ, পরশা, বিএমডাব্লিউ, ফেরারি গাড়ি আর হায়াবুসার মতো বাইক। সাংঘাতিক বেপরোয়া ভাবে চালায় তারা। দুদিন আগেই সার্কুলার রোডে এক বন্ধুর সঙ্গে আড্ডা মারতে মারতে একটা হুডখোলা অডি গাড়ি প্রায় ঘাড়ের ওপর উঠে যাচ্ছিলো। চালাচ্ছিল যে সে খুব বেশি হলে হাই স্কুলে পড়ে। শহরের অধিকাংশ জায়গা জমি তো ধনীরা দখল করেই নিয়েছে, ৩০-৪০ তলা ফ্ল্যাটবাড়ি, বিলাসবহুল মল উঠছে একসময়কার খেলার মাঠ অথবা কারখানার ওপর। এবার রাস্তাঘাট থেকেও সাধারণ মানুষের অধিকার চলে যাচ্ছে। মানুষ সেসব দেখছিলো আর মনে মনে রাগ জমা করছিলো, একদিন সুযোগ পেয়েছে ঝাড়ে বংশে ঝেড়ে দিয়েছে। যেহেতু কলকাতার ধনীদের অধিকাংশ মাড়োয়ারি তাই রাগটাও মাড়োয়াড়িদের ওপর পড়ছে। কিন্তু গাড়িটা যদি বাঙালি চালাতো তাহলেও প্রতিক্রিয়ার বিশেষ হেরফের হতো না।

    বেপরোয়া গাড়ি চালানো বড়োলোকের বাচ্চাগুলো এবার একটু সাবধানী হলে ভালো করবে, এটা ওয়ার্নিং ছিল। আর চাড্ডিরা, যে মারা গেছে তার পদবি পান্ডে, আরেকজন যে গুরুতর জখম তার নাম রামদেব। বড়লোকের দালালি করে সাম্প্রদায়িকতা ছড়ালে এরপর মার্সিডিজের সঙ্গে দু চারটে ভগবতের বাচ্চাদের হাড় গোড়ও কিন্তু ভাঙা হবে। তাই সময় থাকতে শুধরে যা।

    '
  • PT | 213.110.242.6 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪০722988
  • যারা আন্দোলন ও বাঁদরামোর মধ্যে ফারাক বোঝে না তাদের সঙ্গে তক্কে আমি নেই!!
  • dc | 132.174.97.27 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫০722989
  • আসলে সমস্যা কোনটা? মার্সিডিজ, পোর্শে গাড়ি আর হায়াবুসা বাইক, নাকি ট্রাফিক আইনের তোয়াক্কা না করে বেপরোয়া গাড়ি চালানো? পুরন্দরের পোস্টটা পড়ে কেমন যেন "মার্সিডিজই সভ্যতার অভিশাপ" টাইপের মনে হলো। আর তাই যদি হয় তাহলে তো বিধানসভায় নিয়ম করে দিলেই হয় যে কোন একটা নির্দিষ্ট অংকের ওপর যাদের ইনকাম (ধরা যাক বছরে এক কোটি) তাদের পব ছেড়ে চলে যেতে হবে।
  • kc | 198.71.220.12 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫১722991
  • বিপেরটা থিসিস হলে পুরন্দরেরটা অ্যান্টিথিসিস। দুটোই মনগড়া ভাট।

    পিটিদা, বিধানসভা ভাঙচুর হওয়াটা এই লিস্টিতে আসেকি? কারণ, তাৎক্ষণিক জনজীবনে তার প্রভাব পড়েনি। বরং তসলিমা নাসরিনকে তাড়ানোর ঝামেলাটা এই লিস্টিতে আসে। বোধহয় দুতিন ঘন্টার মধ্যে মিলিটারি নেমেছিল। গ্রেপ্তারটেপ্তার বিশেষকিছু হয়নি।
  • pi | 233.176.40.149 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১০:০৭722993
  • যাচ্চলে , আসেনা কেন ?

    এই সময় : এক চিলতে ঘরের মাঝে একটা চৌকি পাতা৷ তার উপরেই চার ভাই -বোন আর মাকে নিয়ে বসত ছিল পণ্ডিতিয়া রোডের দুর্ঘটনায় মৃত অভিজিত্ পাণ্ডের৷ আর যাঁর বাবার কোম্পানির গাড়িতে অভিজিত্ চাপা পড়লেন , সেই বরুণ মাহেশ্বরীর বাংলো বাড়ি ৪৫ গড়চা রোডে৷ গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে কয়েকশো মিটারের মধ্যে বিলাসবহুল এই বাড়ি৷ অনেক অভাব , অনেক রকমের প্রলোভনের পরও পড়াশোনা ছাড়েননি শ্যামাপ্রসাদ কলেজের ছাত্র অভিজিত্৷ সকালটা কাজ করে রাতে কলেজ যেতেন নিয়মিত৷ আর বরুণের জীবন বাংলো বাড়ি , দামি গাড়ি আর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের মধ্যে আবদ্ধ৷ সারাদিন , সারা রাত বাংলোয় ঢুকত দামি দামি গাড়ি , এমনটাই জানাচ্ছেন তাঁর প্রতিবেশীরা৷ রাত করে বাড়ি ফেরা , জোরে ড্রাইভ করা , আর রোজ সকালে পোষ্য সারমেয়দের নিয়ে পার্কে বেড়াতে যাওয়া জীবন বরুণের৷ বাবা সুদর্শন মাহেশ্বরী অভিজাত ব্যবসায়ী৷ ত্রিশোর্ধ্ব ছেলেও নানা ধরনের ব্যবসার কাজে যুক্ত৷ গড়চা রোডের বাড়িতে এ দিন অবশ্য দু’জনের কাউকেই পাওয়া যায়নি৷ অন্যদিকে বস্তিতে কেউ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে পৌঁছে দেওয়া , কারও বাড়ির সুখ -দুঃখে পাশে থাকা , ছোট বাচ্চাদের বিনামূল্যে পড়ানোর মতো কাজ করতেন বলেই অভিজিতের এ ভাবে চলে যাওয়াটা মানতে পারছেন না ৬৩ /এ হাজরা রোড বস্তির মানুষগুলো৷ এক বন্ধুর ডেঙ্গু হয়েছিল বলে রবিবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করতে গিয়েছিলেন তিনি৷ বাড়ি ফেরার পথেই মার্সিডিজ পিষে দেয় বছর বাইশের এই যুবাকে৷

    বস্তির আঁধারে এই তরুণই ছিলেন যেন এক উজ্জ্বল শিখা৷ অথচ অভিজাত বরুণের ব্যাপারে কিছুই জানতেন না তাঁর পড়শিরা৷ বরুণও কখনও পড়শিদের বিষয়ে মাথা ঘামাতেন না৷ বরুণের বাড়ির উল্টোদিকের আবাসনে দারোয়ান সুমন দত্ত বলছেন , ‘মার্সিডিজ একটা গাড়ি চালাতে দেখতাম৷ খুব জোরে সেই গাড়ি ড্রাইভ করতেন উনি৷ প্রায় সারা রাতই ওই বাড়িতে লোকজনের যাতায়াত ছিল৷ ’ আর এক পড়শি শচী বর্মণ অবশ্য বলছেন , ‘ওরা অনেকদিনই আছেন এই পাড়ায়৷ একবার -দুবার কথা বলারও চেষ্টা করেছি৷ কিন্ত্ত কোনও উত্তর পাইনি৷ ফলে আর কথা বলার চেষ্টা করিনি৷ তবে কোনও দিন অভব্য কিছু করেছে বলে চোখে পড়েনি৷ ’অভিজিত্কে হারিয়ে ক্ষোভে ফুঁসতে থাকা বস্তির মানুষগুলো ওই মার্সিডিজের চালকের বাড়ি ভেবে পণ্ডিতিয়া রোডের আবাসনে ঢুকে তাণ্ডব চালিয়েছেন৷ কিন্ত্ত তার জন্য তাঁরা বিন্দুমাত্র অনুতন্ত নন৷ বরং আবাসনে তাণ্ডবের পর পুলিশি ধরপাকরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংকল্প নিয়েছেন অভিজিতের পড়শিরা৷ কেবল হাজরার ওই বস্তিই নয় , তেঁতুলতলা বস্তির মহিলারা সোমবার দিনভর পুলিশের বিরুদ্ধে যথেচ্ছ ‘অত্যাচার -জুলুম ’-এর অভিযোগ করেছেন৷ সেই অভিযোগ শোনাতে কখনও থানায় , কখনও আবার স্থানীয় বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে ছুটে গিয়েছেন৷ হাজরা রোডে অভিজিতের মা মঞ্জু পাণ্ডের কথায় , ‘দুটি বস্তিতে অন্তত ৫০ জনের বেশি পুরুষ মানুষ রবিবার দুপুর থেকে ঘরছাড়া৷ আমার ফুলের মতো জলজ্যান্ত ছেলেটাকে যে পিষে মারল , তাকে পুলিশ ধরতে পারল না৷ কিন্ত্ত বড়লোকদের গাড়ি ভেঙেছে বলে ঘরে ঢুকে পুলিশ বস্তির ছেলেদের ধরে নিয়ে যাচ্ছে৷ আর যে চাপা দিয়ে মারল সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে৷ ’ কলকাতা পুলিশ সূত্রে খবর , রবিবার রাত থেকে সোমবার দিনভর দফায় দফায় ওই দুই বস্তিতে অভিযান চালিয়েছে পুলিশ৷ যেমন তেঁতুলতলা বস্তির বাসিন্দা তনুশ্রী দাস জানাচ্ছেন , তাঁর স্বামী শিবশক্তি দাস ঘরছাড়া৷ তাঁর কথায় , ‘আমার স্বামী ওই ঝামেলার মধ্যে ছিল না৷ কিন্ত্ত পুলিশ এলাকায় এমন আতঙ্ক তৈরি করেছে যে ওকে পালিয়ে যেতে হয়েছে৷ রবিবার অনেক রাতে পুলিশ দরজা জোর করে খুলে আমার ঘরে ঢুকে পড়ে৷ তখন আমি আর আমার বাচ্চা শুয়ে ছিলাম৷ ঘরে ঢুকতে বাধা পেয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়৷ কোনও মহিলা পুলিশ ছিল না৷ ’ বছর ৫০ -এর লক্ষ্মী মণ্ডলের ১৬ বছরের ছেলে সঞ্জীব এবং ২২ বছরের সুরজও পালিয়ে রয়েছেন৷ লক্ষ্মীর কথায় , ‘পুলিশ তো হাতের সামনে যাকে পারছে তাঁকে তুলে নিয়ে যাচ্ছে৷ আমার ছোটো ছেলেটাকেও রাস্তায় ভয় দেখিয়েছে৷ ’ওই বস্তিতে দীর্ঘদিন ধরে কিডনির রোগে শয্যাশায়ী লাল্টু মণ্ডলও নিজের ঘর ছেড়ে পালিয়েছেন বলে জানাচ্ছেন বাসিন্দারা৷ বস্তির আর এক বাসিন্দা রিঙ্কু বিশ্বাস বলছেন , ‘লাল্টুদা তো আর গাড়ি ভাঙতে যায়নি৷ তাহলে ওকে কেন পুলিশ এসে মারধর করল ?’ যদিও এ সবের মধ্যেও অভিজিতের বিচার চেয়ে অটল রয়েছেন বাসিন্দারা৷ অভিজিতের প্রতিবেশী সুগন্ধী দেবী বলছেন , ‘ওই ছেলের মৃত্যুর বিচার আমাদের দিতেই হবে৷ ওরা দেখছে গাড়ির কাচ , আর আমরা হারিয়েছি টাটকা একটা প্রাণ৷ ’যদিও বাসিন্দাদের যাবতীয় অভিযোগ খণ্ডন করেছেন ডিসি (এসইডি ) গৌরব শর্মা৷

    তাঁর কথায় , ‘এ রকম অভিযোগ আমাদের কাছে হয়নি৷ এটা হওয়ারও কথা নয়৷ খতিয়ে দেখব৷ ’ এ দিন অবশ্য আবাসনের সামনে পুলিশ পিকেটিং ছিল৷ নতুন করে কোনও ঝামেলা হয়নি৷ পুলিশের নিরাপত্তা নিয়ে খুশি আবাসনের বাসিন্দা ও নাগরিক কমিটির নেতা অজিত দাগা বলেন , ‘ডিসির সঙ্গে মাঝেমধ্যেই কথা হচ্ছে৷ তিনি বলেছেন দোষীদের ইতিমধ্যে গ্রেন্তার করা হয়েছে৷ আরও করা হবে৷ পুলিশের ভূমিকায় আমরা খুব খুশি৷ ’পুলিশে খুশি আবাসন ● প্রাণের চেয়ে কাচ দামি ? প্রশ্ন স্বজনহারাদেরগড়চা রোডে অভিযুক্তের বাংলো৷ ডান দিকে , হাজরা রোডের বস্তি এখন পুরুষশূন্য --- শুভ্র রায়৷
  • সিকি | 165.136.80.162 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১০:১৫722994
  • বস্তির উজ্জ্বল শিখাটি বিনা হেলমেটে, আরও দুজনের সঙ্গে তৃতীয় ব্যক্তি হয়ে স্কুটি চালাচ্ছিলেন। এই অনিয়মগুলো উজ্জ্বল শিখা দিয়ে আড়াল করা যায় না। হিসেবমত এই অবস্থায় কেউ অ্যাক্সিডেন্টে মারা গেলে এক পয়সাও পায় না - না ইনশিওরেন্স কোম্পানি থেকে, না সরকার থেকে।

    দুদিকেই এক্সট্রিম গ্যাদগ্যাদে সেন্টিমেন্টের বন্যা বইছে এখন। প্রাণের চেয়ে কাচ দামি-টাও যেমন বিরক্তিকর, বস্তির উজ্জ্বল শিখা টাইপের ফ্রেজও তেমনই বিরক্তিকর।
  • Yggdrasil | 125.112.74.130 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১০:১৭722996
  • রাতের বেপরোয়া গাড়ি চালানো সত্যিই বড় সমস্যা। বেশ কয়েকবার দেখেছি - যথেষ্ট অল্প বয়স, কলেজেও যায় কিনা সন্দেহ - দামী গাড়ি বা বাইক নিয়ে উন্মাদের মত যাচ্ছে। টিপিক্যাল দুটো ট্রেইট - হাই বীম, আর প্রচন্ড হর্ন। বাইকের ক্ষেত্রে ক্রমাগত এদিক ওদিক হেলে যাওয়া। এইগুলো ট্যাকল করতে না পারলে অ্যাক্সিডেন্ট কমবে না।
  • b | 24.139.196.8 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১০:১৭722995
  • ছেলেটার মৃত্যুর বিচার গাড়ির কাচ ভেঙে কিভাবে হল সেটা বুঝলাম না। এখানে আবার ছেলেটি কত মহৎ, সেই তুলনায় বরুণ মাহেশ্বরী কি খান, কোথায় হাগেন সেই ডিটেলস।
    **
    আমরা এতো বোকা** হয়েযাচ্ছি কেন দিন দিন?
  • bip | 183.67.3.44 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১০:২১722997
  • প্রবাসী পরজীবিকুলের সমস্যা হল, এসি রুমের মধ্যে বেশী আবদ্ধ থাকার কারনে জনগণের সাথে মেশে না-ফলে ভূমি বর্জিত এবস্ট্রাক্ট মঙ্গল গ্রহের বাসিন্দা হওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে

    (১) এবেলার রিপোর্ট পরিস্কার ওই বস্তিতে বাঙালী বিহারি সবাই থাকে। পুলিস এখন তাদের ওপর অত্যাচার চালাচ্ছে
    (২) মার্সিডিজ গাড়িটি একজন মারোয়ারীর। যে চাপা দিয়েছে সে একটি বখাটে টাইপের মারোয়ারী যুবক। যাকে চাপা দিয়েছে-তিনি পান্ডে -বাঙালী বা বিহারী- বলে লাভ নেই। একজন গরীব কলেজ ছাত্র।
    (৩) আবাসনে পেটানো উদোর পিন্ডি বুদোর ঘারে সন্দেহ নেই। কিন্ত তার থেকে শ্রেনী ক্ষোভটা কি বেড়িয়ে আসছে না।

    দিল্লীকা লাড্ডু খেতে রাজ্য ছেড়ে বেড়োলে অনেক কিছুই দেখা যায় না।
  • Yggdrasil | 125.112.74.130 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১০:২৫722998
  • বিপ কি মারোয়াড়ি-বাঙালী অ্যাঙ্গল ছেড়ে শ্রেণীর ঘাড়ে চাপলো?
  • bip | 183.67.3.44 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩৭722999
  • মারোয়ারী-বাঙালী ত একটা শ্রেনী সংঘর্ষই এখন। কোলকাতায় মালিক শ্রেনী মানেই মারোয়ারী। বাঙালী মানেই চাকর। ভিপি অব ইঞ্জিনিয়ারিং বা মার্কেটিং সে যাইহোক না কেন-কোম্পানীতে তার ইক্যুইটি না থাকলে সে চাকরই।

    কোলকাতায় যেকোন ফাইভ স্টার হোটেলে খেতে গেলে, যেদিকে তাকাই সেদিকেই দেখি মারোয়ারী। অফিস ভাড়া নেব- অফিস স্পেসের মালিক থেকে দালাল-সবাই মারোয়ারী।

    মারোয়ারী-বাঙালী একটা ক্লাস সংঘর্ষত বটেই-কারন বাঙালী মালিক বলে যা ছিল-সিপিএম আমলে তারা সব ধ্বংস। কারন তারা কংগ্রেস ছেড়ে সিপিএম করতে পারেন নি। মারোয়ারীরা সুরসুর করে সিপিএমে ঢুকেছে। গোয়েঙ্কা, তোদিরা জ্যোতি মোষের পেয়ারের লোক ছিল। ফলে তাদের ব্যবসা টিকেছে। ৩৪ বছর সিপিএম শাসনের আরেকটা ফল বাঙালীকে ব্যবসা থেকে তাড়িয়ে সব মারোয়ারীদের হাতে চলে যাওয়া।
  • Yggdrasil | 131.241.218.132 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩৮723000
  • ওক্কে, এতদ্বারা শ্মশানযাত্রা সম্পূর্ণ হইল। বাকি রচনাটুকু লিখে ফেলো। চাপ নেই তো - দু চাট্টে টই থেকে কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি মারলেই হবে।
  • PT | 213.110.242.21 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩৯723002
  • "বেপরোয়া গাড়ি চালানো বড়োলোকের বাচ্চাগুলো এবার একটু সাবধানী হলে ভালো করবে, এটা ওয়ার্নিং ছিল। "

    বাপের/মায়ের কষ্টার্জিত পয়সায় কেনা বাইকে তীব্র ইলেকট্রনিক হর্ণ লাগানো........... হেলমেটহীন, আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো "ছোটলোকের" বাচ্চা বাইকচালকদের কে সাবধান করবে?

    আইন ভাঙ্গার জন্যে বেছে বেছে বড় গাড়ীর চালকদের গাল দেওয়া এক skewed সাম্যবাদের চর্চা...........!!

    আসলে আইনের শাসন উবে গিয়েছে...... সেটা মেনে নিলে অনেক সমস্যার সহজ ব্যাখ্যা মেলে।

    "পিটিদা, বিধানসভা ভাঙচুর হওয়াটা এই লিস্টিতে আসেকি?"
    সেটা সর্বনাশের শুরু। কিন্ত তার অনেক আগেই একটি শিশুর মৃত্যুর জন্য দলবল নিয়ে হাসপাতালে ঢুকে ডাক্তারকে চেয়ার থেকে তুলে সেই চেয়ারে বসে পড়েছিলেন বিরোধী নেত্রী। আর সব খুচরো ঘটনা-যেমন আরেক নেত্রীর পুলিশের বাপ-পিতেমো তুলে ক্যামেরার সামনে গালাগাল-সেসব তো দেখেই আমরা বেড়ে উঠেছি গত ৫/৭ বছরে। তার কোনই প্রভাব জন-মানসে পড়বে না সে কি করে হয়?
    যারা ক্যামেরায় সামনে ঘুষ নিয়ে বুক চিতিয়ে ঘুরে বেড়ায় তাদের আমলে আইনের শাসন?..........ফুঃ!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন