এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিডিও ও নন্দীগ্রাম

    sumeru
    অন্যান্য | ৩০ মার্চ ২০০৭ | ১৪৫২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৫০386652
  • এটা ঠিক। অস্ত্রধারীদের আক্রমণেই মানুষ মারা গেছে, কারণ নিরস্ত্রদের থেকে গুলি খেয়ে মরা খুব কঠিন। আর পুলিশ সশস্ত্র কিন্তু নির্দোষ। তাহলে বাকী রইল অস্ত্রধারীরা, তারাই মেরেছে। (হেন্স প্রুভ্‌ড)
  • Sibu | 118.23.96.158 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৫৩386653
  • সিবিআই কিসে যে সিলমোহর দিয়েছে সেটা কিন্তু এখনো জানা নেই। যেমন এখনো জানা নেই পুলিস ঠিক কত রাউন্ড গুলি চালিয়েছে। উন্ড থেকে যে সব বুলেট পাওয়া গেছে তার ব্যালিস্টিক রিপোর্ট কি সেও কিন্তু জানি না। এসব না জেনে বলা যাবে না কার গুলিতে কে আহত হয়েছে। সেগুলো কোর্টে আসুক।
  • PT | 213.110.246.230 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৫৫386654
  • অরণ্য

    আসুন আমরা অন্ততঃ অন্যের বক্তব্য বিকৃত করা থেকে বিরত থাকি। কোথায় লিখলাম যে "মাও-তিনোদের গুলিতে ১৪ জন মারা গেছে?" সবাই তো "পেছনে" গুলি লেগে মারা যায়নি।

    আর এইসব গোলমেলে ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হওয়া এত সহজ হলে, পুলিশ, গোয়েন্দা, ফরেনসিক, আদালত কোন কিছুরই তো প্রয়োজন হয়না।

    কিন্তু উত্তর পাচ্ছিনা যে প্রশ্নেরঃ কাকে দিয়ে এনকোয়ারি করালে সেই সিদ্ধান্ত বিশ্বাসযোগ্য হবে?
  • Sibu | 118.23.96.158 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:০১386656
  • তবে আমার কেমন যেন মনে হচ্ছে কোর্টে এভিডেন্স আসতে শুরু হলে আর একবার এখানে হিরন্ময় নীরবতা বিরাজ করবে। মানে করতেও পারে।

    তাপসী মালিকের অটোপ্সি রিপোর্টে কি ছিল সে কোশ্নো একবার করায় জ্যানাগ্যান এমন ভাব করেছিল আমার মত পাজি লোক দুনিয়ায় আর জন্মায় নি। কিন্তু এভিডেন্স ছাড়া কি করে সিদ্ধান্তে পৌঁছতে হয় সে তো জানি না।
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:০১386655
  • ওকে পিটি, ১৪ নয়, কয়েকজন মারা গেছে মাও-তিনোদের গুলিতে ।
    আর কাকে দিয়ে এনকোয়ারি ইঃ সে প্রশ্ন তো দিদি-কে করতে হবে। ভারতে সিবিআই-এর ওপরে কি আর কিছু আছে - জানি না
  • kc | 204.126.37.78 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:০৩386657
  • একটা কথা বলি? একদম আউট অ্যান্ড আউট সিপিএম সমর্থক হয়েও একটা কথা বলি? চোদ্দটা লোকের মরে যাওয়াটা তো আর মিথ্যে নয়? আজকে আবার চেনা লোকেদের ওই মৃত্যুগুলো নিয়ে এরকম কাঁটাছেঁড়া দেখতে বড্ড খারাপ লাগছে। যারাই মারুক মানুষগুলোতো মরে গেছে। আর এইরকমের মরে যাওয়া সব সময়েই প্রশাসনিক ফেলিওর। আটার ফেলিওর।

    নরেন মোদিকেও তো দোষী প্রমাণ করা গেলনা। তাই বলে কি আর সে দোষী নয়?

    মানুষের মরে যাওয়া নিয়ে একে অন্যকে এইভাবে খোঁচানো তাও চেনা লোকেদের মধ্যে, খুব খারাপ লাগছে।
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:০৯386658
  • ওহ্‌, কেসি। ক্ক
  • Sibu | 118.23.96.158 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:১১386659
  • কেসি,

    একথাটা তোমার সাথে আমি একেবারে একমত। নন্দীগ্রাম ভীষণভাবেই প্রশাসনিক ফেলিওর। একইসাথে ভীষণভাবে মৃতদেহ সামনে রেখে রাজনৈতিক ফয়দা তোলা। প্রথমটা শুধু শাস্তিযোগ্য, পরেরটা ঘৃণ্য ও শাস্তিযোগ্য।

    নরেন মোদীকে দোষী প্রমান করা যায় নি কেন না তদন্তের সময় পুলিস তার হাতে। নন্দীগ্রাম তো তা নয়। এবং অনেক সময়ও পেরিয়ে যায় নি যে এভিডেন্স গুলিয়ে গেছে।

    বিশ্বাস কর, আমি ব্যক্তিগত ভাবে সত্যিই চাই দোষীদের শাস্তি হোক। তারা যে পার্টিতই হোক।
  • PT | 213.110.246.230 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:১৩386660
  • সিপিএমের লোকেরা জড়িত থাকলে তাদের কঠিনতম শাস্তি হওয়া দরকার-সেইজন্যেই কাটা-ছেঁড়া করা প্রয়োজন। তাতে যদি পার্টিটা উঠে যায় তো ভি আচ্ছা।

    কিন্তু একই সঙ্গে মাও-তিনোরা একটা সরকারকে ফেলে দেওয়ার জন্য সাধারণ গ্রামবাসীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল কিনা সেটাও জানা প্রয়োজন।
  • রোবু | 213.147.88.10 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:১৫386662
  • কেসিদা, ক।
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:১৯386663
  • পিটি-র সাথে সহমত। সত্যি-টা জানা ভীষণ ভাবে দরকার। এবং আমি অন্তত মনে করি না এই টই-তে আজকের পোস্ট গুলোতে কাউকে খোঁচানো হয়েছে বা মৃত ব্যক্তিদের প্রতি কোন অশ্রদ্ধা প্রকাশ করা হয়েছে।
    তিনো সরকার নদীগ্রাম গণহত্যার তদন্তে সিবিআই-এর সাথে কো-অপারেট করছে না, এ নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টির প্রয়োজন আছে
  • Sibu | 118.23.96.158 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:২০386664
  • পিটিকে ক। আমি একেবারেই ক্ষমা করতে রাজী না। যদি সিপিএম কর্মীরা এই কাজ করে থাকে তো তাদের ফাঁসি হোক। যদি পার্টি উঠে যায় তো যাক, তাতে বামপন্থা মরবে না।

    কিন্তু যদি এটা সত্যিই একটা নির্বাচিত সরকারকে উৎখাত করার কনস্পিরেসি হয়ে থাকে তো কনস্পিরেটরদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই।

    এই কাজটা এভিডেন্স কাটাছেঁড়া না করে কি করে করা যায় আমি জানি না।
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:২১386665
  • * নন্দীগ্রাম
  • PM | 71.90.51.225 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:২৪386666
  • কিন্তু তার আগে তিন মাস ধরে নন্দীগ্রাম কে প্রশাসনিক ভাবে বিচ্ছিন্ন করে মাওবাদীদের মুক্তান্চল হতে দেওয়াটা আরো বড় প্রশাসনিক ব্যর্থতা।

    একটা সমস্যা শুরুতে নিয়ন্ত্রন করা সহজ, যত সময় যায় তত ডালপালা ছড়িয়ে সেটা মহীরুহ হয়ে ওঠে।

    যেদিন প্রথম রাস্তা কাটা হয়েছিলো, সেদিন যদি ব্যবস্থা নেওয়া যেতো তাহলে হয়তো শুন্যে ১০ রাউন্ড গুলি চালালেই কাজ হতো। মানুষের দিকে চালনোর দরকার হতো না।
  • PM | 71.90.51.225 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:২৭386667
  • আমার প্রশ্ন ছিলো কোর্টে পমনিত হলে মানা হবে কিনা?

    অরন্য বাবু উত্তরে বল্লেন-

    "পিএম, মানুষ তার কমন সেন্স ইউজ করে সিদ্ধান্ত নেবে, তার পরও পার্সন টু পার্সন সিদ্ধান্ত ডিফার করবে।"

    খবরে কাগজে পড়ে তৈরী হওয়া কমন্সেন্স যে কোর্ট প্রসিডিং এর বিকল্প তা জানা ছিলো না। জানলুম
  • sosen | 24.139.199.11 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:২৮386668
  • নন্দীগ্রাম ও ভিডিও নিয়ে যার যা প্রশ্ন আছে বইমেলায় গিয়ে নিরসন করুন।
    সহজ ও সুপাচ্য নন্দীগ্রাম ভিডিও টিভিতে বিনিপয়সায় দেখানো হচ্ছে। জাগো বাংলার স্টলের সামনে।
  • π | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৩১386670
  • কোর্ট প্রসিডিং নির্দোষ প্রমাণিত হবার পর মোদী নিয়ে পিটিদার মতামত জানতে আগ্রহী। কিম্বা রুণু গুহনিয়োগী সম্বন্ধেও।
  • Sectumsempra | 125.112.74.130 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৩১386669
  • চাপ সৃষ্টি করে ঘন্টা হবে। মমতা ব্যানার্জীর একমাত্র উদ্দেশ্য ছিলো এই সমস্ত ঘটনাগুলো ব্যবহার করা, এবং সেটা তিনি অত্যন্ত সফলতার সঙ্গে করেছেন। কাটাছেঁড়ার দরকার ওঁর নেই - কারণ তাতে ফায়দা নেই, কাজেই সেটা তিনি করতে দেবেন না।

    অন্ততঃ দশ বছর এই চলবে। চলুক। কিন্তু মমতা যখন পড়বেন, তখন ওঁর দিকে কেউ ফিরেও তাকাবে না।
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৩২386673
  • কমনসেন্স 'খবরের কাগজ পড়ে তৈরী হয়' - এটা আমি বলি নি। 'কোর্ট প্রসিডিং এর বিকল্প ' - কিছুও সাজেস্ট করি নি।
    পি এম বুঝতে ভুল করেছেন।
  • Sectumsempra | 125.112.74.130 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৩২386671
  • I will wait for that day and I will rejoice.
  • π | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৩৩386674
  • *প্রসিডিং এ
  • PM | 71.90.51.225 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৩৪386675
  • কিন্তু আমার প্রশ্ন টা তাই ছিলো
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৪০386676
  • আমি বটম লাইন দুটো জিনিস বলেছি -
    ১। কোন পুলিশ মারা যায় নি
    ২। সিবিআই রিপোর্টে আছে যে ''প্রথমে শূন্যে ১০ রাউন্ড গুলি ছুড়লেও জনতা নড়েনি। তার পরেই জনতাকে লক্ষ করে ১০ রাউন্ড গুলি চালায় পুলিশ'

    এই দুটো পয়েন্টের ওপর ভিত্তি করে আমার 'কমন সেন্স' সিদ্ধান্ত যে জনতার ওপর গুলি চালান পুলিশের উচিত হয় নি।
    দ্যাটস অল।

    আপনি কি বলেন পিএম, জনতার ওপর গুলি চালিয়ে কি পুলিশ ঠিক করেছিল?
  • PT | 213.110.246.230 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৪৪386677
  • "কোর্ট প্রসিডিং নির্দোষ প্রমাণিত হবার পর মোদী নিয়ে পিটিদার মতামত জানতে আগ্রহী। কিম্বা রুণু গুহনিয়োগী সম্বন্ধেও।"

    কোথাও তো একটা লক্ষণ রেখা টানতে হবে। যেমন কিনা করতে হয়েছে বুফোর্স নিয়ে।

    তবে মোদী নিজে হত্যার সঙ্গে জড়িত না থাকলেও হিন্দু-ভারত তত্বে বিশ্বাসী-সে ব্যাপারে আমি কোনদিনই মোদী আমার সিলেবাস থেকে বাদ। যেমন কিনা আপাতঃ "নিরপরাধ" বাজপয়ীও বাদ।

    রুণু-র ব্যাপারটা তামাদি হয়ে গিয়েছে। ও নিয়ে বলার কিছু নেই। তবে রুণু-সিদ্ধার্থর হাত ধরে অন্ততঃ পব-তে কং ভালই সাজা পেয়েছে।

    কিন্তু নন্দীগ্রাম -তাপসী ছেড়ে মোদী-রুণুতে এখন এত উৎসাহ কেন?
  • PT | 213.110.246.230 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৪৭386678
  • অরণ্য

    রিপোর্টের একটা অংশ তুলে প্রশ্ন করছেন। ঐ রিপোর্টেই লেখা আছে যে জনতার পেছন থেকে (পড়ুন মহিলা ও বাচ্চাদের ঢালের পেছন থেকে) ইঁটবৃষ্টি আর বোমাবাজী চালছিল। রিপোর্টটি পছন্দ না হলে পুরোটাই বাতিল করুন।
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৪৭386679
  • পাই বোধহয় বলতে চাইছে, লক্ষণ রেখা ওভাবে টানা যায় না। কোর্টে নির্দোষ প্রমাণিত হলেও অনেকে মনে করতে পারে যে মোদী-ই গুজরাত দাঙ্গার মূল হোতা
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৪৯386680
  • কি মুস্কিল। পিটি, আমি তো লিখলাম যে জনতার পিছন থেকে বোমা, গুলি এসব চলছিল। সেটা যেমন সত্যি তেমন কোন পুলিশ মারা যায় নি এটাও সত্যি।

    কজন পুলিশ আহত হয়েছিল? এটা কি আছে সিবিআই রিপোর্টে?
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৫২386681
  • আমার বটম লাইন পয়েন্ট তো লিখলাম, কয়েকবারই লিখলাম -
    কোন পুলিশ মারা গেল না, এদিকে পুলিশ জনতার ওপর গুলি চালাল, যাতে ১০ জন মরল - এই গুলি চালিয়ে পুলিশ ঠিক করে নি।
  • PM | 24.207.85.43 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৫৬386682
  • অরন্য়্বাবু আজকের দিনে বসে নিশ্চই বলবো ঠিক করে নি। কিন্তু ঐ দিনের প্রেক্ষিতে ঠিক কি হয়েছিলো, গুলি চালাতে বাধ্য করা হয়েছিলো কিনা সেটা বলার জন্য নিরপেক্ষ তদন্ত দরকার। আমি এখান থেকে কিছু বললে তার কোনো মানে নেই।
  • PT | 213.110.246.230 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৫৯386684
  • তাহলে আরেকটু কন্সপিরেসি করি। পুলিশের মৃতদেহের সংখ্যা দিয়ে মানুষের মন ঘোরানো যায় না। এমনকি APDR-ও পুলিশ মরলে তাদের বিশেষ "মানুষ" হিসেবে গণ্য করে না।

    উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মৃতদেহের সংখ্যা বাড়ানো। তাই সত্যি মৃতের সংখ্যার ওপরেও শাঁওলী হাজার হাজার মৃতদেহ কেটে ভাসিয়ে দিয়েছেন হলদি নদীতে। আর কবীর সুমন বাচ্চাদের পা ছিঁড়ে টুকরো করে তার ওপরে রোড রোলার চালিয়ে দিয়েছেন। আপনার কি মনে হয় এ সবই অক্স্মাৎ সমাপতন?

    এনেকডোট পছন্দ করেন না কেউ কেউ। গতকালই নন্দীগ্রাম কলেজেরে এক শিক্ষিকার সঙ্গে কথা হয়েছে। তিনি আমার সঙ্গে কোন পুর্ব-পরিচয় না থাকা সত্বেও আমার কন্সপিরেসি তত্বের সঙ্গে অনেকটাই সহমত হলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন