এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমি ক্রাইসিস ডোমেস্টিক মার্কিন গ্লোবাল

    lcm
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০০৮ | ৩৫৬৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.123 | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৫403415
  • এই কারেন্সি ব্যাপারটা একটা সাইক্ল নয়? আগে সেই পাউন্ড-স্টার্লিং ছিলো, তাপ্পর ডলার উঠলো, এবার হয়তো অন্য কিছু উঠবে...

    বাই দ্য ওয়ে - স্টার্লিং পড়ে যাওয়া আর ডলার ওঠা নিয়ে কোনো সহজবোধ্য মেটিরিয়াল আছে? মানে কবে, কেন, কিভাবে ইত্যাদি?
  • dri | 75.11.185.2 | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫১403426
  • তবে মনে হয় সবচেয়ে বেশী অ্যাফেক্টেড হবে আম্রিকা। ইন্ডিয়া, চায়না, রাশিয়া, মিড্‌ল ইস্ট রিলেটিভলি কম অ্যাফেক্টেড হবে। অবশ্যই ইন্ডিয়ার আইটি এক্সপোর্ট বেস্‌ড বলে ভালোমত অ্যাফেক্টেড হবে। কিন্তু ডোমেস্টিক মার্কেট ইন্ডিয়ায় ভালো চলবে এবং থ্রাইভ করবে।

    একটা নতুন অর্থনৈতিক অধ্যায় শুরু হতে চলেছে। সারা পৃথিবীতে বড়সড় পাওয়ার রিঅ্যালাইনমেন্ট হবে।
  • dri | 75.11.185.2 | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৩403437
  • চইনিজ ইউয়ান খুব উঠবে। ইন্ডিয়ার রুপি, রাশিয়ান রুবলও কিছুটা উঠবে। মিডল ইস্টের কারেন্সি উঠবে।
  • siki | 203.122.26.2 | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৫403448
  • আইটির এই এক্সপোর্টনির্ভরশীলতা যত তাড়াতাড়ি কাটিয়ে ওঠা যায় তত মঙ্গল। নইলে সত্যি ব্যথা আছে। বহুৎ ব্যথা।

    আচ্ছা, একটা ফান্ডা দাও দিকি, এই বেলা যদি সব বিভেদ ভুলে বড় করে SAFTA চালু করে দেওয়া যেত, এই দক্ষিণ এশিয়ার কিছু উন্নতি হত তাতে?
  • dri | 75.11.185.2 | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৯403459
  • SAFTA জাতীয় ব্যাপার খুবই গোলমেলে। পরে বলব। আগে দেখি আমার প্রেডিকশান মেলে কিনা। ইদানীং অদ্ভুত কিছু জিনিষ পড়াশুনো করে আমার এইসব মনে হয়েছে। তো দেখা যাক।
  • Arijit | 61.95.144.123 | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪৫403470
  • দ্রি যেগুলো নিয়ে পড়াশোনা করে সেগুলো লেখে না কেন?
  • dri | 75.11.185.2 | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫০403481
  • ন্যা:, এখন লিখলে কনস্পিরেসি থিওরির মত শোনাবে। আগে দেখি ব্যাপারটা হয় কিনা।
  • lcm | 71.132.137.6 | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫৩403492
  • আমারো খানিকটা দ্রি-র মতনই মনে হয়। তবে, আমার ধারনা এনার্জি/অয়েল একটা মেজর ভূমিকা নেবে। এর মধ্যে যদি কোনো ফিজিবল্‌ অল্টারনেটিভ এনার্জি সল্যুশন এসে যায়, তাহলে ইকুয়েশন অন্য রকম হতে পারে।
  • Suvajit | 59.154.50.124 | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৪৬403503
  • আমাদের অফিসে সেদিন ডেভিড লিয়ান বলে একজন স্টক মার্কেট বিশেষজ্ঞ এই সাব প্রাইম ক্রাইসিসের ওপর একটা প্রেসেনটেশন দিলেন। পিপিটিটা তুলে দেব আজকে।
    মোদ্দা কথা যেটা তিনি বললেন যে এখনও যা লস ডিসক্লোস্‌ড হয়েছে তা মোট গ্লোবাল লসের ৪২% মত। আই এম এফ এস্টিমেট করছে প্রায় ১ ট্রিলিয়ন যা ধীরে ধীরে প্রকাশ পাবে আন্দাজ আরও ১৭ মাস ধরে।
    এর ফলে আরো অনেক ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ডোবার খবর আসবে, তাপ্পর যাকে বলে মানি মার্কেট ফান্ডস সে সব ডুববে, তাপ্পর হেড্‌জ ফান্ডস, তাপ্পর প্রাইভেট ইক্যুইটি ফান্ডস ডুববে। এতো গেল লগ্নি বাজারের কথা। এর সঙ্গে জড়িত ব্যাঙ্কেরা ধার দেওয়া বন্ধ করবে, ফলে ধারে ব্যাবসার কারবারীরা ডুববে। ফলে লেভেরেজড বিসনেস যেমন মার্জিন লেন্ডিং, ডেরিভেটিভ বিসনেস এসব ঝাড় খাবে। ফলে স্টক মার্কেট আরো পড়বে, চাকরীর বাজার তলানিতে ঠেকবে। ক্রয়ক্ষমতা কমার জন্য অন্যান্য ইন্ড্রাসটিতেও ধস নামবে। আমেরিকার ইকনমির ব্যাঙ্করাপ্সিতে যাবার প্রবল সম্ভাবনা (অবশ্য এটা উনি বেইলাউট পাশ হবে ধরে বলছিলেন), এবং বিশ্বব্যাপী ডিপ্রেশন শুরু হবে (যা সাধারনত: ১০-১২ বছর ধরে চলে)।
    এসব শুনে টুনে বিশাল ফ্রাস্টু খেয়ে ৩-৪টে সিগারেট পরপর খেয়ে ফেল্লাম :-(

  • siki | 203.122.26.2 | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৫২403515
  • এর পর আর কদিন বাঁচবো?
  • Arijit | 61.95.144.123 | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৫৬403526
  • আমি তো এই শেষের সেদিন ভয়ংকরের চিন্তা করে ভালো করে গাড়ি চালানো শিখেছিলুম। কাজে লেগে যাবে।
  • siki | 203.122.26.2 | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৪:০৯403537
  • কিন্তু এতো চাগ্রি গেলে শফার রাখবে কেডা?

    আমি গোয়া চলে যাব। ট্যুরিস্ট মোটরসাইকেল চালাব।
  • Arijit | 61.95.144.123 | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৪:১০403559
  • ট্যাক্সি চালাবো রে বাবা। অন্যের চাকরি কত্তে যাবো কেন?
  • r | 198.96.180.245 | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৪:১০403548
  • এত সুদূরপ্রসারী ভবিষ্যৎবাণী করা শক্ত, বিশেষ করে এই বাজারে। তবে কতগুলো ব্যাপার নিশ্চিত:

    আরও প্রচুর ঝাড় খাবার খবর আসবে। কে কখন কোথায় পড়বে- কিচ্ছু বলা যাচ্ছে না।

    পুরো ফাইনান্সিয়াল সেক্টর ঝাড় খেলে অন্যান্য সেক্টর ঝাড় খাবেই, মূলতত: ক্রেডিট না পাওয়ার জন্য।

    আমেরিকার পর ঝাড় খাবে ইউরোপ- ফোর্টিস ব্যাঙ্ক দিয়ে সেই প্রসেস শুরু হয়ে গেছে।
  • siki | 203.122.26.2 | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৩৪403570
  • ভারত কবে ঝাড় খাবে? মানে, কীভাবে খাবে? ডিরেক্ট ঝাড়, না ইনডিরেক্ট?
  • r | 198.96.180.245 | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৪৯403581
  • ফাইনান্সিয়াল সেক্টর খুব বেশি ঝাড় খাবে না, কারণ বিদেশী বাজারে ও বিশেষ করে সাবপ্রাইম বাজারে আমাদের এক্সপোজার খুব বেশি নয়। ইউরোপ ও আমেরিকাতে যে সব সেক্টরের এক্সপোর্ট বিজিনেস, তারা লাইন দিয়ে ঝাড় খাবে। কিছু বিদেশী কোম্পানি ও ব্যাঙ্কে কাজ করা লোকজন ঝাড় খাবে। ডলারের দাম ৪৭ টাকা ছুঁয়েছে। অতএব, সেদিক থেকে আই টি এক্সপোর্ট যারা করে, তাদের সুবিধা। অন্যদিকে নতুন প্রোজেক্ট আনা, রিনিউ করা, বিলিং রেট- ইত্যাদি আরও কঠিন হয়ে যাবে। কাজেই শুধু ফাইনান্সিয়াল ক্রাইসিসের জন্য ইন্ডিয়া ঝাড় খাবে- এরকম কিছু মনে হচ্ছে না, যদি না অন্য আরও খবর আসতে থাকে। তবে এই ক্রাইসিসের পরে তেলের দামের কি হবে, তার উপর অনেক কিছু নির্ভর করছে।
  • r | 198.96.180.245 | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ২০:২২403614
  • ww.guardian.co.uk/commentisfree/2008/sep/30/marketturmoil.wallstreet
  • aja | 65.57.245.11 | ০১ অক্টোবর ২০০৮ ০৩:২৪403637
  • আইটি বাজারের লং রানে অবস্থা এমনিই খারাপ হবার কথা। আলটিমেটলি ইনহাউস আইটি বলে কিছু থাকবে না। তখন ইউটিলিটি কোম্পানির মত আইটি কোম্পানি হবে। তারা ডাটা হোস্টিং ইত্যাদি সব তাদের কম্পিউটারে করবে। অন্য কোম্পানিরা এই সব আইটি-ইউটিলিটি কোম্পানিদের একটা ফি দিয়ে সার্ভিস নেবে। নিজেদের শুধু কতগুলো মিনিমাল ডেস্কটপ আর ব্রাউজার ছাড়া কিছু লাগবে না।

    কাজেই বছর দশেক বাদে ইন্ডিয়ার আইটি এক্সপোর্ট এমনিতেই ভোগে যাবে।
  • shyamal | 72.24.189.126 | ০১ অক্টোবর ২০০৮ ০৫:২৭403648
  • আমেরিকা আর ইউরোপের এখন শেষ দশা। তা বলে এরা রাতারাতি কেনিয়া হয়ে যাবেনা। কিন্তু লোকের আয় ও জীবনযাত্রার মান প্রচুর কমবে। you ain't seen nothin' yet
    সাব প্রাইম একটি সমস্যা নয়, সিম্পটম। এদেশের শিল্প চলে গেছে প্রথমে জাপানে, তারপর কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুরে, তারপর চীনে। আই টি, ফিনন্সিয়াল ও আরো কিছু পরিষেবা ভারতে। শুধু গ্রসারী স্টোর আর ডিপার্টমেন্টাল স্টোর দিয়ে তো একটা দেশ চলতে পারেনা। তাই গত বিশ বছর ধরে এদের প্রকৃত আয় কমছে। সবার নয়, নীচের ৭০ - ৮০% এর। এরা খরচ না কমিয়ে কি করছে? জমানো টাকা কমাচ্ছে। তাই আজ হাউসহোল্ড সেভিং শুন্য %। এদের বেশিরভাগ লোক রিটায়ার করলে সোশ্যাল সিকিউরিটি ছাড়া আর কোন আয়ের সোর্স নেই। ঐ টাকায় সংসার চলেনা।
    তাহলে টাকা কোথা থেকে আসছে? কেন, চীন, জাপান, মিডল ইস্ট এরা সরকারকে ধার দিচ্ছে টি-বিল, টি-বন্ড কিনে। এদের ধারণা আমেরিকা এদের সবচেয়ে বড় ক্রেতা। কাজেই আমেরিকাকে ধার দিয়ে দিয়ে কেনালে এদের নিজের উপকার।
    টাকার আরেকটা সোর্স আছে । সেখান থেকেই এই ৭০০ বিলিয়নও আসবে। সেটার নাম ইউ এস মিন্ট। আমেরিকা টাকার দরকার হলেই ছাপিয়ে নেয়। ব্যাস সমস্যার সমাধান। আচ্ছা, তাহলে তো ডলারের দাম পড়ার কথা। পড়েনা কেন? কারণ ডলার আজও সারা বিশ্বে ডিফ্যাকটো আন্তর্জাতিক কারেন্সী। দেশেরা দেখে ডলার পড়লে তাদের শর্ট টার্ম ক্ষতি রপ্তানীতে। তাই চীন ইউয়ানকে কৃত্রিমভাবে কমিয়ে রাখে। একই দশা ভারত ও আরো অনেক দেশের।
    Welcome to foreign exchange bubble
    এই বাবল বেশিদিন চলবেনা। ডটকম বা হাউসিংএর মত শিগ্গিরি এই বাবল ফাটবে। তখন মনে হবে ২০০৮এ আমেরিকা খুব ভাল ছিল।
  • aja | 65.57.245.11 | ০১ অক্টোবর ২০০৮ ০৫:৩২403659
  • শ্যামলবাবু যে সম্ভাবনা বলেছেন সেটা একটা (সম্ভবত: মোস্ট লাইকলি) সম্ভাবনা। আর একটা হল, আম্রিকা, ইউরোপ প্রোটেকশনিস্ট ইকনমিতে ফেরত যেতে পারে। সেক্ষেত্রেও জীবনযাত্রার মান কমবে, তবে ততটা নয়।
  • Arijit | 61.95.144.123 | ০১ অক্টোবর ২০০৮ ০৯:২১403670
  • আইটি কোম্পানি থাকবে - কিন্তু কাজ পাল্টাবে। কনসালটেন্সিতে চাপ থাকবে। কিন্তু আইটি ইনফ্রাস্ট্রাকচার - যেমন কম্পিউট ক্লাউড, ইউটিলিটি কম্পিউটিং ইত্যাদির কাজ হবে। এই টাইপের কাজে যারা ঢুকতে পারবে তারা থাকবে। ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠের কনসালটেন্সির হালত খারাপ হবে বলে মনে হয়।
  • aja | 67.152.86.163 | ০১ অক্টোবর ২০০৮ ১০:০৩403681
  • ঠিক কথা। তবে ক্লাউড কম্পিউটিং ইত্যাদির মত ক্যাপিটাল ইনটেনসিভ ব্যাপার করার মত রেস্তর জোর আর ইচ্ছে দিশী কনসালটিং হাউসগুলোর আছে কি? দেবেশবাবুকে এই নিয়ে একটু খোঁচাও না।
  • dri | 75.11.185.2 | ০১ অক্টোবর ২০০৮ ১০:০৭403692
  • এইত্তো, আমার ভয়ের কারণের একটা পার্ট তো শ্যামলবাবু বলেই দিলেন।

    আর আজ্জোকে, সিএনএনের কথায় কান দেবেন না। পস্তাবেন। আই উইল সে নো মোর।
  • Arijit | 61.95.144.123 | ০১ অক্টোবর ২০০৮ ১০:১০403714
  • দেবেশদা এখন FSF-এর কলকাতা চ্যাপটার নিয়ে মত্ত।

    ক্লাউড নিয়ে একটা ছোট কোম্পানি - সদ্য খুলেছে - Kaavo বলে - তারা কিছু কাজ করছে। আসলে এই বড় কোম্পানিগুলো এস্ট্যাবলিশড পথের বাইরে চলতে চায় না। এই ক্লাউড বা ইউটিলিটি তো এখনো রিসার্চ পর্যায়ে - আর টিসিএস/সিটিএসের পিওর রিসার্চে এন্থু নেই, কারণ এখান থেকে রেভেনিউ আসে না। বড় কনসাল্টিং হাউজগুলো SOA নিয়ে কিছু কিছু করতে শুরু করছে, কারণ এই প্যারাডাইমটা এখন ওয়েল-এস্ট্যাবলিশড - টিসিএস যেমন একটা সার্ভিস মোজাইক বলে হোয়াইট পেপার নামিয়েছে (ESB থেকে ঝেপে), কগনি-তেও রি-ইউজেবল সার্ভিস নিয়ে কথাবার্তা বলেছিলো ইন্টারভিউয়ের সময়।
  • aja | 67.152.86.163 | ০১ অক্টোবর ২০০৮ ১০:১৬403725
  • এই লেখাটা নিয়ে প্রফেশনাল কারণে আমি প্রকাশ্যে কমেন্ট করব না। তবে আইনস্টাইনের কথা মনে পড়ে গেল। প্যারাফ্রেস করে - শুধু দুটি জিনিষ সীমাহীন, মহাবিশ্ব আর মানুষী নির্বুদ্ধিতা। তাও প্রথমটার কথা খুব সঠিকভাবে জানা নেই।
  • aja | 67.152.86.163 | ০১ অক্টোবর ২০০৮ ১০:১৯403737
  • ক্লাউড, অন্তত: টেকনিক্যালি পিওর রিসার্চ পর্য্যায় পেরিয়ে এসেছে। কথা হল ইনিশিয়াল ক্যাপিটাল আর এক্সপার্টাইস। দেবেশবাবু তো টেকনিক্যালি খুব সাউন্ড লোক বলে শুনেছি। বুঝিয়ে বললে বোঝার কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন