এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৪৬১৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | 230123.142.67900.96 | ২৩ মে ২০১৯ ২৩:০৭378377
  • আর একটা কথা বলার। সূর্যবাবু আমার শত্রু নন, যদি হতেন তবে পিটিকে আমি বামেদের খামতির কথা আগ বাড়িয়ে বলতে যেতাম না। সেটা অবশ্যই তাত্ত্বিক লেভেলের কথা নয় কিন্তু গ্রাউন্ড লেভেলের কথা। এই কাঁটা বেছে খাওয়াটা অবাক করল। মানে তিনো পা বাড়িয়ে আছে-র 'তত্ত্ব'টা টকাস করে গিলে নেওয়া গেল কিন্তু বাকিটুকু 'এই আমি আগে বলেছিলুম জাতীয় আজব ক্লেমটির কী মানে' হয়ে গেল! এই ইগো, এই অকারণ ঔদ্ধত্য, এই প্রায় না চিনেই দাগিয়ে দেওয়ার মানসিকতা থেকে প্রথমে বিরোধী দলনেতা মান্নান, তারপর লোকসভায় খাতা খুলতে না পারা এবং শেষে কী হবে তা স্বয়ং মার্ক্সও জানেন না। আমি কেটে উঠলাম। আপনারা চুলচেরা বিশ্লেষণ চালিয়ে যান।
  • PT | 340123.110.234523.19 | ২৩ মে ২০১৯ ২৩:১০378378
  • একটু খোলসা করুন...কার নাম লুকিয়ে কুৎসা করলাম? কুৎসার ব্যাপারটা আপনি আবার অন্যদের চাইতে বেশী বোঝেন! ওটা লিখেছি যখন কল্লোলদার নাম করে তখন ওটা কল্লোলদা আর যার ঐ স্লোগানের সমর্থক ছিল তাদের উদ্দেশ্যেই লেখা।
  • T | 342323.191.7812.102 | ২৩ মে ২০১৯ ২৩:২৮378380
  • ল্লেহ, আপনিই তো অ্যাতক্ষণ ক্লেম করছিলেন যে এই বাম টু রাম তত্ত্ব আপনিই টের পেয়েছেন এবং কেউ নাকি মানে নি। এ জন্যই তো বললাম এসব বহু আগে থেকে আলোচনা হচ্ছে। আপনি প্রথম নন। :) এর মধ্যে আবার ঔদ্ধত্য, মানসিকতা আবার কোত্থেকে এলো। হ্যা হ্যা হ্যা।

    তপসিয়া থেকে ক্যানো জানব! :)) আপনি য্যামন রাণাঘাটে গিয়ে জেনেছেন আমি তেমনি পাতি কাগজে লুচি খাওয়ার গল্প পড়ে দুয়ে দুয়ে চার কল্লাম। ভাটপাড়ার কেসটাই দেখুন না।
  • PM | 018912.210.012323.15 | ২৩ মে ২০১৯ ২৩:৩৮378381
  • এলেবেলে , রাগ করবেন না। তো ঘটনা বহুল দিনে একটু হাওয়া গরম না হলেই আশ্চর্য।

    আপনার থিওরীটা খুব ই আশ্চর্য্য জনক। খোজ খবর নিচ্ছি।

    মাঝের লেভেল এর লোকজন দেখলাম টাইট লিপড।

    একজন WA এ বল্ল
    "Etai to hbr chilo. Tumiee jntena?
  • PT | 340123.110.234523.19 | ২৩ মে ২০১৯ ২৩:৪৫378382
  • আরে রাগেন কেন? এসব অন্ধের হস্তিদর্শন হচ্ছে। যেমন এটা...আজকের সম্পাদক সমীপেষু থেকেঃ

    "গ্রামের দিকে একটু ঘোরাঘুরি করুন, কট্টর তৃণমূলী পরিবার দলে দলে কী ভাবে ঘর পরিবর্তন করছে, টের পাবেন। চোখেমুখে তাদের কঠিন প্রতিশোধ্স্পৃহা"

    মানে? কার ওপরে প্রতিশোধ নিতে চায় তারা?
  • Du | 237812.58.560112.24 | ২৩ মে ২০১৯ ২৩:৪৬378383
  • বেশ যাহোক। তিনমাস ধরে প্রচার চললো টিএমসি বিজেপি বাম ০ দেখিয়ে তারপরে ফল বেরোতেই কি বিস্ময়!! বামেরা কেন পেলোনা?
  • sm | 2345.110.234512.83 | ২৩ মে ২০১৯ ২৩:৫২378384
  • বামেরা সিট জিতবেনা, অনেকেই প্রেডিক্ট করেছিলেন।তাইবলে প্রায় পুরো ভোটব্যাংক বিজেপির দিকে শিফট করিয়ে দেবেন,সেটা কেউ প্রেডিক্ট করতে পারে নি।।অবপ অবিশ্যি পোস্ট পোল প্রেডিকশন করেছিল,বাম ভোট 7 পার্সেন্ট এ নেমে আসবে।বামেদের প্রায় সব প্রার্থীর জমানত বাজেয়াপ্ত হওয়ার যে খবর বাজারে চলছে,সেটা প্রেডিক্ট তো রকেট সায়েন্টিস্ট ও পারে নি☺️!
  • এলেবেলে | 230123.142.67900.96 | ২৩ মে ২০১৯ ২৩:৫৩378385
  • @PM, আমি রাগ করেছি তা আপনাকে কে বলল? দেখছেন না ২০১৮র পঞ্চায়েতে গণনার কথা বললেও এবং তখন থেকেই আঁচ করার কথা বললেও কেমন 'আপনি য্যামন রাণাঘাটে গিয়ে জেনেছেন' টাইপের কথা আসছে। এসব আমার পরিচিত সুর। বছর তিনেক আছি, কে কী সুরে কাদের সঙ্গে কতটা তুশ্চু করে কথা বলতে ওস্তাদ তা মোটামুটি জানি আর কি। তাই ইগনোর করি। 'একমাত্র আমিই জানতাম আর কেউ জানত নাকো' টার্মটার কপিরাইট সিপিএমের। বাকিরা ওই ক্লেম করেন না কারণ সেই ক্লেম করলে পয়সাও মেলে না, তাঁরা অত সবজান্তা হওয়ার ভাবও করেন না। আমার যেখানে কর্মস্থল সেখানে প্রচুর জেলার মানুষ একত্রিত হন, তাই সবকিছু 'রানাঘাট' থেকে না জানলেও চলে। রানাঘাটকে আমাদের মতো পাঁচ পাবলিক 'আলিমুদ্দিন' ভেবে গড় করতে অভ্যস্ত নন। এই তো কথা।
  • এলেবেলে | 230123.142.67900.96 | ২৩ মে ২০১৯ ২৩:৫৯378388
  • পিটি, পোলারাইজেশন হবে অথচ 'প্রতিশোধস্পৃহা' থাকবে না? 'মুসলমান তোষণ' মাথায় এমন ঢুকে গেছে, সিন্ডিকেট এমন থাবা বসিয়েছে যে সবাই হেস্তনেস্ত চেয়েছেন। ঘোর তিনোরাও চাপা ছিল, বাইরে ভাব দেখিয়েছে তিনোর। দেওয়াল লিখেছে, খেটেছে কিন্তু বিক্ষুব্ধ হিন্দু তিনো ভোট দিয়েছে পদ্মে।
  • T | 342323.191.7812.102 | ২৩ মে ২০১৯ ২৩:৫৯378387
  • :))) ওরে বাবা
  • Du | 237812.58.560112.24 | ২৪ মে ২০১৯ ০০:০১378389
  • যাদের জিভ কেটে খুন করা হলেও খবর হয়্না আজ তাদের ওপর বিজেপিকে জেতানোর দায় চাপিয়ে দেয়া কি বলবো, অধর্ম বলেই মনে করি।
  • S | 458912.167.34.76 | ২৪ মে ২০১৯ ০০:০২378390
  • আচ্ছা তিনোরা ভোটে হেরে গিয়ে বামেদের গাল দিচ্ছে কেন? অথচ বিজেপিকে কিছুই বলছেনা।
  • S | 458912.167.34.76 | ২৪ মে ২০১৯ ০০:০৬378393
  • এদের কি ২০০৯ বা ২০১১ মনে নেই?
  • T | 342323.191.7812.102 | ২৪ মে ২০১৯ ০০:০৬378392
  • বিরোধী ভোট একজায়গায় গ্যাচে তাই গাল দিচ্ছে। তিনোরা ভেবেছিল লেফট ভোট ধরে রাখলে বিয়াল্লিশে বিয়াল্লিশ ইত্যাদি।
  • :) | 781212.194.3490012.151 | ২৪ মে ২০১৯ ০০:১৫378394
  • বামেরা পাবে কেন? কিন্তু বামেরা নিজেদের স্বাভাবিক মতো ভোট করলে বিজেপি থেকে যে ২০% ভোট কমত তাতে তাদের ১০-১২ টা সীট কমত। সেক্ষেত্রে বামেরা তিনোর লক্ষ্মীপ্যাঁচা হত, কারণ ঐ সীটগুলো জিতত তিনোরাই। এককভাবে কোন কেন্দ্রেই বামদের সংখ্যাগরিষ্ট ভোট পাওয়ার ক্ষমতা আর নেই। কিন্তু বামেরা একেবারে ছক উল্টিয়ে খেলল। এর ফল দেখার জন্য দুবছর অপেক্ষা তো করতেই হবে। ইচ্ছাকৃত এই বাম ভোট শিফটিং - ফিল্ডের সাথে সরাসরি যুক্ত বাম ক্যাডাররা অবশ্যই জানত। এবারের ভোটের আগে পরিচিত গুরুর রেসিডেন্ট বামেদের নৈঃশব্দ সেদিকেই ইঙ্গিত করছে।

    আরেকটা ইভিএম বদলের থিওরি আছে। মানে শেষ দফার ভোটের আগের সব ইভিএমই বদলেছে। তাইতে যদিও সর্বত্র ভোট স্বাভাবিকভাবেই হয়েছে, যার ছায়া আলাদাভাবে শেষ দফার ভোটের রেজাল্টেই দেখা যায়, কিন্তু পাল্টে যাওয়া মেশিনে ছক কষে ভোটদাতাদের ৬-৭% বাম ভোট রেখে বাকি বিজেপিতে চালান দেওয়া হয়েছে, তিনো পারসেন্টেজ ঘাঁটানো হয়নি রেজাল্টকে সন্দেহের বাইরে রাখার জন্য। কিন্তু এই তত্ত্বের পক্ষে বলার মতো কেউ নেই, কারণ বামেরা যদি বলেও যে - না, বাম ভোট সব বামেই গেছে, এ রেজাল্ট অসম্ভব, কেউ বিশ্বাস করবে না।
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৪ মে ২০১৯ ০০:৩০378395
  • ্নাঃ , সিপিএম এর ভোট বিজেপিতে শিফট হয় নি । সব অপপ্রচার।
    আসলে তিনোরা ইচ্ছে করে নিজেদের ১৮টা সিট বিজেপিকে ছেড়ে দিয়েছে।
    মানিক সরকারের সতর্কবাণী টা এমনি এমনি, বিপক্ষকে বোকা বানানোর রণনীতি।
    আর এর সংগে যে বিধানসভার উপনির্বাচন হল আটটা সিটে, তার চারটে তিনোরা ইচ্ছে করে বিজেপিকে দিয়ে দিল! যাতে বিধানসভাতেও নিজেদের সীট কমে যায় ! তিনোর ভোট প্রতিশত উপনির্বাচনে চল্লিশের নীচে নেমে গেছে, বিজেপির ৪০ পেরিয়েছে। এসব তিনোরা ইচ্ছে করে করেছে!!!
    কিন্তু একটা হিসেব মিলছে না । চল্লিশটা সীটে সিপিএম প্রার্থী দিয়েছিল। বিকাশবাবু ছাড়া সবার জামানত জব্দ হল কেন? কমঃ সেলিমেরও?

    পিটি,
    যদি জোট করে বিকাশবাবুকে হারাতে বিজেপির ভোট তিনোর দিকে যেত। তবে বিকাশবাবু দু'নম্বরে থাকতেন, তিননম্বরে না ।
    আর কেরালায় তো বুজি পুজি পাজি বা তিনো কেউ ছিল না । ওখানে মোদী লহর নেই। সিপিএম ক্ষমতায় থেকেও ১টা সীটে আটকে গেল কেন?
    আর সিপিএম এর ভোট যদি ৩০% থেকে কমে ১০% এর নীচে নামে তাতে অন্যদলের কী ভুমিকা?
  • অর্জুন অভিষেক | 671212.72.892312.240 | ২৪ মে ২০১৯ ০১:২১378396
  • বাহ! সবাই সবার ভোট ভাগ বাটোয়ারা করে নিল আর বামেরা শূন্যে ঝুলে রইল। ঃ-) ঃ-) ঃ-)
  • Amit | 340123.0.34.2 | ২৪ মে ২০১৯ ০২:২৯378398
  • যে আসে আসুক :) :) 2011 তে হতে পারলে ২০২১ এ কেন নয় ? যা ইচ্ছে হোক না।
    গুন্ডারাই তো রাজত্ব করছে, বা করবে, সবুজ না গেরুয়া, কোন রঙের, তাতে কার কি মোজা ছেড়া গেলো? কয়েকটা কম বেশি লোক মরবে, হয় গরু নিয়ে নাহয় গুড় বাতাসা খেয়ে, এই তো যা তফাৎ। যাক গে, নিজে বাচঁলেই হলো।
  • lcm | 9006712.229.0112.212 | ২৪ মে ২০১৯ ০২:৫২378399
  • Amit | 340123.0.34.2 | ২৪ মে ২০১৯ ০৩:৩৮378400
  • ইমাম বরকতী যখন বিজেপির লোকজনকে পাথর ছুড়ে মারার ফতোয়া দিচ্ছিলো, যখন মোটা পার্থ চাটুজ্জে তিন তালাক নিয়ে বিরোধিতা করতে গিয়ে নিজের বৌকে যখন ইচ্ছে গলা ধাক্কা দেওয়ার কথা বলে ফালতু হাততালি কুড়োচ্ছিলো, যখন ইমাম ভাতা দেওয়া হচ্ছিলো, অথবা পাব তে সাম্প্রদায়িক ঘটনা গুলো মিডিয়াতে চেপে দেওয়া হচ্ছিলো, তখন মমতার বা বাম বুজিরা মুখ বুজে ছিলেন আর সোশ্যাল মিডিয়াতে গুজব টার দশ গুন্ সমস্যা তৈরি করেছে। যখন সরকার কিছু খবর বাইরে আস্তে দেয়না, তখন গুজব টার জায়গা নেবেই। সব সুদে আসলে জমা হয়েছে এই কবছর, আর বিজেপি তার ফায়দা ওঠাবে এখন। এরা তো আসামের থেকেও উর্বর জমি পেয়ে যাবে এখানে। মমতা জমি তৈরি করেই রেখেছে। এবার নেক্সট ছ মাসে দেখা যাক তিনো দলটার কত টুকু টিকে থাকে।

    বিজেপি মাইনরিটি ভোট কনসেপ্ট টার ন্যারেটিভ টাকেই উল্টে দিয়েছে গত পাঁচ বছরে। ২০১৪ হোক, UP হোক, ২০১৯ হোক , এরা প্রমান করে ফেললো যে মাইনরিটি ভোট আর ম্যাটার করবে না, বরং যত অপসিশন লিডার রা বিজেপির ভয় দেখাবে মাইনরিটি ভোট কনসোলিডেট করার জন্য , ততো উল্টে মেজরিটি ভোট ওদের পক্ষে কনসোলিডেট হবে। ইন্ডিয়া যতই সেক্যুলার হোক, কিন্তু সেটা প্রথমে একটা হিন্দু হার্ট ল্যান্ড, এই কনসেপ্ট এতো খেয়ে গেছে লোকে যে বেকারি, কৃষি বিপর্যয়, যুদ্ধ, ডিমনি স্ক্যান্ডাল কিছুই আর ম্যাটার করছে না। পেতে ভার না থাকে, তবু সব কিছুর আগে হিন্দু ইডেন্টিটি টাই চাই বেশির ভাগ জনতার।

    আর হ্যা, পাবলিক কে ছাগল বলে লাভ নেই। তাতে নিজের মনের শান্তি হলেও বাস্তব পাল্টায় না। অপসিশন নিজেদের রেইনভেন্ট করতে না পারলে, এই নতুন খেলায় জাস্ট উড়ে যাবে। কটা রাজ্য এদিকে সেদিকে জিতলে কিচ্ছু হবে না, লোকে লোকসভার ভোট অন্য স্কেল এ দিচ্ছে।
  • S | 458912.167.34.76 | ২৪ মে ২০১৯ ০৩:৪৮378401
  • পব তাহলে জেল। তাইতো?
  • Amit | 340123.0.34.2 | ২৪ মে ২০১৯ ০৩:৫৪378402
  • জেল মানে কি গেলো লিখলেন ? হ্যা, কালকের পর আর ভরসা পাচ্ছি না বিজেপিকে আটকানোর।
  • S | 458912.167.34.76 | ২৪ মে ২০১৯ ০৪:০১378403
  • আস্রানীর meme টা।
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৪ মে ২০১৯ ০৪:২৬378404
  • অমিতের বক্তব্যঃ
    "বিজেপি মাইনরিটি ভোট কনসেপ্ট টার ন্যারেটিভ টাকেই উল্টে দিয়েছে গত পাঁচ বছরে। ২০১৪ হোক, ঊ হোক, ২০১৯ হোক , এরা প্রমান করে ফেললো যে মাইনরিটি ভোট আর ম্যাটার করবে না, বরং যত অপসিশন লিডার রা বিজেপির ভয় দেখাবে মাইনরিটি ভোট কনসোলিডেট করার জন্য , ততো উল্টে মেজরিটি ভোট ওদের পক্ষে কনসোলিডেট হবে। ইন্ডিয়া যতই সেক্যুলার হোক, কিন্তু সেটা প্রথমে একটা হিন্দু হার্ট ল্যান্ড, এই কনসেপ্ট এতো খেয়ে গেছে লোকে যে বেকারি, কৃষি বিপর্যয়, যুদ্ধ, ডিমনি স্ক্যান্ডাল কিছুই আর ম্যাটার করছে না। পেতে ভার না থাকে, তবু সব কিছুর আগে হিন্দু ইডেন্টিটি টাই চাই বেশির ভাগ জনতার।"
    একদম সঠিক।
    -- তাই বিপরীতে স্পষ্ট এবং কংক্রিট ন্যারেটিভ চ্যাঁই।
  • S | 458912.167.34.76 | ২৪ মে ২০১৯ ০৪:৩৫378405
  • কঙ্গ্রেস+তিনো+সপা+বসপা+নবীন+ডিএমকে+নাইডু+এনসিপি+আপ+বাম মিলে কোনও ন্যারেটিভ তৈরী হতেই পারেনা। হয়ওনি। বিজেপি মোদি সেন্ট্রিক ইলেক্শন চেয়েছিলো, বিরোধীরা হাতে করে তুলে দিয়েছে। বেকারি, কৃষি, অর্থনীতির মতন গুরুত্বপুর্ণ ইস্যুতে নিয়ে কেউ প্রায় কোনও কথাই বলেনি এইবারের ক্যাম্পেইনে, বললেও মোদির পক্ষের ও বিপক্ষের আওয়াজে সেসব চাপা পড়ে গেছে।
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৪ মে ২০১৯ ০৫:৪১378406
  • রাহুল রেজিগনেশন দিতে যাচ্ছেন।
    ওঁর ক্যাম্পেন এর রণনীতি ছিল মোদীকেন্দ্রিক। জোর দিচ্ছিলেন যে মোদীকে হঠাতে হবে--সবাই মিলে।
    ১)এটাই মোদীর খেলা ছিল। বিজেপির সরকার নয় , মোদীর সরকার। মোদীর সেনা। বালাকোট মোদীর সেনা করেছে। মোদী করেছে। পাকিস্তানের ঘরে ঢুকে মেরেছে। মুখ্যমন্ত্রী থাকার সময় গুজরাতি অস্মিতা, ছাপান্ন ইঞ্চি ছাতি। এবার ভারতের সম্মান। বিশ্বের দরবারে ভারতের মান। ভারত এখন গোটা দুনিয়ায় তিন নম্বর(!)। আবার চান্স দিলে বলা যায় না আরও উঁচুতে!
    রাহুল সঠিক ভাবে র‍্যাফেল ইস্যুকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। মোদী ব্যাকফুটে।
    কিন্তু ব্যালান্স হারিয়ে 'চৌকিদার চোর' বলা শুরু করে 'সুপ্রীম কোর্ট বলেছে চৌকিদার চোর' বলে ফেলল। তারপর ভুল স্বীকার করে মাপ চাইল।
    বিজেপি দেখাল রাহুল মিথ্যে বদনাম করেছে।
    পাবলিক এটা ভাল ভাবে নেয় নি ।
    রবার্ট ওয়াড্রা ও কার্তি চিদাম্বরম আর্থিক ঘোটালায় অভিযুক্ত, চার্জশীট তৈরি। লালু একের পর এক কান্ডে দোষী প্রমাণিত হয়ে খাটছে। মমতার বিরুদ্ধে সারদা/নারদা চলছে।
    বিজেপি দেখাল দাগী লোকজন মোদীকে সরাতে কোমর বেঁধেছে।
    সমস্ত ইস্যু সরে গিয়ে চৌকিদার রেটোরিক উলটো হয়ে গেল। দেশকে বাঁচাতে মোদীকে আবার আনতে হবে। উল্টোদিকে যারা সব দেশদ্রোহী।
    এদিকে নীরব মোদী, বিজয় মালিয়ার বিরুদ্ধে অ্যাকশন কিছুটা এগিয়েছে, লন্ডনে ওরা প্রাথমিক ভাবে দোষী সাব্যস্ত। দেশে কিছু সম্পত্তি জব্দ।
    ফির একবার মোদী সরকার।
    ভারতের ইলেকশন ইন্দিরা গান্ধীর সময়ের মত। লোকের অনেক অভাব অভিযোগ বিজেপি শাসিত রাজ্য সরকারের বিরুদ্ধে , এমন কি এমপিদের বিরুদ্ধে, যেমন হেমা মালিনী কিরণ খের ইত্যাদি।
    কিন্তু 'বিপন্ন' মোদীকে জেতাতে হবে। দেশপ্রেমিক মোদীকে জেতাতে হবে। এক টেরর আক্রান্ত বিপন্ন দেশের ম্যাচো নেতাকে জেতাতে হবে। যেমন ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা ছিল '৭৫ থেকে , তেমনি।

    ২) রাহুল নেগেটিভ রণনীতি নিলেন। মোদীর টার্মস এ খেললেন। কিছু সন্দেহ প্রকাশ, স্ট্রাইক নিয়ে কিছু প্রশ্ন তোলা ব্যস।
    বললেন না যে পাকিস্তানের ঘরে ঢুকে মারার কাজ যদি কেউ করে থাকেন তিনি ইন্দিরা গান্ধী, দু'টুকরো করে দিয়েছিলেন '৭১ এ। সেনা লাহোরের উপকন্ঠে ইছোগিল খাল অব্দি পৌঁছে গিয়েছিল। হ্যাঁ, পঞ্চাশ বছর আগে, তাতে কী ? মোদী তো সত্তর বছরে কিছু হয় নি বলছেন।
    উনি 'দেশপ্রেম' নিয়ে কংগ্রেসের পালটা ন্যারেটিভ কী তা স্পষ্ট করলেন না । বললেন না যে খালি যুদ্ধ করাই দেশপ্রেম নয় । নেতার কাজ খালি কফিনের সংখ্যা বাড়ানো নয় , যাতে নিজের দেশের লোক শান্তিতে থাকে সেই রণনীতিতে কাজ করা। মনমোহনের সেনা পাকিস্তানে বোম ফেলে নি , কিন্তু দেশের এক ইঞ্চি জমি ছাড়ে নি । সেই সময় সবচেয়ে কম আক্রমণের ঘটনা ঘটেছে। সবচেয়ে কম লোক মারা গেছে--দু'দেশেই।
    কিন্তু গত পাঁচ বছরে সবচেয়ে বেশি লোক মরেছে। সবচেয়ে বেশি সীমান্তে ঘটনা ঘটেছে,--এমনকি দু'দুবার সার্জিক্যাল স্ট্রাইক সত্ত্বেও, রোজই ঘটছে, মারছে আর মরছে।
    বললেন না যে বালাকোটের সময়েই কাশ্মীরের সীমান্তে বড়াগামে এম আই-১৭ হেলিকপ্টার ক্র্যাশে আম্মাদের ছ'জন এয়ারফোর্সের যোদ্ধা মারা যায় মিসাইল লেগে, সরকার সেটাকে যান্ত্রিক দুর্ঘটনা বলে চেপে দেয় । এখন তদন্ত চলছে। মৃতের বাবা দোষীদের শাস্তি চাইছেন। মোদী এদের নিয়ে কিছু না বলে বন্দী পাইলটকে ফিরিয়ে আনার ক্রেডিট নিতে ব্যস্ত ছিলেন।
    সবচেয়ে বেশি সেনাতে যায় পাঞ্জাব থেকে । পুলবামাতে নিহত বেশ কিছু কফিন ফিরে এসেছে পাঞ্জাবের গাঁয়ে । সবচেয়ে লম্বা বর্ডার পাকিস্তানের সংগে পাঞ্জাবের। ওরা উগ্র দেশপ্রেমের রেটোরিক অস্বীকার করেছে। এই গল্প ওখানে চলেনি। বিজেপি অকালির শক্তি বৃদ্ধি হয় নি ।

    ৩)
    রাহুল কৃষি ঋণ মাপ করাবে? মোদী ওদের একাউন্টে ২০০০ করে ডিজিটাল ট্রান্সফার করল। পেল কোটি মানুষ।
    কারা পেল না ? কংরেসের সদ্য জেতা তিনটে রাজ্যের এবং মমতার বাংলার মানুষ। কেন? এই চার রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে এলিজিবল লোকেদের লিস্ট পাঠাতে মানা করেছে। এটা ভুল স্টেপ।
    আয়ুষ্মান ভারতে হাসপাতালে বিনে পয়সায় চিকিৎসার সুবিধে (যত সীমিত হোক) অন্ততঃ কয়েক লক্ষ পরিবার অল্পদিনে পেল। মোদী মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ল।
    ৪) তিনটে রাজ্যে জিতে রাহুল অতিরিক্ত আত্মবিশ্বাসী। তাই মধ্যপ্রদেশ ও রাজস্থানে সরকার গড়তে বিএসপির নিঃশর্ত সমর্থন সত্ত্বেও ওদের একটা জুনিয়র মিনিস্ট্রি পর্য্যন্ত দেন নি । ফলে ইউপি, হরিয়ানা, কোথাও মহাগাঠবন্ধন হল না ।
    ৫) প্রিয়ংকা কখনও কংগ্রেসের সাঙ্গঠনিক রাজনীতি করেন নি । ইলেকশনের দুমাস আগে এনে সোজা ভাইস প্রেসিডেন্ট? ইন্দিরার মত দেখতে? এসব থেকে বেরিয়ে আসার সময় হয়েছে।
    ৬) বিজেপি বাজপেয়ীর সময়ে ইন্দিরা ওয়েভে পার্লামেন্টে মাত্র দুটো সীটে আটকে থাকার অবস্থায় এসেছিল। মাধোরাও সিন্ধিয়া হারিয়েছিলেন বাজপেয়ীকে-- বিপুল ভোটে। তারপরও বিজেপি ফিরে এসেছে। নতুন রেটোরিক নিয়ে , নিজেকে রি-ইনভেন্ট করে।
    কংরেস বা বামেরাও পারবে, যদি নতুন রেটোরিক আনে্‌ নিজেদের রি-ইনভেন্ট করে। কংরেসকে অবশ্যই পারিবারিক ঐতিহ্যের ছায়া থেকে বেরিয়ে আসতে হবে। পার্টির সঙ্গঠন ও ইমেজ বদলাতে হবে। হার্ড হিন্দুত্বকে সফট হিন্দুত্ব দিয়ে ঠেকানো যাবে না । 'পৈতেধারী ব্রাহ্মণ'এর তকমা হাস্যকর। দাদু পার্শী, মা ইতালিয়ান।
    দিগবিজয় ভোপালে সফট হিন্দুত্ব খেললেন--কম্পিউটার বাবাকে দিয়ে একগাদা সাধু সঙ্গম করিয়ে জেতার জন্যে যজ্ঞ করালেন। প্রজ্ঞা মুচকি হাসল। একবারও কংরেস বলল না যে প্রজ্ঞা তিনটে টেরর কেসে অভিযুক্ত। একটায় কোর্ট মুক্তি দিয়েছে, মালেগাঁও কেস চলছে। টর্চারের গল্পগুলো মিথ্যে বলে সুপ্রীম কোর্টে প্রমাণিত।
    ৭) বামেদের হয়ত সোশ্যাল ডেমোক্র্যাসির প্রোগ্রাম নিতে হবে, যেভাবে বাকি বিশ্বে বাম পার্টিগুলো ঘুরে দাঁড়াচ্ছে ।
  • S | 458912.167.34.76 | ২৪ মে ২০১৯ ০৬:১১378407
  • সেদিন দেখি ইউটিউবে একজন কমেন্ট করেছে যে ভারত আর তেমন গরীব দেশ নেই। জিডিপি পার ক্যাপিটার তালিকায় ২১ নম্বরে স্থান বা ঐরকম কিছু। সঙ্গে একটা লিন্কও দিয়েছে। আমি জানি অসম্ভব। কারণ ভারতের থেকে কম জিডিপি-পার-ক্যাপিটা কুড়িটা দেশের নাম করতে বেশ চাপ হয়ে যাবে। যাই হোক। সেই লিস্টে গিয়ে দেখি সেটা জি-২০ র লিস্ট।
  • S | 458912.167.34.76 | ২৪ মে ২০১৯ ০৬:১৮378409
  • রঞ্জনদা, আরেকটা সমস্যা আছে। খুব খারাপ লাগবে শুনতে। কিন্তু মানুষ ঐ মোদি-শাহের অভদ্রভাষাকে আর অর্নব গোস্বামীর ফ্যাক্টলেস-বায়াস্ড-অভদ্র জার্নালিজমকেই পছন্দ করছে। ভারতীয় জনগণের ডাম্বিফিকেশন সম্পুর্ণ হয়েছে বলেই মনে হয়েছে। ফলে এই জনগনের জন্য মোদির মতন নেতাই বেফিটিং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন