এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মারোয়ারীদের বিরুদ্ধে হঠাৎ এত ক্ষোভ ফুঁসলে উঠলো কেন?

    bip
    অন্যান্য | ১৯ সেপ্টেম্বর ২০১৬ | ৮৩৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | 165.136.80.172 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩৪722884
  • দয়া করে আপনি আগে আমার নাম নিয়ে পোস্ট করার জন্যে একটু দুঃখপ্রকাশ করুন। ওপরের সিকি-টি আমি নই - বোঝাই যাচ্ছে।

    না, আমি দুঃখপ্রকাশ করছি না আপাতত, কারণ, প্রাইমা ফেসি অনুযায়ী, স্কুটিটি চলছিল, কেউ ঠেলে রাস্তা পার করাচ্ছিল না। এই গল্পটা পরে এসেছে এবং এখনও এই গল্পের বৈধতা পাওয়া যায় নি।

    দ্বিতীয়ত, আমি গালি দিই নি কাউকেই।
  • Yggdrasil | 131.241.218.132 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪১722885
  • ওপরের নাম আর পরের পোস্ট একসাথে পড়তে হবে। উনি তোমার স্টাইলটা নকল করেছেন :-p
  • Bhagidaar | 34.49.119.28 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৪722886
  • লূক্‌স লাইক সিকি গট পেয়েড ইন হিস ওন কয়েন! ;))))
  • de | 24.139.119.174 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১২:২০722887
  • মারোয়ারীরা ব্যবসা ভালো পারবে না কেন? আজ অব্দি কোন মারোয়াড়ী ব্যবসায়ীদের দের ফেসবুকে/ইকুইভ্যালেন্ট সাইটে শুক্কুরবারের শব্দবিপ্লব করতে দেখেছেন? ওরা যে কাজটা ভালো পারে সেটাই মন দিয়ে করে, এরকম সর্ব ঘটের কাঁঠালী কলা বনতে চায় না। যে সাপ্লাই চেন, মারোয়াড়ী ফেভারিং সাপোর্ট সিস্টেম ইঃ র কথা লিখলেন, ওটা মোটেও নতুন কিছু নয়, সবাই জানে। সেটাও অনেকদিনের কষ্ট করে বানাতে হয়েছে। এটা মোটেও শুধু কলকাতার চিত্র নয় - ভারতের সব বড় শহরে মারোয়াড়ীরা পরিশ্রম করে এরকম চেইন বানিয়েছে। শুধু "ব্যবসা করি, ব্যবসা করি' বলে বুক বাজালে আর "মারোয়াড়ীরা সব ছিনিয়ে নিলো" বলে কাঁদুনি গাইলেই মারোয়াড়ীদের বিট করা যায় না, সেটার জন্য দম থাকতে হয়। সে দম কম বাঙালীদের মধ্যেই আছে। আর যাঁদের আছে, তাঁরা প্রতি সপ্তাহান্তে দুনিয়ার যাবতীয় টপিক নিয়ে নিজেদের কথা বলবার অধিকারী বলেই মনে করেন না। সত্যি কথা বলতে কি - বাঙালীদের চরিত্রদোষগুলো আপনাকে দেখলেই স্পষ্ট মালুম হয়!

    আর হ্যাঁ, ব্যবসা নিয়ে মতামত প্রকাশ করার জন্য মোটেও ব্যবসায়ী হতে হয় না। তাহলে দুনিয়াশুদ্ধু টপিকে এতো মহাভারত লেখার অধিকারও আপনার থাকতো। সেইসব হাবিজাবি আমরা পড়ি, আবার তাতে টেম্প্টেড হয়ে মতামতও দিয়ে ফেলি, যদিও জানি, কোন মানে নেই। কাল রোবুও তাই লিখলো বোধহয়।
  • de | 69.185.236.54 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৪722888
  • * তাহলে দুনিয়াশুদ্ধু টপিকে এতো মহাভারত লেখার অধিকারও আপনার থাকতো না।
  • dc | 233.190.193.66 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫৯722889
  • খোরাকের অফুরান সাপ্লাই।
  • kosno | 125.112.74.130 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৮722890
  • 1। "এই দিন এসেছিল বলেই মহারাষ্ট্রে শিবসেনার জন্ম হয়। " - অর্থাৎ বিপ পালের লজিকে শিবসেনা , এমেনেস মারাঠি মানুষ লাইনে খেলা ঠিক , আসামে বাঙালি খেদাও ও ঠিক ইত্যাদি।
    "একজন বাঙালী পুনে বা ব্যাঙ্গালোরে বিজনেস ইউনিট স্থাপন করে যতটা সাফল্য পাবে , কোলকাতায় তা পাবে না।" - তা এই লজিকেই ওখানকার লোক আপনার বিজনেস চৌপাট করে দেবে ।
    2।"তামিল, কন্নড়, তেলেগু, উড়িশ্যা, বিহার, আসামে এখন আঞ্চলিক দল।রাজস্থান, ছত্রিশগড় সর্বত্রই স্থানীয় পার্টির উত্থান হবেই।" উৎসাহের চোটে বিপ পাল একটু তথ্য গুলিয়ে ফেলেন ও অতিসরলীকরণ করেন - কর্নাটকে কংগ্রেস আর অসমে বিজেপি এখন ক্ষমতায় ; রাজস্থান, ছত্রিশগড় রাজ্য গুলোতেও বরাবর কং-বিজেপি মোকাবিলাই হয় , ওখানে লোকাল পার্টি নেই তা নয় তবে ভোটে দাঁত ফোটাতে পারে না । "যদি শক্তিশালী আঞ্চলিক নেতা থাকে কোন রাজ্যে-সেখানে বিজেপি কংগ্রেস গোহারা হেরেছে এবং হারবে" - আঞ্চলিক ক্ষমতাশালী নেতা , চৌতালার INLD , ভজনলালের হরিয়ানা জনহিত মোর্চা, বঙ্গারাপ্পার কর্ণাটক কংগ্রেস,করুনাকরণের কেরল কংগ্রেস গোহারা হারে । " পাঞ্জাব মহারাষ্ট্র বোর্ডের লাইন কেস " নয় বরং ওখানে আঞ্চলিক ( অকালি ) ও জাতীয় ( কং বিজেপি আপ) দুতরফেই ভালো ভোট পায় ।
    3। " দিল্লীর হাত থেকে ক্ষমতা কেড়ে-রাজ্যগুলি প্রায় স্বয়ংশাসিত দেশের মতন রাজ্য চালাবে। দিল্লীর হাতে মিলিটারী আর বিদেশনীতি ছাড়া কিছুই থাকবে না।" - মিলিটারি বাদ রাখলো কেন ? বিপের "আমরা বাঙালি" সংঘ কি যুদ্ধু করতে ভয় পায়? আচ্ছা কাবেরী জলবিবাদ , দামোদর বন্যা জল ছাড়া নিয়ে "স্বয়ংশাসিত দেশের মতন রাজ্য" গুলোর নিজেদের মধ্যে লাগলে কি হবে ? ফিনান্সিয়াল ভাগ বাটোয়ারা নিয়ে কি যুদ্ধু হবে ?
  • Ekak | 53.224.129.46 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৯722891
  • বেশ কয়েকজন মাড়োয়ারি বন্ধুবান্ধব আছে । অংকের টিচার , চ্যাটার্ড একাউন্ট্যান্ট এবং পাক্কা ট্রেডার । যথেষ্ট ডাইভার্সিফায়েড । প্রাইস রিগিং সর্বত্র চলে । আরও অনেক জিনিস চলে যেটা বিপ হয়তো ফেস করেনি এখনো । তাতে সমস্যা কী ?

    বিপের কান্নাকাটি টা নতুন গু খেতে শেখ ফেমিনিস্ট দের মতো । পুরুষ কেন সুযোগ দিচ্ছে না ? আরে বাবা সুযোগ করে নিতে হয় । কেও দেয়না । মাড়োয়ারি হোক বা তামিল , এতদিনের বানানো নেটওয়ার্ক চেইন , এমনি ছেড়ে দেবে নেবে ওপেন মার্কেটের জয়গান গাইলেই । জায়গা করে নাও । প্রবন্ধ কম লিখে রিয়েল ওয়ার্ল্ডে কানেকশন বাড়াও । স্যার বলে কথা বলা প্র্যাকটিস করো । ঘাঁতঘোঁত বোঝো । যে খেলার যা ধরণ ।

    খেয়াল রেখো এটা ওপেন মার্কেট নয় বলেই , একবার পেনিট্রেট করতে পারলে কিন্তু অনেক বড়ো দরজা খুলে যাবে । তখন নিজেও লেস কম্পিটিশনের সুবিধে ভোগ করবে । ওপেন মার্কেট সত্যি করে হলে আরও কান্নাকাটি দশা হতো । নয় বলেই লোকে ইন্ডিয়াতে বেচতে আসে ।
  • PT | 213.110.242.20 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৩৬722892
  • " স্যার বলে কথা বলা প্র্যাকটিস করো ।"
    এইটা দারুণ............
  • umesh | 72.254.195.217 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৪৭722894
  • এই স্যার বলাটা আমার এক মাড়োয়ারী বন্ধু শিখিয়ে ছিল।

    আমিও তারপর থেকে কোনো সরকারী অফিসে কোনো দরকারে গেলে, চাপরাশী থেকে অফিসার সবাই কে স্যার বলি।
    বেশ খুসী হয়।
  • কুমড়ো | 198.155.168.109 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৫৫722895
  • স্যার/ম্যাডাম করে আমি সব জায়গায় বলি ইন্ডিয়াতে। নইলে কাজ হয় না।
  • Ekak | 53.224.129.46 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৫৯722896
  • আমারও মাড়োয়ারি বন্ধুদের কাছ থেকেই শেখা । আরেকটা জিনিস ও শেখা , সেটা হলো যেখানে যাবি , সে হীরের দোকান ই হোক বা ফাইভ ষ্টার , তুই যখন খদ্দের তখন একদম ডেন্টে কথা বলবি । কীসের দাম কত , বা ধুর এইটা একটা বেকার মাল কী বানিয়েছেন এসব বলতে লজ্জা পাবিনা । এসব শিক্ষা অনেক কাজে এসেছে ।
  • bip | 183.67.3.44 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৬:০৮722897
  • ধুত্তোর, আমি বারবার লিখছি ত, মারোয়ারী ম্যানুফ্যাকচারিং নিয়ে চিন্তিত না। কারন ভারতের মার্কেটে বিক্রি করলাম কি না করলাম তাই নিয়ে আমার চিন্তা নেই। তাছাড়া ভারতে বেস্ট ব্রান্ডগুলো এমনিতেই পেয়ে গেছি-কিছু লোক্যাল ছোট কারখানা নিল কি না নিল তা নিয়ে মাথা ব্যাথা নেই।

    প্রশ্নটা হচ্ছে এবং যেকারনে আমি ক্ষুদ্ধ সেটা হচ্ছে কোলকাতার মার্কেটের বেহাল অবস্থায়। ব্যাঙ্গালোরে অফিস ইন্টারনেট ইলেক্ট্রিসিটির সার্ভিস এবং প্রাইস দুটোই ভাল। ব্যাঙ্গালোর অফিস নিয়ে সমস্যা নেই। কারন কম্পিটিটিভ মার্কেট। কোলকাতায় সম্পূর্ন রিগড মার্কেট এবং প্রাইস সাংঘাতিক বেশী-কোয়ালিটি ও খারাপ। এসবের জন্য দায়ী মারোয়ারী বিজনেস প্রাক্টিস।

    যা বুঝলাম অনেকেই না বুঝেই, কি লিখেছি না পড়েই ঘেও ঘেও করছে। আরে বাবা, আমি আমেরিকান এবং আমেরিকাতে অবস্থিত। আমার ভারতে ইন্টারেস্ট সাপ্লাই লাইনে-সেলস লাইনে না।
  • dc | 132.174.114.159 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৪৮722898
  • আমেরিকাতে অবস্থিত হয়েও এই গুরুচন্ডালির অবোধগুলোর জন্য পাতার পর পাতা লিখে যেতে হয়।

    উফ কী ব্যাথা কী ব্যথা কী ব্যথা :d
  • Arpan | 203.108.73.47 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৫৫722899
  • রবীন্দ্রনাথের লোকহিত নামে একখানি গুরুগম্ভীর প্রবন্ধ ছিল। তাতে লোকের ভালো করতে গেলে অমুক অমুক করিতে হইবে লেখা ছিল। বাঙালী, বলাই বাহুল্য, সেসব নিয়ে যথারীতি কোন মাথা ঘামায়নি।

    বিপেরও হয়েছে সেই দশা। খালি রবীন্দ্রনাথের জায়গায় বিপ্লব পালের প্রবন্ধ বলে লোকে খিল্লি ওড়াচ্ছে। অন্যথা কি সাহস পেত?
  • cb | 208.147.160.75 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৭:০৩722900
  • ইলেকট্রিসিটির বড্ড দাম। সে জ্যো বাবুই বলুন বা দিদি। CESC র উপর কি কোন সরকারি নিয়ন্ত্রণ আছে নাকি? থাকলে ভাল হত
  • Electricity | 53.224.129.46 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৭:২৯722901
  • Andhra Pradesh 01.04.2011415.38436.86
    Assam 24-05-2011466.50419.68
    Bihar01.05.2011385.58580.26
    Chhattishgarh09.-04-2011295.00459.55
    Gujarat01.04.2010475.50 U509.13
    Haryana 01.06.2011404.55462.23
    Himachal Pradesh01.04.2011239.48459.74
    Jammu & Kashmir01.10.2011258.34369.77
    Jharkhand01.08.2011249.00368.01
    Karnataka 07.12.2010476.96 D536.36 D430.50 F552.59 O
    Kerala 01-01-2010398.89378.49
    Madhya Pradesh01.06.2011657.47 U629.84634.92 R
    Maharashtra 01-09-2010505.49617.75 B567.03 C
    Meghalaya01-09-2010298.75410.29
    Orissa 01.04.2011367.900508.14
    Punjab 01.04-2011519.520559.35
    Rajasthan11/9/2011480.63571.71
    Tamil Nadu 01-08-2010367.50499.91
    Uttar Pradesh 15-04-2010436.50 U574.61 U124.00 R489.77 R
    Uttarakhand 01.05.2011280.00465.93
    West Bengal 01-04-2010570.83 U666.42557.69 R
    Arunachal Pradesh01.04.2011380.00325.00
    Goa01-04-2002186.75398.29
    Manipur21-03-2011339.70372.57
    Mizoram 01-02-2011370.00316.49
    Nagaland 01.07.2011416.63409.38
    Sikkim 01-01-2009266.06441.78
    Tripura01.09.2010365.00
    A & N Islands01-03-2008342.50-
    Chandigarh01.04.2011325.25434.70
    Dadra & Nagar Haveli01.06.2011254.38323.51
    Daman & Diu01.06.2011254.38323.51
    Delhi ( BYPL/BRPL/NDPL) 01.09.2011429.19651.63
    Delhi ( NDMC)01.09.2011322.88665.25
    Lakshadweep01-09-2004221.88-
    Puducherry20-02-2010128.75348.21
    Torrent Power Ltd. (Ahmedabad)01.09.2011449.23467.66
    Torrent Power Ltd.(Surat)01.09.2011458.25518.26
    CESC Ltd. (Kolkata)01-04-2010552.12580.86
    DPSC Ltd. (Wast Bengal)01-04-2010385.12544.06
    Durgapur Projects Ltd.(Wast Bengal)01-04-2010325.74407.57
    D.V.C (A) Bihar Area01-09-2010437.29 (B) Wast Bengal area01-09-2010474.42
    Mumbai (B.E.S.T)01-09-2010412.05609.01
    Mumbai (Reliance Energy)01-06-2009690.70879.86
    Mumbai( TATA'S )01-09-2010326.66603.61
  • রাইটমোস্ট কলামটা | 53.224.129.46 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৩৩722902
  • কমার্শিয়াল ইলেকট্রিসিটি । আশা করি কেও ডোমেস্টিক কস্টে কমার্শিয়াল ইউসের ধান্দা করছেন না । কর্নাটকে কম এটা ঘটনা । মুম্বাই দিল্লি কলকাতা কাছাকাছি । যদিও এর সঙ্গে মারোয়ারী ব্যবসার কোনো যোগাযোগ নেই , কীকরেই বা কমার্শিয়াল ইলেকট্রিসিটি টারিফ এই আলোচনাতে আসে তাও আমাকে জিগাবেন্না :)
  • cb | 208.147.160.75 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৪২722903
  • ডোমেস্টিকে কি অবস্থা? বেশ বেশি ই তো মনে হল। আমি কমার্শিয়াল নিয়ে বলি নি, ঐ CESC র কথা উঠলো সেইজন্য বললাম। মানে বাড়ির লোকে রীতিমত চাপে আছে বিল নিয়ে
  • Arpan | 203.108.73.47 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৫৬722907
  • লুরুতে বেসকমের ট্যারিফ রেট এরকম। আর্বান ডোমেস্টিক ইউজের জন্যঃ

    <=৩০ ইউনিট পর্যন্ত- ৩ টাকা
    ৩১ - ১০০ ইউনিট- ৪টাকা ৪০ পয়সা
    ১০০ - ২০০ ইউনিট - ৫ টাকা ৯০ পয়সা
    > ২০০ ইউনিট - ৬ টাকা ৯০ পয়সা

    সব পার ইউনিট রেট।

    এবার কলকাতার ডেটা দেওয়া হৌক।
  • কুমড়ো | 198.155.168.109 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩৫722908
  • ঐ লিস্টে ক্রমাগত Wast Bengal দেখলাম। আর দেখলাম Puducherry
  • PT | 213.110.242.21 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩১722909
  • একটি মারোয়াড়ি ঠাট্টাঃ
    ""I remember an incident many many years ago. A Bengali student was telling a marwari student how marwaris came to calcutta with a loin cloth and lotta and built multistoreid buildings. The student did not say anything. Next day he brought a loin cloth and lotta and gave it to the Bengali student and said, "my friend please go to rajasthan with this and build as many multistoried buildings you can build. I will be very proud of you.""
  • sm | 53.251.91.253 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪৫722911
  • এক মাড়োয়ারি বুড়ো গদী তে বসে ঝিমুচ্ছে।
    এমন সময় বাঙালি সেলস ম্যান এর প্রবেশ। ছেলেটি বেশ কয়েক দিন ধরে ঘুরছে; কিন্তু পেমেন্ট পায় নি।নানা অছিলায় বুড়ো ঘোরাচ্ছে।আজ ছেলেটি ,ঠিক করে এসেছে; পেমেন্ট পাক না পাক- খিস্তির বন্যা বইয়ে দেবে।
    যথারীতি পেমেন্ট না পেয়ে সে গালা গালির তুবড়ি ছুটিয়ে দিয়েছে।বুড়োর কোনো ভাবান্তর নেই। ছেলেটি হতাশ হয়ে কেটে পড়লো।
    পর্দার আড়াল থেকে; বুড়ো ছেলে বেরিয়ে এলো। মুখ চোখ রাগে লাল । আমার কোটি পতি বাপ্ কে এমন করে, কয়েক হাজার মাইনে পাওয়া, বাঙালি ছোকরা এমন করে গালি দিলো!
    সে বলে ওঠে- বাপু, ওহ তুঝে গালি দিয়া!
    বুড়ো ঝিমুতে ঝিমুতে উত্তর দেয়- অরে বেটা, কুছ তো দিয়া;কুছ লেকে তো নাহি গয়া।
  • PT | 213.110.242.21 | ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫১722912
  • বাইক, আটো, সুমো........বাইকারের মৃত্যু.....
    এবারে বিশ্লেষণ করুন যে কে কার পাড়ায় গিয়ে দাপাদাপি করা উচিত..........
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=26266&boxid=143253802
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৫০722914
  • The requested URL /wp-content/uploads/tariff/TARIFF AND ASSOCIATED CONDITIONS.পিডিএফ was not found on this server.

    smএর লিংকে ক্লিক করে ঐরকম এলো।
  • রোবু | 55.123.162.149 | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৫৮722916
  • পিডিএফটা বাংলা না রেখে ইংরেজি করে দিলেই ঠিক আসবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন