এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হায় হায় | 670112.193.011223.188 (*) | ২৫ মে ২০১৯ ০১:০০48327
  • শাক পাতা কিছু দিয়েই তো আর লজ্জাস্থান ডাকছে না।
  • sm | 2345.110.123412.138 (*) | ২৫ মে ২০১৯ ০১:২২48328
  • কোথায় গেলো সেই তাত্বিকতা?কোথায় গেলো, টিভিতে গা গরম করা বুকনি।
    আমাদের লড়তে হচ্ছে দুটো দলের বিরুদ্ধে।
    তৃণমূল হলো অত্যাচারী আর বিজেপি ধর্মীয় রাজনীতির ধ্বজা ধারী।আমরা দুটো দলের থেকেই সমদুরত্ব বজায় রাখছি। হি হি।
  • S | 458912.167.34.76 (*) | ২৫ মে ২০১৯ ০১:৩১48329
  • তিনোরা রাজনৈতীক মতাদর্শ খুজছে দেখে ভালো লাগছে। পার্টি অফিস গুলো যখন তিনোরা জোড় করে বন্ধ করে দিচ্ছিলো, তখন দিদির প্রসাদের ঢেকুর তুলতে ব্যস্ত ছিল এরা।
  • S | 458912.167.34.76 (*) | ২৫ মে ২০১৯ ০১:৩৫48330
  • তিনো সমর্থকদের মধ্যে টিপিকাল মস্তানদের অ্যাটিটিউড রয়েছে। আমরা যখন মারবো তখন তোমরা চুপ করে মার খাবে। যখন মার খাওয়ার সময় আসবে তখন মতাদর্শ, শান্তি, ল অ্যান্ড অর্ডার এইসব জপতে থাকে। যখন এইসব অনাসৃষ্টি চলছিলো, তখন তো খুব ভালো লাগছিলো। আবার সুযোগ পেলে আবার গুন্দামি করবে এরা।
  • S | 458912.167.34.76 (*) | ২৫ মে ২০১৯ ০১:৩৮48331
  • তিনোদের ভোটে জেতানোর দায়িত্ব যেন বাম ভোটাররা নিয়ে রেখেছে। এখনো পেট পুরে খাওয়া হয়নি এদের।
  • . | 452312.123.90067.133 (*) | ২৫ মে ২০১৯ ০১:৩৯48332
  • এই অতিবামগুলোর নিজেদের ক্ষমতা নেই এখন আবার সিপিএমের ওপর দোষ দিচ্ছে। নিজেরা খাল কেটে কুমির ডেকে এনেছে সিঙ্গুরে। সব বিদেশে বসে জমি নিয়ে কি গর্জন, জমি নিয়ে আন্দোল্ন করা মেধা পাটেকর আর অনুরাধা কি তাদের দরদ চাষীদের প্রতি, আজ তারা কোথায়?
    এই পার্টি অফিস উদ্ধার মানেই নাকি আঁতাত প্রমাণিত- মিথ্যার বেসাতি বন্ধ করে নিজেদের দিকে তাকান।
  • আরও দেখুন | 898912.148.4556.159 (*) | ২৫ মে ২০১৯ ০১:৪১48333
  • https://www.thewall.in/news-state-cpm-recaptured-over-150-party-office-from-tmc-in-one-day/?fbclid=IwAR2drT2ENND4N7Fus5sOR5K-UKPoe8rqjqOdKr06GbABgKsHNaBHAnXfPJ8

    এর আনফর্চুনেট দিকটা হল এরপর যাঁরা সিনসিয়ারলি বিজেপির বিরুদ্ধে লড়তে চাইবেন পশ্চিমবাংলায়, তাঁদের কার্যত সিপিএম এবং বিজেপি এই দুয়ের বিরুদ্ধেই লড়তে হবে। কারণ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সিপিএমকে আর কেউ ট্রাস্ট করবে না। তাদেরকে বিজেপির সহযোগী শক্তি হিসেবেই দেখবে। এবার দেখার বিজেপির ঘাড়ে চেপে সিপিএম বাংলায় কদ্দূর কী করতে পারে।
  • S | 458912.167.34.76 (*) | ২৫ মে ২০১৯ ০১:৪৩48334
  • তিনো জন্মলগ্ন থেকে বিজেপির ল্যাজ ধরে রয়েছে। নারদা-চীটফান্ড সড়িয়ে দিলে এবারেও দরকার হলে সমর্থন দিয়ে দিতো। এরা আবার অন্যের আঁতাত দেখতে ব্যস্ত হচ্ছে।
  • S | 458912.167.34.76 (*) | ২৫ মে ২০১৯ ০১:৪৫48337
  • এবারে যখন সিঙ্গুরে কারখানা হবে, তখন দেখবো কে কয়্মুঠো জমি নিয়ে ঠিক কতটুকু আন্দোলন করে।
  • sm | 2345.110.123412.138 (*) | ২৫ মে ২০১৯ ০১:৪৫48336
  • ধুর ,রাজনৈতিক মতাদর্শ নিয়ে কে মাথা ঘামাচ্ছে?আমি তো অনেক আগেই বলেছি,জনাদেশ নিয়ে বিজেপি দেশের ক্ষমতায় এসেছে,স্বাগতম।পব তেও ক্ষমতায় আসতে পারে।আশ্চর্য্যের কি আছে?
    আপনি ই বরঞ্চ দেখি সকালে বিজেপির নিন্দা,বিকেলে তিনদের নিন্দা আর মাঝে মধ্যে বামেদের নিন্দা করে থাকেন।
    আপনার মতাদর্শ নিয়েই বরঞ্চ আমি ভাবিত।
  • S | 458912.167.34.76 (*) | ২৫ মে ২০১৯ ০১:৪৫48335
  • পার্টি অফিসগুলো খোলা যাচ্ছে কারণ তিনোদের নেতা-গুন্ডারা সব পালিয়েছে। সবাই বিজেপিতে যোগ দেওয়ার জন্য হাত কচলাচ্ছে।
  • কী আশ্চর্য | 898912.148.4556.159 (*) | ২৫ মে ২০১৯ ০১:৪৬48339
  • সে তো মাসীর গোঁপ থাকলে মাসী মামা হত। যা হতে পারত তাই নিয়ে কথা না বলে যা হয়েছে দেখা যাচ্ছে সেই নিয়ে কথা বললে বেটার না?
  • কল্লোল | 342323.191.1256.217 (*) | ২৫ মে ২০১৯ ০১:৪৬48338
  • তিনোরা এখন ভেবলে আছে। সেই সুযোগে বামেরা যদি বন্ধ হওয়া পর্টি অফিস খুলতে পারে, তাতে দোষের কি আছে। ভালো তো।
  • রঞ্জন | 238912.69.011212.210 (*) | ২৫ মে ২০১৯ ০১:৪৭48340
  • আঁতাত প্রমাণিত ভোট পার্সেন্টেজ শিফট হওয়ার সরল পাটিগণিতে। আঁতাত প্রমাণিত ৪০ জনের মধ্যে ৩৯ জনের জামানত জব্দ হওয়ায়। আঁতাত প্রমাণিত সিপিএম নেতা অমিয় পাত্রের স্বীকৃতিতে।
    আঁতাত প্রমাণিত প্রিন্ট, ওয়্যার, আউটলুক ইত্যাদি মেইন্সট্রিম মিডিয়ার রিপোর্টে। এরা কি অতিবাম?
  • PT | 340123.110.234523.8 (*) | ২৫ মে ২০১৯ ০১:৪৯48342
  • এতে আপাততঃ প্রমাণ এটাই হয় যে তিনোদের মাস বেস বলতে বিশেষ কিছু ছিল না। শুধু লুম্পেন দিয়ে এরিয়া দখল করে রেখে ছিল। সরকার তিনোর হওয়া সত্বেও এখন বিজেপির লুম্পেনদের হাতে পেঁদানি খাওয়ার ভয়ে হাওয়া হয়েছে। পার্টি অফিসগুলো দখল করার জন্য তাহলে বামেরা রয়েছে এখনো জায়্গায় জায়গায়।

    "আর কেঊ" যারা সিপিএমকে ট্রাস্ট করবে না বলে দাবী করছেন তারা এতদিন বামেদের পার্টি অফিসগুলো বেদখল হওয়ার সময় মুখে সেলোটেপ লাগিয়েছিল কেন? তারা কি চাইছিল যে তিনোরা বামেদের পার্টি আপিসগুলো দখল করে নিক? সেরকম নির্বোধরা ভবিষ্যাতে বামেদের ট্রাস্ট করল কি না করল তাতে কি-ই বা আসে যায়?
  • S | 458912.167.34.76 (*) | ২৫ মে ২০১৯ ০১:৪৯48341
  • আমি দেশের স্বাধীন নাগরিক। কারোর পয়সায় খাইনা। তাই সবাইকেই গাল দিতে পারি। সে ক্ষমতাও রাখি। যারা কোনো এক দলের কাছ থেকে ঘি খেতে ব্যস্ত, তারাই এক্দলের ল্যাজ ধরে বসে থাকে। অবশ্যি এইতো কদিন। এর পরেই বিজেপিতে যোগ দেবেন সক্কলে মিলে। যেখানে ঘি, সেখানেই এইসব গুন্ডা লুম্পেনরা।

    রাজনৈতিক মতাদর্শ নিয়ে যখন মাথা ঘামাচ্ছেন না, তখন আমার মতাদর্শ নিয়েও ঘামাতে হবেনা।
  • রঞ্জন | 238912.69.011212.210 (*) | ২৫ মে ২০১৯ ০১:৫২48344
  • এস,
    প্লীজ, শান্ত হোন; ব্যক্তিগত খোঁচা ইগনোর করুন। একটু আগেই তো আপনি এবং এলসিএম সুন্দর তথ্য ও এনালিটিক্যাল আলোচনা করছিলেন।
    সেখানে ফিরে আসুন, প্লীজ।
  • ভ্যাবলা | 898912.148.4556.159 (*) | ২৫ মে ২০১৯ ০১:৫২48343
  • কল্লোলবাবু, তিনোরা ভেবলে আছে আর সেই সুযোগে সবাই পার্টি অফিস পুনরুদ্ধার করছে - ব্যাপারটা অত সরল নয়। দিল্লির বড়দার বরাভয় আছে সাথে। নইলে গতকাল অবদি যাঁরা সন্ত্রস্ত ছিলেন তাঁরা কোন ম্যাজিকে আজ এত সাহস পেলেন - সেটা ভাববেন না? তিনোরাই বা হঠাৎ ভেবলে গেল কেন? বাজারে ছেনো মস্তানের বড়দারা এসে পড়েছেন।
  • S | 458912.167.34.76 (*) | ২৫ মে ২০১৯ ০১:৫৩48345
  • একটা জিনিসই দেখা যাচ্ছে। এবং প্রমাণিত। তিনোদের প্রতি প্রেম এখনো ফুরায়নি।

    দিদি যে বিজেপির চিরসঙ্গিনী, সেটি আপনার মামা-মাসের গোঁফ সরিয়ে দেখে নিন। ২০০২ এর গুজরাত দাঙ্গার পর ২০০৪এ বাজপেয়ি সরকারে কেন ফিরে গেলেন দিদি, আগে সেইটা ভালো করে মনে করার চেস্টা করুন।
  • sm | 2345.110.123412.138 (*) | ২৫ মে ২০১৯ ০১:৫৪48346
  • আপনি দেশের স্বাধীন নাগরিক কে অস্বীকার করেছে?
    বড় গলা যেন কার হয়?
    এনিওয়েজ,বাচ্চাদের মতো ঠোঁট ফোলাবেন না।
  • dc | 342323.228.9003412.144 (*) | ২৫ মে ২০১৯ ০১:৫৫48348
  • ইউপিতে বহেনজি ০ হয়ে গেছিল, সেখান থেকে এবার আবার ১১ তে উঠে এসেছে। ইউপিতে তো যোগী কথায় কথায় এনকাউন্টার করে দেয়, কিন্তু লড়াই করেছে, মার খেয়ে মার দিয়েছে। বসপার ভোট এন ব্লক বিজেপিতে ট্রান্সফার করে দেয়নি। পিটিদা সত্যিই বলেছেন, সিপিএম পবতে ভ্দ্রলোকের পার্টি হয়ে গেছিল। তিনোর বিরুদ্ধে লড়তে না পেরে এখন বিজেপির আশ্রয়ে গেছে।
  • S | 458912.167.34.76 (*) | ২৫ মে ২০১৯ ০১:৫৫48347
  • দিদির থেকে বড় গলা তো পবে কারোর কোনোদিন ছিলনা।
  • S | 458912.167.34.76 (*) | ২৫ মে ২০১৯ ০১:৫৭48350
  • রঞ্জনদা, এখনো বলছি "যে আসে আসুক" খুব ডেন্জারাস লাইন। ২০১১তে আপনারা সেই লাইন নিয়ে মারাত্মক ভুল করেছিলেন। এবারে যারা নিলো, যে পরিস্থিতিতেই হোক না কেন, তারাও ভুল করলো।

    তাই বলে তিনোদের এই নিয়ে অন্যের দিকে আঙ্গুল তোলার রাজনৈতীক অধিকার কোনোদিনই ছিলোনা, এখনো নেই।
  • বিজেপি | 898912.148.4556.159 (*) | ২৫ মে ২০১৯ ০১:৫৭48349
  • বিজেপি মমতার চিরসঙ্গিনী। সেইজন্য মমতা বিজেপিকে প্রধান শত্রু বানিয়ে লড়ছে। আর সিপিএম বিজেপির সবচেয়ে বড় শত্রু, তাই সিপিএমের পার্টি অফিস বিজেপি খুলে দিচ্ছে। তত্ত্ব একেবারে জলের মত পরিষ্কার।
  • dc | 342323.228.9003412.144 (*) | ২৫ মে ২০১৯ ০১:৫৮48351
  • আমার মনে হয় নিজেদের মধ্যে বিবাদ না করে মত বিনিময় করলে ভালো হয়। S আর sm দুজনকেই বল্লাম। S একবার মনে মনে জেটি থেকে ঘুরে আসতে পারেন ঃ-)
  • dc | 342323.228.9003412.144 (*) | ২৫ মে ২০১৯ ০২:০০48352
  • "তাই বলে তিনোদের এই নিয়ে অন্যের দিকে আঙ্গুল তোলার রাজনৈতীক অধিকার কোনোদিনই ছিলোনা, এখনো নেই"

    একমত।

    তবে দিদি আবার এখন বলছে চিফ মিনিস্টার আর থাকবে না। মা সারদার কৃপা সত্যিই ফুরিয়েছে।
  • S | 458912.167.34.76 (*) | ২৫ মে ২০১৯ ০২:০১48353
  • দিদি বিজেপিকে প্রধান শত্রু বানিয়ে লড়ার দুটো নমুনা।

    ১) গুন্ডামো করে বামেদের পার্টি অফিস দখল, ভাঙচুর, এবং বন্ধ করে দেওয়া।

    ২) বিগত ৮ বছর ধরে বিজেপি এবং তার শাখা সংগঠনগুলোকে যথেচ্ছ স্পেস দেওয়া এবং তাদের যথেচ্ছ পরিমাণ অফিস তৈরীতে মদত দেওয়া।
  • যে আসে আসুক | 898912.148.4556.159 (*) | ২৫ মে ২০১৯ ০২:০৪48354
  • এই যে ২৫% সিপিএম ভোটার তিনোদের তাড়াতে বিজেপিকে ভোট দিল - এটা ‘যে আসে আসুক, তৃণমূল যাক’ ছাড়া অন্য কোন মহান মতাদর্শ শুনি? তাহলে তৃণমূল আসার দায় যদি অতিবামদের নিতে হয় (যদিও তাদের ২৫% ভোট ছিলনা), তাহলে বাংলায় বিজেপিকে আনার দায় কেন সিপিএমের হবে না? কোন যুক্তিতে একটু বলবেন?
  • dc | 342323.228.9003412.144 (*) | ২৫ মে ২০১৯ ০২:০৬48355
  • S, আপনি যে পয়েন্ট দুটো বললেন তার মধ্যে ১ নং কিন্তু প্রায় সব রাজ্যে সব দলই বিরোধীদের এগেনস্টে করে বা করার চেষ্টা করে। তামিল নাড়ুতেও ডিএমকে আর এডিএমকে দুদলের মধ্যে খুন জখম লেগেই থাকে, যে দল ক্ষমতায় থাকে সেই দল অন্যের বিরুদ্ধে পুলিশও ব্যবহার করে। এমনকি আম্মা তো একবার চিফ মিনিস্টার হওয়ার পর মাঝরাতে আন্নাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছিল। তবে কি, কেউ জমি ছেড়ে দেয়না। মার খেয়ে পাল্টা মার দেয়।
  • রঞ্জন | 238912.69.011212.210 (*) | ২৫ মে ২০১৯ ০২:০৮48357
  • এস,
    আরে তুলুক না আঙুল। বাস্তব পরিস্থিতি দেখাচ্ছে জে অনুব্রতর চড়াম চড়াম ঢাকের বাদ্যি থেমে গেছে। নকুলদানা শেষ হয়ে যাচ্ছে।
    আপনারা বিধানসভার ৮টা সিটের উপনির্বাচন নিয়ে কিছু বলছেন না ? ৪টে বিজেপি, ২ টো করে কং আর তিনো।
    বিজেপির ভোট প্রতিশত ৪০ ছাড়িয়ে গেছে, তিনো নেমে ৩৯!!
    শিয়রে শমন!!

    কিছুদিন পরে এখানেও গোহত্যা নিষিদ্ধ হবে, গোরক্ষক দল তৈরি হবে। কথায় কথায় হিন্দু জনতার ভাবাবেগে আঘাত লেগেছে বলে আদালতে নালিশ হবে। রবীন্দ্রনাথের সব কবিতা চেপে দিয়ে শিবাজী উৎসব পড়ানো হবে। আনন্দমঠের শেষ চ্যাপ্টার কোর্সে কম্পালসরি হবে। ডি এল রায়ের নাটকের গান " ধাও ধাও সবে সমরক্ষেত্রে --- যখন বিপন্না জননী জায়া,--- আর্য সনাতন বংগভূমিতে রাখিব না আর যবন চিহ্ন' স্কুলের প্রার্থনা হবে।
    সেদিনের অপেক্ষায় তৈরি হচ্ছি!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন