এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৪৫৬৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৪ মে ২০১৯ ১৬:১১378477
  • টি,
    আপনি বললেন বলে, বলছি।
    দেখুন,' স্বাধীনতার পর দু'দশক কং ছিল--একটা মাস বেসড পার্টি। ষাটের শেষ থেকে মাথা তুলল বাম--একটা ক্যাডার বেসড পার্টি। মাস বেসড পার্টির পক্ষে ক্ষমতায় বসা ক্যাডারবেসড পার্টি হঠানো খুব কঠিন। এদের ইডিওলজিক্যাল কমিটমেন্ট , নেটওয়ার্ক এবং ডিসিপ্লিনের সংগে পাল্লা দেওয়া কঠিন।একমাত্র সম্ভব ইমোশনালি মাস বিক্ষূব্দ হয়ে সরে দাঁড়ালে।
    ৩৪ বছর পরে সংগঠন বিহীন তিনো এভাবেই বংগে ক্ষমতায় এলো।
    এবার দশটা বছরের আগেই আর একটা ক্যাডার বেসড , ইডিওলজিক্যালি কমিটেড ডিসিপ্লিন্ড পার্টি গেরুয়া -- ওদের সরিয়ে ক্ষমতায় প্রায় এসে গেল।
    এরা একবার এলে সহজে সরানো অন্ততঃ মাস বেসড পার্টি( তিনো বা আদি কং) পারবে না ।
    ২) পারলে সিপিএমই পারবে। তাহলে এতদিন পারে নি কেন? তিনোর দুটো ধাক্কাতেই দাঁত নড়ে গেল কেন?
    এইজন্যে জে শালকিয়া প্লেনামের সময়েই ঘোষণা করে সিপিএম মাস পার্টি হয়ে গেল। বেনোজল ঢোকার রাস্তা খুলে গেল। দীর্ঘদিন ক্ষমতায় থাকা পার্টির ক্যাডারদের মধ্যে পাওয়া এবং পাইয়ে দেওয়ার কালচার এল। মাঝে মাঝে নেতৃত্ব শুদ্ধিকরণের ডাক দিলেন বটে, কিন্তু সেটা স্কিন ডিপ। নইলে অরুণ মাহেশ্বরী, শিশির বাজোরিয়া বা লক্ষণ শেঠেরা এত ক্লাউট ধরতেন না । এবং ঋতব্রত।
    ৩)
    যাকগে। তাহলে সিপিএম কে কী করতে হবে?
    আমার সামান্য বুদ্ধি বলে নিজেকে রি-ইনভেন্ট করতে হবে। তাহলে কী করতে হবে? - -ব্যাক টু দি বেসিকস। যেমন, আউট অফ ফর্ম ব্যাটসম্যানকে বলা হয় ।
    তার মানে শূন্য থেকে শুরু।
    দুটো জায়গায়। সংগঠনে এবং ইডিওলজিক্যাল ন্যারেটিভে।
  • dc | 342323.228.783412.240 | ২৪ মে ২০১৯ ১৬:২৭378479
  • রঞ্জনদা, সিপিএম বা বামফ্রন্ট সংগঠন আর আইডিওলজিকাল ন্যারেটিভ এ ঘুরে দাঁড়াবে কি করে? পার্টিটার টপ লিডারশিপ তো ঝাঁঝরা হয়ে গেছে! প্রকাশ কারাত হাতে ধরে পার্টিটাকে বসিয়ে দিয়ে গেছে। আর মাঝারি থেকে নীচু তলার কর্মীরা দলে দলে বিজেপিকে ভোট দিচ্ছে, মানে আইডিওলজির অবশিষ্টও নেই। এমনকি কানাই কুমার আইডিওলজি দিয়ে লড়তে গেছিল, সেও গিরিরাজের কাছে হেরে গেছে। হার্ড হিন্দুত্ব আইডিওলজি সর্বত্র ছড়িয়ে পড়েছে।
  • de | 90056.185.673423.57 | ২৪ মে ২০১৯ ১৬:২৭378478
  • সিপিয়েমকে সর্বপ্রথম সোস্যাল মিডিয়ায় জ্ঞান বিতরণ বন্ধ করতে হবে - মাঠে,ঘাটে নেমে কাজ করলেই এর কিছু সল্যুশন হওয়া সম্ভব - পাতার পর পাতা এখানে লিখে কোন লাভ নেই।

    এতো ঝুড়ি-ঝুড়ি লেখা (পড়ারও লোক নেই) লিখে কী হয়?
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৪ মে ২০১৯ ১৬:৩৮378480
  • ৪) সংগঠন ।
    যে কোর গ্রুপ এখনও কমিটেড হয়ে টিকে আছে তাদের এলাকা বেছে নিয়ে সংগঠন গড়ার কাজ শুরু করতে হবে। তার দুটো শর্ত। এক, এলাকায় দাঁত কামড়ে পড়ে থাকতে হবে। দুই, মার খাওয়ার ভয় সত্ত্বেও।
    মার দু'দিক থেকেই আসতে পারে-- ঘাসফুল এবং পদ্মফুল।
    তবে গায়ে পড়ে মার খাওয়া কাজের কথা নয় । সংগঠককে কৌশলী হতে হবে।
    আমার মনে হয় এই ওভারচার্জড আবহাওয়ায় নতুন করে গড়তে গেলে গোড়াতেই রাজনৈতিক সংগঠন না করে সামাজিক সঙ্গঠন করা ভালো হবে।
    বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে প্রশ্ন তোলা ও এলাকাভিত্তিক ছোট ছোট আন্দোলনের মধ্য দিয়ে জমি তৈরি করতে হবে।
    ৪ক)
    দেখুন, বিজেপি কিন্তু লেগে থেকে এভাবেই করেছে । আপনারা খেয়াল করেন নি , বা গা করেন নি । শত্রুর থেকেও শেখা উচিত।
    ওরা যখন কোল্কাতায় বা শহরাঞ্চলে পাত্তা পেল না , তখন সরে গেল রাঢ় বাংলায়। বর্ডার পেরিয়ে ঝাড়খন্ড ওদের হিন্টারল্যান্ড ও সাপোর্ট বেস। আপনি বলছিলেন ওরা কি আন্দোলন করেছে? আরে ওদের আন্দোলন বামের মত হবে কেন? ওদের এজেন্ডাই তো আলাদা!
    ওরা মেরুকরণকে পাখির চোখ করে আদিবাসী ছেলেদের হাতে মোবাইল দিয়েছে আর দুনিয়াভরের হিন্দু দেবদেবীর পূজো , শোভাযাত্রা, সবাই মিলে মোচ্ছব করিয়েছে। বজরংবলী /জয় শ্রীরাম সব। আস্তে আস্তে অস্ত্র নিয়ে মিছিল শুরু হয় । প্রশাসন বাধা দিলে এটা হিন্দুসমাজের আচরণের উপর আক্রমণ, উদ্দেশ্য মুসলিম তোষণ --এই খেলা শুরু হল।
    ওরা কিন্তু বিজেপির ইউনিট বানায় না, বানায় আর এস এস এর শাখা। প্রতি সপ্তাহে হয় ইডিওলজিক্যাল ক্লাস, এটাকয়ে এরা বলে "বৌদ্ধিক" ক্লাস।
    ধীরে ধীরে প্রত্যেক স্তরে কমিটি গড়ে ওঠে। মন্ডল স্তর থেকে সবস্তরে। অল্পবয়েসীদের লাঠি খেলা ছোরা তলোয়ার এসবের প্রতি একটা আকর্ষণ আছে । সারাক্ষণ বলা হয় মহরমের সময় মুসলমানেরা অস্ত্র নিয়ে মিছিল করে । শিখেরাও। আমরা হিন্দুরা কি কাপুরুষ যে অস্ত্র নিয়ে হিন্দুস্তানে হিন্দু মিছিল বের করতে পারবে নয়া? শৌর্য প্রদর্শন করতে দেওয়া হবে না ?
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৪ মে ২০১৯ ১৬:৪৮378481
  • ্ডিসি,
    কানহাইয়া কুমার ত্রিপক্ষীয় লড়াইয়ে ৬০০০০ ভোটে হেরেছে। যদি লালুর ছেলেটা ওকে মহাজোটের প্রার্থী করত তাহলে হারত না । ও সেকেন্ড পজিশনে্‌ আমি কাল যা দেখেছিলাম। ওর সংগে আরজেডির প্রার্থীর ভোট যোগ করুন। কানহাইয়া জিতে যেত। ওয়ান-টু-ওয়ান ফাইট হলে।
    দে ,
    আসলে টি পিন পয়েন্ট জিগাইলেন তাই লিখছিলাম।
    সত্যিই এক্ষণ লিখে লাভ নেই। যতক্ষণ না আত্মতুষ্টি আর ঘুম না ভাঙে।
    এই দেখুন না , তিনোর ভোট প্রতিশত একই রকম, বিজেপির বিশাল বেড়ে গেল। বামের এমন কমল জে জামানত গেল। তাহলে বাম ভোট কোথায় গেল সেটা তো ক্লাস থ্রির অংক।
    তবু পিটি মানবেন না। সেই জীবনানন্দের "আট বছর আগের দিন" এ আটকে আছেন। বিকাশবাবুকে নাকি--?
    যাকগে, কলম বন্ধ করলাম।
  • Ekak | 670112.51.7812.41 | ২৪ মে ২০১৯ ১৭:৩৪378483
  • আরেসেস তো সরস্বতী ইস্কুল খুলে চাট্টি হাবোজ গাবোজ শেখায় আর লাঠি খেলা এইসব।

    বামেরা কী পার্টি কেলাস খুলে গুড কমিউনিস্ট পড়াবে না গেরিলা ওয়ার্ফেয়ারের টীকা লেকাবে ?

    এটা ২০১৯। ওসব করালে একটা লোক জুটবে না ঃ)

    বিজেপির মত করে আইডিওলজি ছড়াও বলা সহজ কিন্তু ছোড়া খেলা, রামনবমির বাম অল্টার্নেটিভ দেওআ কঠিন ঃ)
  • Ekak | 670112.51.7812.41 | ২৪ মে ২০১৯ ১৭:৪৫378484
  • রাস্তা একটাই খোলা আছে চোখের সামনে। ওসব বিপ্লবের খটোমট বুলি বন্ধ রেখে যুক্তিবাদি আন্দোলন-কুসন্স্কার বিরোধি আন্দোলন এবঙ্গ পরিবেশ বাদি আন্দোলনের হাত ধরা।

    সেটা কুসন্স্কার বিরোধি ম্যাজিক শো হতে পারে, সায়েন্স এগজিবিশন হতে পারে আবার পাখি ও বন্যপ্রানি সঙ্গরক্খোনের জন্যে আন্দোলন হতে পারে।

    সমস্তো যুক্তিশীল মানুষ , সন্স্ক্রিতির কর্মী কে এর আম্ব্রেলাতে নিয়ে আস্তে হভে।

    প্রথমে ব্যাপর্টা রাজনৈতিক আন্দোলন মনেই হবেনা, বিজেপির কুসন্স্কার ও পরিবেশ বিরোধি পদক্খেপ একে রাজ্নৈতিক Rূপ দিয়ে দেবে।

    ওনেক বড় কাজ। গ্লামার কম। তাত্বিক গ্যান ঝারার সুজোগ নেই। ওভার্নাইট সাক্সেস নেই।

    কিন্তু , বিজেপির পাল্টা ন্যারেটিভ নিয়ে মানুষের কাছে পৌছনোর সুজোগ আছে ,জা দশ টা মিছিল বা ব্রিগেডেও নেই।
  • হাঃ | 7845.11.785612.173 | ২৪ মে ২০১৯ ১৭:৪৭378485
  • আচ্ছা এই মাস বেসড দল ক্যাডার বেসড দলকে হারাতে না পারার ব্যাপারটা কি বাংলা স্পেসিফিক? ভারতের কয়েকটা রাজ্যে তো বিজেপি আর কংগ্রেস বেশ ঘুরেফিরে আসে। নাকি সেসব জায়গায় কংগ্রেসও ক্যাডার বেসড?
  • T | 342323.191.4556.16 | ২৪ মে ২০১৯ ১৭:৫১378487
  • নাহ, রঞ্জনদা হচ্ছে না। লোকাল ছোট ইস্যু নিয়ে বা বড়সড় টেট বা সারদার মত ইস্যু নিয়ে বামেরাই রাস্তায় নেমে আন্দোলন করেছে। কিন্তু লোকে ভোট দিচ্ছে বিজেপিকে। কিভাবে এক্সপ্লেন করবেন এটা। রাঢ়বঙ্গ ও ঝাড়খন্ডে না হয় তাজা ছেলেদের হাতে মোবাইল ধরিয়েছে, কিন্তু শহরাঞ্চলে? সেখানে জনতার হাতে কী মোয়া ধরিয়েচে যে এই রেজাল্ট হচ্ছে?
    শহরাঞ্চলে আরেসেসের সরস্বতী স্কুলে তো আর লোকে ছেলেমেয়েকে পড়তে পাঠায় না। একমাত্র পোলারাইজেশন ছাড়া এইরকম হয় না। উদাহরণ দেখুন, দাড়িভিট কান্ড নিয়ে দুই ন্যাচারাল অ্যালাই যে পরিমাণ নোংরামো করেছে ওখানে তাতে সেলিমের হারা অবশ্যম্ভাবী ছিল। প্রতিযোগীতামূলক সাম্প্রদায়িকতা ইত্যাদি এবং ভোজপুরী সিনেমার ভিডিও ক্লিপিংসের ভাইরাল হওয়া।

    কিন্তু আপনি শিপিয়েমের কী করা উচিত এখন ওসব ছেড়ে দিন। ওরা তো প্রকৃত বাম নয় ঃ)))। যারা প্রকৃত বাম আমি তাদের রণকৌশল জানতে চাইছিলাম। পোস্ট 'যে আসে আসুক' আপনাদের কিছু তো প্ল্যান আছে নাকি! :))
  • T | 342323.191.4556.16 | ২৪ মে ২০১৯ ১৮:০৫378488
  • কুসংস্কার বিরোধী আন্দোলন, সায়েন্স শো ইত্যাদি প্যাচওয়ার্ক দিয়ে কী কাজ হবে? সিরিয়াস ডাউট আছে। এগুলো আগেও ছিল, এখনও কিছু মাত্রায় আছে। আবার মজাটা এই যে কিছু পরিবেশ আন্দোলনের লোক আবার বিজেপির সঙ্গে যুক্ত।
    একটা নিতান্ত ভেতো জাত হঠাৎ মুসলিম ক্যালানোর ভিডিও দেখে নিজের গায়ে রোঁয়া খুঁজছে। সাতচল্লিশের দেশভাগের বদলা, না বাবরের আক্রমণের বদলা, না কী সব বদলা নেওয়া হচ্ছে নাকি! অ্যাত হিউম্যানিটিজ সাবজেক্ট, সাংস্কৃতিক ঘেরাটোপ, পার্বণের লোকাচার সব ভেঙে উড়ে যাচ্ছে, কী না যে ঢ্যামনাটি পাঠশাল, ইশকুল, কলেজ, আইটি কোং সর্বত্র হিন্দু 'তাজা' ছেলেদের কম্পিটিশন ফেস করে এলো সে আজ ভয় পাচ্ছে ওরা যে রেটে বাড়ছে তাতে নাকি ২০৩০ এই পপুলেশন হাফ হয়ে যাবে। তখন সব কেড়ে নেবে। মানে পাটিগণিত অবদি ফেল করে যাচ্চে। :))

    এ জিনিসের মোকাবিলা হয় নাকি! পচন অবদি অপেক্ষা করা ছাড়া উপায় আছে কিছু? আমি প্রকৃত বামদের অ্যাপ্রোচ জানতে চাই। :)
  • de | 90056.185.673423.54 | ২৪ মে ২০১৯ ১৮:১৯378489
  • রামনবমীর বাম অল্টার্নেটিভ করলেই হয় - লেলিনষষ্ঠী (লেনিন নয়), নভেম্বর - বিপ্লব চতুর্থী, মে-দ্বিতীয়া -
  • চারুবাবু | 3423.129.4567.152 | ২৪ মে ২০১৯ ১৮:২১378490
  • কামান দাগতে হবে শুওরের খোঁয়াড়েও!
  • Ekak | 670112.51.7812.41 | ২৪ মে ২০১৯ ১৮:২৭378491
  • কন্দার্ভেশন মুভমেন্ট এর দুটো দিক আছে,

    একটা ব্রাহ্মিনিক্যাল কন্দার্ভেশন এপ্রোচ। আরেকটা হিউম্যান এন্ড নেচার ইন্সেপারেব্ল ধরে।

    পরে, সময় পেলে লিখবো। ব্রাহ্মিনিক্যাল এপ্রোচ অফ কন্দার্ভেশন জেটাতে শাখার লোকেরাও অছে, তার বিরূদ্ধে মানুষ্কে বোঝানো ভীষন জোরুরি।
  • হাঃ | 7845.11.785612.173 | ২৪ মে ২০১৯ ১৮:২৯378492
  • কুসংস্কারে আন্দোলন সামাজিক থাকতে থাকতেই বুলেট ঢুকে যাবে মাথায়। দাভলকার কালবুর্গি রাজনৈতিক হওয়ার আগেই শেষ। বিজেপি অব্দি যেতেই হবে না। এর সাথে এত কোটি টাকার বিজনেস লবি রয়েছে, অথচ যুক্তিবাদের স্বপক্ষে কোনো মাস জড়ই হবে না। আর পরিবেশ নিয়ে মাস জড়ো করা আরও অসম্ভব। গঙ্গা বাঁচানোর আবেদনে পরম হিন্দু স্বামীজী তীর্থক্ষেত্রে বসে প্রাণ দিলেন, কারো একটি কেশও বাঁকে নি, কোনো হিন্দুবীর উত্তেজিত হয় নি। বিরোধী দলও ওটা নিয়ে এগিয়ে আসে নি। অথচ ঠিক সময়ে আওয়াজ তুললে আন্না হাজারের আন্দোলনের মতো অভিঘাত তোলার চেষ্টা করা যেত।
  • Ekak | 670112.51.7812.41 | ২৪ মে ২০১৯ ১৮:৩৪378494
  • দাভোলকার এর পেছোনে বামেরা দান্রিয়েছিলো জীবদ্দ্শায় ??

    জানি না সেরকম।

    তাত্বিক বামেরা ভাবে চেতনা মানে ডিরেক্ট খমোতা দখলের চেতনা। বাকি জারা জা কর্ছে সব প্যাচ ওয়র্ক

    ঃপ
  • sm | 2345.110.234512.83 | ২৪ মে ২০১৯ ১৮:৩৪378493
  • বামেদের আর কষ্ট করে আন্দোলনের দরকার কি?বয়স হয়েছে,হাঁটুতে বাত।
    অতো ধকল কি সইবে?যা কিছু সম্পত্তি গোছানো হয়েছে,তার রক্ষনাবেক্ষনেই সময় কেটে যাবে খন।
    মাঝে মধ্যে রামের নামে ভোটদান করলেই চলে যাবে।
  • T | 342323.191.4556.16 | ২৪ মে ২০১৯ ১৮:৫০378495
  • বামেরা তো নেইই মার্কেটে। পাঁচ পার্সেন্ট। :) এই অবস্থায় ভবিষ্যতের কালবুর্গীদের পিছনে সাপোর্ট কারা দেবে? কই সেই শিক্ষিত অবাম জনতা? মহারাষ্ট্রের লেফট আন্দোলনকে যদি জাস্ট গুলি করেই শেষ করে দেওয়া যায় তো দাভোলকার তো কোন ছার।
  • PM | 018912.210.012323.15 | ২৪ মে ২০১৯ ১৮:৫২378496
  • রন্জনদা পারেন ও বটে
  • sm | 2345.110.234512.83 | ২৪ মে ২০১৯ ১৮:৫৮378498
  • এখন আসন সংখ্যা এক।এখান থেকে ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জ তো বটেই।
    করাত বাবু কি প্রবচন দিলেন?
    ইয়েচুরি বাবু কেও দেখছি না!
    যিনি কয়েকদিন আগে বলে গেলেন,বামেরা মেসির মতন ম্যাজিক দেখাবে?
    তা,ম্যাজিক দেখিয়েছে বটে!
  • জলবিছুটি | 891212.185.5678.71 | ২৪ মে ২০১৯ ১৮:৫৯378499
  • এই যে কানহাইয়া কুমার এবং বেগুসরাই -
    http://results.eci.gov.in/pc/en/constituencywise/ConstituencywiseS0424.htm?ac=২৪
    ৬৯২১৯৩ অনেক বেশি ২৬৯৯৭৬ ও 198233 যোগফলের চেয়ে

    গুরু ভ্রাতা ভগ্নি রা পূজনীয় পন্ডিতম্মণ্য , আরো রাজনৈতিক জ্ঞান দিন আর খোরাক হন । খ্যাক খ্যাক খ্যাক।
  • PT | 340123.110.234523.15 | ২৪ মে ২০১৯ ১৯:২২378500
  • "দেখুন, বিজেপি কিন্তু লেগে থেকে এভাবেই করেছে ।"
    এক্কেবারে বাজে কথা। বিজেপি একটিও গণ আন্দোলন করেনি পব-র রাস্তায়। কিন্তু যেটা করেছে সেটা হচ্ছে তিনোরা যে ভাষা বোঝে সেই ভাষার ব্যবহার। "লাশ পড়বে শ্মশানে" থেকে "বুকে গুলি করা উচিৎ" হয়ে "ইউপি থেকে ১০০০ ছেলে এনে ঘরে ঢুকিয়ে দেব"। তাতে আবাপ থেকে শুরু করে রুদ্রপ্রসাদ কি ভাবল তা নিয়ে তোয়াক্কা করেনি। প্রয়োজনে অমর্ত সেনকে অশালীন ভাষায় আপাদমস্তক ধোলাই করেছে। আর তলে তলে কোথায় পতাকার লাঠি আসল লাঠিতে রূপান্তরিত হয়েছে সে সব খবর ছাপানো হয়নি। অর্জুন সিং-এর জয় দেখিয়েছে তিনোকে কিভাবে সিধে করতে হয়।

    সূর্যকান্ত কোন একজনের ইংরিজি উচ্চারণ নিয়ে ট্যুইট করেছিলেন বলে আবাপ সম্পাদকীয় লিখে ফেলেছে ("এই অ-সভ্যতা হয়তো বা বঙ্গীয় কমিউনিস্ট পার্টির ডিএনএ-গত ব্যাধি") আর সোশাল মিডিয়ায় তাঁর বাপ-বাপান্ত করা হয়েছে। কালকে সিপিএমের কেউ "লাশ পড়বে শ্মশানে" থেকে "বুকে গুলি করা উচিৎ" হয়ে "ইউপি থেকে ১০০০ ছেলে এনে ঘরে ঢুকিয়ে দেব" ইত্যাদি বললে RR এবং কল্লোলদা সিপিএমের সঙ্গে স্তালিনের যোগাযোগ এবং গুলাগ নিয়ে নিবন্ধ লিখে ফেলবেন।

    তাই বলি কি লুম্পেনদের বিরুদ্ধে লড়তে গেলে মিশনের মহারাজ হলে হবে না। ওপরের কথাগুলো না বললেও, "ওরা গুলি ছুঁড়লে কি আমরা রসগোল্লা ছুঁড়ব " জাতীয় ভাষাও মাঝে মধ্যে প্রয়োগ করতে হবে। সমস্যা হচ্ছে যে সিপিএম বড্ডবেশী ভদ্দরলোকেদের পার্টি হয়ে গিয়েছে। এদের পক্ষে দুপক্ষের লুম্পেনদের সঙ্গে লড়া খুবই কঠিন কাজ। আমি নিশ্চিত যে হিন্দুত্বর চাইতেও তিনোদের চোখে চোখ রেখে উচ্চারিত এই "অশালীন" বাক্য সমূহও টুঁটি টিপে রাখা মানুষের মনে সাহস জুগিয়েছে।
    (বিস্তর গাল খাব জেনেও এগুলো না লিখে পারলাম না)
  • sm | 2345.110.234512.83 | ২৪ মে ২০১৯ ১৯:৩২378501
  • Uninterested in revolutionary advancement.-(marxist context) -meaning of lumpen
  • | ২৪ মে ২০১৯ ১৯:৩৩378502
  • ভারতবর্ষের প্রত্যেকটা সিটে জিতলেও মো-শা আন্ডার গ্রাজুয়েট মাস মার্ডারারই ছিল, আছে, থাকবে।
  • sm | 2345.110.234512.83 | ২৪ মে ২০১৯ ১৯:৩৫378504
  • অশালীন ভাষা প্রয়োগে বামেরা তো কম যান না।
    স্মর্তব্য,বিমান বাবু,আনিসুর বাবু ও অনীল বসু মহাশয়।
  • dc | 342323.228.893412.144 | ২৪ মে ২০১৯ ১৯:৩৫378503
  • "সমস্যা হচ্ছে যে সিপিএম বড্ডবেশী ভদ্দরলোকেদের পার্টি হয়ে গিয়েছে"

    এই এদ্দিনে পিটিদা একদম আসল সত্যি কথাটা লিখে ফেলেছেন। সিপিএম যে পব থেকে মুছে গেল তার আসল রহস্য ঠিক এইটা। ২০১১ র পর থেকে তিনোদের সাথে সিপিএম লড়াইটা লড়তেই পারেনি। নাহলে সব রাজ্যেই তো এক দল বদলে অন্য দল আসে, আগের দল এরকম মুছে যায় কি? যায় না কারন লড়াইটা জারি রাখে, মার খায় আর মার দেয়। প্রত্যেক রাজ্যে রাজনৈতিক কেলাকেলি, গোলাগুলি জারি থাকে। কিন্তু সিপিএম মার খেয়ে শুধু পিছিয়েই গেছে, পাল্টা মার দিতে পারেনি। ফলে সংগঠনও ধরে রাখতে পারেনি।
  • PT | 340123.110.234523.15 | ২৪ মে ২০১৯ ১৯:৪৪378505
  • "নাহলে সব রাজ্যেই তো এক দল বদলে অন্য দল আসে। আগের দল এরকম মুছে যায় কি?"
    তুলনাটা ঠিক হলনা।
    কেননা এখানে "নাগপুরের ইচ্ছাফুল/পচ্চিম্বঙ্গে তিনোমুল"। অন্য কোন রাজ্যেই তিনো-বিজেপির মত কম্বিনেশন একটি দলকে শেষ করার ব্রত নেয়নি। শুধু ত্রিপুরাতেও একই ঘটনা ঘটেছে। কং-এর লোকেরা প্রথমে তিনো হয়েছে তার পরে বিজেপিতে ঢুকেছে। তিনোদের এই হারের পরেও তিনো-বিজেপির মধ্যে এই বোঝাবুঝিটা জারি থাকবে যাতে বামেরা মাথা তুলতে না পারে। কেরালায় বামেরা টিকে থাকবে যতদিন না তিনোদের মত বিজেপির বাহক একটি দলের সৃষ্টি হয়।
  • dc | 342323.228.893412.144 | ২৪ মে ২০১৯ ১৯:৫৫378507
  • তাহলে কি বাম আন্দোলনের সাফল্য বা ব্যর্থতা অন্য দলগুলোর ওপর নির্ভর করছে?
  • sm | 2345.110.9002312.203 | ২৪ মে ২০১৯ ১৯:৫৫378506
  • এতো সব জানার পর ও বামের ভোট রামে যায়?
    মাত্র একটা আসনে ঠেকার পর ও দুটো ডান পন্থী,বৃহৎ শক্তি একযোগে লাগবে,বামেদের মাথা না তোলার জন্য?তাজ্জব!
  • | ২৪ মে ২০১৯ ১৯:৫৮378509
  • একটা ফ্যাক্টর কেউ ধরছে না সেটা হল অকাতরে টাকা ঢালা। এই যে বিজেপী ইলেকটোরাল বন্ড চালু করল এবং কে কিনছে সেটা গোপন রাখার ব্যবস্থা পাক্কা করল সেটার সবচে বড় বেনিফিশিয়ারি ওরাই। কল্যাণীর মত জায়গায় দুর্গাপুজোগুলোকে ৬০০০০ করে টাকা দিয়েছে। এরকম অকাতিরে আকা ঢেলেছে তো ভোট পাবার নিশ্চয়তাও নিয়েছে।

    আরো একটা ব্যপার হল এই কারা বন্ড কিনিছে আমরা জানতে পারব না, ফলে ইরানের সাথে তেলচুক্তি বাতিল কিছু ইন্টারেস্টেড পার্টিই করিয়েছে কিনা আমরা জানব না। কিন্তু অত্যন্ত বেশী দামে তেল আমাদেরই কিনতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন