এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাল গড় :পটভুমি,অতিত-বরতমান-ভবিষ্যত

    kanti
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০০৮ | ২৮৯২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 173.26.17.106 | ০৩ জুলাই ২০০৯ ২১:৫৬405426
  • মেলে পেলাম:

    COMMITTEE FOR THE RELEASE OF POLITICAL PRISONERS

    185/3, FOURTH FLOOR, ZAKIR NAGAR, NEW DELHI

    CONDEMN THE ARREST OF Medha Patkar, Gopal Menon, Sujato Bhadra

    and others on their way to Lalgarh!

    Punish the police men who brutally assaulted filmmaker Gopal Menon!

    RELEASE THEM UNCONDITIONALLY!

    The Committee for the Release of Political Prisoners (CRPP) strongly condemn the arrest of Medha Patkar, Sujato Bhadra, Gopal Menon and Anuradha Talwar at Bombay road on their way to Lalgarh by the West Bengal Police. They were arrested and booked under Cr PC 151 & 188.

    Gopal Menon the filmmaker was specifically targeted by the vindictive police of West Bengal who brutally assaulted him with rifle butts and batons. He was beaten under the specific instructions of the Additional SP of police Pranab Kumar as per the information from several civil rights groups. After being beaten on the chest and other parts of the body he had to be admitted to the Debra Hospital near by as he started profusely vomiting. Gopal Menon had also tried to accompany another fact finding team a few days before comprising of senior trade union activists, women’s activists, lawyers and other social activists. This team also was arrested at Midnapore. May be the crime of Gopal Menon was his assertion to his right to know and document the activities of the state in supposedly bringing back ‘normalcy’ in Lalgarh and Jangal Mahal.

    If this is what a documentary filmmaker has to face before the lawless police and paramilitary of the CPM-led government in West Bengal then one can imagine the state of affairs of the faceless Adivasi people of Lalgarh and Jangal Mahal. No wonder why the police and the paramilitary are not allowing anyone with an independent mind to visit the area under occupation by the forces. This also brings to the fore the fear of several civil rights bodies and other independent observers that the police and paramilitary can resort to any level of barbarism in order to ‘sanitise’ the area. And this also makes it clear why the central home minister P. Chidambaram does not want any civil society group or human rights bodies to visit the area!

    The only way that this government can deal with the issues of life and death for the toiling masses, pertaining to the four dreaded Ds—Displacement, Destruction, Destitution and Death—are only through the baton and barrels of the police and paramilitary. Otherwise any people oriented government would have first listened to the just demands of the Adivasis of Lalgarh. The latest reports coming from independent sources also say that the paramilitary has started burning the huts and destroying the poultry of the people in Lalgarh. Their wells are being poisoned and excreta being thrown into the water bodies that are normally used for drinking purposes. All these exercise of brutality point to Salwa Judum kind of campaign being undertaken against the defiant masses of Lalgarh. Already there are reports of harassment of children, women and the old.

    The Committee for the Release of Political Prisoners (CRPP) demand the immediate and unconditional release of these prominent social and civil rights activists. We demand that the Additional SP Pranab Kumar who had specifically instructed his police men to brutalise the filmmaker Gopal Menon should be booked under the law of the land for abuse of his power. Such high handed and authoritarian behaviour of senior police officers should be curbed firmly. Such police officers can only be a bane ot the society.

    03.07.09

  • Arpan | 122.252.231.12 | ০৩ জুলাই ২০০৯ ২৩:৩৩405427
  • গিলসাহেবের অমৃতবচন পড়ে দাউদাউ করে জ্বলে গেল মাইরি। বা*** ঢপের মিডিয়া।
  • ranjan roy | 122.168.6.62 | ০৩ জুলাই ২০০৯ ২৩:৪৩405428
  • গিলসাহেবকে জিগাই-- উনি আসাম-পাঞ্জাবের অভিজ্ঞতা নিয়ে এত সব কইলেন। কিন্তু ছত্তিশগড়ের হাতে-গরম কেস নিয়ে কিছু কন নাই কেন?
    জনগণের জন্যে জানাই- উনি একবছর ছত্তিশগড়ে নক্‌শাল দমনের জন্যে ভালো কন্সাল্টেন্সি ফী ও পার্কস্‌ নিয়ে একবছর রাজ্যসরকারের উপদেষ্টা হিসেবে কাটালেন। ফল: অশ্বডিম্ব। গত বছর রমন সরকার তাঁকে সবিনয় গলাধাক্কা দিয়ে ফেরত পাঠিয়েছে।
    আর উনি যে বুড়ো বয়সে শ্রীমতী রূপেন দেওলের নিতম্বদেশে চিমটি কেটে আদালতের হুড়ো খেলেন- সে অভিজ্ঞতা ও বঙ্গের কিছু নামী প্রতিভার কাজে লাগতে পারতো।
  • maobirodhee | 69.15.164.33 | ০৪ জুলাই ২০০৯ ২০:৩৯405430
  • গুনিজনেদের প্রতি প্রশ্ন- এই সময় সুজাত ভদ্র বা মেধা পাটেকরদের লালগড় যাবার কি প্রয়োজন? এই মুহুর্তে সেখানে সব ধীরে ধীরে শান্ত হয়ে আসছে, বিনাক্ষয়ে অনেকটাই সরকার শান্তি প্রতিষ্ঠা করেছেন এবং কিছু ইতিবাচক কাজ শুরু করেছেন।
    এখন বিমান বসু বা সুজাত ভদ্র কারুরই ওখানে গিয়ে অবস্থার অবনতি করার কি প্রয়োজন?
    ডি: তার মানে এই নয় পুলিশ লাঠি মারবে তাদের।
  • Samik | 122.162.236.35 | ০৪ জুলাই ২০০৯ ২১:৪৩405431
  • মাওবিরোধীর প্রতি প্রতিপ্রশ্ন,

    সুজাত ভদ্র হাওয়া খেতে গেছিলেন ওখানে। আপত্তি আছে? ভারতের যে কোনও প্রান্তে যে কোনও ভারতীয়ের যাবার অধিকার আছে। তার প্রয়োজন জিজ্ঞেস করবার আপনি কে?
  • maobirodhee | 69.15.164.33 | ০৪ জুলাই ২০০৯ ২২:০১405432
  • যেখানে ১৪৪ ধারা জারি আছে, সেখানে হাওয়া খেতে যাওয়া মানে হয় আপনি অস্থিরতা সৃষ্টিকারী, নয় পাগল। গনতন্ত্রের মানে এই নয় যা খুশি করব।
    লক্ষ করুন মমতা বা প্রণব কেউই কিন্তু মন্ত্রী হয়ে ঐ পথে জাননি কারণ সেটাই তাদের দায়িত্বশীল আচরণের মধ্যে পড়ে।
    সুজাত ভদ্রেরা কিন্তু বাংলার আরও যেখানে অশান্তি হচ্ছে সেখানে যাচ্ছেন না যদিনা সেটা CPM বিরোধী না হয়। এই দ্বিচারিতা কেন?
  • Samik | 122.162.236.35 | ০৪ জুলাই ২০০৯ ২২:৪০405433
  • দায়িত্বশীল আচরণ? না কুর্সি বাঁচানোর কারণ?

    আপনি কি জানেন, মহাকরণের সামনে তিনশো পঁয়ষট্টি দিন ১৪৪ ধারা জারি করা থাকে? তা হলে রোজ ওখানে যত লোক যায় সবাই হয় অস্থিরতা সৃষ্টিকারী নয় তো পাগল, নাকি? আপনি জানেন ১৪৪ ধারা কী জিনিস?

    সুজাত ভদ্র বাকি জায়গায় যাচ্ছেন না তার কারণ সুজাত ভদ্রের ইচ্ছে। একটা লোক অ্যাট এ টাইম একটা জায়গাতেই যেতে পারে। অবশ্য আপনিও সমালোচনা করতেই পারেন, আপনার ইচ্ছে। :-) যে কোনও ভারতীয় নাগরিকের সেই অধিকার আছে।
  • ranjan roy | 122.168.69.164 | ০৪ জুলাই ২০০৯ ২২:৪৬405434
  • মাওবিরোধী,
    প্লীজ, সমস্ত লোকজনের আচরণবিধিকে কেবল সিপিএম-বিরোধী বা বিরোধীনা, এই লূপের বাইরে এসে দেখার চেষ্টা করুন।
    আর এই মুহুর্তে লালগড়ে কেন্দ্রীয় পুলিশের অপারেশনের চেয়ে বড় দূরগামী তাৎপর্য্যের কোন ঘটনা ঘটছে কি?
    যে অ্যাক্টের প্রয়োগ হচ্ছে তাতে যে চুপিসাড়ে টাডার অগণতান্ত্রিক ধারাগুলো ঢোকানো হচ্ছে খেয়াল করেছেন?
    আগামী দিনে মমতা ক্ষমতায় আসলে সেগুলো যে সিপিএম এর বিরুদ্ধে ব্যবহার হবে না তার কোন গ্যারান্টি আছে?
  • a x | 75.53.192.85 | ০৪ জুলাই ২০০৯ ২৩:৫৬405436
  • মেধার সাথে নানার কোনো বৈধ সম্পর্ক আছে বলে জানা যায়নি। উনি পাটেকর না। পাটকর।

    যেখানে গোপাল মেননের মত তথ্যচিত্র পরিচালক কে এমন মার মারে যে মুখ দিয়ে বমি করতে হয়, সেখানে পুলিশ আদিবাসীদের কি করছে দেখার জন্য APDR এবং অন্যান্য মানবাধিকার সংস্থার লোক যাওয়ার দরকার গণতন্ত্রের স্বার্থেই।

    হ্যাঁ বিনাক্ষয় তো বটেই। কাউকে তো পুলিশ মেরে ফেলেনি। খালি বাড়ি ঘরদোর ভাঙ্গচুর, লাঠি দিয়ে পশুর মত মারা, একটু মেয়েদের কাপড় তুলে যৌনাঙ্গে আঘাত, কিম্বা ৫ মাইল দুর থেকে আনা জলে হিগু হাসু করে যাওয়া, চালে কেরোসিন ঢেলে দেওয়া, মেরে চোখ নষ্ট করে দেওয়া, এগুলো কোলাটেরাল ড্যামেজ।
  • a x | 75.53.192.85 | ০৪ জুলাই ২০০৯ ২৩:৫৮405437
  • বোঝো! হাগু* হিসু*
  • a x | 75.53.192.85 | ০৫ জুলাই ২০০৯ ০০:০৭405438
  • ধরা যাক একটা ১৫-১৬ বছর বয়েসের একটি কিশোর বা কিশোরী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল পুলিশ এসে তার মা-কে এই ভাবে অপমান ও নির্যাতন করল, তাদের অত দূর থেকে হেঁটে আনা জল, যা আনতে এক বেলা লেগেছে, যা দিয়ে ভাত রাঁধার কথা, খাওয়ার কথা, তাতে পুলিশের গু ভাসছে। রিলিফের চাল যা লাইনে দাঁড়িয়ে এনেছিল, যা দিয়ে এক মাস চলার কথা, তাতে পুলিশ এসে কেরোসিন ঢেলে গেছে। এই ছেলেটি বা মেয়েটির কি ভারত রাষ্ট্রের প্রতি বিশেষ কৃতজ্ঞতা বোধ কিম্বা পুলিশের প্রতি, বা আইন কানুনের প্রতি শ্রদ্ধা জাগ্রত হবে? নাকি আর দু তিন বছর বাদে সে মাওবাদীদের দলে নাম লেখাবে?
  • Suvajit | 121.215.1.9 | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ২১:২০405441
  • ছত্রধর মাহাতোকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গ্রেফতার করা হল। পুলিশ জনৈক সাংবাদিককে ধাওয়া করে ছত্রধরকে অ্যারেস্ট করেছে।
    http://beta.thehindu.com/news/states/other-states/article25505.ece
    এনায়েতপুরের ঘটানাবলীর পর এই গ্রেফতার, রাজনৈতিক ও প্রাশাসনিক মোকাবিলা শুরু হল?
  • Samik | 117.194.3.95 | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:০২405442
  • ধাওয়া করে নয়, সাংবাদিকের ক্যামুফ্লাজে গোয়েন্দারা গিয়ে ওকে তুলে আনে। সেই সময়ে একজন সাংবাদিক প্রতিবাদ করায় গোয়েন্দা তার দিকেও রিভলবার তুলেছিলেন।

    সূত্র : আজকের স্টেটসম্যান
  • a x | 143.111.22.23 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:৩৮405443
  • শমীক, এই গোয়েন্দা সাংবাদিকের দিকেও বন্দুক তুলেছিল এটা কি বাংলা স্টেটসম্যান না ইংরেজিটাতে বেরিয়েছে? পারলে একটু লিংকটা দেবে?
  • Samik | 117.194.3.21 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:০০405444
  • বাংলা স্টেটসম্যান। :-) এর লিংক হয় না। বিশ্বাসে মিলায়।
  • Aranya | 98.221.52.119 | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ০৭:৩১405445
  • আবাপ অনুযায়ী ছত্রধরের বিরুদ্ধে খুন, অপহরণ, ভয় দেখিয়ে টাকা আদায় ইত্যাদি এবং কমপক্ষে ১৫ টা নাশকতা মূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগ। রাস্তা কাটা, অবরোধ, মিটিং মিছিল - এগুলো কি নাশকতার পর্যায়ে পড়ে? লাল গড় সম্বন্ধে বাংলা এবং ইংরেজী মিডিয়ায় এযাবৎ যা বেরিয়েছে তাতে এর বাইরে কোনো অভিযোগ তো প্রমাণ করা শক্ত, যদি না পুলিশের কাছে এতাবধি গোপন কোনো খবর থাকে---
    ছত্রধরকে গ্রেফতার করলেই যদি এদিকে একের পর এক সিপিম হত্যা আর ওদিকে আদিবাসীদের ওপর পুলিশী অত্যাচার বন্ধ হয়, তাহলে বৃহত্তর স্বার্থে হয়ত ঠিকই আছে, colateral damage
  • Vidya | 69.249.239.35 | ০১ অক্টোবর ২০০৯ ০৮:৩৭405448
  • সংবাদ প্রতিদিন-এর সাইট তো ভাইরাসে ভর্তি দেখছি।
  • a x | 75.53.198.45 | ০১ অক্টোবর ২০০৯ ০৮:৪০405449
  • হুঁ। ট্রোজান।
  • Arijit | 61.95.144.123 | ০১ অক্টোবর ২০০৯ ০৯:৪৮405450
  • http://www.telegraphindia.com/1091001/jsp/bengal/story_11560307.jsp - এই খবরটা নতুন কিছু না, রোজই এরকম থাকে। তবে শেষ লাইনটা জরুরী - Maoists have killed 47 people in West Midnapore, Bankura and Purulia since June 29.
  • a x | 75.53.198.45 | ০১ অক্টোবর ২০০৯ ০৯:৫৪405451
  • হ্যাঁ আর গত একসপ্তাহেই ১০ জন তৃণমূল কর্মী খুন হয়েছেন, সেটাও জানলাম। মমতা অবশ্য বলেন এসব সিপিএমের কাজ। তবে তিনি কি না বলেন।
  • Arijit | 61.95.144.123 | ০১ অক্টোবর ২০০৯ ০৯:৫৮405452
  • যে লাইনটার জন্যে লিংকটা দিলাম সেখানে people কথাটা দ্রষ্টব্য। people!
  • a x | 75.53.198.45 | ০১ অক্টোবর ২০০৯ ০৯:৫৯405453
  • মানে? কেউ কেউ people কিন্তু সবাই people না?
  • Arijit | 61.95.144.123 | ০১ অক্টোবর ২০০৯ ১০:০৫405454
  • এটাকে paranoia বলা যেতে পারে। কিছু কিছু people নিয়ে স্পেসিফিক্যালি বলতে চাইলে আবাপ, টেলিগ্রাফ এবং টিওআই-তে আরো অনেক লিংক ছিলো - গত বেশ কয়েকদিন ধরেই।

    যাক গে, কাটাও।
  • Suvajit | 203.19.175.113 | ০১ অক্টোবর ২০০৯ ১০:১৭405455
  • জটিল ব্যাপার। এই শুনতাম ছত্রধর ছিলো তিনোমূল। এখন শুনছি ছিলো সিপিয়েম।
    কদিন আগেও গফ্‌ফর গান গাইছিলো। মিডিয়া সুর দিচ্ছিলো। হঠাৎ গান বন্ধ। সুরকার ধমকিত। মিডিয়া চমকিত। আমরা ব্যোমকিত।
    এবার ছত্রধরের গান শুরু। বড় শিল্পী। এত তাড়াতাড়ি গান গাইতে রাজী হবেন আশা করি নি। কিন্তু তিনি গান ধরেছেন। মিডিয়া সুর ধরেছে। কতদিনের প্রোগ্রাম দেখা যাক।
    ছত্রধরের ১ কোটি টাকার জীবনবিমা। যার প্রিমিয়াম আন্দাজ বছরে ১০-১২ লাখ টাকা। ভালো খবর। সকলেরই জীবনবিমা করানো উচিৎ। আদিবাসী আন্দোলনের নেতার এই সচেতনাবোধ প্রশংসনীয়। শিক্ষণীয়। বিশেষ করে যেখানে 'জীবন মৃত্য পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন।' মৃত্য না মৃত্যু? মৃত্য বলে কি কোনো শব্দ হয়? আবার মৃত্যু বললে ভৃত্যু বলতে হয়। চাকরকে আদর করে কি ভৃত্যু বলা চলে? কী জানি।
    ছত্রধরের মাওবাদীদের সঙ্গে যোগাযোগ আছে। তিনোমূলের মাওবাদীদের সঙ্গে আঁতাত আছে। ওরা দিনে তিনোমুল রাতে মাওবাদী। আবার মাওবাদী হল প্রাক্তন সিপিয়েম। সিতারামবাবুও মাওবাদীদের সাথে যোগাযোগ রাখেন। তবে তারা ভারতীয় নন। নেপালি। নেপালি মাওরা ভালো। চিনারাও ভালো। এদেশের মাওরাই যাচ্ছেতাই। বিপথগামী। তবে এবার অনেক কেষ্টুবিষ্টুরই মাওবাদী যোগাযোগ জানা যাবে। পয়সাকড়ি দিয়ে সাহায্য করা বেরিয়ে যাবে। মাওবাদীদের ডোনেশন দিলে কি আয়করে ছাড় পাওয়া যায়? গেলে ঠিক আছে। আমার দরকার আয়করে ছাড়। সে আমি মাওকে দি না কামাওকে দি, কার বাপের কী? নইলে বিপদ। শালা টাকা বেশী হয়ে গেছে। ডোনেশন দিচ্ছ ব্যাটাচ্ছেলে। এক্ষুনি পার্টিফান্ডে এক খোকা ফেল। বেশী ত্যান্ডাইম্যান্ডাই করলে উয়াপায় ফেলে দেব। একদম ফুটুর ডুম হয়ে যাবে। নয়ত পাব্লিক ডেকে এনে হুরুমতাল ক্যেলিয়ে বলে দেব জনরোষ। থাক শালা হাসপাতালে ভেজিটেবল হয়ে।
    তদন্ত করতে করতে দেখা গেল আরেব্বাবা একি। এতো হাফ বেঙ্গলের সঙ্গে মাওবাদী কানেকশন পাওয়া যাচ্ছে। সবাইকে অ্যারেস্ট করলে পরিবত্তন কে আনবে? ঘুরেই বা কারা দাঁড়াবে? আর সবাই যদি একসঙ্গে গান ধরে, সে তো ভয়ংকর গোলমাল হবে।
  • Arijit | 61.95.144.123 | ০১ অক্টোবর ২০০৯ ১০:২৭405456
  • এগুলো ভ্যালিডেটেড নয়।

    আরেকটা জিনিস যেটা খুব জরুরী অথচ খুব একটা কেউ উচ্চবাচ্য করেনি সেটা হল দিন দুই আগে চিদম্বরমের স্টেটমেন্ট - যেখানে বলেছে মাওয়িস্টদের সিম্প্যাথাইজারদের বিরুদ্ধেও এরকম ব্যবস্থা নেওয়া হতে পারে। এটা খুব সাংঘাতিক একটা দাবি।
  • Samik | 117.194.4.244 | ০১ অক্টোবর ২০০৯ ১২:৪৯405458
  • হুঁ, সেই হাল্লার রাজা কয়েছিল, যে না আমার সাথে গান গাইবে, আমি তার গর্দান নেব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন