এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাল গড় :পটভুমি,অতিত-বরতমান-ভবিষ্যত

    kanti
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০০৮ | ২৮৯১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | 59.93.218.218 | ০৫ অক্টোবর ২০০৯ ২২:১৪405559
  • কয়েকটা জিনিষ জানার ছিল-
    ১। মাওবাদীদের নিষিদ্ধ করা হয়েছে কি ২০০৯-এর UAPA amendment এনে? না, অন্য কোনো আইন?
    ২। মাওবাদীদের শাখা-সংগঠনগুলিও কি নিষিদ্ধ ঘোষিত হয়েছে? তা যদি হয়েও থাকে, কোনো সংগঠন যে মাওবাদীদের শাখা-সংগঠন সেটা প্রমাণ হবে কিভাবে?
    ২ ক। জনসাধারণের কমিটি কি প্রমাণিতভাবে মাওবাদীদের শাখা সংগঠন? নাকি সেটা সাবজুডিস? যদি তা-ই হয়, তাহলে অর্ধেন্দু সেন এত বকবক করছেন কিসের যুক্তিতে?
    ৩। এখনকার প: বংগে কি অর্ধেন্দু সেনরাই যা বলার বলবেন? পুলিশ মন্ত্রী-ফন্ত্রি কীসব যেন ছিল ! তাঁদের তাহলে কোনো বক্তব্য নেই এব্যাপারে?
  • I | 59.93.218.218 | ০৫ অক্টোবর ২০০৯ ২২:১৯405560
  • ঝি-কে মেরে বৌকে শেখানো।
  • I | 59.93.218.218 | ০৫ অক্টোবর ২০০৯ ২২:২৪405561
  • চব্বিশ ঘন্টা চ্যানেলের একজন হোলটাইমার আছে। একজন এক্স-কর্নেল। যখন-তখন স্যুট-টাই পরে বসে থাকেন এবং তাবত বামপন্থী-বুদ্ধিজীবীদের কড়া জাতীয়তাবাদী গালমন্দ করে থাকেন। হাতে বন্দুক থাকলে ....-ভাবখানা এইরকম। ইনি হচ্ছেন "আমাদের সুসীল'।
    আরেকজন "আমাদের সুসীল' এসে বললেন -যিনি কিছুমাত্র পড়াশোনা করেছেন, তিনি কী করে মাওবাদীদের মত দেশের জঘন্য শত্রুর সঙ্গে হাত মেলাতে পারেন !

    কিন্তু এইসব সুসীলদের পায় কোত্থেকে কে জানে !
  • h | 61.95.144.10 | ০৫ অক্টোবর ২০০৯ ২২:৩০405562
  • ক। হ্যাঁ ন্যুনতম গবেষণা বিতর্কের অবিছেদ্য অঙ্গ। অতএব প্রতিদিন পড়তে হতে পারে। বিশেষত: সে যখন পরিষ্কার।
    খ। বিশুদ্ধ কম্যুনিস্ট হতে গেলে মূলত: খুনী হতে হবে, এই যুক্তিটা এত তাড়াতাড়ি এসে যাবে ভাবি নি। মানে লক্ষন শেঠের সঙ্গে অন্তত: প্রকরণে পার্থক্য থাকতে হবে তো, এই ছেনছিটিব বাজারে।
  • a x | 143.111.22.23 | ০৫ অক্টোবর ২০০৯ ২২:৪০405563
  • হনু, খ যদি আমার উদ্দেশ্যে হয়, তাইলে বলব কথা ঘোরানোতে তুমি এত পারদর্শী আগে বুঝি নি। if B is a subset of A, then without B, A is invalid এরকম যুক্তিও তুমি এত সহজে দেবে বুঝি নি।
  • pi | 128.231.22.89 | ০৫ অক্টোবর ২০০৯ ২২:৫৬405564
  • ধুর, প্রমাণের আবার কি আছে ?
    সরকারের কাজের বিরুদ্ধে কিছু বলা মানেই মাওবাদীদের সাথে যুক্ত থাকা। কারণ মাওবাদীরাও সেই এক ই কাজের বিরুদ্ধে হয়তো বলেছিল।

    তবে এক ই লজিকে কিন্তু সিপিএম সিপিআই লোকজন ও গ্রেপ্তার হতে পারে।
    মাওবাদীরা সেজের বিরুদ্ধে, প: ব র বাইরে সিপি আই সিপিএম অনেকজায়গাতেই সেজের বিরুদ্ধে।
    এরকম আরো কত ইস্যু আছে।
    অতএব ...
  • pi | 128.231.22.89 | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:১৫405565
  • দু দি, ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে কোন লেখায় কি সমস্যার বলতে চাইলে বুঝিনি।

    আর খবরের সত্যাসত্য নিয়ে ফলো আপ প্রসঙ্গে, ঐদিনের ঐ পাঁচ শিশু সহ ষোলোজনকে 'মাওবাদীদের' হত্যার খবর পরে জানা গেছে ভুল, সেই ফলো আপ নিউজ টাও তুমি দেবে বা সেটা আদৌ ফলো আপ করবে, এমনটা বা এতটা আশা করিনি, তবে এটাও ও আশা করিনি, এতদিন বাদে পুরানো ভুল খবরটাই আবার দেবে। যাই হোক, তোমাকে এ নিয়ে কিছু বলার নেই। কারণ, পরের খবরটা তুমি নিশ্চয় পাওনি।
    আর এই না পাওয়াটা আশ্চর্যের ও কিছু না।
    আফটার অল, মাওবাদীরা নিরীহ শিশুদের ধরে ধরে হত্যা করেছে, এই খবরে সেনসেশন তৈরি ও তাড়াতাড়ি ছড়ানোর জন্য সব এলিমেন্ট ই মজুত। ঐ ঘটনার সাথে মাওবাদীদের যোগাযোগ নেই, এই স্যাঁতস্যাতে খবরে তো আর সেসব কিছু নাই। তাইলে আর ছড়াবেই বা কেমনে আর লোকে জানবে ই বা কিকরে।
  • dukhe | 117.194.231.87 | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:১৮405566
  • বিদ্বজ্জনেরা ছত্রধরের সঙ্গে মিটিং করেছেন - ডিজি বাবুরা অনেক জেরা করে জেনেছেন । সময়মত টিভি দেখলে এটা কয়েক মাস আগেই জানতে পারতেন । কিংবা কাগজ পড়লে ।
    পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয় । মাইরি ।
  • Du | 65.124.26.7 | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:২৫405567
  • পাই কি আমার সব লেখাগুলো পড়ে তারপরও এই লাস্ট পোস্টটা করলে? তাহলে আর বলার কিছুই নেই।

    তবে চিন্তা করো না, লালগড়ে এসে গণতন্ত্রপ্রেমী অনেক লোককেই মাওবাদীরা পাশে পেয়ে গেছে, ২০১১ পর্য্যন্ত সমর্থনের অভাব হবে না এই বঙ্গে। রেলের বেসরকারীকরণ আর রেললাইন ওড়ানোর সুন্দর সামঞ্জস্য রয়েছে আপাতত:। শণি রবি ছুটি কাটিয়ে কোন এক সিপিএম দুদি যতই মাওবাদীদের নেগেটিভ দেখানোর জন্য তামাদি লিংক দিক তাতে কিছু এসে যাবে না।
  • Du | 65.124.26.7 | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৪০405569
  • যাকগে, গাল না ফুলিয়ে বলি - আমি অক্ষকে ঐ লিংকটাই খুঁজে দিয়েছিলাম - এইভাবে - ndtv তে গিয়ে - naxal firing children কীওয়ার্ড দিয়ে। সেন্সেসন তৈরী করার কোন রাষ্ট্রীয় পরিকল্পনায় যোগ দেওয়ার কোন ইচ্ছা আমার ছিল না।

    ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে সমস্যা? ঘাড় বাঁকানো হয় নি আর কি এইটুকুই সমস্যা। যা ফ্যাক্ট দিতে চেয়েছেন তাই দিয়েছেন, পুরোটা নয়।
  • pi | 128.231.22.89 | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৪১405570
  • সত্যিকারের গণতন্ত্রপ্রেমী লোকজনের কিন্তু এইসব অ্যারেস্টের প্রতিবাদ করা উচিত :)
  • dukhe | 117.194.231.87 | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৪৩405571
  • বাঙালী, কে না জানে - দুরকম । হয় সিপিয়েম, নয় মাওবাদী ।
    হয় তুমি আমার দলে, নয় তুমি টেররিস্ট । কে যেন বলেছিল ।
    কে যেন বলেছিল - বিপ্লব । পার্লামেন্ট শুয়োরের খোঁয়াড় ।
    সব ঘেঁটে ঘ ।
  • pi | 128.231.22.89 | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৪৯405572
  • লালগড়ে আদিবাসীদের সাথে পুলিশ যা করে এসেছে, হিউম্যান রাইটসের যেরকম ভায়োলেশন হয়েছে, গণতন্ত্রপ্রেমী একজন মানুষ হিসেবে, দু দি , তোমার তাদের পাশে দাঁড়ানোর কথা মনে হয়নি ? সত্যি বলতো ?
    আর মাওবাদীরাও আদিবাসীদের পাশে ছিল ( একথা তো আদিবাসীরাও কখনো অস্বীকার করেননি, ফ্যাক্ট ফাইন্ডিং টিম এর রিপোর্টেও অতি স্পষ্ট করে তা লেখা ছিল) , তো, একজন গণতন্ত্রপ্রেমী মানুষ হিসেবে আদিবাসীদের ইস্যুটাকে সমর্থন করলে তুমি মাওবাদীদের সমর্থক হয়ে যাচ্ছো। তাই তো ? এবং সে হেতু তোমাকে রাষ্ট্রের শত্রু হিসেবে জেলে পোরার অধিকার থাকছে সরকারের। তাই তো ?
  • Du | 65.124.26.7 | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৫৫405573
  • তারা তো করবেই। তারাই তো সঙ্গী এখন।
    প্রতিবাদ আমিও করি, তবে ব্যক্তিগতভাবে , হাই প্রোফাইল লোকজনকে অ্যারেস্ট করা বন্ধ করারও আগে - সাধারণ আদিবাসীদের হয়রানি বন্ধ হওয়া দরকার এবং বামফ্রন্টকে এদিকে সচেষ্ট হতেই হবে।
  • dukhe | 117.194.231.87 | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৫৬405574
  • তাছাড়া রেলের বেসরকারীকরণ চাইলেও মাওবাদী বলে ধরা যেতে পারে । তাই তো দিদি ?
  • Du | 65.124.26.7 | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৫৭405575
  • মনে করি - হবে
  • pi | 128.231.22.89 | ০৬ অক্টোবর ২০০৯ ০১:৩৩405576
  • ভাল কথা।
    যে UAPA লাগিয়ে এখন ধরা হচ্ছে। মানে বামফ্রন্ট সরকার ই ধরছে, সে ই নিয়ে সিপিএম এর লিখিত বক্তব্য :

    Instead of strengthening these basic requirements, the
    government went for the option of strengthening the Unlawful
    Activities (Prevention) Act. Shamefully, the Congress-led
    government has brought back draconian and widely misused POTA
    provisions like detention without bail for 180 days, three years
    imprisonment for withholding information, etc., within the UAPA.
    The CPI(M) and Left parties were the only parties in Parliament
    to oppose such measures.

    http://www.cpim.org/content/highlights-pamphlet-communalism

    :)

    অবিশ্যি লেখা তো কত কিছু ই থাকে।
    নেহাত দুর্জন ( মানে ঐ স্বজন টজন আর কি ) না হলে এসব পড়তে বা পড়লেও ধরতে নেই।
    বন্ধ কারখানার জমি নিয়ে, পতিত, অকৃষিযোগ্য জমিতে নতুন শিল্প হবে, নেহাত দরকার পড়লে কৃষিজমির কথা ভাবতে হতে পারে, হলে তাও কেবল একফসলী, প্রকাশ কারাত তো বছর কয় আগে এরকম ই কিছু লিখেছিলেন, পিপলস ডেমোক্রেসি তে, সিঙ্গুর কান্ডের সময় কি তা মনে করিয়ে দেওয়া উচিত? না না, একদম না !
    সেজ নিয়েও অনেক কথাবার্তা লেখা ছিল ,ঐ পিপলস ডেমোক্রেসি তেই, সে কথা কি আমাদের নন্দীগ্রামের সময় একবার ও বলা উচিত? উঁহু।
    খুচরো ব্যবসা, বহুজাতিক সংস্থা ইত্যাদি নিয়েও অনেক কথা আছে, সেকথা তো কই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, রিল্যাএন্স প্রসংগে উত্থাপন করা উচিত ? বিগ নো, নো।
    আরো কত কি তো লেখা আছে।
    ওসব ধরতে নেই। সে আমরা জানি।
    খালি একটাই দাবী।
    সিপিএমের মত সিপিএম সমর্থকেরা অন্তত লিখিতভাবে তো বলুন UAPA কালা কানুন, অন্তত UAPA প্রয়োগ করে এই গ্রেপ্তার গুলোর লিখিত প্রতিবাদ তো করুন।

    অবিশ্যি কিছু সিপিএম সমর্থককে অক্কুটে বলতে শুনলাম, এই গ্রেপ্তারের তাঁরা প্রতিবাদ করছেন ।
    এদেরকে ধরে গুলি করে মারলেই যখন ল্যাঠা চুকে যেতো, তখন আর খামোখা গ্রেপ্তার ফ্রেপ্তার ক্যানো ?
  • h | 61.95.144.10 | ০৬ অক্টোবর ২০০৯ ০৭:৩০405577
  • একটু ক্লিয়ার করে দি। প্রথমত: বিদ্বজনেরা ও তাঁদের সানগ্লাসেরা যে ছত্রধরের সঙ্গে দেখা করেছিলেন, সেটা যাকে বলে না দেখে বা না জেনে উপায় ছিল কী? মানে বিদ্বজ্জনেরা কী কী করেছেন বা ভেবেছেন বা কী কী করবেন বা কেন কী কী করতে পারেন বা ভাবতে পারেন বা কী কী করতে করতেও করেন নি, এই সমস্ত ডিটেল -ই কি না জেনে উপায় আছে? বাংলা মিডিয়ার যে আর কোন কাজ নাই। আমাদেরো কোন কাজ নাই, বাংলা মিডিয়ার এই অত্যাচার সহ্য করা ছাড়া। সকালে বিদ্বজ্জন রাতে সিরিয়াল, মাঝে মাঝে সুদু বিদেসে অথবা সোফাতে বাঙালী। মোটামুটি এইটেই যাকে বলে ক্রিয়েটিভ প্রোগ্রামিং। কী করে টেলিভিসন চালাবেন বলে একটা প্রবন্ধ লিখলে এর চেয়ে বেশি কিছু লেখার দরকার নাই। তো যাই হোক এ খবর ছিল।

    আমাকে সিপিএমের দালাল হিসেবে ট্রিট করতে গিয়ে কতগুলো বেসিক কাজ করা হয় নি। সেটা হল কাগজ গুলো, য কাগজ গুলো থেকে রেফারেন্স দিচ্ছেন সেগুলো একটু নিয়মিত পড়া, আর কম্যুনিস্ট আন্দোলনের বিশুদ্ধতা নিয়ে ক্লিশে গুলোর বাইরে একটু কথাবার্তা বলা।

    বিদ্বজনেরা গেছিলেন ছত্রধরের সঙ্গে দেখা করতে। বেশ করেছিলেন। সিপিএম বিরোধী শক্তি কনসোলিডেশনের কাজ অনেকেই নিজের মত করে করছেন, বেশ করছেন, তাতে লজ্জা পাওয়ার কিছু নাই। শুধু তাতে কনট্রাডিকশন যে সব আসছে, সেগুলোর জবাব দেওআর মত রেটোরিক থাকলেই হল। মুশকিল হল, অতি উৎসাহে, বিভিন্ন ফ্রন্টের মধ্যে সেটা গুলিয়ে যাচ্ছে। কোন এক্‌জামিনেশন-ই সামলাতে পারছে না। সেই জন্যেই এত রাগ আর কী।

    আর কথা ঘোরানোর পারদর্শিতার মৌরসী পাট্টা তো নিতেই হচ্ছে। অন্তত: একে ৪৭ আর বিভিন্ন দেশী অস্ত্র ঘোরানোকে সমর্থন করছি না আর সেটাকে নিরুপায় মানুষের লড়াই বলে লেজিটিমেসীও দিচ্ছি না। কর্পোরেট মিডিয়া কতগুলো, সঞ্জয় গান্ধীর মন্ত্রশিষ্য সব রাজনীতিক ব্যক্তিঙ্কÄ, কতগুলো বস্তাপচা ইউথ কাল্টের রাজনীতি করা আঁতেল, তারা কিনা বিশুদ্ধ কম্যুনিস্ট আন্দোলনের আর আদিবাসী আইডেন্টিটি পলিটিক্সের মূল মরাল সমর্থক, এই আজব কংগ্লোমারেশনকে নিয়ে প্রশ্ন করলে সবাই খচে যাবে, এটা হাস্যকর।
  • a x | 75.53.198.45 | ০৬ অক্টোবর ২০০৯ ০৯:২৮405578
  • মনে হচ্ছে উদ্বেলিত আবেগে বা ক্ষোভে এবার ইনকোহেরেন্ট কথা বলছ। বা আমার কথা কিসুই বোঝো নাই, কিন্তু আবেগ এবং ক্ষোভটা আছেই, কোথাও একটা ঝাড়তে হবে। তা বেশ। এটুকু আছে বলে, তাও না?
  • h | 203.99.212.224 | ০৬ অক্টোবর ২০০৯ ১০:০১405580
  • হ্যাঁ অন্ধ সিপিআইএম বিরোধিতা ছাড়া এই বিরোধী আজব ফ্রন্টের পক্ষে আর কোন কোহেসন নেই কিনা, তাই এই ধর্ম বর্জিত যে কোন বিশ্লেষণকেই ইনকোহেরেন্ট মনে হবে। সেটাই স্বাভাবিক।
  • kd | 59.93.246.186 | ০৬ অক্টোবর ২০০৯ ১০:০৫405581
  • hএর এই অবজারভেসনটা কি ঠিক? বিদেসের বাঙালি সোফায় বসে টিভি দ্যাকে না?

    ডি: লজিক নিয়ে নো পোশ্নো। আমি hএর টেকনিকই ফলো করচি:)
  • h | 203.99.212.224 | ০৬ অক্টোবর ২০০৯ ১০:১১405582
  • কাবলি দা আমি যেটা বলতে চেয়েছি, বাংলা মিডিয়ার প্রোগ্রামিং আর যাই হোক কোন কল্পনাশক্তির প্রকাশ নেই। রাজনীতি আলোচনা মানে অনেকাংশেই, বিদ্বজনের রোল কল, আর নইলে বিদেশের বাঙালী আর সেলিব্রিটি বাঙালীর চ্যাট শো। ইত্যাদি। বিদেশে বাঙালী রা ঠিক কী ভাবে বসে বা কোথায় বসে বাংলা চ্যানেল দেখেন, মাইরি বলছি, এই নিয়ে আমার কোন বক্তব্য নাই। মাক্কালী:-)
  • a x | 75.53.198.45 | ০৬ অক্টোবর ২০০৯ ১০:২২405583
  • শিলিগুড়িতে কং, পঞ্চায়েতে বিজেপি, বিহারে লিবারেশন, এদিকে চিদাম্বরমের কাঁধে বন্দুক রাখা লেফটফ্রন্টের কোহেশন দেখে চক্ষু উন্মীলিত হোক, বাতাস মধুময় হোক। আমেন।
  • h | 203.99.212.224 | ০৬ অক্টোবর ২০০৯ ১০:৩৭405584
  • ঠিক ঠিক। সিপিএম এর সঙ্গে আর নকু বিপ্লবী দের এই কী মিল কী মিল ভাবটির কথাই তো এতক্ষণ ধরে বলে আসছি। আমি বলেছিলাম, 'বাইরে' থেকে সমর্থনের ভুয়ো রেটোরিক এবং ব্যাংকরাপ্টসির কথা। একটু উপরের দিকে স্ক্রোল করলেই পাওয়া যাবে। তো এই যে মিল খুঁজে পাওয়া গেল তাতে কী সিপিএম বিরোধী জোটের মরাল অথরিটি কিসু বাড়লো? নিশ্চয় বেড়েছে, এত বিপ্লবী সংস্পর্শে আমার চোখ ফুটে উঠলেই আমি দেখতে পাবো। সে বিশুদ্ধ বিপ্লবী সুদিনের আর দেরী নাই।
  • lcm | 128.48.254.32 | ০৬ অক্টোবর ২০০৯ ১০:৫৩405586
  • h বলেছে ..."অন্ধ সিপিআইএম বিরোধিতা '....। অর্থাৎ, "অন্ধ সিপিআইএম" -এর বিরোধিতা, অন্ধত্বের বিরোধিতা... প্রভু আলোর দৃষ্টি দাও... ইত্যাদি...

    সিপিএম/পুলিশ-এর থেকে বেছে বেছে বাজে লোকেদের মাওবাদীরা মেরে ফেলছে, আর, সিপিএম/পুলিশ বেছে বেছে বাজে আদিবাসী/মাওবাদীদের মেরে ফেলছে। তাহলে, হাতে রইল কি, পেনসিল?

    মহাত্মা বলেছেন, eye for an eye makes the whole world blind...। কিন্তু, দুই পক্ষই যদি আই ব্যাংকে চক্ষুদান করে, তাহলে ট্রান্সপ্লান্ট করে চোখ বদলা বদলি করে নিতে পারে। মাহাতো আর বুদ্ধদেব - let them exchange their visions...। কে বলতে পারে, হয়ত সেখানেই আছে সমাধান।
  • a x | 75.53.198.45 | ০৬ অক্টোবর ২০০৯ ১০:৫৩405585
  • ও এই ব্যাপার? আগে বললেই হত। নকু বিপ্লবীরা আর অ্যাস ব্যাড অ্যাস মাকু মনসবদার? এটা? তো বেশ। নকু বিপ্লবীরা ৩২ বছর কাটাক, তারপর তাই বলব। যাগ্গে এই উচ্চমার্গের রাজনৈতিক বিশ্লেষণে আজ একটু তাড়াতাড়িই ঘুম পেয়ে গেল। কাল আবার হবে।
  • Suvajit | 203.19.175.113 | ০৬ অক্টোবর ২০০৯ ১১:১১405587
  • না না h বলেছে যে কৃষক, মজুর, আদিবাসী সবার আন্দোলন, উন্নয়ন, অধিকার, লড়াই সব হয়েছে লাল ঝান্ডার নীচে। লাল মানে ফিকে লাল, ঘন লাল না। অথেব আমাদের পাঁঠা আমরা ন্যাজে কাটবো না মুড়োয় কাটবো আমাদের ব্যাপার। তুমি, কালো সানগ্লাস, বেগুনি শাড়ি, পাকা দাড়ি কে হে এনিয়ে কতা কইছ। নেকুপুসু যত্তসব।
  • Blank | 203.99.212.224 | ০৬ অক্টোবর ২০০৯ ১১:২৪405588
  • নকু দের জোট সঙ্গী তিনোমুল। ঔম ঔম
  • h | 203.99.212.224 | ০৬ অক্টোবর ২০০৯ ১১:২৮405589
  • যে কোন অপছন্দের বিশ্লেষণ কে এড়ানোর এই পদ্ধতি টি খুব ই উচ্চমার্গের সন্দেহ নেই। বিল্পবীদের লম্ফ ঝম্প মূলত: যুক্তিহীনতা নির্ভর, এবং সে কারণেই ক্লান্তিউদ্রেক কারী। ঘুম তো পাবেই।
  • h | 203.99.212.224 | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৩১405592
  • রাজনৈতিক কথাবার্তা হলে বিতর্ক হবে। তার আগে ধ্বনি সর্বস্ব বিকট রসিকতাটা শেষ হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন