এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৪৫৬৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | 340123.0.34.2 | ২৪ মে ২০১৯ ০৬:২৩378410
  • লোক জনের সাথে ডাটা নিয়ে তর্কে জাস্ট সময় নষ্ট হয় এখন। সবাই হোয়াটস্যাপ ইউনিভার্সিটি তে পড়ে পন্ডিত। সবার কাছে রেডিমেড বানানো ডাটা আছে যে মোদির আমলেই ইন্ডিয়া বেস্ট পারফর্ম করছে সব কিছুতে , ইনক্লুডিং ক্রিকেট বা অলিম্পিয়াড মেডেল :) :) । ফর এভরি রিয়েল ডাটা বেস, পাঁচটা ফেক ডাটা বেস এগেইনস্ট এ। লোকে কাদের কথা বিশ্বাস করবে ?
  • b | 4512.139.6790012.6 | ২৪ মে ২০১৯ ০৬:২৯378411
  • তাইলে জনগণ চাগল এই প্রতিপাদ্যটি সম্পুন্ন হল?
  • S | 458912.167.34.76 | ২৪ মে ২০১৯ ০৬:৩০378412
  • আর ইন্টারনেটে/হোয়াট্সাপে নিজের পছন্দসই একটা তথ্য আসলেই হলো। আমি দেখেছি কোথাও। অতেব সেটাই ঠিক।

    এই ব্যাপারটাতে অবশ্যি ট্রাম্প বাবু সিদ্ধহস্ত। যখন তথ্য দিয়ে, উনার নিজের সরকারের রিপোর্ট দিয়ে উনাকে ভুল প্রমাণ করা হয় তখন লাস্টে বলে দেয় যে আমি একটা জায়্গায় দেখেছি। অতেব ঠিক।
  • S | 458912.167.34.76 | ২৪ মে ২০১৯ ০৬:৩২378413
  • S | 458912.167.34.76 | ২৪ মে ২০১৯ ০৬:৩৩378414
  • India and Jordan by far the least tolerant. In only two of 81 surveyed countries, more than 40 percent of respondents said they would not want a neighbor of a different race. This included 43.5 percent of Indians and 51.4 percent of Jordanian.

    ২০১৩র রিপোর্ট।
  • Atoz | 125612.141.5689.8 | ২৪ মে ২০১৯ ০৬:৩৭378416
  • ইন্টার্নেট এক ব্যুমেরাং হয়েছে। আজে বাজে বাজে হাজে গাজে অদ্ভুত সব জিনিস দেখি লোকে রাশি রাশি শেয়ার করে। যাচাই করেও দ্যাখে না। কোনো কোনো খবর আবার আগ বাড়িয়ে বন্ধুদের ওয়ালেও দিয়ে আসে।
  • Amit | 340123.0.34.2 | ২৪ মে ২০১৯ ০৬:৩৭378415
  • জনগণ ছাগল বলে কুনো লাভ নাই, নিজের ইগো নিজেই প্যাম্পের করা ছাড়া। চারপাশের বাস্তব তাতে পাল্টাবে না আর কেও পাত্তাও দেবে না।

    বাকি ইন্ডিয়া ছেড়ে দিচ্ছি, পব তে অন্তত লোকে মনে রেখেছে তিনোদের গত ৮ বছরের ন্যাক্কারজনক কাজ কারবার, প্রথমবার সুযোগেই সুদে আসলে ফেরত দিয়েছে। ওসব বাম রাম যাই বলা হোক এখন, তাতে রেজাল্ট পাল্টাচ্ছে না।
  • S | 458912.167.34.76 | ২৪ মে ২০১৯ ০৬:৩৯378417
  • একটা বড়সড় সর্বনাশ হওয়ার আগে মানুষ থামবেনা।
  • Amit | 340123.0.34.2 | ২৪ মে ২০১৯ ০৬:৪৪378418
  • এই আর এক ঝাঁট জ্বালানো নাটক শালা প্রতিটা ইলেকশন এর পর:

    https://www.anandabazar.com/national/general-election-results-2019-rahul-gandhi-lost-to-smriti-irani-in-amethi-1.996624

    প্রতিটা ইলেকশন এ হারার পর এই নাটক করার যে কি দরকার বুঝি না, আরো নিজেকে হাস্যাস্পদ করে তোলা ছাড়া। নিজের বাপ্ দাদার দল, নিজেই সভাপতি, মিটিং করছে নিজের মা বোনের সাথে আর প্রতিবার এক রেসিগনেশন আর উইথড্রয়াল অনা রিকোয়েস্ট এর ফালতু নাটক। এর থেকে গলায় পাথর বেঁধে গঙ্গায় ঝাঁপ দিলে ভালো নাটক হতো।
  • Atoz | 125612.141.5689.8 | ২৪ মে ২০১৯ ০৬:৪৮378420
  • এক চাড্ডি "বন্ধু" তো উৎসাহের চোটে পাশের দেশে ঘুরে দেখতে চলে গ্যাছে সম্পত্তির পুনরুদ্ধার কিছু করা যায় কিনা সরেজমিনে দেখতে। গলা কাঁপিয়ে বক্তৃতা দিল, "যুগ যুগ ধরে অপেক্ষা করছি, যে ভয়ংকর অত্যাচারের মধ্য দিয়ে আমাদের ----- " ইত্যাদি ইত্যাদি।
  • বাঙাল | 342323.176.6723.49 | ২৪ মে ২০১৯ ০৭:১৩378421
  • তেলেভাজা আর পকোড়া একই মাল, এ নিয়ে গোলের কি আছে! ৪১ টা সীটই চপ/পকোড়া পার্টির পকেটে।
  • - | 7845.31.672312.222 | ২৪ মে ২০১৯ ০৭:৩৫378422
  • কেরালা নিয়ে বেশী বলে লাভ নেই। শবরীমালা সত্ত্বেও বিজেপি নেই। আর ওখানে প্রতি পাঁচবছরে বিধানসভা বা লোকসভা যাই হোক গদি উলটায়।
  • PT | 340123.110.234523.20 | ২৪ মে ২০১৯ ০৭:৪১378423
  • ...............................................................................................
    কল্লোল
    IP Address : 137.0.0.1 (*) Date:26 Apr 2017 -- 01:17

    আহা কি মুস্কিল, তাইতো তাইতো!! আমি আবার সেসব অস্বীকার কল্লাম কোথায়? চেয়েছি যে আসে আসুক, সিপিএম যাক।
    .................................................................................................
  • PM | 018912.210.012323.15 | ২৪ মে ২০১৯ ০৭:৫৬378424
  • সেতো কল্লোল্দা সৎ নৈরজ্য বাদী বলে ঃ) ৩৪ বছরের স্থিতাবস্থা ও নিরাপত্তা নৈরাজ্যের পরিপন্থী।ঃ)

    কিন্তু সিপিয়েম লিডারশিপ সবাই একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছে সংগঠিত ভাবে বিজেপি কে ভোট দিতে হবে --- এই সম্ভাবনা টা মাথায় এলেও মাথা ভো ভো করছে ঃ(
  • pi | 7845.29.343412.202 | ২৪ মে ২০১৯ ০৮:১০378425
  • শবরীমালায় বিজেপি জিতেছে।
  • dc | 342323.228.893412.72 | ২৪ মে ২০১৯ ০৮:২০378426
  • এই ইলেকশান কয়েকটা ব্যপার দেখলাম, যা আমার কাছে শকিং লেগেছে। অনেকদিন মনে থাকবেঃ

    ১। অ্যান্টি ইনকামবেন্সি হওয়া দুরে থাক, উল্টে মোদি ঝড় হলো। এমনকি ২০১৪র থেকে বেশী হলো। অথচ ভোটের এক দুমাস আগে অবধি এরকম ঝড়ের আঁচ পাওয়া যায়নি, মেনস্ট্রিম মিডিয়াতেও না, সোশ্যাল মিডিয়াতেও না। ২০১৪ র আগে সবাই জানত ইউপিএ যাচ্ছে আর মোদি আসছে, এবার কিন্তু সেরকম স্পষ্ট ইন্ডিকেটার কিছু পাওয়া যায়নি। অথচ রেজাল্টে দেখা যাচ্ছে মোদি ঝড়। (এমনকি ভোটের আগে রাম মাধব ইত্যাদিদের ইন্টারভিউতে মনে হয়েছিল বিজেপি ধরেই নিয়েছে এবার সিট কমবে)

    ২। গত তিন চার বছরে ডিমনি আর জিএসটির ফলে ম্যাসিভ জব লস হয়েছে, আর কৃষি ক্ষেত্রে তো সারা দেশে ভয়াবহ অবস্থা। এই দুটো সেক্টর মিলে ভারতবর্ষের পপুলেশানের একটা বড়ো পার্ট। চাষীভাইরা বারবার মিছিল করেছেন। অথচ ভোটে এর একেবারে কোন ফল দেখা গেল না। এমন হয়েছে, যেন চাষীভাইরা মিছিল শেষ করে বাড়ি ফিরে সবাই বিজেপিকে ভোট দিয়ে এসেছেন। ব্যাপারটা বুঝলাম না।

    ৩। মাইনরিটি অর দলিতদের মধ্যে প্রচুর ক্ষোভ ছিল বিজেপির বিরুদ্ধে, এমনকি মেনস্ট্রিম মিডিয়াতেও এক মাস আগেও সেসব নিয়ে খবর হয়েছে। অথচ ভোটে দেখা গেল জনতা হাত খুলে মোদিকে ভোট দিয়েছে। ব্যাপারটা বুঝলাম না।

    ৪। আর সবশেষে, সবচেয়ে শকিং, পবতে বামপন্থী ভোটাররা প্রায় এন ব্লক বিজেপিকে ভোট দিয়েছে। এরকম যে হতে পারে, কোনদিন ভাবতে পারিনি। বামপন্থীরা কিভাবে বিজেপিকে ভোট দিতে পারে, এখনো বুঝি নি। এটা যদি স্ট্র্যাটেজি হয় তো বলবো ইতিহাসের সবথেকে হাস্যাস্পদ স্ট্র্যাটেজি।
  • pi | 7845.29.343412.202 | ২৪ মে ২০১৯ ০৮:৪২378428
  • পোস্ট পুলওয়ামা মেইনস্ট্রিম মিডিয়া, বিশেষ করে হিন্দি চ্যানেলগুলো কিন্তু ভালই অশনি সংকেত দিচ্ছিল। সারাদিনরাত এই এত (অপ)প্রচার কত কোটি লোকের কাছে গেছে! শুনলাম এই রেজিমে গ্রামে বিদ্যুত থাকার সময় অনেক বেড়েছে ( যেটা হলে ভাল কাজ, স্বীকার করতে হবে), অনেক লোকে এখন টিভি দেখেন, মোবাইলে সস্তা কানেকশন ঘরে ঘরে, ইউটিউবে এইসব চ্যানেল দেখেন তাঁ্রা। তা এসব দিনরাত দেখলে প্রভাবিত হবেন না? ওই দেশপ্রেম, দেশের শত্রু, দেশদ্রোহী আর হিন্দু খতরে মে হ্যায়, এই সব ডিস্কোর্সই ভাল গেলান গেছে তো! এটা নিয়ে আশনকা এখানেও প্রকাশ করেছিলাম, রঞ্জনদা উল্টে বললেন মিথ্যে ভয় পাচ্ছি, অন্য কয়েকটা চ্যানেলের নাম বললেন, যেগুলোর একটাও আমি এত জায়য়ায় থেকেও পাইনি।
    আর একটা কথাও মনে হয়, বেকারি, কাজ হারানো যেমন হয়েছে, তেম্নি বিজেপির টাকা ছড়ানো ও তো আছে, প্রচুর লোক প্রচারের কাজে 'এমপ্লয়েড", চাকরির হিসেবে এসব আসেনা, কিন্তু লোকে টাকা পাচ্ছেন, এত ক্ষোভ থাকবে কেন সেই অংশের, উল্টে সে দিয়ে সংগঠনের প্রচার ও হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আর এস এস এর সাংগঠনিক কাজের গুরুত্ব ভুললে চলবেনা, এরাই চুপচাপ দিন রাত এল করে তৃণমূলস্তরে কাজ করে গেছে। সেটা শুধু সাম্প্রদায়িকতা ছড়াতে, তা তো না, একেবারে দরিদ্র, আদিবাসীদের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য নিয়ে বেসিক কাজকর্ম, মিশনারি মোডে, মানুষের মধ্যে স্থায়ী প্রভাব ফেলে। এই জনকল্যাণকারী এলিমেন্ট সহ জনসং্যোগের বিকল্প বাকি দলেরা কতটা দেখিয়েছে ?

    এছাড়াও ওই সবার জন্যে ঘরের যোজনা, উজ্জ্বলা যোজনা, এগুলোর ভালমতন ইমপ্লিমেন্টেশ্ন ভাল কাজে দিয়েছে মনে হয়। ঘর যে প্রচুর লোক পেয়েছেন, এটা আমার কাজের সব প্রত্যন্ত গ্রামগুলোতে দেখা। মোটামুটি পাকা টয়লেট ও ( যদিও তাতে জলের যোগাযোগ নেই বহু ক্ষেত্রে)
    কাল দেখলাম, এবারে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি মহিলা ভোট হয়েছে, পুরুষদের সমান ( তাও নাকি ইউপি তে অনেক কন্সটিটিওন্সিতে ৮০০০০ মত মহিলা ভোট দিতে পারেননি, প্রণয় রায় বললেন) । এই বিপুল সং্খ্যক নব্য মহিলা ভোটার কোথায় ভোট দিলেন, এক্সিট পোল থেকে কোন আইডিয়া পাওয়া সম্ভব?
    ইন্সিওরেন্স সিস্টেম নিয়ে আমাদের যা আপত্তি থাক, মামুষ তো মোদীকেয়ারের বেনিফিট পাচ্ছেন বা পাবেন বলে জানছেন!
    এত বড় আসিওরেন্স ভোটে কিছু ট্রান্সফর্ম হবেনা?
  • PM | 018912.210.012323.15 | ২৪ মে ২০১৯ ০৮:৪২378427
  • ওপোরের সবকটা অস্বাভাবিকতা EVM কারচুপি দিয়ে সুন্দর ব্যাখ্যা করা যায়।

    যে ভোটে জেতার জন্য পরশী দেশে হামলা করতে পারে , সে কেনো সুজোগ পেলে EVM এ হাত দেবে না -- এই কনফিডেন্স এর কারন কি ?
  • pi | 7845.29.343412.202 | ২৪ মে ২০১৯ ০৮:৪৬378429
  • ইভিএম এর মেকানিজমে তো কারচুপি করা যায় না বলে। এবার বুথে ভয় দেখিয়ে বোতাম পার্টির লোকই সব টিপে দিলে সে ছাপ্পার ইস্যু। তা নিয়ে তো তেমন কেউ বলছেনা। বা ভয় দেখিয়ে কোন চিহ্নে দিতে বললে সেটাও আলাদা কথা। সেসব হয়ত হয়েছে কিছু, যে যেখানে ক্ষমতায়।
  • dc | 342323.228.893412.72 | ২৪ মে ২০১৯ ০৮:৫৪378431
  • পিএমদা, জানি আমার পয়েন্টগুলো সবকটাই ইভিএম কারচুপির দিকে ইঙ্গিত করছে। কিন্তু আমার পার্সোনালি মনে হয়না ইভিএম দিয়ে এই রেজাল্ট আনা সম্ভব। সেটা করতে গেলে যে ম্যাসিভ রিগিং করতে হবে, সেটা মিডিয়া টের পেয়ে যাবে। দেখুন বালাকোট যে প্রায় ফ্লপ সেও তো মিডিয়াই বার করে দিয়েছে। এরকমভাবে ইভিএমে কারচুপি করতে গেলেও জানাজানি হয়ে যেত।

    পাই ম্যাডামের কিছু পয়েন্টের সাথে একমত, বিশেষ করে আরেসেস এর কাজ সম্পর্কে। মানে মাছের রোলটা যে এখন বামপন্থীদের বদলে আরেসেসই প্লে করছে আর কি। কিন্তু তাহলেও, দেশ জুড়ে রাজ্যে রাজ্যে যে ফার্মারদের এতো দুরবস্থা, দলিতদের এতো ক্ষোভ, এতো আনএমপ্লয়মেন্ট, সেসবই বালাকোটে ঢাকা পড়ে গেল? এও ভারি অবাক কান্ড।
  • PT | 340123.110.234523.19 | ২৪ মে ২০১৯ ০৯:০৫378432
  • "মুকুলবাবুর কথায়, ‘‘তৃণমূলের একটা বড় অংশকে আড়ালে বিজেপির মেশিনারি হিসেবে ব্যবহার করাই ছিল চ্যালেঞ্জ। তারা বাইরে তৃণমূলের হয়ে প্রচারে থাকলেও ভিতরে বিজেপির জন্য কাজ করেছে। এ বার কাজ হল, তৃণমূলের সেই নেতা-কর্মীদের প্রকাশ্যে নিয়ে আসা এবং বিজেপিতে যোগ দেওয়ানো। যাতে ২০২১ সালের আগেই তৃণমূলের সরকার ফেলে দেওয়া যায়।’’"

    সেকি?
    পন্ডিতেরা যে শুধু "বামের ভোট রামে" নিয়েই বকবকাচ্ছেন। তিনোর ভোট বিজেপিতে আর বামের ভোট তিনোতে এমনটাও হয়্নি তো? অথবা স্থানীয় তিনোরা জোর করে বামেদের ভোট বিজেপিতে ট্রান্সফার করায় নি তো?

    ওদিকেঃ
    "লকেট বললেন, ‘‘ওখানে আন্দোলনের নামে মানুষের সঙ্গে ভাঁওতাবাজি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর দিয়ে ওদের উত্থানের শুরু হয়েছিল। পতনেরও সূচনা হল সিঙ্গুর দিয়েই। আমি ওখানে নজর দেব। চাইব, ওখানে শিল্প হোক। টাটা আসুক।’’

    ধা-বুজী ও বা-বুজীদের আম ও ছালা দুটো-ই যেতে বসেছে মনে হয়!!
  • dd | 90045.207.3456.214 | ২৪ মে ২০১৯ ০৯:২১378433
  • উফ্ফ্ফ।

    সব ডাস্ট সেটলড হয়েছে তো? সেই ই যে এগজিট্পোল থেকে ক্যালোর ব্যালোর শুরু হয়েছে সে আর কহতব্য নয়। আশা করবো খ বাবু, সৈকত, ঈশেন বা অন্য যারা গুরুজন একটু ভালো করে গুছিয়ে লিখবেন।

    গুচতে এ বারের সেরা প্রস্তাবনাটি হচ্ছে, যাদবপুরে তৃণ আর বিজেপি মিলে ষড়যন্ত্র করে বিকাশ বাবুকে থাড পসিশনে ফেলে দিয়েছে। যাদবপুরের লোকেদের কানে তালা লেগে গ্যাছে এই শুনে।
  • dd | 90045.207.3456.214 | ২৪ মে ২০১৯ ০৯:২৪378434
  • আর এটা মানিক বাবুর জন্য। এই গুচর পাতায় উনিই শেষ ইভিএম যোদ্ধা ছিলেন।

    আজকের আবাপে বেড়িয়েছে , (লিং দিতে পাল্লেম না), মোটকথা ১২,৪৮০ VVPAT আর EVM মিলিয়ে দেখা হয়েছে। কোথাও কোনো যান্ত্রিক ত্রুটি দেখা যায় নি।

    লেখাই বাহুল্য, একজন বিরোধী নেতাও আএ এই ইস্যু নিয়ে রা কাড়েন নি।
  • dd | 90045.207.3456.214 | ২৪ মে ২০১৯ ০৯:২৯378435
  • আর পেলাম মুনমুন সেনের ভিডিও। এ একেবারে তুলোনাহীন। বার বার দেখেও আশ মেটে না।

    এবং বাধ্য হয়ে আমাকে রিপাবলিক টিভি দেখতে হয়েছিলো। অর্ণব তো পাগোল হয়ে গ্যাছে। আগে শুধু গাঁক গাঁক করে চেঁচাতো। এখন হাত পা ছুঁড়ে, চেয়ার থেকে উঠে, বিকট অংগভংগী করে যা করেন - সেটাকে ক্লাউনিং বল্লে কম বলা হয়।

    ব্যাস। এবারের ইলেকশন নিয়ে আমার সম্পুর্ণ বক্তব্যের এখানেই ইতি।
  • PT | 340123.110.234523.24 | ২৪ মে ২০১৯ ০৯:৩৫378436
  • "গুচতে এ বারের সেরা প্রস্তাবনাটি হচ্ছে, যাদবপুরে তৃণ আর বিজেপি মিলে ষড়যন্ত্র করে বিকাশ বাবুকে থাড পসিশনে ফেলে দিয়েছে।"

    ব্যস্ত মানুষ ডিডি বোধহয় এই বক্তব্যটি খ্যাল করেননিঃ
    ""মুকুলবাবুর কথায়, ‘‘তৃণমূলের একটা বড় অংশকে আড়ালে বিজেপির মেশিনারি হিসেবে ব্যবহার করাই ছিল চ্যালেঞ্জ।"
  • dc | 342323.228.783412.192 | ২৪ মে ২০১৯ ০৯:৫০378437
  • আরেকটা ব্যপার হলো, বিজেপি যেখানে যেসব নতুন বা লাইটওয়েট ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে প্রায় সব্বাই জিতেছে। প্রগ্যা ঠাকুর, সানি দেওল, হেমা মালিনি, সবাই জিতেছে। এতে প্রমান হয় মোদির কি ভয়ানক পপুলারিটি প্রায় সারা দেশ জুড়ে, আর আরেসেস হিন্দু হার্ডলাইন খেলতে কি পরিমানে সফল হয়েছে। কানাই কুমার এক লাখ ভোটে হেরেছে গিরিরাজের বিরুদ্ধে। এই একটা লড়াই দিয়েই বোঝা যায়, বিরোধিরা কোন ইস্যুই দাঁড় করাতে পারেনি মোদির পপুলারিটি আর হার্ডলাইন হিন্দুত্বের বিরুদ্ধে।
  • মানিক | 78900.84.6767.126 | ২৪ মে ২০১৯ ০৯:৫২378438
  • ভিভিপ্যাট মেলানো হয়েছে, ভাল কথা। কিন্তু কে ইভিএম গুলো সিলেক্ট করেছে, কিভাবে করেছে, ডিস্ক্রিপ্যান্সি কতটা, ইভিএম ও ভিভিপ্যাটের কাস্টডিয়াল চেন, এগুলো সব খতিয়ে না দেখে বলা কঠিন ওই ভিভিপ্যাট মেলানোর দাম কতটা।

    পৃথিবীর অনেক দেশেই ইভিএম ব্যবহার হয় না।
  • dc | 342323.228.783412.192 | ২৪ মে ২০১৯ ০৯:৫৮378439
  • ওঅ্যার এ শোয়েব দানিয়েল এর লেখাঃ

    2) Communists shifted en mass to the BJP
    While this is being – correctly – seen as significant set back for the Trinamool, Mamata Banerjee’s party actually increased its vote share by a no- insubstantial figure. From 39% in 2014, the party now has 44% of the vote.

    How then did the BJP do so well? Answer: communist voters switched sides en masse to Modi. The Communist Party of India (Marxist) vote shares plummeted from 30% in 2014 to 7%.

    Such an ideological pole vault seems inexplicable. However, matters become clearer one as gets closer to the ground in rural Bengal, where for the past few years, Trinamool workers and the state administration have kept up an immense amount of pressure on the Communists.

    Squeezed by this and attracted to the deep pockets and national presence of the BJP, Left workers have jumped over to the BJP, not as part of some great ideological shift, but simply as a tactical measure to oppose the local Trinamool unit. “At the local level, Trinamool’s terror overrules everything,” CPI(M) Jhargram district committee member Pradip Kumar Sarkar told Scroll.in. “CPI(M) workers want to defeat the Trinamool at any cost and they feel joining the BJP will help achieve that goal.”

    https://scroll.in/article/924510/amar-saffron-bangla-five-reasons-for-the-bjps-surge-in-bengal

    এর চাইতে উদ্ভট কথা কখনো শুনিনি। সিপিএম কর্মীরা নাকি বিজেপিতে জয়েন করে তিনোকে হারানোর কথা ভেবেছে! যাকলা!
  • sm | 2345.110.234512.83 | ২৪ মে ২০১৯ ১০:০২378440
  • প্রথমেই অমিত কে একটা ছি: জানাই,'মোটা পার্থ' বলে কদর্য ভাষা ইউজ করার জন্য।এটা এইজন্য বললাম যাতে রাজনৈতিক নেতারা অকথা, কুকথা ও ব্যক্তি আক্রমণ করেন,এরকম উক্তি করার আগে দুবার ভাবার জন্য।
  • lcm | 900900.0.0189.158 | ২৪ মে ২০১৯ ১০:০৪378442
  • আসলে, পায়খানা... পায়খানা... পায়্খানা আর গ্যাস ---

    আমার সঙ্গে কথা হল বিজেপি ভোটারের - বলল পায়্খানা বানিয়ে দিয়েছে, ভাল পায়খানা...

    কেন্দ্র-রাজ্য (৬০%-৪০%) খরচ বহন করেছে, ওয়ার্ল্ড ব্যাংক নাকি দেড় বিলিয়ন ডলার লোন দিয়েছে পায়খানা বানানোর জন্য ---

    আর, রান্নার গ্যাস - কি একটা উজ্জলা না কি এক প্রোগ্রামের আন্ডারে রান্নার গ্যাস কানেকশন দিয়েছে, বলছে তো ৭ কোটি লোককে নাকি কানেকশন দিয়েছে।

    পায়খানা আর গ্যাস মিলিয়ে নাকি ১৬ কোটি লোকের কাছে গেছে।

    সকালে পেট ক্লিয়ার হলে, আর, রান্না ঠিকটাক হলে লোকে ভোট না দিয়ে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন