এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 78.119.48.106 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৫:১৯74215
  • ভালো সিনেমার লিটমাস টেস্ট কেমন হবে? হয় কি? সবই টার্গেট অডিয়েন্স।
  • dd | 132.171.4.177 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৫:২০74178
  • এইটা, মানে রিভিউএর রিভিউটা আমার সবিশেষ খাসা লাগলো। ব্রেস ব্রেস,
    টিপিক্যালি ন্যাড়াটে ল্যাখা।
  • sch | 132.160.114.140 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৫:৪৩74179
  • ন্যাড়াদা'র বাস্তব জ্ঞান থেকে সেই স্কুল লাইফ থেকেই অগাধ ভক্তি ছিল - এই রিভ্যুটা পড়ে আরেকটু বাড়লো - খুব ঠিক ঠাক রিভ্যু। নিজের জ্ঞান ফলানোর বা আঁতলামির চেষ্টা নেই
  • aka | 78.119.48.106 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৫:৫২74216
  • এই নিন।
  • aranya | 154.160.226.53 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৬:১৯74217
  • 'বাংলা ভাষায় লেখা শিশুপাঠ্য উপন্যাসের মধ্যে "চাঁদের পাহাড়" নিঃসন্দেহে একদম ওপর দিকে থাকবে'

    - শিশুপাঠ্য!!!!!! আমার তো ধারণা ছিল কিশোর-পাঠ্য, এমন কি প্রাপ্তবয়স্ক পাঠ্য-ও।
    ১৩-১৪ বছর বয়সের তিন বাচ্চা-কে নিয়ে গেছিলাম, 'মোটামুটি হয়েছে' - এই ফিডব্যাক দুজনের, একজন বোর হয়ে ঘুমিয়ে পড়ল।
    শিশু-দের ভাল লাগছে তো বুঝলাম, ১৩-১৮ এই বয়সের কিশোর-কিশোরীদের কেমন লাগছে?
    আলভারেজে-র অভিনয়, সংলাপ বেশ ভাল লেগেছে, ভাগ্যিস ঐ ভদ্রলোক বেশ কিছু-টা সময় স্ক্রীনে ছিলেন।
    আর অব্শ্য-ই আফ্রিকা, দারুণ। গায়ে আব-ওলা বাওবাব গাছ দেখিয়েছিল কি? মনে পড়ছে না
  • রোবু | 213.147.88.10 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৬:৫৫74218
  • মে ঢা তা-র দীর্ঘ মন্তাজটুকু বাদ দিয়ে আর কোনো ফল্ট পাইনি।
  • hu | 188.91.253.11 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৭:০০74180
  • রিভিউটা আমারও খুব ভালো লাগল। ছোটদের কাছে সত্যিই জনপ্রিয় হয়েছে সিনেমাটা। মালঞ্চতে হাউসফুল যাচ্ছে দেখে এলাম, যেখানে ধূম থ্রি মাছি তাড়াচ্ছে।

    বিভূতিভূষনের গল্প নিয়ে ছবি বানানো খুব কঠিন। সত্যজিৎ রায়ও পারেন নি। ওনার বানানো অপু খুবই মনোগ্রাহী হয়েছিল সন্দেহ নেই, কিন্তু বিভূতিভূষনের অপুর সাথে তার অনেক তফাত। এক্ষুনি যা যা মনে পড়ছে - সব কিছুর মধ্যে তরুন মজুমদারের বানানো নিমন্ত্রণ ছবিটাকে ওপরের দিকে রাখব। বিভূতিভূষনের লেখায় তো খুব বেশি অ্যাকশন নেই। ওকে সিনেমায় ফোটানো মুশকিল আছে। কিন্তু ওনার সব লেখার মধ্যেই একটা করুণা, একটা খুব নির্মল ভাব দেখি, জীবনের প্রতি একটা বিশুদ্ধ বিস্ময় (আমিও লিখতে গিয়ে ছড়ালাম)। এই করুণার জায়গাটা নিমন্ত্রণে খুব সুন্দর ফুটেছিল। চাঁদের পাহাড় সিনেমাতে বিভূতিভূষন নির্মম ভাবে অনুপস্থিত। সিনেমাতে বিভূতিভূষনকে কখনও পাবো না এ যদি জানা না থাকত তাহলে হয়ত হতাশ হতাম। সেই প্রত্যশাটা যেহেতু ছিল না তাই খারাপ লাগেনি। বরং রোজ যাওয়াআসার পথে সিনেমাহলে হাউসফুল বোর্ড টাঙানো দেখে ভালোই লেগেছে। কোন আত্মিক উত্তরণে নিয়ে যাবে না এই ছবি। সেটা পেতে গেলে বই পড়তেই হবে।
  • Bhagidaar | 216.208.217.6 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৭:১১74219
  • প্রশ্ন। চাঁদের পাহাড় সিনেমা নিয়ে নয়, বইটি নিয়ে।
    কিশোর উপন্যাস না শিশু? কৈশোর কোন বয়েস থেকে শুরু হয়? যেসব "বাচ্চাদের" ভালো লেগেছে বলা হয়েছে তারা বেশির ভাগ কোন বয়েসের? কিশোর / কিশোরী না শিশু, না তার মাঝামাঝি কিছু? আমি চাঁদের পাহাড় পরেছি ৭ থেকে ১০ বছর বয়েসের মধ্যে? এক্স্যাক্ট মনে নেই। মনে আছে শেষের দিকের সব থেকে ভয়ের একটা জায়গা, রাত্তিরে শোবার ঘরের টিমটিমে বাল্বের aloy পড়তে ভয় পেয়েছিলাম, পরদিন সকালে ঝকঝকে রোদ্দুরে বসে বাকিটা শেষ করেছিলাম। আমি কৈশোরে পড়েছিলাম না শৈশবে? এখানে বাচ্চাদের ভালো লেগেছে বলতেই শিশু দের কথা হচ্ছে কেন ধরে নেওয়া হচ্ছে?
  • aranya | 154.160.226.53 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৭:২৯74220
  • কৈশোর = টিন-এজ ?
  • SG | 134.124.204.10 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৭:৩৫74181
  • আমি খুব সাধারণ সিনেমা সমালোচক , ছেলে ছোট ( ৬ বছর ), সব সিনেমা দেখতে যেতে পারি না । তবে স্বল্প জ্ঞান এ আমার চাদের পাহাড় দেখার গল্পটা বলি । সন্ধে ৭:৩০ তাই office থেকে বাড়ি এসে সুনি ৯:০০ শো তে axis মল এ সিনেমা দেখতে যেতে হবে , মা ও ছেলে তাদের বন্ধু & মা দের সাথে প্ল্যানিং করে নিয়েছে , আমাকে execute করতে hobei। চলে গেলাম এই ভেবে , ঠিক আছে AC হল এ গদি চেয়ার এ ঘুমিয়ে nebo।
    াভালো বাজে যাই হোক , ঘুমুতে পারলাম না ।
  • রোবু | 177.124.70.1 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৮:২৫74182
  • "I prefer the films that put their audience to sleep in the theater. I think those films are kind enough to allow you a nice nap and not leave you disturbed when you leave the theater. Some films have made me doze off in the theater, but the same films have made me stay up at night, wake up thinking about them in the morning, and keep on thinking about them for weeks.” - ABBAS KIAROSTAMI

    ডি: আমি কিন্তু সাধারণ সিনেমা সমালোচক নই :-)
  • Tim | 188.91.253.11 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৮:৪৩74183
  • গুড হয়েছে। অনেক পয়েন্টেই একমত হলুম।
  • কল্লোল | 125.242.171.5 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৮:৫০74184
  • চাঁদের পাহাড় নিয়ে এই প্রত্যাশা!!
    "Some films have made me doze off in the theater, but the same films have made me stay up at night, wake up thinking about them in the morning, and keep on thinking about them for weeks.” - ABBAS KIAROSTAMI"
    ওয়াইল্ড স্ট্রবেরীস দেখে কি উনি বছর পাঁচেক ঘুমোননি?
  • রোবু | 177.124.70.1 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৮:৫৯74185
  • যা:, কল্লোলদা এই প্রত্যাশা কোথায় দেখলেন?
  • Blank | 180.153.65.102 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ০৯:৪৬74186
  • আজকালকার ছোটোরা বড় ই দুখী। অ্যাডভেঞ্চার হিসেবে চাঁদের পাহাড় ভাল্লেগেছে !!!
  • Kue Naa | 206.11.239.219 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ১১:৫৩74187
  • আজকালকার খোকা-খুকুরা গোগ্রাসে গেলে কার্টুন নেটওয়ার্কের যাবতীয় প্রোগ্রাম--পোকেমন, বেন-েন, স্কুবি-ডু ইত্যাদি। এই ছবিটাকে সেই গোত্রের ভাবতে আমার খুব দ্বিধা নেই।

    আবার এই খোকা-খুকুদের কয়েকজনকে (সব্বাইকে নয় কিন্তু, ফলে সাধারণীকরণ করা ঠিক হবে না) গু-গা-বা-বা দ্যাখাতে গিয়ে শুনেছি, "কাকু, কালার নেই তো!", "এ বাবা! কি বোকা-বোকা!" ইত্যাদি। ফলে এই ছবিটাকে গু-গা-বা-বা'র গোত্রে ফ্যালার ভুলও করতে চাই না।
  • কল্লোল | 111.63.164.8 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:০৯74188
  • কি ভয়ানক। এবার সেই কুখ্যাত "আমাদের সময়" চলে এলো বলে। সেই যে আমাদের সময় নাদকার্ণী রান আউটের বল দিতো আর চুনী এক ডজে পুরো ডিফেন্সকে কটিয়ে নিতো.................... আহা আজকাল অশ্বিন আর ওডাফ না চিডি দেখেই কাহিল আজকালকার ছেলেমেয়েরা।
  • রোবু | 177.124.70.1 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:১৬74189
  • স্ট্যানলি ক ডাব্বা, গাট্টু, এই আম কালাম - ছোটদের সিনেমা হিসেবে বেশ ভালো।
  • Keu Naa | 206.11.239.219 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:২৪74190
  • গু-গা-বা-বা না লিখে "গাট্টু" লিখলেও হতো। বিষয়টা ঠিক 'সেই সময়' বনাম 'এই সময়' নিয়ে নয়, ভালো আর খারাপ ছবি নিয়ে। গুচ্ছের বাজে জিনিসও বাচ্চাদের খুব সহজেই গেলানো যায়, যদি তার বিপণন ঠিক হয়, প্যাকেজিং ঠিক হয় (য্যামন, ক্রিশ ৩-র ক্ষেত্রে, অন্তত দিল্লিতে দেখেছি)।

    বাচ্চারা তো আলাদা কিছু নয়, ছোটোমাপের বড়ো মানুষ। আমরা বড়োরাই বা কজন ভালো ছবি দেখতে যাই! আমরা পয়সা দিয়ে চটজলদি বিনোদন কিনতে যাই। সেখানে আবার ব্রেন-ফ্রেন খাটাতে বলা কেন বাপু! ওসব তো বাইরে রেখে পপকর্ণ কিনে হলে ঢুকেছি। খাবো-দাবো আর পয়সা উসুল করবো। ছোটোদের ক্ষেত্রেই বা এর অন্যথা হবে কেন? বিশেষতঃ যেখানে সহজলভ্য বিনোদন আগ বাড়িয়ে ঘরে এসে ঢুকছে।

    কল্লোলবাবুকে এতো স্থূলভাবে বোঝাতে হলো ক্যান?
  • Keu Naa | 206.11.239.219 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:২৫74191
  • রোবুকে ক, "গাট্টূ"-র কথা উল্লেখ করার জন্যে।
  • Keu Naa | 206.11.239.219 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:৩১74192
  • আসলে ডিস্কাভারি, কার্টুন নেটওয়ার্কের জগতে গ্লস ছাড়া চলে না। গ্লস চাই, জমক চাই, কেতা চাই, রঙ চাই, চোখধাঁধানি চাই (হলিউডের মাপে না হলে টলিউডের মাপেই হোক, কিন্তু জব্বর জাঁক হোক)।
    সোজা-সরল জিনিসে আজকাল শিহরিত হওয়া মুশকিল।

    ন্যাড়াবাবু ঠিকই লিখেছিলেন যে আজকালকার লোকেদের শিহরণ সহজে জাগে না।
  • Blank | 180.153.65.102 (*) | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:৪৯74193
  • স্ট্যানলি কা ডাব্বা, গাট্টু বা গুগাবাবা এই অ্যাকশান অ্যাডভেঞ্চার জনারে পরে না। এই জনারে আসতে পারে জুরাসিক পার্ক, জার্নি টু দ্য সেন্টার অফ আর্ট (নতুন), হবিট ইত্যাদি।

    যে সব ছোটদের এই মুভিটা ভালো লেগেছে, তাদের গত ১ /২ বছরে দেখা 'ছোট' দের সিনেমার লিস্টি পাওয়া যাবে?
  • hu | 188.91.253.11 (*) | ১৫ জানুয়ারি ২০১৪ ০২:৪৮74221
  • শিশুপাঠ্য বলাই মনে হয় ঠিক হবে। কৈশোর মানে তেরো-চোদ্দ-পনেরো নাগাদ আমি তো অপরাজিত পড়ি, আরণ্যক পড়ি। আম আঁটির ভেঁপু ছেড়ে পথের পাঁচালী পড়ি। চাঁদের পাহাড় আরেকটু ছোটদের জন্য। আমি অবশ্য কৈশোরে এসেই চাঁদের পাহাড় পড়েছিলাম। এইযে ভয় পাওয়ার কথা ভাগীদার লিখেছে সেসব কিছু হয়নি। তখনই মনে হয়েছিল আরেকটু ছোটবয়সে পড়লে ভালো হত।
  • Tim | 188.91.253.11 (*) | ১৫ জানুয়ারি ২০১৪ ০৩:০১74222
  • আমি মনে হয় থ্রি বা ফোরে পড়েছিলাম। ভাগীর মত আমারো বেশ ভয় লেগেছিলো শেষের দিকটায়, তবে পড়ে ফেলেছিলাম একবারেই। তখন হেমেন মিত্তিরও পড়তে শুরু করেছিলাম মনে পড়ছে।
  • Sibu | 118.23.96.158 (*) | ১৫ জানুয়ারি ২০১৪ ০৩:২০74252
  • ল্যাদোষ সুডোকু বইতে সিনেম্যাটিক প্রবলেম খোঁজে!!
  • Bhagidaar | 218.107.71.70 (*) | ১৫ জানুয়ারি ২০১৪ ০৩:৫৪74223
  • যা দেখা যাচ্ছে, সবাই তো শৈশবেই পড়েছে। তের-চোদ্দ না হলে কি কৈশোর বলা যায়? তাহলে তো দেখা যাচ্ছে যে বয়েসে আমরা পড়েছি এখনকার সেই বয়েসের বাচ্চাদেরই ভালো লেগেছে। এটাকে বাচ্চাদের সিনেমা বলতে বাধা কোথায় তাহলে?
  • Bhagidaar | 218.107.71.70 (*) | ১৫ জানুয়ারি ২০১৪ ০৪:২৭74224
  • "সবাই" বলবনা, "অনেকেই" বলব
  • Lord of the Nazgûl | 125.112.74.130 (*) | ১৫ জানুয়ারি ২০১৪ ০৪:৪৫74225
  • ইন্দোকে ক, আর রোবুর থাম্বস-আপ/ডাউন পোস্টেও।

    একটা ব্যাপার নোট করলাম - সিনেমাটা কেন ভালো বলতে গিয়ে সবাই ওই "বাচ্চাদের ভালো লাগবে"-তে আটকে যাচ্ছেন। সিনেম্যাটিক দিক থেকে গুচ্ছের ঘাপলা থাকলেও যেহেতু বাংলায় প্রথম সো-কলড অ্যাডভেঞ্চার মুভি, যেহেতু বাংলা সিনেমায় দেড় কোটি টাকা খরচ করেছে, যেহেতু এটসেট্রা এটসেট্রা তাই ভালো বলতেই হবে, এইটা অদ্ভুত লাগলো।

    বিঃদ্রঃ - আমি এখনো দেখিনি, এবং দেখবোও না। আফ্রিকা দেখে মুগ্ধ হতে চাইলে (এবং বাচ্চাদের চাওয়ালে) ডেভিড অ্যাটেনবরোর আফ্রিকা বা নিদেন আফ্রিকান সাফারি দেখবো (দেখাবো)। বাংলা সিনেমায় দেড় কোটি টাকা খরচ করে আফ্রিকা দেখিয়েছে বলে এনকারেজ করার জন্যে এই সিনেমা দেখতে যাবো না।
  • lcm | 118.91.116.131 (*) | ১৫ জানুয়ারি ২০১৪ ০৫:১৪74226
  • দেড় না, পোনেরো কোটি।

    টাকা ব্যাপারটা ইকোয়েশন থেকে সরিয়ে রাখা উচিত। অনেক টাকা খরচা করলেই ভালো সিনেমা হয় না একথা ঠিক, কিন্তু কিছু সিনেমা তৈরী করতে অনেক টাকা খরচা হয়। এই যেমন ধরো, ২০০১ সালে হ্যারি পটার সিরিজের প্রথম সিনেমা তৈরী করতে ১২৫ মিলিয়ন ডলার খরচা হয়েছিল। আবার ধরো, হিন্দি সিনেমায় দেবদাস যেমন তখনকার রেকর্ড পরিমাণ ৪০ কোটি টাকা দিয়ে তৈরী হয়েছিল, কিন্তু একটা সিনেমা অ্যাকশন-হীন, মোস্টলি ইন্‌ডোর লোক্যাল লোকেশনে শুটিং - সেখানে শুধু শাড়ী আর গয়না ভাড়া দিয়ে স্রেফ দেখনদারিতে এত টাকা খরচা হয় কি করে সেটা প্রশ্ন।

    চাঁদের পাহাড়ের শুটিং-এ আফ্রিকা অবধি সাজরঞ্জাম দলবল নিয়ে গিয়ে কাজ করতে পয়সা লেগেছে। কেসটা হয়ত ঠিক দেবদাসের মতন নয়।

    এবার কিছু মানুষ আছে, যারা ভাবছেন এত টাকা খরচা করেছে- কি ব্যাপারটা একটু দেখে আসি। এত খ্চ্চা যখন হয়েছে নিশ্চয়ই দারুণ কিছু হয়েছে - এরকম দর্শক থাকবেই।
  • ^U^ | 69.160.210.2 (*) | ১৫ জানুয়ারি ২০১৪ ০৬:৩৩74227
  • আফ্রিকান সাফারির বা লাইফ অব পাই এর একটা পুওর ম্যানস ভার্সান বাংলায় হলে সেটা না দেখার/দেখানোর কারন কী? কলিগেরা তো ৫-৬ বছরের বাচ্চা নিয়েও গেছিল, অনেক জন্তু জানোয়ার আছে দেখে বাচ্চা আনন্দ পাবে এই হিসেবে। পেয়েছে। পারপাস সলভড। কাছাকাছির মধ্যে হল-এ গিয়ে দেখার মতো সিনেমার কোনটায় এত জন্তু জানোয়ার জঙ্গল এসব দেখা যাচ্ছে? হলে গিয়ে দেখে মস্তি পাওয়ার সঙ্গে ভালো সিনেমা, গভীর সিনেমা, আবেগ নস্টালজিয়াকে ছোঁয়ার সিনেমা, অস্কারে পাঠানোর সিনেমা, বিভূতিভূষণের গল্প থেকে তৈরি সিনেমা এসবের যোগ কোথায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন