এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামফ্রন্টকে হারানো কি ভাবছেন সবাই

    Du
    অন্যান্য | ১৯ সেপ্টেম্বর ২০০৮ | ৮৫৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shyamal | 24.117.80.243 | ১৪ মার্চ ২০০৯ ১৫:২২402839
  • অলরেডি কারাতবাবু চুল ছিঁড়তে শুরু করেছেন। কারণ মায়াবতী বলেছে প্রধানমন্ত্রী না করলে খেলবনা। গাছে কাঁঠাল....
    বিজেপির অবস্থা ভাল নয়। অরুন জেটলির রাজনাথ সিংএর সঙ্গে লেগে গেছে।
    এসব দেখে বুকিরা ( জুয়াড়ি) বেট ধরছে মনমোহনের ফিরে আসার। আর কে না জানে বুকিরা সর্বদা সবচেয়ে বেশী অ্যাকিউরেট।

    পার্থবাবু, এঁটো টেটো কিছু নয়। ১৯৭৭এ অটল বিহারি, আদবানির সঙ্গে জ্যোতিবাবুরা গলায় গলায় ছিলেন।
  • Arpan | 122.252.231.12 | ১৪ মার্চ ২০০৯ ২২:৩৩402841
  • আর হ্যাঁ, খুব সীমিত আসনে জোট হয়েছিল এই দুটো ইলেকশনে।
  • Arpan | 122.252.231.12 | ১৪ মার্চ ২০০৯ ২২:৪১402842
  • এবং এই নিচের প্রতিবেদনটির ফোরকাস্টিং শ্যামলের সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ মিনিমাম ১৬ থেকে ১৮টি সিট বিরোধীরা পাচ্ছে। ট্রেন্ড যদি বজায় থাকে।

    http://www.telegraphindia.com/1080524/jsp/frontpage/story_9314602.jsp
  • debu | 72.130.158.122 | ১৪ মার্চ ২০০৯ ২৩:৪৩402843
  • খেলার রেসাল্ট দিচ্ছি:
    রাহুল প্রধান মন্ত্রি
    ক্ষ(ম)মতার বেনার এ+ কঁগ্রেস :১৮
    কারত এর ত্রয়ি জোট : ২০ - ২৫
    কংগ্রেস এবার সংখ গরিস্‌ঠতা পাবে
    দেব গৌরা মাল টা কি আবার প্রধান মন্ত্রি
    হোতে চাইছে?
    এবার লালু ও ঝামেলি কোরবে
  • kd | 72.229.130.144 | ১৫ মার্চ ২০০৯ ১৫:০৪402844
  • আমার এক বন্ধু এবার ইলেকশনে দাঁড়াচ্ছে। ইলেকশন আপিস করার জন্যে ঘরভাড়া পেতে অসুবিধে পাচ্ছে - মালিকেরা বলে, পলিটিকাল পার্টিকে ভাড়া দেবো না - তোমরা আর ছাড়বে না। ও ওদের বারবার বোঝাবার চেষ্টা করে 'আরে মশাই, আমি তো হেরে যাবো, তারপর ঘর নিয়ে করবো কি?'। তাও পায় না। আমি ওকে বল্লুম, তোর ওদের বিশাল থ্যান্‌কইউ দেওয়া উচিত - আমরা বন্ধুরা, তোর বৌ, ইভেন তুই নিজেও যা ভাবতে পারিস না, ওরা কিন্তু ভাবছে তুই জিতলেও জিততে পারিস।
    তোমরা সকলে এত অংক-টংক কশচো, ভাবলুম একটু গল্প বলে যাই।
  • sibu | 71.106.244.161 | ১৫ মার্চ ২০০৯ ২০:০৭402845
  • মনমোহন জিতলে সেটা মনে হয় মুক্ত অর্থনীতির পক্ষে ম্যান্ডেট হিসেবে ধরে নেওয়া হবে। তখন মনমোহন, চিদাম্বরম অ্যান্ড কোং কতটা প্রলয়নাচন নাচে, সেইটে দেখার।
  • shyamal | 24.117.212.246 | ১৫ মার্চ ২০০৯ ২১:১২402846
  • মনমোহন প্রধানমন্ত্রী হলে আমি আশা করব এগুলো, যা সিপিএমের বন্ধনে থেকে উনি করতে পারেননি। মনমোহন, চিদাম্বরম আর মন্টেক এগুলোর দিকে লক্ষ্য দেবেন আশা করি।
    ১) রিটেলে দেশি-বিদেশি (ওয়ালমার্ট, রিলায়েন্স ফ্রেশ, স্পেনসার) কোম্পানিকে ব্যবসা করার অবাধ স্বাধীনতা। রিটেলে জবের সংখ্যা প্রচুর বাড়ার স্কোপ আছে
    ২) লেবার ল সংশোধন : যাতে কর্মি ছাঁটাই বা নিযুক্তিতে সরকারের মাথা গলানোর ক্ষমতা না থাকে। আজ কোম্পানিরা বহু ক্ষেত্রে নতুন কর্মি নেন না কারণ মন্দার সময়ে তাদের ছাঁটাই করার অধিকার নেই।
    ৩) বিদ্যুৎ উৎপাদন বেসরকারী হাতে দেওয়া। SEB রা যে অপদার্থ অনেক দিন আগে প্রমান হয়ে গেছে।
    ৪) ল্যান্ড-সিলিং আইন তুলে দেওয়া। এর ফলে বিল্ডারদের বিরাট স্কেলে সস্তা ফ্ল্যাট ( ৫ থেকে ২০ লাখ টাকা) করার ক্ষমতা হবে, যাকে বলে ভলিউম বিজনেস। এতে প্রচুর মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ফ্ল্যাট কিনতে সমর্থ হবেন। প্রচুর কাজ বাড়বে।
    ৫) কর্পোরেট ও কনট্র্যাক্ট ফার্মিংএর অনুমতি দেওয়া।
  • bitoshok | 75.72.245.81 | ১৫ মার্চ ২০০৯ ২২:০৩402847
  • দ্ব্যর্থহীন ভাবে আমি শ্যামলবাবুর সবগুলো পয়েন্টের বিরুদ্ধে।

    শ্যামল বাবু, ওয়াটার প্রাইভেটাইজেশনের কথা বল্লেন না? ঐটাও তো আপনার কি যেন বলে 'খোলা বাজার/খোলা অর্থনীতির' অ্যাডভোকেটদের রেকমেন্ডেশনে আছে।
  • nyara | 64.105.168.210 | ১৫ মার্চ ২০০৯ ২২:৪৬402577
  • ঐ ভাবে ব্ল্যাংকেট না হলেও, আমিও সাধারণভাবে শ্যামলবাবুর ওপরের সব চাওয়ার বিরুদ্ধে।

    SEB-র অপদার্থতা প্রমাণিত। সে কথা ঠিক। কিন্তু ২০০০ সালা নাগাদ Enron মহারাষ্ট্রে কী একটা প্রজেক্ট করছিল না? তার থেকে কি কিছু প্রমাণিত হয়েছে?
  • rokeyaa | 203.110.243.21 | ১৫ মার্চ ২০০৯ ২৩:১৪402578
  • কংগ্রেসের একি হোলোওওওওও বলে আজকাল এরকম কান্নাকাটি জুড়েছে ক্যানো? বেশ কিছুদিন ধরেই দেখছি, আজকে অশোকবাবু তো পুরো শোকপালন করেছেন!
  • Arijit | 61.95.144.123 | ১৬ মার্চ ২০০৯ ০৯:৩৮402579
  • পঞ্চায়েতের অত ডিটেইলস রেজাল্ট পাবোই বা কোথায় আর সেটা ক্যালকুলেট করতে হলে প্রচুর এন্থুও চাই। লাস্ট লোকসভার ভোট নিয়ে একটু হিসেব করলাম। গণ্ডগোল হচ্ছে দমদম, কৃষ্ণনগরের মতন কিছু সিট নিয়ে যেখানে আগের বার বিজেপি-তৃণমূল সমঝোতা হয়েছিলো। সেখানে বাম-বিরোধী ভোট ছিলো বিজেপি + কংগ্রেস। এবার বিজেপি যেটা পেয়েছিলো সেটাকে পুরোটা তৃণমূল বলে দেওয়া যায় না - স্পেশ্যালি ধরো দমদম - এবার তপন শিকদার দাঁড়িয়েছে ওখানে। কাজেই ওই কতকগুলো সিট নিয়ে কনফিউজন থাকছে। বাদবাকি হিসেবে মনে হচ্ছে ২৮-১৪ (+/- ২ দুদিকেই)।

    আরো অনেক হিসেবে এবার খাটবে না - কারণ বোলপুর, আরামবাগ ইত্যাদি কেন্দ্রগুলো এবার সংরক্ষিত হয়ে গেছে। কাজেই প্যাটার্ন বদলাতেই পারে।
  • Arijit | 61.95.144.123 | ১৬ মার্চ ২০০৯ ০৯:৪৩402580
  • প্রতি সীটের ডিটেইলস পরে দিচ্ছি।

    তবে বেশ জ্বলছে বাংলা নিউজ চ্যানেলের কভারেজ দেখে - এরা শুধু সেলিব্রিটিদের পিছনে দৌড়চ্ছে - স্টারানন্দ আর কলতলা টিভি পালা করে সুমন, শতাব্দী রায়, তাপস পাল - এদের ক্যাম্পেন কভার করছে, ইন্টারভিউ নিচ্ছে - অধিকাংশ বোকা বোকা কোশ্চেন - মানে কি খাচ্ছেন টাইপের কোশ্চেনও।
  • Arpan | 65.194.243.232 | ১৬ মার্চ ২০০৯ ০৯:৪৪402581
  • :)

    কুণাল ঘোষ কো ইতনা গুস্‌সা কিউ আতা হ্যায়?
  • Arpan | 65.194.243.232 | ১৬ মার্চ ২০০৯ ০৯:৪৮402582
  • একা লড়লে বিজেপি এই রাজ্যে কোন ফ্যাক্টর না। গতবছর পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে তা প্রমাণ হয়ে গিয়েছে। তপনবাবুর দু'বার জেতার পেছনে ছিল সুজিত বসু ইত্যাদিদের দৌড়ঝাঁপ আর টুপিওলার অন্তর্ঘাত। এ কথা দমদম কেন্দ্রের একটা ল্যাম্পপোস্টও জানে।
  • Arijit | 61.95.144.123 | ১৬ মার্চ ২০০৯ ০৯:৫৬402584
  • কুণাল ঘোষ কিছু লিখেছে নাকি প্রতিদিনে?
  • Arijit | 61.95.144.123 | ১৬ মার্চ ২০০৯ ০৯:৫৬402583
  • হাজার কুড়ি ভোট তো আছেই একা লড়লেও? ওই কয়েকটা সীটে ৫-১০ হাজার এদিক ওদিক হলেই সীট এদিক ওদিক হতে পারে।

    আরো কিছু ব্যাপার আছে - কলকাতার ওড়িয়া এবং বিহারী ভোটাররা (অল্প নয়, বেশ বড় সংখ্যা) কাদের ভোট দেবে - এই তৃতীয় ফ্রন্ট তৈরী হলে?

    মোদ্দা কথা হল ইক্যুয়েশনটা বেশ জটিল। অনেক ভেরিয়েবল এবং আননোন:-(
  • Arijit | 61.95.144.123 | ১৬ মার্চ ২০০৯ ১০:০৫402585
  • ধুর বোকা বোকা লেখা। এই লোকটার লেখা আগেও বোকা বোকা লাগতো, এখন তো আরো বেশি। নিজের এজেণ্ডাগুলো বেশি প্রকট করে দেয় - সাংবাদিকতা শেখেনি। আর আমার পয়েনটা এঁরা কেন দাঁড়াবেন বা দাঁড়াবেন না তাই নিয়ে আদৌ নয়।
  • Ri | 203.145.145.33 | ১৬ মার্চ ২০০৯ ১০:১০402586
  • দমদমে তপন আর কৃষ্ণনগরে সত্যব্রত মুখার্জীর নিজের তৈরি ভোটব্যাংক আছে।প্লাস দমদমের অরুনাভ ঘোষের অনুগামী রা আর নদীয়ায় শংকর সিং এর লোক রা টি এম সির হয়ে পথে নামবে না । তাই এই দুটোয় সিপিএমের চিন্তা থাকার কথা নয়
  • Arijit | 61.95.144.123 | ১৬ মার্চ ২০০৯ ১০:২১402588
  • ভোটব্যাঙ্কটা কত বড় তার ওপর ডিপেণ্ড করবে। খুবই মার্জিনাল। টিপিক্যাল কয়খান দিচ্ছি -

    (১) বালুরঘাট - আরএসপি ৪১৫২৯৮, বিজেপি ৩৪৪১৫২, কং ১১৯১০৪
    (২) কৃষ্ণনগর - সিপিএম ৩৯৭৫৬১, বিজেপি ৩৭৭১৭৪, কং ৯৫৪৭৯
    (৩) দমদম - সিপিএম ৬১৯৩২৫, বিজেপি ৫২১০৭৩, কং ৭৬৮৫৪

    ঘুরে যাবার চান্স আছে নবদ্বীপ, শ্রীরামপুর, বারাসাত (যদিও এখানে সুদিন চট্টোপাধ্যায় লোকালি জানাশোনা লোক, উল্টোদিকে কাকলি ঘোষ দস্তিদার টোটাল আউটসাইডার)। কলকাতা উ:পূ: আর উ:প: মিলে গিয়ে আরেকটা ঘাঁটা কেস।

    শ্যামলের একটা প্রশ্নের উত্তরে - মালদা উত্তর হল নতুন কেন্দ্র।
  • Arijit | 61.95.144.123 | ১৬ মার্চ ২০০৯ ১০:২৪402589
  • বালুরঘাট যেমন - প্রচুর মারোয়াড়ী - কাটা কাপড়ের ব্যবসা - এদের মধ্যে বিজেপি-র ভালো হোল্ড আছে/ছিলো। কিন্তু সেই ব্যাঙ্ক কত বড় তার ওপর সব নির্ভর করবে।

    ইন্টারেস্টিং হল কলকাতায় আমি ভিএইচপি-র ব্যানারে মিছিল আগে দেখিনি। টালিগঞ্জে নেতাজীনগরের মোড়ে দুটো নতুন আবাসন তৈরী হয়েছে/হচ্ছে - সুদৃষ্টি আর পারুল - এখান থেকে দলে দলে লোক বেরিয়ে ভিএইচপি-র পতাকা নিয়ে মিছিল করছে - সেদিন দেখে বেশ আশ্চর্য হলাম।
  • Ri | 203.145.145.33 | ১৬ মার্চ ২০০৯ ১০:৫২402590
  • উত্তরে সুদীপ আর সেলিমের লড়াই টা জোরদার,কে জিতবে প্রেডিক্ট করা মুশকিল। তবে ভোট কাটাকাটি হবে না ধরে নিয়ে অ্যাডভান্টেজ সুদীপ। বারাসাত,শ্রীরামপুর,যাদবপুরে বামের পক্ষে টাফ লড়াই। ব্যারাকপুরে আর দমদমে সিপিএমের সংগঠনের জোর দুরন্ত ( এক যদি না টুপি দা সাবোতেজ না করেন )। ডায়্‌মন্ডহার্বার আর কাঁথি টিএমসি জেতার চান্স।
  • Arpan | 65.194.243.232 | ১৬ মার্চ ২০০৯ ১১:১৫402591
  • বনগাঁ, বসিরহাট, জয়নগর, মথুরাপুর আর তমলুক?
  • Arijit | 61.95.144.123 | ১৬ মার্চ ২০০৯ ১১:২১402592
  • বসিরহাট নিয়ে টেনশন থাকার কথা নয়। ১০০% জোট হলেও ৭০ হাজার গ্যাপ। বনগাঁ বলে কোনো আলাদা লোকসভা কেন্দ্র তো নেই! মথুরাপুর ১০ হাজার, তমলুক ২০ হাজার, জয়নগর লাখের ওপর (বিজেপি শুণ্য ধরে নিলেও)।

    পুরোটা টাইপ করা বড় কষ্ট। মেল করবো?
  • Arpan | 65.194.243.232 | ১৬ মার্চ ২০০৯ ১১:২৫402593
  • ইকিরে ভাই! তোমার পাঠানো ম্যাপটা থেকেই তো জানলাম বনগাঁ (সং) কেন্দ্র নতুন হয়েছে।

    মার্জিনের হিসাব পঞ্চায়েতে অনেক পাল্টে গেছে। টেলিগ্রাফের লিংকটা দেখ।
  • Arpan | 65.194.243.232 | ১৬ মার্চ ২০০৯ ১১:২৬402594
  • গুগল স্প্রেডশিট করে আপিয়ে দাও।
  • Arijit | 61.95.144.123 | ১৬ মার্চ ২০০৯ ১১:২৮402595
  • এই খেয়েছে। কলকাতায় একটা কমে মালদা উত্তর নতুন - এই জেনে তো নিশ্চিন্ত হয়ে বসেছিলুম। আরেকটা কমলো কোথায়?

    যাই হোক - ২০০৪-এর হিসেবে বনগাঁ ছিলো না।
  • Arpan | 65.194.243.232 | ১৬ মার্চ ২০০৯ ১১:৩৯402597
  • পাওয়া গেছে। সেকন্ড ওয়ার্কশিটটায় বাইরের রাজ্যগুলোর এϾট্র ডিলিট করে দাও।
  • Arijit | 61.95.144.123 | ১৬ মার্চ ২০০৯ ১১:৪৭402599
  • http://spreadsheets.google.com/ccc?key=puwHSHKbzKT5xFuXs1kXUMw - ঠিক করে দিয়েছি। আগেরটাতে এডিট করলুম - কিন্তু ফরম্যাটিং করলো না ঠিক করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন