এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 342323.228.9003412.144 (*) | ২৫ মে ২০১৯ ০২:০৮48356
  • কেরলেও যখন তখন লাশ পড়ে। সিপিএম, কং আর বিজেপি তিন দলেরই বহু কর্মী খুন হয়েছে। কিন্তু তিনটে দলের কেউই ময়দান ছেড়ে পালায়নি।
  • S | 458912.167.34.76 (*) | ২৫ মে ২০১৯ ০২:১২48358
  • সিপিএম নেতাদের কথায় ২৫% জনগণ বিজেপিকে ভোট দিয়ে দিলো। তাহলে পরে যখন দরকার হবে তখন এরা আবার বামেদের দিকে ফিরে আসবে। নেতাদের আদেশে। তখন সিপিয়েমের ৭%+ কঙ্গের ৩%+ এই ২৫% নিয়ে প্রায় ৩৫% ভোট পাবে। ত্রিমুখি লড়াইতে যথেষ্ট। ল্যাঠা চুকে গেলো।

    এইবারের "যে আসে আসুক" পরিস্থিতি তৈরীই হয়েছে ২০১১র জন্য। তারপরেও এর সমর্থন করছিনা। ক্যাটেগরিকালি বলে রাখলাম।

    কিন্তু তিনোদের কান্নাটা যে কুমীরের কান্না, দুদিন পরেই বিজেপিতে যোগ দিয়ে সেসব ভুলে আবার ঘী চাটতে থাকবে সে জানা আছে।
  • খ্যা খ্যা | 670112.193.011223.188 (*) | ২৫ মে ২০১৯ ০২:১৩48359
  • কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ
    খ্যা খ্যা খ্যা খ্যা
  • dc | 342323.228.9003412.144 (*) | ২৫ মে ২০১৯ ০২:১৫48361
  • একদম উঁচু তলার নেতাদের কথায় সিপিএম সমর্থকদের ভোট ট্রান্সফার হয়েছে বলে মনে হয়না, কারন তাহলে মানিক সরকার ওয়ার্নিং দিতেন না। হয়তো নীচের তলার নেতা আর কর্মীরা মিলে এই ডিসিশান নিয়েছেন (এটা আমার আন্দাজ মাত্র)।
  • S | 458912.167.34.76 (*) | ২৫ মে ২০১৯ ০২:১৫48360
  • ডিসিদা, ১) নংটা করছিলো অথচ ২) টা করছিলো কেন?

    আপনি বোধয় তাপস পালের সেই ভাষণ শোনেননি। বা বামেদের সঙ্গে একসঙ্গে বসে চা পর্যন্ত খাবেন না, ওদের ঘরে বিয়ে দেবেন না সেসব নিদান শোনেননি। দিদি তো বিরোধী শুন্য করতে চেয়েছিলেন। তাহলে বিজেপিকে বাড়তে দিলেন কেন?
  • dc | 342323.228.9003412.144 (*) | ২৫ মে ২০১৯ ০২:১৮48363
  • S, তাপস পালের কথা মনে আছে, রোজ পাঁচটা করে সিপিএমের লাশ ফেলার হুমকিও মনে আছে। আমার পয়েন্ট সেটা না। আমি বলতে চাইছি প্রত্যেক রাজ্যেই এক দল আরেক দলের ওপর এরকম ভায়োলেন্স করে। যারা আক্রমন সামলাতে পারে তারা টিঁকে থাকে, যারা পারেনা তারা টিঁকে থাকতে পারেনা।
  • pi | 2345.110.9004512.129 (*) | ২৫ মে ২০১৯ ০২:১৮48362
  • সারাদিন খোলার সময় পাইনি। এখন অন্য টই আর এখানে এস এর পোস্ট দেখে একটা কথা বলার, ভিন্নমত, দ্বিমত তো থাকতেই পারে কিন্তু তাই বলে আপনি দেশের স্বাধীন নাগরিক, কারুর খান না আর এখানে কেউ আপনার মতের থেকে ভিন্ন কথা বললে সে দিদির প্রসাদ খায় কি অন্য কিছু সুযোগ সুবিধা নিয়ে চলেছে ইত্যাদি ব্যক্তিগত আক্রমণ দয়া করে করবেন না। আর করলে তার
    তথ্যসহ প্রমাণ দেবেন, এখানে যাদের বলছেন তারা কার কাছে কী খেয়ে কী সুবিধা পেয়ে লিখছে।এর আগেও এসব হয়েছে যদিও। ক্ষমতার অলিন্দ, পয়সা খাওয়া টাওয়া। কিছুর প্রমাণ কেউ দিতে পারেনি। উলটে তিনোদের বিরুদ্ধে প্রকাশিত হওয়া গুচ্ছ লেখা, পোস্ট দেখানর পর সেনিয়েও চুপ, কিন্তু কিছুদিন বাদে বাদেই এরকম পি এ বেশ আপত্তিকর।

    এখানে যাঁ্রা এসব নিয়ে লিখছেন, তাঁদের অনেকেই বামকে ভোট দিয়েছেন, বামেরা সিট পেলে খুশি হতেন, এরকম ফলে খুবই হতাশ, খুবই আশংকিত বিজেপির এই বিশাল উত্থানে আর বাম সিট শতাংশের ফলে।৷ আর এদের অনেকেই বোধহয় যে আসে আসুকের মধ্যে বিজেপি আসুক কোন্দিন বলেনি।

    বাম ভোট রামে যাওয়া নিয়েও অনেকেই সন্দিহান ছিলেন, রেজাল্টের পর অনক মেলাতে গিয়ে এখনো অবিশ্বাস্য আর সত্যি হলে অসম্ভব হতাশাজনক ঠেকছে অনেকেরই। তো সেটা বলতে পারবেন না? সেটা বলা মানে দিদির প্রসাদপুষ্ট হয়ে দিদির দুঃখে উথলে ওঠা?
    কিন্তু তাই বলে বাম ফল খারাপ হয়েও বামেদের উচ্ছ্বাস দেখলে, কিছু লোকজনকে বিজেপি আসুক বলতে দেখলে, বিজেপি এসেছে বেশ হয়েছে বলতে দেখলে, বিজেপির সাহায্য নিয়ে ১৬৭ টা পার্টি অফিস দখল দারুণ ঘটনা, এরকম স্টেটমেন্ট দিতে দেখলে কিছু বলা যাবেনা?৷ এর মানেই যে দিদিবন্দনা নয়, তৃণমূলের সন্ত্রাসের ফলে, গুণ্ডামি মাস্তানির ফলে এরকম হয়েছে, সেসব যাঁ্রা বলছেন তাঁ্রা অন্তত দিদিকে তেল দিতে বলছেন না,
    এটা সামান্য যুক্তিবোধ থাকলেই বোঝা যায় কিন্তু। জেগে ঘুমালে অবশ্য যায়না।
  • dc | 342323.228.9003412.144 (*) | ২৫ মে ২০১৯ ০২:২১48365
  • মাইরি, আমার ভয়ানক হতাশ লাগছে এই সিপিএমের ভোট বিজেপিতে ট্রান্সফার হওয়া নিয়ে। তার অনেক কারন আছে, সে যাগ্গে। পাই ম্যাডামকে ধন্যবাদ এটা বলার জন্য।
  • রঞ্জন | 238912.69.011212.210 (*) | ২৫ মে ২০১৯ ০২:২১48364
  • ্ডিসি,
    এইকথাটাই বলতে চাচ্ছি।
    ছোটবেলা থেকে কং এর গুন্ডা ও পুলিশের প্যাদানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে মার খেয়ে মার দিয়ে সিপিএমঅকে দাঁড়াতে দেখলাম।৬৭ তে প্রার্থী প্রিন্সিপাল অমিয়চক্রবর্তীর বাড়িতে হামলা, বেহালায় সিপিএম এর দুই বিধায়ক নিরঞ্জন ও রবীন
    মুখার্জিকে মেরে হাসপাতালে পাঠানো, মেয়র প্রশান্ত সুরের বাড়িতে হামলা, সত্তরে সিধুবাবুর সময় আম্মাদের বাড়িতে সাতসকালে বন্দুক পাইপগান নিয়ে কাকাকে মারতে গুন্ডাদের হামলা , বেলঘরিয়া আগরপাড়ায় গুন্ডা ইনুমিত্রের ও সাচ্চাদ পান্ডের খুনী গ্যাঙের মোকাবিলা করে রাধিকা প্রামাণিকদের সিপিএমকে মজবুত করা --এসব দেখেছি।
    কবে কে কমিউনিস্ট পার্টিকে দানছত্তর করে ? এসব কি বলছেন পিটী?
    নিজের শক্তির জোরে না দাঁড়ালে কাল বিজেপি ছেড়ে দেবে?
    আর এস এসের তাত্ত্বিক বই বাঞ্চ অফ থটস আর আওয়ার নেশনহুড ডিফাইন্ডে স্পষ্ট করে বলা আছে তিন প্রধান শত্রুর কথা -- মুসলমান, ক্রিশ্চান আর কমিউনিস্ট।
    এজন্যেই মানিক সরকার সাবধান করে গেছলেন-- বিজেপি তিনোর চেয়ে বেশি ভয়ংকর।
  • dc | 342323.228.9003412.144 (*) | ২৫ মে ২০১৯ ০২:২৭48367
  • রঞ্জনদা, ওই সিধুবাবুদের সময়ে আমার বাবাকে প্রায় পেড়ে ফেলেছিল, অন্য কে এক গুন্ডা নাকি চিনে ফেলে ছেড়ে দিয়েছিল। অব্শ্য এসব পরে শুনেছি, তখনো জন্মাইনি।
  • S | 458912.167.34.76 (*) | ২৫ মে ২০১৯ ০২:২৭48366
  • পাই, আপনি আমার লেখাগুলো আরেকটু ভালো করে পড়ে, অন্যের কমেন্টগুলো-ও পড়ে তবে এতোবড় পোস্ট লিখতে পারতেন। এখানে কাকে কোথায় ব্যক্তিগত আক্রমণ করেছি একটু দেখিয়ে দিলে ভালো হয়। আর সিলেক্টিভ ভাবে সেনসিটিভ হওয়া বন্ধ করুন।

    মুকুল রায়ের ছেলে অলরেডি বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছে। কয়েক সপ্তাহ জেতে দিন, আরো এরকম নমুনা দেখতেই পাবেন।

    আর বামেরা সীট পেলে কে কতটা খুশি হতেন, জানা আছে। ২০১৬র ইলেকশনের পরেই দেখেছি।
  • রঞ্জন | 238912.69.011212.210 (*) | ২৫ মে ২০১৯ ০২:৩৪48368
  • এস,
    না ; সিপিএমের সমর্থক/ক্যাডাররা নেতাদের স্পেসিফিক নির্দেশে বিজেপিকে ভোট দিয়েছেন, আবার কলের পুতুলের মত কাল ফিরে আসতে বললেই ফিরে আসবেন--এটা সত্যি নয় ; এ ভাবে হয় না ।
    যা হয়েছে তা অনেকদিন ধরে তিনোর হুমকির সামনে নেতাদের দোদুল্যমান অবস্থা ও প্রটেকশন দিতে ব্যর্থ হওয়ায় নিচের তলার এবং মাঝারি স্তরে ক্যাডাররা নিজেরাই ডিসিশন নিয়েছে।
    দ্য অয়্যার এবং আউটলুকের রিপোর্ট দেখবেন। ২০১৮য় (সম্ভবতঃ অক্টোবরে ) বীরভূমে কমঃ মনসা হাঁসদা বড় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন। একদিন আগে উ*চুতলার নির্দেশ আসায় সেটা উইড্র করে নেওয়া হল।
    কারণ অণুব্রতর প্রকাশ্য হুমকি। সেই সুযোগে বিজেপি ওখানে বিনা পারমিশনে মিছিল করল। ক্ষুব্দ ক্যাডাররা, বিশেষ করে সাঁওতাল কমরেডরা, সেই মিছিলে হাঁটল। সেই থেকে শুরু।
    আবার যদি ভাবেন জে সেই ক্যাডাররা দু'বছর পরে ফিরে আসবে তা হয় না । ততদিনে ওরা বিজেপির সক্রিয় ক্যাডার হবে।
  • S | 458912.167.34.76 (*) | ২৫ মে ২০১৯ ০২:৪০48369
  • রঞ্জনদা এসব আমাকে বলে কি লাভ? কোন একজন তিনো নেতারা তো সর্বসমক্ষে বলেই দিয়েছিলেন যে আমার/আমাদের পারমিশান ছাড়া বামেরা মিছিলটুকুও করতে পারেনা। সমস্যা কি জানেন? যখন এইসব কথা বলে, বা এইরকম ঘটনা ঘটে, তখন কাউকে তেমন পাত্তা দিতে দেখিনা। তখন কেউ প্রবন্ধ বা বড় করে পতিবাদী পোস্ট লেখেনা। ভোট বাক্সে যখন সেসবের প্রতিফলন নয়, তখন স্কেপগোট খোঁজার জন্য আর আঙুল তোলার জন্য অনেককে ভীড় জমাতে দেখি।
  • এই | 452312.123.90067.133 (*) | ২৫ মে ২০১৯ ০২:৫৬48370
  • রঞ্জন আর অতি বামেরা এই পাতায় জ্ঞানেশ্বরীর ঘটনার পর মিথ্যা বলেছিল, তৃণমূলের সরকারকে খসড়া জমা দিয়েছিল, সেগুলো চেপে গিয়ে সিপিমকে নিয়ে নাকি কান্না না কেঁদে একটু আত্মসমালোচনা করার সাহস দেখান না।
  • pi | 2345.110.9004512.129 (*) | ২৫ মে ২০১৯ ০২:৫৯48371
  • আপনি নিজে নামে বা পরিচিত নিকে লেখার সাহসটুকুনি আগে দেখান ঃঃ)
  • S | 458912.167.34.76 (*) | ২৫ মে ২০১৯ ০৩:০২48373
  • আরেকটা কথা এখানে লিখে দিয়ে যাই। নইলে লোকে আবার বড্ড সেনসিটিভ। আমাকে যখন গাল দেওয়া হয় বা ব্যক্তিগত আক্রমণ করা হয়, তখন অবশ্যি অনেকেই চুপ করে মজা নেয়। সে নিক। তাদের জীবনে অন্য মজার জায়্গা হয়তো কম।

    আমার যেকোনও বক্তব্য শুধুমাত্র এখানকার তিনো বা বিজেপি বা কঙ্গ বা বাম সমর্থকদের উদ্দেশ্যে নয়, পুরো ইউনিভার্সের উদ্দেশ্যেই লিখি। কারণ ধরে নিই যে অনেকে আছেন যাঁরা নিপা বা পরে কখনো এসে পড়বেন।

    আর তিনোর ঘি খাওয়ার কথা দিদি তাঁর নিজের এমেলেদের বৈঠকেই বলেছেন।
  • PT | 340123.110.234523.8 (*) | ২৫ মে ২০১৯ ০৩:০২48372
  • তিনোপ্রেমী ও বামব্যাশারদের জন্য জরুরী বার্তাঃ
    আপনাদের প্রিয় লিডার সাংবাদিক সম্মেলনে জানালেন যে ইভিএম মেশিনে (অবশ্যই তিনোরা যেকটায় জিতেছে সেগুলো বাদে) আগে থেকে প্রোগরামিং করা ছিল।
    অতএব আমার একান্ত অনুরোধ এই যে এই তথ্যটি প্রমাণিত/অপ্রমাণিত না হওয়া পর্যন্ত বামেদের গাল দেওয়া মুলতুবি রাখুন।
  • PM | 018912.210.012323.15 (*) | ২৫ মে ২০১৯ ০৩:১৩48374
  • "কিছুদিন পরে এখানেও গোহত্যা নিষিদ্ধ হবে, গোরক্ষক দল তৈরি হবে। কথায় কথায় হিন্দু জনতার ভাবাবেগে আঘাত লেগেছে বলে আদালতে নালিশ হবে। রবীন্দ্রনাথের সব কবিতা চেপে দিয়ে শিবাজী উৎসব পড়ানো হবে। আনন্দমঠের শেষ চ্যাপ্টার কোর্সে কম্পালসরি হবে"--

    এই বোধ বুদ্ধি ২০০৭ -১১ লোথায় ছিলো ? সব সম্ভাবনা কি হটাত নতুন হলো ? ঐ সময় বহু লোক বহু ভাবে বলতে চেষ্টা করেছিলো । উরুর পাতা ও ব্যতিক্রম ছিলো না। Kইন্তু তখন এসব ক্য়্হা বল্লে হয় হার্মাদ বলা হতো নয়্তো হ্যাটা করা হত

    হটাৎ করে সেগুলৈ এখন সত্যি মনে হচ্ছে কেনো ? দিদির সরকার বিপদে বকে?
  • | 2345.107.6767.175 (*) | ২৫ মে ২০১৯ ০৩:১৯48375
  • ও পুরো খেউড়বাজিটা এখানে শিফট হয়েছে! বেশ বেশ।

    যাই হোক রৌহীন,হে, একজন বলেছেন দেখলাম
    কাজ দেখিয়ে নয় ভাঁজ দেখিয়ে জিতেছে - মিমি নুসরাতের দিকে ঈঙ্গিত।
    আহা কি বিনয়াবনত মিসোজিনি।

    পাইকে একটা এক্সট্রা লার্জ থ্যাঙ্কু।
  • dc | 342323.228.9003412.144 (*) | ২৫ মে ২০১৯ ০৩:২৪48376
  • পিটিদা, এখানে তিনোপ্রেমী ও বামব্যাশার কারা? তাদের নাম কি?
  • S | 458912.167.34.76 (*) | ২৫ মে ২০১৯ ০৩:২৫48377
  • তার মানে কি দাঁড়ালো? তিনোর নিজেদের থেকে ভোটে জেতার মুরোদ নেই। এতো বুথ ক্যাপচার করে, লোককে ভয় দেখিয়ে, কাতারে কাতারে ভুয়ো ভোট ফেলেও বিরোধি ভোট পছন্দমতন ভাগ না হলে তিনোরা জিতবেনা। তাইতো?

    পন্চায়েত ভোটে যা হয়েছিলো, তখনই তো কারোর বলা উচিত ছিল যে এটা ঠিক হচ্ছেনা। কেন কেউ বলেনি? কারণ দিদি ও তার গুন্ডা ভাইদের ভয়। এর ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তিনোরা নিজেরা।

    আর ২০২১এর ইলেক্শনে তিনোরা জিতবে না কেন? এতো ভালো ভালো কাজ করেছে বলে শুনলাম বিগত ৫ বছর ধরে। সারা দুনিয়া থেকে পুরষ্কার দিয়েছে। দারুন জনদরদী নেত্রী। কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, রোজগার সবেতেই রাজ্যকে এগিয়ে নিয়ে গেছেন। তারপরেও লোকে ভোট দেবেনা কেন? আর সংগঠনেও কোনো সমস্যা থাকা উচিত নয়, বলিষ্ঠ আইডিওলজি নিয়ে যখন দল তৈরী হয়েছে।
  • | 2345.107.6767.175 (*) | ২৫ মে ২০১৯ ০৩:২৭48378
  • ও হায়দ্রাবাদের হা**টি আবার উদয় হয়েছে।
  • | 2345.107.6767.175 (*) | ২৫ মে ২০১৯ ০৩:২৯48380
  • পঞ্চায়েত ভোটের হিংস্রতা নিয়ে অন্যায় নিয়ে ঈশানের লেখা আছে, পিনাকীর খোলা টই ও লেখা আছে।
  • lcm | 900900.0.0189.158 (*) | ২৫ মে ২০১৯ ০৩:২৯48379
  • পশ্চিমবঙ্গে বিজেপি এত ভোট পেল কি করে, দুটো উত্তরের বৃত্তে ঝগড়া চলছে -
    ১) সিপিএম ভোটাররা বিজেপিকে ভোট দিয়ে এ রাজ্যে বিজেপিকে আনল
    ২) ২০১১ সালে সিপিএম ভোটে না হারলে ২০১৯ এ বিজেপি এত ভোট পেত না

    খেয়াল করেছেন দুই সাইডেই সিপিএম আছে। ৭% ভোট পেলেও সিপিএম সিপিএম কতটা প্রাসঙ্গিক দেখুন। বাঙালির সিপিএম প্রেম গভীর। তাকে ছাড়া ভাব, ঝগড়া কিস্যু হয় না।
  • T | 342323.176.452312.122 (*) | ২৫ মে ২০১৯ ০৩:৩১48381
  • না না, এইরকম করলে কী করে হবে। তাহলে এরপর থেকে পশ্চিমবঙ্গের ভাগ্যে যাই ঘটবে তার দায় রঞ্জনদা দের উপর চাপিয়ে দেওয়া হতে থাকবে। এটা ন্যায়বিচার হ'ল না। ওঁরাই বা কী করে জানবেন যে শিপিয়েম সরিয়ে যে আসে আসুক থুড়ি মুলোরা এলে পরে দুদিন বাদে পাছু পাছু চাড্ডিরাও চলে আসবে। অ্যাতটা দূরদর্শীতা শুধু ওঁদের কেন কারও কাছ থেকেই আশা করা অনুচিত। আর তাছাড়া মাননীয়া তখন ভালো ছিলেন। :)

    এই ঘটনাক্রমে শুদু 'যে আসে আসুক' থিয়োরীতে সমস্যা আছে বলে প্রমাণিত হ'ল। কিন্তু ভেবে পাচ্ছি না যে রঞ্জনদা এট অল এখনো বাম বাম করে হেদিয়ে মরছেন ক্যানো! মাননীয়া যে কী করিতে হইবে ভেবে পাইতেছেন না। এই বলছেন পদ ছেড়ে দিচ্ছি আবার এই বলছেন ধরে ক্যাল দাও। এদিকে পরপর উইকেট পড়ছে। ওঁকে বুদ্দি দিন বুদ্দি। চোখের মণির মতন রক্ষা কত্তে হবে তো নাকি!
  • S | 458912.167.34.76 (*) | ২৫ মে ২০১৯ ০৩:৩৬48382
  • আরে ধুর এখানে লিখে কি হবে? আমাদের কথা কে শুনছে? তিনো দলের মধ্যে কেউ বলেছিলো? মিডিয়াও তো মিনমিন করেই গেলো।
  • রৌহন | 342323.191.7856.152 (*) | ২৫ মে ২০১৯ ০৪:১০48383
  • ছিলাম না - এসে দেখি এত্ত কমেন্ট। কিন্তু আমি খালি ভাবি চাড্ডিরা আর বাম "সিমপ্যাথাইজার" রা, সিপিয়েমের কোথায় কোথায় ভুল হল ভেবে যাদের বাহ্যি বন্ধ হয়ে গেল, তারা কেউ নামটুকু লেখেন না কেন? একই লোক পাঁচটা কমেন্ট পাঁচটা নিকে করেন কেন?
  • PM | 018912.210.012323.15 (*) | ২৫ মে ২০১৯ ০৪:২৩48384
  • ডিসি আপনি এদিকে নাম করে অভিযোগ করার জন্য বারে বারে দাবী করছেন , ওদিকে নাম করলে লোকে রেগে যাচ্ছেন

    নাম করলে অন্য সমস্যাও আছে , ভুল বোঝাবুঝির।

    অনেকদিন আগে আমি লিখেছিলাম কল্লোলদা নানা ভুল ভাল রাজনৈতিক মত দিলেও ওনার রাজনৈতিক সততা নিয়ে কেউ প্রশ্ন করবে না, কিন্তু রন্জনদার ক্ষেত্রে তা নয়। বহু খুজে বার করলাম যে আমি এই কথাটা কল্লোলদার ঘোষিত "নৈরাজ্যপন্থী "অবস্থান নিয়ে বলেছিলম , ব্যক্তিগত সততা নিয়ে নয়। রন্জান দাকে আমি ব্যজ্কতিগত ভাবে চিনি ই না, বলার প্রশ্ন ও নেই। কিন্তু রন্জনদা খামোখা ভুল বুঝে দুঃখ পেলেন। আমার ও খারাপ লাগলো খুব ।

    নাম করে বলা খুব ই রিস্কি , ভুল বোঝার অনেক অবকাশ থাকে। ব্যকতিগত ভাবে সকলকে ভালো লাগে বলেই তো কথা বলা, আড্ডা মারা ঝগড়া করা। মুখোমুখি আড্ডায় এই ভুলবোঝাবুঝিটা হয় না

    বহুকাল আগে থেকে (প্রথম ২-১ বারের পরেই ) sm এর সাথে কোনো বক্যালাপে জড়াই না , ঠিক উল্টো কারনে
  • Du | 7845.184.90045.227 (*) | ২৫ মে ২০১৯ ০৪:৩১48385
  • তাত্বিক তিনোদের মতে ভোটারেরা এমনিতে ছাগল নয়, কিন্তু ২০১১ থেকে ২০১৬ যারা সিপিএম কে ভোট দিয়েছেন তারা অবশ্যই ছাগল আর সিপিএম নেতারা তাদের যেখানে দিতে বলে
    সেখানেই দেয়।
  • lcm | 900900.0.0189.158 (*) | ২৫ মে ২০১৯ ০৪:৫০48386
  • এগজ্যাক্টলি -
    যারা সিপিএমকে ভোট দেয় তিনোর চোখে তারা ছাগল, আর যারা তিনোকে ভোট দেয় সিপিএমের চোখে তারা ছাগল।

    পারস্পরিক দোষারোপের আদিগন্ত টানেল।

    এবার এক হবে, দুনিয়ার ছাগল এক হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন