এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মারোয়ারীদের বিরুদ্ধে হঠাৎ এত ক্ষোভ ফুঁসলে উঠলো কেন?

    bip
    অন্যান্য | ১৯ সেপ্টেম্বর ২০১৬ | ৮৩৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 85.137.5.183 | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১৬:০২722917
  • smএর লিঙ্কের শেষের বাংলা পিডিএফ কথাটা বদলে pdf করে নিন তাহলেই হবে।
  • bip | 183.67.3.44 | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১৮:১৯722920
  • এইমাত্র একজন খুবই ছোট প্রথম প্রজন্মের বাঙালী ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম। ইঞ্জিনিয়ার। খুবই ছোট। খুব কষ্টে স্যোলার প্যানেলের বিজনেস নামিয়েছে। কিন্ত কোলকাতায় বিজনেস নেই। কারন সিএইএসি-থুরি জ্যোতি মোষ পেয়ারী গোয়েঙ্কারা। ওরা সাধারন বাড়ির সোলার প্যানেল থেকে গ্রিডে রিনিউয়েবল নেয় না। যা আজকাল সব সভ্যদেশে, ভারতেও সব সভ্য রাজ্য, ইনক্লুডিং এই ফোরামের চক্ষুশূল গুজরাতেও ডিস্ট্রিবিউটরা নিতে বাধ্য। ফলে কোলকাতায় সোলার প্যানেলের বিজনেস তেমন চলে না।

    এখানে মেরো পেয়ারী যেসব পন্ডিতরা আছেন-আমার তাদের কাছে প্রশ্ন -এটা কি ধরনের "বিজনেস বুদ্ধি" র উদাহরন যে সিপিএম বা তৃনমূলের নেতাদের টাকা দিয়ে হাত করে, প্রগতিশীল টেকনোলজি যা দেশের এবং দশের মঙ্গল তাকে রুখে দেওয়া?
  • সিকি | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৪722921
  • জাস্ট ডিসগাস্টিং বিপ। অত্যন্ত বাজে ভাষায় লিখছো।

    প্রতিবাদ জানালাম।
  • Du | 81.170.5.44 | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৩722922
  • এত ভালনারেবল সারনেম নিয়ে --
  • pi | 11.39.56.179 | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৮722923
  • এইসব যত লিখবেন নিজেকেই নামাবেন। আর কি।
  • Robu | 11.39.37.25 | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৯722924
  • দুদি ঃ-)
  • Amit Sengupta | 113.227.96.13 | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৫722925
  • ব্যাঙ্গলোরে বাড়িতে সোলার প্যানেল বসালে অনেক লাভ। আগে নেট বেসিসে ক্যালকুলেট করা হত। মানে যতটা ইউনিট আমি বেসকম থেকে নিয়েছি মাইনাস যত ইউনিট আমি আমার সোলার প্যানেল থেকে গ্রিডে দিয়েছে। এখন গ্রস। মানে আমি যা নিচ্ছি তার আলাদা বিল ও আমি যা গ্রিডে দিয়েছি সেটা অ আমার ব্যান্ক অ্যাকাউন্টে সোজা জমা পড়বে।
    অনেকেই সোলার প্যানেল বসিয়ে ইলেক্ট্রিসিটি বেচে রোজগার করছেন। আমিও বসাতে যাচ্ছি।
  • Debabrata Chakrabarty | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৩722927
  • সরি বিপ , আপনেরা IIT , আপনি একজন ইঞ্জিনিয়ারের কথা বললেন যিনি সোলার প্যানেল বানিয়ে ব্যবসা করতে পারছেনা CESC নাকি বাধা দিচ্ছে । আপনেরা হাই ফাই ব্যবসাদার ,সরকার সব প্লেটে করে সাজিয়ে দিলে তবে খেতেও পারেন ,ছড়াতেও পারেন । আজথেকে ১৫ বছর আগে অধম ( ১১ ক্লাস পাশ) কাঠমান্ডুতে সোলার ইনডোর সুইমিং পুল হিটার ৫০০% প্রফিটে বিক্রি করেছে ,কলকাতারই এক বাঙালি কোম্পানি এই বিষয়ে বিগত ২০ বছরের স্পেশালিষ্ট , অফিস থিয়েটার রোডে । পুঁজি ,কানেকশন ,সরকারী সাহায্য বিনা বাস্তবে ব্যবসা কি করে করতে হয় না জেনে হচ্ছেনা হচ্ছেনা বলে নাকি কান্না অসহ্য ।
  • sm | 53.251.91.253 | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৫722929
  • না,বিপ সরকারি সাহায্যের কথা বলছে না তো। সরকারের পলিসি বেঁকে চুরে যাচ্ছে,সেটা বলতে চেয়েছে। ফেয়ার প্লে বলে ব্যাপার টাই নেই ।ক্ষমতা কিছু লোকের হাতে কায়েমী হয়ে পড়েছে।
    সরকার যদি উৎসাহ দিতে না পারে;তাহলে তো ইয়ং জেনারেশন মুখ তুলতেই পারবে না।
  • ranjan roy | 132.162.177.26 | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৫722928
  • সিকি ও দু'র প্রতিবাদে গলা মেলালাম।
    বিপ, প্লীজ সংযত হোন।
    মূল আলোচনায় আসুন।
  • bip | 80.192.207.63 | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৬722930
  • Amit Babu
    CESC doesnt take private solar into the grid. All because Goenka has successfully blocked. Now tell me ..
  • Amit Sengupta | 113.227.96.13 | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২০722931
  • আমেদাবাদে ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিব্যুশান প্রাইভেটাইজ্ড। কিন্তু সৌরশক্তিকে উত্সাহ দিতে সরকার টরেন্টকে বাধ্য করেছে সোলার বিদ্যুত গ্রিডে নিতে। এটা সরকারী পলিসি অল্টার্নেটিভ সোর্স অফ এনার্জিকে উত্সাহ দিতে। in our national interest।
    সোলার হিটার ব্যাঙ্গালোরে প্রায় প্রতি বাড়িতে, নিজেদের ইন্টারেস্টে, সরকার ম্যনডেটেড নয়, লোকেরা নিজেদের ইন্টারেস্টে বসিয়েছে। অনেকে করে খাচ্ছে। সরকার কোথায়?
    মোদ্দা কথা হল এখানে কেউ যেকোনো ব্যবসা চাইলেই করতে পারে। বাধা নেই। কোন লবি নেই আটকানোর জন্যে।
  • ranjan roy | 132.162.177.26 | ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩৩722932
  • অমিতবাবু,
    বঙ্গে আমরা কোথাও কি বামরাজনীতির -- যা কিছু সরকারি তা প্রগ্রেসিভ বা সমাজতন্ত্রের অভিমুখী এবং যা কিছু প্রাইভেট তা ব্যক্তি পুঁজির সম্প্রসারণ কাজেই সমাজবাদের থেকে দূরে --এ জাতীয় ভুল অতিসরললীকরণে আটকে গেছি?
    এ ব্যাপারে আপনার ব্যক্তিগত উপলব্ধি কী?
  • bip | 183.67.3.44 | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৯722933
  • জ্যোতিবোস কে বাংলার মহান জনদরদী নেতা জ্যোতিবোস বলে ডাকতে হবে? যিনি বাংলার সর্বনাশের মূল কান্ডারী? আমি বোধ হয় ভুল করেছি। মোষ প্রজাতির কাছে ক্ষমা চাইছি। কারন মোষ উপকারী প্রানী। তাকে জ্যোতিবোসের সাথে তুলনা করা অন্যায়-ঘোর অন্যায়। একজন উপকারী প্রানীর সাথে চূড়ান্ত অপকারী একজন মানব নেতার তুলনা করে মহিষাকূলকে অপমানিত করায়, দুঃখিত এবং ক্ষমাপার্থী।
  • বিপ | 183.67.3.44 | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০০:১৩722934
  • কিন্তু সৌরশক্তিকে উত্সাহ দিতে সরকার টরেন্টকে বাধ্য করেছে সোলার বিদ্যুত গ্রিডে নিতে। এটা সরকারী পলিসি অল্টার্নেটিভ সোর্স অফ এনার্জিকে উত্সাহ দিতে। in our national interest।

    >>
    আমেরিকা জার্মানি, গুজরাতেও তাই নিয়ম। পশ্চিম বঙ্গে তা না। কারন গোয়েঙ্কারা জ্যোতিবাবুর আমল থেকেই সরকার কিনে নিয়ে নিয়েছে। কোলকাতার সোলার প্যানেলের ব্যবসায়ীরা অনেক লবি করার চেষ্টা করে জেনেছে, উটি হবে না। কারন গোয়েঙ্কা বাবুর আপত্তি আছে। কোলকাতাকে ওদের টিটাগড়ের বিদ্যুতকেন্দ্রের দূষন সহ্য করতে হবে, এবং দেবব্রত বাবুর মতন অতিবামেরা কহিবেন, অহ বিজনেসে সরকারি সাহায্য কেন!!!
  • bip | 183.67.3.44 | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০০:১৫722935
  • দেখ পাই,
    আমি একই সাথে সিইএসির বিদ্যুতের দাম এত কেন সেই আন্দোলনেও মুখ দেখাবো, আবার জ্যোতিবোসকেও শ্রদ্ধার আসনে বসাব-এই ধরনের কাঁঠালের আমসত্ত্ব নই। গোয়েঙ্কাদের এত শোভা বর্ধনের মূল কারন জ্যোতিবোস। উনাদের মনোপলিকে জ্যোতিবোস এপ্রুভ করেছিলেন।
  • bip | 183.67.3.44 | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০০:২১722936
  • দেবব্রত বাবু
    আপনি মনে করেন শিল্পপতিরা এত ভাল লোক এমনি এমনি আপনার সেফটি ভালভ কেনে? ১৮৯০ সালেও ইন্ডাস্ট্রিয়াল সেফটি ছিল মিনিম্যাল-ওশা টাইপের কোন আইন ছিল না। শিল্প শ্রমিকদের জানমালের নিরাপত্তা দিতে আইন আসার পরে শিল্পের অনেক ডিজাইনের ম্যাসিভ চেঞ্জ হয়। আমি আগে যে সেন্সর কোম্পানীতে চাকরি করতাম, সেন্সর বিক্রিই হত এফ ডি এ এবং এ পি এর কড়া রেগুলেশনের জন্য। এই রেগুলেশন কিন্ত সমাজের সেফটির জন্য। যাতে খাবারে ওশুধে, ইন্ড্রাস্ট্রিয়াল ওয়েস্ট বিষ না থাকে।

    তবে আমার বর্তমান সেন্সর ব্যবসার সাথে সরকারের নীতির সম্পর্ক নেই।

    দেখুন, প্রশ্নটা হচ্ছে কিভাবে মারোয়ারী সম্প্রদায় প্রগ্রেসিভ লেজিসলেশনের বিরুদ্ধে যাচ্ছে বঙ্গে-সেটা মুখ্য বক্তব্য।
  • π | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০১:০৩722938
  • জাত তুলে গাল দেওয়াটা খারাপ জিনিস, সেটা কোনদিন শেখেননি ?
  • Sayantani | 126.203.144.149 | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৮722939
  • প্রসঙ্গত, বাংলা রাইখ বলে ফেবু পেজ কেউ ফলো করেন এখানে? :)
  • bip | 183.67.3.44 | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪১722940
  • যা বাবা, হাত তুলে ( জাত তুলে না) গালাগাল দিলুম কোথায় পাই?

    বাঙালীদের বং, মারোয়ারীদের মেড়ো-এগুলো ত লিঙ্গো। গালাগাল আর লিঙ্গো বুঝি এক? আমাকে এই বয়সে নতুন করে শিখতে হবে তাহলে।
  • কুমড়ো | 198.155.168.109 | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০২:১১722941
  • পিডিয়েফ্টা দেখতে পেয়েছি। থ্যাংকু।
  • :( | 172.213.3.221 | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৭:০০722942
  • ডিসি জার্নাল পড়েন শুনে প্রচন্ড শকড হয়েছিলাম। আবার শকড হলাম দেবব্রত ব্যবসায়ী শুনে। আমি তো ওনাকে নকশাল নেতা বা মেধা পাটেকরের মতো কোনো বিশাল পরিবেশবিদ ভাবতাম!
  • সিকি | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৭:১৮722943
  • বাংলা রাইখ মানে সোহম পালের গ্রুপ কি? মাঝেমধ্যে দেখি।

    বিপ, শেখার কোনো বয়েস নেই। এই বয়েসেও একটু শিখে নিতে পারো।
  • sch | 55.251.235.217 | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৮:০০722944
  • গুরুর নির্দেশাবলীতে লেখা আছে "খারাপ লাগলে চুটিয়ে গাল দিন।"। মুস্কিল হল গাল আর গালির মধ্যে পার্থক্যটা সূক্ষ।
  • avi | 113.24.86.157 | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২৯722945
  • :-)))
  • Amit Sengupta | 113.227.96.13 | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৯722946
  • CESC কি জ্যোতিবাবুর মারোয়াড়ীকে উপহার দেওয়া মনোপলি?

    দেখা যাক ঘটনাবলী তাই বলে কিনা।

    ৭ জানুয়ারি ১৮৯৭ কিলবার্ন অ্যান্ড কোম্পানি ঠিকা পেলো ইন্ডিয়ান ইলেকট্রিক কোং লিমিটেড এর থেকে কলকাতায় বিদ্যুতের আলো জ্বালাবার। পেরেন্ট কোম্পানিটি লন্ডনে রেজিস্টার্ড ১০০০ পাউন্ড মূলধন। এক বছর বাদে নাম বদলে হল Calcutta Electric Supply Co. Ltd. মূলধন ১ লক্ষ পাউন্ড।

    প্রথম থেকেই কলকাতার বিদ্যুৎ সরবরাহ প্রাইভেটাইজড। জ্যোতিবাবুর জন্মের আগে থেকে। পরে এইভাবেই বোম্বেতে দেখি টাটা ইলেকট্রিক, আমেদাবাদে আমেদাবাদ ইলেকট্রিক কো ইত্যাদি। বোম্বের শহরতলীতে BSES (Bombay Suburban Electric Supply)। সবই প্রাইভেট উদ্যোগ।

    এবার সাহেবরা দেশ ছেড়ে চলে গেলে বহু কোম্পানি মারোয়াড়ীরা, গুজরাটিরা কিনে নেয়। যারা থাকে তারাও পরে বেচে দেয়। এইভাবে Calcutta Electric Supply Co র হাত বদল হয় ও গোয়েঙ্কারা না কিনলে আর কোন কলকাতার মারোয়াড়ী বিজনেস হাউস কিনে নিত। বাঙ্গালীদের সেই ক্ষমতা ছিলনা, আজও নেই। ব্রিটিশরা যার থেকে ভাল ডিল পেয়েছে তাকে বেচেছে। জ্যোতিবাবুর খাতিরে বিজনেসে লস করার বান্দা ব্রিটিশ বানিয়ারা নয়।

    এবার সোলার এর গল্প। সোলার পাওয়ার গ্রিডে নেওয়ার ব্যাপারটা সাম্প্রতিক। সে গুজরাটে হোক বা কর্ণাটকে। সেই সময় পবতে পুরোপুরি দিদিরাজ, বেশ কয়েক বছর আগে জ্যোতিবাবুর দেহান্ত ঘটেছে। মানে CESCর রিফিউজালটা জ্যোতিবাবুর মৃত্যুর বেশ পরে। তাই জ্যোতি বসুই হোক বা গবাদি পশু, গালি দেওয়াটা আমি ঠিক মানতে পারলামনা।

    এবার গোয়েঙ্কা সোলার গ্রিডে নিতে রিফিউজ করলো কিন্তু ব্যাঙ্গালোর নয়, কেন? এখানে ব্যবসার কথা আসে। পবতে আজ বিদ্যুৎ উদ্বৃত্ত, সে যে কারণেই হোক। এখানে তাই CESCর যে কোন মালিক, মারোয়াড়ী বা পার্সি বা চেট্টিয়ার, আগে নিজের উৎপাদন বেচবে। সেটা তার রাইট। কর্ণাটকে ঘাটতি। ডোমেস্টিক বিদ্যুতের দাম কমার্শিয়ালের থেকে অনেকটা কম। আইটি বা অন্যান্য কোম্পানিদের বিদ্যুৎ না দিতে পারলে তারা রাজ্য ছেড়ে চলে যাবে। তাই it makes business sense to take solar power generated by consumers in the grid paying one rupee more than what they charge the consumers and sell their own power to commercial establishments at much higher rate.

    আমি কিন্তু কোন বাবুর গুণমুগ্ধ নই, তবে অকারণে কাউকে গালাগাল দিতে চাইনা।
  • সিকি | 165.136.80.37 | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫২722947
  • ধন্যবাদ অমিত সেনগুপ্ত। অনেকটাই জানা ছিল না। জানলাম।
  • dc | 132.174.99.134 | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১০:১১722949
  • অমিতবাবুর পোস্টটা পড়ে আমিও ছোট্ট করে জেনে নিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন