এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৪৫৫৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 342323.228.673412.144 | ২৭ মে ২০১৯ ১৪:৫৪378643
  • ওহ এই গানটা শুনেই পবর ভোটাররা নানান কিসিমের ছাগোল হয়ে গেছিল আর সিপিএমকে ক্ষমতার থেকে সরিয়ে দিয়েছিল? ভারি বিপজ্জনক গান তো!
  • S | 458912.167.34.76 | ২৭ মে ২০১৯ ১৫:১৬378644
  • ঐ সময় পবের সমস্কিতি জগত হঠাত করেই খুব রাজনৈতীক ভাবে সচেতন হয়ে উঠেছিলো। বেশ চমকপ্রদ ভাবেই। যে টালিগন্জ মানুষকে শুধু বাজে সিনেমা উপহার দিয়েই ক্ষান্ত হতো, সেই টালিগন্জ তখন নিয়মিত পোবোন্ধো থেকে বক্তিমে সবই দিচ্ছে। যিনি চিরকাল বাম ধাম করে এসেছেন, তিনি হঠাত করেই দিদিভক্ত হয়ে গেলেন। শুধু বাম বিরোধী নয়, এক ঝটকায় দিদিভক্ত। যিনি কোনকালেই রাজনীতি নিয়ে আদ্ধেক বাক্যগঠনও করেননি, তিনি ঘন্টার পর ঘন্টা টিভি চ্যানেলে সিঙ্গুর নন্দীগ্রামের চাষীভাইদের জন্য চোখের জল ফেলে চলেছেন তো চলেছেন। এছাড়া আড়াইটা সিরিয়াল আর পোনে চারটে সিনেমা করা বহু জনগণ তখন টিভি স্টুডিওতে বসে গাড়ি কারখানার টেকনিকালিটি এবং ইকনমিক্সের ক্লাস নিতেন। সেসব এক দিন ছিল বটে। এখন অবশ্যি তাদেরকে মাচার শো আর দিদির তৈরী কিছু অকাজের কমিটির পেরোলের বাইরে আর দেখা যায়্না। তখন এক হাওয়া এসেছিল। যে দিদি বিজেপির চিরসঙ্গী ছিলেন, যার নিজস্ব গুন্ডাবাহিনীর সাইজও খুব কম ছিলোনা, যাঁর কোনো নীতিই লোকে ঠিকমতন জানেনা সেই দিদি ও তার তিনোদল হঠাত করে নব্য বাম হয়ে উঠলো। তাছাড়া তখন একজন খুব নাম করেছিলেন। ছবি টবি আঁকতেন, রবি ঠাকুরের মতন দাড়ি, আঁতেলদের মতন বেশ চিবিয়ে বাংলা বলতে পারেন। তিনি তখন কাজকম্ম ফেলে দিনে ৩২ ঘন্টা টিভির সামনে দিদিবন্দনা করেই চলেছেন। পরে অবশ্যি নিজেই একটি টিভি চ্যানেল খুলে সেকাজ শুরু করেন, অন্য চ্যানেলগুলো বোধয় তেমন সময় দিচ্ছিলো না। তা তিনি অবশ্যি এখন তাঁর বিদেশের প্রপার্টি সামলিয়ে বেশিরভাগ সময় কাটান।

    শুধু একটাই পোশ্নোঃ সারদার টাকাগুলো খেল কে? আমার কাছে সত্যিই কোনও রেফারেন্স, প্রমাণ, এমনকি একটা লিন্কও নেই। কিন্তু সেগুলো চাওয়ার আগে যদি কেউ বুঝিয়ে দেন যে কিকরে কয়েক হাজার কোটি টাকা বেমালুম উবে গেলো, তাইলে এমন বদটাইপের পোস্নো আর কখনো করবোনা।
  • PT | 340123.110.234523.24 | ২৭ মে ২০১৯ ১৬:০২378645
  • কল্লোলদা
    ৯০-এর দশকে তোমাকে আমি চিনতাম না। কিন্তু কাকা একটি পোবোন্দ লিখেছিলেন আবাপ বা আজকালে। সময়কালটাও মনে নেই। তখনই জানতে পারি যে ওটা মাও-এর স্লোগান। তাই কে আগে কে পরে আমি বলতে পারব না।
    কিন্তু বেলাশেষে যা দাঁড়াল তা হচ্ছে যে কাকা যে দঙ্গলটিকে রাজনৈতিক দল হিসেবে মান্যতা দিয়ে তাদের সমর্থনে ভোটেও দাঁড়ালেন, তুমিও সেই দলটির উত্থানে ও ক্ষমতায়নে বিশেষ তোল্লাই দিলে। শেষে ব্যাপারটা এমনটাই হয়েছিল যে ধরি-মাছ-না-ছুঁই-পানি করে তিনোর নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের খোয়াবও দেখেছিল। তার বিরুদ্ধে তক্কানোর জন্য আমি "বিজেপিটি" খেতাবেও ভূষিত হয়েছি।

    এসব নিয়ে কাসুন্দি ঘেঁটে লাভ নেই যদিও। কিন্তু তোমাদের মত রাজনীতিতে পুড়ে ঝাঁঝরা হয়ে যাওয়া মানুষদের শ্রেণী-অচেতনতা আমাকে বিস্মিত করেছে। নিজেরা কিভাবে কংগ্রেস ও বিজেপির তৈরি করা ফাঁদে পা দিয়ে তিনোদের সমর্থন করলে সে তোমরাই সব চাইতে ভাল বলতে পারবে।

    আমি এক্কেবারে "যে আসে আসুকের" বিরুদ্ধে। আগেও...এখনো। কিছুদিন আগেই লিখেছি যে যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা রামছাগল আর যারা আগে এবং এখনো তিনোদের ভোট দিচ্ছে তারা বাংলা ছাগল।
  • কল্লোল | 232312.163.89.33 | ২৭ মে ২০১৯ ১৬:৫৭378646
  • আমায় চেনা বা না চেনাটা কোন বিষয় নয়। আমি কি করিশ্মা কাপুর না জ্যোতি বসু যে আমায় চিনতেই হবে।
    আজ যেমন মানুষ কোন উপায় না পেয়ে পবতে বিজেপিকে ভোট দিয়েছে, ২০১১তেও ঠিক তাইই হয়েছিলো।
    তুমি বলবে বুজি আর আবাপ। তা এবার তো আব্প্স ও বুজিরা খোলাখুলি বিজেপির বিরোধী ছিলো।
    ওটা বিষয় নয়। বিষয় মানুষ কাকে ক্ষমতার বিরুদ্ধে ভারসা করছে।

    তোমার ছাগল তত্ত্বে আমার মোটেও আস্থা নাই। মানুষকে যারা ছাগল বলে তারা কি? নাঃ, ছাগল নয় - খচ্চরের ন্যাজ। গু মেখে নেচেই যায়। কিছু কত্তে পারে না।
  • PT | 340123.110.234523.24 | ২৭ মে ২০১৯ ১৭:১৪378647
  • শুধু ন্যাজ বললে? তাও গু মাখা? খুব দুঃখ পেলাম। পুরো খচ্চর বললে রসুন-চিকেন রেঁধে খাওয়াতাম।
  • কল্লোল | 785612.40.011212.181 | ২৭ মে ২০১৯ ১৭:৫৮378648
  • হুম বাওয়া, পুউরো খচ্চর অতি সরেস ব্স্তু। সেসব মুখের ক্থা নয়।
  • মানিক | 237812.58.1223.211 | ২৭ মে ২০১৯ ১৯:৩২378649
  • কল্লোল উবাচ

    "সিপিএম তো লালুকে দিয়ে কেলিয়ে হাত ধুয়ে ফেল্লো। এমন হাত ধুলো যে লালু তো লালু, বাদশা অবধি হা হুশ। কিন্তু তাতে মমতার মাথার চোট মিথ্যে হয়ে যায় নি। মহাকরন থেকে চ্যাঙ্গদোলা করে তুলে আনা, বেদী ভবনে মার খাওয়া, মিথ্যে হয়ে যায় না। শয়তানকেও য়ার পাওনা দিতে হয়।"

    সিপিএম না হয় হাত ধুয়ে ফেলবে বলেই লালুকে দিয়ে কেলিয়ে তারপর বহিস্কার করে দিয়েছিল। কিন্তু মাননীয়া লালুকে চরণতলে আশ্রয় দিলেন কেন? বিশেষ করে এটা একটা প্যাটার্ন ওনার, এই যেমন মনীশ গুপ্ত। না কল্লোল, ব্যাপারটা কেলিয়ে হাত ধুয়ে ফেলার মত সরল নয়। সামথিং ইজ রটেন ইন দি স্টেট অফ ডেনমার্ক। লালু, বা মনীশের সাথে সাঁট করে মাথা ফাটানো, বা ২১শে জুলাইয়ের নাটক মঞ্চস্থ করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

    শয়তানকে তার প্রাপ্য দেওয়া হোক। সন্দেহাতীত ভাবে প্রমাণ না হওয়া অবধি শয়তানের কোন কথাই বিশ্বাসযোগ্য নয়। আপাততঃ বিরোধীদের পছন্দের ডাক্তার দিয়ে সেই পুরোনো 'স্কাল ফ্র্যাকচার' পরীক্ষা করিয়ে নিঃসন্দেহ হওয়া দরকার যে সেটা চকলেট খেয়ে অনশন বা ২১শে জুলাইয়ের মত একটা ব্যাপার ছিল না। সেটা না অবধি দুঃখিত, আপনার সাথে একমত হতে পারছি না।
  • T | 342323.191.01.161 | ২৭ মে ২০১৯ ১৯:৪৫378651
  • উরে বাবা, কী খোরাক। বলে আবাপ নাকি বিরুদ্ধে ছিল। :))))
  • sm | 7845.15.783423.223 | ২৭ মে ২০১৯ ১৯:৪৫378650
  • লাও, এবার এই মাকুটাকে বোঝানোর দায়িত্ব নাও।
    মমতার মাথা ফাটা ফেব্রিকে টেড!সেটা ওই সময় মাকুদের সরকারের তরফ থেকেও কেউ বলেছিল?
    রাইটার্স বিল্ডিং থেকে চুলের মুঠি ধরে হিচড়ে বার করে দিয়েছিল, জ্যোতি বাবুর পুলিশ। তাহলে জ্যোতি বাবুর সঙ্গেও বোঝাপড়া ছিল,বলতে হয়!এই নয়া মাকুটি তো সংরক্ষণের যোগ্য।পুরো কাট পিস।
    খালি জ্যোতি বাবুর ,বাজপেইর সঙ্গে হাত তুলে ছবিটা বোঝাপড়া ছিল না।তপন শিকদারের জেতা বোঝাপড়া ছিল না।
    বামের ভোট রামে গেছে, কোন বোঝা পড়া নেই।কারণ বলে ফেললেই মুশকিল।মাইনরিটি ভোট চলে যেতে পারে।
    এখন বিজেপির হাত ধরে কিছুদিনের মাধুকরী,তারপর পরিণতি কৌট নাচ।
  • sei | 456712.100.6723.65 | ২৮ মে ২০১৯ ১১:৫০378653
  • বিজনবাবু আপনি নিজের দল সামলান।আধা খাবে cbi বাকি আধা বিচিপি তে ভিড়বে।মাকুদের নিয়ে চিন্তা করে সময় নষ্ট নাই বা করলেন।২০২১ পর্যন্ত সময় পাবেন না।
  • sm | 2345.110.783412.159 | ২৮ মে ২০১৯ ১২:০৬378654
  • আপনি কি ওয়েলিংটনের মোড়ে টিয়া পাখি আর স্লেট নিয়ে বসেন?
    আমি বিচলিত নই।আমি ইলেকশনের আগেও বহু পোস্টে লিখেছি,জনাদেশ নিয়ে বিজেপি ক্ষমতায় এলে স্বাগতম।
  • কল্লোল | 232312.163.89.33 | ২৮ মে ২০১৯ ১২:২৮378655
  • মানিক। মমতা বলে আদৌ কেউ ছিলো বা আছে কি? বাম আমলে বোধহয় বাজপেয়ী বা আদবানী মেয়েদের ছদ্মবেশে বাংলায় আসতেন। এখন বোধহয় মোদী বা অমিত শাহ ছদ্মবেশটা ধরেন।
    তাই না?
  • dc | 127812.49.7890012.21 | ২৮ মে ২০১৯ ১৮:০৪378656
  • ওদিকে পব থেকে তিন বিধায়ক আজ বিজেপিতে জয়েন করলেন। এঁরা হলেন শুভ্রাংশু রায় আর তুষারকান্তি ভট্টাচার্য, দুজনেই তিনো ছিলেন। আর তৃতীয়জন হলেন দেবেন্দ্র নাথ রায়, ইনি আবার সিপিএম ছিলেন।

    জয় শ্রী রাম, ভারত মাতা কি জ্যায়!
  • PM | 018912.210.012323.15 | ২৮ মে ২০১৯ ১৮:৩৪378657
  • মিলাবেন তিনি মিলাবেন
  • PT | 340123.110.234523.7 | ২৮ মে ২০১৯ ১৯:১৯378658
  • this is amazing: ইনি এতদিন সিপিএম ছিলেন কি করে? অন্ততঃ আগে তিনোতে তো চলে যেতে পারতেন!!
  • কল্লোল | 342323.191.4556.29 | ২৮ মে ২০১৯ ২২:১৫378659
  • এসব অতি তুচ্ছ ব্যাপার। প্রচুর তিনো, বেশ কিছু কং এবং কিছু সিপিএম বিজেপিতে যাবে। সকলেই যে "কামাতে" যাবে এমন নয়। কেউ হয়তো পিঠ বাঁচাতেও যাবে।
    বিজেপি অন্য খেলা খেলছে - সুভাষ বোসকে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে ঘোষনা করতে উদ্যোগ নিয়েছে।
    বিজেপিকে আটকাতে দেশভাগ আর শ্যামাপ্রসাদের ভূমিকা নিয়ে তুমুল হৈচৈ চাই।
    মমতার পক্ষে এরকম কিছু করা বেশ মুস্কিলের। তাতে জহরলাল এমনকি গান্ধীর ভূমিকা নিয়েও টানাটানি হবে। এতোটা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ মমতার সইবে তো!!
    বামেরাও - হয়তো!!
  • PM | 018912.210.012323.15 | ২৮ মে ২০১৯ ২২:৩৮378660
  • সরকারী বামেরা তো শেষ ঃ) অতো বুদ্ধি থাকলে কি আর শেষ হতো ? এসব গুরু দয়িত্ত্ব এখন অতিবাম আর নৈরাজ্য বাদী , আর প্যাথলজিক্যাল বিদ্যে বোঝাই বাবু মশাই দের হাতে ঃ) ঃ)

    আমি খুব ই আষাবাদী। এতোকাল পরে পরে পাওয়া ১৪ আনা সুজোগ তারা ঠিক ঠাক কাজে লাগাবেন ঃ)
  • pp | 9004512.142.340112.12 | ২৯ মে ২০১৯ ০১:৩৫378662
  • যাঃ এল না তো!
  • S | 2390012.156.561223.1 | ২৯ মে ২০১৯ ০২:৫১378665
  • নাটক।

    ইভিএম মেশিনে গন্ডগোল করা যেতেও পারে। কিন্তু এইসব জনগণ করবে? একটা স্মার্টফোন থেকে? আর তিনোরা এদের ধরে এতোটা জেনেও ছেড়ে দিলো? তারাও একদম মিষ্টি মুখ করে বিজেপির হয়ে হ্যাক করতে এসেছি বলছে।
  • Atoz | 125612.141.5689.8 | ২৯ মে ২০১৯ ০৩:১৩378666
  • গান্ধীকে ধরে টান দেবে? নেহেরুকে ধরে টান দেবে? ঃ-)
  • pp | 9004512.142.340112.12 | ২৯ মে ২০১৯ ০৩:৩৮378667
  • "কিন্তু এইসব জনগণ করবে? একটা স্মার্টফোন থেকে?" না সেটা বিশ্বাস্য নয়। কিন্তু এটা স্ক্রীপ্টেড ও লাগল না। এনিওয়ে যা হবার তা হোয়েচে হোচ্ছেও ভয় প্রথম লিন্ক টা নিয়ে।
  • Amit | 340123.0.34.2 | ২৯ মে ২০১৯ ০৪:৫১378668
  • "বিজেপিকে আটকাতে দেশভাগ আর শ্যামাপ্রসাদের ভূমিকা নিয়ে তুমুল হৈচৈ চাই।
    মমতার পক্ষে এরকম কিছু করা বেশ মুস্কিলের।"

    কল্লোলদা , আপনারা লড়ে যান পুরো দমে। আমরা ১০০-% মরাল সাপোর্ট দিচ্ছি। আর কিছু দেওয়ার নেই , কারণ সিপিএম শেষ। দিদি হয়তো নিজের পিঠ বাঁচাতে আপনাদের সাহায্য চাইতে পারেন।

    শুভেচ্ছ রইলো :) :)
  • কল্লোল | 342323.191.3456.130 | ২৯ মে ২০১৯ ০৬:৫৩378669
  • অমিত। হয়তো জানেন, হয়তো জানেন না - "দিদি হয়তো নিজের পিঠ বাঁচাতে আপনাদের সাহায্য চাইতে পারেন।" - এই যে বহুবচনটি "আপনাদের" এটি প্রায় ৩৫ বছর আগেই নিশ্চিহ্ন হয়ে গেছে। এদের কেউ কেউ বিখ্যাত হয়েছেন অ্যাকাডেমিক্সে - ঐ অবধিই। বাকিরা "কেউ না" - এই আমাদের মতো - নানান স্যোশাল মিডিয়ায় মতামত দেই - এই পর্যন্ত। সাধ্যমত ছোটছোট প্রতিবাদ্গুলোতে শামিল হই ব্যক্তি হিসাবে।
    আর এই বিরাদরীর যে সব বহুবচন বাজারে ঘুরে বেড়ায় তারা অন্য বামেদের মতোই চিন্তাভাবনার জায়গায় বাঁধা পথেই চলে (হ্যাঁ, এমনকি মাওবাদীরাও)।
    হাৎড়ে বেড়াই, পড়শোনা করার চেষ্টা করি। ইন্টারনেট সেই সুযোগটা করে দিয়েছে।
    বয়সও তো বেড়ে যাচ্ছে। সব সময় সুস্থও থাকিনা। এই আর কি।
  • Amit | 340123.0.34.2 | ২৯ মে ২০১৯ ০৭:০৩378670
  • সরি কল্লোলদা, আপনাকে পার্সোনালি আটক করে ঠিক ওভাবে বলতে চাইনি। ওটা একটা ষ্ট্রায় কমেন্ট বেরিয়ে গেছে। দুঃক্ষিত।

    যেটা মেনলি বলতে চাইছিলাম : শায়মাপ্রসাদ কে বাংলার হিন্দুদের রক্ষাকর্তা বানিয়ে বিজেপি গত ২-৩ বছরে যে পরিমান ফেক ইনফো বাজারে ছেড়েছে , সেগুলোর কাউন্টার করা খুব ডিফিকাল্ট, লোকে আজকাল ফেক হিস্টিরি কেই আসল ভাবে।

    আর মমতার নিজের বিশ্বাস যোগ্যতা শুন্যের থেকে একটু কম, গত আট বছর লোকে এতো তাড়াতাড়ি ভুলবে না।
  • Ela | 230123.142.90078.31 | ২৯ মে ২০১৯ ০৭:০৭378671
  • অতঃপর কল্লোলদাকে কেউ পিসি সম্বন্ধিত কোনও ব্যাপারে দায়ী করবেন না। পিসিকে দিয়ে যিনি ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ করাতে চান তিনি যে পিসির কতবড় শত্রু ইতিহাস ও মহাকাল সেটা মনে রাখবে।

    জোকস অ্যাপার্ট। কল্লোলদা, ঐ হাতড়ে বেড়ানোর ইচ্ছেটুকুই যথেষ্ঠ। সুস্থ থাকুন, লিখতে/পড়তে থাকুন। বয়েস বাড়ছে আবার কি কথা, ছোঃ!
  • কল্লোল | 342323.191.3456.130 | ২৯ মে ২০১৯ ০৭:০৯378672
  • অমিত। সেটাই ভীষন খারাপ। কারুর বিশ্বাসযোগ্যতা থাকছে না।
    অথচ শ্যামাপ্রসাদ সম্পর্কে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়াটা এমন কোন বড় কাজ নয়।

    আর, না আমি কিছু মনে করিনি। তক্কে অমন চলে।
  • Ela | 230123.142.90078.31 | ২৯ মে ২০১৯ ০৭:১০378673
  • শায়মাপ্রসাদটা খুব ভাল লাগল। একেবারে বিজেপির মনের মত। ঃ)

    শায়মাপরসাদ বললে আরো ভাল।
  • Atoz | 125612.141.5689.8 | ২৯ মে ২০১৯ ০৭:১১378676
  • শুধু শ্যামা না, এখন নেতাজীকেও ধরেছে। "অখন্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী" র মর্যাদা দিতে চলেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন