এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাল গড় :পটভুমি,অতিত-বরতমান-ভবিষ্যত

    kanti
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০০৮ | ২৮৯২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kd | 59.93.246.186 | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৫১405593
  • জোক মারতে আমি সত্যিই অক্ষম। একটু পা টানলুম আর তুমি ছিরিয়াছলি নিলে! ছরি।

    on a serious note, আমি তোমার সঙ্গে ১০০০% একমত টিভি জার্নালিজ্‌ম সম্বন্ধে। দেখার(শোনার) সময় IQকে কোনো VHF channel নম্বরে টিউন করে রাখতে হয়।

    সুচিত্রা সেনএর ছবি লুকিয়ে তোলার ব্যাপারে স্টারানন্দের সাংবাদিক(?)কে বলতে শুনেছি, 'জানার্লিস্ট হিসেবে ওনার দায়িত্ব দর্শকেরা যা চায় তা প্রোভাইড করা'। বোঝো! উনি জার্নালিজ্‌মএর প্রথম axiomটাই (report what people need to know, not what they want to know) জানেন না।

    তবে একটা কথা বলতে পারি, অ্যামেরিকান নেটওয়ার্ক টিভিও এদের থেকে কিছু কম যায় না। অবিস্যি Fox বাদে:-)
  • Arijit | 61.95.144.123 | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৫৪405594
  • অ্যা: ফক্স? তারা তো পয়লা নম্বরের কালপ্রিট!
  • kd | 59.93.246.186 | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৫৮405595
  • আমি রিপাবলিকান তো।

    স্মাইলিটা দেকলে না?
  • h | 203.99.212.224 | ০৬ অক্টোবর ২০০৯ ১২:১৮405596
  • সুভজিতকে একটাই কথা বলার আছে, বামপন্থীদের নিরলস বিভাজনে, একমাত্র কংগ্রেস,মমতা এবং বিজেপির লাভ হয়েছে, আর কিছু না। গত পঞ্চাশ বছরের ইতিহাসের সেটাই মূল শিক্ষা হওয়া উচিত ছিল হয় নি। কারণ বিশুদ্ধতার বোগাস আরাধনা, আত্মহননকারী সেকটারিয়ানিজম, ক্ষমতালোভ এবং রাজনীতির অতিরিক্ত স্থানীয়করণের দক্ষিনপন্থী প্রচেষ্টার ফাঁদে বামপন্থীদের পা দেওয়া। এটা দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর ধরে ক্রমে শুধু বেড়েছে। এগুলোর মধ্যে তুই বেড়াল না মুই বেড়াল করার মত কিসু নাই। আর আমাকে খিস্তি করার আগে, আমার অতি ক্ষুদ্র ouvre টি একটু পড়ে দেখতে অনুরোধ করি। মারকাটারি মৌলিকতা কিছু না থাকলেও কিছুটা নতুনঙ্কেÄর দাবী করতে পারি। আমি-ই গাঁয়ে মানে না আপনি মোড়ল হওয়া সঙ্কেÄও গুটি কতক কথা বলেছি, গত দুই তিন বছরে, যেটা আমি অন্যত্র শুনি নি, কোনো শিবিরেই না। তার মধ্যে তিন-চারটি পেশ করি, পুনর্বিবেচনার আশা আদৌ না থাকা সঙ্কেÄও।

    ক। একটা ট্রুথ অ্যান্ড রিকন্সিলিয়েশন কমিশন দরকার। ভায়োলেন্সের সাইকল কমানোর আর কোন উপায় নেই।
    খ। কৃষিজমি নির্ভর জীবিকা নেই যেখানে, বিশেষত: সেটা যদি শিল্পাঞ্চল না হয়, যেমন পাহাড়ে আর বনাঞ্চলে, সেখানে ভারতীয় বামপন্থীদের সেল্ফ সাসটেন্ড ভিলেজ ইকোনোমির মডেলের বাইরে কোন অর্থনৈতিক পলিসি স্টেটমেন্ট নাই। এটা একটা মৌলিক তাঙ্কিÄক সমস্যা। অসংগঠিত শিল্পক্ষেত্র সম্পর্কে আলোচনা কিছুটা এগোলেও, এক্ষেত্রে এখনো আলোচনা কিস্যু এগোয় নি।
    গ। বাংলার পোলিটিকাল রেটোরিক একটি অসমর্থ শব্দকোষে ঘুরপাক খাচ্ছে। কারণ নতুন ন্যারেটিভ বানানোর ক্ষমতা কেউ দেখাতে পারেন নি (বাই দ্য ওয়ে, সম্ভাব্য বিকল্প লেখাপত্তরের কাছে এইটে আমার ক্ষুদ্র দাবী)। এই কারণেই, সলিডারিটির রাজনীতিটা একটা আজব সেলিব্রিটি রোলকলে পরিণত হয়েছে। আমেরিকান ইলেকশনের মত।
    ঘ। ইনডাস্ট্রিয়ালাইজেশনের বিরোধিতার সঙ্গে আর্বানাইজেশনের বিরোধিতা না থাকাটা একটা ক্লাস পলিটিক্স কে চিহ্নিত করে। সেটা আর যাইক হোক, বিপ্লবী নয়। মমতাকে লেজিটিমেসী দেওয়ার আগে এটা ভাবা যেতে পারে।

    এগুলো আমি বলতে পেরেছি, তার মূল কারণ এমন নয়, যে আমার হেবি বুদ্ধি। বা আমি হেবি পড়ুয়া। ব্যক্তিগত প্রমাণিত যোগ্যতায় আমি শিক্ষিত সমাজের তলার দিকে। এই কথা গুলো একটা কনটেম্পোরারি থটের প্রতিফলন মাত্র, অর্থাৎ অনেকের মাথাতেই ঘুরছে। কিন্তু আমি সৈকতের কলে আশ্‌কারা পেয়ে বলে ফেলতে পারছি, তার একমাত্র কারণ, রাজনৈতিক পোলারাইজেশনের আপাতত: চালু ফর্মে আমার আশ্বাস অপেক্ষাকৃত কম। সেটা আমাকে অনন্য বা একলা কোনোটাই করে না। কিন্তু আপাতত: এই ডিবেটের যা মান, তাতে বিংশ শতকীয় অর্থে লিবেরাল ভয়েস কেও ছোটো স্কেলে অচেনা শোনাচ্ছে। পুঁচকে বাংলা মিডিয়া হওয়া সঙ্কেÄও অন্তত: গুরুতে আমি একা নই, আপাতত: সেটাই ভরসা। গালাগাল করুন, কিন্তু আপনাদের অনিচ্ছে সঙ্কেÄও এটাই কনটেক্‌স্‌ট।
  • pinaki | 99.163.118.141 | ০৬ অক্টোবর ২০০৯ ১২:৫৪405597
  • উরিস্লা। দুদিন আসিনি। কতকিচু হয়ে গ্যাচে মাইরি।

    তবে দু দি ঐ ভয়ের ব্যাপারটা কি বল্লেন বুঝিনিকো। আমি যে গুটি আষ্টেক বছর রাজনীতি করেছি, যাদবপুর, প্রেসিডেন্সির বাইরে এমন একটি কলেজও পাই নাই, যেখানে কলেজের গেটে লিফলেট দিতে গেলে এসেফাই ক্যালায় না। আমি নিজে একবার কচি ক্যাল খেয়েছিনু উত্তরপাড়া প্যারীমোহনের গেটে। এমনকি লাইফে প্রথমবার সিপিয়েমের হাতে ক্যাল খাওয়া - সেও নক্সালদের দুর্জয় ঘাঁটি যাদবপুরেরই বুকে। :-) কাজেই ভয় কারে কয় বুঝিনি বল্লে খেলবুনি। :-)

    আর হনুদার আদিবাসী অঞ্চলের পলিটিক্সের রেসিপি কি? আমি যদ্দূর বুঝি - নক্সাল, সি পি এম, কারুরই কোনও এলাকায় আলাদা করে রাজনৈতিক ক্ষমতা হোল্ড করলে তার উপর বেস করে কোনও ধরণের সোশ্যাল ট্রান্সফর্মেশন ঘটানো অ্যাজেন্ডায় নেই। আইডিয়াটা পুরোটাই দিল্লীতে ক্ষমতা দখলের পর থেকে শুরু হয়। যদ্দিন না সেটা হচ্ছে, তদ্দিন একদল পার্লামেন্টে নিজেদের রেলেভ্যান্স বাড়ানোর কথা ভাবে, আর একদল গেরিলা আর্মিকে শক্তিশালী করার কথা ভাবে। কাজেই এই রেফারেন্স ফ্রেম থেকে তোমার কথা ধরতে পারি নি। একটু বিশদে লিখলে ভালো হয়।
  • r | 125.18.104.1 | ০৬ অক্টোবর ২০০৯ ১৩:১০405598
  • "Wars, conflict - it's all business. One murder makes a villain; millions, a hero. Numbers sanctify, my good fellow!" - Henri Verdoux

    ১৯৪৭ সালের সিনেমা। তাই বলতে ভুলে গিয়েছিলেন- hundred murders, a revolutionary

    খুন মূলত: একটি কার্নিভাল। তবে সব কার্নিভালের একটি করে কারণ দরকার, দেবতা ও অধিদেবতার আবাহন দরকার। সোশাল ট্রাডিশন অনুসারে বিভিন্ন জনগোষ্ঠী সেই কারণ খুঁজে নেয়। কখনও ধর্ম, কখনও জাত, কখনও বিপ্লব। তারপর বেজায় রঙ্গ! আমাদের তীর্থে আজ উৎসব।

    উৎসবের রাতে আমোদ আহ্লাদ শেষে বড় ক্লান্ত লাগে, ঘুম পায়।

    "- It's the approach of death that terrifies.
    - I suppose, if the unborn knew of the approach of life, they'd be just as terrified."


  • lcm | 69.236.166.235 | ০৬ অক্টোবর ২০০৯ ১৪:১৯405599
  • হক কথা।
    ১৯৪০-এর মার্চ। পলিটব্যুরো থেকে জোসেফ স্টালিন, মোলোটভ, ভোরোশিলভ ... ইত্যাদিদের সই করা আদেশ এলো - ২২০০০ এর বেশী পোলিশ বন্দী খুন করতে হবে। দেড় মাস ধরে চলল, সেই কার্নিভ্যাল। মিখাইলোভিচ ব্লখিন নামের এক অফিসার ২৮ দিনে ৬০০০ বন্দী নিজের হাতে মারলেন। প্রতি রাতে সন্ধে থেকে ভোর অবধি হত খুন। মাঝে অবশ্য একদিন মে দিবসে-র বিরতি ছিল।
    এর বহু বছর পরে ২০০৭ নাগাদ এই katyn-এর হত্যালীলা নিয়ে ফিল্ম বানিয়েছিলেন পোলিশ ডিরেক্টর আন্দ্রেই ওয়াজদা। ২০০৯-এ পিপল রিপাবলিক অফ্‌ চায়না-র সরকার এই ছবির ডিস্ট্রিবিউশন চীনে নিষিদ্ধ করে দেয়।

    স্টালিন, গুয়েভারা, সঞ্জয় গান্ধী, সলমান খান... সব পোস্টারই বিক্রি হয় পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের দেওয়ালে - হিরোদের ছবি।
  • Suvajit | 203.19.175.113 | ০৬ অক্টোবর ২০০৯ ১৪:২৯405600
  • হনুকে - উল্টো দিকটাও সত্যি। কংগ্রেসের নিরলস বিভাজনে বামপন্থীদের লাভ হয়েছে। সেটা না হলে এবং (যদি) পাঁচ বছর পরে পরে সরকারের পরিবর্তন হলে ইক্যুয়েশনটা হয়ত ঠিক থাকত। ডানপন্থী বামপন্থী কোনো দলেরই 'শ্রেণীচরিত্র' বদলে যেত না। কালো সানগ্লাস শহরেই থাকতেন। সাদা ধুতি ছুটতেন আদিবাসী গ্রামে। সরকারী আমলা বলার সাহস পেত না যে ভোটের জন্য/আয়লার জন্য/xyz এর জন্য ওখানে উন্নয়নের ব্যাপারটা দেখা হয়নি।
    তোমার বাকি পয়েন্টগুলোর ব্যাপারে লিখছি। তবে,
    ক। আমি ক।

  • Suvajit | 203.19.175.113 | ০৬ অক্টোবর ২০০৯ ১৪:৩৭405601
  • আবার আজিজুল হক। http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=6
    অফিসিয়াল সিপিয়েম স্ট্যান্ড কি এইরকমই?
  • h | 203.99.212.224 | ০৬ অক্টোবর ২০০৯ ১৫:৩২405603
  • ইশ এই ছেলেটা অ্যাদ্দিনেও কিস্যু বুঝতে পারলো না। স্ট্যান্ড বলে কিছু হয় না। সবটাই ফল এবং আনাপিসিয়াল। আগে ধরো সিপিএম এর স্ট্যান্ড বলতে বোঝাতো, পলিটি বুরোর একটা স্টেটমেন্ত। পিপল্‌স ডেমোক্রাসি তে ছাপা হত। প্রতি হপ্তায় একটা বা কয়েকটা স্টেটমেন্ট। এখন কেসটা ২৪ বাই ৭ নিউজ চ্যানেলের দাপটে গুলিয়ে গেছে। যে যখন যাই বলছে, কোনটা আপিসিয়াল কোনটা আনাপিসিয়াল বোঝার উপায় নেই। সুবিধে মত বেছে নেওয়ার ব্যাপার ও আছে। তুই আমার বক্তব্য কে আপিসিয়াল সিপিএম এর স্ট্যান্ড বলতে পারিশ, বর্তমান বলবে লক্ষন শেঠের বক্তব্য কে। আবাপ সুভাষদা তারাপীঠে গেলে সেটাকে আপিসিয়াল ও বলতে পারে, আবার বাঙালীও বলতে পারে, আবার আভা গার্দ ও বলতে পারে। সিচুয়েশনের সুবিধে , পোলিটিকাল মাইলেজের প্রয়োজনীয়তা ইত্যাদির উপরে ডিপেন্ড করছে। বুদ্ধর বণিক সভার বক্তব্য সিপিএম এর আপিসিয়াল স্ট্যান্ড বলতে পারে সময় বুঝে আবার এটাও বলতে পারে, এটা সিপিএম এর আপিসিয়াল স্ট্যান্ডের বিরুদ্ধে রাজ্যের ভালো চাওয়া।

    যাকে বলে, আইজ অফ দ্য বিহোল্ডার।

    বেসিকালি সিপিএম কে যথেষ্ট কম্যুনিস্ট না হওয়ার জন্য গাল দেওয়া হবে না বেশি কম্যুনিস্ট হওয়ার জন্য গাল দেওয়া হবে না এক-ই স্টোরির দুটি প্যারায়, দু ভাবেই গাল দেওয়া হবে, সেটা ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে। আর অর্ডার দিয়ে বোঝা যাবে, পত্রিকাটির নাম কী :-)
  • dukhe | 117.194.232.15 | ০৬ অক্টোবর ২০০৯ ২০:২৮405604
  • যা: - অর্ধেন্দু সেন পালটি খেয়ে জানিয়েছেন বিদ্বজ্জনদের মাও-যোগাযোগের কোন প্রমাণ পাওয়া যায়নি ।
    পর্বতের মূষিক প্রসব ! নাকি অশ্বডিম্ব ?
  • h | 61.95.144.10 | ০৬ অক্টোবর ২০০৯ ২১:৪৪405605
  • এই রে, এইবার আবার কোন না কোন ইংরেজি কাগজ বা ওয়েবসাইট কে লিখতে হবে, political intereference from CM's office is hampering investigation based on Mahato's statement.

    :-))
  • h | 61.95.144.10 | ০৬ অক্টোবর ২০০৯ ২১:৫২405606
  • আচ্ছা একটু কেউ কনফার্ম করতে পারবে, এই কথাটা বলার সময়ে, ঠিক এই কথাটা বলার সময়ে, অর্ধেন্দু বাবু পান (পান মসালা বা সুপুরি) চিবুচ্ছিলেন কিনা? আমার কিরকম মনে হচ্ছে, না চিবুচ্ছিলেন না:-) কারণ বিষয় টা সেন্সিটিভ। পান চিবুনোটা আবার অনেকে পসন্দ করে না :-)

    তবে কাল শিয়োর প্রতিদিন বা বর্তমান লিখবেন, মমতা র প্রতিবাদে ভয় পেল প্রশাসন, আর ভেতরে বক্স খবরে , থাকবে, বুদ্ধিজীবিদের উপরে আক্রমণের রাজ্যজুড়ে প্রতিবাদে পিছিয়ে গেল প্রশাসন।

    বলতে নেই, এই আমি, ভুঁড়ি ও অ্যালকোহল, এক বা দু দিন আগে কোথায় যেন, এইখানেই বোধায় বলছিলাম, বুদ্ধিজীবি রা কেউ আক্রান্ত ফান্ত কিসু নন, বিপদে পড়েছেন, মারামারি তে উৎসাহিত গরীব মানুষ। নিদ্রিত নকু রা আমার চক্ষু উন্মীলনের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন, সফল হয়েছে, প্রার্থনা মুদ্রিত হওয়ার ২৪ ঘন্টা র কাছাকাছি আগে। ঠাকুর ভক্তদের মনের কথা ঠিক শুনতে পান। আমেন।
  • dukhe | 117.194.232.15 | ০৬ অক্টোবর ২০০৯ ২২:০৭405607
  • না, পান চিবোন নি । আমি দেখেছি ।
    বিদ্বজ্জনদের malign করা একটা স্‌ট্‌র্‌যাটেজি বই কিছু নয় । ওনারা আসলে মাওবাদী - এটা বলার মধ্যে কল্পনাশক্তির প্রকাশ ছাড়া কিস্যু নেই । ওনারা অপবাদ অস্বীকার করলে নেকুপুষু তকমা তো আছেই ।
  • j | 61.95.144.10 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:১৩405608
  • যাতা মেলাচ্ছি। এই সময়টায় পান জাস্ট চিবুতে পারেন না। মুখে রেখেছিলেন কিনা ওনার সেক্রেটারি কে জিগ্যেস করা যেতে পারে :-)

    বুদ্ধিজীবিরা, আসলে সেলিব্রিটি কথাটা ব্যবহার করাই ভালো এক্ষেত্রে, আক্রান্ত নন। একটা ছোটো জিনিস সেই কবে থেকে বোঝানোর চেষ্টা করছি, বুদ্ধিজীবি দের সমবেদনা-র প্রকাশিত দৌড় ছত্রধর অব্দি, যিনি হলেন সমবেদনার শেষ আউটপোস্ট। বাকি ব্ল্যাকবক্স টা উনি দেখছেন। বুদ্ধিজীবি দের বিরুদ্ধে আসলে কোন কেস-ই দাঁড়ায় না। এখনো পর্যন্ত যা খবর প্রকাশিত তার ভিত্তিতে। আক্রান্ত হলেন গরীব মানুষ রা সাধারণ মানুষ রা যাঁরা মরছেন।
    লক্ষ্য করে দেখবেন, সুনন্দ সান্যাল, মমতা বন্দ্যোপাধ্যায়, সুজাত ভদ্র সকলেরি প্রকাশিত বয়ানে র মেন দুটি বক্তব্য :

    ক। ছত্রধর কে কালো কাপড়ে ঢেকে আনা অন্যায়। আদৌ UAPA দেওয়া যায় কিনা সে নিয়ে বক্তব্য নাই। টিএমসি তো ছত্রধর কে আগেই ডিসওন করেছে।
    খ। আর বুদ্ধিজীবিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে খারাপ হবে ইত্যাদি।

    প্রকাশিত বক্তব্যে, কোথাও মাওবাদকে সমর্থন নেই, ডিনানসিয়েশন ও নেই, বরঞ্চ অবশ্যম্ভাবী শান্তিপূর্ণ বিপ্লবের আশা আছে, আর ছত্রধরের সঙ্গে একটা ডিস্টান্সিং আছে, কারণ বয়ান কি কখন বেরোবে কেউ জানে না, সেই ম্যানিপুলেশনটা পুলিশের হাতে।

    আমার সত্যি মাঝে মাঝে মনে হয়, মাওবাদী রা, এত দাপট তাঁদের, এত ইলাবোরেট অর্গানাইজেশন, তাঁরা কী বোঝেন না, একটা আর্মড আউটফিট বেসিকালি বিভিন্ন লোকের কাজে লাগা ছাড়া বিশেষ কিসু করতে পারে না। আর গরীব মানুষের প্রাণ সেই খেলায় বাজি? তাঁদেরি প্রকাশিত মত হল, তাঁরা সিপিএম এর দ্বারা কেশপুরে, আর তৃণমূলের দ্বারা নন্দীগ্রামে ব্যবহৃত হয়েছেন। (জৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার কাছাকাছি সময়ে, টাইম্‌স অফ ইন্ডিয়ায় নেতার সাক্ষাৎকার)। এতে কী তাঁদের নিজেদের ক্রেডিবিলিটি কিসু বাড়ে?
  • j | 61.95.144.10 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:১৬405609
  • একটু রিজয়েন্ডার দি, রাজনৈতিক ব্যক্তিঙ্কÄ কৌশিক সেন বা ব্রাত্য বসুদের দের বদলে যদি বাংলা মিডিয়া নাট্যব্যক্তিঙ্কÄ হিসেবে তাঁদের ক্রিয়েটিভ আউটপুট নিয়ে একি রকম মাতামাতি করতো, তাইলে এঁদের সংসার চালানোর জন্য সিরিয়াল করতে হত না। নিশ্চিন্তে নাটকটা ভালোবেসে মন দিয়ে করতে পারতেন, রাজনীতিটা যাই করুন না কেন। এই সেলিব্রিটি কালচারের এটাই বিপদ।
  • pinaki | 208.54.83.39 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:২৭405610
  • হনুদাকে কে একটা হার্মাদ বলায় হনুদা h নাম ত্যাগ করল!!!!! :-o

    না:, আমি এটা জাস্ট ভাবতেই পারছি না। :-(
  • dukhe | 117.194.232.15 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:৩১405611
  • বুদ্ধিজীবীদের সমবেদনার প্রকাশিত দৌড় মানে কী? একটু আগে বিভাস চক্কোত্তি বললেন - আমরা খুনের রাজনীতির বিরোধী - সে মাওবাদীরাই করুক আর অন্য দল গুলৈ করুক ।
    তা সেটা তো ওঁদের চয়েস - খুনের রাজনীতি সমর্থন করতেই হবে, নইলে সমবেদনার দৌড় থমকে যাবে - এ আবদার ওনারা না মানলে দোষের কিছু দেখি না ।
  • arjo | 168.26.215.13 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:৩৪405612
  • আমাদের j দা মানে হানুদাও তাহলে বুদ্ধিজীবি। হানুদাও একই কথা বলে। অনেকদিন ধরেই মনে হচ্ছিল আজ সিওর হলুম।
  • bb | 117.195.183.212 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:৩৯405614
  • @ dukhee কিন্তু এঁরা এই বিবৃতিগুলি সিপিএম এর লোকেরা যখন মরছিল তখন কেন দেননি?
    এই রাজনৈতিক ঝগড়ায় যে মাহাতো বা মূর্মু খুন হচ্ছেন সিপিএম করার অপরাধে বা না করার অপরাধে তিনিও এক আদিবাসী নিরীহ মানুষ।
  • Du | 65.124.26.7 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:৪৪405615
  • হনুর ১১:১৬ র পোস্টটা বাংলা মিডিয়ার দেখা উচিত।
  • dukhe | 117.194.232.15 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:৪৭405616
  • @bb, "খুনের রাজনীতি সমর্থন করি না" - এটা কিন্তু এঁদের কোন নতুন স্টেটমেন্ট নয় । বরাবরের বক্তব্য ।
  • Du | 65.124.26.7 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:৫৮405617
  • মমতা কি একজন মানুষ ? সব মুখে তিনিই তো আছেন। কাজেই কি বলেছিলাম , কি বলিনি সবই কনভিনিয়েন্সের ব্যপার।
  • dukhe | 117.194.232.15 | ০৭ অক্টোবর ২০০৯ ০০:০৬405618
  • ঠিক ঠিক । অর্ধেন্দু সেন দুদিন আগে বলেছিলেন - কলকাতার বুদ্ধিজীবীদের যোগসাজশ । আজ বলছেন প্রমাণ কিছু নেই । সবই মমতার ইচ্ছা ।
    ঘুড়ায় হাসবো যে দিদি ।
  • a x | 143.111.22.23 | ০৭ অক্টোবর ২০০৯ ০৩:০১405619
  • জয়গুরু! আমরা অক্টোবর রেভোলিউশনকে নিয়ে গান বাঁধি, কবতে লিখি, মুগ্‌ধ বিষ্ময়ে আইজেনস্টাইনের উইন্টার প্যালেস আক্রান্ত (যদিও ইতিহাস বলে অত কিছু ঘটেনি, কিন্তু তখন ওটা গ্লোরিফাই করাই ফ্যাশান কিনা) করা সিনেমা দেখি, কিন্তু সেসব তো আমাদের ইতিহাস, ওগুলো পিওর, পুণ্য বিপ্লব। তাছাড়া এখন আমরা আর্মড ইন্সার্জেন্সিতে বিশ্বাস করিনা। এখন আমরা ভিয়েতনাম যুদ্ধ হলে ভিয়েত কংরা যদি এক খুলি উড়িয়ে দেয়, আমরা পরের খুলি এগিয়ে দিতে বলি।

    ওহো কিন্তু বিদ্বদজনেরা যে ছত্রধরকে ধরার আগে থেকেই বলে যাচ্ছে তারা খুনের রাজনীতি সমর্থন করেন না? আরে সেটা তো তাদের "নেকুপনা" আসলে তারা তখন এমনি বলেছিল, এখন বলছে ডিস্ট্যান্সিংএর জন্য। এছাড়া মাওবাদীদের হয়ে কোনো কথা বললেই তুমি আসলে এসি ঘরে বসে আগুনে হাত পোয়াচ্ছো, আর না করলে দেখেছ, ঠিক কেমন ডিস্ট্যান্সিং, খালি ছত্রধর অবধি গিয়েই ফিরে এল! সুবিধেবাদ আর কাকে বলে!

    আর টিভি দেখে ঠিক করে নিই আঁতেলদের বক্তব্য, কিন্তু কেউ যদি আবার প্রতিদিন দেখে ঠিক করে, তাকে বোঝাতে হবেনা, বাবা একটু বই টই পড়! এবং শেষে বিশেষণের বন্যা বইয়ে নিজের যুক্তিপরম্পরার আদর্শ উদাহরণ রেখে যাই। সেটা একদম বিকট ধ্বনি নয় কিন্তু - এই একটু মৃদু গুঞ্জন মাত্র।

    সে যাক এদ্দিনে আমারা প্রকৃত বামপন্থী হয়েছি। এতদিনে ঠেকাটা পোক্ত করেছি। দেশের দলিত, প্রত্যন্ত আদিবাসীদের একমাত্র সহায় তো আমরাই। খুনের মনোপলি পাবে শুধু স্টেট আর কেউ টুঁ শব্দটি করলে, বা করবে করবে মনে হলে, বা করতে পারেও বা, বা করতে পারে এমন কাউকে যদি চেনার চেনা চেনে, এরকম মনে হলেই তাকে ক্যাঁক করে চেপে ধরব। আরে আমরা কি আর ধরতে চাই, আমরা তো এসব আইন চাইনা, কিন্তু আইনটা আছে যখন, মানতে হবেনা? এরপর মানে ধরার পর বাকিটা আমরা করিনা, আমরা তো খুনোখুনিতে বিশ্বাস করিনা। বাকিটা করার জন্য আছে ঐ হাওয়াই চপ্পলেরা কিম্বা পুলিশ বন্ধু।
  • Du | 65.124.26.7 | ০৭ অক্টোবর ২০০৯ ০৩:১৯405620
  • অক্ষকে, পঞ্চায়েতে বিজেপি প্রসঙ্গে
    কদিন আগে আমরা কথা বলেছিলাম এটা নিয়ে। TOI হেডলাইন ছিল বিজেপির সাথে পঞ্চায়েত ইলেকশনে নাকি জোট করেছিল সিপিএম - আর ভেতরে খবরটা ছিল আসনসংখ্যা বামফ্রন্ট ৬ বিজেপি ৩ এবং টিএমসি ৪ ওয়ালা কোন কেন্দ্রে বোর্ড ছিল বিজেপি তৃণ জোটের। কোন কারনে তাদের অমত হয়ে আস্থা ভোট হয় এবং বামফ্রন্টের ছয় বিজেপির তিনকে সাপোর্ট করে আস্থা ভোটে।

    তো এইবার কাল কি পরশু দেখলাম দক্ষিণ বারাসতে বামফ্রন্টের (সিপিএমেরই পুরোটা সম্ভবত:) বোর্ড ছিল - প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আর আস্থা ভোট হয়েছে তো সিপিএমেরই দুজন - বিরুদ্ধে ভোট দিয়ে এখন তৃণমূল ক্ষমতায় এসেছে।

    টীকা লিখছি না কোন। খবরটা আর পেলামও না খুঁজতে গিয়ে।
  • bb | 125.16.17.151 | ০৭ অক্টোবর ২০০৯ ০৮:৫৭405621
  • বোধির কথাই সত্যি হয়েছে। আজকের বর্তমানের খবর মমতার ভয়ে আর রাজ্যজুড়ে প্রতিক্রিয়ায় রাজ্য সরকার বুদ্ধিজীবিদের সাথে মাওবাদীদের যোগাযোগ নিয়ে পিছু হটেছে :)।
  • aranya | 98.221.52.119 | ০৭ অক্টোবর ২০০৯ ০৯:২৭405622
  • বুদ্ধিজীবী-দের ধরবে না, বা ধরলেও পেটাবে না এবং দুদিনের মধ্যে ছেড়ে দেবে, এটাই মনে হয়। কিন্ত এই যে অন্য activist-দের ধরছে, এমন কি ছাপাখানার মালিক-কেও ধরছে, এটা মারাত্মক। মেন স্ট্রীম মিডিয়া কি এটা কনডেম করবে?
  • pi | 72.83.84.203 | ০৭ অক্টোবর ২০০৯ ১০:০৪405623
  • চিদুবাবু আজ নাকি বলেছেন, মানবাধিকার কর্মীদের বেছে নিতে হবে, স্টেট আর মাওবাদীদের মধ্যে। এর মধ্যে তো আর কিছু নেই।
    আর বন্ধু বিরোধী দলের সরকার ও সেই কথা মতন ই কাজ করে চলেছেন। মাওবাদীরা সরকারের বিরোধিতা করেছেন।আপনি ও সরকারের কাজের বিরোধিতা করছেন।
    অতএব আপনি মাওবাদী। আর আপনাকে গ্রেপ্তার করা যাবে।
    বিরোধিতার কোন কমন সূত্র ধরে মাওবাদীদের সাথে কোন সূত্র স্থাপন, সে আর এমন কি কঠিন !

  • Samik | 122.162.75.163 | ০৭ অক্টোবর ২০০৯ ১০:১৪405625
  • নতুন আর কী বল্লেন! ইপ ইউ আর নট উইথ মি, ইউ আর উইথ দেম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন