এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাল গড় :পটভুমি,অতিত-বরতমান-ভবিষ্যত

    kanti
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০০৮ | ২৮৯২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Suvajit | 203.19.175.113 | ০৭ অক্টোবর ২০০৯ ১০:৪১405626
  • h (তখনও h ছিলো, j প্রাপ্তি হয়নি) যে কথাটা বলেনি আবার বলেওছে,
    গত দু তিন বছরে যে সব আন্দোলন, সরকার বিরোধীতা হয়েছে, তাতে সাধারণ জনগনের থেকে মিডিয়া সেলিব্রিটিদের হাইলাইট করেছে বেশী। সেলিব্রিটিরা কি বল্লো না বল্লো সেই অনুযায়ী একটা আন্দোলন বৈধতা পাবে/পাবে না এরকম হয়ে গেছে ব্যাপারটা। আর সরকারের তরফ থেকেও এই যুক্তি দেওয়া হচ্ছে যে অমুক তো তমুক ঘটনায় কিছু বলেননি, এখন কেন বলছেন, ইত্যাদি। এটা পুরো বুলশিট। আর এর ফলে সরকার/সিপিয়েম/তিনোমূল সব পক্ষই মূল সমস্যা থেকে নজর ঘুরিয়ে সেই তুই বেরাল না মুই বেরাল চেনা ছকে বিতর্কটাকে নিয়ে আসতে পারছে।
    আর হনু বাংলা মিডিয়াকে গালি দেয়, দেশের ইংরেজি মিডিয়াও তো এই ছকের বাইরে বেরোতে দেখি না।

    পাই - চিদুবাবু যা বলছেন, আজকে বলছেন না। কংগ্রেসের স্ট্যান্ডই এটা। আগেও ছিলো। এখনো আছে।
    মুস্কিল তো বামেদের। মাওবাদী নিয়ে বামেদের কোনো স্ট্যান্ডই নেই। তাই সব বিবৃতি অর্ধেন্দু বাবুর ওপর ছেড়ে দেওয়া হয়েছে। (সরকার চালাচ্ছেন অর্ধেন্দু, ব্যাবসা চালাচ্ছেন পুর্নেন্দু।)
    তবে চিদুবাবু যেটা আরও বলেছেন সেটাও জরুরী। মাওবাদীদের সমর্থন করতে হলে তাদের খুনের রাজনীতির বাস্তবতাটাকে মেনেই দায়িত্ব নিয়ে সমর্থন করতে হবে। আমি মাওবাদীদের সমর্থন করি কিন্তু ব্যক্তিহত্যা সমর্থন করি না, এটাই চিদুর/হনুর ভাষায় নেকুপুষুগিরি।
    তারপর তো সরল কনক্লুশন।
    মাওবাদী সমর্থক = মাওবাদী = রাষ্ট্রদ্রোহী = উয়াপিয়া
  • pi | 72.83.84.203 | ০৭ অক্টোবর ২০০৯ ১০:৫৮405627
  • শুভজিতদা, এই স্টেটমেন্টটার মানেও সেটাই তো। মানবাধিকার কর্মীদের যেকোনো একটা বেছে নিতে বলা মানে তো তাই ই দাঁড়ালো। সরকারের পক্ষে না থাকলেই মাওবাদীদের পক্ষের হিংসাত্মক রাজনীতির সমর্থনে থাকা।
  • h | 203.99.212.224 | ০৭ অক্টোবর ২০০৯ ১১:২৭405628
  • আরে ভুল করে J টাইপ করে ফেলেছি। ওটা 'h' ই হবে। চাপ হয়ে গেল।
  • h | 203.99.212.224 | ০৭ অক্টোবর ২০০৯ ১১:৩৭405629
  • আজকের রিজোলিউশন,

    ক। বাংলা মিডিয়াকে শুধু নয়, ইংরেজি মিডিয়াকেও গাল দেবো। কাল অলরেডি শুদু করেছি কিচুটা :-)
    খ। অক্ষর সংগে আর ঝগড়া করবো না। বন্ধুদের মধ্যে ঝগড়া ভাল্লাগে না। বেসিকালি নকু মাকু মিশ খায় না, কি করা যাবে। একটাই কথা বলার , সোভিয়েত ইউনিয়নে , চীনে যা হয়েছে (বা হচ্ছে) সেটা নিয়ে গর্ব করার বয়স পেরিয়ে গেছে। আগেও বলেছি, ইতিহাস বড় ক্ষমাহীন, ঐতিহাসিক বা শখের কমেন্টেটর দের সুবিধার্থে ইতিহাস সংঘটিত হয় না। সত্যরে লও সহজে কথাটা আপাতত: মিথ্যারে নিয়া টেনসন মত লো হয়ে দাঁড়িয়েছে যদিও, তবু ইতিহাসের বেলায়, ডকুমেন্টেশন থাকলে সেটাই শেষ কথা। এমন একদিন আসবে যেদিন, মাওবাদী কর্মকান্ডের জন্য বয়স্ক ক্লান্ত বামপন্থীরা লজ্জাসিক্ত কনফেসন লিখবেন। সমবেদনা ভুল জায়্‌গায় দিয়েছেন বলে। ইতিহাস সত্যি-ই নির্মম। তখন দেখা যাবে বলে এড়ানোটা খুব সোজা নয়, ডকুমেন্টেশন যখন সহজ।
  • a x | 75.53.198.45 | ০৭ অক্টোবর ২০০৯ ১২:২৪405630
  • মাওবাদীদের "বুদ্ধিজীবিরা" কখনই সমর্থন করেনি। আগেও বলেছি আবার বলছি, সংহতির সাইটেই স্টেটমেন্ট আছে, তাতে মোটামুটি এখানে উল্লেখিত নামগুলোর সবকটিই পাবেন, তারা denounceই করেছেন। এবং যখন এনাদের কেউ কেউ ছত্রধরের সাথে দেখা করতে গেছিলেন, তখন মাওবাদীদের থেকে দূরে সরার জ্ঞানও দিয়ে এসেছিলেন।
    যাইহোক, হনুকে পরে উত্তর দেব, আগে শুভজিৎকে প্রশ্ন একটা। এই যুক্তিতে যারা ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে তাদের ধরে ধরে জেলে পোরা উচিৎ না? ধনঞ্জয়ের ফাঁসী যাঁরা যাঁরা চেয়েছিল, তাদের কিছু একটা করা উচিৎ কি?
  • lcm | 69.236.166.235 | ০৭ অক্টোবর ২০০৯ ১২:৩৩405631
  • genicide শব্দটা ডিকশনারি-তে ঢোকে বিংশ শতাব্দীতে (১৯৪৪)। এই শতাব্দীতে ১৫০ মিলিয়ন-এর বেশী মানুষ খুন হয়েছেন নিজেদের দেশের প্রশাসনের হাতে... কম্বোডিয়া-তে চার বছরের মধ্যে ঐ দেশের জনসংখ্যার এক পঞ্চমাংশ মানুষকে মেরে ফেলা হয়। দুর্ভিক্ষ, খরা, বন্যা, এমনকি অন্য দেশের সঙ্গে যুদ্ধেও এত মানুষ এই শতাব্দীতে মারা যায় নি। মাওবাদ, নকশালবাদ... ইত্যাদি... এই শতাব্দীর ফসল। বিজ্ঞানে অগ্রগতির কথা মনে রেখেও বলতে হয়, অভিশপ্ত শতাব্দী।

  • aranya | 98.221.52.119 | ০৭ অক্টোবর ২০০৯ ১২:৩৭405632
  • এটা লালগড়ের ব্যাপার না, কিন্তু এখানেই লিখি। ফ্রান্সিস-কে গলা কেটে খুন-টা তো মনে হচ্ছে স্রেফ আতঙ্ক ছড়ানোর জন্যে, কোনো আদর্শের ছিটেফোঁটা তো এই কাপুরূষোচিত কাজের মধ্যে দেখছি না। যে কোনো arrest-এর থেকে অনেক বেশী নিন্দনীয়।
  • lcm | 69.236.166.235 | ০৭ অক্টোবর ২০০৯ ১২:৩৮405633
  • *genocide
  • h | 203.99.212.224 | ০৭ অক্টোবর ২০০৯ ১২:৪২405634
  • আচ্ছা রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার মাওবাদী দের সমর্থন করেন নি। সেই যুক্তি তে কী তাঁদের বুদ্ধিজীবি বলা যায়। বা বুদ্ধিজীবিদের কী কংগ্রেস বা সিপিএম বলা যায়। ইত্যাদি।

    একটা জিনিস বোঝা দরকার, সকলেই চেষ্টা করছেন, একটা মেন-স্ট্রীম পোলিটিকাল স্পেস দখল করতে অথবা একটা পোলিটিকাল কো-অপশনের পথ খোলা রাখতে, যেটার মূল কারেন্সী কতগুলো টার্ম, ডেমোক্রাসি/হিউমান রাইটস/কমিটমেন্ট/ল/জাস্টিস/ওয়েলফেয়ার/অ্যাডমিনিস্ট্রেশন/ইকুইটি/সিটিজেনশিপ/পিস/সোশাল কোহেসন/সিভিল অ্যাকটিভিজম ইত্যাদি। এইবার এই এই টার্ম গুলো, সবকটাই স্টেট নামের টার্মটার বিভিন্ন ইভোলিউশনের ফেজ কে চিহ্নিত করে। টার্ম গুলোর যখন নিজেদের মধ্যে লড়াই করছে, তখন সমস্যা হচ্ছে। বেসিকালি এটি একটি ফিলোলোজিকাল সমস্যা ;-)
  • a x | 75.53.198.45 | ০৭ অক্টোবর ২০০৯ ১২:৪৩405636
  • হ্যাঁ, বেশি কথা বলে কাজ নেই, খালি এটুকু শুনি, স্তালিনের ছবি কি এখনও টাঙ্গানো আছে?
  • a x | 75.53.198.45 | ০৭ অক্টোবর ২০০৯ ১২:৪৬405637
  • মানে থাকলে, শুভজিতের যুক্তি অনুসারে, যেটা নাকি শুভজিতের মতে হনুরও বক্তব্য, যে বা যারা টাঙ্গিয়ে রেখেছে বা বাড়িতে স্তালিনের বই রেখেছে, তাদের জেলে পোরা হবেনা? কারণ আমি স্তালিনকে সমর্থন করি, কিন্তু স্তালিনের খুন সমর্থন করিনা এটা চিদু হনু বলেছেন নেকুপুষুগিরি। এবং কে না জানে নেকুপুষুগিরি মোটে স্টেট সহ্য করতে পারেনা।
  • pinaki | 99.163.118.141 | ০৭ অক্টোবর ২০০৯ ১২:৫১405638
  • আচ্ছা, এই অর্ধেন্দু সেন মালটা কে? এ তো এক্কেবারে পেগলে গেছে দেখছি। :-o
  • pi | 72.83.84.203 | ০৭ অক্টোবর ২০০৯ ১২:৫৩405639
  • অরণ্যদার তোলা কয়েকটি প্রশ্নের সাথে সহমত।
    মাওবাদীদের ম্যানিফেস্টোটা ঠিক কি ? ঠিক কি কি দাবী দাওয়া ? ঐ রাজনৈতিক নেতাদের দুর্নীতিগ্রস্ত হলে, আদিবাসীদের উপর অন্যায় অবিচার করলে
    উন্নয়নের কোন ব্লু প্রিন্ট আছে কি ? নাকি সেসব ই দিল্লি দখলের পরে ভাবার কথা ? তা আগে অব্দি ?
    লোকজনের উপর অত্যাচার হওয়া বন্ধ করাটা প্রাথমিক উদ্দেশ্য নাকি অত্যাচারিত হওয়াটাকে ইস্যুটা করে যুদ্ধ করাটা, যে যুদ্ধের আসল লক্ষ্য রাষ্ট্রীয় ক্ষমতা দখল।
    আর ফ্যাক্ট তো এটাও যে, ডাইরেক্ট /ইনডাইরেক্ট মাওবাদীদে হবার সুবাদে ওখানে রাষ্ট্রের অত্যাচার ও বেশি।

    এই লালগড়ের ব্যাপারটা ভাবলেই কেমন ঘেঁটে যায়। খুন, পাল্টা খুনের ভিশাস সাইকেল থেকে একটু বেরোতে চেষ্টা করলেই কার্য-কারণ ঘেঁটে যায়।
    ঐ এলাকায় চরম অনিন্নয়ন থাকলো আদিবাসীদের মূল আপত্তি তো পুলিশি অত্যাচার নিয়ে, আর পুলিশি অত্যাচার মাওবাদী অজুহাতে। এখন মাওবাদীরা ওখানে শাসকদলের জুলুমবাজি, প্রশাসনের দুর্নীতি বন্ধ করতে অস্ত্র ধরেছেন, আর কতকটা আত্মরক্ষার্থে ও। কিন্তু এই আত্মরক্ষা যে লড়াইয়ের অংশ হিসেবে আসছে, সে লড়াইয়ের একটা উদ্দেশ্য ও তো থাকবে । শুধুই এলাকা দখল আর মুক্তাঞ্চল সৃষ্টি ? এলাকার অনুন্নয়ন যদি ঐ অঞ্চলে মাওবাদীদের কাজ শুরু করার মূল উদ্দেশ্য হয়ে থাকে, to begin with, তালে সেই ইস্যুগুলো এই অন্দোলএর দাবীদাওয়া বা মাওবাদীদের স্টেটমেন্টে সেভাবে আসেনা ক্যানো ?

    ঐ কোবাড গান্ধীর বিবিসি তে দেওয়া ইন্টারভিউ টা তে পড়ছিলাম, ছত্তিসগড়ে ঐ কোটি কোটি টাকার মুনাফা কামানো তামাক ব্যবসার কথা। আর সেখানে শিল্পপতি, মাফিয়া, রাজনৈতিক নেতাদের নেক্সাসে ও চক্রান্তে পুরোপুরি এক্সপ্লয়েটেড হতে থাকা বিড়ি পাতা সংগ্রহ কারী আদিবাসীদের কথা। মাওবাদীরা না এলে যাঁদের বঞ্চনার ইতিহাস হয়তো আরো দীর্ঘতর হত, শুধু গণ আন্দোলন দিয়ে হয়তো এঁদের সমস্যাকে প্রতিবাদকে সেভাবে ভাষা ই দেওয়া যেত না, অন্তত ঐ অঞ্চলে। কিন্তু , তারপর ? মাওবাদীরা আসার পর সেখানে শিলপতিদের মাওবাদীদের তোলা দিতে হয়, আদিবাসীদের মিনিমাম ওয়েজ একটা ভদ্রসভ্য অ্যামাউন্ট করতে হয়। বেশ। কিন্ত্য তারপর ?
    আদিবাসীদের উন্নয়ন নিয়ে আরো অনেক ইস্যু তো রয়েইছে। সেইগুলো অ্যাড্রেস করা নিয়ে ওনাদের কি বক্তব্য ?
    কোবাড গান্ধী কে উন্নয়ন নিয়ে প্রশ্ন করা হলে বলেন, সরকার ওখানে স্কুল বানালে ওনারা সেটা ওয়েলকাম করবেন। এটুকুই।
    আর কিছু না ?

    জানিনা, প্রশ্নগুলো হয়তো খুব নাইভ হয়ে যাচ্ছে।
  • h | 203.99.212.224 | ০৭ অক্টোবর ২০০৯ ১৩:৩৩405640
  • কিশেনজির ছবি পাওয়া গেলেই রিপ্লেস হবে।
  • h | 203.99.212.224 | ০৭ অক্টোবর ২০০৯ ১৩:৫৮405641
  • মেন প্রবলেম হল পান চিবুনো :-)
  • Blank | 170.153.65.102 | ০৭ অক্টোবর ২০০৯ ১৬:০৬405642
  • ভারতের বর্তমান ম্যাপের পক্ষে মাওবাদী আন্দোলন সবচেয়ে ভয়ানক ব্যপার।
  • dukhe | 117.194.231.69 | ০৭ অক্টোবর ২০০৯ ১৯:৪৫405643
  • এক নকুর কথা মনে পড়ে গেল । ব্যাটার কোনদিন সশস্ত্র সংগ্রামীদের সমবেদনা জানানোর সাহস হয়নি, বরাবর ডিস্ট্যান্সিং করেছে, শেষে বুড়ো বয়সে অনুতাপের অশ্রু দাড়িতে মুছে "গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী" ইত্যাদি লিখে প্রাচিত্তিরের চেষ্টা করেছিল । ।
    সেই বুর্জোয়া ট্‌র্‌যাডিশন অহনও চলতাসে ।
  • m | 117.200.80.63 | ০৮ অক্টোবর ২০০৯ ০৮:৪৩405644
  • piকে একটা কথা বলার ছিল । আদিবাসীদের সঙ্গে পুলিশ কি অত্যাচার করছে বললেন, মাওবাদীরা কিভাবে আদিবাসীদের অত্যাচার করে তা জেনে বললেন ? নাকি, সেটা বলবেন না ? সেটা গনাঅন্দোলন ?
    পুলিশ মারাটা খারাপ কাজ নয় ? পুলিশও কিন্তু আপনার আমার মতই সাধারণ লোক । চাকরির দায়ে মাওবাদী এলাকায় গুরতে হয় । তাদের বেশিরভাগই রাজনীতি বোঝে না । যা ওপরতলার হুকুম হয় তাই করে ।
    আর UAPAতে arrest নিয়ে এত আপত্তি কেন ? তৃণমুলীরা তো দুদিন আগেও বলেছে, বুদ্ধদেব ইচ্ছে করে arrest করছেন না । আপনাদের নেত্রী তো কালও বললেন, মহাকরণে এসে ছত্রধর মিটিন করেছে ইত্যাদি ।
    antisocial দের glorify করে আর কতদিন চলবে ? অবশ্য আপনাদের মত মানুষজনই তো সব নিদেন দেন । মরে সাধারণ লোক ।
  • d | 121.245.165.199 | ০৮ অক্টোবর ২০০৯ ০৮:৫১405645
  • m কি মৌসুমী? তাহলে m ছেড়ে নামটা আরেকটু বদলে নিন। ২-৩ টে অক্ষর জুড়ে নিতে পারেন। m নামে M নামে দুজন অনেকদিন ধরেই লেখেন।
  • pi | 72.83.84.203 | ০৮ অক্টোবর ২০০৯ ০৯:৩২405647
  • m, একটু অধিক উত্তেজিত হয়েই পোস্টগুলো করে ফেলছেন বোধহয়।

    পুলিশ মারাটা খারাপ কাজ না একথাটা আমি কোথায় বলেছি একটিবার দেখাতে পারেন কি ?
    শান্ত হউন। তাহলেই দেখতে পাবেন, বরং এর উল্টো কথাটাই বলেছি । :)

    আর এই 'আপনাদের' নেত্রী, 'আপনাদের' মত শব্দগুলো একটু জেনেশুনে প্রয়োগ করলে হত না ?

    যাইহোক, UAPA নিয়ে কিন্তু 'আপনাদের' CPM এর ই আপত্তি। যেকোনো সুভ বুদ্ধি সুস্থ চেতনা সম্পন্ন লোকের ও আপত্তি হবার কথা। পোটা র মত এটাও একটি কালা কানুন, সংবিধানের ২১ নং ধারায় দেওয়া মৈলিক অধিকারকেই খর্ব করে।
  • Samik | 122.162.75.11 | ০৮ অক্টোবর ২০০৯ ০৯:৫০405648
  • তবে পুলিশকে সাধারণ লোক মানতে আমার আপত্তি আছে। এ নিয়ে আগেও আলুচানা হয়ে গেছে।
  • kallol | 220.226.209.2 | ০৮ অক্টোবর ২০০৯ ১০:৩৪405649
  • পুলিশ মারার বিরোধিতা যেকোন সুস্থ মানুষই করবে। মাওবাদীর বা সেই অর্থে এইসব জঙ্গী দলগুলো, আলফা, কাশ্মীরের জঙ্গী গোষ্ঠীগুলো মানুষের উপর অত্যাচার করে - তার প্রতিবাদ বরাবর হয়েছে। কিন্তু তাই বলে রাষ্ট্রের অত্যাচার বৈধতা পায় না। আসলে রাষ্ট্রের সাথে এদের খুব বেশী ফারাক নেই - এরা হবু রাষ্ট্র। উভয়েই যা যা করে থাকেন সবই ""জনগনের স্বার্থে""।
    কিন্তু কথা হলো - এই সব গোষ্ঠীরা মানুষের সমর্থনও পায়। সবই শুধু ভয়ে নয়। যে সব অঞ্চলে এদের কাজ - সেগুলো ভারতের সবচেয়ে হতদরিদ্র জায়গা - এ কথা জানতে অমর্ত সেন হতে হয় না।
    যে পুলিশটিকে মারা হয়েছে, তিনি স্পেশাল ব্রাঞ্চের কর্মী। স্পেশাল ব্রাঞ্চের পুলিশ কি বস্তু তা ব্যক্তিগত ভাবে হাড়ে হাড়ে জানি। তাও বলব হিংসার পথ সমর্থনযোগ্য নয়।
  • Arijit | 61.95.144.123 | ০৮ অক্টোবর ২০০৯ ১০:৪১405650
  • যদি সমর্থন পায় তাহলে তো সেই পুরনো প্রশ্নটা ফিরে আসে - যে এই সমর্থনকে ব্যবহার করে তারা মেনস্ট্রীম ডেমোক্রেসিতে আসে না কেন? ধরা যাক আইডিয়াল কেসে বলা হল দুই তরফে মারমারকাটকাট বন্ধ - ইভেন পুরো অ্যামনেস্টি থাকলো - এরা কি পথ বদলাবে?
  • kallol | 220.226.209.2 | ০৮ অক্টোবর ২০০৯ ১০:৫৭405651
  • এদের গোটা অস্তিত্বই মূল ধারার বিরোধিতায়। যদিও, এদের অনেকেই মূলধারায় চলে এসেছে। আসামে আসু, ঝাড়খন্ডে মুক্তি মোর্চা, কাশ্মীরে ইয়াসিনরা, প:ব:তে বহু নকশাল গোষ্ঠী, নাগাল্যান্ডে-মিজোরামে বহু গোষ্ঠী - কিন্তু তাতে আর কবে চিঁড়ে ভিজেছে ? সমস্যার সমাধান তো হয়ই নি, উল্টে এরা অনেকেই যা সব মাল হয়েছেন তা কহতব্য নয়।
  • nakshaal | 59.161.186.75 | ০৮ অক্টোবর ২০০৯ ১৭:৩৭405652
  • 'মূল ধারার বিরোধিতা'? হাসালেন দাদা । মূল ধারাটিকেই ধরে থাকেন এরা । সেটাই নিয়ম । যতদিন সরকারকে ধরে আখের গোছানো হয়েছে, ততদিন তাই করেছে । এখন হাওয়া উল্টোদিকে। এরাও উল্টো সুরে গান গাইছে । এটাই নিয়ম ।
  • dukhe | 122.160.114.84 | ০৮ অক্টোবর ২০০৯ ১৮:২০405653
  • আরি: সাবাস ! মাওবাদীরা গান গাইছে ? শুনে দেখতে হচ্ছে তো । সন্ধান দিন দাদা । কিশোরকণ্ঠী কিষেনজি - ভাবতেও রোমাঞ্চ ।
  • Blank | 170.153.65.102 | ০৮ অক্টোবর ২০০৯ ১৯:৪৩405655
  • কবীর সুমন তো গান ই গায় !!
  • tatin | 70.177.57.163 | ০৮ অক্টোবর ২০০৯ ২০:০৭405656
  • জানিনা এ পৃথিবীর সিপিয়েম গান শোনে কি না!
  • bb | 115.117.205.89 | ০৮ অক্টোবর ২০০৯ ২৩:৪০405658
  • এই বাচ্চাটার বা এই পরিবারের দু:খের কথা 'সংহতি'তে থাকবে না। আর কোন মানাবাধিকার সমিতি কিন্তু এদের জন্য দৌড়বেনা। কিন্তু তারা ছত্রধরের চোখ কেন ঢাকা হয়েছিল এই নিয়ে ঢক্কনিনাদ চালাবেন। আহা কত:ই রঙ্গ দেখি দুনিয়ায় ........
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন