এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিডিও ও নন্দীগ্রাম

    sumeru
    অন্যান্য | ৩০ মার্চ ২০০৭ | ১৪৫৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 230.225.0.38 | ৩০ জানুয়ারি ২০১৪ ১৪:২৯386533
  • PM বারোটা তিন, আদালত না ডাকলেও তো তাদের প্রমাণ সাক্ষ্য দেবার জন্য যাওয়াই উচিত, যদি থাকে। তা না হলে প্রশ্নটা থাকেই।
  • PT | 213.110.246.230 | ৩০ জানুয়ারি ২০১৪ ১৪:৩২386534
  • জঙ্গল মহলে মাও-তিনোরা যে হত্যালীলা চালিয়েছিল সেখানে "প্রয়োজনে মানুষ মেরেও কি আইনের শাসন কায়েম করতে হবে?" জাতীয় কোন প্রশ্ন উত্থাপন করার সমস্যা আছে-বুজী সমর্থিত ক্যাঙ্গারু কোর্ট "দোষী"-দের শাস্তি বিধান করছিল। সেগুলোর বোধহয় কোন তদন্ত হবে না। এইসব হত্যাকান্ডে জড়িত অন্ততঃ এক্জন মাওবাদী এক তিনো নেতার ঘরণী হয়ে দিব্য সংসার করছে।

    কোন না কোন ভাবে সরকারকে উৎখাত করাটাই প্রকৃত উদ্দেশ্য ছিল-এটা নিয়ে বোধহয় কোন তক্ক নেই। আর তার জন্য প্রয়োজন ছিল অসংখ্য মৃতদেহের।
  • PM | 24.207.85.43 | ৩০ জানুয়ারি ২০১৪ ১৪:৪৬386535
  • সুদিপ্ত সেনের টাকা নন্দীগ্রামে আর সিঙ্গুরে সদব্যবহার হয়েছিলো এতো বড় অপারেশন সফল করতে, --এটাও একটা কন্স্পিরেসি থিওরী ঃ)
  • PT | 213.110.246.230 | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:৫৩386536
  • আজকের আবাপ-টিভি আলোচনাতে তাপসী মালিকের মামলার উল্লেখ হোল। ফিরহাদ হাকিম হাসি হাসি মুখে নিশ্চুপ বসে রইলেন।
  • PT | 213.110.246.230 | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:৫৮386537
  • নন্দীগ্রামের ৩০০ "আন্দোলনকারীদের" বিরুদ্ধে মামলা রাজ্য সরকার প্রত্যাহার করে নিচ্ছে। সিঙ্গুরেও তাই। অবিশ্যি আমরা তো "আইনের শাসন" চাইনি!!
  • a | 132.179.101.119 | ৩১ জানুয়ারি ২০১৪ ২৩:৩১386538
  • এই যেমন এখানে অরণ্যবাবু ইত্যাদি হাসি হাসি মুখে নিশ্চুপ বসে আছেন পিএমের সোজা প্রশ্নের উত্তরে "তাহলে ২০০৭ এ বিনা তদন্তে ঐ সরকার বিরোধী মাস হিস্টেরিয়া ছড়ানোর মানে কি?"

    এদিকে হীরকরানী বলেছেন সিবিআই হল গিয়ে কেন্দ্রের হাতের পুতুল। তো তাই যদি হবে তো তাদের ডাকার জন্যে হেদিয়ে মরছিলেন কেন?
  • Arpan | 126.203.148.79 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৯386539
  • কেসির পোস্টে একটা বড় ক দিয়ে গেলাম।
  • pinaki | 93.180.243.109 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২১386540
  • আসল কনস্পিরেসি থিওরি অনুযায়ী সিপিএম ইচ্ছে করে পবতে 'পরিবর্তন' হতে দিয়েছে, যাতে মমতা সহ বুজীদের চরিত্র মেহনতী মানুষের কাছে এক্সপোজ করা যায় প্লাস নিজের দল থেকে বেনোজল তাড়ানো যায়। যেসময় মমতা নক্সালসহ বুজীরা নন্দীগ্রামে কন্স্পিরেসি করে মৃতদেহের সংখ্যা বাড়ানোর জন্য পুলিশকে ওস্কাচ্ছিল এবং এমনভাবে পিছন থেকে বোমাগুলি ছুঁড়ছিল যাতে পুলিশের গায়ে একটুও না লাগে অথচ পুলিশ সাফিশিয়েন্টলি ভয় পেয়ে বেশ কিছু লোক মেরে ফ্যালে, সেই সময় সিপিএম মুচকি হেসে এই তিনো-নকু-বুজিদের এই কনস্পিরেসিকে ঘটতে দিতে এলাও করছিল।

    এভাবে এগোতে থাকুন। লেয়ারে লেয়ারে কনস্পিরেসির খোসা ছাড়াতে থাকলে একসময় দেখবেন পোকিতো পোস্তাবে সবই ভগবান কৃষ্ণের লীলা, মতান্তরে কনস্পিরেসি।
  • Sibu | 84.125.59.177 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৩৩386541
  • "মমতা সহ বুজীদের চরিত্র"!!!
  • PT | 213.110.246.230 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:৪৮386543
  • সবই তাহলে একোয়া গার্ডের জলের মত পোষ্কার। কিন্তু সিবিআই-কে সিপিএম কেমনে কান্ট্রোল করে এইরকম একটা রিপোট লেখাল সেই কন্স্পিরেসিটার যদি এট্টু ব্যাখ্যা দেন।
  • PT | 213.110.246.230 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৩386544
  • নন্দীগ্রামে দাঁড়িয়ে যে ম্যজিস্টর সাহেব গুলী চালানোর অর্ডার দিয়েছিলেন তিনি এখন তিনোর মন্ত্রী গৌতম দেবের ব্যক্তিগত সচিব!!

    কি গভীর ষড়য্ন্ত্র.....................
  • cb | 202.193.116.137 | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১৪386545
  • আর গভীর নীরবতা !!!!
  • Sibu | 118.23.96.158 | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০২:২৯386546
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=9277&boxid=144718265

    এখানে কয়েকজন পুলিশকর্মীকে অপহরনের প্রচেষ্টা ও ২৩ জন পুলিশ আহত হবার কথা আছে। এই সময় বলছে এটা অধিকারীপাড়ার ঘটনা। আছে সিবিআই রিপোর্টের পাতায়।

    তো আদরের দিদি তো এখন সব ধামাচাপা দিতে লেগে গেছেন। সত্যি কি আর বেরোবে?
  • pinaki | 93.180.243.109 | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৬:০২386547
  • ১৭ রাউন্ড গুলিতে ৩৭ জন আহত? :-O
  • pinaki | 93.180.243.109 | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৬:০৯386548
  • কিছুই মনে না পড়লে ১৪ই মার্চের ভিডিওগুলো আবার দেখলেই তো হয়। কে কাকে কখন কোথায় কিভাবে অ্যাটাক করেছিল মনে পড়ে যাবে সব।

  • pinaki | 93.180.243.109 | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৬:১২386549
  • pinaki | 93.180.243.109 | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৬:১৯386550
  • Sibu | 118.23.96.158 | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৬:২৮386551
  • ওগুলো কি আপনি নিজে তুলেছেন?
  • a x | 86.31.217.192 | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৬:৪৬386552
  • উফ্ফ পিনাকীও! এগুলো তো স্টুডিওতে তোলা, সেই একদম প্রথম থেকেই জানা, এখনও এইসব ভিডিও দিতে লজ্জাও করেনা? যাও গিয়ে অধোবদনে বসে থাক ঐ কোণায়!
  • PT | 213.110.246.230 | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৭386554
  • এইসব ভিডিও সিবিআই দেখেনি?
  • PT | 213.110.246.230 | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৭386555
  • পিনাকিঃ

    আপনার দেওয়া তিন নম্বর ভিডিও ফুটেজ নিয়ে প্রশ্নঃ
    ১/ ২৭ জন "মিসিং পার্সোন্স" এর যে তালিকা দিয়েছেন তার মধ্যে কতজন এখনও মিসিং? আমি যতদূর জানি তিনোরাও কোন মিসিং-এর তালিকা নিয়ে ঘোরেনা এখন।
    ২/ নিহতের তালিকায় ১৬ জন আছেন-২ জন 'আননোন"। তিনোরা নন্দীগ্রামে যে শহীদ মিনার গড়ছে তাতে ১৪ জনের নাম/ছবি আছে?
    ৩/ কৃতজ্ঞতা স্বীকারের তালিকায়ঃ তারা টিভি, কোলকাতা টিভি আর তারানন্দ। তিন বছর আগে এদের রাজনৈতিক অবস্থান সকলের জানা আছে। আর তারা টিভিকে ব্যবহার করে কবীর সুমন বাচ্চাদের টুক্রো করে রাস্তায় পুঁতে ফেলার গপ্প প্রচার করেছিলেন।
    ৪/ সিতাংশু, অমিতাভ আর প্রজিত - যারা এই ভিডিও বানিয়েছিল তারা কারা এবং তারা এখন এইসব তথ্য ও সংখ্যা ডিফেন্ড করতে রাজী আছে কি?

    এই ব্যাপারে আপনার অবস্থান যদি পরিষ্কার করেন দয়া করে।

    সিবিআইএর তদন্তের সঙ্গে সহযোগীতা করে কোর্টে নিয়ে গিয়ে তাদের (এবং সিপিএমের) বেইজ্জতি করলেই তো সব চাইতে ভাল হত। কি বলেন?
  • pinaki | 148.227.189.8 | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:২২386556
  • ৬ বছর হল কলকাতার বাইরে, তাই ১, ২ জানি না। আপনি একটু চেষ্টা করলে আমার চেয়ে সহজে জানতে পারবেন।
    ৩ এ একটু ভুল হল। ১৪ই মার্চের সময় তারানন্দ এবং আবাপ সিপিএমের পক্ষেই ছিল। সিপিএমের পক্ষে বলতে শিল্পায়নের পক্ষে।
    সিতাংশুকে আমি চিনি। অন্যদুজনের নামে দুজনকে চিনি, তারাই এরা কিনা জানি না। যারা এই ভিডিওটা বানিয়েছে তারা অবশ্যই এগুলো ডিফেন্ড করতে রাজী থাকবে। কারণ নন্দীগ্রামের ঘটনার গোড়া থেকে যারা ফলো করেছে এবং আন্দোলনের পক্ষে থেকেছে, সিবিআই সিআইডি কোনো রিপোর্টেই তাদের মত বা অবস্থান খুব পরিবর্তন হওয়ার কথা নয়। সংখ্যায় কিছু পরিবর্তন অবশ্যই হবে। তখন ঘটনা ঘটার অব্যবহিত পরে মানুষ এতটাই টেররাইজড হয়েছিল যে অনেক অতিরঞ্জিত সংখ্যা এবং ঘটনার কথা রটেছিল। বাইরে থেকে যারা গেছে তারা সেই লোকমুখে রটা সংখ্যাই বলে বেরিয়েছে। নিজের থেকে বানিয়ে কিছু বলে নি। সেই মুহূর্তে ওখানকার অবস্থা এতটাই ভয়ানক ছিল যে ওগুলোকে বিশ্বাস না করার কোনো কারণ বাইরে থেকে যাওয়া লোকেদের ছিল না।

    আপনার চিন্তা নেই। কোর্টে এই কেস উঠলে সিপিএমের বেইজ্জতি করার লোকের অভাব হবে না। (যদিও নতুন করে আর কী বেইজ্জতি হওয়ার আছে আমার জানা নেই।)

    সতেরো রাউন্ড গুলিতে ৩৭ জনের আহত হওয়ার ব্যাপারটা নিয়ে আপনার অব্স্থানটাও একটু জানিয়ে রাখবেন।

    আর যে কনস্পিরেসি থিওরিতে আপনার আস্থা সেটা নিয়ে এখানে তর্ক করে কিছু কি লাভ হবে? বরং খুব ভালো হয় যদি আপনার থিওরিটা নন্দীগ্রামের লোকজনকে বোঝাতে পারেন। এই যেমন একটু আগে বললেন একজন আপনার সাথে একমত হয়েছেন। ওটাই তো সবচেয়ে ভালো রাস্তা। আপনার তত্ত্ব ঠিক হলে যাঁরা ওখানকার লোক তাঁরা নিশ্চয়ই আপনার তত্ত্বকে নিজেদের অভিজ্ঞতার সাথে মিলিয়ে নিতে পারবে। সেজন্য আগাম শুভেচ্ছা রইল।
  • PT | 213.110.246.230 | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:১৭386557
  • বুঝলাম যে আপনি অন্যের মুখে ঝাল খেয়েছেন। আর যেমনটি বিশ্বাস করতে চান তাই করেছেন। যারা এই সব তত্বের পাহাড় বানিয়েছিল আর সিবিআই চেয়েছিল তারা হয় এখন গত্তে সেঁধিয়েছে নয় দিদির ঢালের তলায় আশ্রয় নিয়েছে।

    আমার নন্দীগ্রামের লোকদের বোঝানোর কোন দায় নেই। শুধু সত্যিটা জানার খুব ইচ্ছে আছে। সেই সত্যি প্রকাশিত হওয়ার পরে যদি সিপিএম উঠে যায় তো যাক। অন্যদিকে সিতাংশু, অমিতাভ আর প্রজিত ইত্যাদি প্রভৃতিরা আর কস্মিনকালেও সত্যি খোঁজার চেষ্টা করবে না।

    কিন্তু যে প্রশ্নের উত্তর কিছুতেই পাওয়া যাচ্ছে না তা হল

    ১) সিবিআইএর তত্ব মিথ্যে প্রমাণ করার প্রতি অনাগ্রহ এত প্রবল কেন?

    ২) যে সব পুলিশেরা সরাসরি গুলি বন্দুক নিয়ে সেদিন নন্দীগ্রামের ছিল তাদের শাস্তির ব্যবস্থা না করে প্রমোশন দেওয়া হল কেন? কিছু ধামাচাপা দেওয়ার জন্য?
  • pinaki | 148.227.189.8 | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৪০386558
  • হুম্ম। ১৪ই মার্চে পুলিশের গুলিচালনার সময় আমি ওখানে ছিলাম না। কাজেই অন্যের মুখের ঝাল খেয়েছি - একথা স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই। সেই হিসেবে দেখতে গেলে, ভেবে দেখলাম, মানুষের চাঁদে যাওয়া থেকে শুরু করে আকবরের রাজত্বকাল, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ অব্দি সবই অন্যের মুখের ঝাল খেয়েই জেনেছি। অন্যায় হয়েছে বটে।
  • PT | 213.110.246.230 | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৫১386559
  • রাত কত হল?-উত্তর মেলে না!!
  • dd | 132.167.24.41 | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ২০:২৬386560
  • অ্যাকচুয়ালি আমি ১০০%ঠিক ঠাক জানি না।

    কিন্তু যেটুকু বুঝতাম তাতে জানি যে সতেরো রাউন্ড মানে সতেরোটা বুলেট নয়। এটা যুদ্ধ বিমানের সর্টির মতন।কতোগুলি বিমান/বন্দুক সেটাও জানা দরকার।

    আমার স্বল্পজ্ঞানে কয় যে সতেরো রাউন্ড গুলি মানে সতেরো "ঝাঁক" গুলি চলেছিলো। যদি একটি বন্দুক থেকেই গুলি ছোঁড়া হয় তো টোটাল সতেরোটি গুলি। যদি দশটি বন্দুক ফায়ার করা হয় তো ১৭০টি গুলি। হিসেব এরকম।
  • bratin | 122.79.38.177 | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৩৫386561
  • ও পি টি দা তোমাদের বুদ্ধ বাবুর ঔচিত্য জেগে উঠলো যে। " নেতাই ( আমাদের নয়) নিয়ে আবার কীসব দাবি দিয়্ছেন।

    সে নিয়ে দ্য পয়সা হবে নাকি? ঃ))
  • রোবু | 213.147.88.10 | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২৭386562
  • ডিডিদা, আমি যতদূর জানি ১৭ রাউন্ড মানে ১৭ টা গুলিই। ভুল জানতে পারি।
  • Sibu | 84.125.59.177 | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৪386563
  • ডিডিদা যেটা বলছেন সেটা বোধহয় ভলি অফ ফায়ার বলে। রাউন্ড মানে একটাই।

    এই ভিডিওগুলোর সমস্যা হল এগুলোর প্রোভেন্যান্স ঠিক নেই। যাদের বানানো তাদের প্রফেশনাল যোগ্যতা, নিরপেক্ষতা, মেথডলজি, ক্রেডেনশিয়াল কিছুই আমরা জানি না। এগুলো হয়তো প্রাইমা ফেসি এভিডেন্স হিসেবে ঠিক আছে (কথাটা হয়তো)। কিন্তু সিবিআই রিপোর্টের পর এগুলো কোর্টে প্রপারলি ভেটেড না হলে অ্যাকসেপ্টেবল এভিডেন্স নয়। বিজ্ঞান, ইতিহাস এসব বিষয়ে একটা প্রপার ভেটিং প্রোটোকল আছে। প্রপারলি ভেটেড হয়েছে বলে আকবরের রাজত্বকাল ছিল বিশ্বাস করি। কিন্তু প্রপারলি ভেটেড হয় নি বলে কেসি পালের থিওরি বিশ্বাস করি না। দুটো গুলিয়ে দেবার চেষ্টা করাটা, খুব পোলাইটলি বললেও, ইনটেলেকচুয়ালি স্লপি।

    সিবিআই কিছু পারফেক্ট নয়। কিন্তু সিবিআই তদন্ত দিদি এবং আপনারাই চেয়েছিলেন। এখন তাদের রিপোর্ট যখন এল তখন কোর্টে না গিয়ে কেসটা উইথড্র করা ডিজনেস্ট। আপনারা যদি এতই কনফিডেন্ট তো দিদিকে কনভিন্স করুন কেসগুলো ট্রাই করতে। দেখা যাক কি হয়। তবে খেয়াল রাখবেন কোর্টে দিদির রেকর্ড ভাল না।
  • PT | 213.110.243.21 | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৩386565
  • বোতিন

    নন্দীগ্রাম নিয়ে সিবিআই রিপোর্টের আগে ও পরে আমার অবস্থান কিছু বদলায় নি। আমার আগের পোস্টিংগুলো পড়ে নিও। কারণ আমি প্রেটি কন্ফিডেন্ট যে নন্দীগ্রাম নিয়ে বাম সরকারের বিরুদ্ধে বিশেষ কিছু করা যাবে না-কেননা ১৪ টি মৃতদেহ ছাড়া পুরো ঘটনাটাই মাও-তিনোদের তৈরি মিথ্যের পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছে। কাজেই নেতাই নিয়ে বুদ্ধবাবু ভুল স্বীকার করে ভালই করেছেন-আরও আগে করলে খুশী হতাম।

    তবে কমিউনিস্টরা ভুল স্বীকার করে-অন্ততঃ ভারতে। যেমন ধর নেতাজী প্রসঙ্গে জ্যোতি বাবুর ক্ষমা চাওয়া। কিন্তু ভেবে দেখত, যে দলটাকে তুমি পছন্দ কর-তারা নেতাজীকে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দিয়েছিল-ক্ষমা চেয়েছে এখনও?

    প্রশ্নটাকে এড়িয়ে যাবেনা আশা করি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন