এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমি ক্রাইসিস ডোমেস্টিক মার্কিন গ্লোবাল

    lcm
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০০৮ | ৩৫৩৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.123 | ০৬ নভেম্বর ২০০৮ ১০:৩৩402939
  • ইস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স ইকনমিক স্কেলে শুভজিত নেগেটিভ জানলে প্রান্তিক/প্লাবনরা শুভজিতকে ত্যাজ্য কত্ত;-)
  • arjo | 168.26.215.13 | ০৬ নভেম্বর ২০০৮ ১৯:১৭402940
  • ওয়াল স্ট্রীটের বোনাসের সময় হয়েছে। যা শোনা যাচ্ছে, বোনাস নাকি অর্ধেকের কম হবে। এই নিয়ে সমস্যায় পড়েছে নিউ ইয়র্ক। কারণ ওয়াল স্ট্রীটের কর্তাদের স্পেন্ডিং এর উপর নিউ ইয়র্কের ট্যাক্স আর্ণিং ডিপেন্ড করে। নিউ ইয়র্কের বাজেট কাট হয়েছে। জব কাটও হতে পারে। আশংকা স্টেট এমপ্লয়ির সংখ্যা কমবে। পুলিশের সংখ্যাও কমতে পারে। তাহলে কি ক্রাইম বাড়বে?

    জর্জিয়ার অবস্থাও ভালো নয়। ইউনিভার্সিটি সিস্টেম অফ জর্জিয়া ৬% বাজেট কাট করেছে। ইউনিভার্সিটি সিস্টেমের আণ্ডারে জর্জিয়া টেক, স্টেট, ইউজিএ, আমাদের স্কুল সবই পরে। আর একবার বাজেট কাট হলে মাইনে কমতে পারে। আর শোনা গেছে আর একবার বাজেট কাট হল বলে।
  • Suvajit | 121.215.155.52 | ০৬ নভেম্বর ২০০৮ ১৯:৪৭402941
  • রিমি: আম্মো নিজেকে উল্টোটাই মনে করতাম। যথেষ্ট ভেবেচিন্তে প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। সুতরাং হয় বাইনারির দেওয়া এই সাইটের হিসাবে গলতা আছে, নয়ত এই প্রথম আয়নায় মুখ দেখলাম :-)
    অজ্জিত: ত্যাজ্য তো করেইছিলো। থার্ড ইয়ারের শেষ দিক থেকেই আমার প্রন্তিক/প্লাবনদের সাথে বাওয়াল। তার নানা কারণগুলো এতদিন পরে আর এই খোলা পাতায় বলা উচিত হবে না। তবে সে সব ঘটনার জন্য আজকেও আমি এতটুকুও দু:খিত নই। এর মধ্যে একটা কারণ শোভন (আশাকরি তুই চিনবি) আজও আমার প্রিয়তম বন্ধু :-)
  • lcm | 128.48.7.222 | ১৫ নভেম্বর ২০০৮ ০১:৫৭402942
  • The end of Wall Street..... মাইকেল লুইস (author of Liar's Poker)...
    http://tinyurl.com/5s5w2b
  • sayan | 24.0.145.33 | ১৬ নভেম্বর ২০০৮ ০১:৩৩402943
  • এমনটা কবে হবে? মানে ঐ ষাঁড়টা ওখানে শুয়ে শুয়ে মরে যাবে বিনা চিকিচ্ছেয়?
  • lcm | 71.132.134.27 | ২১ নভেম্বর ২০০৮ ১৩:৫৯402944
  • ষাঁড় আরো শুয়ে পড়ছে, ডাও ৭৫০০, ন্যাসড্যাক ১৩০০। এদিকে IBM-এর স্টক ১৩০ থেকে ৭১ । হরি হে মাধব!
  • siki | 203.122.26.2 | ২১ নভেম্বর ২০০৮ ১৪:০৬402945
  • টিসিএস তো বোধ হয় সাড়ে তিনশো না চারশো! খুলেছিল নশো টাকায়, বেচেছিলাম এগারোশো টাকায়।
  • kallol | 122.167.102.231 | ২২ নভেম্বর ২০০৮ ০০:০৭402946
  • শ্যামল ও শ্যামল তুমি আর তোমার ফ্যাল্যাট ইন্ডাস্ট্রি কৈ গেলো ???????
    ওবমারে ফ্যাল্যাট বানাতি বলো, তবে তো উন্নতি হবে।
  • shyamal | 24.119.209.40 | ২২ নভেম্বর ২০০৮ ০৬:৩৫402947
  • কল্লোল,
    আমেরিকা আর ভারতের মধ্যে একটু ফারাক আছে। এদেশে কেউ ফ্যাল্যাটে থাকতে চায় না, চাই বাড়ি। যে বিশ হাজার রোজগার করে বছরে, সেও কিনছিল চারশোহাজারের বাড়ি। তাই এই অবস্থা।
    ভারতের এখনও বহু উন্নতি করা বাকী আছে। সবাইকে নন-কুঁড়েঘর বাসস্থান দিতে হবে। সেজন্য বহু ফ্যালাট দরকার। তাতে চাকরিও হবে অনেক।
    অনেকে এখন বলতে শুরু করেছেন, বলেছিলাম না! পুঁজিবাদে কারো ভাল হতে পারেনা।
    সমস্যাটা পুঁজিবাদের নয়। আমেরিকা, ইউরোপ আজ উন্নতির শিখরে পৌঁছেছে। তাদের আয়/মজুরী প্রচুর বেড়েছে, তই তারা অতি লাক্সারীর মধ্যে থাকে। কিন্তু বিশ্বায়নের ফলে ভারত, চীন, ব্রেজিলের মানুষেরা একই কাজ করছে অনেক কম মজুরিতে। এই ওয়েজ গ্যাপটাই আমেরিকা, ইউরোপের সমস্যা। পুঁজিবাদ, সাম্যবাদ কোন বাদেই এই সমস্যা তাড়ানো যাবেনা।

    বিশ্বব্যাপী বাজার অর্থনীতির ফলে মজুরিতে সমতা আসতে বাধ্য। এই ঝাড় ওবামা, গর্ডন ব্রাউন, মার্কেল, সারকোজি কারো পক্ষেই পাল্টানো সম্ভব নয়। এখন ভারত, চীনের হাততালি দেওয়ার পালা। যারে কয় schadenfreude
  • anaamik | 59.164.105.18 | ২৭ নভেম্বর ২০০৮ ০০:১১402949
  • ১। টিসিএস ২০০৬-এর জুলাই মাসে ১:১ বোনাস শেয়ার ইস্যু করেছিলো। সুতরাং আইপিও-র দামের সঙ্গে তুলনা করতে হলে বর্তমান দামকে ২ দিয়ে গুণ করতে হবে।

    ২। অনেক দিন আগে কেউ একজন ভাটে SEC-র শর্ট সেলিং এর নীতি জানতে চেয়েছিলেন। এটা "আপটিক রুল" নামে বেশী পরিচিত। পোষাকী নাম 'রুল 10a-1। এই নিয়ম অনুযায়ী শেষ দাম মূল্য পরিবর্তন ধনাত্মক না হলে শর্ট সেল করা যায় না।
    http://tinyurl.com/6z4mbu


    ৩। আর্যদার ব্যাঙ্ক হোল্ডিং নিয়ে প্রশ্নটার উত্তর কি হলো?

  • anaamik | 59.164.105.18 | ২৭ নভেম্বর ২০০৮ ০২:০৩402950
  • *শেষ দাম পরিবর্তন।
  • lcm | 128.48.7.222 | ০৩ ডিসেম্বর ২০০৮ ০৪:১৪402952
  • এই লিংকে, উইপ্রো যাদেরকে "প্রজেক্ট ইঞ্জিনিয়ার' বলে রিক্রুট করছিল, তাদের 'টেকনিক্যাল হেল্পডেস্ক ইঞ্জিনিয়ার' হিসেবে জয়েন করতে বলছে।
    এই "প্রজেক্ট ইঞ্জিনিয়ার' মানে কি - প্রোগ্রামার ? সফটওয়্যার ইঞ্জিনিয়ার?
  • sayan | 24.0.145.33 | ০৩ ডিসেম্বর ২০০৮ ০৫:০১402953
  • প্র: ই: না অ্যা: সি: ই: বলে যেসব ফ্রেশারদের নেয় তারা ট্রেনিং শেষে কোড লেখা থেকে শুরু করে টেস্টিং পর্যন্ত যা খুশী করে ও তাই নিয়ে সন্তুষ্ট থাকে। ফাংশানাল রোলে "হেল্প' জুড়ে গেলেই সে বিপিওর আওতায়। তার বেস স্যালারি থেকে আরম্ভ করে প্রোমো পলিসি, লীভ, পারফরমেন্স মেজারমেন্ট সব আলাদা। তবে এই প্র্যাকটিশটা অনেক কোং করে থাকে। ব্যাড রেটিং উপর্যুপরি পেলে বা বেঞ্চে বেশীদিন বসলে। কিন্তু এমন যা তা ছ্যাঁচড়ামো এই প্রথম।
  • siki | 219.64.11.35 | ০৩ ডিসেম্বর ২০০৮ ০৯:৪৫402954
  • না, প্রথম নয়। HCL নয়ডা ২০০৬ সালে এই কাজ করেছিল। বাজে রেটিং পাওয়া কিছু পাব্লিককে বলেছিল বিপিও জয়েন করতে নয় তো চাকরি ছেড়ে দিতে।

    HCL নয়ডা রিসেন্টলি আরেকটা কাজ করেছে। নেদারল্যান্ডের একটা প্রজেক্ট এসেছিল। তার জন্য জনা কুড়ি সফো ইঞ্জিনীয়ার / প্রোগ্রামার ইত্যাদি রিক্রুট করেছিল। প্রজেক্ট শুরু হবার আগেই ক্লায়েন্ট স্ক্র্যাপ করে দেয় কী সব ফাইনান্সিয়াল ইত্যাদি কারণে। এখন ঐ সব ছেলেপুলেকে HCL বলেছে ১৫ দিনের স্যালারি নিয়ে কেটে পড়তে।
  • Arijit | 61.95.144.123 | ০৩ ডিসেম্বর ২০০৮ ১০:২০402955
  • কিন্তু এগুলো কি লিগ্যালি করতে পারে? এক পোস্টের জন্যে নিয়ে আরবিট তাকে একটা বাজে পোস্টে ফেলে দেওয়া?
  • siki | 219.64.11.35 | ০৩ ডিসেম্বর ২০০৮ ১০:৩০402956
  • কে জানে? লিগাল যদি না-ও হয়, কী করবে?
  • Arijit | 61.95.144.123 | ০৩ ডিসেম্বর ২০০৮ ১০:৩৮402957
  • এইখানে বাজারতত্ব ফেল।

    সব্বাই জানে যে এই আইটি কোংগুলো দুনম্বরি করে (এই রিক্রুটমেন্ট, শস্তায় খাটানো ইত্যাদি নিয়ে), কিন্তু তাও এগুলো রমরমিয়ে চলে। বাজার চলতে দেয় (শ্যামলবাবুর থিওরী অনুযায়ী বাজারের এটা চলতে দেওয়ার কথা নয়)। দশটা লোকে ছাড়ে, কিন্তু আরো একশোটা লোক ঢোকে।
  • sayan | 160.83.72.211 | ০৩ ডিসেম্বর ২০০৮ ২০:০৫402961
  • ৭৫০০০ টাকা দিয়ে বন্ড সাইন করাচ্ছিল! এটার একটা ফয়সালা সোমবার হয়েছে কি? সেকটর ফাইভ এর জনতা কেউ জানো?
  • Arijit | 61.95.144.123 | ০৪ ডিসেম্বর ২০০৮ ১৬:১০402963
  • সত্যম লোকজনে স্যাবাটিকালে পাঠাবে - http://tinyurl.com/622526
  • arjo | 168.26.215.13 | ০৪ ডিসেম্বর ২০০৮ ২৩:৫৫402964
  • স্যাবাটিকালে এখনই পাঠাচ্ছে না। কিন্তু এফেকটিভলি আমাদের মাইনে কমছে। হেলথ বেনিফিটের জন্য অতিরিক্ত পাঁচ শতাংশ দিতে হবে এমপ্লয়িদের। আরও কি কি যেন হতে পারে। টেনশনে জিগ্যেস করি নি।
  • Arpan | 65.194.243.232 | ০৫ ডিসেম্বর ২০০৮ ০০:৩৬402965
  • এফেক্টিভলি মাইনে কমানোর সবচেয়ে এফিসিয়েন্ট তরিকা হল ভেরিয়েবল মাইনের পার্সেন্টেজ বাড়িয়ে দিন। বাকিটা তো ম্যানেজমেন্টের অংকের খেলা!
  • a x | 143.111.22.23 | ২২ ডিসেম্বর ২০০৮ ২২:৫৪402966
  • বেল-আউটের ১.৬ বিলিয়ান টপ টায়ার এক্সেকিউটিভদের পকেটে গেছে -
    http://tinyurl.com/934vzv

  • sayan | 160.83.72.212 | ২২ ডিসেম্বর ২০০৮ ২৩:২২402967
  • রিসর্টবাজি, পকেটবাজি যা তা চলছে এক্কেরে। আচ্ছা বেল-আউটের টাকাপয়সার জবাবদিহি করতে হয় না এদেরকে?
  • lcm | 128.48.7.222 | ০৮ জানুয়ারি ২০০৯ ০৫:০০402969
  • আজ nyse-তে সত্যম (ticker: SAY) এর স্টক ট্রেডিং বন্ধ করে দেওয়া হয়েছিল। আফটার আওয়ার্স-এ বিড দেখাচ্ছে ৮৫ সেন্ট।
  • lcm | 128.48.7.222 | ০৮ জানুয়ারি ২০০৯ ০৬:৪৯402970
  • ১৯৯৮-৯৯ নাগাদ, সমাচার.কম এবং আরও কয়েকটি ওয়েব সাইটকে প্রায় ৪০০ কোটি টাকায় কিনে সত্যম সবাইকে চমকে দেয়। এই ডিল নিয়ে রাজু-র বিরুদ্ধে মৃদু স্ক্যাম-এর অভিযোগ থাকলেও ডট কম-এর হাওয়ায় সে অভিযোগ পাত্তা পায় নি। এরপর আসে সত্যম ইনফো ওয়ে, ডায়াল-আপ আই-এস-পি, ন্যাসড্যাকে প্রথম ভারতীয় এ ডি আর।

    রাজু কোম্পানী গুলিকে পাবলিক করে দেন মার্কেট থেকে টাকা তোলার জন্য। এতে একটা মুশকিল হল পাবলিক কোম্পানীর লাভের টাকা ইচ্ছে মতন নিজের অ্যাকাউন্টে আনা যায় না, যদি না নিজের শেয়ার বিক্রী করো, এবং, রাজু কিন্তু প্রেমজি-র মতন নিজের কাছে মেজর শেয়ার রাখলেন না। তাই শুরু হল অ্যাকুইজিশন গেম, নিজেদের চেনাশোনা লোকেদের কোম্পানী কেনা শুরু হল আই টি ইউনিটের লাভের টাকা দিয়ে। কিন্তু শেয়ার হোল্ডারদের দেখানো চাই যে গ্রোথ হচ্ছে, এবং কোম্পানী ভাল করছে। বুক ম্যানিপুলেশন শুরু হল। সত্যমের অডিট করে প্রাইস ওয়াটার হাউস- স্ক্যামের সাথে যুক্ত বলে অনেকের ধারনা। সত্যম কম্পুটারস-এ লাভ না হবার কোনো কারণ নাই। কিন্তু, লাভের টাকা কোম্পানীর কাছে নেই। কোম্পানী স্টেটমেন্ট ম্যানিপুলেট করে চলতে থাকল বছরের পর বছর ধরে।
    এবার রাজু দেখলেন রিয়েল এস্টেট বেশ লোভনীয়। MAYTAS (SATYAM backwards) - ওদেরই আর একটি কোম্পানী যারা ইদানীং হায়দ্রাবাদ মেট্রো প্রজেক্ট পেয়েছে, তাদের সাথে মার্জ করিয়ে দিতে গিয়ে ঝামেলা শুরু হল। হঠাৎ বোর্ড বেঁকে বসল। কারণ, মন্দা বাজারে রিয়েল এস্টেট এবং আই টি কিছু থেকেই আর শেয়ার বিক্রী করে প্রচুর টাকা তোলা যাচ্ছে না।

    বন্ধুরা, একদম এরকম মডেলে না হলেও , ঘাপলা আরো আসতে পারে, ওয়াচ আউট রিলায়েন্স গ্রুপ।
  • a x | 76.254.114.136 | ০৮ জানুয়ারি ২০০৯ ০৮:৫৭402972
  • কর্পোরেট ওয়ার্ল্ডের অ্যাকাউন্টিবিলিটি নিয়ে শ্যামল কিছু বক্তব্য রাখবেন নিশ্চয়ই এবার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন