এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাল গড় :পটভুমি,অতিত-বরতমান-ভবিষ্যত

    kanti
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০০৮ | ২৮৯২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 203.99.212.224 | ০৫ অক্টোবর ২০০৯ ০৯:৩১405526
  • বিপরীত আবেগ কেসটা যা বুঝলাম, সেটা হল আমি হলাম গিয়ে সিপিএম এর দালাল। ফাইন। সমবেদনার এই উচ্চকিত বাজারে ক¾ট্রারিয়ান হতে আমার আপত্তি নাই।
  • a x | 75.53.198.45 | ০৫ অক্টোবর ২০০৯ ১০:১০405527
  • বুঝলাম না। তোমার নাম করে কি স্টেটমেন্ট দিলাম?
  • kanti | 125.20.11.34 | ০৫ অক্টোবর ২০০৯ ১০:৫২405528
  • না। বিপরীত আবেগ মানে এই বিশ্বাস যে আমাদের দিশি বোতলের সিপিএম এখন সব টা পচেনাই।ভাল অপারেশন করে খানিক বাদ দিতি পাল্লিই ঠিক হইয়া যাইব।
  • h | 203.99.212.224 | ০৫ অক্টোবর ২০০৯ ১০:৫৯405529
  • এই বিশ্বাসের দাবী কবে করলাম? লোকজনকে না মেপে, একটু লেখা টেখা গুলো পড়লে ভালো হয়।
  • dukhe | 122.160.114.84 | ০৫ অক্টোবর ২০০৯ ১৩:৩৭405530
  • হনুবাবুকে দু-একটা কারেকশন -
    ১। 'প্রতিদিন' পরিষ্কার প্রশ্ন তুলেছে - ছত্রধরের বন এভাবে পাবলিক করা হচ্ছে কেন ?
    ২। কৌশিক সেন বলেছেন - "হ্যাঁ, আমরা ছত্রধরের সঙ্গে দেখা করেছিলাম,এর মধ্যে লুকোছাপা কিছু নেই। আমরা হত্যার রাজনীতি সমর্থন করি না ।" আমি যদ্দূর জানি এটা নতুন কোন বক্তব্য নয় । উনি বা ওনারা কি আগে অন্য কিছু বলেছিলেন ? "আমরা ছত্রধরকে বলেছি সিপিএমকে মেরে উড়িয়ে দিন" গোছের ?
  • dukhe | 122.160.114.84 | ০৫ অক্টোবর ২০০৯ ১৩:৩৯405531
  • ছত্রধরের 'বন'
  • dukhe | 122.160.114.84 | ০৫ অক্টোবর ২০০৯ ১৩:৪১405532
  • ধুর, এবারও ভুল উঠল - ছত্রধরের স্টেটমেন্ট
  • h | 203.99.212.224 | ০৫ অক্টোবর ২০০৯ ১৪:৫২405533
  • প্রতিদিন কিসুই পরিষ্কার করে বলে নি। বিভিন্ন কনস্পিরেসী থিয়োরী বিভিন্ন দিন ফ্লোট করেছে মাত্র, যেগুলোর নিজের মধ্যেই নানা কনফ্লিকট রয়েছে। বলা বাহুল্য বাংলা সাংবাদিকতার আবাপীয় মডেলে এটি বহু ব্যবহৃত পদ্ধতি।

    তার মধ্যে একটি হল, ছত্রধরকে 'নিরাপদ আশ্রয়ে' আনার তঙ্কÄ। (১ অক্টোবর ২০০৯)। খুব স্বাভাবিক ভাবেই, এটা 'স্বজন' অথবা বিদ্বজন সুনন্দ সান্যালের বয়ানে 'জননেতা' আখ্যা পাওয়া ছত্রধরের জেনেরাল ইভ্যালুএশনের বিরুদ্ধে যায়।

    কেসটা বাংলায় বুঝুন, বুদ্ধিজীবিদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ যতটা সহজ, মুখ্য সচিবের এক্তিয়ারের (বা একই সঙ্গে তাঁকে না জানিয়ে বিশেষ আইন ব্যবহারের বিরুদ্ধে বক্তব্য প্রকাশ) , ছত্রধরের বা তার এনটুরেজের কর্মপদ্ধতি ও ক্রিয়া কর্মের পরিষ্কার ওনারশিপ ততটা সহজ নয়। আগেও বলেছি, হি ইজ বিট অফ আ আউটপোস্ট ফর দ্য কনভিনিয়েন্ট পলিটিক্স অফ সলিডারিটি।

    গত পাঁচ সাতদিনের রিপোর্টিং এ প্রতিদিন কাগজে যদি কিসু পরিষ্কার হয়ে থাকে, সেট শুধু এইটা।
  • h | 203.99.212.224 | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:১১405534
  • মানে ধরুন, আবাপ শিবকে ত্যাগ করে যে, প্রতিদিন বিষ্ণুর স্মরণ নিয়ে থিতু হবেন তার জো নেই। সকলেই লক্ষীর ন্যায় চঞ্চল।
  • dukhe | 122.160.114.84 | ০৫ অক্টোবর ২০০৯ ১৭:০৩405536
  • খাটুনি বাড়ালেন দাদা - আবার প্রতিদিন খুলে টাইপ করতে হবে । তবে যদি আপনার মন পাই ।
  • Du | 65.124.26.7 | ০৫ অক্টোবর ২০০৯ ১৯:৩৮405537
  • অক্ষ , এই নিউজটা - http://www.ndtv.com/news/india/naxal_attack_in_bihar_16_feared_killed.php ফলস এনকাউন্টারের মত কি না আমি তার কি জানি -
    আমরা যে যার মত ঘটনা অবিশ্বাস করে যেতে পারি।
  • pi | 72.83.84.203 | ০৫ অক্টোবর ২০০৯ ২০:১৯405539
  • অরণ্যদা, আপনার কিছু কথার সাথে একমত, কিছু কথা নয়। লিখছি পরে।

    দু দি, তোমার আগের দিনের পোস্টের উত্তরে লেখার আছে অনেক কিছু ই।

    আপাতত এটা দ্যাখো।
    http://www.hindustantimes.com/Bihar-killers-were-not-Maoists-Police/H1-Article1-460995.aspx

    Criminals—not Naxals — may have carried out Wednesday night's massacre of 16 people on the outskirts of Amousi village in Bihar's Khagaria district, some 200 km from Patna, investigations have revealed.


    বা হিন্দুর খবর দেখো, সেটা নিশ্চয় বেশি বিশ্বাস হবে :)
    http://beta.thehindu.com/news/article27720.ece

    “Ten people have been arrested so far, including one O.P. Mahto, whom we believe to be the prime suspect,” said Mr. Neelmani.

    He emphatically stated that it was not a large-scale Maoist attack as earlier reports purported. “Even the weapons used were not very sophisticated.”


    মজা হল, প্রথমদিন TOI তে যে খবরটা বেরোলো, http://timesofindia.indiatimes.com/news/india/Maoists-kill-16-over-land-dispute-in-Bihar/articleshow/5082131.cms
    হেডিং এ লেখা 'Maoists' , আর ভিতরে লেখা 'suspected Maoists'।
    দায়িত্বশীল সাংবাদিকতা বটে।
    যেমন প্রতিদিন, আজকাল, আবাপ, তেমনি TOI, এক সে বঢ়কর এক।

    তবে দুদি, দু' তারিখের ঐ 'মাওবাদীদের' হত্যা করার খবরটার লিংক এত বার দিলে, অথচ ওটার ফলো আপ নিউজগুলো আর দিলেনা কিম্বা ফলো আপ ই করার দরকার মনে করলেনা !
    সরকার ও কিছু মিডিয়ার এই এখন যেন তেন প্রকারেণ মাওবাদী = নৃশংস খুনী অপরাধী উগ্রপন্থী ইমেজ নির্মাণের চেষ্টা এক্কেরে সার্থক বলতে হবে।
  • Du | 65.124.26.7 | ০৫ অক্টোবর ২০০৯ ২০:৩৬405540
  • হাসার মতো কিছুই পেলাম না - পুলিশই যা পেয়েছে বলেছে - ফলস কিছুই এর মধ্যে নেই।
    বন্দুক হাতে দিন কাটালে এই হবেই - বোরান সদা ক্রিমিনাল হল কিনা - ছত্রধরের এক কোটি হল কিনা সেটা কোন বিরাট বিশ্বাস অবিশ্বাসের ব্যপারই নয়। ছোট শাসন আর বড় শাসন দুটোর মধ্যে ছোটটাতে বন্দুকই রাজা, বড়টাতে তাও চেচামেচি করা যায়।

    মাওবাদী আর নক্সাল নিয়ে এত যে বিশ্বাসে থাকো - তার কারণ বন্দুকের শাসন তোমরা দেখনি - রঞ্জনদা খানিকটা ওর কাছে।
    পাই প্রশ্ন করেছিল - কেন সব সিপিএমকে মারেনি - পিনাকী তার কারণ যোগাড় করলো -ঐগুলো এমনি সিপিএম নয় পুলিশের চর - পরে আবার নিজেই প্রশ্ন করছে - সিপিএমের ভয়েস বাঁচাতে গেলে চর হতে হবে কেন। সিম্পলি দুটো শব্দের উত্তর - ভয়। এই জিনিস তোমরা অনুভবই করোনি কোনদিন - যতটা ভয়ে নিজেদের সত্যি বিশ্বাস লুকিয়ে রাখতে হয় - যে ভয়ে নাৎসি হতে হয় গুন্টার গ্রাসের মত কাউকে। আমি যে এত সিপিএম সিপিএম করি - জানো কি - কলেজে আমি প্রকাশ্যে কোন সংগঠনের সদস্য ছিলাম? আসু। অনুজ পান্ডের বাড়ি যখন দল বেঁধে পোড়াতে যাওয়া হচ্ছে - তখন যে বলবে - না এইসবে আমি নেই - তার কি হবে জানো? আর তোমাদের আর আমাদের সবারই মনে হয় - আহা, অবস্থাপন্ন ঘরের ছেলেমেয়েগুলো বনেবাদাড়ে মরছে - আদর্শবাদী - তো আলফারা আদর্শবাদী নয় - তালিবানরা নয় ? কিন্তু আমি নিজেই দেখেছি কেমন করে নষ্ট হয় তারা - কি পরিমান টাকা আর মারুতি বিপ্লবের ফসল হয়ে তাদের ঘরে আসে। সবার নয় , ঠিক কথা। কিন্তু দেবদূতে ভরা হয় না ঈশ্বরের সেনাবাহিনী - এইটুকু মেনে নিলে খুব ভুল করবে না।

    এইটুকুতে একমত হতে পারি - ছত্রধরের ওপর অত্যাচার যেন না হয় - যতটা সম্ভব মানবিক আর ক্ষমার সাথে হোক বিচার - কিন্তু তার বেশি নয়।
  • Du | 65.124.26.7 | ০৫ অক্টোবর ২০০৯ ২০:৩৯405541
  • পাই - এত বার কেন - একবারও লিংক দেওয়ার কিছু নেই - সবাই খবর দেখে - অক্ষ চেয়েছিল বলে খুঁজে দিলাম - অক্ষ , আমায় এমনিই বলতে পারতো কি বেরিয়েছে - আমি এই নিউজ দেখিনি - আমি আজ অব্দি ক্যাম্পেন করিনি গুরুতে।
  • Du | 65.124.26.7 | ০৫ অক্টোবর ২০০৯ ২০:৪৩405542
  • তোমাদের ফ্যাক্ট ফাইন্ডিং টীমকেও বিশ্বাস করেছিলাম প্রথমে - যখন তারা বলেছিল - লালগড়ের আন্দোলন অহিংস -

    এখন কি আর করতে পারি ? তুমিই বলো। ফ্যাক্ট ফাইন্ডিং হতে হলে - ক্যাম্পেন মোড থেকে বেরোতে হয়।
  • pi | 128.231.22.89 | ০৫ অক্টোবর ২০০৯ ২০:৫২405543
  • দুদি, ২রা অক্টোবর এই খবরটা এখানে তুমি ই প্রথম পোস্ট করেছিলে। আজ আবার খুঁজেপেতে সেই পুরোনো খবরটাই দিলে দেখে অবাক লাগলো, যখন তার পরে ঐ খবরটার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে আরো অনেক খবর বেরিয়ে গেছে। খুঁজে ই দিলে যখন, এগুলো ও দেখতে পারতে । এই আর কি। :)

  • Du | 65.124.26.7 | ০৫ অক্টোবর ২০০৯ ২০:৫৪405544
  • ৫ অক্টোবরে ৫।৪৯ অক্ষর পোস্টটা দেখো - পাই - হয়তো বুঝবে।
  • pi | 128.231.22.89 | ০৫ অক্টোবর ২০০৯ ২০:৫৫405545
  • আর দেবদূতে ভরা হয় ঈশ্বরের সেনাবাহিনী এরকম কোন ধারণা টারণা আমি অন্তত পোষণ করিনা, সেই মর্মে কিছু লিখেছি বলেও মনে হয় না।
  • Du | 65.124.26.7 | ০৫ অক্টোবর ২০০৯ ২০:৫৭405547
  • ও এবারে বুঝলাম - আরেকবার ভেরিফাই করে - মানে এতকিছু। যাইহোক, সরি - আমি ভেবেছিলাম ঐ নিউজটা আমি শুধু একলাইন দিয়েছিলাম বলে পুরোটা পড়তে চাইছে অক্ষ। আমিই পিছিয়ে পড়েছি।
  • pi | 128.231.22.89 | ০৫ অক্টোবর ২০০৯ ২১:০৪405549
  • আর, মাওবাদীদের কাজকম্মো, ডিফেন্ড করার ও কোনোরকম দায় পড়ে নি আমার, যখন অনেক আগেই খুব স্পষ্টভাবে লিখে দিয়েছি তাদের খুনের রাজনীতিকে আমি সমর্থন করিনা, সে সিপিএম এর লোক পুলিশের চর হলেও নয়/ কিন্তু তাই বলে মাওবাদী মানেই দেশের মানুষের শত্রু এরকম তকমা গোদাভাবে দেগে দিতে দেখলেও অসুবিধে হয়, বিশেষত মিথ্যা খবরের উপরে ভিত্তি করে। এটুকুই।
  • Du | 65.124.26.7 | ০৫ অক্টোবর ২০০৯ ২১:০৪405548
  • বলা না বলায় একেবারেই হারিয়ে যাচ্ছি - - আজকে প্রশ্ন দেখছি "আমরা ছত্রধরকে বলেছি সিপিএমকে মেরে উড়িয়ে দিন" এরকম কি কেউ বলেছে? না না, অবশ্যই না। ঠিক এই কথাটি কেউই বলে নাই।
  • Du | 65.124.26.7 | ০৫ অক্টোবর ২০০৯ ২১:০৯405550
  • মিথ্যে খবরের ওপর ভিত্তি করে দেগে দেওয়াটা চলছেই পাই। শিশুর পোড়া মৃতদেহের সাহিত্যে অমর হয়ে গেছে, কোনওদিন তার পরবর্তী খবরটা লিংক হিসেবে দেখেছি বলে মনে পড়ে না।
    তবে যাদের দাগানো হয়েছে, তাদের দাগানোতে তোমার বা আমার অসুবিধে আছে কিনা সেটাই মেইন। বাকী, সব চলতা হ্যয়।

  • a x | 143.111.22.23 | ০৫ অক্টোবর ২০০৯ ২১:২৬405551
  • দু, আমার বক্তব্য এই। একটা মিডিয়া ফ্রেন্‌জি তৈরি হচ্ছে। যেমন হয় পাকিস্তানের বিরুদ্ধে। সেরকমই। এই মিডিয়া ফ্রেন্‌জি তৈরির ব্যপারে কংগ্রেস উঠে পড়ে লেগেছে। এবং তার ঘাড়ে উঠেছে বামফ্রন্ট, বিশেষ করে সিপিএম। আশা করি তারা একদিন বুঝবে যে এটি তাদের নিজেদের পেছনেই অচিরে ঢুকবে।

    মাওবাদীরা মানুষ মারেনা, এ কথা তো কেউ বলেনি। আমি মনে করি তারা দেবদূতে ভরা ঈশ্বরের সেনাবাহিনী যেমন নয়, তেমনই দাঁত নখ বার করা রক্তোখেকো, মুনাফালোভী, দাগী আসামীও নয়। এবং এই শেষেরটারই ব্যপক হারে প্রচার চলছে, যার ফলস্বরূপ, ঐ নিউজ। ব্যস এইটুকুই।

    আর লালগড়ের ফ্যাক্টি ফাইন্ডিং "আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম" কারা? JNU'র টিম?

    কোন "তোমাদের টিমের রিপোর্ট"এর কথা বলছ বললে বুঝতে পারব। কেনন JNUর টিম পরিষ্কার বলেছিল, মাওবাদীরা ওখানে আছে।

    এছাড়া যেটা, সেটা - এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এরাও কি "আমাদের টিম"? Police and Harmad Vahini try to enter Lalgarh - a factfinding report

    April 12, 2009

    Five members of the All-India Fact Finding team were present in Madhupur village of Salboni 1 Block on 11th April 2009 from around 10 am to 12 noon. On reaching the village, the members found the villagers anxious and agitated. A group of 25-30 police personnel carrying firearms had tried to enter the village ten minutes ago. From accounts, when the women of the village resisted and refused them entry, the police threatened to beat up the women. The villagers then gathered in full strength and forced the police to leave the village.

    In the presence of the fact finding team members, the villagers prepared for a procession to warn nearby villages against possible further entries by the police and the Harmad Vahini. People from other villages who had been informed soon joined the procession. Women participated in large numbers. They were completely peaceful, not carrying any fire-arms, and not in a mood for any confrontation. Members of the fact finding team left as the procession was beginning. We later came to know from the villagers that the procession had been fired upon by the Harmad Vahini near Memul, a village adjacent to Madhupur. Members of the procession were forced to flee, and women in Memul had to lock themselves up in their houses. It appears that the Harmad Vahini also destroyed some of the houses in Memul, and tried to break down doors.

    Given the past experience of the villagers, it appears that the attempted entry of the police in the morning is linked to the attack by the Harmad Vahini, subsequently, which seems to lend credence to the fears and distrust of police by the people of Lalgarh.

    Madhupur fact-finding team:

    Vidya Das, adivasi rights activist, Agragamee, Kashipur, Orissa
    Gautam Navlakha, PUDR, consulting editor, EPW
    Colin Gonsalves, supreme court lawyer, Human rights law network
    Budhaditya Das, student, DU
    Manika Bora, student, JNU

  • Du | 65.124.26.7 | ০৫ অক্টোবর ২০০৯ ২১:৩৯405552
  • ফ্যাক্ট ফাইন্ডিং টীমের লেখা গুরুতেই আমি পড়ি - এবং সেটাকে সত্যি করে একটা ফ্যাক্ট ফাইন্ডিং - ফাইন্ড অয়াজ ইন ফাইন্ডিং সামথিং আননোন - নট লাইক ফাইন্ডিং ফুড ইন জাঙ্গল। তোমাদের বলতে আমি অক্ষ আর পাইয়ের টীম বা মোহনবাগানের মত 'তোমাদের টেমও' বলি নি - ndtvর লিংকটা যেমন আমার - মেইনস্ট্রীম মিডিয়া যেমন বামফ্রন্টের - তেমন অর্থেই বলেছি।
  • Du | 65.124.26.7 | ০৫ অক্টোবর ২০০৯ ২১:৪০405554
  • ফ্যাক্ট ফাইন্ডিং টীম বলেই ভেবেছিলাম - হবে।
  • a x | 143.111.22.23 | ০৫ অক্টোবর ২০০৯ ২১:৪০405553
  • আরেকটা জিনিস আমার খুব অদ্ভূত লাগে। আমি কম্যুনিস্ট ঘরানার রাজনীতিতে বিশ্বাস করি, কিন্তু আর্মড আপরাইসিং এ বিশ্বাস করিনা, এটা কি করে হয়? কাজেই এই সব লস্কর-ই-তৈবা বা তালিবান এই যুক্তিগুলো কাদের ব্যবহার করার কথা? খুনের কারণগুলো, তাদের ভ্যালিডিতি নিয়ে অবশ্যই কথা বলতে পার। কিন্তু কম্যুনিস্ট পার্টি করি, অথচ অহিংস আন্দোলনের বাইরে গেলেই সে "টেররিস্ট" এই কথাটার উৎস কোথায়, নিজের আদর্শে?

    আর মুনাফা? মারুতি? কার? ১৫ বছর ধরে লুকিয়ে, সেরিব্রাল ম্যালেরিয়া হয়ে মরছে যে, তার?
  • a x | 143.111.22.23 | ০৫ অক্টোবর ২০০৯ ২১:৪৩405555
  • যদ্দুর মনে পড়ছে, গুরুতে JNUর ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কথাই লেখা হয়েছিল। লিংকও দেওয়া হয়েছিল। আর সেই রিপোর্টে এই কথাটি ছিল -

    The presence of the Maoists within Lalgarh was one of the most contended issues during our visit. Our team observed the presence of Maoists and that they had mass support of the people in this area. Their posters could be seen everywhere. We were informed by the villagers that Maoists have held meetings attended by thousands of people. The people seemed pretty clear about the need for an armed resistance in the face of the regular joint attacks by the CPM and the state. The restriction on carrying traditional arms by them is a clear signal by the state to debilitate this movement.
  • Du | 65.124.26.7 | ০৫ অক্টোবর ২০০৯ ২১:৪৪405556
  • সবার নয় কথাটা লিখেছি - ইনফ্যাক্ট - এদের কথাই আমাদের মনে আসে - কিন্তু এরা একটা অংশ (মাত্র লিখলাম না, অংশমাত্র নয় - অনেকটাই হয়তো - কিন্তু সব নয়- সংগঠন যত বড় হয় এনারা ততই মাইনরিটি হয়ে যান)
  • Arpan | 122.252.231.12 | ০৫ অক্টোবর ২০০৯ ২১:৫৮405558
  • প্রসূন চট্টোপাধ্যায় ও রাজা সরখেল গ্রেফতার হয়েছেন। এঁরা দুজনে লালগড় সংহতি মঞ্চের সাথে যুক্ত ছিলেন।

    কানুন কা হাত লম্বে হোতে হ্যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন