এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 7845.184.90045.227 (*) | ২৫ মে ২০১৯ ০৫:২৯48387
  • তা ঠিক নয়। সিপিএম কে ভোট না দিলেও তারা সিপিএমের ভোটার এবং ছাগল তিনো তাত্বিকের চোখে এইটা বল্লাম।
  • নৈঋত | 342323.191.7856.152 (*) | ২৫ মে ২০১৯ ০৫:৪০48388
  • এটাও পেলাম। অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন করিবেন না। আবাপর মত আমরাও সত্যাসত্য যাচাই করি নাই
  • PT | 340123.110.234523.15 (*) | ২৫ মে ২০১৯ ০৫:৫৯48390
  • সেতো মুকুল রায় কব্বে জানিয়েছেনঃ
    "মুকুলবাবুর কথায়, ‘‘তৃণমূলের একটা বড় অংশকে আড়ালে বিজেপির মেশিনারি হিসেবে ব্যবহার করাই ছিল চ্যালেঞ্জ। তারা বাইরে তৃণমূলের হয়ে প্রচারে থাকলেও ভিতরে বিজেপির জন্য কাজ করেছে।’’"

    আমি তো তাই থিয়োরি দিচ্ছিলাম যে সিপিএমের বেশ কিছু ভোট (বিশেষতঃ মুসলিমদের ভোট) তিনোরা পেয়েছে আর তিনোদের নিজেদের ভোট বিজেপিতে গিয়েছে। কিন্তু সরল মনে দেখে মনে হচ্ছে যে সিপিএমের সব ভোট বিজেপিতে গিয়েছে। এরকমটি না হলে এই বাজারে তিনোদের ভোট শেয়ার বাড়ার কথা নয়। সেটা কেউ শুনতেই চাইছে না।

    কিন্তু অব্শ্যই মনে রাখতে হবে যে সিপিএমের ভোট তিনোতে গেলে সেটা হালাল আর বিজেপিতে গেলে সেগুলো আদর্শচ্যুত ও লজ্জাস্কর!!
  • pp | 3423.241.342312.17 (*) | ২৫ মে ২০১৯ ০৬:১৪48391
  • এ বাজারে বিচিপির ভোট শেয়ার ও কি বাড়ার কথা ? বিশেষতঃ ৩৪ ব্ছরের বাম শাসিত রাজ্যে? না হলে বাম রা কি শেখাল এদ্দিনে?
  • PT | 340123.110.234523.15 (*) | ২৫ মে ২০১৯ ০৬:১৭48392
  • ৩৪ বছর তো ৮ বছর আগে শেষ হয়েছে। তার পরের শিক্ষিকা কি শেখালেন এতদিন ধরে?
  • lcm | 900900.0.0189.158 (*) | ২৫ মে ২০১৯ ০৬:১৯48393
  • অফ কোর্স। ডেটা পরিষ্কার বলে দিচ্ছে যে তিনোমুলের ভোটও বিজেপিতে গেছে। যেমন, ধরা যাক রাণাঘাট ---

    সাল -- তিনো -- বিজেপি -- বাম
    ২০১৪ -- ৪৩% -- ১৭% -- ২৮%
    ২০১৯ -- ৩৭% -- ৫৩% -- ৬.৫%

    দেখা যাচ্ছে যে বাম ভোট ২১.৫% কমেছে, সেটা পুরোটা বিজেপেতে গেলেও ৫৩% হয় না। এবং আগের থেকে ভোটারের সংখ্যা বাড়লেও, রানাঘাটে এবার তিনোমুল মোট ভোট অ্যাবসোলিউট নাম্বারেও কম পেয়েছে।
  • pp | 3423.241.342312.17 (*) | ২৫ মে ২০১৯ ০৬:৩০48394
  • ৩৪ বছরএর শিখে ৮ বছরে ভুলে গেল?
  • S | 458912.167.34.76 (*) | ২৫ মে ২০১৯ ০৬:৩৯48395
  • পঞ্চায়েত ভোটে তিনোর সন্ত্রাস এক্জন মনিষী জাস্টিফাই করেছিলেন না? বিজেপিকে রুখতে এবং দিদির সুশাসন চালাতে সেটি নাকি প্রয়োজন ছিল?
  • Rouhin Banerjee | 342323.223.014512.175 (*) | ২৫ মে ২০১৯ ০৭:৩০48396
  • ৩৪ বছরের শাসনে অন্ততঃ মূল ডিসকোর্সটা সাম্প্রদায়িকতা থেকে সরে অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতির দিকে গেছিল। সিপিএম সরকারের হাজার সমস্যা থাকতে পারে কিন্তু বাম আমলে শাসক এবং বিরোধী রাজনীতি এই ইস্যু ঘিরেই আবর্তিত হয়েছে। আট বছরের তিনু শাসনে সেই দিশাটা চলে গেছে। সাম্প্রদায়িকতা, জাতপাত আবার মূল ডিসকোর্সে ফিরে এসেছে। এবারের ভোটে বাংলা দেখিয়ে দিয়েছে তারা বাকি ভারতের চেয়ে আলাদা কিছু নয়। থ্যাঙ্কস টু তিনোজ। বিচিপি তো আছেই
  • প্রতিভা | 2345.110.9002312.2 (*) | ২৫ মে ২০১৯ ০৮:৪৬48316
  • আমি তাত্ত্বিক দিক বাদ রেখেই বলছি। আরে কেউ তো এই বিশ্বস্ত বা অসমর্থিত সূত্র এইসব ছেড়ে একটা প্রমাণ দিক। wire এ একজন লিখেছে হোয়াতে নাকি আদেশ ছড়ানো হয়েছে। তো একটা স্ক্রিনশট ? এতোদিনেও দেখা গেল না, তো এইবার কি বানানো হবে ?
    ছ কোটি ভোটার। সাত পার্সেন্ট কতো হয়। পার্টি মেম্বার দু লাখ। পরিবার ইত্যাদি ধরলে না হয় দশ লাখ। চল্লিশ / বিয়াল্লিশ লাখ ভোট পড়েছে। এই দশ লাখের বাইরে বাদবাকিরা ফ্লোটিং বা মার-খাওয়া। এরা একটা সর্বভারতীয় ট্রেন্ড ফলো করেছে। সেটা কী করে বামনেতাদের আদেশ হয় ? তাদের কথা শোনার মতো লোক সাইনবোর্ড হয়ে যাবার পরও আছে তাহলে ?
    যারা মুখে বাম্বাম আওয়াজ তোলে আর হৃদয় খুঁড়ে ফসিল হওয়া বাম জমানার বেদনা জাগায়, তারাই এদেশে বাম আন্দোলনের চরম শত্রু।
    আরে, মতামত, আলোচনা সব চলুক, নিন্দে বা সমালোচনা চলুক। কিন্তু মিথ্যার বিষ চারিয়ে আসল খাল-কেটে-কুমীর-আনাকে আড়াল করবার এই অপচেষ্টা ভবিষ্যতের বাম আন্দোলন ঠিকই বুঝবে।
    যখন এগার সালে মাননীয়া এলেন, তখন কি বাম ফ্লোটিং ভোট তৃণতে যায়নি ? গেছে তো। তখন যদি অপশাসন সবচেয়ে বড় ফ্যাক্টর হয়, তাহলে এখনো তাইই হয়েছে।
  • প্রতিভা | 2345.110.9002312.2 (*) | ২৫ মে ২০১৯ ১০:০২48317
  • ওপরের মন্তব্যে দশলাখের নয়, বিয়াল্লিশ লাখের বাইরে বাদবাকিরা ফ্লোটিং বা মারখাওয়া... এইরকম হবে।
  • কল্লোল | 785612.40.011212.181 (*) | ২৫ মে ২০১৯ ১০:৪২48319
  • তিনো বিরোধী ভোট বামে বা কঙ্গে না গিভে বিজেপিতে গেছে। সে তো হতেই পারে। কিন্তু তাতে ৩৯টা জামানত বাজেয়াপ্ত?? ১৯৭২এর মতো সন্ত্রাস, যা আজও মিথ হতে অচে। তাতেও ১৪টা স অন পেয়েচিলো।
  • কল্লোল | 785612.40.011212.181 (*) | ২৫ মে ২০১৯ ১০:৪২48318
  • তিনো বিরোধী ভোট বামে বা কঙ্গে না গিভে বিজেপিতে গেছে। সে তো হতেই পারে। কিন্তু তাতে ৩৯টা জামানত বাজেয়াপ্ত?? ১৯৭২এর মতো সন্ত্রাস, যা আজও মিথ হতে অচে। তাতেও ১৪টা স অন পেয়েচিলো।
  • dc | 342323.228.893412.0 (*) | ২৫ মে ২০১৯ ১০:৪৪48320
  • প্রতিভা, বাম ভোট রামে যাওয়া নিয়ে ওঅ্যারের আর্টিকেল প্রসঙ্গে মহম্মদ সেলিমও আপত্তি জানিয়েছিলেন। ওঅ্যারের রিডার্স এডিটর জবাবে লিখেছেনঃ

    I had, in an earlier column, commended the ground reporting that The Wire had carried out during this election season. But you cannot please all the stakeholders of an election, all the time, it seems.

    Mohammed Salim, the CPI(M) MP representing Raiganj in West Bengal, appears to have taken time off from a frenetic electoral campaign to target the reportage of The Wire’s managing editor and question her sources in the piece, ‘CPI(M) Has Been a Major Force Behind BJP’s Mainstreaming in West Bengal’ (May 17).

    His accusations were looked into, and found to be incorrect. What must have provoked him to shoot the messenger was an observation made by one Lab Sengupta, who was quoted as having said that the “maximum number of former CPI(M) activists are now with the BJP”.

    The verdict of May 23 has only confirmed the wisdom of this assessment. Not only have CPI(M) cadres moved over to the BJP in this election, even parts of its base seems to have shifted. This is not something that The Wire alone has captured, several commentators and reporters picked up this trend.

    The BJP went on to win the Raiganj seat.

    Mohammed Salim certainly did not deserve to lose – he was in fact recognised just a few weeks ago for having been the state’s top utiliser of MPLADS funds – but sadly, he fell victim to the BJP surge and his own inability to read the writing on the wall.

    https://thewire.in/media/backstory-now-more-than-ever
  • PM | 018912.210.012323.15 (*) | ২৫ মে ২০১৯ ১১:৩৫48321
  • হে।।কল্লোলদার নরম জায়্গায় আঘাত দিয়ে ফেলেচেন-- এই ঔদ্ধত্য এককালে কল্লোলদার হট ফেভারিট টপিক ছিল। প্রতি ৪ নং পোস্টে এই শব্দ টা থাকতৈ থাকত। এখন আর থাকে না - এখন আর ঔদ্ধত্ব বলে কিছু নেই ওনার আশপাশেঃ)
  • এগুলো কী? | 898912.148.4556.159 (*) | ২৫ মে ২০১৯ ১২:০৬48322
  • https://www.anandabazar.com/state/general-election-results-2019-ownership-of-a-local-temple-handed-over-to-cpm-in-dinhata-1.996975?fbclid=IwAR1fld97o-nPfr_YQd8ZcPuJG5vTyVfFhB44_2n3Bk7RstTXePr0M3O3xKI

    তৃণমূলের ভয়ংকর অত্যাচার। মানলাম। কিন্তু সেজন্য বিজেপির সাথে জোট করাকে জাস্টিফাই করতে হবে?

    এ তো পরিষ্কার দেখা যাচ্ছে তলায় তলায় বিজেপি সিপিএমে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমরা তোদের ভোট দেব, তোরা আমাদের পার্টি অফিস খুলে দিবি। যেন বিজেপির প্রোটেকশনে বাম রাজনীতির দারুণ বিকাশ ঘটবে। এটা তো রাজনৈতিকভাবে এবং মতাদর্শগতভাবে একেবারে ব্যাংকরাপ্ট হয়ে যাওয়ার সিম্বল। নাহয় পার্টি অফিস না খুলতো আরো পাঁচ বছর। কটা বাম দলের এত পার্টি অফিস আছে? অন্য অনেক রাজ্যে তো সিপিএমেরও নেই। এবং এই ঘটনায় সিপিএম সমর্থকদের যা উল্লাস দেখা যাচ্ছে, বিজেপি সিঙ্গুরে কারখানা করবে শুনে যা উল্লাস দেখা যাচ্ছে, তাতে আলাদা দল না রেখে বিজেপির মধ্যেই মিশে গেলে সিপিএম মনে হয় ভাল করবে।
  • রঞ্জন | 238912.69.011212.210 (*) | ২৫ মে ২০১৯ ১২:২২48323
  • বাঁকুড়ার বড় সিপিএম নেতা অমিয় পাত্র এই ভোট ট্রান্সফার নিয়ে বলছেন-- তিনোর হামলার থেকে বাঁচতে বিজেপির আশ্রয় খোঁজা!!
  • তার মানে | 898912.148.4556.159 (*) | ২৫ মে ২০১৯ ১২:৩১48324
  • তার মানে তো এটাকে জাস্টিফাই করাই হল। নিজেদের কোনো ব্যর্থতা নেই। সবকিছুর জন্যে অন্যেরা দায়ী।

    আর ভোট কমার গ্রাফ যদি দেখেন, ২০০৯-১৬ যে হারে ভোট কমেছে সিপিএমের, ২০১৬র ইলেকশন থেকে ২০১৯ এর ইলেকশনে ভোট কমল তার প্রায় তিনগুণ হারে। এটা ন্যাচারাল নয়। ভেতরে ভতরে সংগঠিত ক্যাম্পেন ছাড়া এটা হওয়া অসম্ভব। এবং এই চোরা হাওয়াটা দুনিয়ার সবাই টের পেল আর সিপিএম তার নিজের দলের নিচের তলায় চোরা হাওয়া টের পেল না - এটা বিশ্বাস করতে বলেন?
  • আর | 898912.148.4556.159 (*) | ২৫ মে ২০১৯ ১২:৩৪48325
  • আর সন্ত্রাস তো সব দলের ওপর হয়েছে। কংগ্রেসের ওপর হয়নি? কংগ্রেসের ভোট এরকম ব্লক ধরে বিজেপিতে গেছে? কেউ এরকম বলাবলি করছে যে কংগ্রেস ভেতরে ভেতরে বিজেপিকে ভোট করিয়েছে তৃণমূল থেকে বাঁচতে? এটা শুধু সিপিএম নিয়ে লোকে বলছে কেন? এখন উটপাখি সাজলে হবে?
  • PT | 340123.110.234523.15 (*) | ২৫ মে ২০১৯ ১২:৪৪48326
  • কংগ্রেসের যাওয়ার মত ভোট ছিল কিছু পবতে? তো সারা ভারতে কংগ্রেসের এই হাল কেন?

    সিঙ্গুরে কারখানা হলে পব-র উপকার হবে। সেটা তিনোদের অনেক আগেই হতে দেওয়া অথবা নিজেদেরই করা উচিৎ ছিল।
  • রঞ্জন | 238912.69.011212.210 (*) | ২৬ মে ২০১৯ ০৩:০৯48408
  • পিনাকীর বক্তব্যের সংগে সহমত। এই ডিলেমা'র সমাধান সহজ নয় ।

    পিএম,

    সরি! আপনার পুরনো বক্তব্যের প্রেক্ষিত ভুল বোঝার জন্যে; আবারও সরি!
  • PM | 9001212.30.2334.23 (*) | ২৬ মে ২০১৯ ০৩:৩৯48409
  • অব ভালো যার শেষ ভালো
  • PM | 9001212.30.2334.23 (*) | ২৬ মে ২০১৯ ০৩:৪০48410
  • সব ভালো যার শেষ ভালো
  • dd | 90045.207.0156.100 (*) | ২৬ মে ২০১৯ ০৪:০৩48397
  • আমার ছোটোবেলাকার দেওয়াল লিখন মনে পড়লো

    "শুওরের বাচ্চা জনগন
    রইলো তোদের নির্বাচন
    চললাম আমরা বৃন্দাবন"

    আর গতোকালের প্রেস কনফেরেন্সে মমতা দোষারোপের লিস্ট বার করেছেন

    ইভিএম সেটিং (যে যে সীটে অল্প ভোটের ব্যবধানে তিনোরা হেরেছেন)
    সিপিএমের সাথে সেটিং
    টাকার খেলা (অনেকটাই ব্যায় হয়েছে সিপিএমকে কেনার জন্য)
    ইলেকশন কমিশন
    কেন্দ্রীয় বাহিনী
    মিডিয়া
    সাম্প্রদায়িক রাজনীতি
    ........

    কিছু কি বাদ গেলো ?
  • pi | 7845.29.787812.164 (*) | ২৬ মে ২০১৯ ০৪:১০48398
  • খালি নিজেদের সন্ত্রাস, তোলাবাজি, মাস্তানি, গুণ্ডামি, নানাবিধ চাকরির পরীক্ষা প্রহসনে পরিণত করা, নীল সাদায় টাকা মুড়িয়ে ডিএ টুকু ঠিকঠাক দিতে না পারা, চাকরি পেতে লাখ লাখ টাকা নেওয়া, এগুলো টুক করে বলতে ভুলে গেছেন। এগুলো ছোট্ট ঘটনা কিনা। 'সাজানো' ও হতে পারে!
  • কল্লোল | 342323.191.90012.5 (*) | ২৬ মে ২০১৯ ০৪:৪১48411
  • এই ভোটে পবতে এখন পর্যন্ত একটাই ভালো খবর - বামেদের ১২১টা পার্টি অফিস নতুন করে খুলেছ্ব।
    তিনোমূলীচাপ কিছুটা কমেছে। সেটার সুযোগ নিয়ে যে আবার বামেরা উঠে আসছে - এটা আশার।
    অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন - খুললো তো বটে, খুলে রাখতে পারবে কি? জানি না। সেটা অনেক কিছুর উপর নির্ভর করে। প্রথমতঃ বামেরা কতটা উদ্যোগী হবেন। দ্বিতীয়তঃ বিজেপি এটাকে কি চোখে দেখবে।তৃতীয়তঃ তিনোরা আবার এগুলোতে হামলা করবে কি না।
    দ্বিতীয় ও তৃতীয় সম্ভাবনা আপাততঃ কম। তিনোরা বিজেপিকে এবং বিজেপি তিনোদের ঠেকাতে ব্যস্ত। প্রথমটা কাজ করলেই হলো।
  • Amit Sengupta | 340112.227.900900.11 (*) | ২৬ মে ২০১৯ ০৪:৪৩48412
  • ব্যাপারটা অতটা সোজা বলে মনে হচ্ছেনা। বেশ কিছু বামপন্থীরা বিজেপিকে বেশী অপছন্দ করেন। তাঁরা বাম নীতির সমর্থক কিন্তু মাঠে নেমে মারামারি করার লোক নন। বহু বছর তাঁরা বামকে ভোট দিয়ে আসছেন। তাঁরা বিজেপিকে আটকাতে কংগ্রেস, বাম ও তৃণমূলের মধ্যে শেষের জনের বিজেপিকে আটকাবার ক্ষমতা আছে বলে মনে করেন ও আরো ভাবেন অন্য দুজনের কারোকে দিলে লাভ হবেনা।
    একদিকে এঁদের ভোট তৃণমূলে গেছে, আর যেমন দেখা যাচ্ছে বহু তৃণমূলীরা বিজেপিগামী, তাদের প্রভাব থাকা ভোট বিজেপিতে যাচ্ছে। তাই হয়তো বিজেপির ভোট বেড়েছে, আবার এই বামেদের ভোটে তৃণমূল % ভোট মেকআপ করেছে।
    আমি ব্যাঙ্গালোরে থেকে অতশত জানিনা পবর খবর, কিন্তু সব বাম ভোট কেবল বিজেপিতেই গেছে বলে আমার মনে হচ্ছে না।
  • S | 458912.167.34.76 (*) | ২৬ মে ২০১৯ ০৫:১৯48399
  • ধুর, আপনি তো আসলটাকেই বাদ রাখলেন। বললেন যে একটু বেশি কাজ করে ফেলেছেন বলে হেরে গেছেন।
  • | 670112.220.896712.153 (*) | ২৬ মে ২০১৯ ০৫:২৫48400
  • হ্যা হ্যা উনি বলেছেন উনার চেয়ারের কোনো দক্কার নাই কিন্তু চেয়ারেরুনাকে দক্কার। এদিকে চেয়ারটা অবাক হয়ে বলছে দক্ককার খন বললাম রে বাবা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন