এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিডিও ও নন্দীগ্রাম

    sumeru
    অন্যান্য | ৩০ মার্চ ২০০৭ | ১৪৫১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | 93.180.243.109 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৬386566
  • গুজরাত গণহত্যায় মোদীর ভূমিকা নিয়ে ভেটিং থিওরি কি বলছে?
  • Blank | 69.93.247.10 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৮386567
  • একটা বুলেট একটা রাউন্ড কিনা সেটা ডিপেন্ড করে বন্দুকের ওপরে। পুরনো দিনের থ্রি নট থ্রি হলে ১ = ১। আজকাল যেগুলো দেখি, সেগুলোতে একটা কার্টিজে অনেকগুলো বুলেট থাকে।
  • π | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৪386568
  • সিপিএম এর তখনকার অনেক লোকজনই এখন তৃণমূলে। অতএব এখন বেশিরভাগ তদন্তই চাপা দিয়ে দেওয়া হচ্ছে। লোকজন বলাবলি করছে, শুনে এলাম ঃ)
    ভালো কথা, মরিচঝাঁপি নিয়ে তদন্তও বিশ বাঁও জলে।
  • pinaki | 93.180.243.109 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৬386569
  • আর নন্দীগ্রাম নিয়ে কন্সপিরেসি থিওরি খাড়া করার চেষ্টা করাটাকে আমার যা মনে হয় সেটা খুব পোলায়েটলিও আমার পক্ষে ডেসক্রাইব করা সম্ভব নয়। কাজেই সে কাদা ছোঁড়াছুঁড়িতে না ঢোকাই ভালো। আগেও বলেছি বোধহয়, পাব্লিক ফোরামে অনেক কিছু মনে হলেই লিখে দেওয়া যায় না। বিশেষতঃ অন্যের সম্বন্ধে। কারণ অন্যেরও এরকম অনেক মনে হওয়া আছে। তর্ক বা মতবিরোধ ব্যাপারটা একে অন্যের সম্পর্কে মনে হওয়ার লড়াইতে না নামিয়ে আনাই বাঞ্ছনীয়।
  • Sibu | 84.125.59.177 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৭386570
  • ১২ঃ১৬। বলছে মোদী অ্যাট লিস্ট ফট ইট আউট ইন কোর্ট। দিদি অ্যান্ড কোং মোদীর চেয়েও খারাপ।
  • PT | 213.110.243.21 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:১৬386571
  • কিছু মনে হওয়া-হয়ির বা কাদা ছোঁড়াছুঁড়ির দরকার ছিল না তো। সরাসরি কোর্টে চলে গিয়ে লড়ে নিলেই তো হত। অন্ততঃ যে সকল পন্ডিতেরা বিস্তর লেখা-লেখি করেছিল ও ডকু বানিয়েছিল ইচ্ছাকৃত ভাবে মিথ্যা প্রচারের জন্য অথবা মিথ্যার তথ্যের ওপরে নির্ভর করে তারা সিবিআই-এর রিপোর্টের ওপরে ভিত্তি করে আবার কিছু লিখতে অথবা ডকু বানাতে পারে তো! নাকি সত্যের মুখোমুখি হতে তারা নিজেরাই ভয় পাচ্ছে?

    "সিপিএম এর তখনকার অনেক লোকজনই এখন তৃণমূলে। অতএব এখন বেশিরভাগ তদন্তই চাপা দিয়ে দেওয়া হচ্ছে।"

    এই নতুন এবং হাস্যকর যুক্তির অবতারণা হচ্ছে এখন। তাপসী মালিক হত্যা-ধর্ষণের সঙ্গে যুক্ত কোন লোকটা তিনোতে গিয়েছে? নাকি তখন থেকেই যারা তিনোর সঙ্গে ছিল -শাঁওলীর মত বুজী, রাজা সরখেলের মত মাও এবং মমতা স্বয়ং তাদের মিথ্যাচারটা প্রমাণিত হওয়ার ভয়টা বেশী? কাল শুনলাম যে নেতাই-এর সিবিআই তদন্তে নাকি কারো বিশেষ আপত্তি নেই-কেননা ঐ তদন্তের রিপোর্ট দিদির মন-পসন্দ।

    "মরিচঝাঁপি নিয়ে তদন্তও বিশ বাঁও জলে।"

    কোন তদন্তই বিশ বাঁও জলে নয়। আসলে কোন তদন্তই শেষ করা হবেনা। সেটা ইচ্ছাকৃত। কেননা তদন্ত শেষ হলে ব্যাপারটা মিটে যাবে আর ভোটের আগে সেগুলোকে ধুলো ঝেড়ে বের করা যাবেনা।
  • bratin | 122.79.36.169 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৭386572
  • পিটি দা তোমার সাথে ১০০% এগ্রিড । নেতাজী কে কোন ভাবেই কায়দা করতে এই শুয়োরের নাতি গুলো সুপরিকল্পিত ভাবে ওনাকে সাইড লাইন করে দেন। আমি নিশ্চিই নেতাজী কখন ও ব্যক্তিগত স্বার্থের কথা মাথায় রেখে ভারত ভাগ হতে দিতেন না। কোন মূল্যেই না।
  • Sectumsempra | 192.66.13.11 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৪386573
  • শুধু তাই নয়, আই এন এ যখন ভারত আক্রমণ করে, তার বিরুদ্ধে সবচেয়ে সরব ছিলেন নেহরু। কিন্তু লোকে শুধু কমুনিস্ট পার্টিকেই নেতাজী ইস্যুতে গাল পারতে অভ্যস্ত। ব্যক্তিগতভাবে আমি ডেল্টা হলেও জার্মানি আর জাপানের সাথে হাত মেলানো নিয়ে সন্দিহান। এখনো।
  • | 69.152.5.5 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪১386576
  • শটগানের গুলি (Shell) হলে প্রতি রাউন্ডে, একাধিক ব্যক্তি আহত হতে পারেন, বিশেষ করে খানিকটা দূরে দাঁড়িয়ে থাকলে ।
  • Arpan | 52.107.175.149 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪১386574
  • উদ্দেশ্য না, তবে সম্ভাব্য ফলাফল নিয়ে আমিও সন্দিহান।
  • Blank | 69.93.247.10 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪২386577
  • জার্মানীর সাথে হাত মেলানো আমি কোনোভাবেই সমর্থন করতে পারিনা। আই এন এ জিতে গেলে কি যে হতো বলা খুব মুশকিল। নেতাজী নিজেও বেশ ফ্যাসিস্ট টাইপ ছিলেন।

    পিনাকি দার ৩ নং ভিডিওটা শুধু দেখলাম। এগুলো ই যদি একমাত্র প্রমান হয় তো কোর্টে কেস টিকবে না। মনে হয় এই ধরনের জিনিসের জন্যই সিবিআই এর চার্জশীট অমন দাড়িয়েছে।
  • Blank | 69.93.247.10 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২৩386578
  • ডিয়ার হান্টার খেলার সময় দেখেছি, একটা শটগানের শটে ৩/৪ টে শিয়াল, উলভারাইন মারা যায়। মানুষ তো প্রানী হিসেবে আরো পলকা।
  • kc | 204.126.37.78 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২৬386579
  • আন্দামানে সেলুলার জেল লোকে যায় আর লাইট অ্যান্ড সাউন্ড দেখে চলে আসে। সেলুলার জেলের আপিসের উপরে দোতলায় একটা লাইব্রেরী আছে। সেখানে তৎকালীন অনেক পত্রিকা আর লোকের মেমোয়ারভিত্তিক বই আছে। একদিন মত সময় লাগবে ঘাঁটতে আর পড়তে। লোকে একদমই যায়না। তাই কেউ গিয়ে ইন্টারেস্ট দেখালে আপিসের লোকেরাই খুব যত্ন করে সব দেখান। তা সেখানে লোকাল লোকেদের উপর জাপানি সেনাদের ভয়াবহ সব অত্যাচারের বর্ণনা আছে। এবং এই অত্যাচারের একদম পিক টাইমে নেতাজী আন্দামানে যান। এবং জাপানি বাহিনীর সঙ্গেই রস আইল্যান্ডে দুদিন থাকেন। লোকাল লোকেদের সঙ্গে কথা বলেন নি বা ওনাকে বলতে দেওয়া হয়নি। সেই সময় সেলুলার জেলে অনেক কম্যুনিস্ট বন্দীও ছিলেন। জাপানিদের অত্যাচার দেখে নেতাজীর উদ্দেশ্যে খারাপ কথা বলা আমার ব্যক্তিগতভাবে অস্বাভাবিক লাগেনা।

    আরেকটা কথা শুনেছিলাম, আন্দামানের কোন একটা জায়গাকে নেতাজীর নামে নাম রাখার একটা প্রস্তাবও সত্তরের দশকে বাতিল হয়ে গেছিল লোকাল লোকেদের বাধা আসতে পারে এই ভেবে।
  • PT | 213.110.243.21 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০২386580
  • প্রথম ভিডিওটার ৫মি ৫৮সে থেকে ৬মি ০৬সে-এ একটা শট আছে যেটা খুব interesting। শটে একটা লাল জামা পরা বাচ্চার পেছন দিক আর দূরে দাঁড়ানো পুলিশদের মুখোমুখি দেখা যাচ্ছে। এটা ভিডিও-র স্টিল শটেও প্রথমেই দেখা যাচ্ছে।

    সাধারণ যুক্তি বলে যে পুলিশের পেছন থেকে ক্যামেরা ছবি তোলাতা স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে পুলিস চার্জ করার আগেই কেউ ওখানে জমা হওয়া মানুষদের পেছনে ক্যামেরা নিয়ে হাজির ছিল? আগে থেকেই এরকম কিছু হবে সেই খবর কোনো ক্যামেরাধারীর কাছে ছিল?

    ষড়যন্ত্র..... ষড়যন্ত্র.....!!
  • pinaki | 93.180.243.109 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৭386581
  • ব্ল্যাংকির কি ধারণা যে এই ভিডিওগুলো কোর্টে সাক্ষ্যপ্রমাণ হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে তোলা হয়েছিল?

    পিটি কাদাছোঁড়াছুঁড়িটা আপনাকে বলিনি। আপনার প্রশ্নগুলো জমিয়ে রাখুন, কখনো কোর্টে কেস উঠলে আপনার থিওরির পক্ষে যে উকিল লড়বেন, তাঁকে সাহায্য করতে কাজে লাগবে।

    আর আমাদের মত যারা নন্দীগ্রামে কন্সপিরেসি নয়, ভয়াবহ একতরফা রাষ্ট্র আর শাসক দলের সন্ত্রাস চলেছে বলে মনে করে, তাদের এ ব্যাপারে নতুন করে প্রমাণ করার কিছু নেই। এটা বুঝুন। কারণ মানুষের কাছে এগুলো অলরেডি প্রমাণিত। বিচার এমনকি শাস্তিবিধানও মোটামুটি কমপ্লিট। কাজেই সিবিআই রিপোর্ট নিয়ে আপনাদের উল্লাস দেখে করুণা ছাড়া অন্য কিছু অনুভুতি আসছে না। তর্ক করার যোশ তো একেবারেই না, বিশ্বাস করুন। কখনো কিছু নিতান্ত মনে না পড়লে ভিডিওর লিংক দেওয়া ছাড়া এ ব্যাপারে আর কোনো রেসপন্স করা তাই মুশকিল। কারণ যে দল সন্ত্রাস করেছে, তারা প্রথম থেকেই এই কন্সপিরেসি থিওরি কপচেছে আর মানুষের কাছে থাপ্পড় খেয়েছে। এটা চোখের সামনে দেখেছি। কাজেই সিবিআই রিপোর্ট নিয়ে বেশী লম্ফঝম্প করতে দেখলে বা আবার ঐ কন্সপিরেসি থিওরি নিয়ে গলাবাজি বাড়লে এটুকুই বুঝবো মানুষের কাছে থাপ্পড় খাওয়া কম পড়িয়াছে। আরো আসিতেছে। এর বেশী কিছু এব্যাপারে বলার নেই।
  • bratin | 122.79.38.3 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১০386582
  • পিটি দা পিএম রোবু অরি আমি ট্রেনে আসতে আসতে মুজাফর আহমেদ র জীবনী আর কাজ নিয়ে একটা বই পড়তে পড়তে এলুম।আমি এত ডিটেলস এ ওঅড়ি নি।খুব ভালো লাগছে।তবে আরো অনেক ওঅড়তে হবে।
  • pinaki | 93.180.243.109 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১২386583
  • এই নন্দীগ্রাম কন্সপিরেসি থিওরি দেখলেই আজকাল পত্রিকা আর আজিজুলের লেখার কথা মনে পড়ে। এক একটা দিন ফুরফুরে করে দিত। :-) আহা কোথায় গেল সেইসব সোনালী দিন। :-(
  • PT | 213.110.243.21 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০৯386584
  • "... বিচার এমনকি শাস্তিবিধানও মোটামুটি কমপ্লিট। কাজেই সিবিআই রিপোর্ট নিয়ে আপনাদের উল্লাস দেখে করুণা ছাড়া অন্য কিছু অনুভুতি আসছে না।"

    বিচার এবং শাস্তিবিধান যদি কমপ্লিট-ই তাহলে যারা লোক খেপিয়ে রাস্তায় নামিয়েছিল তারা সিবিআই এনকোয়ারি চাইল কেন?

    এর চাইতে তেল-মাখা বাঁশে বাঁদরের ওঠা নামা অঙ্কের উত্তর বের করা বেশী সহজ মনে হচ্ছে।
  • Silver Lining | 127.194.226.82 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৫386585
  • যদি ঠিক বুঝে থাকি, তাহলে বিচার হল ২০১১-র বিধানসভা ভোট আর শাস্তিবিধান হল তার রেজাল্ট। সিবিআই এনকোয়্যারি কিন্তু তার আগেই চেয়েছিলো - সে যেই চেয়ে থাকুক।

    তবে অঙ্কটা অত সহজ নয় তাও ঠিক। মেলানোর চেষ্টায় কারোরই বিশেষ আগ্রহ নাই।
  • a | 132.174.26.57 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪৭386587
  • " কারণ মানুষের কাছে এগুলো অলরেডি প্রমাণিত। বিচার এমনকি শাস্তিবিধানও মোটামুটি কমপ্লিট।"

    এটাই সবথেকে ভালো। নির্বাচন তো হয়েই গেছে, ফলাফলও পরিষ্কার, তাহলে আর এতো কোর্টকাছারি করে যে কি লাভ বুঝিনা। আমরা মোদীভক্তরাও একথাই বলি - তিনতিনবার মানুষ প্রমান করে দিয়েছে মোদী কিচ্ছু করেনি, দাঙ্গা করেনি, মানুষ মারেনি, তাও যে সবাই মোদীকে নিয়ে টানাটানি করে কেন বুঝিনা।
  • রোবু | 213.147.88.10 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:০০386588
  • নেতাজি ব্যাপারে অরিজিতদা, ব্ল্যাঙ্কিদা, কেসিদা আর অর্পণদাকে ক দিলাম।
    বোতিন্দা, কাকাবাবু বা তৎকালীন অবিভক্ত কম্যুনিস্ট পার্টির মানুষদের সম্পর্কে পড়তে ভালো লাগবে। পড়তে থাকো।
  • bratin | 122.79.38.64 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:০৪386589
  • অয়ন, এম এন রায় ,নলিনী গুপ্ত নজরুল মুজাফর আহমেদ এদের নিয়ে পড়ছি।
    দারুন লাগছে।
  • কল্লোল | 125.241.39.31 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৬386590
  • নেতাজী স্বাধীনতা আনলে কি হতো জানিনা। তবে শরৎ বোস ভারত তিনভাগ চেয়েছিলেন। পাকিস্তান, ভারত আর বাংলা। নেহেরু খুব হুড়ো দিয়েছিলো।
  • a | 132.164.68.131 | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৪386591
  • এহেহে, দিদির কথায় বিশ্বাস রাখতে পারছেনা নন্দীগ্রাম! এমন পাপ যে করতে নেই, বুজিরা একটু ওনাদের বোঝাবেন না?

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=9341&boxid=144155328
  • bratin | 122.79.37.172 | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৪386592
  • কল্লোল দা এ ব্যাপারে আমার যথেষ্ট পড়াশুনা নেই কাজেই মন্তব্য করা ঠিক হবে না।

    কিন্তু এ টুকু আমার স্থির বিশ্বাস নেতাজী র নেতৃত্বে এর থেকে খারাপ কিছু হত। আর যে কোন আন্দোলন ই তো ধারাবাহিক পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং অতীত থেকে শিক্ষা নিয়ে একটা লার্নিং কার্ভের মধ্যে দিয়েও এটা নিশ্চয় ই মানবে?
  • Silver Lining | 127.194.234.93 | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪১386593
  • "কিন্তু এ টুকু আমার স্থির বিশ্বাস নেতাজী র নেতৃত্বে এর থেকে খারাপ কিছু হত"

    ??????????
  • bratin | 122.79.38.88 | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫২386594
  • আমি দেশ ভাগের কথা বলছি।
  • Silver Lining | 127.194.234.93 | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৯386595
  • আরে "হত" নাকি "হত না"?
  • bratin | 122.79.38.119 | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৭386596
  • দেশভাগ হত না।

    ওনার ঢাকার সলিমুল্লাহ মুসলিম হলের ভাষন টা ননে করো " বাংলাদেশে মুসলমান রা সংখ্যায় অনেক বেশী। আমি চাই কংগ্রেসের নেতৃত্ব এসে তাঁরা গ্রহণ করুন।আমি আমার বন্ধু মুজফফর আহমেদ প্রাদেশিক কংগ্রেসের সভাপতি হতে অনেক অনুরোধ উপরোধ করে করে ব্যর্থ হয়েছি, কোন প্রকারে তাজে শুধু সহ-সভাপতি হতে রাজি করাতে পেরেছি"
  • Sectumsempra | 127.194.234.93 | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০১386598
  • আর্ধুর, আমি তর্কে যাচ্ছিই না। তোমার পোস্টটা কোট করেছি, দ্যাখো। ঠ্যাং টানছিলুম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন