এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৪৬৩৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 670112.208.90056.243 | ২৩ মে ২০১৯ ১৫:৪৯378344
  • মানে যেসব সিটে বামেরা স্ট্রং ছিল সেখানে সেখানে বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে? একি উদ্ভট চিন্তাধারা রে ভাই!
  • sm | 2345.110.124512.203 | ২৩ মে ২০১৯ ১৬:৪৬378345
  • বামেরা সারা ভারতে কোন আসন জিতবে কি?
    লোকসভায় অতো চোখা চোখা প্রশ্ন আর কোন দল করবে।?
    পরমাণু চুক্তি ইস্যু কে নিয়ে আর কোন দল বেরিয়ে আসবে?তুড়ি দিয়ে কে আর সরকার ফেলবে?
  • S | 458912.167.34.76 | ২৩ মে ২০১৯ ১৭:০৩378346
  • এই অনির্বাণ মাইতি কে? এরকম ফালতু লেখে কেন?
  • ? | 340112.124.452312.150 | ২৩ মে ২০১৯ ১৭:০৪378347
  • এই sm টা কোন জগতে বাস করে? এখনো তড়পে যাচ্ছে?
  • sei | 456712.100.6723.66 | ২৩ মে ২০১৯ ১৭:০৭378348
  • উনি বেনামে বিজন সরকার। আগে তিনোর প্রবক্তা ছিলেন এখন থেকে বিজেমুলের প্রবক্তা হলেন।
  • PT | 340123.110.234523.25 | ২৩ মে ২০১৯ ১৮:৪০378349
  • আম্মো ভাবছি যে কল্লোলদা নিজে কিছু না লিখে কেন জনৈক অনির্বান মাইতিকে কোট করছে? ইনি কি নিবারণ চক্কোত্তির মত কেউ?
  • sm | 2345.110.124512.203 | ২৩ মে ২০১৯ ১৮:৪৯378350
  • পিটি, বামেরা কটা আসন পেল ?
  • PT | 340123.110.234523.25 | ২৩ মে ২০১৯ ১৯:১০378351
  • পাবে এমন কোন ভবিষ্যতবাণী করেছিলাম কি? তবে আগামী ৫ বছর দিল্লিতে আপনার (এবং আমার) স্বার্থরক্ষা করবে এরাঃ

    দেব
    নুসরৎ
    মিমি
    শতাব্দী
    অর্জুন
    লকেট
    ইত্যাদি.....

    এমনকি সুব্রতও বাদ। পরের পোস্টিংটা করার আগে ব্যাপারটা ভেবে দেখবেন!!
  • sm | 2345.110.124512.203 | ২৩ মে ২০১৯ ১৯:২০378352
  • একা করাত, এদের সব্বাইকে দশ মাইল পেছনে ফেলে দিতো।
  • $ | 2345.110.235612.215 | ২৩ মে ২০১৯ ২০:২৫378354
  • সারা ভারতে কংগ্রেসের কোনো নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য মুখ নেই। প্রণব মুখার্জিকে এখনো ঠিকভাবে ব্যবহার না করতে পারলে
    শুধু কংগ্রেস নয়, ভারতের কপালে দুস্কু আছে।
  • PT | 340123.110.234523.25 | ২৩ মে ২০১৯ ২০:৪১378355
  • তিনিই তো তিনোদের তোলার জন্য পব-র কং-কে সাইনবোর্ডে পরিণত করেছিলেন!!
  • sm | 2345.110.234512.83 | ২৩ মে ২০১৯ ২০:৫৩378356
  • ওই ভদ্রলোক কিছু না হোক,পব থেকে কংগ্রেস কে দূর্বল করার কাজটি যত্ন সহকারে করেছেন।অবশ্যই বামেদের সহযোগিতায়।
    তখন কংগ্রেস কে সব্বাই সি পি এম এর বি টিম,বলতো।
  • এলেবেলে | 230123.142.67900.96 | ২৩ মে ২০১৯ ২১:০৪378357
  • এই কথাটা লিখেছিলাম। 02 May 2019 -- 08:53 PM

    আপনারা সিপিএম-এর গ্রাসরুটের আওয়াজ শুনতে পান কি? সিপিএমের বর্তমান স্টান্স যে কোনও মূল্যে দিদিকে হটানো। তাদের সে মুরোদ আপাতত নেই। তাই নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করতে সিপিএমের নীচুতলা চুপচাপ এক ফুলে ছাপ দিচ্ছে এবার। ২০২১এ তারা রাজ্যে বিজেপিকে চায়। তারা জানে লোকসভায় বিজেপি গোটা ১৪ আসন পেলে তিনোর নেতারা মুখিয়ে থাকবে বিজেপিতে যাওয়ার জন্য। তারা ঝাঁপাচ্ছে ২০২৬ এর বিধানসভার জন্য। শুনতে খুব দুইএ -দুইএ চার মনে হতে পারে। কিন্তু কথাটা মাথায় রাখুন। গত পঞ্চায়েতে গণনার কাজে ব্যস্ত থাকার সময় এ ফর্মুলা আমি একাধিক বাম কর্মী সমর্থকের মুখে শুনেছি। প্রসঙ্গত শিং ব্যবহারকারী ভোটারদের ভোটে নির্বাচিত জ্যোতির্ময়ী শিকদার তিনোতে জয়েন করছেন।

    তার সমর্থনে কয়েকটা লিংক দিয়েছিলাম। তখন কী ব্যঙ্গ! 'নিউজ না ভিউজ' মার্কা প্রশ্ন, 'আর্ধুর' মার্কা লব্জ আওড়ানো!! ভোট গুরুর মায়া পাতায় হয় না, গ্রামেগঞ্জে টের পাওয়া যায় অনেক আগে থেকেই। এলেবেলে বলে পাত্তা দেননি আপনারা। এখন কী হল রেজাল্ট? তিনো ২২-বিজেপি ২- কং ১ (ডালু) এবং বাম- ১৭। এই তার স্ট্র্যাটিজি ছিল।

  • এলেবেলে | 230123.142.67900.96 | ২৩ মে ২০১৯ ২১:১৬378358
  • একমাত্র রঞ্জনবাবু ছাড়া কেউ বোধহয় আমার নিজস্ব অভিজ্ঞতাকে পাত্তা দেননি। 02 May 2019 -- 09:16 PM

    রঞ্জনবাবু, বহুদিন বাদে আপনার সাথে কথা বলতে পেরে ভাললাগছে। ৩০ তারিখ ভোট নিতে গিয়েছিলাম রানাঘাট লোকসভায়। ভোট পুরো পোলারাইজড, তিনো বিরোধী হিন্দুভোট বিজেপিতে, তিনো বিরোধী মুসলমান ভোট সিপিএমে। রানাঘাট এবং কৃষ্ণনগর সিট তিনোর হারা কেবল সময়ের অপেক্ষা। না মিললেই অবশ্য খুশি হব। যদিও তিনো-বিজেপির কোনও ফারাক নেই। তবুও সিপিএম এই স্টান্স নিচ্ছে কেন? খুব সোজা। ২১এ রাজ্যে বিজেপি আসলে সিপিএম বিজেপির দুর্বল সংগঠন কব্জা করে ফেলবে। ২৬এ লড়াই হবে সিপিএম-বিজেপির।

    নিন বুঝুন এবার কত ধানে কত চাল! বিজেপির বামাক্ষ্যাপা হোন দলে দলে।
  • PM | 018912.210.012323.15 | ২৩ মে ২০১৯ ২১:১৮378360
  • ত্রিপুরায় কি তাই হচ্ছে ? এসব গল্প। বিজেপি সরকারে আসলে বিজেপির সংগঠন আর দুর্বল থাকবে না
  • pi | 7845.29.457812.66 | ২৩ মে ২০১৯ ২১:১৮378359
  • The Bharatiya Janata Party has secured leads in 304 seats in the parliamentary elections 2019, 22 seats more than the seats it won in the previous elections. Despite farm distress in 206 of 282 seats it won in 2014, the party managed to retain 180, losing 26 in #ElectionResults2019. Of 83 constituencies reporting cow-related hate violence between 2014 and 2019, the BJP was leading in 63 as of 5.45 pm. In 2014, it had won 60 of these seats. https://bit.ly/2whYAY9
  • PM | 018912.210.012323.15 | ২৩ মে ২০১৯ ২১:২৪378361
  • এলেবেলে বাবুর লেখায় বাম ১৭ কেস টা কি ? ঐ ১৭ টা সিট নিজে রাখলেও ২০২১ শে ভালৈ লড়তে পারতো তো ?
  • এলেবেলে | 230123.142.67900.96 | ২৩ মে ২০১৯ ২১:২৮378362
  • বাম ১৭ মানে সিপিএমের উপহার ১৬টা বিজেপি একটা অধীর। ২০২৬এ সব লালে লাল হওয়ার জন্য।
  • PT | 340123.110.234523.19 | ২৩ মে ২০১৯ ২২:০০378363
  • এলেবেলে
    আপনার তত্বের সমস্যা হচ্ছে যে আপনি আপনার থিওরিতে ফিট করানোর জন্য কোন একজন সিপিএম কর্মি/নেতা/সমর্থক (গোপা বেরা কে?)-এর উক্তির আশ্রয় নিয়েছেন। আপনার প্রস্তাবটা আরো গ্রহণযোগ্য হত যদি আপনি (আপনার অপছন্দের) সুর্যকান্তর বক্তব্যটাকেও সমান গুরুত্ব দিয়ে বক্তব্য রাখতেন। এই তত্ব উত্তর কলকাতায় খাটেনি (কে যেন লিখেছিল যে সেখানে ১৩০০ বুথে সিপিএম বিজেপিকে সাহায্য করবে?)

    যাদব্পুরে কান পাতলে নাকি শোনা যাচ্ছে যে বিকাশ যাতে কিছুতেই জিততে না পারে সে কারণে তিনো-বিজেপি যুক্ত সিদ্ধান্ত নিয়েছিল। এসব কি আর প্রমাণ করা যায়? আলিপুরদুয়ারে বিজেপি জিতলেও তিনোদের নাকি ভোট বেড়েছে। তো সেটা কাদের ভোট তিনোরা পেল?
  • saikat | 90045.37.3412.39 | ২৩ মে ২০১৯ ২২:০৯378365
  • এলেবেলে যা সব বলছেন, সেসব আলিমুদ্দিন জানত ? নাকি এসব তার পরের লেভেল থেকে শুরু হয়ে সমর্থকদের মধ্যে ? সেরকম হলে বলতে হবে সিপিএমের সমর্থকরা খুব তালেবড় হয়েছে, ফেসবুকে পোস্টার আর ছড়া লেখার পর।
  • T | 342323.191.7812.102 | ২৩ মে ২০১৯ ২২:৩৫378366
  • এই আমি আগে বলেছিলুম জাতীয় আজব ক্লেমটির কী মানে! মাইরি! গুরুতে সেই কাঁথি উপনির্বাচনের পর থেকে, মানে বছর দুয়েক আগে থেকে এই বামের ভোট রামে যাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। হীরাভ টই দেখলেই পাওয়া যায়। কীইই সব!
  • কল্লোল | 342323.191.1267.139 | ২৩ মে ২০১৯ ২২:৩৮378367
  • একটা পরীক্ষায় একদল টোকাটুকি করছিলো। বিধু টোকাটুকি করেনি। সে ফেল করলো।
    বিধুর বাবা - ফেল করলি কেন?
    বিধু - ওরা টোকাটুকি কচ্ছিলো যে!!!
  • খিল্য | 90090012.249.013423.80 | ২৩ মে ২০১৯ ২২:৪০378368
  • "যাদব্পুরে কান পাতলে নাকি শোনা যাচ্ছে যে বিকাশ যাতে কিছুতেই জিততে না পারে সে কারণে তিনো-বিজেপি যুক্ত সিদ্ধান্ত নিয়েছিল। "-এই যুক্ত সিদ্ধান্তের ফলে সিপিএমের সব ভোট তিনো-বিজেপি ভাগ করে নিয়ে প্রথম আর দ্বিতীয় হয়ে গেল। কারণ সিপিএমও এই যুক্ত সিদ্ধান্তের শরিক।
  • sm | 785612.40.90045.139 | ২৩ মে ২০১৯ ২২:৪৬378369
  • পিটির বোঝায় খামতি আছে।ওখানে মানে যদুপুরে তিনোরা যদি বিজেপির ভোট বাড়াতে সাহায্য ও করেথাকে, সেটা ছিল জেতার স্ট্রাটেজি।অর্থাৎ তিনোমুল ওই আসন জিততে চেয়েছিল।
    আর বামেরা তো সারা পব জুড়ে খালি হারতে চেয়েছে।যাতে করে বিজেপি এতো গুলো আসনে জিততে পারে।পরের জন্য এতো কৃচ্ছসাধন বিদ্যাসাগর ও করে নি,,
  • S | 458912.167.34.76 | ২৩ মে ২০১৯ ২২:৪৯378370
  • ২০১১তে যারা যে আসে আসুক লাইনে তিনোদের এনেছিলেন, তারা তো রুটি পাল্টানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তা এবারে তো রুটি পাল্টেছে, তাঁদের তো খুশি হওয়ারই কথা। হোক পরিবোত্তন ঃ))
  • PT | 340123.110.234523.19 | ২৩ মে ২০১৯ ২৩:০০378373
  • কল্লোলদা(রা) এখনো শেখেনি।
    সূর্যকান্ত কারো উচ্চারণ নিয়ে ট্যুইট কর্লে আবাপ "ছিঃ" বলে সম্পাদকীয় লিখে ফেলে। আর অন্য কেউ দেশের প্রধানমন্ত্রীকে "থাপ্পর", "কান ধরে ওঠবোস" ইত্যাদি বললে সেসব বারংবার টিভিতে দেখাতেই থাকে। এবড় কঠিন নিরপেক্ষতা!!
    এহেন অবস্থায় পানসে জোকস লেখা ছাড়া "যে আসে আসুক (বিজেপি সহ?), সিপিএম যাক" তত্বের প্রবক্তারা আর কিই বা করতে পারে?
  • এলেবেলে | 230123.142.67900.96 | ২৩ মে ২০১৯ ২৩:০০378372
  • আমার কোনও তত্ত্ব নেই, তাকে প্রমাণ করার দায়ও নেই। কিন্তু বামেদের ৭% আর কং-এর ৫% হয় কীভাবে সেটা এখানকার বিজ্ঞজনেরা ভাবতে পারেন। গোপা বেরা কে তা আমি জানি না, তিনি সবাইকে রিপ্রেজেন্টও করছেন না কিন্তু নীচুতলার সমর্থকরা সিপিএমকে ভরসাযোগ্য মনে করেননি। প্রায় সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। সিপিএমের ২৭% ভোট দেওয়ার ব্যাপারটা যদি আলিমুদ্দিন থেকে কন্ট্রোলড না হয়ে থাকে তবে এতে সবাই এত অবাক হচ্ছেন কেন জানি না।

    প্রসঙ্গত এই কিছুক্ষণ আগে ভাটিয়ালিতে T লিখেছেন - আরে দুহাজার একুশ নয়, অদ্দিন অবধি বিজেপি বসে থাকবে না। তৃণমূলের বিধায়ক সব পা বাড়িয়ে আছে। ডিসেম্বর কী নেক্সট মার্চেই দেখুন হয়তো সরকার ফেলে দেবে।

    এটা কি তপসিয়া থেকে জানা গেল? না, বলা বাহুল্য, এ প্রশ্ন তাঁকে কেউ করেননি। পিরিয়ড।
  • sm | 785612.40.90045.139 | ২৩ মে ২০১৯ ২৩:০০378371
  • বিজেপি জনাদেশ অনুযায়ী দেশ শাসন করবে।আপত্তি করবো কেন,যদি না কোন গুপি করে থাকে।
    পব তে যদি তিনোমুল নিজের সাংগঠনিক শক্তি আরো না বাড়াতে পারে বা অন্তর্দ্বন্দ্ব না কমাতে পারে, তো বিধানসভায় খারাপ রেজাল্ট করবে।এতে আশ্চর্য্যের কি আছে?
    বাম আর কংগ্রেস নামক দুই অপ সৃয়মান শক্তি কে আলোচনার মধ্যে রাখছি না,আপাতত।
    বিধান সভায় পিটির আইডিয়া মতন ওনারা যতো খুশি জোট করুন। মোট ভোট দাঁড়াবে ১০ শতাংশ।
  • S | 458912.167.34.76 | ২৩ মে ২০১৯ ২৩:০৩378374
  • এলেবেলে, নিচুতলার কর্মী-সমর্থকরাই বোধয় ব্যাপারটা গ্রাউন্ড লেভেলে ঠিক করেছে।
    তিনো সরকার ফেলার ইঙ্গিত মোদি-শাহ দুজনেই দিয়ে গেছে।
  • dc | 342323.228.9003412.72 | ২৩ মে ২০১৯ ২৩:০৬378376
  • হেহে পিটিদা আবার নাম না করে কুৎসা করার নোংরা খেলায় নেমেছে :d
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন