এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৪৫৬৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 340123.110.234523.24 | ২৪ মে ২০১৯ ১০:০৮378443
  • "for the past few years, Trinamool workers and the state administration have kept up an immense amount of pressure on the Communists."

    মোদ্দা কথাটা হল টেরর। যারা পবতে থাকে না, এমনকি পবর শুধু শহরে থাকে তাদের বিন্দু মাত্র ধারণা নেই যে "immense amount of pressure" বলতে কি বোঝায়। এই টেরর সিধুদার টেররকেও লজ্জা দেবে। এবং টেরর যে শুধু তিনোর নিজেদের ক্ষমতা রক্ষার জন্য তাই নয়, RSS/BJP-কে নিয়ন্ত্রিত ভাবে বাড়তে দেওয়ার কারণেও। যদিও সেই নিয়ন্ত্রণ এখন হাতের বাইরে চলে গেছে।

    কাজেই পুঁজ-রক্ত বেরোনোর জায়গা না পেয়ে কার্বাঙ্কল তৈরি হয়েছে। সেটাকে "বামের ভোট রামে" জাতীয় অতিসরলীকরণ দিয়ে ব্যাখ্যা করা যাবেনা।
  • sm | 2345.110.234512.83 | ২৪ মে ২০১৯ ১০:৩২378444
  • আবার পিটির অতি জটিল তত্ত্ব শুরু হয়েছে।বামেদের 20 শতাংশ ভোট বিজেপিতে গেছে।এইটা দেখার জন্য কন্ট্যাক্ট লেন্স পরার দরকার নেই।
    বামেদের ফিল্ড ওয়ার্কার,ছোট ও মাঝারি মাপের নেতারা নিশ্চয় অবহিত ছিলেন।সুতরাং অত্যাচার এর গপ্পোটা টেঁকেনা।যদি অত্যাচার এর গপ্পো সত্যি হয়,তাহলে ইলেকশনের আগেই ঘোষণা করতে পারতেন,নিজেদের বাঁচাতে আমরা দলে দলে বিজেপি কে ভোট দেবো।মাছ ও খাবো আবার সাধু সাজবো, একসাথে চলে কি?
    বিজেপি যদি পব তে ক্ষমতায় আসে,তাতেও আপত্তি নেই।গণতন্ত্রে ভোটে জিতে আসবে।
    এখন থেকেই গুজ বাম্প নিষ্প্রয়োজন।আমরা ভালো,তিনোৱা খারাপ এই করে অন্তত বামেদের কিছু সুবিধা হবে না।আর যাইহোক বিজেপি ক্ষমতায় এলে বামেদের দুধ কলা দিয়ে যত্নে রাখবে না।
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৪ মে ২০১৯ ১১:৩০378446
  • পাই,
    আমি সরি। যে চ্যানেলগুলো দেখে আমি লাফাচ্ছিলাম সেগুলো অল্পদিন শুরু হয়েছে এবং দিল্লি ইত্যাদিতে দ্যাখা যাচ্ছে।

    পিটি,
    কার ভোট কোথায় গেছে এটা বুঝতে তো কারও ইন্টারভিউয়ের প্রয়োজন নেই।
    ডেটা দেখলেই হয় । তিণোর ভোট পারসেন্টেজে খুব সামান্য হের ফের হয়েছে।
    মোটামুটি একই আছে। সিপিএম এর যা তা কমেছে। ২২ থেকে ৭।
    বিজেপির যা তা বেড়েছে , ১৫ থেকে চল্লিশ ছুঁই ছুঁই।
    ২। তাহলে এই বিশাল বাড়তি ভোট এল কোথথেকে? আর সিপিএম এর ১৫% লস কোথায় গেলো? ৪০জনের মধ্যে ৩৯জন প্রার্থীর জামানত জব্দ হল কেং করে ?
    এই পাতায় জনৈক নৈঋত সমানে লাল পতাকার মিছিল ও বিশাল জমায়েতের কথা বলছিলেন। সেসব ভোটে দ্যাখা গেল না কেন? এতগুলো জামানত জব্দের কী ব্যাখ্যা যদি চুপচাপ ফুলে ছাপ না হয়ে থাকে?।৩। তিনোর লোক বিজেপিতে ঢুকে কাজ করছে মেনে নিলাম। কিন্তু ওরা সিপিএমের ভোটগুলো কী করে চুরি করতে পারে?
    নইলে সিপিএম হারলেও জামানত জব্দ হয় না । আমার এবং এলেবেলের কথা এবং তথ্যের সোর্স নিয়ে ব্যংগ করতেই পারেন, কিন্তু ৩৯টা জামানত জব্দ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাস্তবে কী হয়েছে। কমঃ মানিক ও বুদ্ধদেব খামোখাই সাবধান বাণী উচ্চারণ করেন নি ।
    ।৪। যদি বিকাশবাবুকে হারাতে তিনো ও বিজেপি জোট বেঁধে মিমিকে জেতায়, তাহলে বিজেপির ভোট তিনোয় গিয়ে বিকাশবাবুর থেকে কম হওয়ার কথা এবং বিকাশবাবুর হেরেও সেকেন্ড পজিশনে থাকার কথা, থার্ড পজিশনে নয় ।
    আপাততঃ ৩৯টা জামানত জব্দ নিয়ে কিছু বলুন?
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৪ মে ২০১৯ ১১:৩৬378447
  • আর বংগের বিধানসভার আটটা সিটে বাই ইলেকশন এবং তাতে বিজেপি=৪,
    কং=২, তিনো=২ নিয়ে কিছু বলুন।
    বিজেপির প্রতিশত এটায় তিনোর চেয়ে বেশি হয়ে গেছে। আর মমতা নিজের চেয়ার হারাতে নিজের দলকে দিয়ে প্ল্যান করিয়ে বিজেপিকে ৪ ও নিজেকে ২ দিয়েছেন এসব নাই বললেন।
    আগামী বিধানসভা নির্বাচনে কং এসে তিনোর সংগে জোট বাঁধছে দেখতে পাচ্ছি। সিপিএমকে একাই লড়তে হবে। এবং অবশ্যই তিনোর থেকে বেশ কিছু নেতা বিজেপিতে যাবেন। সিপিএম থেকে ক্যাডার?
    'হেই সামালো ধান হো, কাস্তেতে দাও শান হো, জান কবুল আর মান কবুল!"
  • sm | 2345.110.234512.83 | ২৪ মে ২০১৯ ১১:৪৩378449
  • আর বামেরা প্রকাশ্যে বিজেপির সঙ্গে জোট বাঁধবে।আশ্চর্য্যের কি আছে?
  • sei | 456712.100.6723.65 | ২৪ মে ২০১৯ ১১:৪৩378448
  • বিজানবাবুর গলাবাজি সমানে চলছে। ওরে পাগলা, ঘাসফুল কংগ্রেস দলটাই উঠে যাবে এবার।যত রাজ্যের চোর জোচ্চোর তোলাবাজ মিলে একটা সিন্ডিকেট বানিয়েছিলো তৃণমূল কংগ্রেস নাম দিয়ে।এবার তারা দলে দলে পুটকিওলা বামে ভীড় করবে।এদিকে পরে থাকবেন দিদি আর থাকবে তার অপোগন্ড ভাইপো।মোদী শাহ ২০২১ পর্যন্ত সময় দেবে না।তার আগেই যে কোনো অছিলায় সরকার ফেলে দেবার চেষ্টা করবে।
  • sm | 2345.110.234512.83 | ২৪ মে ২০১৯ ১১:৪৮378450
  • সেই কে।সরকার ফেলে দিক,কোন আপত্তি নেই। 2021এ বিজেপি জিতে ক্ষমতায় আসুক,কোন আপত্তি নেই।
    কিন্তু দলে দলে বামেরা পুটকিওয়ালা বামে কেন ভিড়লো, সে সম্পর্কে কিছু তো বলুন?
  • T | 342323.191.5634.84 | ২৪ মে ২০১৯ ১১:৫১378451
  • আহা, রঞ্জনদা, দ্যাখেন শিপিয়েম উঠে যাওয়ার ছিল, উঠে গ্যাছে। কিন্তু এই অস্থির সময়ে প্রকৃত বাম রা আরেসেসেকে কিভাবে প্রতিরোধ কচ্চে বা করতে চাইছে জানতে মঞ্চায়। কিভাবে? পেন্সিল ও ব্লগ মারফত?
  • sei | 456712.100.6723.66 | ২৪ মে ২০১৯ ১১:৫২378454
  • কারণ খুব সহজ। মার খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছিল। প্রাণে বাঁচতে রামে ভোট দিয়েছে কারণ তারা তাত্ত্বিক বুজকুড়ি না দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করবে।ধর্ম নিয়ে মেরুকরণ অবশ্যই হয়েছে।
  • PT | 340123.110.234523.17 | ২৪ মে ২০১৯ ১১:৫৫378455
  • "আপাততঃ ৩৯টা জামানত জব্দ নিয়ে কিছু বলুন?"
    আমার বলার কিছু নেই তো! আপনাদের স্লোগান "যে আসে আসুক (বিজেপি সহ?), সিপিএম যাক" একটু দেরীতে হলেও মান্যতা পেয়েছে। আপনারা যে সর্বনাশের বীজ পুঁতেছিলেন সেটি এখন মহীরুহ হয়েছে। উদাহরন হিসেবে বলা যে এমন হতেই পারে যে সিঙ্গুরের চাষী শিল্প চায় তাই বামেদের ভোট না দিয়ে (এমনকি বাম সমর্থকরাও) লকেটকে ভোট দিয়েছে এই আশায় যে কেন্দ্রের সহায়তায় টাটার কোন কারখানা মাথা তুলবে সিঙ্গুরে।

    আপনারা তত্ব নিয়ে ব্যস্ত মানুষ বলে বোধহয় এই কথাটা খেয়াল করেননি। অথবা ইচ্ছে করেই খেয়াল করতে চাননা কেননা তাহলে আপনার তত্ব দাঁড়ায় নাঃ
    """মুকুলবাবুর কথায়, ‘‘তৃণমূলের একটা বড় অংশকে আড়ালে বিজেপির মেশিনারি হিসেবে ব্যবহার করাই ছিল চ্যালেঞ্জ।""

    আর আপনাদের পোষা ন্যারেটিভ ছাড়াও অন্য গপ্পও আছেঃ
    "গ্রামের দিকে একটু ঘোরাঘুরি করুন, কট্টর তৃণমূলী পরিবার দলে দলে কী ভাবে ঘর পরিবর্তন করছে, টের পাবেন। চোখেমুখে তাদের কঠিন প্রতিশোধস্পৃহা। সঙ্গে মার খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকেরা। অস্তিত্বই যেখানে বিপন্ন, সেখানে বিজেপি ভাল না মন্দ, এই বোধটাই হারিয়ে ফেলেছে তারা।" (সম্পাদক সমীপেষু)

    তবে একটু বাইরে তাকিয়ে দেখুন। যাকে প্রায় মেসিয়া বানিয়ে ফেলেছিল পব-র বাম-প্রেমীরা সেই কানাইহা বিহারের ‘লেনিনগ্রাদে’ বিপুল ভোটে হারলেন। সেখানে কেন হারলেন তার উত্তর নিশ্চয় রেডি আছে।
  • sei | 456712.100.235612.63 | ২৪ মে ২০১৯ ১১:৫৭378456
  • এবারে স্বঘোষিত সাচ্চা বাম সুসি/রেড ষ্টার /CPIML এরা প্রার্থী দেয় নি??
  • sm | 2345.110.234512.83 | ২৪ মে ২০১৯ ১১:৫৯378457
  • এই বার পথে আসুন।ভোট হয়েছে পোলারাইজেশন এর ভিত্তিতে।আর বামেরা দলে দলে বিজেপি কে ভোট দিয়েছে।তাই তো?
    এঁরা তো কংগ্রেস কেও ভোট দিতে পারতো।নোটায় দিতে পারতো।আমি সাধারণ ভোটারদের দোষ দি ই না।তারা যেটা ভালো মনে করছেন,দিয়েছেন।এঁরা ফেরত আসবেন বলেও মনে হয় না।
    কিন্তু ছোট ও মাঝারি মাপের নেতারা তো বাঁধা দেন নি।উল্টে প্রচ্ছন্ন সমর্থন নিশ্চয় ছিল।তাহলে এতদিন ধরে কিসের অসাম্প্রদায়িকতা,শ্রেণী বৈষম্য ইত্যাদি বুজকুড়ি কাটা হতো?
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৪ মে ২০১৯ ১২:১১378458
  • টি,
    একদম ঠিক বলেছেন।
    তবে ইলেকশনে হারা মানে দল উঠে যাওয়া নয় । প্রতিরোধ নিজেদের অস্তিত্বের জন্যেই করতে হবে। অবশ্যই এখানে লিখে নয় ।

    একটু পরে লিখছি। বড় করে । একটা কথা আগে বলি ।আমার মত বুড়োহাবড়া লিখবে প্রথম যৌবনে দেখা---কী করে আপাত নেতৃত্বহীন (বড় নেতারা ভারতরক্ষা আইনে জেলে) সিপিএম, রাষ্ট্রের এবং পাড়ায় পথেঘাটে শাসক দলের গুন্ডাদের সংগঠিত আক্রমণের মোকাবিলা করে শক্ত জমি খুঁজে পেলো সেই কথা বলে এবং তার সংগে আজকের বাস্তব পরিস্থিতির কিছু ফ্যাক্টর যোগ করে । আর আমি কোন সর্বজ্ঞ নই , আমি শুধু মোটা মাথায় যা আসছে তা শেয়ার করতে পারি --এইটুকুই।
  • PT | 340123.110.234523.17 | ২৪ মে ২০১৯ ১৩:০৫378459
  • "ভোট হয়েছে পোলারাইজেশন এর ভিত্তিতে।আর বামেরা দলে দলে বিজেপি কে ভোট দিয়েছে।তাই তো?"
    খুব সামান্যই সত্যতা আছে এই বাক্যের মধ্যে।

    এটা আবার পড়ুনঃ
    "গ্রামের দিকে একটু ঘোরাঘুরি করুন, কট্টর তৃণমূলী পরিবার দলে দলে কী ভাবে ঘর পরিবর্তন করছে, টের পাবেন। চোখেমুখে তাদের কঠিন প্রতিশোধস্পৃহা। সঙ্গে মার খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকেরা। অস্তিত্বই যেখানে বিপন্ন, সেখানে বিজেপি ভাল না মন্দ, এই বোধটাই হারিয়ে ফেলেছে তারা।"

    এটা পোলারাইজেশন নয়। কলকাতায় বা পব-র বাইরে বসে এই "মার খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া" ব্যাপারটা বোঝা যাবে না। সেটা শুধু পিঠের মার নয় পেটেরেও মার। তিনোরা নিজেদের অস্তিত্ব ও RSS-কে দেওয়া কথা রাখতে গিয়ে বামেদের লোপাট করে দিয়েছে। তার সঙ্গে ২ টাকা কিলোর ভিক্ষান্ন, কন্যাশ্রী, যুবশ্রীর দীর্ঘ ঢপবাজী জুড়ে দিন।

    কলকতার বুকে চৈতন্যদেবের এত মূর্তি এর আগে কেউ বসানোর কথা ভাবেনি। নীল আলো, নীল রং, দেব-মিমি-নুসরৎ-দেবশ্রী সারাক্ষণ মানুষের চেতনায় কাজ করছে। দিন আনি দিন খাই জীবনে ও মননে গত ৮ বছরে তিনোরা বাম-বিরোধী সর্বগ্রাসী লড়াই চালিয়েছে। যার শুরু কিষেণ-বধ দিয়ে। কিন্তু সেই শুন্যতা কে পূরণ করবে সেটা তিনোরা ভেবে দেখেনি। অথবা ধরেই রেখেছিল যে বিরোধী ভোট ভাগ হয়েই তাদের জিতিয়ে দেবে।

    কে যেন বলছিলেন যে তিনোরা নাকি নির্বোধ নয়?
  • sm | 2345.110.234512.83 | ২৪ মে ২০১৯ ১৩:১৬378460
  • তিনোৱা হাজার টা খারাপ কাজ করুক কিন্তু,ভোট হয়েছে মূলত পোলারাইজেশন এর ভিত্তিতে।এটায় ভুলটা কোথায়?
    বামেদের ভোটার রা বিজেপিতে বেটার অপশন খুঁজে পেয়েছেন,তাতেও আপত্তির কিছু নেই।রাজনীতিতে সব কিছুই সম্ভব।ওনারা চাইলে কংগ্রেস কে বা নোটায় ভোট দিতে পারতেন।
    এতো ঢাক ঢাক গুড় গুড়ের কি আছে?
  • PT | 340123.110.234523.15 | ২৪ মে ২০১৯ ১৩:২৩378461
  • ঢাক বা গুড়ের ব্যাপার নয়, ব্যাখ্যাটা অততা সরলরৈখিক নয়। "বামের ভোট রামে" তত্বটা তিনো ও তিনোপ্রেমীরা নিজেদের নির্বোধ রাজনৈতিক ব্যর্থতা ও RSS-এর কাছে বিকিয়ে যাওয়া ঢাকার জন্য উদ্ভাবন করেছে।
  • lcm | 900900.0.0189.158 | ২৪ মে ২০১৯ ১৩:২৪378462
  • নিন, আপনাদের তক্কের সুবিধার্থে, ২০১৯ এর আপডেটটা হবে
    https://bengalinfo.com/election_2019.php
  • de | 90056.185.673423.51 | ২৪ মে ২০১৯ ১৩:২৫378463
  • কংগ্রেসের দুটো সীট পাওয়াতেও বামেদের কিছু ক্রেডিট আছে - ওই দুই জায়গাতেই বামেরা প্রার্থী দেয়নি -

    কং-বাম জোট না হয়ে খুবই খারাপ হয়েছে - কং অন্যান্য আঞ্চলিক দলগুলোর সাথেও তো জোট করলো না - একলা চলো দিয়ে বিজেপির মেশিনারির সামনা করা যায় না। বিজেপির "মেরা বুথ, সবসে মজবুত" কর্মসূচী খুবই কার্য্যকরী হয়েছে। সারা বছর পড়াশুনো করলে পরীক্ষা ভালোই হয়।
  • de | 90056.185.673423.51 | ২৪ মে ২০১৯ ১৩:২৭378465
  • পব তে সেকুলার দলগুলোর একসাথে হাত ধরা খুবই জরুরী। সেটা মম ব্যান বুঝলে হয় -
  • sm | 2345.110.234512.83 | ২৪ মে ২০১৯ ১৩:৩১378467
  • সেটা বামেরা আগে ভাগেই বুঝে নিয়ে,এবার ভোটে বামেরা ভোট রাম শিরোনামের সার্থকতা বজায় রেখেছে।
    ঢিল একবার হাত থেকে ছুঁড়ে দিলে কি আর ফেরত আনা যায়?
  • PT | 340123.110.234523.15 | ২৪ মে ২০১৯ ১৩:৩১378466
  • তিনোরা সেকুলার নয়। ক্ষমতায় থাকার জন্য প্রয়োজন মতই ধর্মকে ব্যবহার করবে এবং প্রকাশ্যেই করবে সেটা এবারেই দেখিয়ে দিয়েছে।
  • sm | 2345.110.234512.83 | ২৪ মে ২০১৯ ১৩:৩২378468
  • #বামের ভোট রাম।
  • sm | 2345.110.234512.83 | ২৪ মে ২০১৯ ১৩:৩৪378469
  • তিনোৱা সেক্যুলার নয়।আর বামেরা?
  • sei | 456712.100.6723.65 | ২৪ মে ২০১৯ ১৪:৫০378470
  • বিজানবাবু বামদের ছাড়ুন। নিজের পার্টি বাঁচান। বিজেপি বেশি সময় দেবে না।
  • sm | 2345.110.234512.83 | ২৪ মে ২০১৯ ১৪:৫৩378471
  • আপনার কি পার্টি?এখন তার কি অবস্থা?ভিজিটিং কার্ড নাকি বার কোড?
  • sei | 456712.100.6723.66 | ২৪ মে ২০১৯ ১৪:৫৯378472
  • আবার সেই বাম পাঁচালি!!নিজের পার্টি বাঁচান।কিছু যাবে জেলে আর বাকি রামে।অপোগন্ড ভাইপোকে দিয়ে চলবে না।
  • sm | 2345.110.234512.83 | ২৪ মে ২০১৯ ১৫:০৯378473
  • ফালতু বকা ছেড়ে,নিজের কোন পার্টি বলুন না।বামপার্টি বলতে লজ্জা হচ্ছে?
    শেষ বেশ তো ওই ফুটকিতেই আশ্রয়।
  • sm | 7845.15.897812.155 | ২৪ মে ২০১৯ ১৬:১০378476
  • আরে টি এম সি বাদ দিন না।দিলীপ বাবুর প্রবচন শুনুন বরঞ্চ।
    বেশ ভালো বক্তা। উইটি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন