এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৪৫৫৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 9006712.229.0112.212 | ২৫ মে ২০১৯ ০৪:৩৭378543
  • পশ্চিমবঙ্গ ২০১৯ ---
    তিনো - ৪৩.২৮%, বিজেপি - ৪০.২৫%, বামফ্রন্ট - ৭.৪৬%, কংগ্রেস - ৫.৬১%

    ট্রেন্ড --- https://bengalinfo.com/election_2019.php
  • PT | 340123.110.234523.24 | ২৫ মে ২০১৯ ০৬:২৮378545
  • "এ দিন বেলা দশটা নাগাদ বিজেপি সমর্থকরা ওই জমি সংলগ্ন কালীমন্দির থেকে গোপালনগর পর্যন্ত শিল্পের দাবিতে মিছিল করেন। নেতৃত্বে থাকা সঞ্জয় পাণ্ডে বলেন, ‘‘রাজ্যবাসীর আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু ছিল টাটা প্রকল্প। কারখানা হলে মানুষ কাজ পেতেন। তৃণমূলের আমলে রাজ্যে পাতে দেওয়ার মতো কোনও শিল্পই হয়নি। উল্টে তিনটে জুটমিল বন্ধ হয়ে গিয়েছে। আমরা চাই সিঙ্গুরে টাটারা ফিরে আসুন।’’ বিজেপি সমর্থক অসিত জ্যোতি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী জেদ করলেই তো হবে না। টাটা প্রকল্পের এই পাথুরে আর কাঁকড় মেশানো মাটিতে আর যে চাষ সম্ভব নয়, সেই বাস্তবতার কথা সরকারকে বুঝতে হবে। তাই এখানে ফের কারখানা হোক। আমাদের ঘরের বেকার ছেলেরা চাকরি পাক।’’ ফের একবার সিঙ্গুরের মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে বিজেপি প্রার্থী লকেট বলেন, ‘‘ওখানকার মানুষের জন্য যাতে সদর্থক কিছু করার চেষ্টা করব।’’

    https://www.anandabazar.com/state/general-election-results-2019-tmc-suffers-a-huge-loss-at-singur-as-voice-for-industry-gets-louder-1.996984
  • Amit | 340123.0.34.2 | ২৫ মে ২০১৯ ০৬:৩৫378546
  • কি অন্যায়। সিঙ্গুরের লোকজন এতটা অকৃতজ্ঞ কি করে হতে পারলো ? ওদের ভালোর জন্য এক মহান নেত্রী ৩০ দিন চকলেট খেয়ে অনশন করেছিলেন , সেই উজ্জ্বল অধ্যায় তারা কি করে ভুলে গেলো ?

    আর বাম ভোট রুমে যাওয়ার জন্য সূর্যকান্ত বা বিমান বোসে র এগেইনস্ট কোনো পুলিশ কেস হয়নি এখনো ? নাকি দিদির ভাইয়েরা আজকাল শুধু নেট-এই কান্না কাটি করেন ?
  • PM | 018912.210.012323.15 | ২৫ মে ২০১৯ ০৬:৪৮378547
  • "আর নন্দীগ্রামের পরিপ্রেক্ষিতে অবশ্যই সরকার বদলের কথা বলেছি ;"--- রন্জনদা কি আজকাল আর সিঙ্গুরের কথা বলেন না ?
  • PT | 340123.110.234523.24 | ২৫ মে ২০১৯ ০৭:০৬378548
  • dc | 342323.228.783412.120 | ২৫ মে ২০১৯ ০৭:৪৩378549
  • হে হে সিঙ্গুরে আবার শিল্প হবে নাকি? সিঙ্গুরের অনিচ্চুক চাষীরা কি বলছেন? সেই কি যেন একটা ছিল বাঙ্গুর জমি বাঁচাও কমিটি না কি, যারা বলেছিলেম সিঙ্গুর থেকেই মহান বিপ্লব শুরু হবে তাঁরা কি করছেন?

    একটা বাস চলে গেলে পরের বাস আসতে কিন্তু সময় লাগে।
  • dc | 342323.228.783412.120 | ২৫ মে ২০১৯ ০৭:৫৩378550
  • ওদিকে কেরল লোকসভা নির্বাচন থেকেও একটা ইন্টারেস্টিং খবর বেরিয়ে এসেছে। সেখানে প্রায় প্রতিটা সিটে কং প্রার্থীরা রেকর্ড মার্জিনে জিতেছেন, স্বাধীনতার পর থেকে নাকি এরকম মার্জিন হয়নি। আর লেফট প্রাথীরা মোটে একটাই সিটে জিতেছেন। কেরলে বাম ভোট ট্রান্সফার হয়েছে কংএ। রাজ্যে রাজ্যে বামপন্থী সমর্থকরা হঠাত নিজেদের দল ছেড়ে অন্য দলে ভোট দিচ্ছে কেন?
  • কল্লোল | 785612.40.4589.91 | ২৫ মে ২০১৯ ০৮:২৯378551
  • সৌমিত্র দস্তিদারের সথে পুরোপুরি একমত। নক্শালদের গান্ডুমীর Kওন সীমা পরিসীমা নেই। এরা বোথের না এদের ক্ষমতা কতোটা। এদের মিটিঙ্গগুলোতে থাকলে বুঝবেন। চারটে লোক হয় না, কিন্তু বক্তব্যে বিপ্লব। এদের কথা ধরার কোন কারনই নেই।
  • PM | 340123.202.344523.107 | ২৫ মে ২০১৯ ১০:৩৮378553
  • নোটা দিয়ে এসব দুর্বিপাক এড়ানো যায় না ? ঃ) সব সমস্যার সমাধান তো নোটাই ছিলো শুনতাম
  • PT | 340123.110.234523.4 | ২৫ মে ২০১৯ ১০:৪২378554
  • কল্লোলদা, তবুও দেখতে খারাপ লাগে। যাদবপুরে সুসি আর পুততুন্ড ক্যান্ডিডেট দিয়েছিল। এদের কি কোন দায় ছিল না অন্ততঃ তিনো-বিজেপি বিরোধী একটা বার্তা পাঠানোর যেটা এমনকি কংগ্রেসও করেছিল?
  • Hmm | 561212.97.892312.197 | ২৫ মে ২০১৯ ১১:১৮378555
  • dc, 7:53,

    কেরলে মুসলিমরা ঢেলে কং কে ভোট দিয়ে্ছে, যেনন বাংলায় টিএমসিকে দিয়েছে ঃ)
  • PT | 340123.110.234523.4 | ২৫ মে ২০১৯ ১১:২৯378556
  • সর্বত্রই বোধহয় একই ধরণঃ
    "Voters in the slum clusters and unauthorised colonies, considered supporters of the Aam Aadmi Party, voted decisively for the Bharatiya Janata Party (BJP) while Muslims backed the Congress......"
  • dc | 342323.228.893412.72 | ২৫ মে ২০১৯ ১১:৩০378557
  • এবারের নির্বাচনের ফল সত্যিই অদ্ভুত। অ্যাক্রস আইডিওলজি, অ্যাক্রস ক্লাস, অ্যাক্রস কাস্ট লোকে বিজেপিকেই ভোট দিয়েছে।
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ১১:৪০378558
  • ইভিএম ইসে।
  • কল্লোল | 342323.191.0167.198 | ২৫ মে ২০১৯ ১১:৫০378559
  • পিটি।
    তবু এসইউসি বা অন্যেরা সত্ত্বেও বিকাশ ভালো ভোট পেয়েছে। কিন্তু দ্যাখো - সুজন হারছে, আর শুধু হারছে না বিজেপি ফার্স্ট।
    একটা বিষয় পরিস্কার সিপিএম যে সংগঠন নিয়ে গর্ব করতো - সেটার আর অস্তিত্ত্ব নেই। তা না হলে ৩৯টা জামানত জব্দ হয় না।
    বুর্জোয়া দল/আমেরিকা/আরএসএস/গ্রামীণ সামন্তপ্রাভূরা চিরকালই বামেদের মুছে দিতে চেয়েছে - পারেনি। তেলেঙ্গানা-তেভাগায় মার খেয়েছে, ৬২তে ৭২এ মার খেয়েছে কিন্তু এভাবে মুছে যায় নি। ৭২এর নির্বাচনেও ১৪টায় জিতেছিলো।
    এখন তবে কি হলো?
  • PT | 340123.110.234523.4 | ২৫ মে ২০১৯ ১২:০৫378560
  • একটা উত্তর সব সময়েই দেওয়া যায়ঃ
    বামমার্গী কোন দলকে ভারতীয়দের প্রয়োজন নেই। এমনকি কংগ্রেসকেও না। তারা ধর্ম, জাত-পাত আর নাহলে নিতান্তই ব্যক্তিভিত্তিক (benevolent dictator?) দলের শাসনে থাকতে চায়। হয়্ত বঞ্চিত হতে হতে গণতন্ত্রের ধারনাটাই ঘঁটে গিয়েছে। আপাততঃ কিছু পেলেই হল। ২ টাকা কিলোর ভিক্ষান্নর সঙ্গে কেউ এক চামচ ঘি দিলে তার সঙ্গেই চলে যাবে মানুষ।
    একসময়ে খর্গপুরের তরুন-যুবকরা তিনোদের উন্মাদের মত সমর্থন করত-রেলে চাকরীর আশায়। সেটা যে পাওয়া যাবে না-তাদের চিট করা হচ্ছে সেটা কেউ তাদের বোঝাতে পারেনি। আমি দুএকবার চড় থাপ্পর খেতে খেতে বেঁচে গিয়েছি। এতদিনে সেসব বুঝে, ঘুরে বিজেপির সঙ্গ ধরেছে-এরপর তারা কোথায় যাবে?
  • PT | 340123.110.234523.4 | ২৫ মে ২০১৯ ১৪:৩৩378561
  • শুধু বাম থেকে রাম নয়?
    "শুক্রবার সকালে ময়নাগুড়ির মাধবডাঙায় তৃণমূলের একটি দফতরে ঢুকে বিজেপি কর্মীরা দখল নেয় বলে অভিযোগ। যদিও সেই দফতরের ভার বিজেপি কর্মীরা নিজেদের কাছে রাখেনি। ঘরের চাবি বিজেপি নেতারা তুলে দেন এলাকার কংগ্রেস কর্মীদের হাতে। কংগ্রেসের অভিযোগ, এক সময়ে দফতরটি তাদেরই ছিল। ২০১২ সালে তৃণমূল সেটি দখল করে নেয়। এ দিন পুরনো দফতর ফিরে পেয়ে বিজেপিকে ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস কর্মীরা। বিজেপি নেতা শিবশঙ্কর দও বলেন, “আমরা চাই রাজ্যে গণতন্ত্র থাকুক। কেউ গায়ের জোরে কারও দলীয় দফতর কেড়ে নেবে তা হবে না। আমরা দফতর পুনরুদ্ধার করে কংগ্রেসের হাতে তুলে দিয়েছি।’’ বিজেপির একটি সূত্রের দাবি, লোকসভা ভোটে বহু কংগ্রেস কর্মী-সমর্থক তাঁদের ভোট দিয়েছে। তাই পাল্টা উপহার হিসেবে দলীয় দফতর ফিরিয়ে দেওয়া হয়েছে।"
  • সুসি | 2345.110.345612.16 | ২৫ মে ২০১৯ ১৪:৫৫378562
  • দলিত কি বেটি বহেনজি দিদির জোটসঙ্গী হলেও বাংলায় হাতি প্রার্থী দিলেন তার বেলা?
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৫ মে ২০১৯ ১৪:৫৬378565
  • আশা করা যায় জে সিপিএমও তাদের গড়িয়া এবং অন্যান্য অঞ্চলে হারানো অফিস গুলো ,একই যুক্তিতে, ফিরে পাবে? সিটূর বেদখল হওয়া একটা বড় অফিস তো পিটির বাড়ির কাছেই।
    এদিকে বিজেপিও বীজপুরে তিনুর অফিস দখল করে তাতে গেরুয়া রঙ করা শুরু করে দিয়েছে। পাবলিক বলছে ওখানে শ'য়ের বেশি ক্লাব ( নিশ্চয় দিদির দু'লাখ দক্ষিণা পাওয়া) রাতারাতি ভোল পালটে বিজেপি হয়ে গেছে। ফলে পার্টি অফিস দখল করা কোন সমস্যা নয় । আরও হবে। মুকুল রায় জিন্দাবাদ!
  • T | 238912.66.9002312.190 | ২৫ মে ২০১৯ ১৫:১৬378566
  • উত্তরবঙ্গে তো বটেই, দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় রাতারাতি তৃণমূল সংগঠন গেরুয়া হয়ে গ্যাছে। সব। কল্লোলদা, কাদের নিয়ে এসেছিলেন ডেকে? :))
  • কল্লোল | 785612.40.011212.181 | ২৫ মে ২০১৯ ১৫:৫৪378567
  • এরসিঙ্গ তো ২০১০তে সিপুয়েম ছিলো।
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৫ মে ২০১৯ ১৭:৫৭378568
  • বাঁকুড়ার সিপিএম নেতা অমিয় পাত্র নিজেই বলছেন-- তিনোর হামলার থেকে বাঁচতে বিজেপির আশ্রয় নেওয়া।
  • PT | 340123.110.234523.15 | ২৫ মে ২০১৯ ১৮:১৭378569
  • তাহলে ভেবে দেখুন যে কিরকম দলকে তাত্বিক তোল্লাই দিয়ে ক্ষমতায় এনেছিলেন। আর এখনো ডিফেন্ড করে যাচ্ছেন। তাদের অত্যাচারে মানুষ শেষ পর্যন্ত শয়্তানের কোলে আশ্রয় নিয়েছে।
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৫ মে ২০১৯ ১৮:৪৫378570
  • আর কত পিটিবাবু?
    কমিউনিস্ট পার্টির লোক শাসকের অত্যাচারে সবচেয়ে প্রতিক্রিয়াশীল কম্যুনাল দলের আশ্রয় নিচ্ছে এটা বলে কমিউনিস্ট আদর্শের অপমান করবেন না? কমিউনিস্ট পার্টি রুখে দাঁড়াতে না পারলে , নিজের ক্যাডারদের প্রটেকশন দিতে অক্ষম হলে সেটা নিজেদের ফেলিওর নয় ? দোষ দশ বছর আগে শহরে কয়েকজন বুজি কী বলেছে তার? থাকুন উটপাখি হয়ে।
    এতদিন জে কথাটা অস্বীকার করছিলেন, অপপ্রচার বলছিলেন --সেটা এক্ষণ আপনার নেতা অমিয় পাত্র বলছেন।
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ১৮:৫৪378571
  • দোষ দিদির ও তার চ্যালাদের যারা পবকে যেকোনও ভাবে বিরোধী শুণ্য করতে চেয়েছে। আগামী দুবছর বিজেপি গুড বয়টি হয়ে থাকবে। ২০২১এ জেতার পরে আসল রং দেখাবে।
  • PT | 340123.110.234523.8 | ২৫ মে ২০১৯ ১৮:৫৫378572
  • এইসব তাত্বিকতা কি না করলেই নয়?
    #জঙ্গলমহলে যখন বুদ্ধবাবুর কনভয়ে মাইন ফাটানো হয় তখন কি কি তাত্বিকতা করেছিলেন?
    #জঙ্গলমহলে কসাইখানা চালু ছিল তখন কাদের সমর্থন করেছিলেন?
    #তিনোদের অনশন মঞ্চে বিজেপি নেতাদের উপস্থিতির সময়ে কার পক্ষ নিয়েছিলেন?
    #বিধানসভা লন্ডভন্ড করার কালে কতবার নিন্দাবাক্য উচ্চারণ করেছিলেন?
    যারা সিপিএমের ক্যাডারদের ওপরে হত্যালীলা চলাকালীন চুপ করেছিল তারাই দেখছি এখন সিপিএমের নিন্দায় সব চাইতে মুখর!!
  • sm | 2345.110.123412.138 | ২৫ মে ২০১৯ ১৮:৫৮378573
  • এরা সব্বাই দুস্টু লোক।কেউ লেভি দেয় নি।কারো কথা বলার রাইট ই নেই।
  • বাঙাল | 238912.66.454512.20 | ২৫ মে ২০১৯ ২১:৪১378574
  • "
    বাঁকুড়ার সিপিএম নেতা অমিয় পাত্র নিজেই বলছেন-- তিনোর হামলার থেকে বাঁচতে বিজেপির আশ্রয় নেওয়া।" এটা এবিপির কারসাজি। আমিও চমকে গেছিলাম। ওর পরে উনি বলছেন এসব অবান্তর কথা। আমার অবশ্য মনে হয় যদি সিপিএম সমর্থকেরা বিজেপিকে ভোট দিয়ে থাকে ঠিকই করেছে।
  • lcm | 900900.0.0189.158 | ২৫ মে ২০১৯ ২১:৫৪378576
  • দিদির দোষ, বা, সিপিএমের দোষ।
    তাই এবার দিদি এবং সিপিএম একজোট হবে।
    দুনিয়ার দোষী এক হও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন