এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিডিও ও নন্দীগ্রাম

    sumeru
    অন্যান্য | ৩০ মার্চ ২০০৭ | ১৪৫৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • B | 59.93.203.87 | ৩১ মার্চ ২০০৭ ০০:২২386606
  • হে-হে-হে-হে-হে

    আপনিও ব্রুটাস!!
  • LCM | 24.4.0.122 | ৩১ মার্চ ২০০৭ ১০:৫৫386617
  • দেখলাম। শুরুতে বব ডাইলান-এর গানটা বেশ হয়েছে।

    ... how many ears must one man have
    Before he can hear people cry?
    ...
    how many years can some people exist
    Before they're allowed to be free?
    ...
    how many times can a man turn his head,
    Pretending he just doesn't see?


  • a x | 4.159.252.14, 207.69.137.23 | ৩১ মার্চ ২০০৭ ১১:৩৩386628
  • আরো কিছু দেখুন তাহলে।
    প্রমোদ গুপ্ত বেশ কিছু বানিয়েছেন। সব নন্দীগ্রাম না।

    http://sanhati.com/media/

    বিশেষ করে Amlashol - Documentary on starvation deaths in Amlashol, West Bengal [Google Video, 12 mins] এইটা...
  • DC | 170.213.132.253 | ০২ এপ্রিল ২০০৭ ২২:২৬386639
  • প্রমোদ গুপ্তর সাহস আছে।
  • ** | 59.93.255.67 | ২৪ এপ্রিল ২০০৭ ২২:৫৪386661
  • অক্ষ ফিরে গেছে তার পাঠস্থানে।

    তার কাছে দুটি সিডি আছে, একটি ইতিমধ্যেই ঈশান দিয়েছে, আর একটি অক্ষ দেবে হয়তো।
  • a x | 192.35.79.70 | ২৬ এপ্রিল ২০০৭ ০২:২১386672
  • ? দুটো না, তিনটে। কোনটা দেবার কথা হচ্ছে? দেব মানে আপলোড করব? দয়াবতীর (আবাদভূমি যাঁর) সেকেন্ড পার্ট বোধহয় অলরেডি গুগুলে উঠে গেছে।
    যদি কেউ এগুলো DVD কিনতে চান, কফি হাউসের ওপরে বৈচিত্র্যতে পাওয়া যায়। কিনলে এদের ফিল্ম বানানোর টাকাটা অন্তত ওঠে।

  • S | 61.95.167.91 | ২৬ এপ্রিল ২০০৭ ১০:৪৩386683
  • দিল্লিতে বসে পাওয়া সম্ভব কি? তাঁদের ইমেল ফোন্নং কিছু পাওয়া যাবে?
  • S | 10.13.74.166, 202.56.215.9 | ২৬ এপ্রিল ২০০৭ ১২:৪২386509
  • অক্ষ, আমি সত্যিই এগুলো (ভিসিডি / ডিভিডি) কিনতে চাই। কিন্তু আশু কলকাতা যাবার সম্ভাবনা নেই। কীভাবে পাবো জানিও।
  • a x | 192.35.79.70 | ২৬ এপ্রিল ২০০৭ ২০:১৩386520
  • S,
    আবাদভূমি - দুটো পার্ট যে বানিয়েছে তাকে জিজ্ঞেস করব দিল্লীতে পোস্ট করবে কিনা। করলে, প্রথম পার্ট - ১০০ টাকা, দ্বিতীয় - ৭০ টাকা + পোস্টেজ। এ হয়ত ন হন্যতের "উন্নয়নের জন্য" টাও জোগাড় করে দিতে পারে। প্রমোদ গুপ্ত বিক্রি'র জন্য প্যাকেজিং করেন না।
  • Arijit | 128.240.233.197 | ১৪ জুন ২০০৭ ১৪:০০386542
  • এটার নাম "নন্দীগ্রাম - উত্তরের খোঁজে'
  • Arpan | 80.44.105.76 | ১৪ জুন ২০০৭ ১৪:০৩386553
  • এটাই তো সেই অনিন্দিতা সর্বাধিকারীর বানানো তথ্যচিত্র। আজকালে যেটাকে খুব প্রমোট করা হল ক'দিন ধরে। এখন সিপিএমের লোকাল কমিটির জমায়েতে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান সবজায়গায় দেখানো হচ্ছে।
  • Arijit | 128.240.233.197 | ১৪ জুন ২০০৭ ১৪:০৪386564
  • হুঁ, সেটাই। আজই লিংক পেলাম। তাই পোস্ট করলাম। কনটেন্টের দায় আমার নয়।
  • .... | 198.169.6.69 | ১৫ জুন ২০০৭ ০০:৪৮386575
  • থ্যাংকু অরিজিৎ, অনেকদিন থেকে এইটা খুঁজছিলাম।
  • Rudranath Ghosh Dastidar | 59.94.2.186 | ১৫ জুন ২০০৭ ০০:৪৯386586
  • আজকাল এ প্রসঙ্গে কেউ বড় একটা লেখেন/লেখে/লিখি না। লিখলে হয়তো শুভানুধ্যায়ীদের শুভকামনায় কদিন আগের আজকালের লিঙ্কটা এসে পড়তোই। যেটাতে অনিন্দিতা সর্বাধিকারীর এই "উত্তরের খোঁজে" তথ্যচিত্র নির্মাণের পিছনে তার অসমসাহস, নিষ্ঠা আর সততার সম্বন্ধে বহু কিছু বর্ণিত হয়েছিলো। আর কোনো শয়তানের বা ভগবানের নাম করে দিব্যি না কেটেই বলা হয়েছিলো যে এর আগের যে তথ্যচিত্রগুলি বানানো হয়েছিলো সেগুলি হাউইয়ের মতো নিভে গেছে, আর এ ক্রমাগত উঙ্কÄল থেকে উঙ্কÄলতর হয়ে উঠছে।

    তমসো মা জ্যোতির্গময়:!! অতি উত্তম।

    গত শুক্রবার মহাকরণের একতলায় ক্যাণ্টীনের হলে বিরাট স্টেজে স্ক্রীন লাগিয়ে এই সিডির তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছিল রাজ্য কো অর্ডিনেশন কমিটি স্বয়ং, যাতে উপস্থিত ছিলেন অনিন্দিতা সর্বাধিকারীর বাবা এবং মা। তাঁরাও জনে জনে বর্ণনা করছিলেন কত কষ্টের সাথে এই তথ্যচিত্র তুলেছেন তাঁদের মেয়ে। যার প্রচার প্রতি বিভাগে প্রতি ঘরে গিয়ে সেদিন সকাল থেকে করে এসেছেন কো অর্ডিনেশনের প্রতিনিধি-সমর্থকেরা।

    বলার কথা শুধু একটাই।(মোটা হরফে Christ Re-Birth Type-এর মাপে)
    ------------------------------
    এই তথ্যচিত্র পরিবেশনের জন্য মহাকরণে নিয়োজিত পুলিশ বিভাগের একটি অনুমতি লাগে, যেটি এই তথ্যচিত্রটি অনায়াসেই পেয়ে গেছে আর তার ফলে প্রদর্শিতও হয়েছে। কিন্তু এর বহু আগে মহাকরণে কো অর্ডিনেশনের সমান্তরাল বা বিরোধী কমিটি "নব পর্যায়"-এর বহু আবেদন নিবেদন সত্বেও আবাদ ভূমি, উন্নয়নের খোঁজে, বুঝেছো উপেন, ইত্যাদি অনেক অনেক তথ্যচিত্র তো দূর, নন্দীগ্রামের আহত নিহত ব্যক্তিবর্গের পোস্টারের প্রদর্শনীর জন্যও কোন অনুমতি পাওয়া যায় নি।

    আবার চেষ্টা করা হচ্ছে, যদিও না পাওয়ার সম্ভাবনাই বেশী।

    তবে গুরু-তে লিখলে যে, কোন একটা জায়গায় নাড়া পড়ে, তার ফলে হয়তো বা এবার পাওয়াও যেতে পারে।

    কাকতালীয় বললে অন্য কথা, তবে এর প্রমান আমি নিজে পেয়েছি যেদিন অনিন্দিতার এই সিডি আর নন্দীগ্রামের উপর এক বিতর্কের আয়োজন করেছিলো কলকাতা টিভি। সেদিন থেকে দুদিন কলকাতা টিভি নির্বাক হয়ে যায়। এই প্রসঙ্গর উল্লেখ না করে শুধু নির্বাক হওয়ার ব্যাপারটির উল্লেখ আমি এ পাতায় তার পর করার পরের দিন সবই আবার স্বাভাবিক হয়ে যায়।

    হতেই পারে পুরো ব্যাপারটাই(কলকাতা টিভি-র ব্যাপারটি, মহাকরণেরটি নয়) কাকতালীয়।

    তবুও কেমন কেমন লাগে বৈকি। বিশেষত:, আজ যখন দিল্লির ইমাম বুখারিকে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে নন্দীগ্রাম পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়, এবং সেখানে সাম্প্রদায়িক বক্তৃতা দেওয়ার পরেও স্থানীয় সি পি আই-এম-এর লোকজনেরা পুষ্প স্তবক আর মালা নিয়ে তাঁকে অভিনন্দন জানানোর জন্য অপেক্ষা করে বসে থাকেন। ঘটনাটির সম্পূর্ণ মিথ্যা রূপ দেওয়া হয়েছে আনন্দবাজারে।

    এই লেখার কণ্টেণ্টের সমস্ত দায় প্রতিবেদকের নিজের।
    (এই বক্তব্যের জন্য গুরু-র কোন ব্যক্তির কোন দায়বদ্ধতা নেই)।
  • ulpu sen | 59.93.242.175 | ১৫ জুন ২০০৭ ১০:২৭386597
  • বিষয়ের তপ্ততা শীতল হয়ে আস ছে। ঘর ছাড়া মানুষেরা ফির তে শুরু করেছেন। বর্ষার আগমনে ভিজে মাটির সোঁদা গন্ধে চাষীর প্রাণ আকুলি-বিকুলি কর ছে। সময়ের প্রলেপ ধূসর স্মৃতিকে বিবর্ণ করে তুল ছে। কৃষি-শিল্পের সহাবস্থানের মধ্য দিয়ে রাজ্যের উন্নতির বিষয়ে ঐক্যমতের সূচনা পরিলক্ষিত হচ্ছে। শান্তির বাতাবরণে প্রগতির পারাবত পাখ্‌না মেলবার জন্য প্রস্তুত। এখন নৈর্ব্যক্তিক পর্য্যালোচনার সময় আগত।

    ১। মুখ্যমন্ত্রী বলেছেন নন্দীগ্রামে শিল্প নয়। স্বাভাবিক হয়ে গেলেও নয়? সেখানকার ৭০ হাজার মানুষ মেটিয়াবুরুজে দর্জির কাজ করে। এলাকায় শিল্প স্থাপন হলে আরো বেশি কর্মসংস্থান হত।

    ২। হাজার চেষ্টা করেও সিদ্দিকুল্লা গোটা নন্দীগ্রামে ধর্মীয় সম্প্রীতির কাঠামোয় আঁচড় কাটতে পারেনি। এরজন্য নন্দীগ্রামের সব্বাইকে লাখো সেলাম, অভিনন্দন, ধন্যবাদ।

    ৩। সন্ত্রাসের শংকায়, গুজবের ধোঁয়ায় নন্দীগ্রামের হলুদ বাতাস আজ বঙ্গোপসাগর হয়ে হলদি নদী থেকে উঠে আসা নির্মল অক্সিজেনের খোঁজে উদ্বেল। সত্যের পীঠে সওয়ার হয়ে পরিবেশবিদরা ছুটে যাক সেখানে।
  • ulpu sen | 59.93.242.175 | ১৫ জুন ২০০৭ ১১:৪৪386605
  • ৪। এবার ভিডিও প্রসঙ্গ। অনিন্দিতার কাজকে প্রশংসা করেও কয়েকটা কথা বলে ফেলি।
    অনিন্দিতাই বলুক ১৪-ই মার্চের দুর্ঘটনার পরে এই বাংলার এক্‌জনও বিশ্বাস করেছিল যে, শতশত শিশুর পা চিরে, মাথা কেটে, বস্তায় পুরে মাটির নিচে পুঁতে অথবা হলদি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল? অথবা হাজার হাজার মানুষকে পুলিশ খুন করে ড্রেজারে তুলে সাগরে ভাসিয়ে দিয়েছিল? কিংবা শতশত মহিলা পুলিশ ও ক্যাডার ( হার্মাদ! )-দের হাতে চূড়ান্ত শারীরিক লাঞ্‌নার শিকার হয়েছিল? দুর্ঘটনার দশদিন পরেও নিহত বা নিখোঁজের তালিকায় একটি শিশুর নামও উল্লেখ হয়নি! যে ২৭জন নিখোঁজের তালিকা পেশ হয়, তার মধ্যে মৃত, আহত, এবং জীবিত ও এলাকায় সশরীরে বিদ্যমান ধরে সংখ্যা দাড়ায় ২৬! আর এক ঘন্টার পুলিশি অপারেশনে শত সহস্র শিশু, নারী, জোয়ান, বৃদ্ধ কে গুলি করে মেরে, তারপর অতিসতর্কতার সাথে লাশ্‌গুলি পাচার করে, পাঁচ সহস্র নারীর স্তনকর্তন করে (নেত্রী উবাচ), তিনশত নারীর (আবারো নেত্রী উবাচ) সম্ভ্রমহানি করা-------- শাওলি- সুমন, বিভাস- ব্রাত্য, মেধা- মহাশ্বেতা, পল্লব-জয়- দের পক্ষে হজম করা সম্ভব। বাঙ্গালী এমনিই পেটরোগা। তারা পারবেনা। তাই দু:খিত অনিন্দিতা, প্রাণ খুলে আপনার কাজের প্রশংসা করতে পারলামনা।
  • Arijit | 128.240.233.197 | ১৫ জুন ২০০৭ ১৪:৩৫386607
  • আমার তো মনে হল ঠিক এই প্রশ্নগুলোই রয়েছে ভিডিওটাতে।
  • kallol | 192.77.110.18 | ১৫ জুন ২০০৭ ১৬:২০386608
  • শমিক এবং অন্যরা যারা উৎসাহী - প্রমোদের ফোন্নং ০৯৮৩০৪১১৫২৫। প্রমোদের সাথে কথা হয়েছে। ও ডিভিডি বা সিডি পাঠাবে। ওর সাথে যোগাযোগ করিস।
  • ..... | 198.169.6.69 | ১৫ জুন ২০০৭ ২০:২৯386609
  • শাঁওলী থেকে জয় -- কেউ বিশ্বাস করেননি -- কিন্ত প্রচার করেছিলেন -- প্রগতিশীল প্রচার।
  • LCM | 24.4.0.122 | ১৬ জুন ২০০৭ ১৩:৫৩386610
  • কথা হল, যে ঠিক কতজনের মৃত্যু হলে ব্যাপারটা বিশ্বাসযোগ্য মনে হয়!
    ১০ জন হলে বাজারে রটে ১০০, ১০০ হলে ১০০০, ১০০০ হলে ১০০০০ ।
    রটনা খারাপ, নিন্দনীয়... কিন্তু ঘটনা কি তার থেকে অনেক অনেক বেশী নয়!
  • dear | 203.145.188.130 | ১৭ জুন ২০০৭ ০০:১৯386611
  • অরিজিত দা,
    অনিন্দিতা'র লিংকটা কাজ করছে না।
    আর, এগুলি তো .gvp হিসেবে আসছে। .wmv পাওয়া যাবে না?
  • shyamal | 24.119.209.168 | ১৭ জুন ২০০৭ ১৪:২১386612
  • নন্দীগ্রাম নিয়ে এত হৈ চৈ এর দরকার আছে কি ? অনেক জেলা আছে যারা নন্দীগ্রাম প্রকল্পকে সাদরে ডাকবে।
    http://www.anandabazar.com/17south3.htm
    সেখানে গেলেই হয়।
  • Bappa | 59.93.196.6 | ১৮ জুন ২০০৭ ০০:০৮386613
  • আগের কটা পোস্টিং দেখে একটা গানের কটা লাইনই শুধু মাথায় এলো....

    চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে
    সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে.....
  • tan | 131.95.121.132 | ১৮ জুন ২০০৭ ০১:৪৫386614
  • B,
    আরো একটা আছে এরকমই-
    "খিড়কী থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী
    এর বাইরে জগত আছে তোমরা জানো না।"
  • shyamal | 24.119.209.168 | ১৮ জুন ২০০৭ ০২:৫৫386615
  • কোন প্রকল্পই মানুষের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। নন্দিগ্রামের মানুষ যদি কুপমন্ডুক হয়ে ভাবেন চাষবাস করেই জীবন কাটিয়ে দেওয়া যাবে -- কোন পরিবর্তনের সামনে আসতে তাঁরা ভয় পান -- তো ঠিক আছে। আরো ১৭ টা জেলা আছে। NH34 চওড়া হচ্ছে --নদীয়া, মুর্শিদাবাদ, মালদা -- যে কোন জায়গায় প্রকল্পকে সরিয়ে নেওয়া যেতে পারে। বুদ্ধদেববাবু যে কেন সরে আসছেননা বোঝা মুশকিল। পরিবর্তন আসবেই -- ঠ্যাকানো যাবেনা। নন্দিগ্রামের মানুষ যখন মাথা ঠান্ডা করে বুঝবেন যে কি সম্পদ তাঁরা হাতছাড়া করলেন , তখন it will be too late
  • Arpan | 80.44.108.154 | ১৮ জুন ২০০৭ ০৪:৪৯386616
  • কেমিক্যাল হাব বন্দরের কাছাকাছি হতে হয় বলে শুনে আসছি এতদিন। নদীয়া, মালদহ, মুর্শিদাবাদে সেসব কোথায়?
  • Arpan | 80.44.108.154 | ১৮ জুন ২০০৭ ০৪:৫৩386618
  • সিঙ্গুর প্রকল্পকেও কি অন্য জায়গায় সরিয়ে নেওয়া যেত না একই যুক্তি মেনে?

    শালবনিতে জমি অধিগ্রহণের সময় আরেকটা সিঙ্গুর বা নন্দীগ্রাম হল না কেন শ্যামলবাবু একটু ভেবে দেখবেন? সেখানকার মানুষ পরিবর্তনের সামনে আসতে ভয় পান না ব্যপারটা এতই সরলীকৃত?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন