এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রিটেল সেক্টরে বড় কোম্পনিগুলোকে ঢুকতে দেওয়া ঠিক?

    Riju
    অন্যান্য | ২৩ এপ্রিল ২০০৭ | ১১১৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shyamal | 64.47.121.98 | ১২ মে ২০০৮ ২০:১৮385448
  • এস,

    ICICI এর উত্তর শান্তনু দিয়েছে। দ্বিতীয়টা আমি দিচ্ছি। যদি ধরি, বারো হাজারি শিক্ষকের মাইনে দুহাজারও বাড়ে, সেটা আমার হিসেবে ১৬%। আমার কাছে সেটা বিশাল। এটা বার্ষিক রেইজের ওপরে উপরি পাওনা।
  • Arijit | 128.240.229.65 | ১২ মে ২০০৮ ২০:২২385449
  • বাকি জিনিসের দামও বাড়ে যে!!!

    এদেশে যখন এলাম তখন হিটন থেকে সিটি সেন্টার বাসে ৫৭ পেন্স, পাঁচ বছরে বেড়ে ১.১০ পেন্স। দু লিটার দুধ ৮০ পেন্স থেকে বেড়ে ১.৩৮ পেন্স। পেট্রোল ৮০ পেন্স থেকে বেড়ে ১.১০ পেন্স। আর বাকি লিস্টি না হয় নাই দিলাম। আমাদের মাইনে ১৫% বেড়েও কিস্যু লাভ হয় নি।
  • shyamal | 64.47.121.98 | ১২ মে ২০০৮ ২০:২৭385450
  • এল সি এম,

    কেউ ঢপ দিলে ঢপ বলতে পারবনা? আমি তো ব্ল্যাংককে দেখিয়ে দিয়েছি রয়টার আর NCEUS কি ভাবে মিথ্যে বলেছে। আমি জাস্ট ফাঁকা অ্যালিগেশন করিনি।
    আর আয়ের হিসেব দেখানোর জন্য NCAER এর তথ্য দেখিয়েছি কারণ অন্য কোন সোর্স পাইনি।
    আমি ব্যক্তিগতভাবে NCAER এর ডেটা বিশ্বাস করি। কিন্তু তুমি যদি পাল্টা কোন ডেটা দেখাও যেটা প্রমাণ করে NCAER ভুল , আমি মত পাল্টাব।

    আমি একটা জিনিষ লক্ষ্য করেছি। আমিই শুধু তথ্য দেই। অন্যরা সেই তথ্যের বিশ্বাসযোগ্যতা সম্বন্ধে প্রশ্ন করে কিন্তু পাল্টা তথ্য দেয়না।
  • shyamal | 64.47.121.98 | ১২ মে ২০০৮ ২০:৪২385451
  • অরিজিত,

    সরকার সবদেশেই ইনফ্লেশন ক®¾ট্রাল করার চেষ্টা করে। কিন্তু তা সঙ্কেÄও দাম বাড়ে। যেমন গ্যাসের দাম বাড়া সরকার কমাতে পারেনা। তা বলে কি সরকার সবার মাইনে বাড়িয়ে দেবে নাকি?

    সোজা কথা , জিনিষের দাম যদি বাড়ে কারণ সৌদি ক্রুডের দাম বাড়িয়েছে বা অস্ট্রেলিয়ায় খরা হয়েছে, সবাই সাফার করবে, পিরিয়ড। তার সঙ্গে পে কমিশনের সম্পর্ক নেই। পে কমিশন শিক্ষকের মাইনে ১৬% বাড়িয়ে দিল কিন্তু শিক্ষক, কৃষি শ্রমিক, রিক্সাওয়ালা সবাই কিন্তু ইনফ্লেশনের মুল্য দেবে।
    অর্থাৎ যাঁদের পে কমিশনের ফলে মাইনে বাড়ল তাদের এটা উপরি পাওনা।
  • Arijit | 128.240.229.65 | ১২ মে ২০০৮ ২০:৫৩385452
  • বটেই তো - অন্য লোকে সাফার করলে কার কি আসে যায়;-)

    সেটাই তো পয়েন্ট - পপুলেশনের একটা অতি মাইনর অংশ রিসোর্সের মেজরিটি ভোগ করে। নিম্নবিত্ত লোকেদের আয় বাড়লো বটে, স্ট্যাট দেখিয়ে আমরা বেশ গর্ব অনুভব করবো - কিন্তু আদতে যে ওতে কিছুই লাভ হল না সেটা পয়েন্ট করলে "পিরিয়ড';-)

    না: - সোমনাথই বলুক।
  • Arijit | 128.240.229.65 | ১২ মে ২০০৮ ২০:৫৯385453
  • ইনফ্লেশন কিভাবে হিসেব হয় জানি না, তবে ওই ৪% বা ৭% ফিগারটা বাস্তবে জিনিসের দামের সাথে মেলে না বলেই দেখেছি। আমার কাছে জিনিসের দাম কতটা বাড়লো তার হিসেব তো হবে আমি যেগুলোর দাম বাড়তে দেখলুম তাই দিয়ে - ওই লিস্টিতে যা দেওয়া যেগুলো আমার রোজ কাজে লাগে।

    ইনফ্লেশনের গপ্পোটা কেউ জানলে লেখো তো। কি করে হিসেব হয় আর কেন রোজকার জিনিসের দামের সাথে রিলেটেড?
  • Suvajit | 121.216.95.120 | ১২ মে ২০০৮ ২১:১৩385454
  • দ্রিকে: বন্ড একপ্রকার নেগোশিয়েবেল ফাইঅনান্সিয়াল ইন্সট্রুমেন্ট। গোদা ২ প্রকার হয়। এক, আপনি ফেস ভ্যালু ১০০ টাকা দিয়ে ৯০ দিন, ৩/৬ মাস, ১/৫/১০ বছরের বন্ড কিনলেন এবং জেনেরালি বছরে ২ বার করে ইন্টারেস্ট পাবেন। এই ইন্টারেস্টকে বলা হয় কুপন। দুই, ফেস ভ্যালু ১০০ টাকার বন্ড আপনি ডিসকাউন্টে ৭০ টাকায় কিনলেন। দুক্ষেত্রেই ম্যাচুরিটিতে ১০০ টাকা পাবেন। অন্য যেকোনো ইনস্ট্রুমেন্টের মতো, এরও বাজারদর ওঠে নামে, মুলত ইনফ্লেশন, রিস্ক রেশিও এসবের ভিত্তিতে। যেহেতু নেগোশিয়েবেল, তাই শেয়ার বাজারে আপনি ট্রেড করতেও পারবেন।
    তো বন্ডের একটা প্রধান ব্যাপার হচ্ছে যে ইস্যু করছে তার রিস্ক রেটিং কি। আপনি যে টাকা (সুদ ও মুলধন) ফেরত পাবেন তার গ্যারান্টি কি। সে জন্য ভারত সরকারের বন্ড আপনি চোখ বুজে কিনতে পারেন, কিন্তু জিম্বাওয়ে সরকারের বন্ড কিনতে অনেকবার ভাববেন। সেরকম ভাবেই বর্ধমানের মিউনি বন্ডের রিস্ক বেশী, আর রাঙাবেলিয়ার গ্রাম পঞ্চায়েতের বন্ডের রিস্ক ফ্যাক্টর ভয়ংকর রকম বেশী হবে। (প্রসঙ্গত: বন্ড ইস্যু করতে গেলে সেবির অনুমোদন লাগবে)
  • Sudipta | 125.16.6.216 | ১২ মে ২০০৮ ২১:২১385455
  • শ্যামলবাবু,

    আপনার পোস্টের উত্তর দিতে কিঞ্চিৎ দেরী হল। কাজের মেয়ের কাজ সেরকম বাড়ছে না, অথচ মধ্যবিত্ত বা তার উচ্চতর অর্থনৈতিক শ্রেণী কাজের মেয়ে রাখছে আগের মত-ই, আপনি বলছেন। আবার আপনার কথামত এই মধ্য ও উচ্চবিত্ত শ্রেণীর মানুষের-ও গ্রোথ হচ্ছে। সেই অনুপাতে কাজের মেয়েরা দাবী দাওয়া বাড়াচ্ছে আর সেই মালিক-রা তাদের সেই দাবী মেনে নিচ্ছে। অতএব গ্রোথ কি সত্যি-ই অল্প থাকছে? আপনি-ই তো বলেছেন কাজের মাসী-ও আজকাল তার ছেলেকে ৩০০ টাকা দিয়ে ট্যুইশন পড়াচ্ছে। ব্যাপার-টা একটু ক¾ট্রাডিক্টরী মনে হল। এবার কথা হল, একজন মধ্যবিত্ত যথেষ্ট ভালো ড্রাইভিং না শিখে রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন কেন! কলকাতা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সব জায়গাতেই অফিস টাইমে ট্রাফিকের হাল খারাপ থাকে, এত ভয় পেলে তো বাঁচাই কঠিণ!! ধাক্কা মারলে গণধোলাই-এর ভয় আছে। ঠিক আছে। কিন্তু তাই বলে ড্রাইভার রেখে সব দায় তার ঘাড়ে চাপিয়ে দেবো!! এটা কি ঠিক যুক্তি হল!! অন্যের ঘাড়ে বন্দুক রেখে চলব আর কতদিন শ্যামলবাবু!! আর হ্যাঁ আমি বামপন্থী কিনা জানি না, কিন্তু সমাজ তন্ত্রে বিশ্বাসী, এটুকু বলে রাখি।

    সোমনাথদা (বাবু বলতে মানা :-) ),

    আমি চুপ করলাম। সত্যি বলছি, যত-ই নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে বিশ্লেষণ হোক আর তথ্যের ভারে কাঁধ নুয়ে যাক, প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকলে বোঝা যায় শ্যামলবাবুর এই ইমপ্লিমেন্টেশনের বাস্তব অসুবিধে গুলো ঠিক কোথায় কোথায় হতে পারে; রঞ্জনদা-র পোস্ট কে এদিক থেকে সমর্থন করি। সব কিছু এতটা সরল নয়। প্রশ্ন করবে আমার নিজের এরকম অভিজ্ঞতা আছে কিনা; আছে, পুরুলিয়া আর মেদিনীপুরের দু-একটি প্রত্যন্ত গ্রামের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থার সাথে বেশ কিছুদিন পরিচয় ছিল। ওসব থাক, এ ব্যাপারে রঞ্জনদা আর-ও অভিজ্ঞ ব্যক্তি, উনি-ই বলবেন যা বলার। এবার শুধু শুনি।
  • Suvajit | 58.168.33.114 | ১২ মে ২০০৮ ২১:২৪385457
  • ওয়েটেড প্রাইস ইন্ডেক্স দিয়ে হিসেব হয়। মানে ১৯৭০ সালের ১০০ টাকার আজকে কি ভ্যালু। একটা সেট ওব কমোডিটি ও সার্ভিস থাকে তার পারচেসিং ভ্যালু দিয়ে হিসেব হয়।
    বিশদ: http://tutor2u.net/economics/revision-notes/a2-macro-measuring-inflation.html
  • LCM | 128.48.203.150 | ১২ মে ২০০৮ ২১:৫৬385458
  • শ্যামল,
    তুমি আমার পয়েন্টটা এড়িয়ে গেলে। reuters ঢপ, আর ncaer বিশ্বাসযোগ্য!!
    কারও দেওয়া ডেটাকে তুমি যদি এক কথায় ঢপ বলে উড়িয়ে দাও, তাহলে তো কেউ ডেটা দেবে না :-)
    তুমি বলবে আর সবাই শুনবে :-)

  • shyamal | 64.47.121.98 | ১২ মে ২০০৮ ২৩:০৯385459
  • এল সি এম,

    আমি কি করে বোঝাব জানিনা। আমি তো দেখিয়েছি যে রয়টার NCEUS এর ডেটা ব্যবহার করেছে আর NCEUS NSSOর ডেটা ব্যবহার করে আমাদের ভুল বুঝিয়েছে। ঠিক আছে , ঢপ বলবনা কারণ এর দুটো কারণ থাকতে পারে।
    ১) NCEUS মিথ্যে বলছে উদ্দেশ্যমুলকভাবে।
    ২) NCEUS এ যেসব মাথারা NSSOর র ডেটা থেকে এই ক্যালকুলেশন করেছেন, তাঁদের ক্লাশ সিক্সএর অংক করারও ক্ষমতা নেই
    এর বাইরে কিছু দেখছিনা।
    এর চেয়ে বিশদ জানতে চাইলে আমার কালকে করা ক্যালকুলেশনের ডিটেল দেখাতে হয়। সেটা চাইলে বোলো।
  • LCM | 128.48.203.128 | ১২ মে ২০০৮ ২৩:২০385460
  • শ্যামল,
    তোমার ক্যালকুলেশন অনুযায়ী গ্রামের পরিবার পিছু বার্ষিক আয় অ্যাবাউট ৫০০০০-৫৩০০০ টাকা।
    রয়টার্স-এর হিসেব অনুযায়ী গ্রামের পরিবার পিছু আয় (যেটাকে তুমি বলছ, আয় নয়, আসলে ব্যয়, ভুল ইন্টারপ্রিটেশন) হল প্রায় ৩৮০০০-৪০০০০ টাকা।

    তাহলে এই আয় ব্যায়ের হিসেব হল - গ্রামে পরিবার পিছু অ্যানুয়াল সেভিংস অ্যাবাউট ১২০০০ টাকা, মাসে ১০০০ টাকা সেভিংস।

    আসলে এই gdp pci এই সব ফিগার সবদেশে সব সময়ই তর্কের অবকাশ রাখে। ভারতের মত দেশে আরও বেশী।

    যাই হোক, এবার CSO দেখো:
    http://mospi.nic.in/10_percapnsdp_cor_9394ser.htm
    হরিয়ানা হাইয়েষ্ট।
  • shyamal | 64.47.121.98 | ১২ মে ২০০৮ ২৩:২৩385461
  • অরিজিত,

    আমি বলেছি এক্সটার্নাল ইভেন্টের (যেমন এবছর অস্ট্রেলিয়ায় খরা বলে নাকি চালের দাম বাড়ছে) ওপর সরকারের ক®¾ট্রাল নেই। কাজেই সেক্ষেত্রে জনতার সাফার করতে হবেই। আমি সাফার করছিনা? গত সপ্তাহে জীবনে এই প্রথম গাড়ির ট্যাংক ভরতে পঞ্চাশ ডলারের বেশি লাগল। দশ বছর আগে লাগত কুড়ি। কিন্তু আমি কমপ্লেন করব কেন ? আমি কি স্পেশাল যে অন্যে সাফার করবে আর সরকার আমাকে ভর্তুকি দেবে?

    আমার অরিজিনাল পয়েন্টটা হল ইনফ্লেশন হলে শিক্ষক, মজুর, ডাক্তার, রিক্সাওয়ালা সবাই তার মূল্য দেয়। কিন্তু পে কমিশনের ফলে শিক্ষকদের একটা উপরি পাওনা হল। এটা শিক্ষকদের লাভ কারণ মজুর,ডাক্তার,রিক্সাওয়ালা এটা পাচ্ছেনা।
  • shyamal | 67.60.254.15 | ১৩ মে ২০০৮ ০৪:২৭385462
  • এল সি এম,

    এই প্রথম একজন সত্যিকারের সৎলোক দেখলাম যে এমন তথ্য দিয়েছে যা তার নিজের থিওরিকে ধুলিসাত করে। তার মানে আমরা সবাই যা কম বেশি করি -- নিজের থিওরি প্রমান করার ডেটা জোগাড় করি , তুমি তা করনি।

    আমার হিসেবমত(NCAER) ২০০৪-০৫ এ গ্রামে পারিবারিক আয় ছিল ৫৪০০০ টাকা। এটা গড়। শহরে ছিল ৯৬০০০ টাকা। সারা ভারতের গড় ৬৫০০০ টাকা।

    আর তোমার দেওয়া CSO তথ্য দেখে আমি হাঁ হয়ে গেছি। এতে বলছে, ২০০৬-০৭ এ ভারতের গড় আয় ছিল ১৪৮০০০ টাকা। তার মানে NCAER প্রচন্ড আন্ডারএস্টিমেট করেছে। বা CSO ওভার এস্টিমেট করেছে। আমার ব্যক্তিগত ধারণা CSOর সরকারী আমলারা আবার অংকে ভুল করেছে। চাকরীতো যাবেনা।

  • shyamal | 67.60.254.15 | ১৩ মে ২০০৮ ০৪:৪৩385463
  • সুদিপ্ত,

    ১) আমি বলেছি কাজের মেয়ের চাকরীর সংখ্যা বাড়ছেনা সেরকম। আয় বাড়ছেনা তা বলিনি। ১৯৫০ সালেও মধ্যবিত্ত কাজের মেয়ে রাখত , আজও রাখে। আজ নিশ্চয় প্রতি বাড়িতে তিনজন কাজের মেয়ে কাজ করেনা। কাজেই জব কত বেড়েছে? ১৯৫০ থেকে আজ অবধি মধ্যবিত্তের % যা বেড়েছে। আয় কেন বেড়েছে? তার কারণ কম হলেও সবার আয় বেড়েছে গরীব মানুষ সহ। তাই আজ বাজারদরের চেয়ে কম টাকা দিলে কোন লোক পাওয়া যাবেনা। কিন্তু ২০০২ সালেও যত লোকের গাড়ি ছিল, তার তুলনায় আজ অনেক বেশী লোকের আছে। তাই ড্রাইভারের বাজার এক্সপ্লোড করেছে। অ্যাবসলিউট টার্মে কাজের মেয়ের সংখ্যা ড্রাইভারের চেয়ে ঢের বেশী। রেট অফ গ্রোথ কম।
    ২) আপনি যতই দোষ দিন, আমি অনেক লোককে জানি যাদের ড্রাইভার রাখার অন্যতম কারণ হল গণধোলাইএর ভয়। কমিউনিষ্ট দেশ হলে এর বিরুদ্ধে ডিক্রি জারী করা যেত। কিন্তু ভারত তো গণতন্ত্র, আমি ড্রাইভার রাখব কি রাখব না, কেন রাখব এগুলো ডিসাইড করার স্বাধীনতা আমার আছে।
  • shyamal | 67.60.254.15 | ১৩ মে ২০০৮ ০৫:১৫385464
  • অরিজিত,

    ১) টেসকো ব্রিটেনের -- কোন ধারণা নেই। ওয়ালমার্ট সম্বন্ধে আমার ধারণা আগেও অন্য টইএ জানিয়েছি। ওয়ালমার্ট অতি সস্তায় জিনিষ দেয়। তাই আমরা সেখানে যাই। এখন কিছু প্রেসক্রিপশন ড্রাগ দিচ্ছে চার ডলারে। গরীবের বিরাট সুবিধা। এতে কিন্তু ঝাড় যাচ্ছে মার্ক,ফাইজার,জে অ্যান্ড জে, গ্ল্যাক্সো, ইলাই লিলির। আপনার নিশ্চয় এদের প্রতি ভালবাসা নেই। ওয়ালমার্ট,রিলায়েন্স এদের তর্কটা হল প্রডিউসার/সেলার-কনজিউমারের। আপনি কোনটাকে বেশী গুরুত্ব দেন? A or B?
    A. ওয়ালমার্টের জন্য কয়েকশো মিলিয়ন আমেরিকান কমদামে জিনিষ পায়, তাতে অন্যখাতে খরচ করতে পারে।
    B. ওয়ালমার্টের জন্য কে-মার্ট, অনেক গ্রসারি স্টোর ঝাড় খেয়েছে। হয় উঠে গেছে নয় হাজার হাজার লোক ছাড়িয়ে কোনক্রমে টিকে আছে।
    আপনি কি চান? বহু লোকের ব্যয় কমুক না অল্প কিছু লোকের চাকরী যাক? ওয়ালমার্ট কম দামে দিতে পারে কারণ তাদের কম্পিউটার ও ম্যানেজমেন্ট অদ্বিতীয়। আপনি কি চান সেটা তুলে দিয়ে প্রচুর মহাকালী ভান্ডার হোক?
    ২)এটা বড়লোক দেশের লোকের মত। আমার মত হল গরীবকে শহরে আসার সুযোগ দিলে তারা এসেই গাড়ী কিনবেনা। কিন্তু তাদের জন্য পাবলিক ট্র্যান্সপোর্ট বাড়াতে হবে। আমি বলেছি শহরের প্রান্তসীমা বাড়াতে হবে। তা সঙ্কেÄও সেইসব শহরের ডেনসিটি কলকাতার চেয়ে কম হবে।
    ৩) ওপরে বলেছি। বললাম যে শহরকে বাড়াতে হবে। শহরতলীকে শহরের ভেতরে আনতে হবে। বর্ধমান,শিলিগুড়ি,আসানসোলের সাইজ ডাবল করতে হবে।
    ৪) আগে বলেছি , মিউনি বন্ড। সারা পৃথিবীতে তাই হয়।
    ৫) আমূল নামে কোঅপারেটিভ হলেও চুক্তিচাষের অনন্য উদাহরণ। কোঅপারেটিভ শুনলেই আমার মনে হয় কেউ যেন স্বাধীনতা খুইয়ে ভর্তুকি পাচ্ছে।
    সেটা আমার অজ্ঞতা হয়তো। কোঅপারেটিভ স্কিমে ফ্ল্যাট বানালে সরকার কম দামে জমি দেয় (ভর্তুকি) কিন্তু বিক্রি করতে গেলে আপনি বাজারদর পাবেননা, কোঅপারেটিভকে তাদের ঠিক করা দামে বেচতে হবে (পরাধীনতা)।
  • LCM | 128.48.203.128 | ১৩ মে ২০০৮ ০৫:৩২385465
  • শ্যামল,
    আমার কোনো থিওরি নেই :-)
    আমি বলতে চাইছি যে ডেটা বড় সাংঘাতিক জিনিস। তিল-কে তাল, এবং তাল-কে তিল - দুইই করা যায়।

    আমার মনে হয় আলোচনাটা একটু সরে গেছে। রিটেল সেক্টরে বড় কোম্পানী ঢুকতে দেওয়া ঠিক কি না - এই ছিল মেইন টপিক।
    আমার মনে হয় রিলায়েন্স বা ওয়ালমার্ট নিয়ে জনতা একটু বেশী ভয় পাচ্ছে (এই থ্রেডে গোড়ার দিকে আছে তা নিয়ে পোস্টিং আছে)।
  • dri | 75.3.201.43 | ১৩ মে ২০০৮ ১২:২১385466
  • আচ্ছা, তার মানে বন্ড বিক্রি হলে টাকা ফেরত দেবে বর্ধমান মিউনিসিপ্যালিটি বা রাঙাবেলিয়া পঞ্চায়েত। মূলটা তো ফেরত দেবে পরের রাউন্ডে বন্ড বেচে। আর ইন্টারেস্ট ফেরত দেবে ট্যাক্সের পয়সায়। তার মানে নিশ্চয় মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েতের একটা স্টেডি ইনকামের সোর্স থাকতে হবে। ইন্ডিয়াতে লোকাল ট্যাক্স তোলার ব্যবস্থাটা স্মুদ নয়। এছাড়া পড়ে রইল রিস্ক পার্সেপশান। সেটা মিটিগেট করার জন্য চাই স্ট্রং মিডিয়া। যারা কিনা মাঝে মাঝেই এক্সপার্টদের মুখ দিয়ে বলিয়ে নেবে রাঙাবেলিয়ার ফিস্কাল পোজিশান খুব স্ট্রং। মানে ব্যপারটা ডুয়েব্‌ল যা দেখছি। ইন্টারেস্টিং!
  • santanu | 82.112.6.2 | ১৩ মে ২০০৮ ১২:৪৯385468
  • হোলো নি।

    রাঙ্গাবেলিয়ার বন্ড কেউ কিনবেনা যদি না রাঙ্গাবেলিয়ার মাটির তলায় তেল পাওয়া যায়।

    কিন্তু শ্যমলবাবু যখন বন্ড এর কথা বলেছিলেন, সেটা গ্রাম পনচায়েতের বন্ড নয়, শহুরে মিউনিসিপালিটির বন্ড এর কথা। (আরে গ্রামের বন্ড বেচে উন্নতি করার কথাতেই তো এতো কথা)

    এবার শহুরে মিউনিসিপালিটির বন্ড। ধরুন যদি ৫ বছর আগে 'রাজারহাট বন্ড' বাজারে ছাড়তো, সেই পয়সায় জমি কিনত, এট্টু রাস্তা মাস্তা করতো তরপর ... ভাবা যায়?

    এই রকম একটা ব্যপার শান্তিনিকেতন এর কাছে আর কোনা রোডের কাছে করার চেষ্টা চলছে, তবে দুটৈ Private Company, তাই বন্ড ফন্ড নাই। তবে আমাদের সরকারের ওসব না করাই ভালো, ল্যাজে গোবরে হয়ে বসে থাকবে।
  • Arpan | 202.91.136.71 | ১৩ মে ২০০৮ ১২:৫৪385469
  • দিল্লি এবং ব্যাঙ্গালোরের মেট্রো এবং কোঙ্কণ রেলওয়ের ফান্ডিং বন্ড বেচেই এসেছে।

    আমাদের সরকার মানে? মহাকরণ ও আলিমুদ্দিন?
  • dri | 75.3.201.43 | ১৩ মে ২০০৮ ১২:৫৫385470
  • বর্ধমান মিউনিপ্যালিটির বন্ড কে কিনবে? এই গুরুর কেউ কিনবেন?

    ভালো রেসপন্স পেলে বর্ধমানে ক¾ট্রাক্টারি করতে লেগে পড়ব।
  • SANTANU | 82.112.6.2 | ১৩ মে ২০০৮ ১৪:০২385471
  • আমদের সরকার মানে প:ব: সরকার।

    বর্ধমান মিউনিসিপালিটি Staff Salary দেবার জন্য বন্ড ছাড়লে, কেউ কিনবেনা। কিন্তু Shantiniketan Infrastructure Private Limited: http://siplindia.net/index.html ধরনের কোনো project এর জন্যে ছাড়লে মনে হয় ভালই সাড়া পাওয়া যাবে।

    কিন্তু তাতেও ঐ, আমার মনে হয় না প:ব: সরকার এমন কিছু করার ধক রাখে।
  • Time2Change | 160.109.98.44 | ১৩ মে ২০০৮ ১৫:৩৫385472
  • শ্যামলবাবু! না:, আপনি বেশ লড়ে যেতে পারেন। সে "আমি দেখিয়ে দিয়েছি' টাইপের ডেটা দিয়ে হলেও। গোটা গুরু হিলাকে ছোড় দিয়া আপনে - এরকম এরকম লাগছে না? আচ্ছা, আপনি "লজিক' বস্তুটির ধার ধারেন না সে তো এই পাতার পর পাতায় খচিত রয়েই গেল; কিন্তু অ্যাতো অ্যাতো এক্সপ্ল্যানেশনের পরেও আপনি কিন্তু নিজের জায়গা থেকে একইঞ্চি সরেননি। সেই "ড্রাইভার-মজদুর-মেড সার্ভেন্টের' ""সার্ভিস ইন্ড্রাস্টী''র আবর্ত্তেই রয়ে গেছেন। অন দি আদার হ্যান্ড, সো কল্‌ড বামেরা হ্যাভ ওয়াকড মেনি এক্সট্রা মাইল্‌স বাই আপনার কথায় কর্ণপাত করে!! না, মানে, ইয়ু ডোন্ট রিয়্যালি গিভ এ ড্যাম অ্যাবাউট অন্য কে কি বলে! এরকম পরিস্থিতিতে এতো মানুষ আপনার জন্য সো মেনি বাইটস খরচ করেছে অ্যালংউইথ এক্সপেন্সিভ সময় ... হ্যাটস অফ!

    আমি বাম নই, এমন ডিসক্লেমার লাগাবো না, কারণ, ইট ডাজন্ট ম্যাটার।
  • Arpan | 122.252.231.206 | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ০১:০৫385473
  • ন্যানো বিসর্জনের দিনেই মেট্রো ক্যাশ অ্যান্ড কারি খবরে চলে এসেছে। এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেই, কিন্তু তাও ব্যবসাপাতি গুটনোর মুখে।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই পশ্চিমবঙ্গে শিল্পায়নের সব প্রচেষ্টা জলে গেল, এই নিয়ে ঢাক বাজানোর কর্মসূচী তৈরি হয়ে গেছে। কিন্তু তার সাথে এই মেট্রোজাতীয় কোশ্চেনগুলোরও মডেল অ্যান্সার তৈরি করে রাখা ভাল।

    মানছি দুনিয়া তাকিয়ে ছিল না, কিন্তু কর্মসংস্থানের দিক থেকে ন্যানো প্ল্যান্টের থেকে কোনভাবে কম গুরুত্বপূর্ণ তো নয়ই। ভবিষ্যতে এই রাজ্যে জার্মান বিনিয়োগের প্রশ্নও এর সাথে জড়িয়ে।

    আবার একটা রবিবারের দিকে তাকিয়ে থাকতে হবে রফাসূত্র বেরোল কি না! সরকারের দুই শরিকের মাঝে বৈঠক মাইনাস রাজ্যপাল। :)
  • Arpan | 122.252.231.206 | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ০১:২২385474
  • অ্যাল, টাইপো: ক্যাশ অ্যান্ড ক্যারি। :P
  • siki | 203.122.26.2 | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৫385475
  • এইখানে মমতা নেই, কিন্তু ছোট শরিক আছে। কালকের খবরে তো দেখলাম ক্যাশ অ্যান্ড ক্যারির বৈঠক হয়েছে বু..-র সঙ্গে। তারা থাকছে। লাইসেন্সও রিনিউ করাতে চলেছে।
  • Arpan | 202.91.136.71 | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৯385476
  • কিছুই ঠিক হয়নি এখনো। এত সোজা? লাইসেন্স রিনিউ হয়ে গেলে ফব'র হাতে থাকবে পেন্সিল।

    http://www.thehindubusinessline.com/businessline/blnus/19251606.htm
  • r | 198.96.180.245 | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৪৩385477
  • এই আইসে এক "ফ্যালার বাপের" পার্টি! (ষাটের দশকে সি পি আই ও সি পি এম মহলে ফরওয়ার্ড ব্লককে "ফ্যালার বাপ" বলে ডাকা হত)। কালিকাপুরের খাঁ খাঁ মাঠের মধ্যে একটা পাইকারী দোকান, এক মাইলের মধ্যে পাইকারী দূরস্থান, কোনো খুচরো ব্যবসায়ীও নেই, জমিজমা নিয়ে কোনো গন্ডগোল নেই, পুরো কাজ হয়ে গেছে- লাইসেন্স দেবে না! ঢ্যামনামিরও লিমিট আছে। এদিকে নিজেদের মন্ত্রীগুলো এক একজন অকর্মণ্যতার বটগাছ। "সুভাষ মরে নাই" এবং "সুভাষ বিয়ে করে নাই" যাদের একমাত্র কনসিটেন্ট রাজনৈতিক মতাদর্শ, তারা এর থেকে বেশি আর কি করবে?
  • r | 198.96.180.245 | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৪৭385479
  • *কনসিস্টেন্ট
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন