এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মারোয়ারীদের বিরুদ্ধে হঠাৎ এত ক্ষোভ ফুঁসলে উঠলো কেন?

    bip
    অন্যান্য | ১৯ সেপ্টেম্বর ২০১৬ | ৮৩৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ | 183.67.3.44 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২৩722859
  • মাত্র একটা এক্সিডেন্টের ঘটনায় বাংলার মারোয়াড়ী সম্প্রদায়ের ওপরে সাধারন বাঙালী সমাজের যে ঘৃণা ফুঁসে উঠেছে-তাকে কি বলবেন আপনি? বাঙালী জাতিয়তাবোধ?

    এদিন আসতই। এই দিন এসেছিল বলেই মহারাষ্ট্রে শিবসেনার জন্ম হয়। কোলকাতা এমন একটা শহর যেখানে বাড়ি কিনতে হয় মারোয়ারীর কাছ থেকে, অসুস্থ হলে যেতে হয় মারোয়াড়ীদের নার্সিং হোমে-ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন মায়োয়ারী মালিকদের স্কুলে । মলে যাচ্ছেন কিনতে-সেখানে মল মালিক থেকে দোকান মালিক সবাই মারোয়ারী। বিদ্যুৎ কিনছেন মারোয়াড়ী মালিকদের থেকে। গাড়ি কেনা থেকে পেট্রোলকেনা-সবাই মায়োয়ারী মালিকের কাছ থেকে। বাঙালী শুধুই চাকর-নিজভূমে দাসবৃত্তি ছাড়া তার ভাগ্যে কিছুই নাই।

    ক্যাপিটালিজমের ধর্মে একদেশের লোক অন্যদেশে ব্যবসা করবে-সেটাই স্বাভাবিক। আমিও ভারত থেকে এসে সুযোগের জন্য আমেরিকাতে ব্যবসা করছি। এতে দোষ নেই। কিন্ত এমন যদি হয়,সেই ব্যবসাগুলো আপনাকে ক্রমাগত শোষন করে চলেছে-আপনি ফুঁসবেন। নার্সিং হোমগুলো কোলকাতায় ডাকাত। বিদ্যুতের দাম কোলকাতায় সব থেকে বেশী। বাড়ি, ফ্ল্যাটের দাম বেশী-কারন স্পেকুলেশন এবং দুনাম্বারী করে কৃত্রিম ভাবে দাম বেশী রাখা হয়েছে।

    এর পরেও গল্প আছে। কোলকাতায় যত বাঙালি ব্যবসায়ীদের সাথে কথা বলি-সবাই প্রকাশ্যে কিছু বলতে পারে না কিন্ত মারোয়াড়ি বিজনেস প্রাক্টিসের বিরুদ্ধে ফুঁসছে। বা রেগে আছে। ইনফ্যাক্ট কোলকাতায় ব্যবসায় এতটাই দুরাবস্থা একজন বাঙালী পুনে বা ব্যাঙ্গালোরে বিজনেস ইউনিট স্থাপন করে যতটা সাফল্য পাবে , কোলকাতায় তা পাবে না।

    একটা জিনিস সবার বোঝা দরকার। মমতা ব্যনার্জি যা দাবি করেছেন-যে দিল্লির হাতে মিলিটারি, বিদেশ নীতি আর ফাইনান্স ছাড়া কিছু থাকা উচিত না-এটা কিন্ত আজ না হলে কাল হবেই। কারন দিল্লীর ছড়িঘোরানো কেউ সহ্য করবে না-বাঙালী ছেড়ে দিন। তামিল, কন্নড়, তেলেগু, উড়িশ্যা, বিহার, আসামে এখন আঞ্চলিক দল। বহুদিন থেকেই। পাঞ্জাব, মহারাষ্ট্র এগুলো বর্ডার লাইন কেস। বাকি রাজ্যগুলোতে কংগ্রেস দুর্বল হয়েছে দিল্লীকেন্দ্রিক রাজনীতি করে। আজ অধীর চৌধুরি-নিজের বারান্দাটাও হারাতে চলেছে। বিজেপি লাস্ট পিলার যা ফেডারেল স্ট্রাকচার চাইছে । কিন্ত বিজেপির সাফল্যও মুখ থুবড়ে পরবে আগামী নির্বাচনে। রাজস্থান, ছত্রিশগড় সর্বত্রই স্থানীয় পার্টির উত্থান হবেই। ফলে আজ না হলে কাল, দিল্লীর হাত থেকে ক্ষমতা কেড়ে-রাজ্যগুলি প্রায় স্বয়ংশাসিত দেশের মতন রাজ্য চালাবে। দিল্লীর হাতে মিলিটারী আর বিদেশনীতি ছাড়া কিছুই থাকবে না।

    আরে হিসাব সহজ। যদি শক্তিশালী আঞ্চলিক নেতা থাকে কোন রাজ্যে-সেখানে বিজেপি কংগ্রেস গোহারা হেরেছে এবং হারবে। কারন পশ্চিম বঙ্গের যেকোন বিজেপি বা কংগ্রেসের নেতাকে বলুন-তারাই বলে দেবে দিল্লী কিভাবে তাদের রাতে দিনে ডোবাচ্ছে!

    ফলে বঙ্গের রাজনীতিতে আগামীদিনে বাংলা জাতিয়তাবাদ দারুন ভাবে প্রাসঙ্গিক। সিপিএম বা কংগ্রেস বা বিজেপি-যে পার্টিই হোকনা কেন-তাদের বাঙালী জাতিয়তাবাদি ফ্যাকশনটা বেড়িয়ে এসে আলাদা দল না করলে, বঙ্গের মাটিতে কিস্যু করতে পারবে না। কারন? সোনিয়া এবং মোদি দুজনেই মমতার পায়ে পরে থাকবেন। ফলে পার্টির রাজ্য ইউনিটকে দিল্লী ব্যাকস্ট্যাব করবে এবং করছে বারংবার। নেহাৎ রাজ্য ইউনিটের মাথায় ওরা তাদের বসায়, যাদের ব্যাকবোন নেই-সরীসৃপ। আর সিপিএমের কথা বাদ দিন-তারা কহেন কবি কালিদাসের মগডাল কাটা রাজনীতি ছাড়বে না। ফলে আগামীদিন ওরা আরোই অপ্রাসঙ্গিক। মোল্লাটা ঢুকে গেছে-বাকীদের ও তৃণমূল পুনঃবাসন দেবে।

    এই পরিস্থিতিতে একটা সময় এসেছে বাঙালী জাতিয়তাবাদের নব জাগরণের। বাঙলায় থেকে বাঙালীকে অপমান করবে, বাঙালীকে ঠকাবে, শোষণ করবে, বাঙালী ছেলেগুলোকে উঠতে দেবে না-ওটি করলে জাগ্রত বাঙালী জাতিয়তাবাদ তা সহ্য করবে না। এই মেসেজটা পরিস্কারভাবে দেওয়া দরকার সব কর্নার থেকে।

    কিছু চাড্ডি এর মধ্যে আবার আরবী কালচার হাবিজিবি সব বলতে চাইছে। কোন বাঙালী মুসলমান কি আরবী সংস্কৃতি বাড়িতে পালন করে ?? জানা নেই। তারা বাঙালী কেন না-সেটাও বোধ হয় চাড্ডিরাই জানে। কারন বাংলা ভাষা সাহিত্য গান এখন বাংলাদেশের জন্য প্রায় সম্পূর্ন ভাবে মুসলমানদের হাতে। তারা হিন্দুদের থেকেও বড় বাঙালী। সুতরাং এটা হিন্দু মুসলমান ভোলার সময়। যেসব বাঙালী নিজেদের আরবী বা উত্তর ভারতের কাছের লোক মনে করে, তাদের পাবলিক শেমিং সময়ের অপেক্ষা মাত্র। ওই বাঙালী হতভাগাগুলোকে আগে বাংলা ছাড়া করা হৌক।
  • sm | 53.251.90.230 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৬722957
  • কোন ঘটনা টা বিপ?
  • সিকি | 165.136.80.172 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৯722968
  • এঃ, একটু দেরি হয়ে গেল। উইকেন্ড ইজ ওভার।
  • avi | 125.187.34.170 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২১722979
  • 'পরিস্কার' 'জাতিয়তাবাদের' বড়ই 'দুরাবস্থা'। :-(
  • Yggdrasil | 37.63.135.110 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪২722990
  • কাল হাজরা মোড়ে এক মার্সিডিজ চালক এক স্কুটারে ধাক্কা মেরেছে, স্কুটার যিনি চালাচ্ছিলেন তিনি মারা গেছেন। তারপর বিক্ষুব্ধ জনতা পন্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিসে ঢুকে ভাঙচুর করেছে - ৭৮টা গাড়ি ভাঙচুর হয়েছে। যদিও মার্সিডিজটা অ্যাপারেন্টলি ঐ কমপ্লেক্সের গাড়িই নয় (যা শুনলাম)। এখন এর মধ্যে বিপ মারোয়াড়ি অ্যাঙ্গল কোত্থেকে পেলো সেটা বিপই জানে। মার্সিডিজ চালক মারোয়াড়ি না হলে বাঙালী হলেও ঘটনাক্রম মনে হয় একই থাকতো।
  • সিকি | 165.136.80.172 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৩723001
  • তবে সবকিছুর শেষে ঐ "হৌক"-টা আমার হেব্বি কিউট লাগে।
  • sm | 53.251.90.230 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫১723012
  • শুনলাম,বোধহয় একটা সংস্থার নামে গাড়ির রেজিস্ট্রেশন। কাগজ গুলোতেও ভালো করে কিছু লেখেনি। ব্যাপার টা কি? কার গাড়ি, কে চালাচ্ছিল; এটা বার করতে খুব বেশি টাইম লাগার তো কথা নয় ! জনতাই বা এতো উত্তেজিত হয়ে গেলো কেন?
  • সিকি | 165.136.80.172 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১০:১৯723023
  • মাড়োয়ারি অ্যাঙ্গলটা বিপ পেয়েছে ফেসবুক থেকে। ওখানে কিছু নব্যলিবারাল অতিবাঙালি এই মর্মেই নাপাচ্চে। মানে সবসময়েই ওরা এই মর্মেই নাপায়, ইস্যু অর নো ইস্যু। উগ্র বাঙালিত্ব। কলকাতা মেড়োদের দখলে চলে যাচ্ছে, কলকাতার বুকে বসে কেন হিন্দিতে কথা বলবে তারা, এই নিয়ে তাদের রাগের সীমাপরিসীমা নেই।

    স্কুটারটা সরু রাস্তায় মার্সিডিজের সাথে রেষারেষি করছিল। স্কুটারে তিনজন ছিল, এবং কারুর মাথাতেই হেলমেট ছিল না। জোর করে ওভারটেক করতে গিয়েই স্কুটারটা ধাক্কা মারে মার্সিডিজকে, এবং ছিটকে পড়ে। মার্সিডিজের ড্রাইভার ভয় পেয়ে প্রথম ইনস্ট্যান্সেই পালায় - ফলে যা হবার তাই হয়েছে। বাঙালি তার চরিত্র অনুযায়ী যা করা উচিত তাই করেছে।
  • Yggdrasil | 37.63.135.110 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১০:২৬723034
  • রাস্তায় একটা হায়ারার্কি আছেঃ পথচারী, সাইকেল, স্কুটার/বাইক, গাড়ি, বড় গাড়ি ইঃ। বড়-ছোটয় ধাক্কা লাগলে সবসময় বাই ডিফল্ট বড়র দোষ। অ্যাকচুয়ালি কী হয়েছে সেসব কেউ ভাবে না।
  • দেবব্রত | 59.32.16.201 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩২722860
  • সে তো বুঝলাম কিন্তু সরকারের পক্ষে গাড়ির মালিক এবং ড্রাইভার খুঁজে তাদের গ্রেপ্তার করবার জন্য খুব জোর মিনিট ১৫লাগার কথা।তা ঘটনার ৩৬ ঘন্টা পরেও গাড়ির মালিকের বিষয় নিয়ে ধোঁয়াসা কেন? নাকি এক জনের মৃত্যু এবং ৭৮টি গাড়ি ভাংচুরের তুলনায় সেই গাড়ির মালিক কে রক্ষা করা বেশি জরুরী?
  • sch | 132.160.114.140 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৩722871
  • সিকি , ei somoye লিখেছে স্কুটির তেল ফুরিয়ে গিয়েছিল হাঁটিয়ে নিয়ে ফিরছিল, পেছন থেকে এসে ধাক্কা মারে আর আনন্দবাজারের ভার্সান পেছন থেকে এসে ধাক্কা মারে। এর মধ্যে ওভারটেকের গল্পটা কোন কাগজে দিল।
  • sm | 53.251.90.230 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৩722882
  • সে যাই হোক,ঘটনার তদন্ত দ্রুত হওয়া উচিত। একজন যুবকের মৃত্যু ও দুজন আহত হয়েছে; যা বিভিন্ন কাগজ পড়ে মনে হলো।
    সুতরাং এসব কেস আরো তৎপরতার সঙ্গে ডিল করা উচিত।
  • Yggdrasil | 233.191.13.147 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৬722893
  • দেবব্রতর পয়েন্টটা খুবই ভ্যালিড। কাগজে দেখলাম অ্যাক্সিডেন্টের সাথে রিলেটেড নয় এমন কিছু বেনিয়মও বেরিয়ে পড়েছে।

    এবং ছবি যা দেখলাম তাতে পিছন থেকে ধাক্কা মারাই মনে হল, মানে অন্ততঃ গাড়িটা পিছনে ছিলো - সে ওভারটেকিংই হোক বা যাই হোক।

    কিন্তু বিপের অ্যাঙ্গলটা ভুলভাল লাগলো।
  • sch | 132.160.114.140 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৯722904
  • আর ওই আবাসনে মাড়োয়ারীরা থাকে এটা কোথায় লিখেছে ? অবাঙ্গালীদের মধ্যে বিহারী আছে, বাঙ্গালী মেয়র পারিশদ আছে - এই সব কঙ্কলুশানের বেসিস কি
  • গুঁতো | 98.80.185.137 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৮722915
  • বেওসাদারদের জানা উচিত পোঁদ মারলে গাঁড় মারা খেতে হয়

  • Debabrata Chakrabarty | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫০722926
  • হ্যা খবর এসেছে , গাড়ীর মালিক জনৈক মাহেশ্বরী -বালিগঞ্জের একজন মন্ত্রী (বুঝতেই পারছেন ) মাঠে নেমেছেন ,ম্যানেজ হয়ে যাবে । অবশ্য সেটা না হওয়াই ব্যতিক্রম । যাক এ যাত্রায় বঙ্গ শিবসেনা মনে হচ্ছে আর হলোনা । তবে বিপ বাবু বঙ্গীয় জাতীয়তাবাদ মাড়োয়ারিদের হাত ধরে এবং তাঁদের পয়সার জোরেই ডানা মেলেছিল কংগ্রেস এবং হিন্দু মহাসভার মাধ্যমে - চিন্তার কারন নেই সেই হাত ধরাধরি একটুও দুর্বল হয়নি ।
  • Yggdrasil | 131.241.218.132 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫২722937
  • সিকির কমেন্টের প্রেক্ষিতেঃ

    "A speeding Mercedes hits a scooter with three riders as the two- wheeler takes a right turn, allegedly without using indicators." - টেলিগ্রাফ

    এইসব কারণে অ্যাক্সিডেন্ট প্রায় প্রতিনিয়তঃ হয়ে থাকেঃ-(
  • Yggdrasil | 131.241.218.132 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫৯722948
  • ইন্ডিকেশনটা অন্যদিকে। টেলিগ্রাফ আরেকটা কথা লিখেছে - ফোর্ট ওয়েসিস যেখানে তৈরী তার আশেপাশে কিছু বস্তি আছে (আমি চিনি, কারণ বেশ কয়েকবার ওদিকে গেছি), আর ওয়েসিস তৈরী হয়েছে সম্ভবতঃ এরকম কিছু বস্তি উচ্ছেদ করেই। বিপ-বর্ণিত বাঙালী মারোয়াড়ি ইস্যু একেবারেই নয়।
  • Arpan | 93.137.1.210 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৫:০৩722956
  • অতএব গোরুর শ্মশানযাত্রা সম্পন্ন হৈল।

    আরো হৌক।
  • kc | 204.126.37.130 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:১৪722958
  • কলকাতায় এখন হঠাৎ হঠাৎ ভাঙচুড় হওয়াটা বেশ কমন ব্যাপার। পুরো ফ্যাতাড়ু মোডে অ্যাকশন হয়। বছরখানেক আগে পিয়ারলেস ও অ্যাপেক্স হাসপাতালে এরকম হয়েছিল।
  • Arpan | 203.108.73.47 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২২722959
  • র।

    চুর।
  • bip | 183.67.3.44 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২৯722960
  • এট ফেসবুক থেকে
    "আজ 'এই সময়ে' পড়লাম আবাসনের এক বাসিন্দা জানাচ্ছেন বস্তির মানুষজনে টার্গেট ছিল বিএমডাব্লিউ,মার্সেডিজ(বাকি নামগুলো ভুলে গেছি) ইত্যাদি দামি গাড়িগুলো।তারা কোনো আবাসনবাসীকে আক্রমণ করতে যাননি।সেই মুহূর্তে ওই প্রত্যক্ষদর্শীর মনে হচ্ছিল 'ওদের' দয়ায় বেঁচে আছে তারা।
    এটা যেমন ঠিক বস্তির মানুষেরা খুব সচেতনভাবে হামলা চালাননি তেমনি এই আক্রমণের পিছনে যে শ্রেণিঘেন্নাটাই মূল এটাও খুব স্পষ্ট।তবে এই ঘটনা থেকে প্রাপ্তি হল বড়লোকের মনে ঢুকে যাওয়া ভয়।এই ভয় দেশের প্রত্যেকটা শাইনিংবাদীর মনে ঢোকাতে হবে,'ওদের দয়ায় বেঁচে আছি'!"

    ওই আবাসনের ৯০% মারোয়ারী ছিল। সেটা বড় কথা না। ফেসবুকে এই ইস্যুতে মারোয়ারী বিরোধি বাঙালী জাতিয়তাবাদ জেগে উঠেছে। সেটাই লেখার বক্তব্য।
  • Yggdrasil | 131.241.218.132 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৩৬722961
  • ল্লেপ্পচা। এ তো সেই মানিনীদেবীর সেলাই করা বেগুনী রঙের বেড়াল হয়ে গেলো!!!
  • avi | 125.187.34.170 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৩৭722962
  • বেগুনী নয়, আসমানী রঙের বেড়াল ছিল। যুদ্ধের বাজারে সাদা উল পাওয়া যায় নি। :-)
  • Yggdrasil | 131.241.218.132 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৪৭722963
  • রাইটো। আসমানী।
  • সিকি | 165.136.80.172 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৪৮722964
  • আমি বড় হলে অমৃতলাল হব।
  • Arpan | 203.108.73.47 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৫৪722965
  • এইভাবে পড়তে হবে পুরো প্রবন্ধটি। অংশবিশেষ সাজিয়ে দিলাম। বাকিটা সময়াভাবে পূরণ করা গেল না।

    "কটা জিনিস (ফেসবুকে) সবার বোঝা দরকার। মমতা ব্যনার্জি (ফেসবুকে) যা দাবি করেছেন-যে দিল্লির হাতে মিলিটারি, বিদেশ নীতি আর ফাইনান্স ছাড়া কিছু থাকা উচিত না-এটা কিন্ত আজ না হলে কাল হবেই। কারন (ফেসবুকে) দিল্লীর ছড়িঘোরানো কেউ সহ্য করবে না-বাঙালী ছেড়ে দিন। তামিল, কন্নড়, তেলেগু, উড়িশ্যা, বিহার, আসামে এখন আঞ্চলিক দল। বহুদিন থেকেই (ফেসবুকে)। পাঞ্জাব, মহারাষ্ট্র এগুলো বর্ডার লাইন কেস (ফেসবুকে)। বাকি রাজ্যগুলোতে কংগ্রেস দুর্বল হয়েছে (ফেসবুকে) দিল্লীকেন্দ্রিক রাজনীতি করে। আজ অধীর চৌধুরি-(ফেসবুকে) নিজের বারান্দাটাও হারাতে চলেছে। বিজেপি (ফেসবুকে) লাস্ট পিলার যা ফেডারেল স্ট্রাকচার চাইছে । কিন্ত বিজেপির সাফল্যও (ফেসবুকে) মুখ থুবড়ে পরবে আগামী নির্বাচনে। রাজস্থান, ছত্রিশগড় সর্বত্রই স্থানীয় (ফেসবুকীয়) পার্টির উত্থান হবেই। ফলে আজ না হলে কাল, দিল্লীর হাত থেকে ক্ষমতা কেড়ে-রাজ্যগুলি (ফেসবুকে) প্রায় স্বয়ংশাসিত দেশের মতন রাজ্য চালাবে। দিল্লীর হাতে মিলিটারী আর বিদেশনীতি ছাড়া কিছুই থাকবে না।"
  • Arpan | 203.108.73.47 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৫৫722966
  • লাস্ট লাইনটা এরকম হবে।

    "(ফেসবুকে) দিল্লীর হাতে মিলিটারী আর বিদেশনীতি ছাড়া কিছুই থাকবে না।"
  • Yggdrasil | 131.241.218.132 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৭:০১722967
  • বাই দ্য ওয়ে, "ফুঁসলে" বলে কি কিছু হয়? ফুসলে হয়, ফুঁসে হয়। হোয়াট ইজ ফুঁসলে?
  • avi | 125.187.34.170 | ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৭:২০722969
  • ফুসলে শুনলেই মনে হয়, আর ওদিকে গ্রেট শনেশল থিয়েটারের বর্ণচোরা আমেরা কি করেছে জানেন?
    - কি করেছে?
    - আমাদের অ্যাকট্রেস দামনা, ইয়ে মানদাসুন্দরীকে ফুসলে নিয়ে চলে গেছে।
    - বা বা, বড় ভালো কাজ করেছে।
    - একদম ভালো কাজ করে নি, গেরানজুরিতে অ্যাবডাকশনের কেস হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন