এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • নেট নিউট্রালিটি, এক্কেবারে নিউট্রালি

    Soumit Deb লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ২৭ ডিসেম্বর ২০১৫ | ৯৭২১ বার পঠিত
  • গত শনিবার একজনের সাথে বেজায় তর্ক হয়েছে। বিষয় নেট নিউট্রালিটি। তর্ক বলা ভুল কারন আমি কোনো কথা বলবার সুযোগ পাইনি। প্রথমেই আমায় জিজ্ঞেস করা হলো বল ব্যান্ডউইথ কি? আমি তার উত্তরে একটা চা চাইলাম। কারন আমার কাছে ইন্টারনেট মানে ফ্যালো কড়ি মাখো থ্রিজি। নেটওয়ার্ক স্লো থাকলে খিস্তি, কল ড্রপ হলে আরও খিস্তি। সালা ইয়ের নেটওয়ার্ক বলা ছাড়া এগুলো ক্যানো হচ্ছে তার কোনো কারন আমার জানা নেই। কখনও রুচিও হয়নি জানার। তো যা বলছিলাম, সেই তর্ক থেকে এই সিদ্ধান্তে আসি যে এতদিন শুধু পড়েছি, জেনেছি, বোঝার চেষ্টা করেছি বিপক্ষের মানে বেশিরভাগ আমাদের কথা, যুক্তি ইত্যাদি। একবার বাঁদি পক্ষের কথাও পড়া যাক। কারন যার কথা বলছি তার যুক্তির মোরাল করলে দাঁড়াবে তিনি কোনো কম্পারেটিভ লিটারেচার স্কলারের সাথে অবশ্যই জয়েস নিয়ে তর্কে যাবেননা, কিন্তু সেই লোকই যদি লুপ কোয়ান্টাম গ্র‍্যাভিটি নিয়ে বোকাবোকা মতামত রাখতে যায় তাহলে গালাগাল দিয়ে শুরু করবেন। এখন আমি গ্র‍্যাজুয়েট ফেল, নিতান্তই নিম্নমেধার এক ছাপোষা। তাই ইজ্জত রাখতে অপর পক্ষেরটাও পড়ে ফেললাম। সেটাই একরকম ভাবানুবাদ করেই দিচ্ছি। তবে রূপকে, কারন এটাই দেখলাম চলছে।

    ধরে নেওয়া যাক একটা রাস্তা আগে বেশ ফাঁকাটাকা ছিলো। মানুষজন গাড়ি ঘোড়া মিলেমিশে সুখে শান্তিতে যাতায়াত করতো। টোল দিতে কারোর গায়ে লাগতোনা। এবার সমস্ত কিছু বেজায় বাড়তে লাগলো। গিজগিজ করছে লোকজন, হাজার হাজার সাইকেল, ০ হইতে সাড়ে এক মিনিটে ১২০ কি.মি ওঠা গাড়ি, কিচ্ছু বাদ নেই। ফলে যা হওয়ার তাই হলো, জ্যাম, ঝঞ্জাট, এ দাঁড়িয়েই আছে তো ও বেরিয়ে গ্যালো, ও নড়ছে না তো এ নড়তে পারছেনা, হাঁটছে বলে গাড়ি দাঁড়িয়ে, গাড়ির জন্য হাঁটা বন্ধ, সাইকেলগুলো তথৈবচ, একেবারে ম্যাসাকার অবস্থা যাকে বলে। এমন সময় রাস্তাটা কয়েকটা লেনে ভাগ করে দেওয়া হবে দেওয়া ভাবা হলো। যারা হেঁটে যাবে তাদের টোল দিতে হবেনা, যারা সাইকেলে তাদের একরকম টোল, যারা গাড়িতে তাদের আরেকরম। ফলে জ্যামট্যাম থাকবেনা। যে যার নিজের নিজের মত চলবে। যদি সাইকেল কেনার ক্ষমতা থাকে তাহলে সাইকেলের লেন দিয়ে যাবে যদি গাড়ি কেনার ক্ষমতা থাকে তাহলে গাড়ির লেন দিয়ে। নাহলে ওই দুই রাস্তার শোভা দ্যাখা থেকে তুমি বঞ্চিত হবে। কিন্তু কিছু করারও নেই কারন যদি এটা না হয় তাহলে কোনোদিনও এই জ্যাম ঝামেলা ঝঞ্জাট শেষ হবেনা। এইবার গোটাটা আবার পড়তে হবে, খালি এইবার পড়বার সময় খেয়াল রাখবেন, হাঁটা হলো সার্ফিং, সাইকেল হলো ছোটোখাটো ডাউনলোড, আর গাড়ি হলো ভিডিও স্ট্রিমিং বা অনলাইন গেমিং, ঝামেলা ঝঞ্জাট হলো কল ড্রপ, স্লো নেটওয়ার্ক আর বলাই বাহুল্য রাস্তাটা হলো ইন্টারনেট।

    এইবার একটা মজা আছে। রাস্তাটায় একটা বিশেষ কোম্পানীর ট্রাকও ও চলে। তারা চায় রাস্তা আরও বাড়ুক, বেড়েই চলুক, কারন রাস্তা যত বাড়বে তাদের তত লাভ। তাদের ট্রাক তত বেশি চলবে। তারা হয়ত চলতও সবচাইতে বেশি। তারা বলে বসলো রাস্তাটা আমরা বানিয়ে দেবো। আর শুধু এটাই না, এই রাস্তা থেকে যে টোল পাওয়া যাবে তাই দিয়ে আরও আরও রাস্তা বানাবো যাতে যাদের গাড়ি সাইকেলের ক্ষমতা নেই তারা ফ্রীতেই যাতায়াত করতে পারবে। এমনকি সেই রাস্তায় আমরা ফ্রী আলুকাবলিও দেবো। আর মুখে একবারও না বললেও এটা তো আর আলাদা করে বোঝানোর কিছু নেই যে রাস্তা যে বাড়াবে তার দাপট আর অধিকার সবচাইতে বেশি। সমস্তটাই থাকবে তার কন্ট্রোলে। অতএব তাদের কোম্পানী এবার থেকে শুধু নিজের গাড়ি চালালে বা অন্য কোম্পানীর গাড়ি সাইকেল না ঢুকতে দিলে কারোর কিছু করার থাকবে না। তাই তারা উঠে পড়ে লাগলো জনমত যোগাড় করতে। নানা ভাবে নানা প্রোমোশন করতে লাগলো। কখনও তার নাম ইন্টারনেট ডট ওআরজি কখনও ফ্রী বেসিক।

    কিন্তু বেশকিছু মানুষ সেটা বুঝে ফেলে বিরোধিতা শুরু করলো। তারা দাবী তুললো এই ভাগাভাগি করে দেওয়াটা নিয়ে। তারা বললো, রাস্তায় আমি কিভাবে চলবো সেটা ঠিক করে দেওয়ার তুমি কে? আমার তো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হতেই পারে আমি ওদিকে গিয়ে ওপার দিয়ে হাঁটবো। ক্যানো আমি শুধুমাত্র তোমার ঠিক করে দেওয়া ব্র‍্যান্ডের গাড়িই চড়বো? আমার আলুকাবলী খাওয়ার ইচ্ছে নেই আমি গাড়িগুলোর যেখানে থাকে তার পাশের দোকানটা থেকে সোডা খাবো। চাইনা আমার ফ্রীর হাঁটা। আর আমি গাড়ির জন্যে বাড়তি টোল ক্যানো দেবো? যে হাঁটছে সেও তো একই রাস্তা ব্যাবহার করছে। কি? করছেনা? তবে এই ইকোনমিকাল ভাগাভাগিটা কিসের? তুমি লেন বানাও প্রত্যেকের আলাদা কোনো আপত্তি নেই। কিন্তু টোল সব্বার এক রাখো। বাড়ালে বাড়াও, সেই টাকায় প্রত্যন্ত গ্রামে এরকম রাস্তা বানাও, আমরা পাশে দাঁড়াবো। কারন আমার হাঁটা রাস্তায় ফ্রী আলুকাবলি আর গাড়ি রাস্তায় ফ্রী পিৎযা, দুটোরই দরকার নেই ধন্যবাদ।

    এইবার হলো কি ওই রাস্তার আশেপাশের চায়ের দোকানে আমার মত বেশ কিছু লোক কাজ নেই বলে রেগুলার বাতেলা করতে আসে। তারা কিছু না বুঝে শুনেই একদল কোম্পানীর রাস্তা বানাতে দেওয়ার জনমত কালেকশনের ফর্ম ফিলাপ করে জমা দিয়ে দিয়ে দিয়েছে, আর আরেকদল চলছেনা চলবেনা করে চলেছে। আর আমার মতই অপদার্থ, যাদের সেটুকুও বোঝার ক্ষমতা নেই তারা একহাতে টাকা অন্য হাতে স্ক্রীন নিয়ে কখনও এই ভেবে অবাক হচ্ছি যে কিভাবে একটা দরকার আর মাস সেণ্টিমেন্ট কে ফেসবুক জাস্ট ট্যাঁকশাল বানিয়ে ফেলবার পথে এগোচ্ছে, আবার কখনও আবার মনে পড়ে যাচ্ছে এয়াইবির স্পনসর স্ন্যাপডিল না?? কে জানে..

    পুনঃ এটা আমার যা মনে হয়েছে বা বুঝেছি বলে মনে হয়েছে তারই প্রতিচ্ছবি। সম্পূর্ণ ভুল হতে পারে। জানিও যে সেটারই চান্সই বেশি।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ২৭ ডিসেম্বর ২০১৫ | ৯৭২১ বার পঠিত
  • আরও পড়ুন
    Lookআচুপি - Soumit Deb
    আরও পড়ুন
    বকবকস  - Falguni Ghosh
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নিরুপম | 186.126.237.214 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৬:২২69642
  • d ওটা পড়ে তো ভয়ানক ভাবুক টাইপের লেখা মনে হলো। আমার মনে একটা বেসিক প্রশ্ন এলো, যেটার ওপর আমার নিজের ইউসেজ ডিপেন্ড করবে। এটা বলুন তো, ফ্রি বেসিক চালু হলে কি সবার জন্য কম্পালসারি হয়ে যাবে? আমি বিএসএনএলের আনলিমিটেড প্ল্যানে ঘরের কম্পুতে নেট করি আর ভোদাফোনের সিম কার্ডে ফোনে নেট করি। ফ্রি বেসিক হয়ে গেলে কি এই দুটো কানেকশানেও আমাকে প্রথমে ফেবুর সাইটে ঢুকতে হবে আর তার্পর অন্য সাইট? এর উত্তর হ্যাঁ হলে সত্যি প্রব্লেম হবে।
  • পুপে | 131.241.184.237 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৬:২৪69643
  • অরিজিৎদা ভারতের প্রত্যন্ত গ্রামাঞ্চল যেখানে আদৌ ইনফ্রাটাই নেই, সেখানে ইনফ্রা তৈরীর খরচের ব্যাপারে সরকারকে ফেবু মদত দেবে এমনটাও নয়?
  • Soumit Deb | 111.221.128.180 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৬:২৮69644
  • তাহলে আলটেমেটলি দাড়াঁচ্ছে কি নিরুপম দা? আর্টিকাল গুলো শেয়ার করাবার জন্যে থ্যানক ইউ :-)
  • OshKosh B'gosh | 125.112.74.130 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৬:৩৫69645
  • একই প্রশ্নগুচ্ছের উত্তর এর আগে একটা টইতে দেওয়া আছে। নিরুপম কি সেই ডিসি?

    যাই হোক - উত্তর হল ভোডাফোন যদি ফেবু-র সাথে টাই-আপ করে (এরা কিন্তু পা বাড়িয়েই আছে), বা ফেবু নয় - অন্য কোন সেবু-র সাথে টাই-আপ করে, তাহলে সেই গ্রুপ আপনাকে যে সাইটে অ্যাকসেস দেবে আপনি সেটুকুই পাবেন আপনার মোবাইলে। বিএসএনএল যদি লেবু-র সাথে টাই-আপ করে, তাহলে আপনি আপনার কম্পুতে লেবু-র সাইটগুলোই পাবেন, সেবু-র গুলো নয়। বা পেলেও, লেবু-র পছন্দের ভুভুল নামক সার্চ ইঞ্জিনে তাড়াতাড়ি ঢুকতে পারলেও আপনার পছন্দের গুগুলে ঢুকতে লোডিং লোডিং করে ঘুরতেই থাকবে, কারণ ভুভুল হল লেবুর পছন্দের সাইট, লেবুকে পয়সা দেয়।
  • OshKosh B'gosh | 125.112.74.130 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৬:৩৭69646
  • পুপে - ফেবু ইনভেস্ট হয়তো করতে পারে, কিন্তু সেটা কতটা তাই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আল্টিমেটলি লক্ষ্য হল মার্কেট ধরা, জুকারবার্গ কোনো চ্যারিটি করছে না (সে ফেবুর শেয়ার চ্যারিটেবল ট্রাস্টে দান করা নিয়ে একগাদা গদগদ আর্টিকল লেখা হলেও - সেও আরেক ঢপ)।
  • Soumit Deb | 111.221.128.180 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৬:৪৬69647
  • আমিও সেটাই বলতে চেয়েছি।
  • তান সেন | 212.142.73.204 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৬:৫৬69648
  • মার্কেট ধরা বললে কিছুই বলা হলনা। selective information feed করানো এক ভয়ঙ্কর প্রস্তাব।
  • d | 24.96.225.186 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৭:০২69649
  • ওহ এই তো ওশকোশ বলে দিয়েছে।
    আপত্তি
    হ্যাঁ এই সিলেকটিভ ইনফো অতি সাংঘাতিক।
  • potke | 126.203.27.115 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৭:০৬69679
  • টি, সে তো গুগল ও বেচে, তার জন্য গুগল কে স্যান্কচুয়ারি বানাতে হয় নি, ফেবু কে হবে।
  • lcm | 83.162.22.190 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৭:২৬69680
  • ফেসবুক ১৯ বিলিয়ন ডলার দিয়ে যখন হোয়াট্‌স্‌অ্যাপ কেনে তখন এদিককার অনেক মার্কেট পন্ডিত এমন অসম্বব ভ্যালুয়েশন নিয়ে প্রশ্ন করেছিলেন, অনেকে হোয়াট্‌স্‌অ্যাপ-এর নাম সেই তখন প্রথম ভালো করে শুনেছিলেন। তো এখন মার্কবাবুকে কিছু একটা করতে হবে।

    গুগল যখন অর্কুট নিয়ে নেয়, এবং পরে বন্ধ করে দেয়, এবং ওদের গুগলপ্লাস পারল না। গুগল ওর্কুট ব্র্যান্ড রাখলে পারত - এমন কথা কিছু অ্যানালিস্ট কয়েছিলেন -- ব্যাড ডিশিসন, ওর্কুট ওয়াজ প্রোভাইডিং এ হেলদি কম্পিটিশন ইন সোশ্যাল নেটওয়ার্কিং স্পেস। গুগল অ্যাকুইজিশন লেফ্‌ট দ্য ফিল্ড মোর ওপেন ফর ফেসবুক।

    ২০১০-১১ নাগাদ টিনএজাররা যখন ফেসবুক ছেড়ে ইন্স্টাগ্রামে ভিড় করতে লাগল, ফেসবুক এক বিলিয়ন ডলার দিয়ে ইন্সট্রাগ্রাম কিনে নিল।

    সময় বলতে পারবে কি হবে। তবে শুধু লাইক/সেলফি দিয়ে ফেসবুকের ২৩০ বিলিয়ন মার্কেট ভ্যালুয়েশন রাখা মুশকিল। মার্ক আরো ডেসপারেট হবে ফেসবুক প্লাটফর্ম বানাতে।
  • নিরুপম | 72.210.238.151 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৭:৪৮69650
  • OshKosh, ডিসিকে তো চিনিনা। তবে একই প্রশ্ন আগেও কেউ করে থাকলে দুঃখিত। সেই টইটার কোন লিংক আছে? তাহলে পড়ে দেখতাম।

    সৌমিতদা, কি যে দাঁড়াল তার কিছুই বুঝছিনা। তবে দুদিকেই একেবারে ইমোশন মাখো মাখো অবস্থা মনে হচ্ছে ঃ) এই যে রোজ সকালে ফেবুর অ্যাড দেখি, ফ্রি বেসিকস হলে গরিবগুর্বোরা দুটো খেয়ে পরে বাঁচে, সেটা যেমন ঢপলিং, তেমনি যারা বলছেন যারাই ফ্রি বেসিকস দেখবে তারাই ফেবু ছাড়া আর কিছু জানবেনা, তাদেরটাও সমান ঢপ মনে হচ্ছে। তবে এসব তর্ক দেখেছি খুব বেশী দিন দাঁড়ায়্না। আবার নতুন কোন টেকনোলজি আসবে, নতুন কোন বিসনেস মডেল বেরোবে, তখ্ন কোথায় থাকবে ফেবু আর কোথায় ফ্রি বেসিকস। আগে ইউন্ডোজ নিয়ে এরকম তর্ক চলত, সেতো সবই ভোগে গেছে।
  • potke | 126.203.27.115 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৭:৫৯69681
  • ক্যান'ট এগ্রী মোর।
  • OshKosh B'gosh | 117.167.105.51 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৮:০১69651
  • ফেবু ছাড়া কিছুই পাবে না এমন নয়। সেই সাইটগুলোই পাবে যেগুলো ফেবু এবং আইএসপির কোটেরিতে থাকবে।
  • তান সেন | 212.142.73.62 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৮:০৫69652
  • " User experience researchEdit
    In 2015, researchers evaluating how Facebook Zero shapes ICT [define] use in the developing world found that 11% of Indonesians who said they used Facebook also said they did not use the Internet. 65% of Nigerians, and 61% of Indonesians agree with the statement that "Facebook is the Internet" compared with only 5% in the US.[67]"

    তথ্যসূত্র https://en.m.wikipedia.org/wiki/Internet.org
  • Ekak | 83.225.150.191 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৮:০৯69653
  • দুপক্ষই এন্তার ঢপ দিচ্ছে :) পচ্চুর জনতা ক্যাচম্যাচ কচ্ছে দেখে মজা লাগচে বেশ । এইটুকুই পাওনা ।
  • OshKosh B'gosh | 125.112.74.130 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৮:২৪69654
  • অ্যাক্টিভিস্টরা না হয় "ঢপ" দিচ্ছে, কিন্তু যে ভদ্রলোককে WWW-র স্রষ্টা মনে করা হয়, তাঁর মতামতের দাম মনে হয় আছেঃ

    http://webfoundation.org/2015/10/net-neutrality-in-europe-a-statement-from-sir-tim-berners-lee
  • নিরুপম | 205.154.91.202 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৮:২৮69655
  • কোন দিকের কথাই পরিষ্কার না। ফেবু যেটা করতে চাইছে সেটা নিজের বিজনেস ইন্টারেস্টেই করতে চাইছে সেটা বুঝছি, কিন্তু তাতে তো আপত্তিরও কিছু দেখিনা। বিজনেসের কাজই তো হলো প্রফিট বাড়ানো। আগে মাইক্রোসফট গাল খেতো, এখন মাইক্রোসফটের দিন গিয়ে ফেবুর দিন এসেছে, তাই ফেবু গাল খাচ্ছে। দুদশ বছর পর ফেবুকে হাটিয়ে অন্য কেউ আসবে, তখ্ন নাহয় সে গাল খাবে।

    আচ্ছা যদি এমন হয়, ফ্রি বেসিকস হলো, তারপর আবার অন্য কোন কর্পো বলল তোমরা ফ্রি বেসিক্সে যেও না, আমি ফ্রিতে তোমাদের আরো বেশী দোবো। এরকম কম্পিটিশান হলে অসুবিধা কি আছে? এই যেমন দেখুন কবছর আগে রিটেলে এফডিআই নিয়ে সে কি হৈচৈ! একদল বলে এফডিআই হলে দেশ রসাতলে যাবে, আরেকদল বলে এফডিআই না এলে ইকনমি লাটে উঠবে। শেষে দেখা গেল অ্যায়্সা ইকমার্স এলো যে রিটেলে এফডিআই এর তর্কটাই বৃথা হয়ে গেল। আর এখন ফ্লিপকার্ট আর অ্যামাজন এমন তুমুল প্রতিযোগিতা করছে যে আমরা কনজিউমাররা দিব্যি শস্তায় কতো জিনিষ কিনতে পারছি। কাজেই আদৌ যদি ফ্রি বেসিকস কখনো হয় তাহলে হয়তো তার সাথে অন্য কেউ প্রতিযোগিতায় নেমে পড়বে, আর আমাদের লাভ হবে। প্রতিযোগিতা হতে দেওয়াই তো ভালো মনে হয়।
  • OshKosh B'gosh | 125.112.74.130 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৮:৩৩69656
  • কাছাখোলা মার্কেটপন্থীরা প্রতিযোগিতার কথা বলে বটে, কিন্তু দেখা যায় যে যাদের কথায় তারা প্রতিযোগিতা বলে নাচে, সেই তারাই, মানে কর্পোগুলো, প্রতিযোগিতা একেবারেই চায় না। উদাহরণ - মাইক্রোসফট।

    যাগ্গে...
  • OshKosh B'gosh | 125.112.74.130 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৮:৩৭69657
  • এবং টিম লী-এর ব্লগে একেবারে পয়েন্ট ধরে ধরে বলা আছে - সেখানে দেখছি "প্রতিযোগিতা"-ও সঙ্কটে।

    অবিশ্যি মনোপলিকেও অনেকে প্রতিযোগিতা ভেবে থাকে।
  • নিরুপম | 205.154.91.202 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৮:৪৩69658
  • মাইক্রোসফট প্রতিযোগিতা চায়নি বটে, কিন্তু প্রতিযোগিতার হাত থেকে বাঁচতে পারেনি। এমন জায়্গা থেকে আক্রমন এলো যে মার্কেটটাই পাল্টে গেল, মনোপলির আর কোন মূল্য রইল না। তেমনি নোকিয়া, এককালের মনোপলি এখন উবে গেছে কারন অ্যাপল মার্কেটটাকেই পাল্টে দিয়েছে। এখন যেমন ওয়ালমার্ট টিকে থাকার লড়াই চালাচ্ছে। আরো ক বছর পর আমরা দেখবো কিভাবে অ্যামাজন, গুগল, ফেবুরা বেচে থাকার জন্য লড়াই করে, তখন এদের হাটিয়ে অন্য কোন মডেল এসে যাবে। ফ্রি কমপিটিশান খুব একটা খারাপ না।
  • OshKosh B'gosh | 125.112.74.130 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৮:৪৭69659
  • "ফ্রী" হলে তবেই।

    প্রশ্ন হল ফ্রী হচ্ছে কি? ফাস্ট লেন, জিরো রেটিং ইত্যাদি সম্পর্কে পড়লে তো কম্পিটিশনটা ফ্রী মনে হচ্ছে না। অবিশ্যি "Fast lanes will make it harder for anyone who can’t pay extra fees — start-ups, small businesses, artists, activists, and educators in Europe and around the globe" - এটাকেও ফ্রী কম্পিটিশন মনে হতেই পারে, অ্যাজ লং অ্যাজ ইট সার্ভস মাই ইন্টারেস্ট অ্যান্ড মাইন ওনলি।
  • T | 165.69.188.74 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৮:৫৬69660
  • নাহ্‌, 'অ্যাক্টিভিস্ট' দের একটা কথাকেও ঢপ বলে মনে করি না।
  • তান সেন | 212.142.73.207 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৯:০৩69662
  • 61% of Indonesians agree with the statement that "Facebook is the Internet" compared with only 5% in the US
  • lcm | 83.162.22.190 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৯:০৬69663
  • ইন্ডিয়াতে ফেসবুকের এই ফ্রি-বেসিক্‌স ব্যাপারটা জানতাম না।

    তো, ফেসবুকের পেজে (https://www.facebook.com/savefreebasics) দেখলাম বলছে --

    "Free Basics gives people access to vital services like communication, healthcare, education, job listings and farming information – all without data charges. It helps those who can't afford to pay for data, or who need a little help getting started online. And it’s open to all people, developers and mobile operators."

    পাঁচটি ভাইট্যাল সার্ভিস-এর উল্লেখ রয়েছেঃ
    - কম্যুনিকেশন
    - হেলথকেয়ার
    - এডুকেশন
    - জব লিস্টিং
    - ফার্মিং ইন্‌ফরমেশন

    এদের মধ্যে প্রথমটিতে না হয় ফেসবুক/হোয়াট্‌স্‌অ্যাপ কাজে লাগবে। কিন্তু বাদবাকী গুলোর জন্যে তো গুগল বা বিং বা অন্য সার্চ দরকার।

    ফ্রি ইন্টারনেট সার্ভিস যা দিয়ে কেবলমাত্র ফেসবুকের প্রোডাক্ট (ফেসবুক, হোয়াট্‌স্‌অ্যাপ) ব্যবহার করা যাবে, এবং এই ফ্রি কানেকশন দিয়ে গুগল বা বিং বা অন্য সার্চ কিছু করা যাবে না, বা, কোনো ওয়েব সাইটে যাওয়া যাবে না -- সে ঠিক আছে -- ফ্রি-তে যা পাওয়া যায় তাই সই।

    কিন্তু তাই দিয়ে দেশের দশের কীভাবে প্রভূত উবগার হবে সেটা বোঝা যাচ্ছে না।

    বরং, এতে করে ইউজারদের মধ্যে বিভাগ তৈরী হবে - ফ্রি ভার্সেস পেইড। মানে সেই একই রইল আর কি।

    এদিকে, সব যে ফ্রি-তে দেওয়া সম্ভব নয় সে কথা জুকারবার্গ বলছেন -- "Facebook attempted to address such concerns by saying it would allow more services to join, but the firm's founder Mark Zuckerberg warned it was "not sustainable to offer the whole internet for free."

    এখন যেমন কোনো হাসপাতাল একটি ওয়েব সাইট বানায় যাতে করে পরিষেবার সুবিধা হয়, লোকজন ব্রাউজ করে আগাম তথ্য জানতে পারে বা অ্যাপয়েন্টমেন্ট সেট করতে পারে। এবার থেকে হাসপাতাল বাধ্য হবে সেই নেট পরিসেবার সুযোগ ফেসবুকের মাধ্যমে দিতে, নইলে ফেসবুকের ফ্রি-সার্ভিস গ্রাহকদের কাছে নেট পরিষেবার সুযোগটি পৌঁছোবে না।

    ফেসবুক-কে এসব বন্ধ করতে বলা উচিত।

    ফেসবুক তাদের কাজ করুক, সোশ্যাল নেটওয়ার্ক ইত্যাদি।
    আইএসপি তাদের কাজ করুক, অনলাইন কানেকশন ইত্যাদি।
  • d | 24.97.210.192 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৯:১৩69664
  • "কাছাখোলা মার্কেটপন্থীরা প্রতিযোগিতার কথা বলে বটে, কিন্তু দেখা যায় যে যাদের কথায় তারা প্রতিযোগিতা বলে নাচে, সেই তারাই, মানে কর্পোগুলো, প্রতিযোগিতা একেবারেই চায় না। উদাহরণ - মাইক্রোসফট।"

    এক্ষুণি আসিবে উহা সহীহ ক্যাপিটালিজম নহে, উহা সহীহ মার্কেটপন্থাও নহে।
    খিক।

    এদিকে আমি কোনওপক্ষের বক্তব্যেই একটুও আবেগ ইমোশান কিস্যু খুঁজে পেলাম না। আমার ক্ষি হপে!?

    এনিওয়ে ঐ লেখাটার বাংলা করলে কেউ একটু শেয়ার কোরো। আপাতত এই ব্ল্গটা থেকে কাটি।
  • lcm | 83.162.22.190 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৯:১৮69665
  • অবশ্য, ফ্রি-বেসিক্‌স এ ঠিক কি কি করতে দেয় সেটা জানি না - এক জায়গায় দেখলাম, উইকিপেডিয়া আর টাইম্‌স-অফ্‌-ইন্ডিয়া তে যাওয়া যায়।
  • lcm | 83.162.22.190 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৯:২৪69666
  • মার্কেট ইকনমি ফুয়েল্‌স কম্পিটিশন - ব্লা ব্লা - এসব বক্তব্যে প্রচুর জল, চিমটে চিমটে নুন মিশিয়ে নিতে হবে।

    শুধু মাইক্রোসফ্‌ট কেন, কত উদাহারণ -- ইন্ডিয়াতে যখন কোকাকোলা আর পেপসি এল --- প্রায় সব পপুলার লোকাল সফ্‌ট ড্রিংক্‌স ব্র্যান্ড কিনে নিয়েছিল --কম্পিটিশন কিনে নিল ।
  • a | 213.219.201.58 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ১১:০৯69682
  • গুগল যদি একখান গুগল সার্চ app বানায়ে ফেবু মার্কেট্প্প্লেসে ছেড়ে দেয় তো কি হবে? মানে ফেবুর ভিতর থেকে গুগল সার্চ করা যাবে কি?
  • | 24.97.60.38 (*) | ২৯ ডিসেম্বর ২০১৫ ০৩:১৯69683
  • ইয়েস, আমিও মোটামুটি পোটকে, টি এর লাইনেই ভাবছি। আর ল্যাদোশের এই জুকু আরো ডেসপারেট হবে --- একেবারে ক'য়ে ক'য়ে ক্ক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন