এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিডিও ও নন্দীগ্রাম

    sumeru
    অন্যান্য | ৩০ মার্চ ২০০৭ | ১৪৫২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shyamal | 24.119.209.168 | ১৮ জুন ২০০৭ ০৫:২৮386619
  • কেমিক্যাল শিল্পের সঙ্গে যারা জড়িত তাঁরাই বলতে পারবেন যে বন্দর কাছে থাকা জরুরী কিনা। দেখলাম আমেরিকায় পিট্‌সবার্গ শহর বলেছে সেখানে কেমিক্যাল হাব করার জন্য। তা তার ধারে কাছে কোন সমুদ্র নেই।
    ধরুন, সিঙ্গুর বা নন্দীগ্রামকে অন্যত্র নিয়ে যাওয়া গেল। প্রশ্ন হচ্ছে সরকার কতটা দাবী মানবেন । এখন সরকার যদি ঠিক করেন একটা ২০০ কিমি হাইওয়ে হবে আর সেই পথে ১০০০ জন মানুষের ঘর ও ধানের জমি পড়ছে , তবে কি তাদের উচ্ছেদ করা হবে না হাইওয়ে প্রকল্প বন্ধ করে দেওয়া হবে ? আনোয়ার শা রোড যখন বাইপাস অবধি বাড়ানো হল, অনেক লোকের উচ্ছেদ হয়েছে -- তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। যদি প্রত্যেকের কথা শুনতে হয় তবে কোন কাজই হবে না।
    আর স্কেলটা ভাবুন। পশ্চিমবঙ্গে জমি ৮৮০০০ বর্গ কিমি। এর মধ্যে শিল্প আর পরিকাঠামোর জন্য দরকার খুব বেশী হলে ১০০০ বর্গ কিমি। তাও ৯৮% চাষের জন্য রইল।
    উন্নত দেশে দেখবেন বড় শহর -- যেমন নিউ ইয়র্ক -- তার চার পাশে গড়ে উঠেছে শিল্প এবং শহরতলী। কোন চাষের জমি নেই। সেই মডেলটাই স্বাভাবিক ।
    সিঙ্গুর কলকাতার কাছে। কাজেই সেখানে শিল্প এবং শহরতলী গড়ে উঠবে সেটাই স্বাভাবিক। কেউ যদি বলেন , জমির দাম ১০০০০০ টাকা প্রতি কাঠা আর আমি ধান চাষ করব সেটা বোধহয় বুদ্ধিমানের মত কথা হবেনা।
  • bozo | 68.239.77.54 | ১৮ জুন ২০০৭ ০৯:২৪386620
  • শ্যামল,
    আমেরিকার অন্যতম বড় শহর হিউস্টন। সেই শহরের বাইরে দেখুন কেমন বিস্তীর্ন চাষের জমি।
    টেক্সাস কে আলাদা করে দেখলে ধরুন ওয়াশিংটন ডি সি। বড় শহর। অথচ ভার্জিনিয়া তে রয়েছে চাষের জমি।
  • a x | 86.31.217.192 | ২০ জুন ২০১৩ ১৯:৪২386622
  • নন্দীগ্রাম ফলো-আপ - সুকুমার মিত্র

  • PT | 213.110.240.200 | ২১ জুন ২০১৩ ০৯:৪৫386623
  • "রাজ্য সরকারের তোলা সব প্রশ্নের জবাব সিবিআই দিয়ে দিয়েছে গত ১৭ এপ্রিল। তার পরে দুমাস কেটে গেলেও নন্দীগ্রামে গুলিচালনায় অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে চার্জশীট দাখিলের অনুমতি সিবিআই-কে দেয়নি রাজ্য সরকার।" (আবাপ, ২১ শে জুন, ৮ পৃষ্ঠাঃ লিংক নেই)

    কেন??
  • aranya | 154.160.226.53 | ২১ জুন ২০১৩ ২২:৩১386624
  • নন্দীগ্রামের ওপর সুমনের গানটা অনেক দিন পর শুনলাম। ভাল লাগল। ভিডিও-টাতে কল্লোল-দাকে একঝলক দেখলাম, মনে হল।
  • pi | 118.22.236.173 | ২৩ জুন ২০১৩ ০৫:২৯386625
  • মালতী জানাকে সেলাম।
  • PT | 213.110.246.230 | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:৩১386626
  • পুলিশের বিরুদ্ধে বিনা প্ররোচনায় গুলি চালানো এবং নিরস্ত্র গ্রামবাসীদের উপরে অকথ্য অত্যাচারের অভিযোগ তুলে সিবিআই তদন্ত দাবি করেছিল তৎকালীন বিরোধী দল তৃণমূল। অভিযোগের গুরুত্ব বিচার করে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

    সিবিআই যে তদন্ত রিপোর্ট পেশ করেছে, তাতে কিন্তু আন্দোলনকারীদের তরফে প্ররোচনার কথাই বলা হয়েছে। তাদের বক্তব্য, তালপাটি খালের উপরে ভাঙাবেড়া সেতুর এক প্রান্তে পৌঁছে পুলিশ দেখে, অপর প্রান্তে অন্তত পাঁচ হাজার লোক রয়েছে। জমায়েতের সামনের সারিতে মহিলা ও শিশু। পিছনে লাঠি, ভোজালি, রড হাতে পুরুষরা। ওই জনতার পিছন থেকে মাঝেমধ্যেই বোমা ও গুলি ছুটে এসেছিল পুলিশের দিকে।

    সিবিআই চার্জশিটে বলেছে, ঘটনাস্থলে উপস্থিত এগ্জিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওই জমায়েতকে বেআইনি বলে ঘোষণা করার পরে পুলিশ ধীরে ধীরে এগোতে থাকে। প্রথমে কাঁদানে গ্যাস, রবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তাতে কাজ না-হওয়ায় পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। প্রথমে শূন্যে ১০ রাউন্ড গুলি ছুড়লেও জনতা নড়েনি। তার পরেই জনতাকে লক্ষ করে ১০ রাউন্ড গুলি চালায় পুলিশ। ভাঙাবেড়ায় সে দিন যে ১২৯ জন গ্রামবাসী আহত হন, তাঁদের সবার বিরুদ্ধেই পুলিশকে আক্রমণ করার অভিযোগ আনা হয়েছে সিবিআইয়ের চার্জশিটে।

    অধিকারীপাড়ার ঘটনা প্রসঙ্গে সিবিআই জানিয়েছে, সেখানে জমায়েত হাজার তিনেক গ্রামবাসী এতটাই আক্রমণাত্মক ছিলেন যে, তাঁরা কয়েক জন মহিলা কনস্টেবলকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কোনও ক্রমে তাঁদের উদ্ধার করে পুলিশ। ভাঙাবেড়ার মতো এখানেও ভিড়ের পিছন দিকে লাঠি, তলোয়ার, রড, এমনকী আগ্নেয়াস্ত্র-সহ বেশ কিছু লোক ছিল। এখানেও পুলিশকে লক্ষ করে ক্রমাগত গুলি ছোড়া হয়েছে। ঘটনার পরে অধিকারীপাড়া থেকে পুলিশ দেশি বন্দুক এবং গুলি বাজেয়াপ্তও করেছে।

    http://www.anandabazar.com/30raj3.html
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:৪১386627
  • ভাঙাবেড়ায় জনতার পিছন থেকে ছুটে আসা বোমা ও গুলিতে কোন পুলিশ মারা গেল না, আহত-ও হল না, অথচ জনতাকে লক্ষ করে পুলিশ ১০ রাউন্ড গুলি চালিয়ে দিল, তাতে কিছু লোক মারা গেল , ১২৯ জন আহত হল - এটা কি ধরণের অপারেশন?
  • PT | 213.110.246.230 | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:৫৭386629
  • নেত্রী সিবিআই চেয়েছিলেন-পেয়েওছিলেন কিন্তু এখন আর চাইছেন না কেননা সিবিআই তাঁর মনপসন্দ কথা বলেনি। সেটা উল্লেখযোগ্য।

    অন্যদিকেঃ
    (১) সিপিএম বহুদিন আগেই সিবিআই-কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়েছে
    (২) কংগ্রেস সিবিআইকে নিয়ন্ত্রণ করে সিপিএমের বারোটা বাজিয়ে দিতেই পারে
    (৩) কং মমতাকে খুশী করতে পারে এই এই ভোটের বাজারে
    -তাও কেন সিবিআই এমন রিপোর্ট দিচ্ছে তা আমার বোধগম্য হচ্ছেনা।

    মমতার সরকার যে নন্দীগ্রামের হত্যা আর তাপসী মালিকের কেসের শেষ দেখতে চায় না সেটা তো আমি বহুদিন ধরেই বলে আসছি।

    এখন কথা হচ্ছে যে আমরা যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না-কিন্তু কিছু মাওবাদী-মাওব্যথী পত্রিকা আর আবাপ-র মত confusing রিপোর্ট পড়ে final সিদ্ধান্ত নিয়ে ফেলেছি নন্দীগ্রামের ঘটনাক্রম প্রসঙ্গে-তাদের উপায় কি?
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:০১386630
  • সিদ্ধান্ত নিয়েছিলেন কেন? কলকাতার পিজিতেই তো ভর্তি ছিল একাধিক নন্দীগ্রামের আহত ও ট্রমাটাইজড লোকজন। বেশিদূর তো যেতে হতনা।

    আর পুলিশের গুলি করার নির্দেশ থাকে কোমরের নীচে, পেছনে গুলি করার নির্দেশ থাকে কিন আবাপতে বেরিয়েছে বা আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কী?
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:০৩386631
  • আর এই এক কথা বার বার যে বলে যাচ্ছেন, কজন পুলিশের শাস্তি হয়েছিল বা কটা কমিশনের রিপোর্ট সাঅমনে এসেছিল লেফট ফ্রন্ট ক্ষমতায় আসার পরে? শুধু তো নকশালরা মরেনি, সিপিএমের নিজের লোকও তো কম খুন হয়নি। সেগুলোর কটা তদন্তের রিপোর্ট আজ অবধি পাওয়া গেছে?
  • PT | 213.110.246.230 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:০৭386632
  • আমাকে আক্রমণ করে কোন লাভ নেইঃ

    " প্রথমে কাঁদানে গ্যাস, রবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তাতে কাজ না-হওয়ায় পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। প্রথমে শূন্যে ১০ রাউন্ড গুলি ছুড়লেও জনতা নড়েনি। তার পরেই জনতাকে লক্ষ করে ১০ রাউন্ড গুলি চালায় পুলিশ।" (আবাপ)

    সবই নাকি "প্রসিডিওর মেনে" করা হয়েছিল!! কথা হচ্ছে আমি সিবিআই এনকোয়ারি চাইনি। দিদি ও তার গুচ্ছের চামচা বুজীরা চেয়েছিলেন। বোধহয় গুরুর অনেকে সেই চাওয়ার সমর্থক ছিলেন। এখন সিবিআই "আলফাল" রিপোর্ট দিলে কি করা যাবে?

    তবে এই প্রশ্নটা আমারও" "পেছনে গুলি" কে করেছিল? পুলিশের বুলেট হলে সেতা প্রমাণ করাতো সহজ। না হলে?
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:০৯386633
  • ভাঙাবেড়ায় কতজন মারা গেছিল যেন - পুলিশের এই সচেতন ভাবে শুন্যে গুলি না ছুঁড়ে অথবা পায়ে গুলি না করে অর্থাৎ কিনা আহত করার চেষ্টা না করে পাতি মেরে ফেলার প্রয়াসে?
    সরি পিটি, একজনও পুলিশের গায়ে তেমন কোন আঁচড় পড়ল না, অথচ পুলিশ ১০ রাউন্ড গুলি চালিয়ে ১০ জন মানুষ মারল আর ১২৯ জনকে আহত করল - এ জিনিস সিবিআই কেন স্বয়ং ভগবান গেলাতে চাইলেও লোকে ন্যায্য মনে করবে কিনা ডাউট আছে
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:১০386634
  • পুলিশের নির্দোষ, কারণ সিবিআই রিপোর্ট বলছে নির্দোষ।
    তখনও তাই হয়েছিল, রুনুবাবুরা নির্দোষ ছিলেন, কারণ তাদের কোনো দোষ খুঁজে পাওয়া যায় নি।
    এই যেমন এখন, তৃণমূলের আমলে - পুলিশ নির্দোষ।
    খুব সিম্প্‌ল ব্যাপার।
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:১২386635
  • হমম, এই কনস্পিরেসি থিয়োরিটা ইন্টারেস্টিং - পুলিশের গুলিতে লোক মরে নি। তার মানে মাওবাদী বা তিনোমূল নিজেরাই গুলি চালিয়ে গ্রামবাসীদের মেরেছে, ওয়াও !
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:১৩386636
  • আপনাকে কোনো আক্রমণ করা হয়নি। ওটা আপনার দায়িত্বেই থাক। গুরুর অনেকে "বোধহয়" কি চেয়েছিলেন, সেটাও বুঝে ফেলবার ক্ষমতাও আপনারই।

    জনতা নড়বেনা বলেই যেখানে আন্দোলন সেখানে নড়েনি বলে গুলি চালানোর জাস্টিফিকেশন আরোই মজার।
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:১৫386637
  • জনতা নড়ছে না বলে জনতার ওপর গুলি চালানো জায়েজ - এই স্ট্যান্ড আদালতে টিকবে কি?
  • PT | 213.110.246.230 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:১৮386638
  • অরণ্য

    আমাকে প্রশ্ন করছেন কেন? পুলিশ সবসময়েই "বাধ্য" হয়ে গুলি চালায়-এটা আমরা বাচ্চা বয়েস থেকে জানি।

    কিন্তু যে সকল বাম-বিরোধীরা (তার মধ্যে রুণুবাবুর হুড়কো খাওয়া লোকজনেরাও সামিল ছিল) সেই সময়ে সিবিআই এনকোয়ারি চেয়ে লাফিয়েছিলেন তাঁরা সিবিআই সম্পর্কে কি ভেবেছিলেন?

    আর এই সরকার নন্দীগ্রামের ব্যাপারে জড়িত জনা দুয়েক পুলিশ অফিসারকে উচ্চ্পদে নিয়োগ করেছে-সেটা বহু আগেই খবরে প্রকাশ!!

    তাহলে হাতে তো পেনসিলও রইল না!! এবার তাহলে কাকে দিয়ে এনকোয়ারি করানো হবে?
  • Sibu | 118.23.96.158 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:২২386640
  • এনকোয়ারির, বিচার এসবের দরকার কি? রোজ পাঁচটা করে সিপিএম মারলেই তো হয়ে গেল।

    আপনারাও যেমন।
  • PM | 71.90.51.225 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:২৬386641
  • সিবিআই চেয়েছিলেন আপনারাই, এখন রিপোর্ট পছন্দ হচ্ছে না, ঠিক আছে । এখন বলছেন আদালতের রায়-ই সব সিবিআই কে আদালতে প্রমান করতে হবে। ঠিক আছে অপেক্ষা করা যাক। এতোদিন করলাম আর কদিন নয় করলাম।

    "এ জিনিস সিবিআই কেন স্বয়ং ভগবান গেলাতে চাইলেও লোকে ন্যায্য মনে করবে কিনা ডাউট আছে"---এর মানে কি "কোর্ট বল্লেও মানবো না-মাওব্যথী বুজি রা যা বলেছে সেটাই শেষ কথা"?
  • PT | 213.110.246.230 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:২৭386642
  • ........অথবা সংহতিতে চিহ্ণিত দোষীদের ফাঁসী দিয়ে দিলেই মিটে যায়।
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৩৪386643
  • পিএম, মানুষ তার কমন সেন্স ইউজ করে সিদ্ধান্ত নেবে, তার পরও পার্সন টু পার্সন সিদ্ধান্ত ডিফার করবে।
    পিটি যেমন একটা কনস্পিরেসি থিয়োরি দিলেন, যে পুলিশের গুলিতে খুনগুলো হয় নি।
    আমার কমন সেন্স বলে যে একজনও পুলিশ যদি এমনকি আহত-ও না হয়, আর এদিকে পুলিশের গুলিতে ১০ জন মারা যায়, ১২৯ জন আহত হয় - তাহলে দোষ পুলিশেরই হয়। মাওব্যথী বুজি -দের কথা শুনে নয়, আমার কমন সেন্স তাই বলে
  • PT | 213.110.246.230 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৪২386645
  • "পিটি যেমন একটা কনস্পিরেসি থিয়োরি দিলেন, যে পুলিশের গুলিতে খুনগুলো হয় নি।"

    আমি কোন থিয়োরী দিই নি। এই ধারনাটাও বহুদিন ধরে কারো কারো "কমন সেন্স"-এ রয়ে গিয়েছে। সামনে বাচ্চা ও মেয়েদের রেখে পেছনে যে অস্ত্রধারী মাও-তিনোরা ছিল সেটাও খানিকটা "কমন সেন্স"-এর মধ্যে পড়ে। আর ১৪ জনের মধ্যে ১ জনকে সনাক্ত করা যায়নিও এমনও নাকি ঘটনা।

    অনেকেই হয়ত স্বস্তি পাবেন জেনে যে সিবিআই "মাও" শব্দটি ব্যবহার করেনি। কিন্তু অস্ত্রধারী দুষ্কৃতিদের উপস্থিতির উল্লেখ করেছে।

    কিন্তু যেটা জানতে আগ্রহীঃ এবার তাহলে কাকে দিয়ে এনকোয়ারী করানো হবে?
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৪২386644
  • আর সিবি আই রিপোর্ট আমার অন্তত খুবই পছন্দ হয়েছে। পরিস্কার বলা আছে যে 'প্রথমে শূন্যে ১০ রাউন্ড গুলি ছুড়লেও জনতা নড়েনি। তার পরেই জনতাকে লক্ষ করে ১০ রাউন্ড গুলি চালায় পুলিশ' । এই গুলিচালনায় কজন মারা যায়, কজন আহত হয় তাও সিবিআই রিপোর্টেই আছে।
    জনতার পিছন থেকে বোমা, গুলি চলেছে পুলিশের ওপর। বেশ কথা। এই বোমা ও গুলি চালনায় ক্জন পুলিশ মারা গেছে , সেই সংখ্যাও আশা করি সিবিআই রিপোর্টে থাকবে। এই সংখ্যাটি গেস করার জন্য কোন প্রাইজ নেই, এটি হল শুন্য, আ বিগ জিরো।
    নিজস্ব ফাইনাল সিদ্ধান্তে আসার জন্য এই সিবিআই রিপোর্ট-ই কাফি, মাওব্যথী বুজি, সংহতি, তিনোমূল - কারও রিপোর্টের প্র্যোজন নেই
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৪৩386646
  • * প্রয়োজন
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৪৫386647
  • সে আর কঠিন পোশ্নো কি - তিনোমূল যখন ভোটে হেরে গিয়ে সিপিএম বা বিজেপি ক্ষমতায় আসবে, তারা আবার এনকোয়ারি করবে।
    এমনও তো হয়। কত যুগ ধরে এনকোয়ারি হতে থাকে।
  • Sibu | 118.23.96.158 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৪৬386648
  • অথবা জনতা যদি পুলিস ও অস্ত্রধারীদের মাঝখানে থাকে, এবং অস্ত্রধারীরা পুলিসের দিকে গুলি ও বোমা ছোঁড়ে, সেটা জনতার ওপরেই পড়ে। একেবারেই কমন সেন্স।
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৪৭386649
  • পিটি-র এই কন্সপিরেসি থুড়ি কমন সেন্স থিয়োরি-তে, মানে মাও-তিনোদের গুলিতে ১৪ জন মারা গেছে এই থিয়োরি-টির কথা বলছি আর কি - এই তত্ত্বটিতে সিবিআই সিলমোহর দিল না - এ বড় দুঃখের কথা
  • t | 132.164.80.12 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৪৯386651
  • ওদিকে "গোর্খল্যান্ড চাই" বলে এতো আন্দোলন, এতো তাত্ত্বিক বিশ্লেষণ, তাও কেমন ধামাচাপা পড়ে গেল। সিঙ্গুরে কৃষিজমি বাঁচাও কমিটিও হলো, আবার এখন সেই সিঙ্গুরেই দিব্যি চাষজমি বিক্রি চলছে। নন্দীগ্রাম তদন্ত রিপোর্ট দিদি ধামাচাপা দিতে পারলে বাঁচে। পরিবর্তন এরেই কয়!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন