এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাল গড় :পটভুমি,অতিত-বরতমান-ভবিষ্যত

    kanti
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০০৮ | ২৮৯২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | 125.18.104.1 | ২৯ জুন ২০০৯ ১৭:৫০405359
  • মেইনস্ট্রিম মিডিয়াতে পুলিশের অত্যাচারের কথা পড়ছি এবং সেগুলো সত্যি বলেই মনে হয়। পি সি পি এ-র অত্যাচারের যে কাহিনী পড়ছি সেগুলো কি মেইনস্ট্রিম মিডিয়ার অপপ্রচার?

    "People are now very angry and disillusioned with PCPA, but none would divulge their names while speaking to TOI, fearing that Maoists would target them. Seventy-year-old Satya Ray, the lone villager who spoke on record, accused Chhatradhar Mahato of amassing money. "He (Mahato) extorted huge sums of money from traders, government officials and even poor villagers and helped Maoists get a foothold in Ramgarh. We have been living in fear for eight months. Many PCPA activists moved around with arms," said Ray.

    The people PCPA allegedly targeted for extortion were given handwritten notes Rs 10,000 for government employees and Rs 50,000 for traders. When the owner of a fertilizer shop at Barapelia refused to pay up, he was brought to a meeting at Sarasbedia where he was forced to hand over the money. "- The Times of India


    "Minati Jena, a housewife, said that though the Maoists and their People’s Committee collaborators never harmed residents, they terrorised them by organising rallies and marches by armed activists.

    Chatterjee said: “They forced me and my family several times to participate in the rallies, held under the banner of the People’s Committee. Since there were hardly any policemen, we could not protest.”

    A retired policeman said: “My son is a schoolteacher. He and his colleagues pay a levy of Rs 500 to the Maoists every month. I hope the security forces camp here for sometime and leave only after normality returns.”- The Telegraph

    "Asked if they supported the agitation by People's Committee Against Police Atrocities (PCPA), residents said that they did so initially when protests were held against police raids.

    "But we could not support them when they dug up roads and cut off communications," the residents said. "They also resorted to extortion. We had to provide them Rs 20 and two kg of rice every week," they said.

    If a marriage had to be held, permission of the PCPA had to be sought. The marriage party had to carry planks with them to bridge dug up roads and remove them after leaving. "Not only permission for a marriage had to be sought, but the PCPA also had to be paid too," the locals said." - The Economic Times

    বিধিসম্মত সতর্কীকরণ- হৈহৈ করে ঝাঁপিয়ে পড়বেন না। গতরে বেদনা। ধাক্কাধাক্কি আজকাল সহ্য হয় না।
  • Arijit | 61.95.144.123 | ২৯ জুন ২০০৯ ১৭:৫৭405360
  • এগুলো পড়ে ওই দাজ্জিলিং-এর কথাও মাথায় আসে। ওখানে পাহাড় ভার্সাস সমতল - একই রকম শোনা যায় গুরুং এবং মোর্চা সম্পর্কে।
  • dukhe | 122.160.114.84 | ২৯ জুন ২০০৯ ১৯:২৫405361
  • তপন সুকুরের মত মহাপুরুষদের আর এই কাদা ছোঁড়ছুঁড়ির মধ্যে নাই বা নামালেন ।
    অরিজিত বাবুর সঙ্গে একমত - সিপিয়েম কে কী করে ৩০ বছর সহ্য করা হল এটা আমারও বিস্ময় ।
  • dukhe | 122.160.114.84 | ২৯ জুন ২০০৯ ১৯:২৬405362
  • পুন: - যাক, দের আয়ে পর দুরস্ত আয়ে ।
  • h | 61.95.144.10 | ২৯ জুন ২০০৯ ১৯:৩৩405363
  • পুলিশের অত্যাচারের কাহিনী যা বেরোচ্ছে, তাতে আমি অবিশ্বাস করার কারণ দেখি না। তবে আমরা একটা নতুন বিভাজন দেখছি মিডিয়ায়, সেটা হল রাজ্য পুলিশ হল অত্যাচারী, আর কেন্দ্রীয় বাহিনী হল রক্ষাকারী বা শান্তি স্থাপক। এইটা হাস্যকর। তবে হতে পারে, যে ইন্টেরোগেশন এবং খোঁজ খবর নেওয়া, যে সময়, সব চেয়ে বেশি অত্যাচার হয়, বিভিন্ন মেমোয়ারে যা পড়েছি, সেটা হয়তো রাজ্য পুলিশের লোকজন করছেন।

    কমিটির লোকদের অত্যাচারী না হওয়ার কোনো কারণ নেই, কাগজে বেরোক বা না বেরোক। কারণ মানুষের ভীতি ও নিরাপত্তাহীনতা এঁদের জনপ্রিয়তার কারণ হলে আমি অবাক হব না। যে কোনো অথরিটেরিয়ান রেজিম ই তাই।

    আজ একটা খবর বেরিয়েছে, কোথায় যেন, যাদের লালগড়ে ধরা হচ্ছে, তাদের নাকি কড়া ধারায় (জামিন অযোগ্য??) দেওয়া হচ্ছে না। এই মহানুভবতায় আমি একটু অবাক হলাম।

    বিদ্বজনের নিকুচি করেছে, চারিদিকে এই হাইটেন্ড সিকিউরিটি আর মিলিটারি চর্চার আবহাওয়ায়, আমার বহুত বাজে লাগছে। এই ভাবে দেশ চলে? বিভিন্ন লোক কে বিভিন্ন লোক প্যাঁদাচ্ছে, ভয়ানক সব মারণাস্ত্র দিয়ে? এই ভাবে দেশ চলে? কি উপায় জানিনা, কিন্তু এটা কি আদৌ কোনো উপায়?
  • d | 117.195.36.109 | ২৯ জুন ২০০৯ ১৯:৪৫405364
  • বোধির এই শেষ প্যারাটার মতই আমারও খুব বাজে লাগছে। চারিদিকেই সবাই কি হিংস্র!! শুধু পশ্চিমবঙ্গ নয়, সর্বত্রই। আমি এখানে লোকাল পেপারে নিয়মিত পড়ি আমাদের সুরক্ষাচক্র আরো কত বাড়ানো উচিৎ ...... লোকে ক্যান্টিনে বা সিসিডিতে বসে আলোচনা করে সমস্ত হাউজিংগুলোতে বন্দুকওয়ালা সিকিউরিটি গার্ড রাখার ও আরো বেশী কড়াকড়ি করবার ...... দমবন্ধ লাগে আমার। সকলেরই এত এত অদৃশ্য শত্রু কোত্থেকে? কেন?
    ধুস্‌স্‌স্‌স
  • a x | 143.111.22.23 | ২৯ জুন ২০০৯ ২০:১২405365
  • এক্স্যাকটলি হনু। একটা "ওয়ার হিস্টেরিয়া"। মিডীয়া তো চিরকালই এই জিনিস ভালো খাওয়ায়।

    আমার একটা জিনিস একটু খটকা লাগছে। এই নিয়ে আরো দেখতে হবে কিছু বোঝার বা ডেফিনিটভলি বলার আগে। যারা পুলিশ/আর্মি এলে উলুধ্বনি, জল দিচ্ছেন তাদের নামের শেষে অধিকাংশ, চ্যাটার্জি, সিংহ, রায় ইত্যাদি।

    যারা PCAPAর সাথে তারা মাহাতো, মাল ইত্যাদি।

    লালগড় নিশ্চয়ই হোমোজেনাস কোনো পপুলেশন না, সেখানে একটা বৃহৎ সংখ্যক আদিবাসী/মূলবাসী থাকলেও, কিছু হয়ত অপেক্ষাকৃত ভালো অর্থনৈতিক স্তরের লোকজন আছে। সেটা রিফ্লেকটেড হচ্ছে কি?

    অরিজিৎ এই দু বছর আগে সক্রিয় হবার পেছনে তোমার থিওরি কি? মানে যদি বল এটা তৃণমূলের অবদান, তাইলে তো তুমি giving them more credit than they deserve। একটা রাজনৈতিক সংগঠনের তো পাব্লিক ওপিনিয়ন মোবিলাইজ করাটা বড় কাজ।
  • Du | 65.124.26.7 | ২৯ জুন ২০০৯ ২০:১৮405367
  • ছ মাসের।
  • h | 61.95.144.10 | ২৯ জুন ২০০৯ ২২:১২405370
  • অক্ষ শোনো বস, তুমি যেটা বলছো, সেটার মানে দাঁড়ায়, আদিবাসী রা আর নিম্নবর্গরা মাওবাদী বা জনসাধারণের কমিটির পক্ষে, আর সরকারের পক্ষে হল বর্ণ হিন্দু রা। এটাতে আমার সমর্থন নেই। এটা টেলিগ্রাফ অনেকদিন আগে থেকে বলছেন, টাইমস অফ ইন্ডিয়া বলছেন। কারণ জর্নালিজমের এখন খুব বেশি কিছু বলার নেই, এই ধরণে কথা বলা ছাড়া। তুমি নতুন কিছু বলছো না। রাজনৈতিক সংঘর্ষ ব্যাপারটা, ঠিক ইতিহাসের অন্যান্য জটিল আবর্তের মতই, তাঙ্কিÄক দের সুবিধে অনুযায়ী সংঘটিত হয় না। আমরা এলিট , সুখে থাকা লোকজন, মূলত: দু প্রকারের বাজে এম্বেডেড জার্নালিজম দেখছি। সেটা কখনো মিডিয়া সংস্থার নীতি অনুযায়ী, কখনো স্রেফ খবরের বাজার বিভাগের জন্য। একটা লোক চক্রবর্তী চ্যাটার্জি হলেই যদি সরকারের সমর্থক হয়, তাইলে বাম্পন্থী কমপ্যাসনের রাজনীতি টা দাঁড়ায় না। আমাদের দেশে জেনেরালি। এটা হতে পারে, মধ্যবিত্ত বা বড়লোক দের কাছে, জনসাধারণের কমিটি বা মাওবাদীরা টাকা পয়সা নিয়েছে, বা জেনেরালি ভয় দেখিয়েছে, তাই তারা সরকার পক্ষের সশস্ত্র জওয়ানদের আসতে দেখে স্বস্তির নি:শ্বাস ফেলেছে, তার মানে এটা নয়, অনেক মধ্যবিত্ত বা বড়লোক সরকারের উপরে খাপ্পা নন বা তাঁরা অনেকেই, মাওবাদীদের সমর্থক নন, বা তাঁরা নিজেদের পছন্দ বা দায় অনুযায়ী রাজনীতি করছেন না। ছত্রধর মাহাতো তো নিজে ক¾ট্রাকটর। বিমান বসুর মত তাঁর আইডেন্টিটি নিয়ে যদি প্রশ্ন নাও তুলি, তাহলেও তো তাঁর গরীব মানুষের আন্দোলনে যোগ দেওয়ার কথা নয়।
    ওসব বাজে আইডেন্টিটি পলিটিক্স ডিসকোর্সে তুলে এনে লাভ নেই, যদি আইডেন্টিটি মূল কথা হত, তাইলে ঝাড় খন্ডে চারটি টোকেনিজম এ সকলে খুশি হয়ে যেত। সরকার গড়তো না, এক ফ্যাকশনের অকর্মন্যতায় আর দুর্নীতিতে বিরক্ত হয়ে আরেকটা ফ্যাকশন গড়তো না।

    ইরাকে যারা সাদ্দামের মূর্তি ভাঙায় ভীষণ উৎসাহ নিয়ে হাত লাগিয়ে দেশে বিদেশে খবর হয়েছিল, তারা আজ, কুর্দ-নাজাফ ডিনোমিনেশনের শিয়া-আর সুন্নী সাম্প্রদায়িকতার পীঠস্থান ইরাকে খুব খুশি? আমাদের আত্মার শান্তির জন্য ইতিহাস তার গতিপথ বেছে নেয় বলে মনে হয় না।
    কোন সম্প্রদায়ের 'বেশির ভাগ' লোক কি করছে তাতেও কিসু যায় আসে না, স্ট্যাটিসটিক্স একটি বিচিত্র রাজনৈতিক ক্রীড়া মাত্র। সরকারী ডেমোক্রাসি বা বেসরকারী আন্দোলন, যদি সব ধরণের মানুষের কাছে একটা ন্যুনতম গ্রহণযোগ্য জীবনযাত্রা নিয়ে না পৌঁছোয় তার এজেন্সীর ক্রেডিবিলিটি নড়বড়ে হয়ে যেতে সময় লাগার কথা নয়।

    সাব কমান্ডান্তে মার্কোস, যাঁকে নিয়ে মিথোলোজির অন্ত নেই, তিনি এ সি মিলানের প্রেসিডেন্ট মোরাত্তি কে চিঠি লিখেছিলেন, আর্জেন্টিনীয় এসি মিলানের প্লেয়ার জাম্ব্রোত্তা বোধ হয় উদ্যোগ ও নিয়েছিলেন, মেকসিকোয় চিয়াপাতে স্থানীয় দলের সঙ্গে ফুটবল ম্যাচ খেলার জন্য। তাঁকে অফ অল পিপল রবার্টো বোলানো মুর্খ বলেছেন ঠিক ই। কিন্তু তাঁকেও যাকে বলে হার্টস অ্যান্ড মাইন্‌ড্‌স এর জন্য লড়তে হচ্ছে, বিভাজন এবং শুধুই বিভাজন বেশি দিন টানা মুশকিল। মানে টানা যায়, তাইলে থ্রি নট থ্রী এর বদলে মাইন, আর একে ৪৭ এর বিরুদ্ধে এক ৫৬ কথা বলে, মানুষ মৃইত সংক্‌খ্‌য়া হয়, আর নইলে হয়, কোনো না কোন বন্দুকের পক্ষে। এইভাবে হয়? এটা আইডেন্টিতি পলিটিক্স এর সময় নয়। একটা Truth and Reconcilliation commission দরকার।
  • a x | 143.111.22.23 | ২৯ জুন ২০০৯ ২২:২৬405371
  • ইয়ে হনু, এইরকম গল্প বাজারে অলরেডি আছে জানলে কি আর আমি শ্রেণী সংঘাতের নতুন দিক খুলে দিয়েছি বলে এমন লাফাতাম? যাইহোক, মাওবাদীদের ৯০% কাদের দিয়ে? সেটাও বোধহয় অমার সুবিধের তাত্বিক দিককে তোল্লাই দেবার জন্যই হয়েছে? আর কোন থিওরি আমার সুবিধে মত ফিট করে সেটা দেখার জন্য বলেছি বলে তো মনে হয়নি। এটাও হতে পারে কিনা, সেটা জানতে চেয়েছি, অত ব্যতিব্যস্ত হয়ে পড়বে তো বুঝি নি।

    আর এই শেষ লাইনটা একেবারে মাথার ওপর দিয়ে গেল। আদিবাসী নিম্নবর্গ ভার্সাস উচ্চবর্ণ হইল আইডেন্টিটি পলিটিক্স?!! মানে সংরক্ষণ কেবল মাত্র আইডেন্টিটি পলিটিক্স তাইলে? কোনো শ্রেণীর গল্প নেই ভারতে? বাহ! এবার কার থিওরি যে কে কোথায় গুঁজছে ভাবার বিষয়।
  • a x | 143.111.22.23 | ২৯ জুন ২০০৯ ২২:৩০405372
  • পুলিশি সন্ত্রাস বিরোধী কমিটিতে পুলিশের ছেলে থাকবেনা, এতে অস্বাভাবিক কিছু তো দেখি না।
  • lcm | 128.48.7.72 | ২৯ জুন ২০০৯ ২৩:০৫405373
  • আরে ধুর, দিনকাল পাল্টায়, পরিবর্তন...ইত্যাদি... এখন

    আদিবাসী=বুর্জোয়া
    মাওবাদী=বুর্জোয়াদের জঙ্গী বাহিনী
    তৃণমূল=সুবিধাবাদী
    সিপিএম=শোসিত
    আমেরিকা=পৃথিবীর ১নং সোস্যালিস্ট কাϾট্র
    ওবামা=দুনিয়ার মুক্তিসূর্য
    ...
  • h | 61.95.144.10 | ২৯ জুন ২০০৯ ২৩:১৮405374
  • কেউ কারো মাথার উপরে গোঁজেনি। আমার নিজের মাথাই যথেষ্ট। আমি শ্রেণীর গল্প নেই কোথায় বল্লাম? একটু গরীবের লেখা মন দিয়ে পড়ে দেখো? খালি রেগে গেলে হবে? যৌথ বাহিনী আসায়, যারা আজ খুশি হচ্ছে তারা কাল খুশি নাও হতে পারে। আট মাস অপূর্ব শান্তিপূর্ণ ঘরকন্না করার পরে মাওবাদীরা কিছুদিনের নিষ্ক্রিয় হওয়ার যে সব মানুষ ভাবছেন, তাঁদের সঙ্গে আর কেউ রইলো না, বা যাঁরা ভাবছেন, আবার অর্ডার পরিবর্তনে আবার চাপ, তাঁদের সেই ভাবনা কাল নাও থাকতে পারে। লোকের পদবী দিয়ে রাজনীতি ঠিক হয় না। বিশেষ করে এই রকম সশস্ত্র সংঘর্ষের সময়ে, বিভাজনের সময়ে।

    এটা অস্বীকার করতে অসুবিধে নেই, আদিবাসীরা মার্জিনালাইজড। এবং তাঁরা নানা ধরণের সামাজিক রেসিজমের স্বীকার। কিন্তু তাঁদের আইডেন্টিটির রেকগনিশন ছাড়া তাঁদের আর কিছু চাওয়ার নেই যদি বলো, তাহলে বলবো, তুমি এমনকি তাঁদের এই আন্দোলনটাকেও ট্রিভিয়ালাইজ করছো। সিপিএম করার অপরাধে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে আদিবাসী মানুষ ও আছেন। তার মানে এই নয়, সিপিএমের আদিবাসীদের জন্য রাতে ঘুম নেই। ওসব কিসু না। আগেও বলেছিলাম একটা কথা, কোন প্রসঙ্গে মনে নেই। সিপিএমের একদা জনপ্রিয়তার মূল চাবিকাঠি ছিল, চাষ যোগ্য জমির মালিকানা ও উৎপাদন সম্পর্ক বিষয়ে তার বক্তব্য। যে সব জায়গায়, কৃষিটা মূল অর্থনীতি নয়, যেমন পাহাড়ে বা জঙ্গলে সেইখানে তার ফান্ডামেন্টাল বক্তব্য কিছুটা সরকারী স্কিমের ব্রোশুর আর কিছু টা ধীরেন বাস্কের বই ঝাড়া। পাহাড়ে তাও চা শিল্প আছে, তার উৎপাদন সম্পর্কে সংগঠিত ট্রেড ইউনিয়ন আছে। সেখানে সিপিএমের বক্তব্য আছে। এখানে তো কিসু নাই।

    একটা জিনিস গোদা করে বোঝো, বিশেষ করে ৯২ এর পর থেকে, 'অসংগঠিত ক্ষেত্র' ব্যাপারটা অর্থাৎ ৯২% মোটামুটি উৎপাদন সম্পর্কের ভিন্নতার আর দ্রুত পরিবর্তনশীলতার কারণে হগলকেই চাপে রেখেছে। সব পার্টিকেই। আর্বান ডিস-অ্যাফেঅশন আগে মমতা ভালো বুঝতেন, এখন উনি রুরাল ডিস-অ্যাফেকশন্টা বেটার বুঝছেন, সময় আর ইসুর চাপে। সিপিএম রুরাল প্রোডাকশন রিলেশন শিপ আর ইনডাস্ট্রিআল প্রোডাকশন রিলেশনশিপ বুঝলেও, আনওর্গানাইজ্‌ড সেক্টর বোঝেনা, থিয়োরেটিকাল টুল নাই, বা অভ্যেস হয় নি, নতুন জিনিস বলে। কংগ্রেস সরকার চালানো দল, সে মাঝে মাঝে স্কীম দেয়, কিসু বোঝে না। তার মানে এই নয়, সোশিওলোজিস্ট রা কিসু বোঝেন, তাঁরাও কেস স্টাডি করেন, আর ফ্র্যাগমেন্টেশনের তাত্বের কথা বলেন, হুইচ একে্‌স্‌প্‌লন্স আ লট, বাট ডাজেন্ট অফার আ থিয়োরী অফ লার্জস্কেল রেজিসস্টান্স। এত বড় বিচিত্র দেশে। এটা সমস্যা।

    এই বার বলতে পারো, কাস্ট মোবিলাইজেশন আছে আমাদের দেশে। কিন্তু আমারে বল, কোন কাস্ট নির্ভর পার্টি কবে বলেছে, আমাদের অন্য বর্ণের লোকের সমর্থন চাই না। একস্ট্রিম উদা দিয়ো না, আমি জানি তোমার মাথায় রণবীর সেনা ঘুরছে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। গ্র্যান্টি দিয়ে বলা যায়, সমস্ত আদিবাসী জন সাধারণের কমিটি র সমর্থক নন, মাওবাদীদের পদ্ধতি যাঁরা সমর্থন করেন না, অথচ রাজ্য সরকারের বিরুদ্ধে, ছত্রধর কে বেনিফিট অফ ডাউট দিয়ে বলাই যায়, তাঁরাই ছত্রধরের মূল সমর্থক? একেবারে সকল আদিবাসী ছত্রধরের সমর্থক এই তথ্য কোত্থেকে আসছে? মাওবাদী দলের নেতারা কি সকলেই আদিবাসী? জঙ্গলের ঘেরাটোপ, আর অনুন্নয়ন থাকা জায়্‌গায় তাঁরা কজের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন বলে এই নয়, তাঁরা অন্যলোকের সমর্থন চান না। পদবী নিরপেক্ষে লোকে নানা রাজনীতি করে থাকে। বড় সংঘর্ষ রোজ নোতুন পোলারাইজেশন তৈরী করে, সংঘর্ষে বিরতি যে ক্লান্তি আর অবসাদ আনে, তখন মানুষ অন্যরকম ভাবে ভাবে। হয়তো অতটা একদেশ দর্শী থাকে না। আমি মনে করি মাওবাদী দের ভ্রান্ত রাজনীতি আর সরকারের সশস্ত্র বাহিনীর দেশেরি একটা অংশে অভিযান এই দুটৈ রাজনৈতিক পরিবেশের পক্ষে ক্ষতিকারক। কিন্তু কেউ তো আর আমার কথা শুনবে না, তাদের ভারী বয়ে গেছে।
    বাংলা গল্প হল, পুলিশের অত্যাচারের বিরুদ্ধে লোক কে মোবিলাইজ করা সোজা হতে পারে, কিন্তু সমস্ত কাজে নি:শর্ত নতমস্তক সমর্থন যোগাড় করার উপায় হল ভীতি প্রদর্শন। তো সেটা কী শুধু মধ্যবিত্তদের ভয় দেখানো হয়েছে? ছত্রধরের আদিবাসী সমর্থক রা সবাই একেবারে স্বত:স্ফুর্ত সমর্থনে এগিয়ে এসেছেন? যে সব গ্রাম মিলিয়ে তিন হাজার লোক মিছিল করেছেন, সেই গ্রামে দশ হাজার লোক থাকে না কেউ বলে দেবে? মেজরিটি সঙ্গে থাকলেই পোলিটিকাল লিডারশিপের সাতখুন মাপ? তাইলে তো কোন বিতর্ক হয় না।
  • a x | 143.111.22.23 | ২৯ জুন ২০০৯ ২৩:২৮405375
  • শোনো হনু, তুমি বড় করে লিখতেই পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু বড় করে লিখবে বলে একটা ফলস প্রেমিস তৈরি করে আমি যা বলিনি তাই বলিয়ে নিতে চাইলে একটু চাপ আছে।
    আদিবাসীদের আইডেন্টিটি রেকগনিশন ছাড়া আর কিছু চাওয়ার নেই, এইটা আমি বলেছি, এটা তুমি কোত্থেকে পাড়লে তা তুমিই জানো, তবে ঐ লাইনটা পড়ার পর আর বাকিটা পড়লাম না।
  • h | 61.95.144.10 | ৩০ জুন ২০০৯ ০৬:০২405376
  • না পড়লে বয়ে গেল।
  • h | 61.95.144.10 | ৩০ জুন ২০০৯ ০৬:০৯405377
  • তুমি কি বলেছো আর আমি কি বলেছি, দুটো-ই গুরুচন্ডালির পাঠকদের সামনে রইলো। তারা যা মানে করার করবে, না করলেও কিসু এসে যায় না। এমনিতে তে কোনো গুরুঙ্কÄ ও নেই, এই সব মহত চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হয়ে, কেউ তো আর বলবো না, কাল থেকে বন্দুক ব্যবহার করবো না, অতএব, আমি কোথাকার হরিদাস পালের-র বক্তব্য তুমি কোথাকার-কে না পড়ে দেখলে সত্যি বলতে কি, কিসুই যায় আসে না, দেশের ও দশের।
  • maaobirodhee | 69.15.164.33 | ৩০ জুন ২০০৯ ০৬:৫৩405378
  • অক্ষের মতো লোকেরা বিরোধী মতবাদ সহ্য করতে পারে না। আর বিদেশে বসে আদিবাসীদের প্রতি মেকি সহানুভুতি দেখিয়ে নিজেদের প্রগতিশীল বলে প্রমাণকরার প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়।এরা সব কিছুর মধ্যে এখনও জাতপাত খুঁজে বেড়ায় আর নিজেদের মুক্তমনা বলে দাবী করেন। নিজের সামনেও আয়না ধরতে শিখুন।
  • pinaki | 131.151.102.250 | ৩০ জুন ২০০৯ ০৭:২২405379
  • এই খেয়েছে। :-))
  • h | 61.95.144.10 | ৩০ জুন ২০০৯ ০৭:২৬405381
  • কে কোথায় বসে কী করছে, সেটাতে মাও-বিরোধী আপনার আপত্তির কারণ টা বুঝলাম না। ব্যক্তিগত আক্রমণ করছেন কেন? রাজনৈতিক বক্তব্য থাকলে বলুন, মানুষ মরা না থামলেও একটা ভার্চুয়াল আলোচনা হতে পারে। ভারতবর্ষের যে কোনো শহর থেকে লালগড়ের যা দূরঙ্কÄ তার থেকে পশ্চিমের যে কোনো শহরের দূরঙ্কÄ খুব বেশি কিছু নয়। আমি আপনি দেশে থেকে কিসু কারো উদ্ধার করে দিছি না। দেশের গরীবের, আমরা দেশে থাকায় কোন উপকার হয় নি। বিদেয় হলে, বলা যায় না হয়তো হাল্কা উবগার হত! বাচ্চাদের মত হিংসুটি করে লাভ আছে?
  • ranjan roy | 122.168.205.7 | ৩০ জুন ২০০৯ ০৭:২৭405382
  • এ:, সবাই বড্ড রেগে গিয়েছে। ছাপা অক্ষরগুলো ঠিক করে দেখতে পাচ্ছে না।
    অক্ষ রেগে গিয়ে ব্যাপারটাকে "" আমার-তোমার'' লেভেলে সীমিত করে ফেলেছে।
    আবার ""মাও বিরোধী'' আবার অক্ষ'র বক্তব্যের অতিসরলীকরণ করছেন।
    কিন্তু অক্ষ মিস্‌ করছে হনু'র বক্তব্যের টোটালিটিটা।
    আমার মনে হচ্ছে হনু যেভাবে টোটাল ক্যানভাসটা এঁকেছে--
    অর্থাৎ সিপিএম-তৃণমূলের পলিটিক্সের প্যারাডাইম বদল, মাস সাপোর্ট মোবিলাইজ করার বিভিন্ন স্টেজ---- ওটা অনেকখানি রিয়েলিটির কাছাকাছি।
  • ranjan roy | 122.168.205.7 | ৩০ জুন ২০০৯ ০৭:৩০405383
  • আবার পোস্টগুলো দেখলাম।
    অক্ষ,
    প্লীজ, হনুর সবটা পড়, ঠকবেনা। গ্যারান্টি!
    "" কোনকিছুর বিরোধী''? হে ভগবান! ঝগড়া না করে আলোচনা করুন। কে কোথায় আছেন তাতে কি এসে যায়?
  • d | 117.195.37.207 | ৩০ জুন ২০০৯ ০৮:০৫405384
  • ধিউস্টন টেক্সাসের মাওবিরোধী,

    আপনার লেখায় অক্ষ'র প্রতি বড় বেশী ব্যক্তিগত আক্রোশের আঁশটে গন্ধ। ব্যক্তিগত আক্রমণ বাদ দিয়ে কোন বক্তব্য থাকলে রাখুন, নাহলে অফ্‌ যান।
  • h | 206.195.19.50 | ৩০ জুন ২০০৯ ১০:১৯405385
  • এ বাবা, দমু 'ফাক অফ' বলতে লজ্জা পেল ;-)))

    আরে কে কোথায় থাকে টা কাটাও না। ওটা কোনো পয়েন্ট না। ধুর বাদ দাও।
  • kc | 213.132.250.2 | ৩০ জুন ২০০৯ ১১:২২405386
  • অফ যাওয়া কথাটা বাংলাদেশে খুবই ব্যবহার হয়। হুমায়ূন আহমেদের 'হিমু' তে কথাটা থাকবেই।
  • quark | 202.141.148.99 | ৩০ জুন ২০০৯ ১১:৩৬405387
  • ওটা গুরুর পুরনো রোগ। কেউ চেনা না পড়লেই, তার ঠিকানা, আই পি লিখে দিয়ে, "দেকেচিস, ধরে ফেলেচি, পালাবি কোতায়" টাইপ ...
  • d | 144.160.5.25 | ৩০ জুন ২০০৯ ১১:৫৪405388
  • আজ্ঞে "রোগ' নয়, ওটা রোগের দাওয়াই। আনমডারেটেড হওয়ায় তার অপব্যবহার করতে চাইলেই আমি ওটা ব্যবহার করি। উইকিপিডিয়া'র জয়ন্তবাবু, হ্যারী পটারের Z কিম্বা এই থ্রেডের দুখে, এঁরা সবাই নতুন। এঁদের কাউকেই "দেকেচি, ধরে ফেলেচি, পালাবি কোতায় ... টাইপ' কিছু বলা হয় নি।
  • maobirodhi | 69.15.164.33 | ৩০ জুন ২০০৯ ১২:০৮405389
  • quark ধন্যবাদ। এর আগেও এখানে একই রকম ভাষা শুনেছি। আনমডারেটেড site বলে গর্ব করলেও আমরা যে প্রত্যকেই বিরোধি মতামত সহ্য করতে পারিনা এটাই তার প্রকৃত উদাহরণ। এখানেও একটি অদৃশ্য elite শ্রেনীর সৃষ্টি হয়েছে। এই siteটি ম্যানেজ করায় তাদের অবদান অনস্বীকার্য, কিন্তু মতের বিরোদী হলেই একই রকম রাজনৈতিক নেতাদের মত কথা :)।
  • quark | 202.141.148.99 | ৩০ জুন ২০০৯ ১২:২৮405390
  • মজাটা হ'ল, এই আই পি দেখে ঠিকানা বলার মধ্যে যে বাহাদুরি বিশেষ নেই বা একটু কষ্ট কল্লে আই পি টা চেপেও দেওয়া যায় (যদি কেউ সত্যি চান) সেইটে কে বলে!
  • umesh | 62.254.196.200 | ৩০ জুন ২০০৯ ১২:৩২405392
  • মাও-বিরোধী, আপনাকে শুধু বলা হয়েছে ব্যক্তিগত আক্রমণ করবেন না। আপনাকে তো মতামত দিতে মানা করে নি।
    এখানে সব রকম মতামত গ্রাহ্য, শুধু ব্যক্তিগত আক্রমণ ছাড়া।
    এখানে যেমন কট্টর সিপিএম আছে, তেমন কট্টর তৃনমুল আছে, আবার সিপিএম-বিরোধী অ-তৃনমুল ও আছে। আপনি কোন দলে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন