এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মারোয়ারীদের বিরুদ্ধে হঠাৎ এত ক্ষোভ ফুঁসলে উঠলো কেন?

    bip
    অন্যান্য | ১৯ সেপ্টেম্বর ২০১৬ | ৮৩৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bip | 183.67.3.44 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪৩723003
  • কোলকাতায় ব্যবসা না করলে মারোয়ারী কি জিনিস কেউ বুঝবে না। এই ফোরামের কারুর কোলকাতায় ব্যবসা করার দুর্ভাগ্য হয় নি-তাই তাদের পক্ষে বোঝা সম্ভব না কি ভাবে সিপিএম-মারোয়ারী কম্বিনেশন শহরটার সব শেষ করে দিয়েছে। শ্রমিকদের ওপর সব থেকে বেশী শোষন হয় এই বাংলাতে। কারন মালিক শ্রেনী কারা????

    আর এখানে, রাস্তায় সব বামপন্থী মারাচ্ছে। এইসব আর্ম চেয়ার বামপন্থীদের না তাড়ালে , শ্রমিকদের অবস্থা ভাল হওয়া সম্ভব না।
  • de | 69.185.236.54 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪৯723004
  • মারোয়াড়ীরা যদি নিজেদের সামর্থ্যে পুরো কলকাতার বেশীর ভাগ সম্পদের অধিকারী হয়, তাতে কার কি বলার থাকতে পারে? ভারতের যে কোন জায়গায় যে কারোর সম্পত্তি কেনা, ব্যবসা বাড়ানোয় কি কোন আইনী বাধা আছে? এতো পরশ্রীকাতরতা কেন? বাঙালীদের ক্ষমতা থাকলে প্রপার লেভেল প্লেয়িং ফিল্ডে নেমে খেলুক। কলকাতায় ব্যবসা করে মারোয়াড়ীদের একচেটিয়া আধিপত্য খর্ব করুক। তার বদলে ফেসবুক জুড়ে এই শিবসেনা, এমেনেস সুলভ নির্বোধ বিপ্লবের কি মানে?

    ছেলেটির মারা যাওয়াটা খুবই দুঃখের, কিন্তু তার প্রতিক্রিয়া এভাবে একটা কমিউনিটিকে টার্গেট করে কেন হবে? স্টিয়ারিংয়ের পিছনে বাঙালী থেকে কখনো মানুষ মারেনি? বাঙালীরা মার্সিডিজ চালায় না ? বড্ড হিংসুটে ঝগড়ার মতো শোনাচ্চে গোটা ব্যাপারটা-
  • robu | 213.132.214.85 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৬723005
  • বিপের পোস্টের লজিক খুজে কাউন্টার করছো?!!
  • dc | 132.174.97.27 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১১:০২723006
  • আচ্ছা বেপরোয়া গাড়ি চালানো আর সেই গাড়ীর ধাক্কায় মারা যাওয়া তো ভারতের সব শহরে মাঝেমাঝেই হচ্ছে। অনেক শহরেই রাত্রিবেলা কোন কোন বিশেষ রাস্তায় বাইক কম্পিটিশানও হয়, ড্র্যাগও হয়। এগুলো তো ট্রাফিক আইন ভাঙ্গার সমস্যা। চেন্নাইতে গতকাল একটা ছাত্র মদ্যপ অবস্থায় পোর্শে চালিয়ে একজন অটো ড্রাইভারকে মেরে ফেলেছে। সেটাও অত্যন্ত দুঃখের খবর, তবে তার জন্য কাছাকাছি কোন আবাসনে ভাংচুর হয়নি। পুলিশ ছাত্রটিকে গ্রেপ্তার করেছে। তো এতোসব বাঙালি-মারোয়ারি, বড়োলোকেদের ওয়ার্নিং ইত্যাদি না এনে ফেলে পুলিশ যেন আরো তৎপর হয় সেই দাবী করলে হয়না?
  • Yggdrasil | 131.241.218.132 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১১:১৪723007
  • ক। কড়া ট্রাফিক আইন করুক আর সেগুলো ইমপ্লিমেন্ট করুক।

    আর কট্রাপু নিজেদের গাফিলতিগুলোও ঠিক করুক।

    আজও রুবি-তে ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে এলাম - মেইন দোষটা পিছনের গাড়ির যতটা তার চেয়ে বেশি সিগন্যালিং সিস্টেমের। ইদানিং অধিকাংশ সিগন্যালে দেখি সবুজ জাস্ট এক সেকেন্ডের জন্যে হলুদ হয়েই লাল হয়ে যায়। এবার আপনি দাঁড়াতে পারলে ভালো - তাতে পিছনে গুঁতোর রিস্ক, আর না পারলে টিকিট খাবেন - সে আবার বাড়িতে আসে না, রিসেন্টলি এসএমএস আসতে শুরু করেছে, আর নয়তো কট্রাপুর সাইটে একটি অবস্কিওর লিঙ্ক থেকে খুঁজে বের করুন আপনার গাড়ি কবে টিকিট খেয়েছে (তার মধ্যে এমনও জায়গার নাম থাকে যেখানে আপনি জীবনে যাননি)।
  • সিকি | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩৩723008
  • "প্রবাসী পরজীবিকুলের সমস্যা হল, এসি রুমের মধ্যে বেশী আবদ্ধ থাকার কারনে ..."

    বিপ কি নিজেই নিজেকে খিস্তি মারছে?

    "শ্রমিকদের ওপর সব থেকে বেশী শোষন হয় এই বাংলাতে। কারন মালিক শ্রেনী কারা???? "

    বিপকে আমি গুরগাঁওতে নেমন্তন্ন করলাম।
  • bip | 183.67.3.44 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০৩723009
  • মারোয়াড়ীরা যদি নিজেদের সামর্থ্যে পুরো কলকাতার বেশীর ভাগ সম্পদের অধিকারী হয়, তাতে কার কি বলার থাকতে পারে? ভারতের যে কোন জায়গায় যে কারোর সম্পত্তি কেনা, ব্যবসা বাড়ানোয় কি কোন আইনী বাধা আছে? এতো পরশ্রীকাতরতা কেন? বাঙালীদের ক্ষমতা থাকলে প্রপার লেভেল প্লেয়িং ফিল্ডে নেমে খেলুক। কলকাতায় ব্যবসা করে মারোয়াড়ীদের একচেটিয়া আধিপত্য খর্ব করুক। তার বদলে ফেসবুক জুড়ে এই শিবসেনা, এমেনেস সুলভ নির্বোধ বিপ্লবের কি মানে?

    >>>
    যারা কোনদিন ব্যবসা নিজের হাতে করে নি, তাদেরকে ক্যাপিটালিজম এবং ফ্রি মার্কেট বোঝানো মুশকিল। আমেরিকাতে মার্কেট যাতে কম্পিটিটিভ থাকে, কোন মনোপলি না চলে তার জন্য অসংখ্য আন্টি ট্রাস্ট আইন আছে। আমি মূর্খকে জ্ঞান দিতে চাইছি না এই " ফ্রি মার্কেটের" ব্যাপারে শুধু দুটো ঊদাহরন দিচ্ছি। তাহলেই লোকে বুঝব।

    ধরা যাক একটা বাঙালী ছেলে ফ্যাক্টরিতে অর্ডার সাপ্লাইএর ব্যবসা করে। সামান্য ব্যবসা। যেহেতু এখানে সব ফ্যাক্টরির মালিক মারোয়ারী এবং মারোয়ারী সাপ্লায়াররা যদি দ্বিগুন দামেও মাল দেয়, কেউ বাঙালীর কাছ থেকে নেবে না। মারোয়ারীরা ওদের ফ্যাক্টরির সাপ্লাই এবং ভেন্ডর লাইনে সব নিজেদের কমিউনিটির লোকেদের ফেবার করে।

    বাড়ির দালালির ক্ষেত্রেও তাই। সেক্টর ফাইভে আমার একটা মারোয়ারী, একটা বাঙালী দালাল আছে অফিস স্পেস খোঁজার জন্য। বাঙালীটা মাত্র কয়েকটা দেখাতে পারে। সেই দুঃখ করে জানালো অনেক মারোয়াড়ি মালিক তাকে দালাল হিসাবে এক্সেপ্ট করে না। শুধু নিজেদের কমিনিউটিকে তারা টানে।

    এই ভানে কলকাতায় একজন সাধারন বাঙালীর পক্ষে ব্যবসা করা প্রায় অসম্ভব। আমরা যারা সেক্টর ফাইভে হাই টেক করি, আমেরিকার মার্কেটের অপর নির্ভর করে-তারাও কম ভুক্তভোগি না সাপ্লাই লাইনে । কারন সাপ্লাই লাইনে সব মারোয়ারী এবং প্রাইস ব্যাঙ্গালোরের থেকে দ্বিগুন বেশী।

    এনিহাও এসব গুরুতে বলে লাভ নেই-এটা ফালতু সব সবজান্তা বাঙালী জ্ঞানপাপীদের আড্ডা। এখানে কেই কোলকাতা মার্কেটে নেমে কাজ করে নি যে এসব বুঝবে। এগুলো বই পড়ে, নিউজ পড়ে জানা যায় না।
  • সিকি | 165.136.80.162 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:১১723010
  • জিও, এই তো গুরু ফর্মে ফিরে গেছে।

    তা, "এসব গুরুতে বলে লাভ নেই-এটা ফালতু সব সবজান্তা বাঙালী জ্ঞানপাপীদের আড্ডা" - এটা যদি জেনেই গেছো, তা হলে আর লিখতে আসছো কেন? জানোই তো লিখলেই তোমার লেখার খিল্লি ওড়ানো হচ্ছে :)
  • ... | 177.124.124.21 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:১৮723011
  • যুক্তি দিয়ে কাউন্টার করুন না। খিল্লি উড়িয়ে কি লাভ?
  • Bhagidaar | 34.49.119.28 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২৫723013
  • তাহলে তো মারোয়ারীর উন্নতিতে মারোয়ারীর শ্রেষ্ঠত্বের সঙ্গে বাঙ্গালীর কাঁকড়াত্বের পরিস্কার অবদান রয়েছে যা দেখচি। এতে মারোয়ারীর দোষ কোথায়?
  • bip | 183.67.3.44 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২৭723015
  • কাঁকড়া মারোয়ারীদের মধ্যেও আছে। ওরা একে অন্যের বিরুদ্ধে একাধিকা মামলা লড়ছে। ভাই ভাই, ভাই কাকা চলছেই। কিন্ত একটা ব্যপারে ওরা একাট্টা-সাপ্লাই চেনে যেন কোন বাঙালী ব্যবসায়ী না ঢোকে। ওরা বাঙালীকে ভিপি, সিইও করবে-দ্বায়িত্ব দেবে-কিন্ত বিজনেস নিজের হাতে রাখবে।
  • 4z | 209.167.35.20 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২৭723014
  • বার্ডস আই ভিউ এর পার্ফেক্ট একজাম্পল।
  • ছি ছি | 33.254.211.232 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩০723017
  • শেষে কি বাঙালী এককাট্টা হবে ? সে তো জাতি ধর্ম ভাষা সব কিছুর উর্ধ্বে বিশ্বমানব । সবার উপরে মানুষ সত্য তায় রবীন্দ্রনাথ মুখস্থ করেছে ।
  • 4z | 209.167.35.20 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩০723016
  • বিপের কলকাতায় ব্যবসা করার এক্সপিরিয়েন্স ঠিক কত দিনের?
  • bip | 183.67.3.44 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩২723019
  • এটা বহুদিন চলতে পারে না-যে বাংলা যেখানে বাঙালীদের বাসস্থান, সেখানের ১০ কোটি প্লাস টার্ন ওভারের ব্যবসায় ৫% বাঙালীও নেই। দুমাস আগে যখন কোলকাতায় ছিলাম-তাজ বেঙ্গলে দুবার ডিনার খেতে গেলাম-একটা বাঙালী চোখে পড়ল না সব মারোয়ারী। বনেদি বাঙালী টিকে আছে শুধু ক্লাব গুলোতে। অভিজাত ক্লাবগুলো যদিও এখনো বাঙালী আধিপত্য।
  • dc | 132.174.82.76 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩২723018
  • "এনিহাও এসব গুরুতে বলে লাভ নেই-এটা ফালতু সব সবজান্তা বাঙালী জ্ঞানপাপীদের আড্ডা"

    উফ বাবারে কি ব্যাথা কি ব্যাথা কি ব্যাথা :d :d
  • pi | 192.66.19.149 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৪২723020
  • আপনি অন্য বাঙালিদের তুলছেন ?
  • 4z | 209.167.35.20 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৪৩723021
  • আচ্ছা, এবারে বুঝলাম। ফাইভ স্টারে ডিনার করলে তবেই সে সাকসেসফুল ব্যবসায়ী, বাড়িতে ভাত খেলে না।
  • dc | 132.174.82.76 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৪৫723022
  • তাজ বেঙ্গলে ডিনার, সে কি যে কেউ করতে পারে? :d
  • dc | 132.174.82.76 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৪৮723024
  • আচ্ছা তাজ বেঙ্গলের ডিনার মেনুতে কি কি থাকে? শুনেছি সেখানে নাকি সোনার থালায় খাবার আর রূপোর গেলাসে জল দেয়? আর নাকি সুগন্ধি গোলাপ জল ছেটানো হয়? প্লিজ একটু ডিটেলসে বলুন না, আমরাও শুনে জন্ম সার্থক করি ঃ)
  • সিকি | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৫723025
  • কি ব্যথা কি ব্যথা কি ব্যথা ... :)
  • কচ | 198.71.220.12 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৭723026
  • তাজ বেঙ্গলের ডিনারের গল্পটা বার তিনেক হয়ে গেল।
  • dcকে | 193.82.199.156 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৮723027
  • ব্যথা, ব্যথা, ব্যথা (ব্যাথা নয়)
  • সিকি | ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৯723028
  • সে তো কী, কি নয়। তাতে কী?
  • dc | 132.174.82.76 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ২০:০১723029
  • আচ্ছা আচ্ছা তিনবার সরি চেয়ে নিলাম।
  • নবারুণ | 41.185.104.19 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৭723030
  • বাঙ্গালী শুধু খচ্চরই নয়, তদুপরি অসহায়
  • Yggdrasil | 127.194.30.233 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ২০:২৭723031
  • উঁহু। বিপ সহায়।
  • Robu | 11.39.57.132 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩১723032
  • বিপ্স? হায়।
  • নবারুণ | 101.219.236.136 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩৫723033
  • গাঁড় মারি তোর মার্সিডিজের
    গাঁড় মারি তোর পোর্শে গাড়ির।

    বুঝবি যখন আসবে তেড়ে
    ন্যাংটো মজুর হাজরা রোডের
  • Robu | 11.39.57.132 | ২০ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪০723035
  • নবারুণের ব্যাপারটা চে-র মত হয়ে যাবে। বহু লোকের কাছে শুধু আলখাল্লা, খচ্চর আর সাবানকল হয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন