এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 24.97.138.248 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০২:৪১74169
  • হুমম তাহলে বাচ্চারা অন্তত কিছু পাচ্ছে ছবিইটা থেকে।
    তাও ভাল।
  • কল্লোল | 125.241.114.142 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০২:৪২74194
  • কেউ না।
    গুগাবাবার কথাটা এসেছিলো অন্য একটা প্রশ্ন থেকে। প্রশ্নটা ছিলো -
    Comment from রোবু on 14 January 2014 10:46:46 IST 177.124.70.1 (*) #
    তা, ওই টাকার কতটা ছোট দর্শকদের থেকে এসেছে?
    এর জবাবে লিখেছিলাম -
    Comment from কল্লোল on 14 January 2014 10:49:35 IST 125.241.79.154 (*) #
    ঠিক যতো টাকা গুগাবাবা পেয়েছিলো/পায় ছোট দর্শকদের থেকে।

    ছোট দর্শকেরা তো নিজেদের পয়সায় টিকিট কাটে না। তাই গুগাবাবা তে ছোট দর্শকদের থেকে আসা টাকার পরিমান শূণ্য, চাঁপা তেও তাইই।

    সময়ের কথাটা এসেছিলো
    Comment from Blank on 14 January 2014 15:16:30 IST 180.153.65.102 (*) #
    আজকালকার ছোটোরা বড় ই দুখী। অ্যাডভেঞ্চার হিসেবে চাঁদের পাহাড় ভাল্লেগেছে !!!

    তাই লিখেছিলাম
    Comment from কল্লোল on 14 January 2014 17:39:20 IST 111.63.164.8 (*) #
    কি ভয়ানক। এবার সেই কুখ্যাত "আমাদের সময়" চলে এলো বলে। সেই যে আমাদের সময় নাদকার্ণী রান আউটের বল দিতো আর চুনী এক ডজে পুরো ডিফেন্সকে কটিয়ে নিতো।।।।।।।।।।।।।।।।।।।। আহা আজকাল অশ্বিন আর ওডাফ না চিডি দেখেই কাহিল আজকালকার ছেলেমেয়েরা।
  • Blank | 180.153.65.102 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০২:৫৪74195
  • সেই জন্যই আমি এখন লিস্টি বানাতে চেয়েছি - এরা লাস্ট এক দেড় বছরে কি কি সিনেমা দেখেছে তার লিস্টি।
    এখন availability অনেক বেশী, চ্যানেল সার্ফ করতে করতেই এসে যায় প্ল্যানেট আর্থ, লাইফ - বাড়ির পাশের মাল্টিপ্লেক্সেই চলে হবিট, ৩ডি তে অ্যালিস। আগের মতন গ্লোবে কি প্রিয়া তে কবে জুরাসিক পার্ক আসবে তার জন্য ওয়েট করতে হয় না। সে সবের পরেও চাঁদের পাহাড় ভাল্লাগে কি করে !!!!
  • * | 69.93.245.211 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০২:৫৪74170
  • বিভূতির ছবিরাইট সত্যজিৎ-এর। দেব কোনদিনই তুমি যে আমার নয় এইরকম মাইন্ড সেট করে সিনেমা দেখতে বসছি এবং একইসঙ্গে "জুরাসিক পার্ক" আহা কী দেখেছিলাম জন্ম জন্মান্তরে ভুলিবনা...
    "চাঁদের পাহাড়" খেলা শুরুর আগেই তিনগোল খেয়ে বসে আছে।
  • a x | 138.249.1.202 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৩:০১74196
  • আমার বাচ্চার ইউটিউবে রান্নার ভিডিও দেখতেও খুব ভালো লাগে। মাজিদ দেখতেও। ওয়ান্ডার উওম্যান দেখতে তো দারুণ লাগে!
  • রোবু | 213.147.88.10 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৩:০৩74198
  • কল্লোলদা, আমার হয়ত বোঝাতে ভুল হয়েছে। আমি বলতে চেয়েছি, ছোট দর্শকদের থেকে কত টাকা এসেছে (সেটা তাদের অভিভাবকরা দিলেও), তা এই কথা এসেছে ছোটদের রিভিউ করা প্রসঙ্গে, কারণ সেখানে বলা হয়েছে, ছোটদের গপ্প, ছোটদের সিনেমা।
    এবার ঘটনা হচ্ছে, পরিচালক কি ছোটদের সিনেমা বানিয়েছিলেন, বানাতে চেয়েছিলেন? যদি চেয়ে থাকেন, থাম্বস ডাউন।
    গু গা বা বা র মত ছোট এবং বড়দের সিনেমা বানাতে চেয়েছিলেন? তাহলেও থাম্বস ডাউন।
    প্রোডিউসারের টাকা তুলতে আর হিট পরিচালক হিসেবে জনপ্রিয় হতে চেয়েছিলেন? থাম্বস আপ। সেক্ষেত্রে প্লটের ভুল গুলো আরেকটু কম করলে ভালো হত, কিন্তু ঠিকাছে। লক্ষ্মী সত্য, জগত মিথ্যা।
  • কল্লোল | 125.241.114.142 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৩:০৩74197
  • ভালো লাগে, তাই।
    কারুর চিংড়ি ভালো লাগে কারুর ইলিশ।
    বেশীরভাগের দুটোই ভালো লাগে। এমনকি অনেকের এর সাথে তেলাপিয়াও ভালো লাগে।
  • Blank | 180.153.65.102 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৩:০৫74199
  • যে নিয়মিত কার্টুন নেটওয়ার্ক দেখে, তাকে একবার ডিডি বাংলার বাঁটুল দেখাবার ট্রাই করো বা নন্টে ফন্টের কার্টুন।
    ইলিশ, তেলাপিয়া, চিংড়ি, ট্যাংরা দিয়ে অ্যানালজি টা আসবে না।
  • sosen | 125.241.13.25 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৩:১৭74200
  • এই যে। আপনারা আমায় সিনেমাটা দেখিয়েই ছাড়লেন। বকবকবক করে।
    এবার সুচিন্তিত মতামত দিয়ে যাই[ব্যক্তিগত]

    ১। ছবিটার টার্গেট অডিয়েন্স ম্যাক্স ১০-১২ বছরের ছেলেমেয়েরা হতে পারে। তাদের ভালো লাগবেই। কারণ ? বাংলায় এইরকম ছবি তারা দেখে না, এমনিতেও সিনেমাটা ঠিক মেঘে ঢাকা তারার মতই ঝকঝকে, বাংলা না বুঝলেও সিনেমাটোগ্রাফির জন্য ভালই লাগবে। শুধু বুনিপ টা বাদ দিয়ে দিলেও পারত। কোনো ক্ষতি হত না। তবে ওটা ঠিক কি , এ নিয়ে বাচ্চারা খুব উত্তেজিত হয়ে পড়েছিলো। সে-ও মন্দ কি? বাদবাকি জন্তুগুলি , আফ্রিকা খুব-ই বিশ্বাস্য , ঝকঝকে। মেঘে ঢাকা তারায় ওই ঝকঝকে ভাবটা কেমং বিশ্রী লেগেছিল। এখানে ভাললেগেছে।

    ২। কোনো চাপ না নিয়ে ভয়েস -ওভার দিয়ে দেওয়ায় আমি খুব খুশি হয়েছি। দেবের মুখে ডায়ালগ না থাকলে সে বেশ মিষ্টি, স্বপ্নালু টাইপ তো। ক্লোজ আপ গুলো না নিলেই পারত যদিও। যে কটা ডায়ালগ ছিল ওগুলো কেটে দিলে খুব ভালো হত। আর বুনিপকে মারার সময়টা ঠিক মাস্তানদের লড়াই টাইপ হয়ে গেছিল। সে যাগ্গে। মফস্বলের হলে সিটিও পড়ে যাবে। ডিটেলের ভুল অত চোখে পড়বে না বলেই মনে হয়।

    ৩। আজ অব্দি বিভূতিবাবুকে কোনো সিনেমায় ঠিকঠাক খুঁজে পাইনি। এমনকি সত্যজিতেও না। এখানেও পেলাম না। তাতে আমার কোনো ক্ষতি হয়নি। একবারও মনেও পড়লনা বইটার কথা। তাতে কি?

    ৪। আমার মনে হয়েছে এইটেই কমলেস্বরবাবুর genre । ঝকঝকে মেইনস্ট্রিম ছবি। পাকামি নেই। এরম ছবি করলে দেখতে যাব। যে রকম ঝকঝকে রং, উঁচু তারে বাঁধা অভিনয় ওঁর ধরন, তাতে এই মাঠে চালিয়ে খেলতে পারবেন বলেই মনে হয়।

    ৫। (ক)ডিয়েগো আলভারেজকে আমারও বেশ ভালো লেগেছে। (খ)শেষের গানটা কি বাজে, বাবারে! (গ) সর্বশ্রেষ্ঠ কমিক রিলিফ সিনেমার আগে জাতিস্মরের ট্রেলর দেখে পেলুম, বাপরে বাপ, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গ্যাছে। বুম্বাবাবুকে ন্যায়নি, ভাগ্যিস!

    সবশুদ্ধু, ১৮২ টাকার জন্য মন খারাপ করছে না।
  • sosen | 125.241.13.25 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৩:২১74201
  • ওহ, হলে যে বাচ্চারা ছিল, তাদের খুব ভালো লেগেছে। সব সামনে গিয়ে ঝুঁকে গোলগোল চোখ করে বসে ছিল। এত জন্তু তো আসলে, আর গল্প-ও সিম্পল, ওরা কিন্তু খুব এনজয় করছিল। গোটা কুড়ি বিভিন্ন বয়সের ছানা ছিল। সবাই খুব খুশি কিন্তু।
  • Tim | 12.133.59.82 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৩:৩৮74202
  • বাচ্চাদের খুবই ভাল্লেগেছে, আমরাও দেখলাম। হইচই করে সব কুচোগুলো দেখতে এসেছিলো। রোব্বার ছিলো।
    বাংলায় অ্যাডভেঞ্চারের সিনেমা দেখে বাচ্চাদের ভালো লাগায় অবাক হওয়ার কিছু নেই। আমরা কি ছোটবেলায় সব অত তলিয়ে দেখে তবে ভালো লাগাতাম? তাতে কি আমাদের পরবর্তীকালে মহান বোদ্ধা হওয়া আটেকেছে, না ছোটবেলায় আমরা পাশাপাশি ভালো শিশু ও কিশোর সাহিত্য পেয়েও ফেলে রেখেছি?
  • I | 24.99.201.68 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৩:৫১74203
  • বাচ্চাদের সম্বন্ধে একটা কথা লিখলে সব বাচ্চাপ্রেমিকরা হৈ হৈ করে ঝাঁপিয়ে পড়বেন, কিন্তু না বলেও থাকতে পারছি না। বাচ্চারা কিন্তু অতি খাজা সিনেমা ( বড়দের চোখে) দেখেও মুগ্ধ হয়ে যাবার ক্ষমতা রাখে। আমার ছেলে তো ক্রিস থ্রি দেখে মুগ্ধ টু দি পাওয়ার ইয়ে।
    কাজেই বাচ্চাদের মুগ্ধতাকে লিটমাস টেস্ট বলে না ধরলেই ভালো হয়।
  • pinaki | 148.227.189.8 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৩:৫৮74204
  • আমার মেয়ে পরপর দুদিনে দুটো সিনেমা দেখল। প্রথম দিন শীর্ষেন্দুর গল্প অবলম্বনে হরনাথের 'ছায়াময়' আর দ্বিতীয় দিন চাঁদের পাহাড়। প্রথমটা খুব ভালো লেগেছে। চাঁদের পাহাড় ফার্স্ট হাফ ভালো লেগেছে। কিন্তু বুনিপকে দেখে ভয় পেয়েছে। আর পরের দিকে দেবের ঐ চুল দাড়ি না কাটা, দাঁত নোংরা, এখানে ওখানে রক্তওলা চেহারা দেখে একেবারেই পছন্দ করে নি। তাই ওভার অল চাঁদের পাহাড় দেখাতে নিয়ে যাওয়ার জন্য আমার ওপর বিরক্ত। তবে আমার মনে হয় আর একটু বেশী বয়েসের বাচ্চারা এনজয় করবে। সিনেমাটা আসলে আমাদের মত যারা চাঁদের পাহাড় বইতে পড়েছে তাদের জন্য নয়। কিন্তু যারা পড়ে নি, যেমন আমার বহু মামা, কাকা, পিসি, মাসী - তারা ধন্য ধন্য করছে।
  • রোবু | 213.147.88.10 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৪:০২74205
  • ইন্দোদাদা একটা রিভ্যু লিখলে পারে। তাহলে আরেকবার দেখতে যেতাম। কিন্তু ওই যে, বুনিপের রোলে পোসেনজিতকে নিল না।
  • Ekak | 132.172.244.251 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৪:০৫74206
  • একটা কিশোর নভেল যা কোনভাবেই টিপিকাল শিশুসাহিত্য নয় তা ফিল্ম বানাতে গিয়ে ডিগ্রেড করে "বাচ্চাদের সিনেমা " হয়ে গ্যালো ? এ যেন দুধ গরম করতে গিয়ে কেটে গ্যাছে চল ছানার গোল্লা বানাই :( কবিতা লিখতে গিয়ে ছড়িয়ে ফেলেছি কাজেই ছড়া বলে ডাকা যাক ! বাচ্চারা ঠিক যে কারনে নিজেরা টিকিট কেটে সিনেমা দেখতে পারেনা সেই জায়গা থেকেই তাদের হাতে দুধ দেব না পিটুলি গোলা সেটা বড়দের দায়ীত্ব । একটা ফিল্ম কারো ভালো লাগবে কার খারাপ এটাই স্বাভাবিক । কিন্তু বাচ্চাদের দোহাই দিয়ে কিশোর এডভেঞ্চার উপন্যাসের হারাকিরি কে মিশুপিশুশিশু বানানোর অদ্ভুত ব্যাপারটা নিতে পারলুম না । বাকি ভালো মন্দ সব বিষয় বুঝলুম এই শিশু প্রহেলিকা টা মাথায় ঢুকলো না ।
  • PM | 181.4.66.204 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৪:০৭74171
  • আমার ছবিটা দেখা হয় নি এখোনো। কিন্তু ছোটোরা যে খুব খুশী সে ব্যাপারে আমি ন্যাড়াবাবুর সাথে একমত। আমার মেয়ে কদিন আগে দেখেছে মার সাথে। সেই থেকে রোজ ISD পুড়িয়ে সে আমার সথে চাঁদের পাহাড় সংক্রান্ত গল্প করে চলেছে । বুনিপটা ঠিক কিসের মতো তা নিয়ে আজ-ও কথা হলো--বুনিপ সত্যি সত্যি আছে কিনা তা নিয়েও। কি ভালো যে লাগছে আমার কি বলবো।
  • sosen | 125.241.13.25 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৪:১৬74207
  • কিন্তু আমার তো মে ঢা তা দেখে কমলেশ্বর-এর কাছে যেমন প্রত্যাশা তৈরী হয়েছিল তেমন-ই এটা-ও বানিয়েছেন মনে হলো । একদম কনসিস্টেন্ট লাগলো। আগেরটা নিলে এটাও নেওয়া যাবে। এটা একটু বেটার।
    আরণ্যক না ধল্লেই হয়। বাপরে
  • sosen | 125.241.13.25 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৪:১৯74208
  • লিখেও ভুল কল্লুম না তো, গুরু আবার সবাই পড়েন, কাল-ই হয়ত পরমব্রতকে নায়ক করে একটা আরণ্যক নামিয়ে দিলো। প্লিজ তার ট্রেলর কেউ এখেনে দেবেন্না
  • Ekak | 132.172.244.251 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৪:২১74211
  • না সেতো আমারও কনসিস্টেন্ট লেগেছে একশ ভাগ । একদম খাপে খাপে সেই এক এপ্রোচ ।
    সুধু বাচ্চাদের টানার রেলেভ্য়ানস টা বুঝিনি । এছাড়া সব ঠিকাছে ।
  • a x | 138.249.1.198 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৪:২১74210
  • ইন্দোকে প্রচুর ক। এক্স্যাক্টলি এই কথাটাই বলতে চেষ্টা করছিলাম।
  • Tim | 12.133.59.82 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৪:২১74209
  • এত অল্পে বিচলিত হলে চলে। সন্দীপ রায় দীর্ঘদিন ধরে ফেলুদাকে ধর্ষণ করছেন, সেটাই যদি মেনে নিতে পারি এটা তার কাছে আর এমনকি?
  • a x | 138.249.1.202 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৪:২৩74212
  • একককেও ক।
  • Ruchira | 109.67.20.215 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৪:২৫74172
  • ছোটদের কিরম লেগেছে সেটা একটু বলি। আমার দুই ভাইপো আছে, একজন সাত, এক্জন চার। Germanyতে থাকে, বাঙ্গলা একেবারে বোঝেনা, বাড়িতে ইঙ্গরিজি বলে, বাইরে German। তা ওরা শীতকালে কোলকাতা গিয়েছিল, আমরাও গিয়েছিলুম - সবাই মিলে চাঁদের পাহাড় দেখা হল city center-এ। সব তো ভয়ে গোল্লু গোল্লু চোখ! বেরিয়ে বলল কারুর ভালো লাগেনি। আমার মেয়ের বিশেষ করে - সে চোখ বুজেই কাটিয়েছে বেশিটা সময়। ওমা, বাড়ি এসে দেখি চাঁদের পাহাড় খেলা হচ্ছে - ছোটোটা আলভারেজ, বড়োটা বুনিপ - বুনিপ থ্যপ থ্যপ করে এসে আলভারেজকে মেরে দিলো, আলভারেজ পড়ে রইল - বুনিপ পাশের ঘরে দৌড়ে গিয়ে শন্গ্কর হয়ে বন্দুক হাতে ছুটে ঢুকলো - তারপর আলভারেজের কাছে গিয়ে মুখ কুঁচকে প্রচুর কান্নাকাটি - তারপর ফিসফিস করে বড়োটা ছোটোটাকে বললো উঠে দাঁড়া - একটু উঠতেই হেঁইও করে কাঁধে তুলে নিলো, তারপর বেশ চার পাঁচ কদম হেঁটে গিয়ে ধপাশ করে মাটিতে ফেলে আমাদের বিস্ফারিত চোখের সামনে বড়োটা ছোটোটাকে চমত্কার গোর দিয়ে দিল! তারপর আকাশের দিকে মুখ করে আরেকপ্রস্থ কান্নাকাটির পর দুজনে উঠে বাও!

    বললাম আরেকটু দেখা - ওমা দিব্বি দেখাল - ব্ল্যাক মাম্বা - ছোটোটা শন্গ্কর, বড়টা সাপ হয়ে বুকের উপর উঠে সে কি হিসস হিসস - ছোটটা ঠাকুমার orange টর্চ নিয়ে খচ করে জ্বালিয়ে ধরলো সাপের চোখের ওপর। তারপর lion (অনুস্বর কি করে লেখে?) - বুনিপ যেমন থ্যপ থ্যপ করে আসছিল এবার সেরম নয় - lion এল হুড়্মুড় করে - আর ছোটোটা তার সামনে দুর্দাড় করে ছুটে গিয়ে কাল্পনিক দরজা ঠাশ করে বন্ধ করে জানালা দিয়ে উঁকি দিতে লাগলো। lion চার পা থেকে সটান দু পায়ে খাড়া হয়ে দাঁড়ালো। পরের এপিসোডে গুহার মধ্যে আত্তিলিও গাত্তি - ছোটটা কন্কাল হয়ে দাঁত ছের্কুট্টে পড়ে রইল, বড়োটা ভাইএর জুতো ঝেড়ে হিরে- টিরে নিয়ে নিজের পকেটে ভরে ফেলল। তারপর দেখি গম্ভীর ভবে ধ্যানস্থ হয়ে বসে পড়েছে - বুঝে নিতে হবে মোশাল টোশাল জ্বলছে - সমাধি হোয়ে গেল কন্কালের।
    কদিন বাদে ছোটোটা শুনি আধো আধো করে ওর বাবাকে বলছে " daddy, can we watch chunder puhaaa agaaaaain?" ওদের বাবা অবশ্য পাত্তা দিল না। সে পিছনে voice over শুনে ভারি বিরক্ত।
  • I | 24.99.201.68 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৪:২৭74213
  • টিমকে প্রচণ্ড ক ঃ)))
  • sosen | 125.241.13.25 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৪:৩৪74214
  • আর্ধুর। বাচ্চাদের ভাল্লেগেছে এইটুকুই বলছিলুম। সে তো বড়দেরও কত ভাটের সিনিমা ভাল্লাগে। আগেরটাই তো লাগলো। কোনটাই লিটমাস নয়।
  • কল্লোল | 125.241.79.154 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৪:৪৬74173
  • কমলবাবু হাড়ে হাড়ে কি বুঝছেন জানি না। তবে যিনি মে-ঢা-তা বানাতে পারেন তাঁর বুদ্ধির ওপর অমার আস্থা আছে।
    খুব ভলো টাকা কামাচ্ছে চাঁদের পাহাড়। কমলবাবু নিশ্চিন্তে আরও দুএকটা পুতুলনাচের ইতিকথা বা মনিক বন্দ্যো কে নিয়ে বয়ো পিক নামিয়ে দেবেন।
  • lcm | 118.91.116.131 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৫:১২74174
  • ছোটোদের গপ্পো, ছোটোদের সিনেমা, ছোটোরা রিভিউ করুক না। বুড়া ভামগুলা আতস কাঁচ নিয়া এক্কেহারে ঝাপাইয়া পড়সে।
  • রোবু | 177.124.70.1 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৫:১৬74175
  • তা, ওই টাকার কতটা ছোট দর্শকদের থেকে এসেছে?
  • lcm | 118.91.116.131 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৫:১৮74176
  • বাচ্চা নিয়ে যাচ্ছে, আমি যে দেখলাম হলে কুচোদের ভীড়।
  • aka | 78.119.48.106 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৫:১৯74215
  • ভালো সিনেমার লিটমাস টেস্ট কেমন হবে? হয় কি? সবই টার্গেট অডিয়েন্স।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন