এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৪৫৬৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 4512.139.122323.129 | ২৪ মে ২০১৯ ২০:০৩378510
  • টাকা ঢালাই লিখলাম তো সকালে।
  • dc | 342323.228.893412.144 | ২৪ মে ২০১৯ ২০:০৫378511
  • হ্যাঁ টাকার ফ্যাক্টরও আছে। বিজেপি তো ইলেকটোরাল বন্ড স্কিম আনলোই যাতে বিশাল টাকা ঢালতে পারে।
  • PT | 340123.110.234523.15 | ২৪ মে ২০১৯ ২০:১৫378512
  • "তাহলে কি বাম আন্দোলনের সাফল্য বা ব্যর্থতা অন্য দলগুলোর ওপর নির্ভর করছে?"
    শুধু বাম কেন, পব-র কং তো মুছে গেল তিনোদের জন্য। আর বামেদের জন্য তো ইস্পেশাল ব্যবস্থা সর্বত্রই জারি আছে। বাইরে এবং ভেতরেও। ভিয়েতনাম তো ক্লিশে হয়ে যাওয়া ঘটনা। যেটা খুবই স্বল্প আলোচিত সেটা ইন্দোনেশিয়ায় ঘটেঃ
    The most widely published estimates were that 500,000 to more than one million people were killed,with some more recent estimates going as high as two to three million"
    অমনি অমনি কি আর আমেরিকান সেনেটর এসে সিঙ্গুরে মিছিল করে!!
  • dc | 342323.228.893412.144 | ২৪ মে ২০১৯ ২০:২০378513
  • ও তাহলে বামপন্থা লড়াই করে টিকে থাকতে পারার মতো কিছু না।
  • sm | 2345.110.9002312.203 | ২৪ মে ২০১৯ ২০:২৬378514
  • চারিদিকে চক্রান্ত।তার ওপর বয়সের ভার।বড় কষ্ট,বুঝলে হে নবীন।
  • Ekak | 670112.51.7812.41 | ২৪ মে ২০১৯ ২০:৩২378515
  • ইন্ভেস্টমেন্ট মোবিলাইজ না কর্তে পার্লে তো কোন পলিটিকাল মুভমেন্ট করাই সম্ভব না আজকের দিনে।
  • PT | 340123.110.234523.15 | ২৪ মে ২০১৯ ২০:৫৯378516
  • এক মিলিয়নের হত্যাটা এয়ার্কি মারার মত বলে মনে হল?
  • lcm | 9006712.229.0112.212 | ২৪ মে ২০১৯ ২১:১৭378517
  • এইমাত্র মাইক পম্পিও (ইউএস সেক্রেটারি অফ স্টেট) এর সঙ্গে কথা হল, উনি কনফার্ম করলেন যে ওর ডিপার্টমেন্ট থেকে ওয়ার ট্রান্সফার করে ডলার পাঠানো হয়েছে - যাদবপুর কেন্দ্রে বি আর ভট্টাচার্য-কে হারানোর জন্য ক্যাম্পেইন করতে। এবং ওনারা বেশ খুশি টাকাটা কাজে লেগেছে বলে, তবে, আগে সিঙ্গুরের সময় যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে শাঁওলি মিত্র-কে ডলার পাঠাতো ডিপার্টমেন্ট, এখন তারা অন্য সার্ভিস ইউজ করছে - রেমিটলি - ওদের কনভার্শন রেটটা বেটার।
  • dc | 342323.228.893412.144 | ২৪ মে ২০১৯ ২১:১৮378518
  • ইয়ার্কি কেন মনে হবে? আমার মনে হলো বামপন্থা ব্যাপারটা একটু নরমসরম, কোথাও তিনো, কোথাও আমেরিকার সেনেটর, কোথাও ভিয়েতনাম, কোথাও ইন্দোনেশিয়া, এরা সবাই মিলে মেরেধরে হটিয়ে দিয়েছে। টিঁকে থাকতে পারেনি।
  • Eksk | 12.39.783412.221 | ২৪ মে ২০১৯ ২১:৪০378520
  • সঙ্গ সদীয় বাম মানে তো তাই। মানে, নরম সরম। এ আর নতুন কী
  • | ২৪ মে ২০১৯ ২১:৪৬378521
  • ৯.৩০ -১০ রাজ্যসভা টিভিতে বামদের পার্ফর্মেন্স নিয়ে আলোচনা চলছে।
  • | ২৪ মে ২০১৯ ২১:৪৬378522
  • ৯.৩০ -১০ রাজ্যসভা টিভিতে বামদের পার্ফর্মেন্স নিয়ে আলোচনা চলছে।
  • PT | 340123.110.234523.7 | ২৪ মে ২০১৯ ২১:৫৯378523
  • বিজেপি কিংবা কংগ্রেস সাহায্য না করলে তিনোদের উত্থান হত? অথবা গোটা দেশ জুড়ে কংগ্রেসের যে পতন হয়েছে সেটাতে কংগ্রেসকে খুব শক্তিশালী মনে হচ্ছে? শুধু তক্কের কারণে তক্ক চালানোর জন্য কি যে আমড়াগাছী করেন!!
  • sm | 2345.110.014512.59 | ২৪ মে ২০১৯ ২২:০৪378524
  • তিনো উত্থান তো হতোই।কংগ্রেস এর মত স্বৈরাচারী,ক্ষমতা লিপ্সু,পরিবার কেন্দ্রিক বৃহৎ ও পুরোনো দলে ভাঙন তো ধরতোই।
    এতো ইতিহাসের নিয়ম।
    বামেরাও তো নীতি লজ্জা বিসর্জন দিয়ে ওই বুরজোয়া কংগ্রেস দলের সঙ্গে জোট করে গত বিধানসভা ইলেকশন লড়তে গিয়েছিল।
  • কল্লোল | 342323.191.900.62 | ২৪ মে ২০১৯ ২২:২১378525
  • পিটির সাথে ১৬৩% একমত।
    "তাই বলি কি লুম্পেনদের বিরুদ্ধে লড়তে গেলে মিশনের মহারাজ হলে হবে না। ওপরের কথাগুলো না বললেও, "ওরা গুলি ছুঁড়লে কি আমরা রসগোল্লা ছুঁড়ব " জাতীয় ভাষাও মাঝে মধ্যে প্রয়োগ করতে হবে। সমস্যা হচ্ছে যে সিপিএম বড্ডবেশী ভদ্দরলোকেদের পার্টি হয়ে গিয়েছে। এদের পক্ষে দুপক্ষের লুম্পেনদের সঙ্গে লড়া খুবই কঠিন কাজ। আমি নিশ্চিত যে হিন্দুত্বর চাইতেও তিনোদের চোখে চোখ রেখে উচ্চারিত এই "অশালীন" বাক্য সমূহও টুঁটি টিপে রাখা মানুষের মনে সাহস জুগিয়েছে।"
    কিন্তু ঐ যে নাগপুর বল্লো বাম মুছে দাও, আর বাম মুছে গেলো, এটা হজম করা গেলো না।
    আর তাইই যদি হয়, তবে এমন সখী টাইপের বামপন্থার কোন মানে হয়?
    এ যেন, একটা পরীক্ষায় সকলে টুকছিলো। একজন ভালো ছেলে টুকছিলো না। সকলে টুকে পাশ করে গেলো। আর সেই না টোকা ভালো ছেলেটি ফেল করলো। কেন?
    - ওরা সক্কলে টুকছিলো তো!!!

    এই যে, ওরা আমাদের শেষ করে দিলো সিনড্রোম - এটাই মেরে দিলো বামেদের। আরে ভাই, "ওরা" আর কবে বামেদের দুধ-কলা খাইয়েছে? তাতে তেভাগা-তেলেঙ্গানা-খাদ্য আন্দোলন-নক্সালবাড়ি কোনটাই থেমে থাকে নি।
    ৭২-৭৭ থেকে শুরু হয়েছে কাঁদুনি গাওয়া। তবু তখন জানপ্রাণ দিয়ে ইলেকশনটা লড়েছে। ৩৪ বছর দুধ-কলা নিজেরাই নিজেদের খাইয়ে এখন ভেবলে গেছে।
    জানি নকশালদের কথা উঠবে। তারা তো ক্রমাগত পাহাড়প্রমাণ গান্ডুমী করে করে নিজেরাই অস্তিত্বহীন হয়ে গেছে।
  • sm | 2345.110.014512.59 | ২৪ মে ২০১৯ ২৩:০৫378526
  • টেরেসা মে কে কাঁদিয়ে ছেড়ে দিলে,বামেরা?করবীন যে এমন বদমায়েশি করবে কেউ জানতো?ভারী দুস্টু!
  • PT | 340123.110.234523.20 | ২৪ মে ২০১৯ ২৩:০৭378527
  • "নাগপুর বল্লো বাম মুছে দাও, আর বাম মুছে গেলো"
    ব্যাপারটা সেরকম নয়। তিনোদের বেঁচে থাকা এতদিন নির্ভর করেছিল বামেদের পতনের ওপর। আর বিজেপি বামমুক্ত ভারত চায়। দুজনের রাজনৈতিক প্রয়োজনের সমাপতন হয়েছিল। বিজেপিকে খুশী রাখতে ব্যাপক হারে RSS-এর শাখা বাড়তে দেওয়া হয়েছিল। এখন তো উলটপুরাণ। দেখা যাক তিনোরা কি করে।

    কিন্তু সিপিএমের সব চাইতে বড় শত্রু অতিবাম, সুসি ইত্যাদিরা। তারাই তিনোদের মত দলকে সিপিএমের বিরুদ্ধে লড়ার মত সাহস ও ইন্ধন জুগিয়েছে ২০০৬ থেকে। হর্কিষেণ কেন পাগড়ি পাড়বেন সেই নিয়ে সিপিএমের অহেতুক পিন্ডি চটকানো হয়েছে একসময়ে।

    কিন্তু টিভিতে বলল যে সিঙ্গুরে চাষীরা নাকি টাটাদের ফিরিয়ে আনার জন্য মিছিল করছে?

    "ওরা আমাদের শেষ করে দিলো সিনড্রোম"
    হয়নি নাকি এমন ঘটনা? দেখোতো চিনতে পার কিনা!!
    The Communist government’s measures, particularly the Agrarian Relations Bill and the Education Bill, evoked virulent opposition from caste and communal forces. ........
    .......The US secretary of state, John Foster Dulles, said at a press conference in September 1957: “Local election victories by Communists in India and Indonesia are a dangerous trend. It is a dangerous trend whenever Communists move towards political control.........
    ....A later American ambassador to India, Daniel Patrick Moynihan, in his memoir A Dangerous Place, confirmed that the CIA gave money to the Congress leadership on two occasions to fight the Communists—the first time for Kerala during the first Communist ministry and a second time in the 1960s for West Bengal.”

    সিঙ্গুর/নন্দীগ্রামের "আন্দোলনের" জন্য কত আমেরিকান ডলার এসেছিলো সেসব তো ২০৩৬-এ জানা যাবে!! তদ্দিনে আমি নেই হয়ে যাব।
  • sm | 2345.110.014512.59 | ২৪ মে ২০১৯ ২৩:১১378528
  • বালাই ষাট!
  • S | 458912.167.34.76 | ২৪ মে ২০১৯ ২৩:৩৩378529
  • ভারতবর্ষে বামেরা কি আদৌ কোনকালে শক্তিশালী ছিল? ইন্দিরার আমলে সোভিয়েতের সঙ্গে বন্দুত্ব আর এমার্জেন্সির কারণে খুব সাময়িকভাবে বাম মনোভাবের উদয় হয়েছিলো। তাছাড়া ভিয়েতনাম যুদ্ধ শেষ হয়েছে। সাংস্কৃতিক মহলে তার কিছুটা প্রভাব ছিল। নইলে উগ্র জাতীয়তাবাদ, পাক-বিরোধিতা, হিন্দু-মুসলমান লাইনে রাজনীতি, জাত-পাতের ভোটই ইন্দিয়ান পলিটিক্সের অঙ্গ। স্বাধীনতার পর থেকে যেখানে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা, জাতপাতের নামে খুন খারাপি চলেছে। সবপার্টিই চুপ করে থেকে মদত জুগিয়েছে বা নিজেরা পলিটিকাল মাইলেজ নিয়েছে। তার মধ্যে আম্বেদকারাইট আর লোহিআইট পার্টিগুলো-ও আছে।

    আরেকটা কারণ ছিলো ভারতের আধা-সোশালিস্টিক অর্থনীতি। যেটাকে চট করে দেখলে বাম ভাবধারার অঙ্গ মনে হতেও পারতো। প্ল্যানিং কমিশন ছিলো সোভিয়েত মডেলে। কিন্তু আসলে সেটিও যে সারা দেশের উপরে কেন্দ্রের কঙ্গ সরকারের ছড়ি ঘোড়ানোর আর বন্ধু শিল্পপতিদের পাইয়ে দেওয়ার অঙ্গ, সেটা এখন ভালই বোঝা যায়। এছাড়া ছিল কিছু দনদরদী স্কিম। সেসব এখনো আছে। বরন্চ ডেলিভারি মেকানিজম অনেক উন্নত হয়েছে, লীকেজ তুলনামুলক ভাবে কমেছে বলেই মনে হয়। যে দেশের এতো বড় শতাংশ কৃষি কাজের সঙ্গে যুক্ত এবং গরীব, সেখানে ভোটে জিততে গেলে এইসব স্কিম রাখতেই হয়। ইউপিএ-১ ছাড়া আর কোনো সরকার কখনই লঙ্গ টার্ম কোনো প্ল্যান নিয়ে এইসব স্কিমগুলো চালু করেনি। প্রতিবছর কিছু চালু হয়, দুবছর পরে সেসব সবাই ভুলে যায়। আবার নতুন কিছু স্কিম চালু হয়। সবই ভোট বাগানোর চাল। ভোটাররাও জানে, তারপরেও মেনে নেয় কারণ ভাবে যে এইভাবেই যদি কিছু পাওয়া যায়।

    বামেরা তিনটে রাজ্য পেয়েছিলো হাতে। তার মধ্যে ত্রিপুরা অত্যন্ত ছোট রাজ্য এবং দিল্লির থেকে অনেক দূরে। কেরালায় প্রতি ভোটে সরকার বদলায়। এক ছিল পব। যার উপরে সবার চোখ ছিল। সেখানে ৯০ থেকে বামেরা ফ্লপ। ভোটে জেতা ছাড়া একটাও উল্লেখযোগ্য কাজ করেনি। মানুষের মধ্যেও প্রগতিশীলতা ছড়ানোর কাজও করেনি। সবকটি পরিমাপের র‌্যান্কিঙ্গে রাজ্য ক্রমশঃ পিছিয়ে পড়েছে। এখানকার বাম নেতারা সেসব অগ্রাহ্য করে ভাষণ দিয়ে গেছেন যে ঐসব দিয়ে পবে বাম সরকারের সাফল্যকে মাপা যায়্না। সারা ভারতের লোক সেটা দেখেছে। অন্তত সরকারি পরিষেবাগুলোতেও যদি পব শীর্ষে থাকতো, তাহলেও বাকি রাজ্যের বাম মনোভাবাপন্ন লোকেরা ভরসা পেতো। তা হয়নি। শিক্ষা, স্বাস্থ্যে পিছিয়ে পড়েছে অথচ বন্ধ, স্ট্রাইকে সবার আগে। আর ছিল আন্তর্জাতিক ব্যাপাস স্যাপার নিয়ে উদ্বেগ। নিজের দেশের লোক খেতে পারেনা, কিউবার জন্য পয়সা জোগাড় করছে যাদের পার-ক্যাপিটা আয় ইন্ডিয়ার কয়েকগুন।

    ফলে দেশের লোক স্বাভাবিক কারণেই আশ্রয় নিয়েছে অন্য পার্টিগুলোতে। একটু অর্থনৈতীক প্রগতির কথা, একটু স্বচ্ছ ভাবধারা, আর যথেচ্ছ হিন্দুত্বের বিষ ঢেলে সহজেই বিজেপি বিশাল বেস তৈরী করে ফেলেছিল। ১৯৮৪র ইলেকশনেও (রাজীবের প্রতি বিশাল সিম্প্যাথি আর বিজেপির প্রথম ভোট) প্রায় ৮% ভোট পেয়েছিলো বিজেপি। জনতা দল নিজের নিয়মেই ভেঙে গেছে। সপা-বসপা উত্তরভারতে জাতিগত প্রক্রিয়ায় জায়্গা করে নিয়েছে। সাম্প্রতিক কালে শহুরে প্রগতিশীল লোকজনের জন্য তৈরী হয়েছে আপ। তৈরী হয়েছে অসংখ্য আন্চলিক দল যাদের মুল কাজ কেন্দ্রিয় সরকারের অঙ্গ হয়ে রাজ্যের জন্য বরাত নিয়ে আসা। সেসব বলেও লাভ নেই। কারণ বাম পার্টিই আছে মোট ৯০টি। তাদের কখনো মনে হয়নি সংঘবদ্ধ হওয়ার কথা, একসাথে লড়ার কথা।

    বামেরা একের পর এক সুযোগ নষ্ট করেছে। সোভিয়েত পতনের পরে কয়েকবছর লেগে গেছে সেই শোক ভুলতে। তার উপরে ছিলো কম্পিউটার এবং শিল্পায়নের বিরোধিতা। কেন্দ্রে মিলিজুলি সরকারের অঙ্গ হতে পারতো, হয়নি। ইউপি-১ থেকে সড়ে এলো। ভালো চলছিলো সেই সরকার, বামেদের ভুমিকা প্রসংশিত হচ্ছিলো। কিন্তু তাতেও তাদের আপত্তি। লোকে দেখেছে যে এরা দায়িত্ব বিমুখ। দেশের পার্লামেন্টারি ডেমোক্র্যাসিতে অচল এই দল। সেই জায়্গাটাই বিজেপি দখল করে নিচ্ছে।
  • pp | 9004512.142.340112.12 | ২৪ মে ২০১৯ ২৩:৫৬378531
  • উদিকে খপর পেলুম অজ্জুন তার দলবল নিয়ে তিনো পার্টি অফিস দখল করছে সাথে CPM ও পার্টি অফিস দখল করছে। বিজেপি- CPM আতাত সামনে চলে আ্সছে।
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৫ মে ২০১৯ ০০:০৫378532
  • ১)
    এস এর সংগে ১০০% সহমত।
    বামের সবচেয়ে বড় শত্রু বাম নিজে।
    ।২)ভদ্রলোক সংস্কৃতি তো শুধু নেতাদের। সর্বহারা পার্টির নেতৃত্বে কোন শ্রমিক নেই।
    বিনোদ শেখ অপারেশন তো বাম ক্যাডাররাই করেছিল। বিনোদ কোন রকমে প্রাণ বাঁচিয়ে পালায়। ওর বৌ এবং আরও অনেককে পিটিয়ে মারা হয় । লালগড়ের গোড়ার দিকে যখন রিপোর্টারদের পথ আটকে জংগি ক্যাডাররা চেক করছিল? আর রথীন দন্ডপাটরা যে মিছিলে গুলি চালিয়ে মহিলাশুদ্ধু আটজনকে মারল তখন তো ঠিক নিপাট ভালমানুষ মনে হয় নি । তমলুকের বেতাজ বাদশা লক্ষণ শেঠ?
    আর কমিউনিস্ট পার্টি লড়াকু হয় , মিলিট্যান্ট আন্দোলন করে মার খেয়ে এবং শক্ত হাতে প্রতিরোধ করে এগিয়ে চলে। কমিউনিস্ট আন্দোলন কখনো বিরোধীদের দয়ার উপর বাঁচে না । মিলিট্যান্ট হওয়ার অর্থ মুখে অশালীন ভাষা বা গুন্ডার মত হুমকি দেওয়া নয় ,কাজে করে দেখানো।
    ৩) ৬৭র নির্বাচনে বেহালা পূর্ব ও পশ্চিম দুটো কেন্দ্রে সিপিএম এর বিজয়ী বিধায়ক নিরঞ্জন মুখার্জি এবং রবীন মুখার্জিকে কংরেসী গুন্ডারা বেধড়ক মারে। দুজনেই হাসপাতালে। প্রতিবাদে সিপিএম বিশাল জংগী মিছিল করে বেহালা কাঁপিয়ে দেয় । গুণ্ডারা পাড়াছাড়া হয়ে পালায়। সেই মিছিলের অন্যতম অরগানাইজার ছিলেন আমার ইকমিক্সের মাস্টারমশায় দিলীপ রায়চৌধুরি। ফলে উনি রবিবারে এক্সট্রা ক্লাস নিয়েছিলেন।
    নিরঞ্জন মুখার্জি বেশ কয়েকবার মার খেয়েছিলেন। কিন্তু লেগে থেকে সংগঠন বাড়িয়ে পালটা মার দেবার শক্তি অর্জন করেছিলেন।
    ৪)
    পিটি, আপনি মন দিয়ে পড়েন নি । বিজেপি বামেদের অনুকরণে 'গণ আন্দোলন' করবে কেন? ওরা ওদের হিন্দুত্ব এজেন্ডায় মেরুকরণের লক্ষ্যে সামাজিক/ধার্মিক আন্দোলন করেছে। মিছিল ,শস্ত্রপূজা্‌ বিজয়াদশমীর মার্চ পাস্ট, রোজ শাখায় কুচপকাওয়াজ করেছে। বিভিন্ন স্তরের জন্যে আলাদা আলাদা সঙ্গঠন করেছে।
    আদিবাসীদের জন্যে বনবাসী কল্যাণ আশ্রম, মেয়েদের দূর্গাবাহিনী, হিন্দু একতা , কালচারাল ফ্রন্ট সংস্কার ভারতী ইত্যাদি। যেখানে বন্দে মাতরম এর শব্দ বদলে গাওয়া হয় --কোটি কোটি কন্ঠ কল্কলনিনাদকরালে।
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ০০:১০378533
  • লকেট সিঙ্গুর নিয়ে এ কি বলছে?
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ০০:৩৭378534
  • ফলপ্রকাশের পরেরদিনই তো তিনোদের ফ্লাডগেট খুলে গেলো।
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৫ মে ২০১৯ ০০:৪১378535
  • টি,
    সরি; আপনার কথা ভুল বুঝেছিলাম। কাটিয়ে দিন । আপনি জে আমাকে 'প্রকৃত বাম' বলে ট্যাগ করে রেখেছেন--জানতাম না । কারণ সেটা কি জিনিস আমি জানি না । আমার বন্ধুত্ব সবরকম শেডের বামএর সংগে। সিপিয়াই, সমাজবাদী, সিপিএম। এম-এল, আম্বেদকরবাদী --সবার সঙ্গে। যা বলেছি তা আজকের পরিস্থিতিতে সব বাম সঙ্গগঠনের জন্যে প্রযোজ্য ভেবে বলেছি। প্লিজ, কাটিয়ে দিন।

    পিএম,
    সরকার হারালেই কমিউনিস্ট পার্টি শেষ হয়ে জায় না । ওদের জন্যে আন্দোলন/ইস্যু মুখ্য; সরকারে থাকা না থাকা সেকন্ডারি। যেমন সিপিএম কখনও কেন্দ্রীয় সরকারে জায় নি ; সিপিয়াই গেছে। তাতে সিপিএম দুর্বল হয় নি । এক্ষণ হয়েছে অন্য কারণে।
    আর নন্দীগ্রামের পরিপ্রেক্ষিতে অবশ্যই সরকার বদলের কথা বলেছি ; পার্টি ভাঙার কথা নয় । কেরালার উদাহরণ বারবার দিইয়েছি-- যেখানে সরকার বদলায়, পার্টি শেষ হয় না । আর বুদ্ধবাবুকে 'লাথি মেরে তাড়ানো'? পলিসি নিয়এ কথা বলি --কোন ব্যক্তি নেতাকে বদলানোর জন্যে নয় । "লাথি মেরে তাড়ানোর 'কথা আমার অভিধানে নেই; কারও জন্যেই নেই, অমিত শাহের জন্যেও নয় ।

    জলবিছুটি,
    অনেক ধন্যবাদ। আমি ভুল শুনেছিলাম।

    এককের সঙে একমত, বহির্বঙ্গে আমার অভিজ্ঞতা এরকমই বলে।
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ০০:৫০378536
  • আচ্ছা তিনোরা ভোট পরবর্তি সন্ত্রাস নিয়ে এবারে এতো উদ্বেগে রয়েছে কেন? ও বুঝেছি। এবারে নিজেরা করতে পারছেনা।
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৫ মে ২০১৯ ০০:৫৭378537
  • এস,
    শুরু হয়ে গেছে।
    কয়েক জায়াগায় তিনোর কর্মী সমর্থকদের দোকান জ্বালানো, পেটানো, পার্টি অফিসে হামলা শুরু হয়ে গেছে। পদ্মফুল অবশ্যই বলছে এসব তিনোদের ভেতরের ঝগড়া।
    ঠিক যেন আগে ইলেকশনের পর তিনো সিপিএম এর সংগে যেরকম করত।
    -- নাউ দে আর রিয়েলি বিইং পেইড ব্যাক ইন দেয়ার ওন কয়েন্স।
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ০১:০২378538
  • রঞ্জনদা, খুব অসভ্যের মতন শোনাবে কিন্তু গুন্ডারা একটাই ভাষা বোঝে। তাদের বেসিক অ্যাজাম্পশানই থাকে যে শুধু আমিই মারবো, ওরা শুধুই মার খাবে। নিজেরাও যখন মার খেতে শুরু করে, তখন দেখবেন তাদের মুখে শান্তির ভাষা।
  • pp | 9004512.142.340112.12 | ২৫ মে ২০১৯ ০১:২৮378540
  • "লকেট সিঙ্গুর নিয়ে এ কি বলছে?"
    এস, কি বলল?
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৫ মে ২০১৯ ০১:২৮378539
  • ্সহমত।
    দ্যাখ দেকি কেমন লাগে?
    ইদনীং আর এস এস এর বেসিক বই গুলো পড়ছি --ওদের ভুবনকে বোঝার জন্যে।
    সাভারকর আর গুরুজি গোলোয়ালকর। তাতে একটা চ্যাপ্টার আছে --আম্মাদের আভ্যন্তরীণ শত্রু। তিনটে সাব চ্যাপ্টার-- মুসলিম, ক্রিশ্চান এবং কমিউনিস্ট! ঃ))
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ০১:৩৪378542
  • সিঙ্গুরের চাষীরা নাকি ফ্যাক্টরি চাইছে। তাই টাটার কারখানা হবে সিঙ্গুরে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন