এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিডিও ও নন্দীগ্রাম

    sumeru
    অন্যান্য | ৩০ মার্চ ২০০৭ | ১৪৫৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 71.90.51.225 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:০৩386685
  • নন্দীগ্রাম প্রাগৈতিহাসিক কোনো ব্যাপার নয়। কদিন আগের ঘটনা। সমস্ত অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী , বিরোধী , সাংবাদিক ঐ সময় হাইপার অ্যাক্টিভ ছিলো। কোর্টে নিজেদের অবস্থান বা বক্তব্যের সপক্ষে ২-৪ টে প্রমান আদালতে দিতে পারবে না তারা?

    এতোটা কম আত্মবিশ্বাসের কারন কি?
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:০৪386686
  • পিএম, এগ্রিড। নিরপেক্ষ তদন্ত হোক। তবে সেই তদন্ত কবে শেষ হবে, আদৌ শেষ হবে কিনা জানা নেই।
    পুলিশের হতাহতের সংখ্যা দেখে আমার মনে হয় তাদের মানুষের ওপর গুলি চালানোর দরকার ছিল না। আপনার মনে হয় হয়ত তাদের গুলি চালাতে বাধ্য করা হয়েছিল, অন্তত তেমন একটা সম্ভাবনা আছে।
    আশা করি কখনো সত্যিটা বেরোবে
  • PT | 213.110.246.230 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:০৯386687
  • "নিরপেক্ষ তদন্ত হোক "-কে করবে?
  • PM | 71.90.51.225 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:১২386688
  • এই নিরপেক্ষ তদন্ত টা কে করবে? বিরোধী-বুজি-অ্যাক্টিভিস্ট-রা বলেছিলো সিবিআই।

    এখন পছন্দের রিপোর্ট না আসায় সেটাকে নিরপেক্ষ বলে মানা হচ্ছে না।

    তার মানে কি যতক্ষন না "বিরোধী-বুজি-অ্যাক্টিভিস্ট" দের ন্যারেটিভ এর সাথে মিলছে ততক্ষন রিপোর্ট নিরপেক্ষ নয়--এইটাই কি মত?
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:১৮386689
  • পিএম কার মত চাইছেন?
    আমার মত হল সিবিআই দিব্যি তদন্ত করেছে, স্টেট গভর্ণমেন্ট কো অপারেট করলে আরও বেটার হত। কয়েকজন পুলিশ অফিসারের এগেনেস্টে মুভ করতে পারে নি সিবিআই, পঃ বঙ্গ সরকার করতে দেয় নি।
    আমি অবিশ্যি সামান্য এক নাঁতেল, বুজি বা অ্যাক্টিভিস্ট ডেফিনিটলি নই। সিপিএম বিরোধী কিনা ঠিক জানি না, তবে সিপিএম আমলের গণহত্যা গুলো - ছোট আঙারিয়া, করন্ডা, নন্দীগ্রাম, সাতেঙ্গাবাড়ি, নেতাই - সেগুলোর বিরোধী বটে।
  • PM | 24.207.85.43 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:২৬386690
  • সিবিআই রিপোর্ট যদি ঠিক বলে মানেন তাহলে নন্দীগ্রাম কে "গনহত্যা"র তালিকার বাইরে রাখতে হবে বলে মনে হচ্ছে।
  • Sectumsempra | 125.112.74.130 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:২৭386691
  • ইয়ে, একটা কথা। এগুলোকে "গণহত্যা" বল্লে শব্দটা ডাইল্যুট হয়ে আসল গণহত্যাগুলো একটু অপ্রাসঙ্গিক হয়ে যায়।
  • PM | 24.207.85.43 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৩১386692
  • কারন নন্দীগ্রামে সমস্ত আহত ব্যক্তিরা সিবিআই এর রিপোর্টে পুলিশকে আক্রমনের দায়ে অভিযুক্ত। যারা নিহত তারা যদি ঘটনাক্রমে বেঁচে থাকতো তা হলে তারাও অভিযুক্ত-ই হতো।

    সেক্ষেত্রে গনহত্যা শব্দটা ভ্যালিড থাকে কি?

    যদি বলেন সিবিআই তদন্ত ভুল তাহলে অন্য কথা-কোর্টে প্রমান সাপেক্ষ।
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৩৭386693
  • কোনগুলো আসল গণহত্যা?
  • Sectumsempra | 125.112.74.130 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৪২386510
  • গণহত্যা কথাটা টেকনিক্যালি বলা হয় কোনো বিশেষ জাতি/ধর্ম ইঃ রেসপেক্টে কোনো কমিউনিটিকে স্পেসিফিক্যালি টার্গেট করে মারার ঘটনাকে। যেমন আর্মেনিয়ান ম্যাসাকার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোকাস্ট ইত্যাদি। ভারতে ১৯৮৪-র দিল্লীর অ্যান্টি-শিখ দাঙ্গাকে হয়তো এই ক্যাটেগরিতে ফেলা যায়।
  • Sectumsempra | 125.112.74.130 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৪৪386512
  • ডিঃ দিয়ে রাখা ভালো। এইটা নন্দীগ্রামের গুরুত্ব বা অপরাধের গভীরতা ইত্যাদি কমানোর জন্যে বলা নয়।
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৪৬386513
  • ও, তুমি জেনোসাইড-এর কথা বলছ। আমি মাস মার্ডার-এর বাংলা হিসাবে বলছি
  • PM | 71.90.51.225 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৪৬386514
  • এই টই-এ আমি আপাতত নন্দীগ্রাম থেকে বেড়োতে চাইছি না।

    "আমার মত হল সিবিআই দিব্যি তদন্ত করেছে"

    যদি অরন্যবাবুর এই স্টেট্মেন্টটা ঠিক হয় তাহলে ওনার গনহত্যার লিস্ট থেকে নন্দীগ্রাম কে বাদ দিতে হবে।

    আর যদি নন্দীগ্রামকে "গনহত্যার" লিস্টি তে ঢোকাতে হয় তাহলে ওনার প্রথম স্টেটমেন্ট-টা মিথ্যা বলে মানতে হবে।

    গাছের আর তলার দুটই একসাথে খাওয়া চালবে না ঃ)
  • Sectumsempra | 125.112.74.130 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৪৮386515
  • গণহত্যা তো জেনোসাইডেরই বাংলা। মাসমার্ডারের বাংলা ঠিক কী হবে বলতে পারবো না।
  • Sibu | 118.23.96.158 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৫৩386516
  • মাস মার্ডার মানে চার বা তার চেয়ে বেশী লোক একত্রে খুন হওয়া। ভারতবর্ষের কনটেকস্টে সেটা খুবই ঘনঘন হয়।
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৫৭386517
  • ওকে , পিএম। দেখা যাক -
    সিবিআই বলেছে - সব আহত লোকরা পুলিশ-কে আক্রমণ করেছিল। ফাইন।
    সিবিআই কি বলেছে - 'পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিল' ? এই-টা খুব ইম্পর্ট্যান্ট। আমি সত্যিই জানি না। সিবিআই রিপোর্টের কোন লিঙ্ক থাকলে পড়ে দেখতে হবে, জানি না রিপোর্ট পাবলিক কিনা।

    এই ১২৯ জন আহত লোক কি পুলিশের দিকে গুলি চালিয়েছিল বা বোমা ছুঁড়েছিল? পুলিশের কি জীবনের ভয় ছিল? পুলিশ কেন রাবার বুলেট বা জল কামান ব্যবহার করল না জনতাকে ছত্রভঙ্গ করার জন্য?

    এই প্রশ্নগুলোর উত্তর দরকার।
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১৩:০১386518
  • রাজনৈতিক কারণে ঘটা মাস মার্ডার অত ফ্রিকুয়েন্ট নয়। আর রাজনৈতিক খুনোখুনিতে পঃ বঙ্গ ভারতে খুবই ওপরের দিকে, হয়ত একদম টপেও হতে পারে।
  • Sibu | 118.23.96.158 | ৩০ জানুয়ারি ২০১৪ ১৩:০২386519
  • কেসটা কোর্টে যাক না। তবে আবাপর রিপোর্টে পুলিসের টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ার কথা আছে।

    আর পুলিসকে সবসময় আত্মরক্ষার্থেই গুলি চালাতে হবে এমন কোন কথা নেই। পুলিস যদি দেখে সশস্ত্র জনতা অন্যদের ওপর গুলি চালাচ্ছে তাহলেও পুলিস গুলি করতে পারে। ব্যালিস্টিক রিপোর্টগুলো আসুক না।
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১৩:০৮386521
  • ওকে, লেটস ওয়েট ফর কোর্ট প্রসিডিংস
    পিএম, এখুনি সিপিএম-কে ক্লিন চিট দিতে পারছি না, কোর্ট কেস শেস হওয়া অব্দি ওয়েটানো যাক :-)
  • PM | 24.207.85.43 | ৩০ জানুয়ারি ২০১৪ ১৩:১০386523
  • আমি জানি না সিবিআই 'পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিল' এটা এক্সপ্লিসিটলি বলেছে কিনা।

    কিন্তু-
    ১। "সিবিআই বলেছে - সব আহত লোকরা পুলিশ-কে আক্রমণ করেছিল।"
    ২। সিবিআই বলেছে - 'পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিল' ?

    ২ নং টা কি ১ নং স্টেটমেন্ট এর করোলারী নয়?

    তাছড়া আপনি ১নং টিকে কি সমর্থন করেন? সেক্ষেত্রে ২নং টার সম্ভাবনা তো থেকেই যায় , নয় কি?

    যারা ১নং এর জন্য মানুষকে উশ্কে ছিলো তারা কি ২ নং এর সম্ভবনার কথাও বুঝিয়েছিলো মানুষকে ?
  • Sibu | 118.23.96.158 | ৩০ জানুয়ারি ২০১৪ ১৩:১০386522
  • তবে টেন্টাটিভলি অ্যাডভান্টেজ সিপিএম।
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১৩:১৬386524
  • আমার কাছে ২ নং -টা ১ নং স্টেটমেন্টের করোলারী নয়।

    ১নং-কে সমর্থন করি না।

    ১ নং ঘটলে ২ নং-এর সম্ভাবনা থাকে, কিন্ন্তু ২ নং ঘটতেই হবে, এমন নয়। ডিপেন্ড করে কি ধরণের আক্রমণ, সেই আক্রমণ গুলি চালানো-র মত ফেটাল পদ্ধতি-র বাইরে অন্য ভাবে রোখা যায় কিনা ইঃ-র ওপর।

    আপনার সেশ কোশ্নের উত্তর জানি না।
  • Sectumsempra | 125.112.74.130 | ৩০ জানুয়ারি ২০১৪ ১৩:২২386525
  • কাল রাতে মিনিট দশেকের জন্যে তারানন্দ দেখার সুযোগ হয়েছিলো। সুমন বন্দ্যোপাধ্যায় লোকটা এমন ষাঁড়ের মত চেঁচায় যে তারপর বন্ধ করে দিতে হল। ওর মধ্যে ওই লিখে লিখে যা দেখায় তাতে দেখেছি রাবার বুলেটও ব্যবহার করা হয়েছিলো। প্রথমে প্রায় ৫০ রাউন্ড কাঁদানে গ্যাস, তারপর রাবার বুলেট।
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১৩:৩০386526
  • প্রথমে কাঁদানে গ্যাস, তারপর রাবার বুলেট।
    তারপর গুলি। কেন? কারণ, জনতাকে ছত্রভঙ্গ করতে হবে। কেন জনতাকে ছত্রভঙ্গ করতে হবে? কারণ এলাকার দখল নিয়ে আইনের শাসন কায়েম করতে হবে।
    প্রয়োজনে মানুষ মেরেও কি আইনের শাসন কায়েম করতে হবে?
  • PM | 71.90.51.225 | ৩০ জানুয়ারি ২০১৪ ১৩:৩৩386527
  • আপনি বলেছেন "১ নং ঘটলে ২ নং-এর সম্ভাবনা থাকে, কিন্ন্তু ২ নং ঘটতেই হবে, এমন নয়। ডিপেন্ড করে কি ধরণের আক্রমণ, সেই আক্রমণ গুলি চালানো-র মত ফেটাল পদ্ধতি-র বাইরে অন্য ভাবে রোখা যায় কিনা ইঃ-র ওপর।"

    আমি বলেছিলাম

    "কিন্তু ঐ দিনের প্রেক্ষিতে ঠিক কি হয়েছিলো, গুলি চালাতে বাধ্য করা হয়েছিলো কিনা সেটা বলার জন্য নিরপেক্ষ তদন্ত দরকার। আমি এখান থেকে কিছু বললে তার কোনো মানে নেই।"

    তাহলে আমরা দুজনেই একমত যে তদন্ত ছাড়া সত্যে উপনিত হবার কোনো উপায় নেই।

    তাহলে ২০০৭ এ বিনা তদন্তে ঐ সরকার বিরোধী মাস হিস্টেরিয়া ছড়ানোর মানে কি?
  • PM | 71.90.51.225 | ৩০ জানুয়ারি ২০১৪ ১৩:৩৫386528
  • "প্রয়োজনে মানুষ মেরেও কি আইনের শাসন কায়েম করতে হবে?"

    সেক্ষেত্রে পুলিশের অস্ত্র বহনের কোনো প্রয়োজোন-ই থাকে না।
  • Sectumsempra | 125.112.74.130 | ৩০ জানুয়ারি ২০১৪ ১৩:৩৬386529
  • অ্যাপারেন্টলি একজন ম্যাজিস্ট্রেট জমায়েতকে বেআইনী ঘোষনা করেন - যেটা কিনা লিগ্যাল রিকোয়্যারমেন্ট। পুলিশ যখন এগোতে শুরু করে তখন পুলিশের ওপর আক্রমণ হয়। তারপর ওই কাঁদানে গ্যাস ইঃ। অ্যাজ পার রিপোর্ট।
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ১৩:৪৮386530
  • নট সো ইজি, পি এম, এটা ডেবরা গোপীবল্লভপুর নয়, এখানে রাষ্ট্রবিরোধী নকশাল-রা মুক্তাঞ্চল বানায় নি। কিছু মাওবাদী আছে, কিন্তু মূল জনশক্তি স্থানীয় গ্রামবাসী, সন অব দ্য সয়েল, যারা কিছুদিন আগেও সবাই সিপিএম সমর্থক ছিল।
    এখানে মানুষ মেরে আইনের শাসন কায়েম করব - এই যুক্তি চলবে কিনা জানি না। পুলিশ অস্ত্র বহন করে সমাজ বিরোধীদের হাত থেকে সাধারণ মানুষের জান মাল রক্ষা করতে। যে বিশাল জনতার ওপর নন্দীগ্রামে পুলিশ গুলি চালায়, তাদের মধ্যে সমাজ বিরোধী কজন? সেই সমাজ বিরোধীরা কাদের অ্যাটাক করেছে?
    নন্দীগ্রাম থেকে বেরোতে চান না ভাল কথা, এই নন্দীগ্রামেই কিন্ত্ত সাতেঙ্গাবাড়ি আছে, যেখানে ২০০৭ নভেম্বরে সিপিএমের আশীর্বাদ ধন্য গুন্ডার দল অনুষ্ঠিত করেছে অপারেশন সূর্যোদয় -যে সূর্যের আলোয় ঝলসে মারা গেছে আরও কিছু মানুষ, আরও একটি গণ হত্যা বা মাস মার্ডার।
    জানি না, সিবিআই সাতেঙ্গাবাড়ি হত্যাকান্ডের তদন্ত-ও করছে কিনা
  • PM | 24.207.85.43 | ৩০ জানুয়ারি ২০১৪ ১৪:২৩386532
  • ১৪ই মার্চ নিয়ে আপনার পয়েন্ট নিষ্চই প্রানিধান যোগ্য--সেই জন্যই তদন্তের প্রয়োজন সত্যে উপনীত হবার জন্য।

    কিন্তু প্রশ্ন টা থেকেই গেলো-
    "তাহলে ২০০৭ এ বিনা তদন্তে ঐ সরকার বিরোধী মাস হিস্টেরিয়া ছড়ানোর মানে কি?"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন