এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মারোয়ারীদের বিরুদ্ধে হঠাৎ এত ক্ষোভ ফুঁসলে উঠলো কেন?

    bip
    অন্যান্য | ১৯ সেপ্টেম্বর ২০১৬ | ৮৩৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | 209.167.35.20 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫০723036
  • হয়ে যাবে না অলরেডি হয়ে গেছে
  • bip | 75.210.82.114 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৬723037
  • আপনি অন্য বাঙালিদের তুলছেন ?
    >>
    @ PI
    I am a small fly, very small indeed. But even then, there are at least 7 small IT companies all run by young bongs get business from me. As I will grow, I will try my best to help young bong entrepreneurs. I am already doing that for last 6 years, and will continue to do so. But again, my financial capabilities are limited.
  • dc | 132.174.82.76 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩১723038
  • বাঃ এই স্মল ফ্লাই টা বেশ মনে ধরল। বিপ যদি অনুমতি দেন তো এবার থেকে এটা ব্যবহার করব।
  • bip | 75.210.82.114 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৮723039
  • sorry small fry habe
  • সিকি | ২০ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৪723040
  • ভেজা ফ্রাই হলে আরো জমত।

    মঙ্গলবারে এত চাপ নেওয়া যায়?
  • pi | 233.231.43.171 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩২723041
  • আচ্ছা, এই মার্সিডিজে চড়া কোন বাঙালি এই কাজ করলে বিপদার পোস্ট কী লাইনে হত ? কিম্বা তাজ বেঙ্গলে ডিনার করা ?
  • PT | 213.110.242.4 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০১723042
  • Wealthy and Bengali? To many it may sound like a contradiction.............The only problem in chalking up a list like this is that, unlike most other communities, almost all the rich Bengalis head companies that are privately held. It is rare to find any Bengali heading a publicly quoted company. As a result, much of the vital information required for mapping wealth isn't in the public domain.
    http://articles.economictimes.indiatimes.com/2004-02-13/news/27369500_1_bengalis-amar-gopal-bose-wealth
  • potke | 126.202.178.93 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৫723043
  • আসল কথা হল "জমি"।
  • Debabrata Chakrabarty | ২১ সেপ্টেম্বর ২০১৬ ০০:১১723044
  • বিপের অবগতির জন্য - এই অধম ব্যবসায়ী ,পড়াশুনা হয়নি বা করিনি সুতরাং বাঁচতে গেলে ব্যবসা ছাড়া কিছু করার ছিলোনা বলে বাধ্য হয়ে প্রথম জেনারেশন ব্যবসায়ী । তবে যে খেলার যা নিয়ম সেই অনুসারে ২০হাজার টাকা দিয়ে শুরু করে এর টুপি ওর মাথায় আর ওর টুপি এর মাথায় দিয়ে আজ মোটা মুটি সারা ভারতের সমস্ত প্রধান এবং টায়ার টু শহরে এবং সিংগাপুরে অধমের ব্যবসা আছে । এই গ্রুপের একজন গণ্যমান্য সদস্য অধমের কোম্পানিতে মাত্র এক মাস পূর্বেও একটা টায়ার টু শহরে নিয়োজিত ছিল - সে বাদ দিন তবে মারোয়াড়ী বিষয়ে আমার অভিজ্ঞতা ভীষণ সুখকর -ওনাদের সামনে কেবল যুক্তি দিয়ে ,ইমোসন দিয়ে এবং কিছুটা বাস্তবে প্রফিটের গল্প ঝোলাতে পারলে ফাইন্যান্স থেকে কন্টাক্ট এক মুহুর্তে হাজির হবে ,সে বাস্তবিক প্রফিট হোক আর না হোক । আমার ক্ষেত্রে হয়েছে , জানেনই তো আমাদের দেশে ব্যাংক কাদের এবং কি শর্তে ফাইন্যান্স করে । তবে হ্যা খেলার নিয়ম মতই গিলে ফেলার প্রয়াস দু পক্ষেই থাকবে সেইখানে ব্যালেন্স করার স্কিল -সে যে জলে নামে সাঁতার শিখে যায় । সামান্য কিছু কালচারাল পার্থক্য মেনে নিতে পারলে মারোয়াড়ী খুব ভালো এবং লিব্যারাল ব্যবসায়িক সহযোগী এবং আপনার যদি হাই রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে তাহলে মারোয়াড়ী আপনার আদর্শ পার্টনার । দু চার দশ পনেরো লাখ টাকার রিস্ক চোখ বুজে নেওয়ার ক্ষমতা মাড়োয়ারিদের আছে । আমার মারোয়াড়ী দের নিয়ে ১৬ বছরের ব্যবসায়ীক অভিজ্ঞতা মূলত পসিটিভ । মূলে না ঢুকে হাওয়ায় গপ্প মারবেন না ।
  • Arpan | 100.212.151.16 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৫722861
  • দেবব্রতবাবু তো বিগ ফ্রাই নিকলা। নো মোর আন্টস স্টোরিজ ইন ফ্রন্ট অফ মাম্মা।
  • 4z | 209.167.35.20 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৫722862
  • হ্যা হ্যা হ্যা হ্যা

    কিন্তু প্রশ্ন হচ্ছে, দেবব্রতবাবু কি তাজ বেঙ্গলে ডিনার করেন? আর আর সেক্টর ফাইভে অফিস স্পেস/জমি খোঁজেন?(সরি দেবব্রতবাবু, নাথিং পার্সোনাল)
  • Debabrata Chakrabarty | ২১ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৩722863
  • না ,তা করিনা বটে । আমার আগ্রহ এবং উৎসাহ দুটোই নেই তাজ বেঙ্গলে ডিনার বা সেক্টর ৫ এ অফিস নেওয়ার । আমার যা ব্যাবসা তাতে ঠিক ঠাক যোগাযোগ ব্যবস্থা আছে এইরকম জায়গা পেলেই যথেষ্ট । দেখানোর দাঁত হিসাবে একটা অফিস আছে বটে মিডলটন স্ট্রীটে কলকাতায় আর মনিপাল সেন্টার ব্যাঙ্গালোরে তবে আমি সেখানে খুব একটা স্বছন্দ নই । আমার এই তোপসিয়া অফিসের পাশে ২০ টাকার বিফ রোলই যথেষ্ট উপাদেয় ।
  • 4z | 209.167.35.20 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৯722864
  • যা, তাহলে তো আর আপনি এই টইএর মাপকাঠি অনুযায়ি সফল বাঙালী ব্যবসায়ী হতে পারলেন না। আপনি নিশ্চয়ই মার্সিডিজ বা পর্শেও চড়েন না?

    ডিঃ মঃ
  • bip | 183.67.3.44 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ০২:৩৮722865
  • পাই,
    প্রশ্নটা কে মার্সিডিজ চড়ছে তা না। প্রশ্ন হল-এইভাবে যেসব বড়লোকরা হিট এন্ড রান করে-সেটা কিসের পরিচয়। আর কোলকাতায় খুব বেশী বাঙালী ব্যবসায়ী নেই যে তাদের লার্ক্সারি কার আছে। পুরন্দর ভাট যা লিখেছে কোলকাতা লাক্সারি কারে ভরে গেছে-সেটাও অবান্তর। কারন বিদেশী ক্লায়েন্ট আমেরিকা থেকে এলে তাদের জন্য লাক্সারী কারে ব্যবস্থা আমদের করতে হয়-সেই হিসাবে দেখেছি কোলকাতায় লাক্সারীকার এখনো কম-ব্যাঙ্গালোর বা দিল্লীতে যা ভুরি ভুরি।

    এটা মানসিকতার প্রশ্ন। সবা মারোয়ারী এক তা বলিনি। কিন্ত একটা শ্রেনী আছে যারা মানুষকে মানুষ মনে করে না। বাঙালীর ওউ সুযোগ নেই-কারন তারা চাকর শ্রেনীর লোক।
  • bip | 183.67.3.44 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪৪722866
  • দেবব্রত বাবু
    মারোয়ারীদের নিয়ে আপনার আর আমার অভিজ্ঞতা এক হবে, সেটা ভাবা ঠিক না। আমার মারোয়ারী ইনভেস্টর বা ক্লায়েন্ট কোনটাই দরকার নেই। যদিও মারোয়ারী ক্লায়েন্ট খুব বিরক্তিকর জিনিস। সে গল্প অন্যত্র হবে।

    যেহেতু আমার মার্কেট ভারত না, বিদেশ মূলত, তাই ওই নিয়ে ভাবতে রাজি না। আমার এই মূহুর্তে সমস্যা আমার সাপ্লাই লাইনে প্রায় সব মারোয়ারী বিজনেস। এবং আমার অভিজ্ঞতা নানান কারনেই তিক্ত বিশেষত যেখানে ব্যাংগালোরে আমার অফিস আছে এবং সেখানে দেখেছি কোন অসুবিধা নেই। এপল টু এপল তুলনাতে কোলকাতাতে অফিসের জন্য দিই আড়াই গুন বেশী, বিদ্যুৎ দ্বিগুন, ইন্টারনেট বিল চারগুন , ফার্নিচার দ্বিগুন। এসব হয়েছে মারোয়ারীদের রিগড মার্কেটে দৌলতে।

    আর আমি যেহেতু মুলত আমেরিকার মার্কেটের সাথেই পরিচিত বেশী- ্যখণ ভারতের মার্কেটটা দেখি -তখন পরিস্কার হয়, এখানে দেশী ব্যবসায়ীরা যেভাবে ব্যবসা করে, তার ব্যবসা, দেশ এবং জাতির জন্য ক্ষতিকর। কারন ওপেন মার্কেটে ফেয়ার প্লে অধিকাংশ স্থলে নেই।
  • bip | 183.67.3.44 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫০722867
  • আর হ্যা তাজ বেঙ্গল নিয়ে খিল্লি মারুন। কিন্ত সবিনয়ে জানিয়ে রাখি আমি পেটরোগা মানুষ। কাঁচা পেপে সিদ্ধ, মাছের ঝোল আর সুক্ত খেয়ে বেঁচে আছি। গাড়িতে মুড়ি নিয়ে আমেরিকাতেও ঘুরি-কারন পেট। সুতরাং ইচ্ছা করে ক্লাবে বা তাজে ডিনার খেতে যাই না। ব্যবসার কারনেই যেতে হয়। আর গেলেও শুধু স্যালাড আর সুপ খেয়ে ফিরে আসা। তা ছাড়া ফ্রি টাইম পেলে আমি লেখালেখি বা পড়াশোনা করতেই পছন্দ করি বেশী।

    আমি তাজ বা সোনার বাংলার প্রসঙ্গ এই জন্যে তুলেছিলাম যে এই হোটেলের লবি, ব্রেকফাস্টগুলো বিজনেস ম্যানদের মিটিং এই মূলত ভর্তি থাকে। সেখানে আমি বাঙালী দেখি নি। কোলকাতার ব্যবসার জগত থেকে বাঙালী পুরো হাওয়া। এটা বোঝার ক্ষমতা এই ফোরামের নেই।
  • bip | 183.67.3.44 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০১722868
  • ব্যবসা সম্পূর্ন ভাবে মারোয়ারীদের হাতে হারানোর জন্য বাঙালীর দায় আছে।

    আমার মা একজন শিক্ষিকা-যবে থেকে আই আই টিতে ঢুকেছি তবে থেকে মনে করিয়ে দিয়েছেন জীবনে বেশী টাকা উপার্জনের দরকার নেই। প্রয়োজনের অতিরিক্ত দরকার নেই। অল্পে খুশী থাকো।

    এখন মাকে বোঝানো মুশকিল অর্থ শুধু ভোগে লাগে না-তা দিয়ে অন্যের জন্য অনেক কিছু করা যায়। আজকে সামান্য হলেও যেটুকু সাহায্য করতে পারছি কিছু উঠতি বাঙালী আই টি আন্তারপ্তেনারদের, চাকরি করলে সেটুকুও পারতাম না।

    আমার ব্যবসা করার সিদ্ধান্তে মা বিরাট চিন্তায় ছিলেন । পি এই চ ডি করে লোকে প্রফেসার হয়- তা না হওয়াতে দুঃখ ছিল প্রচুর। তাও রিসার্চে চাকরি করছে-কিছু শান্তনা ছিল। সব ছেড়ে যখন ব্যবসায় এলাম, আমাকে অনেকবার শুনতে হয়েছে তাহলে এত পড়াশোনার করার কি দরকার ছিল? আমার বাড়িতেই যদি এই অবস্থা হয়। বাকীদের ছেড়ে দিলাম।

    যদিও বাবা বড়াবর সাপোর্টিভ এই ব্যপারে । উনি আমাকে শিখিয়েছিলেন- অন্যের গোলামি বেশীদিন করলে নিজের স্বকীয়তা বা ট্যালেন্ট বজায় রাখা যায় না। বাবার এই অনুপ্রেরনা কাজে এসেছে জীবনে । ইনফ্যক্ট উনিই আমাকে বলেছিলেন-আর কদ্দিন অন্যের গোলামি করবি। বাবা না থাকলে কর্পরেট চাকরি যে কত বাল সেটা কালো সাদায় সেপারেট করতাম না।
  • 4z | 202.82.150.249 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪১722869
  • "কোলকাতার ব্যবসার জগত থেকে বাঙালী পুরো হাওয়া। এটা বোঝার ক্ষমতা এই ফোরামের নেই।" ফালতু হাওয়ায় কথা ভাসানো এবারে বন্ধ হলে ভাল হয় না? কটা বাঙালী ব্যবসায়ীকে চেনেন আপনি? আর ফাইভ স্টার ছাড়া বিজনেস মিটিং হয় না? এটা শুনলে তো বড় বড় মাড়োয়াড়ি ব্যবসায়ীরাও হাসতে হাসতে হার্টফেল করবে।
  • Abhyu | 208.137.20.25 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫৬722870
  • কন্ডিশনাল ইভেন্ট। গিভন দ্যাট এ ব্যবসায়ী ডাস হিস বিজনেস মিটিং ইন আ ফাইভ স্টার ইন কোলকাতা, প্রোব্যাবিলিটি দ্যাট হি ইজ আ বাঙালি ইস জিরো।
  • 4z | 217.245.236.104 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ০৪:৪১722872
  • অভ্যু, শুধু মাড়োয়াড়ি ধরলে প্রোব্যাবিলিটি এর থেকে খুব একটা বেশি হবে না। তবে বিপের কাছে সব অবাঙালী মানেই মাড়োয়াড়ি হলে আলাদা কথা।
  • b | 24.139.196.6 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ০৬:৩১722873
  • ১। দেবব্রত বাবুর সাথে একদিন আড্ডা মারার ইচ্ছে রইলো, তপসিয়ার রোল খেতে খেতে।

    ২। নিজে ব্যবসায়ী নই, (ইন ফ্যাক্ট ফর্টিন ফাদারের কেউ নন), তবে মারোয়াড়ী বিজনেস কম্যুনিটি সম্পর্কে আমাদের পরিবারে যে কনভেনশনাল উইজডম সেটা অনেকটা এরকমঃ মারোয়াড়ি খুব ভালো ব্যবসা বোঝে, কিন্তু সেটা ফাটকা খেলে দু পয়সা চড়া লাভের আশায়। লং টার্ম ইনভেস্টমেন্ট, ব্র্যান্ড গড়ে তোলা ও তাকে নারচার করা এটা ধাতে খুব একটা নাই। এর অনিবার্য্য উদাহরণ দেওয়া হয়ে থাকে কালিম্পং এর কাছে লোপচু টি এস্টেট এর। এর স্বর্ণযুগে ধারে কাছে কোনো বাগান আসতে পারতো না। সাহেবদের হাত থেকে যখন মারোয়াড়িদের হাতে বিজনেস গেলো, তখন নাকি বাজে মাল ভর্তি করে (শুধু দুটি পাতা একটি কুঁড়ি নয়) প্রোডাকশন বাড়িয়ে দেওয়া হয়েছিলো। ফলে দু তিন বছর প্রচন্ড লাভ, স্রেফ নামের জোরে। কিন্তু তার পর থেকে যখন গুডউইল নষ্ট হয়ে গেলো, সেই দিন আর ফিরে আসে নি। এরকম আরো দু চারটে উদাহরণ রয়েছে।

    এটা কতটা সত্যি, আপনাদের অভিজ্ঞ্তার নিরিখে?
  • সিকি | ২১ সেপ্টেম্বর ২০১৬ ০৭:০৯722874
  • বিপকে এইবার সংরক্ষণ করা হৌক।
  • dc | 132.174.114.159 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:১৫722875
  • b আমি বহু মাড়োয়ারির সাথে প্রচুর মেলামেশা করেছি, দুয়েকজনের কাছে চাকরিও করেছি। প্রথমত "মাড়োয়ারি" বলে কাউকে দেগে দেওয়াটাই অন্যায় - বাঙালির রেসিজমের আরেকটা উদাহরন (অবশ্য রেসিজম সব কমিউনিটিতেই আছে, বাঙালিরা কোন এক্সেপশান না)। আমি যাদের দেখেছি তাদের কাউকেই ব্যাবসা নিয়ে ফাটকা খেলতে দেখিনি (তার মানে অবশ্যই এই না যে কেউ ফাটকা খেলে না)। কয়েকজনের দেখেছি তুখোড় বিজনেস সেন্স আছে, শুধু তাই না, যথেষ্ট পড়াশোনাও আছে (এটা আরেকটা বাঙালি মিথ যে মাড়োয়ারি মানেই বেওসা ছাড়া আর কিছু বোঝে না)। আবার কয়েকজনকে দেখেছি এটা ওটা ব্যাবসা করে ফেল করেছে, অনেককে দেখেছি অন্যান্য কমিউনিটির লোকেদের মতোই চাকরিও করে। এক দুজন প্রফেসর টফেসরের সাথেও আলাপ আছে। "মাড়োয়ারি" বলে কিছু হয়না, অন্য সব জাতির মতোই ওরাও যথেষ্ট ডাইভারসিফায়েড।

    "লং টার্ম ইনভেস্টমেন্ট, ব্র্যান্ড গড়ে তোলা ও তাকে নারচার করা এটা ধাতে খুব একটা নাই" - আমার অভিজ্ঞতা এর উল্টোই বলা চলে।
  • sm | 53.251.90.77 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২৩722876
  • বিপের কিছু কথা সঠিক। গোটা ভারতে বিশেষত পব তে মার্কেট ভীষণ ভাবে রিগড।
    ধরুন সি ই এস সি।যারা নিজেরা কতটা বিদ্যুৎ উদপাদন করতো কে জানে; কিন্তু জ্যোতি বাবু বামপন্থী শিল্পপতি কে প্রায় কলকাতার পুরোটা ও নর্থ 24 পরগনার আংশিক সাপ্লাইয়ের পারমিশন দিয়ে দিলেন। চূড়ান্ত মনোপলি।বিদ্যুতের দাম লাস্ট 10-15 বছরে কয়েক গুন্ বৃদ্ধি পেয়েছে।কিন্তু কাস্টমার দের কোনো অপশন ই নেই।
    বিদেশে দেখতাম পাঁচ ছটা কোম্পানি রয়েছে। আপনি নিজের সুবিধা মতো যাকে যখন ইচ্ছে, চুজ করুন ও বাতিল করুন।কিন্তু এখানে কাস্টমার এর হাত পা বাঁধা।
    ব্যবসা করতে ওপেন ও ফেয়ার মার্কেট খুব জরুরি।সেটা এদেশে পরিহাস!
  • b | 24.139.196.8 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৫722877
  • @ ডিসি,
    ১। মারোয়াড়ি বলতে আমি উত্তর ভারতীয়, (মোটামুটি রাজস্থান ও পশ্চিম উত্তর প্রদেশের আদি বসবাসকারী), যারা দীর্ঘদিন ধরে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ট্রেডার কম্যুনিটি, তাদের বুঝিয়েছি। এটা অবশ্যই অবান্তর যে তারা মারোয়াড় থেকে এসেছিলো কি না। এর মধ্যে রেসিজম যতটা ছিল তার থেকে বেশি অজ্ঞতা, কিম্বা অন্য শব্দের অভাব।

    ২। ভুল ভাঙালেন, এই জেনেরিক গল্পটার দায় থেকে মুক্ত হওয়া গেলো।

    ৩। অবশ্যই এনারা খুবই ডাইফার্সিফায়েড। পড়াশুনা বা ডাক্তারির লাইনে যাঁরা এসেছেন, এমন বেশ কিছু লোকের সাথে আলাপ হয়েছে।
  • bip | 183.67.3.44 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৫722878
  • সব বাঙালী যেমন সমান না, তেমন সব মারোয়ারীও সমান হবে না। এতে আশ্চর্য্য কি আছে? আই আই টি খরগপুরে পড়াশোনা করা অধিকাংশ মারোয়ারী হাই টেক ব্যবসা খুলেছে। একজন আই আই টির ছেলের কথা মনে এল। বাবার ১০০ কোটি টাকার ওপরে ব্যবসা। ছেলে বিদেশ থেকে এম এস করে এসে নিজে ছোট ফার্ম ওয়ারের ব্যবসা খুললো। তাই দিয়ে কোটী খানেকের রেভিনিউ হয়। কিন্ত সেটা ছেড়ে বাবার ব্যবসায় যাবে না! সুতরাং ব্যতিক্রম ত আছেই।

    কিন্ত সেটার জন্য আমি ক্রুদ্ধ না। আমি ক্রদ্ধ প্রাইস রিগিং এর জন্য। মুক্ত বাণিজ্য না চলতে দেওয়ার জন্য।

    মারোয়ারী ক্লায়েন্টরা যে টার্মে টেকনোলজি চাইছে, আমি দিই না। কারন ও ভাবে ব্যবসা আমি করতে চাইবো না। আমার দরকার ও নেই। এবং তাই নিয়ে আমার ক্ষোভ নেই-কারন তারা তাদের বিজনেস ভাল বোঝে। আমার রাগ হয় যখন দেখি, উপায় নেই বলে ফার্নিচার থেকে ইন্টারন্টের কানেকশন সর্বত্র এরা খরিদ্দারদের চুসছে -কারন রিগ করে মনোপলি করে রেখেছে। সিএইএসি একটা ছোট্ট উদাহরন। ওরা যদি নিজেদের মধ্যেও ওপেন মার্কেটে খেলত-আপত্তি ছিল না।
  • বিপ | 183.67.3.44 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৯722879
  • না। কোলকাতায় বাঙালী তেমন ব্যবসা নেই। আমার কাছে প্রায় শ দুয়েক ম্যানুফাকচারিং ইউনিটের ডেটাবেস আছে। কলকাতা সংলগ্এন। দের ৯০% ই মারোয়ারী। হাতে গোনা দু চারটে বাঙালী দেখলাম।

    দুমাস আগে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানী ভিজিট করার দুর্ভাগ্য হল। প্রায় ৪৫০০ কোটি টাকার ব্যবসা এদের গোটা ভারতে। এদের ইঞ্জিনিয়ারিং এর মেইন লোক আবার বাঙালী। সর্বত্রই এদের মেইন টেকিগুলো বাঙালী। ভদ্রলোক ভাল। অনেকক্ষন কথা হল। উনি আমাদের একটি প্রোডাক্ট নিতেও চাইলেন। খুব জরুরী দরকার। সব ঠিক আছে।

    এবার আমার সেলসএর ছেলেটা কোটেশন পাঠাতেই ভদ্রলোক ফোন করে বলে-সব ঠিক আছে কিন্ত ক্রেডিটে কাজটা করতে হবে। আমি ডিক্লাইন করতে বল্লাম। তারপরে একটা বাজে ইমেলে এল ভদ্রলোকের কাছ থেকে-যে এখানে নাকি এই ভাবেই বিজনেস হয়। আমি উত্তর দিই নি।

    দুদিন বাদে কোলকাতার আরেকটা ছোট মারোয়ারী কোম্পানী-যারা ওদের সাপ্লায়ার আমাদের বলে আপনার নিজে কেন গেলেন। আমাদের কোম্পানীর মাধ্যমে কাজ করান। কোন অসুবিধা নেই।

    বুঝুন তাহলে ব্যপারটা কি হল। আমি ত আমার প্রোডাক্টের দাম কমাচ্ছি না। সুতরাং সেই এন্ড ক্লায়েন্ট অন্তত এখন আমি যা বলেছিলাম তার দ্বিগুন দামে একই জিনিস কিনছে যেহেতু একটা মিডলম্যানের মাধ্যমে যাচ্ছে।

    কি করে তাহলে সেই বাঙালী ভদ্রলোক সেটা মেনে নিচ্ছেন? কারন তার মালিক মারোয়ারী এবং সেই বলে দিয়েছে এটা ভায়রাভাই এর কোম্পানীর কাছ থেকে নাও। ফলে সব ঠিক আছে। অথচ একই জিনিস যখন অনেক সস্তায় সোজা ভাবে দেওয়া হল-উনি নিলেন না। কারন আমরা মারোয়ারী না।

    এটা কি ওপেন মার্কেটের উদাহরন? আমার লোক্যাল মার্কেট না হয় কিস্যু যায় আসে না। বাকী যেকজন বাঙালী সাপ্লায়ার চিনি, তাদের ও এক অভিজ্ঞতা। তারা মারোয়ারী নিয়ে তিক্ত বিরক্ত।
  • ব্যবসা | 61.255.38.226 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৮722880
  • বাঙালী নাকি ব্যবসাতে নেই ? যত্তসব । তেলেভাজাকে কি আপনি ব্যবসা বলে মনে করেন না ? তার জন্য ফাইভ স্টারে যেতে হয় ?
  • সিকি | 133.242.242.17 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১১:১০722881
  • কি ছেলেটির নামে না জেনেই গালি দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করবে? এখন জানা গেছে যে সে স্কুটি নিয়ে হেঁটে রাস্তা পারাপার করছিল এবং দুজন তাকে ঠেলে সাহায্য করছিল
  • Accident | 119.236.90.209 | ২১ সেপ্টেম্বর ২০১৬ ১১:১৪722883
  • পুলিশের একাধিক সূত্র ও প্রত্যক্ষদর্শী বলে দাবি করা কয়েক জনের বক্তব্য, গাড়িটি মোটামুটি ঠিকই যাচ্ছিল। হঠাৎই চালক-সহ তিন আরোহীকে নিয়ে একটি স্কুটি রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত গতিতে বাঁক নিতে যায়। আরোহীদের কারও মাথায় হেলমেট ছিল না। আচমকা বাঁক নিতে যাওয়া স্কুটিতে সোজা ধাক্কা মারে মার্সিডিজটি। লালবাজারের এক কর্তার বক্তব্য, ‘‘মার্সিডিজটি সঠিক দিকে যাচ্ছিল বলে এমনিতেই গতি বেশি ছিল। এ দিকে, একেই স্কুটিটির আরোহী ছিলেন তিন জন ও অত রাতে রাস্তা ফাঁকা থাকে ধরে নিয়ে এক দিক থেকে অন্য দিকে যাওয়ার সময়ে হয়তো তাঁরা সে ভাবে খেয়াল করার প্রয়োজন মনে করেননি। মনে হচ্ছে দুর্ঘটনার এটিই কারণ।’’

    http://www.anandabazar.com/calcutta/police-investigates-who-was-responsible-for-hazra-road-accident-1.481698#
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন