এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • র‌্যাগিং: সমর্থনযোগ্য?

    Samik
    অন্যান্য | ২০ এপ্রিল ২০০৭ | ১৯৬৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 61.95.167.91 | ২৩ এপ্রিল ২০০৭ ১২:২৬385736
  • এগুলো সত্যিই বিচ্ছিন্ন ঘটনা। এ রকম হলে তবেই খবরের কাগজে ওঠে। সাধারনত হয় না, জলপাইগুড়িতে তো আমি যতদিন দেখেছি, হয় নি, আর এখনও হয় না যদ্দূর জানি।

    অনেকে অনেক রকম ব্যাকগ্রাউন্ড থেকে আসে, নিউ আলিপুরের পশ এলাকার ক্যালকেশিয়ান, যার সারা মাস মন পড়ে থাকে, কবে এই ট্র্যাশ জায়গা থেকে ছুটিতে ফিরে যেতে পারবে কলকাতায়। আর শালবনীর প্রত্যন্ত গ্রামের গাঁইয়া, যার সারা মাস মন পড়ে থাকে, কবে গরমের / পুজোর ছুটি পড়বে, আর বাড়ি ফিরে আলুর ক্ষেতে কাজ করতে পারবে, ওখানে বাবা একা খাটছে। তাদের দুজনকে দিয়েই ইনভার্স করানো, জাঙ্গিয়া কাচানো হল। দু তিনদিনে কিন্তু নিউ আলিপুরের সমস্ত নাক উঁচু ভাব দূর হয়ে গেল, পরে তারা রুমমেটও হয়েছিল। অথচ শুরুতে ভাবটা এমন ছিল, শালবনীর গায়ে গা ঠেকলেও নিজের জামা নোংরা হয়ে যাচ্ছে আলিপুরের।
  • Z | 192.9.200.45, 203.193.130.206 | ২৩ এপ্রিল ২০০৭ ১২:৫৬385737
  • kdদা, cgpa মানে হল Carrier Grade Point Avarage

    newbie, cgpa কিকরে ১০/১০ এর বেশী পাওয়া যায় একটু বুঝিয়ে বলবেন?
  • santanu | 198.36.34.57 | ২৩ এপ্রিল ২০০৭ ১৩:১১385738
  • CGPA ১০/১০ এর বেশী পাওয়া যায় না কিন্তু যে কোনো subjectCGPA ১০/১০ পাওয়া student এর থেকে theoritically বেশী পাওয়া যায়।

    সব subject এ ৯১ পেলেই তো CGPA ১০/১০। অন্য কেউ CGPA ৬/১০ পেয়েও Maths এ ৯২ পেতে পারে।
  • Z | 192.9.200.23, 203.193.130.206 | ২৩ এপ্রিল ২০০৭ ১৩:২০385739
  • শান্তনু, আপনি বলতে চাচ্ছেন মনে মনে "আম্মি তো ওর চে বেসি জানি" এই ভেবে আত্ম-বাড়-ভক্ষণ??
  • santanu | 198.36.34.57 | ২৩ এপ্রিল ২০০৭ ১৩:২৬385740
  • মোদ্দা কথা newbie র পাশের ঘরের ছেলেটি Maths and Physicsfirst Year এ বেশ পোক্ত ছিল।

    তবে Ragging টা খুব জরুরী বা আবশ্যক, এটা প্রমান করা মুশকীল। তবে যাদের সাথে সেরম নারকীয় কিছু ঘটে নি, তারা এত মনে রাখে না, আর যাদের সাথে ঘটেছে, তারা খুব তিক্ত ভাবে মনে রাখে। বাকী মেজরিটি লোকজন গল্প শুনে হাত পা ছোঁড়ে।
  • santanu | 198.36.34.57 | ২৩ এপ্রিল ২০০৭ ১৩:৩১385741
  • আমি তো খালি ১০/১০ এর ধাঁধা টা সমাধান করলাম।

    আমার ২১ দিন Ragging হয়েছিল, সত্যি বলছি, কিছু মনে রাখার মতো ঘটনা নাই।
  • santanu | 198.36.34.57 | ২৩ এপ্রিল ২০০৭ ১৩:৩৮385742
  • তবে এখন, এই বিদেশ বিঁভুই তে কর্মস্থলে, কিছু লোকজন কে দেখে খুব মনে হয়, এদের অল্পবিস্তর Ragging করলে মন্দ হতো না।

    তবে এই মনে হওয়াটা মোটেই ঠিক নয়।
  • Z | 192.9.200.23, 203.193.130.206 | ২৩ এপ্রিল ২০০৭ ১৩:৩৯385743
  • এক্কেরে ঠিক কইসেন শান্তনু।
  • Arijit | 128.240.233.197, 128.240.229.65 | ২৩ এপ্রিল ২০০৭ ১৪:২৭385744
  • Z

    আমি দেখেছি এবং, ভুগেছি। যা দেখেছি সেটা কম কিছু নয়, তবে অন্য অনেক ঘটনার তুলনায় শিশু হয়তো।

    দ্বিতীয় কথা - র‌্যাগিং হয় কি হয়না, সে প্রশ্ন অবান্তর। প্রশ্নটা র‌্যাগিং সমর্থনযোগ্য কিনা। আর তার উত্তর আমার দেওয়া হয়ে গেছে - কম হোক, বেশি হোক, শারীরিক হোক, কি মানসিক - র‌্যাগিং একটা অধিকারভঙ্গের ইস্যু, একদলের প্রভুত্ব করতে চাওয়ার ইচ্ছে। সমর্থন করি না, উল্টে ঘৃণা করি।
  • Arijit | 128.240.233.197, 128.240.229.66 | ২৩ এপ্রিল ২০০৭ ১৪:৩৩385746
  • আর স্মার্ট তৈরী করার জন্যে র‌্যাগিং করা হয় এই যুক্তিটা অত্যন্ত ক্লিশে হয়ে গেছে (আগে দেওয়া লিংকগুলো পড়ুন)। আমাকে স্মার্ট করার অধিকার আমি কাউকে দিইনি, কাজেই...
  • Arijit | 128.240.233.197, 128.240.229.66 | ২৩ এপ্রিল ২০০৭ ১৫:৪৩385747
  • উল্টোদিকে ট্যানের লেখা নিয়েও একটা কথা বলার আছে - সকলে র‌্যাগিং করে না বা সমর্থনও করে না। কাজেই হোস্টেলে র‌্যাগিং হয় বলে সমস্ত হোস্টেলবাসী বা হোস্টেলের জীবনটাকে গালি দেওয়াটা অতি-সরলীকরণ হয়ে যায়।

    হোস্টেলজীবন আমার জীবনের সেরা সময়। এই মানিয়ে নেওয়া বা সহ্য করা ইত্যাদি হোস্টেলেই শিখেছি - কিন্তু র‌্যাগিংএর জন্যে নয়। হোস্টেলে থাকতে থাকতে আলুভাতে থেকে শক্তপোক্ত মানুষ এমনিই হয় লোকে - তার পিছনে ওই পনেরোদিন বা একমাসের ম্যান্ডেটরি র‌্যাগিং পিরিয়ডের কোন অবদান নেই। অবশ্যই সকলে নয় - হোস্টেলে থেকেও আলুভাতে থেকে যায় তাও দেখেছি। কিন্তু তাদের "স্মার্ট' করার দায়িত্ব আমার নয় - এই বোধটা আমার থাকা উচিত। যদি চার বছরে নিজে থেকে সে না শিখতে পারে, তাহলে ওই ম্যান্ডেটরি পনেরোদিন বা একমাসে কিসুই হবে না।
  • Z | 61.2.6.59 | ২৩ এপ্রিল ২০০৭ ১৬:১০385748
  • আর চার পাশে সারাদিন দফায় দফায় যে অধিকার ভঙ্গ হচ্ছে তারবেলা??
  • Arijit | 128.240.233.197, 128.240.229.66 | ২৩ এপ্রিল ২০০৭ ১৬:১৫385749
  • সেটাও অধিকারভঙ্গ। এটা নিয়ে তর্কের কি আছে?
  • Z | 61.2.6.59 | ২৩ এপ্রিল ২০০৭ ১৬:২০385750
  • র‌্যাগিং খারাপ। তবে চারপাশে র‌্যাগিং নিয়ে যে হাঁই হাঁই চলছে সেটাও বাড়াবাড়ি।
  • Arijit | 128.240.233.197, 128.240.229.66 | ২৩ এপ্রিল ২০০৭ ১৬:২৩385751
  • দুটো আলাদা ইস্যু। তর্কটা হল র‌্যাগিং সমর্থন করি কি না, করলে কেন করি, না করলে কেন নয় - ইত্যাদি। একদম পয়েন্ট ব্ল্যাংক টপিক। এর মধ্যে র‌্যাগিং হয় কি হয় না, কতটা হাইপ, কতটা নয়, অন্য কি অধিকারভঙ্গ হয় - ইত্যাদি - এগুলোর আসার কথাই নয়।

    :-)
  • Sh | 141.218.214.213 | ২৩ এপ্রিল ২০০৭ ১৯:০১385752
  • অরিজিতকে ডিটো। প্রসঙ্গটা ছিল র‌্যাগিং সমর্থনযোগ্য কিন। এবং আমার উত্তর হল "না"। এখন র‌্যাগিং অনেক কমেছে জানি। IITতে আমাদের একেবারেই র‌্যাগিং হয়নি। কিন্তু তার আগে ইলেভেনে পড়ার সময় হোস্টেলে হয়েছিল। তবে তা সত্তেও বলবো সেই প্রথম হোস্টেলবাস আমায় অনেককিছু শিখিয়েছে। "এ শহর জানে আমার প্রথম সবকিছু" - এই অনুভুতি ঐ দিনগুলো না দেখলে আসতো না। কাজেই র‌্যাগিংএর জন্য হোস্টেলজীবনকে নিন্দা করছি এ ভাবলে ভুল হবে। হোস্টেলে অনেক বন্ধু পেয়েছি। আত্মনির্ভরশীল হয়ে বাঁচতে শিখেছি। র‌্যাগিং একটা আলাদা জিনিস। এবং খুব নোংরা জিনিস। ছাদের কার্নিসে দাঁড়াতে বাধ্য করানো র‌্যাগিং থেকে জোর করে মুখে সিগারেট গুঁজে দেওয়া র‌্যাগিং - সবকটাকেই আমি সমান ঘৃণা করি। আর এর সাথে আমার আশেপাশে প্রতি মুহুর্তে অন্যভাবে মানবাধিকার ভঙ্গ হচ্ছে কিনা তার কোন সম্পর্ক নেই। একটা অন্যায়ের নিদর্শন তুলে আরেকটা অন্যায়ের সাফাই গাওয়া যুক্তি হিসেবে খুব ক্লিশে।
  • pipi | 141.80.168.31 | ২৩ এপ্রিল ২০০৭ ১৯:৩৬385753
  • অরিজিৎ, Sh কে পুরোপুরি সমর্থন করছি। স্বনির্ভর হতে শেখার জন্য র‌্যাগিং-এর প্রয়োজন নেই, হস্টেলবাসই জথেষ্ট। আর এক গোয়ালে থাকতে হবে বলেই যে সব্বাইকে একই রকম গরু হতে হবে এমন মাথার দিব্যিটা কে দিয়েছে। কেউ যদি থাকতে চায় নিজের মনে, শান্ত, চুপচাপ তো থাক না। তাকে "মানুষ' করার দায়িত্ব আমায় কে দিল? কেউ যদি সিগারেট ফুঁকতে না চায়, তার মুখে জোর করে সিগারেট গুঁজে দিয়ে তাকে হাঁচিয়ে কাশিয়ে বেদম করে দিলেই কি সে ম্যাচো হয়ে যাবে? কিম্বা একঘর অচেনা লোকের সামনে উলঙ্গ হতে পারলেই স্মার্ট?? যদি সেটা আমার রুচিতে বাধে তো সেটা কিছু নয়? নাকি রুচি, কালচার এই শব্দগুলো অবসলিড? বাঙালীরা যে তবে রুচি আর কালচার নিয়ে এত দম্ভ করে?
    এখানে এখনো অবধি দেখলাম যারা কোনদিন প্রকৃত র‌্যাগিংয়ের শিকার হন নি, তারাই এর স্বপক্ষে ফাটাচ্ছেন যদিও একটিও জোরালো যুক্তি দিতে পারেন নি সমর্থনের।
    শারীর্ক কষ্টের চেয়েও বেশী অভিঘাত আসে মানসিক কষ্টের, অপমানের। আর অকারণ সেই অপমান আর লাঞ্ছনার ক্ষত কখনো মিলিয়ে যায় না, জোর করে গলে লাগালেও না। যাঁরা পেরেছেন বা পারেন তাঁরা আমার নমস্য।
    র‌্যাগিং আসলে আর কিছু না, কর্তৃত্ব ফলাবার আরেক নাম। কিন্তু আমার উপর কেউ কর্তামি ফলাতে আমি দেব কেন????????
  • appan | 193.134.170.35 | ২৩ এপ্রিল ২০০৭ ১৯:৪৩385754
  • আর যারা হস্টেলে থাকে না? :-)
  • Arijit | 128.240.233.197, 128.240.229.66 | ২৩ এপ্রিল ২০০৭ ১৯:৫৮385755
  • সেখানেও যুক্তিটা একই। ওই প্রথম পনেরোদিন বা একমাস হামাগুড়ি দিইয়ে বা নাচিয়ে বা গান গাইয়ে বা বিড়ি খাইয়ে সহ্যশক্তি বাড়ানো বা স্মার্ট বানানোর যুক্তিটা জমে না। বারেবারে একটা মনোভাবই ফুটে ওঠে - এই কতগুলো মুরগী পেয়েছি, এট্টু মজা লুটে নিই।
  • appan | 193.134.170.35 | ২৩ এপ্রিল ২০০৭ ২০:০১385758
  • সে আর বলতে।
  • Suvajit | 60.229.111.202 | ২৩ এপ্রিল ২০০৭ ২০:৩৪385759
  • টইটা তর্‌তর্‌ করে এগোচ্ছে, দু একদিন মিস গেলেই দেখছি এক দু পাতা পিছিয়ে পড়েছি।
    আমারো এখানে দুইখান কথা আছে।
    ১। অধিকারভংগের কথা যদি আসে, তাহলে আমি দেখেছি, এস এফ আইয়ের সিনিয়ারেররা ফার্স্ট ইয়ারের ছেলেদের জোর করে, ধমকে ধামকে মিছিলে নিয়ে যাচ্ছে। আমাকেও যেতে হয়েছিলো জ্যোতি বোসের ভাষন শুনতে ব্রিগেডে। হেঁটে হেঁটে স্লোগান দিতে দিতে। (পরে অতিকষ্টে হাওড়া ব্রিজের কাছ থেকে কেটে পড়তে পেরেছিলাম) এটাও অধিকারভংগ। আমাদের সময়ে এস এফ আইয়ের যারা র‌্যাগিংয়ের চুরান্ত বিরোধী ছিলো, তারাও এই ছেলে জোগাড় করাটা পবিত্র কর্তব্য বলে মনে করত। পরে এই নিয়ে আমাদের সংগে জোর বাওয়াল হয়েছিলো।
    ২। সেই রকম ভাবেই মন্ডল কমিশনের রিপোর্টের প্রতিবাদে যখন সি পি থেকে আমরা অনশন (পালা করে), রাস্তা ঝাঁট, জুতো পালিশ করেছি, আমি দেখেছি আমাদের পার্টির ছেলেপিলে, এস টি কোটার ছেলেদেরও এই প্রতিবাদে অংশগ্রহন করতে বাধ্য করাচ্ছে। কেউ কেউ মুখ বুজে যোগ দিচ্ছে, কেউ কাটিয়ে দিতে চাইলে, উদ্দাম খিস্তি মারা হচ্ছে। মানসিক ধর্ষন?
    ৩। র‌্যাগিং পিরিয়ডের ১৫ দিন বা এক মাসে কারও চারিত্রিক বদল হয়েছে (স্মার্ট হয়েছে কিম্বা মেনে নিতে শিখেছে কিম্বা আধিপত্তের কাছে নতিস্বীকার করতে শিখেছে ইত্যাদি) একেবারে বাজে কথা। পুরো থিওরিটিকাল কথা। মানুষ যেখানে সারা জীবনেও পাল্টায় না, সেখানে এই কটা দিনে তারা এতো বদলে যাবে সেটা ভাবা কষ্টকল্পিত। হোস্টেলে থেকে মানুষের যা চরিত্রগঠন হয় সেটা একান্তই হোস্টেলের পরিবেশের ব্যাপার। র‌্যাগিংয়ের সেখানে কোনো ভুমিকাই নেই।
    ৪। অধিকারভংগের কথা হলে, হোস্টেলের অধিকাংশ বাওয়ালিই কারও না কারও অধিকারভংগ করে। তাতে কিছু লোকের মজা, কিছু লোকের বিরক্তি। সে ক্ষেত্রে এই অধিকারভংগের পরিধি বাড়িয়ে নিলে, ছাত্রদের মেলামেশা করাটাই অনেক স্বীমাবদ্ধ হয়ে যাবে। যে হোস্টেলের জীবনের মজা আমাদের অনেককে কিশোর থেকে পুরুষ করে তুলেছে, তার বেসিক ডেফিনেশনেই প্রশ্নচিহ্ন পরে যাবে।
    ৫। আবার অন্যদিক থেকে দেখলে হোস্টেলের যে কাল্‌চার তার সংগে খাপ খাওয়ানোর জন্য র‌্যাগিং হচ্ছে প্রথম সিঁড়ি। আমি দেখেছি যে এমনও ছেলে আছে যে মোটেও র‌্যাগাড হয় নি, কিন্তু হোস্টেল (কলেজ) ছেড়ে দিয়েছে কেননা সে মানাতে পারছে না। এর উল্টোদিকটা হচ্ছে যে, হোস্টেলের কাল্‌চার আমাকে গঠন করছে, আমি এই কাল্‌চারকে পরিবর্তন করতে পরছি না, কেননা এই মানিয়ে নেবার ব্যাপারটা শুরু হয়েছে প্রথম দিন থেকেই।
    ৬। আমার মতে র‌্যাগিংয়ের একটা ডেফিনিট ভালো দিক হলো মানুষের লিমিটেশনটাকে দেখিয়ে দিতে পারে। ইনি্‌জনিয়রিং পড়ছি বলে বাড়িতে যে তোল্লাই থাকে (বিশেষ করে গ্রামের ছেলেদের তো গ্রামে দেবতাজ্ঞানে পুজো হয়), ঠিক ঠাক র‌্যাগিং হলে সেটা নিজের মনে কোনো বিশেষ ঘ্যাম জন্মাতে দেয় না।
    ৭। আমার অভিজ্ঞতায় বলে শারিরিক র‌্যাগিংটা গ্রামের ছেলেরাই বেশি করে, কেন সেটা কোনো থিয়োরী দিয়ে উদ্ধার করতে পারি নি।

  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ২০:৪০385760
  • ভেবেছিলাম আমার চুপ করে যাওয়াই ভালো,কিন্তু একটা কথা না বলে পারছি না।
    আসলে মানুষের চরিত্র তৈরী হয় বাড়ীর পরিবেশের দ্বারা,একদম ছোটো থেকে একটু একটু করে।হঠাৎ আঠেরো উনিশ বছর বয়সে এটা হয় না।

  • Arijit | 128.240.233.197, 128.240.229.66 | ২৩ এপ্রিল ২০০৭ ২০:৪২385761
  • ট্যানের শেষ কমেন্টটা পুরোটা হয়তো ঠিক নয়। বাড়িতে ভিত তৈরী হয়। হোস্টেলে বাড়ি তৈরী হয়:-)
  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ২০:৪৭385762
  • উঁহু,ঠিক তা নয়।
    দুটো উদা নাও।নর্থ ক্যালকাটার মহা গ্যাঞ্জামের আর উদুম প্রাকৃত গালিগালাজের মধ্যে, অর্ধেক লুঙ্গি তুলে লোকে তেল মাখছে প্রকাশ্যে,এসব দেখতে দেখতে,সম্পর্কিত লোকেরা ছোটোদের অ্যাবিউজ করছে এসব দেখতে দেখতে যে ছেলেটি বড়ো হয়েছে আর দক্ষিণ বনগাঁয়ে খোলামেলা মাঠে ঘুড়ি উড়িয়ে উদোম দৌড়ঝাঁপ করে কীর্তন গেয়ে নদীতে সাঁতার দিয়ে যে ছেলে বড়ো হয়েছে,এরা যদি ঘটনাক্রমে একই হোস্টেলে দুচারবছর থাকেও,এদের চরিত্র কিছুতেই একধরনের হবে না।

  • Suvajit | 60.229.111.202 | ২৩ এপ্রিল ২০০৭ ২০:৪৯385763
  • আর পরিশেষে, আর একটা ওবসার্ভেশন হলো যে যারা নতুন ছেলে আসছে তারা এমন কিছু ধোয়া তুলশিপাতা না। অনেকেই পুরো তৈরি ছেলে আসে। প্রথম প্রথম ভাজামাছটি উল্টে খেতে জানে না এরকম ভাব দেখায় কিন্তু পরে খাপ খুললে বোঝা যায় যে গভীর জলের মাছ। র‌্যাগিং এদের খাপ খোলাটাকে ত্বরান্নিত করে শুধু।
  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ২০:৫১385764
  • অর্থাৎ এটা রাজনীতির মতনই একটা পাওয়ার দখলের খেলা।
    যে পারবে,সে পাওয়ারে উঠবে,অন্যেরা তার সামনে নতমস্তক হবে।যে পাওয়ারে উঠতে পারবে না,সে ল্যাংবোট হবে,মানে অনুচর।
    গ্যাংস্টারদের দলেও এমনই হয় বলে জানা গেছে।

  • Suvajit | 60.229.111.202 | ২৩ এপ্রিল ২০০৭ ২০:৫২385765
  • আর একটা ওবসার্ভেশন হলো, ট্যানের কথাগুলো ভীষন থিয়োরিটিকাল। অন্তত হোস্টেলে বাস করার প্রাক্টিকাল অভিজ্ঞতা থেকে এটাই মনে হয়।
  • Arijit | 128.240.233.197, 128.240.229.66 | ২৩ এপ্রিল ২০০৭ ২০:৫৪385766
  • তা হবে না, কিন্তু আমি ভেবে দেখলুম যে আমি বেজায় দার্শনিকের মত কথা বলে ফেলেছি:-) ভিতটা তো আলাদা, তাই বাড়িও আলাদা। বাড়িতে ভিত তৈরী হল যে ওপরের বাড়িটা দোতলা হবে না চারতলা, নাকি অট্টালিকা - বাড়িটা তৈরী শুরু হয় হোস্টেলে। যখন হোস্টেল লাইফ শেষ করে চাকরিবাকরিতে ঢোকে তখনো বাড়ি তৈরী চলে। মোটামুটি মধ্যবয়সে শেষ হয়। কেমন বাড়ি তৈরী হল তার ওপর তোমার পেনশনের জীবন ডিপেন্ড করবে। এবার ভাবো।
  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ২০:৫৫385767
  • শুভজিৎ কী দুর্দান্ত পর্যবেক্ষক!!!!!মুহূর্তের মধ্যে ধরে ফেলেন কে তাত্বিক কে এক্সপেরিমেন্টালিস্ট!:-)))
    বলুন তো আমাদের ঈশেন কী? তাত্বিক না এক্সপেরিমেন্টালিস্ট?

  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ২০:৫৬385769
  • অরিজিৎ,আমার বাড়ী নাই। তাম্বু।:-)))
    আব্রাহামের পথ।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন