এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • অন্যের মুখে কম ঝাল খান

    Eman Bhasha লেখকের গ্রাহক হোন
    ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৪৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • লোকের কথায় আমি চলি না। জানি, অনেকে, আমাকে  ভালোবাসেন, এমন মানুষেরা কষ্ট পেয়েছেন। 
    কেন বারবার গরিব রোগীদের চিকিৎসার অসুবিধার কথা লিখছি আমি। কর্পোরেট হাসপাতালের এত বিরোধিতা করছি। 

    স্রোতে কেন গা ভাসাচ্ছি না।

    আমি নিজে ১০ আগস্ট পোস্ট করেছি। 
    একাধিক মিছিলে হেঁটেছি। দুবার রাত জেগেছি। 
    তবু প্রশ্ন তুলেছি। 
    কেন? 

    জনগণের মূল দাবি ছিল, আর জি কর হাসপাতালে কর্মরতা অবস্থায় এক তরুণী চিকিৎসকের খুন ও নির্যাতনের দোষীদের ধরে দ্রুত বিচার ও শাস্তি। 

    হাজার হাজার মানুষ তাই দিনের পর দিন, পথে নেমেছেন। রাতে ভোরে সন্ধ্যায়। বৃষ্টির মাঝেই। 

    ২.
    কিন্তু মুখে যাই বলুন, 
    জুনিয়র ডাক্তার আন্দোলনের কিছু নেতার মূল লক্ষ্য, আরজিকরের খুন ও নির্যাতনের অপরাধীর শাস্তি নয়। অন্য কিছু। 
    যদিও সাধারণ জুনিয়র ডাক্তারদের প্রধান দাবি ছিল খুনের প্রতিকার। 

    প্রধান দাবি এটা হলে ওঁরা সিবিআই অফিসে একাধিকবার যেতেন। 
    একবারও যাননি। 
    সিনিয়র ডাক্তাররা একদিন গেছেন, চুরি দুর্নীতি হুমকি সংস্কৃতি নিয়ে বেশি বলেছেন। 
    ৪. 
    বেদনার কথা,  বিদ্বেষী প্রচার জিইয়ে রাখতেই যাননি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নেতারা। 
    যদিও সিজিও অফিস থেকে স্বাস্থ্য ভবন গেছেন। 
    কিন্তু সিজিও অফিসে ঢোকেননি। 
    কেন? 

    যে কোনও আন্দোলনে গুজব এবং হুইসপারিং ক্যাম্পেইন একটা সুবিশাল ভূমিকা নেয়।। 
    এই আন্দোলনে সেটা ছিল: ধর্ষণ করেছে তিন জন মুসলিম জুনিয়র ডাক্তার।  একটি তরুণী ডাক্তার, যে নিহত তরুণীর ঘনিষ্ঠ বন্ধু, সে হাত পা চেপে ছিল, তাই চোখ দিয়ে কান্না নয়, রক্ত বের হয়ে আসে। 

    ভালো করে জানা দরকার। 

    সিবিআই আসল ঘটনা জানে। 
    তারা শিয়ালদহ আদালতে বলেওছে, গণধর্ষণের কোনও প্রমাণ পাইনি। 
    কিন্তু সাংবাদিক সম্মেলন করে সেটা বলছে না, কারণ গুজব ও বিদ্বেষ তাহলে থেমে যাবে। 

    তৃণমূল সরকারের অনেক দোষ থাকলেও সরকারি হাসপাতালে প্রচুর ভালো কাজ করেছে। চুরি সত্ত্বেও। 
      এই দলের বেশিরভাগ ক্ষীর খাওয়া লোক দল নয়, দলের নাম ভাঙিয়ে খেতে ভালোবাসে। 

    তাই, এই সময়ে সবাই চুপ। 
    আমার একটা বই আছে, মার্কস মোদি মমতা। তাতে ২০২০ খ্রিস্টাব্দে আমি লিখেছি, মমতা তৃণমূলের। তৃণমূল মমতার নয়। 
    মমতার ভালো কাজের একটা, 
    হাসপাতালে  ওষুধের জেনেরিক নাম লেখা। 
    একটা ওষুধের আসল দাম আর বেচা দামে ৯০% বেশি থাকে। 
    ডাক্তার ব্রান্ড নাম লিখলে ৩০-৫০% কমিশন পায়। 
    সেটা বন্ধ। 
    ওষুধ লবি চটে আছে্। 
    এম আর আই স্ক্যান সহ নানা পরীক্ষা এখন বিনা পয়সায় হয়। 
    এখান থেকে ৩০-৪০% কমিশন পেতো ডাক্তাররা। 
    সেটা বন্ধ। 

    আর সরকারি হাসপাতালে গত ৩৭ দিন ঠিকভাবে পরিষেবা চললে বেসরকারি হাসপাতালে ৪০-৫০% লাভ বাড়ল কী করে? 
    কর্পোরেট হাসপাতাল লবি প্রাইভেট নার্সিং হোম লবি এই কর্মবিরতিতে বিপুল লাভবান। 

    বাংলাদেশের থেকে ৫০-৬০% রোগী আসেন বেসরকারি হাসপাতালে। 
    তা প্রায় বন্ধ। 
    তাহলে তো লোকসান হতো। 
    হয়নি। 
    কেন? 
    বরং উল্টে ৪০% লাভ হয়েছে। 

    এখনও কিন্তু ডেঙ্গু মরশুম শুরু হয়নি। তাতেই বেসরকারি হাসপাতালে বেড নেই বেড নেই রব। 

    এই ৩৬ দিনের আন্দোলনের প্রাপ্তি কী? 

    কিছু লোকের বদলি। জুনিয়র ডাক্তারদের নেতাদের লাভ। 

    মা বাবা কী পেলেন? 
    জনগণ কী পেলেন? 
    জিজ্ঞাসা করুন।

    আমি এখন একা নই, বহুজন প্রশ্ন করা শুরু করেছেন। 

    বেশিরভাগ ডাক্তার ও জনগণের শুদ্ধ আবেগকে ব্যবহার করে কিছু জন কর্পোরেট হাসপাতাল, ওষুধ লবি এবং কিছু লড়াই ক্ষ্যাপা নেতার কথায় এই আন্দোলন জিইয়ে রেখেছেন। 

    কাজ করেও আন্দোলন করা যেত। 

    সত্যি কথা বলতে কী, অবস্থান ধর্নায় ৮০ শতাংশ মানুষ ছিলেন জনগণের অংশ। 
    এমনকী স্বাস্থ্য ভবনেও।

    সুপ্রিম কোর্টে ঠিক কী ঘটেছে, জানতে সৈকত বন্দ্যোপাধ্যায়ের এই অনুবাদটি পড়ুন।  মন্তব্যে দিচ্ছি। 

    মিডিয়ার মুখে কম ঝাল খাবেন।
     
     
     
     
    ##₹
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:c9dc:a838:2ba8:6303 | ১৮ সেপ্টেম্বর ২০২৪ ০৮:২০537757
  • আমি অবশ্য মাঝে মাঝে অন্যের মুখে মিষ্টি খাই। নিজে তো খেতে পারি না, তাই অন্যের মুখেই খাই। 
  • Touhid Hossain | ১৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৮537762
  • খুব জরুরি লেখা। স্যার❤
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন